ড. জাকির আপনি বলছেন বেদ হিন্দুদের প্রধান ধর্ম গ্রন্থ তা হলে আপনি কেন গীতা মহাভারত থেকে উদ্ধৃতি দেন ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • ড. জাকির আপনি বলছেন বেদ হিন্দুদের প্রধান ধর্ম গ্রন্থ তা হলে আপনি কেন গীতা মহাভারত থেকে উদ্ধৃতি দেন ?
    পৃথিবীর অসংখ্য ধর্মের মধ্যে হিন্দু একটি প্রাচীনতম ধর্ম। প্রাচীনকালে এর নাম ছিল আর্য ধর্ম। কারণ ইরান থেকে আগত সেমেটিক শাখার আর্য গোত্ররা এ ধর্মের বাহক ছিল। এরা আনুমানিক খ্রিষ্টপূর্ব প্রায় পাঁচ হাজার অব্দে উপমহাদেশে আগমন করে আদি অধিবাসী তথাকথিক অনার্যদেরকে বিতারিড়ত করতঃ সপ্তসিন্ধু বিধৌত পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে। এ জন্য কালক্রমে তাদেরই উচ্চারণে সিন্ধু শব্দের অপভ্রংশ হিন্দু জতি নামে ইতিহাসে পরিচিতি লাভ করে। অতঃপর প্রাচীন আর্য ধর্ম তখন থেকে হিন্দু ধর্ম নামেও পরিচিতি লাভ করে। এ ধর্মের আলোচনাই আমাদের এ পাঠের প্রদিপাদ্য বিষয়।
    হিন্দু ধর্মের পরিচয়:
    হিন্দু ধর্ম মূলত আর্যদের বৈদিক ধর্ম। এ ধর্মের আদি ধর্মগ্রন্থের নাম ঋক বেদ। এ বেদের সূচনাতে একটি একেশ্বরবাদী ধর্ম ছিল। এটা অবতারবাদের প্রবক্তা। অতঃপর যুগে যুগে ব্রহ্মের অবতারগণ আগমন করতঃ ঋক বেদের অনুশীলন করতে গিয়ে এর সাথে স্থান-কাল উপযোগী সংযোজন-সংবর্ধন করে আরো ৪টি সংস্করণ তৈরি করে। এগুলোই হিন্দু ধর্মের অনুসরণীয় পঞ্চবেদ। এ পঞ্চবেদে বিশ্বাস করাকেই হিন্দু ধর্ম বলে; যাকে পূর্বকালে আর্য ধর্ম বলা হত।
    হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ও শিক্ষা:
    প্রত্যেক ধর্মের আচার-আচরণ ও বিধিমালা সম্বলিত নিজস্ব ধর্মগ্রন্থ থাকে। তেমনি হিন্দু ধর্মেরও ধর্মগ্রন্থ আছে। তবে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের সংখ্যা অনেক। এ ধর্মগ্রন্থগুলো হল ১. বেদ, ২. উপবেদ, ৩. বেদান্ত, ৪. স্মৃতি সংহিতা, ৫. গীতা, ৬. পুরাণ, ৭. আগামশাস্ত্র, ৮. রামায়ণ ও মহাভারত, ৯. চন্ডী এবং ১০. ষড়দর্শন, উপনিষদ ইত্যাদি। উক্ত ধর্মগ্রন্থসমূহ ও এগুলোর সময়কাল সম্পর্কে নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
    ১. বেদ: হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থের মধ্যে বেদের স্থান খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃত ‘বিদ’ ধাতু থেকে বেদ শব্দটি নিস্পন্ন। বিদ+ঘঙ বেদ। বেদ অর্থ জানা (To Know)। বৈদিক যুগে ঋষিগণ বেদকে ভিত্তি করে কয়েকটি গ্রন্থ রচনা করেন। যারা এই বেদকে আবিষ্কার করেছেন তাদের ঋষি বলা হয়।জনায়েক মহাপ্রাজ্ঞা হলেন বেদের মূল আবিষ্কারক আর ঋষিগণ আবিষ্কার করেছেন বেদের অন্তর্নিহিত আধাত্মিকতা।এই গ্রন্থে প্রকৃতির পূজার কথা তুলে ধরা হয়েছে। বেদের সংখ্যা চারটি। যথা- ১. ঋকবেদ, ২. সামবেদ, ৩. যজুবেদ ও ৪. অথর্ববেদ।বেদব্যাশ তা সংগ্রহ করেন এবং গণেশ তা লিপিবদ্ব করেন। শুধুমাত্র ঋকবেদে চাঁদ,সূর্য,পৃথিবী,আকাশ, অবনি,বারি,প্রভাত,সন্ধ্যা মলয়,ঝড়, নদ-নদী,জলপ্রপাত।পাহাড়-পর্বত ইত্যাদির ন্যায় ছিয়াত্তুরটি প্রাকৃতিক অস্তিত্ব পূজার কথা বলা হয়েছে।এই বেদের সন্ধান পাওয়া সকল ঋষিগণের নাম জানা যায় নাই।মনু,বিশ্বমিত্র,বিশ্বধারা ও লোপা মুদ্রায় ন্যায় চার পুরুষ ও দুই মহিলা ঋষির কথা উল্লেখ রয়েছে। এই চারটি গ্রন্থের পরিচিতি নিম্নে পেশ করা হলঃ
    ১. ঋগ্বেদঃ এটি প্রথম বেদ।এটা সংহিতা,ব্রাহ্মণ অরন্যক ও সূত্রভেদে চার প্রকার। ঋক সংহিতাই ঋগ্বেদের আদি গ্রন্থ।এটা সকল বেদ ও পৃথিবীর সকল শাস্ত্র অপেক্ষা প্রাচীন। কারো মতে যে সময় আর্য সভ্যতা চারিদিকে বিস্তৃত হতে শুরু করে,সে সময় আর্যগণ আগ্নিপূজা প্রচার করার জন্য চারিদিকে পর্যটন করতে আরম্ভ করেন তখন থেকেই বেদের সংহিতা ভাগ সংগ্রহ করে।এখানে সর্বমোট ১০৫৫২টি মন্ত্রের দ্বারা যজ্ঞে দেবতাদের আহবান করা হয়েছে।
    ২. সামবেদঃ সামবেদ ব্রহ্মার উত্তর মুখ থেকে নিঃসৃত। এটি ২য় বেদ।মহর্ষী হৈসিনিকে সামবেদ শ্রবণ করাতে নিযুক্ত করিয়েছেন।বেদমন্ত্র,গান-বাজনা,সাধনা,সান্ত্বনা,প্রিয় বচন ইত্যাদি সামবেদ। সামবেদের বাক্যসমূহ সুরের মাধ্যমে করা হয়েছে। সামবেদ ঋগ্বেদের একটি অংশ। ঋদ্বেগ থেকে সাম ও যজুর্বেদের বিষয়বস্তু গ্রহণ করা হয়েছে।এই বেদের মন্ত্রসংখ্যা হল ১৮৭৫টি।৭৫টি মন্ত্র সামবেদের নিজস্ব আর বাকিগুলো ঋকবেদ থেকে নেওয়া হয়েছে।এটি মূলত প্রার্থনাসঙ্গীতের একটি গ্রন্থ।
    ========= Needs and Advice ============================
    --------------------------------------- ✔Email: Khalil300774@gmail.com ------------------------------------------
    ------------✔Phone: +8801706-917791-------------------- ✔Brilliant +8809638288307 -----------------
    ===============================FOLLOW US================================
    ================= SUBSCRIBE►LIKE►COMMENT►SHARE ==================
    পিস ওয়াজ বিডি ►► / peacewazbd
    পিস ওয়াজ ►► / peacewaz
    হট পিস ওয়াজ ►► / hotwazbd
    বাজিতপুর টিভি ►► / mkrtvbd
    শান্তি টিভি ►► / shantitv
    ►► / peacewazbd
    ►► / mkhalilur
    ◉ প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি Subscribe করুন !! ▶ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন !! ▶ Copyright Disclaimer : Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. If you like the video, please like, comment and share it with your friends. Don't forget to subscribe. I have two more channels to visit. Hope you see something better. Thanks. @peace waz bd @শান্তি টিভি - shanti tv @mkr tv bd @peace waz @hot waz bd #ডাঃজাকির #peacewazbd #zakirnaik

Комментарии • 48