ভারতবর্ষে ইসলাম ধর্মের আবির্ভাব / আরবদের সিন্ধু বিজয় / ভারতে মুসলিম যুগের বিকাশ

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • প্রকৃতপক্ষে যিশুখ্রিস্টের জন্মের বহু আগে থেকেই সম্পূর্ণ অবিভক্ত ভারতীয় উপমহাদেশে সভ্যতার বিস্তার গড়ে ওঠে। ঠিক ওই সময় থেকে পাকিস্তানের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে পর্যন্ত ভারত বর্ষ অখন্ড ভারতীয় উপমহাদেশ হিসাবে বিস্তার লাভ করেছিল। আমি জেই সময়কার কথা বলছি সেই সময় পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশ ভারতীয় উপমহাদেশের মধ্যে ছিল। আপনারা সকলেই জানেন যে বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে বহু যুগ আগে আনুমানিক ৩৩০০ - ১৫০০ খ্রিস্ট পূর্বাব্দে সিন্ধু সভ্যতা তথা হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা বিস্তার লাভ করেছিল। যা ছিল বিশ্বের সর্ব প্রথম সভ্য মানব সভ্যতা। এরপরে থেকে সমগ্র ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের সভ্যতা গড়ে উঠতে দেখা যায়। যেমন বৈদিক যুগের সভ্যতা, লৌহ যুগের সভ্যতা, বৌদ্ধ ধর্মের সভ্যতা, জৈন ধর্মের সভ্যতা, ষোড়শ মহাজন পদ, মগঘ সাম্রাজ্য, হড়সঙ্ক বংশের বিস্তার, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, গুপ্ত যুগ, চোল সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য প্রভৃতি সভ্যতা। আমরা ইতিহাস ঘাটলে মূলত দেখতে পাই সেই সময়ে সমগ্র ভারতীয় উপমহাদেশে প্রধানত একটি ধর্ম প্রাধান্য লাভ করেছিল তা হলো হিন্দু ধর্ম এর পরবর্তীকালে হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধধর্ম ভারতীয় উপমহাদেশে বিস্তার লাভ করতে শুরু করে।
    যাই হোক না কেন আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব বা ইসলাম ধর্মের বিস্তার। ভারতবর্ষে মূলত ইসলাম ধর্মের সূত্রপাত ঘটেছিল প্রধানত ৩ টি পর্যায়ে।
    প্রথম পর্যায়ে ৭১১ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের হাত ধরে ভারতবর্ষে সর্ব প্রথম ইসলাম ধর্মের সুত্রপাত ঘটে। এর পরবর্তী কালে গজনীর সুলতান সবুক্তগীন এর পুত্র এর পুত্র। এই মামুদ ১০০০ থেকে ১০২৭ খ্রিস্টাব্দের মধ্যে মোট ১৭ বার ভারত আক্রমণ করেন। এখানেও আপনাদেরকে আর একটা কথা না জানিয়ে রাখা ভাল যে সুলতান মাহমুদ কখনোই ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে আছেন নি। তার পর ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহান কে পরাজিত করেন। এবং এর মধ্য দিয়ে তিনি ভারতবর্ষে সর্বপ্রথম স্বাধীন ইসলাম রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন। তবে তাঁর মৃত্যুর পর তাঁর ক্রীতদাস সেনাপতি কুতুবউদ্দিন আইবক এর হাত ধরে 1208 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠা হয়। এবং এই দাস বংশের প্রতিষ্ঠা মধ্য দিয়ে ভারতবর্ষে সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম মুসলিম রাজত্বের সূচনা হয়।
    তো চলুন এইবার সবকিছু বিস্তারিত আলোচনা করা যাক।

Комментарии • 458

  • @rahmansajedur4371
    @rahmansajedur4371 2 года назад +48

    রাজা 'চেরামন পরিমল' এর সময় ভারতবর্ষে প্রথম মসজিদ নির্মিত হয় যার নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয়। তিনি হযরত মুহাম্মদ (সাঃ) এর সাথে দেখা করতে আরব গমন করেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন। এ বিষয়ে সবিস্তারে একটি ভিডিও যদি তৈরি করতেন।

    • @ashfaqahmedshishir5729
      @ashfaqahmedshishir5729 2 года назад

      এই লোক সম্পূর্ণ মিথ্যা বলছে
      ওখানে ব্যবসায়ীদের জাহাজ থেকে রাজা দাহিরের লোকেরা নারীদের তুলে নিয়ে যেত প্রাসাদে । আর রাজা দাহির সেই নারীদেরকে ধর্ষণ করতো । এই ধর্ষণের প্রতিবাদ জানাতে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এক সৈন্যদল পাঠায় সিন্ধ আক্রমণ করার জন্য । সে সময় মাত্র 17 বছর বয়সী কমান্ডার ছিলো মুহাম্মদ বিন কাসিম ।
      রাজা “চেরামান পরিমল” এর ইতিহাস ও বানিয়ে মিথ্যা বলবে । আপনি ভুল জায়গায় অনুরোধ করেছেন

    • @SumonMiya.
      @SumonMiya. 2 года назад +4

      Right Bro

    • @amitbiswas1882
      @amitbiswas1882 2 года назад +1

      গল্পটা ভালো কিন্তু বলার ধরনটা একদম ভালো না একদম ভালো না।

    • @purnimasarkarbibivideo2780
      @purnimasarkarbibivideo2780 2 года назад +1

      Hmmm

    • @Qwertyuiopasdfghjklzxcvbfcvxbc
      @Qwertyuiopasdfghjklzxcvbfcvxbc 2 года назад

      Q

  • @subhashaldar3971
    @subhashaldar3971 4 дня назад +2

    আমার একটা প্রশ্ন :--- এই পৃথিবীতে মুসলিম ধর্মের আবির্ভাব কত বছর আগে ও কি ভাবে.......?

  • @krishnakantasarkar698
    @krishnakantasarkar698 Год назад +2

    আপনার জানা নেই যে ৬৩৬-৭সালে প্রথম অরব অভিযান ভারতের দক্ষিণ সমুদ্র উপকূলে (Elliot,History of India,v.1, p415, তারপর তিন চারটিব্যর্থ অভিযান ( 16:37 Military History of India,পডুন 'Chach-nama' Kar)মহম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণ পডুন Chach-nama,

  • @JahangirAlam-yw7uk
    @JahangirAlam-yw7uk 2 года назад +2

    মহ‌ম্মদ বীন কাশিমের ৫০ বছর আগেই আরাবিয়ান রা ভারতে ব্যাবসার উদ্দেশ্যে এসেছিলেন।
    তার থেকে বহু বছর আগে রাজা ভৌজ আরবের,
    মহা নগর, মক্কা শহরে গিয়েছিলেন।
    ভবীশ্যপূরানে তার প্রমান আজোও আছে,
    কারন নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম আল্লাহর শক্তিতে (কথায়) 🌙 চাঁদ
    কে দুই ভাগে ভাগ করা হয়েছিলো।
    তাই (রাজা) তিনি তার কিতাবে (ভবীশ্য পূরাণ)
    অযধ্যা নামক জায়গার খোঁজে বেরিয়ে ছিলেন।
    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথেও করেন,
    এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন।
    ভারত আক্রমণ করে কোন দিন ভারতের মাটিতে ইসলাম আসনি,
    গাঁজা খোরি গল্পঃ করে ইসলাম কে বদনাম করবেন না।
    প্লীস মাফ করবেন।

    • @adi209gamer7
      @adi209gamer7 2 года назад +2

      Kichu din pore to bolbi...bharatbarse Islam age chilo..pore hindu ase😆😆😀😀😀...1400 yrs age jei dharmer jnmo ..but ekhon kichu jaigai dekhi tira bolis...islim prithibi sristir somoi thake ache...😆😆😀😀😀😀😀...mitthe k barbar bole satti korar apran chesta tora valoi koris...

    • @mdjalil3137
      @mdjalil3137 2 года назад +1

      @@adi209gamer7 tui gorur mut kha 😭😒🤭 taholei sob kichu bujbi😃🙄

    • @prasantasen8660
      @prasantasen8660 4 месяца назад

      ​@@mdjalil3137যেমন তোরা হিন্দুদের রক্ত খেয়ে সব কিছু বুঝিস।

  • @pranjalsinha85
    @pranjalsinha85 2 года назад +5

    ভারতের দুর্ভাগ্যের সেই শুরু....

    • @xomnath1
      @xomnath1  2 года назад +2

      বর্তমানে অবস্থা খুবই গুরুতর

    • @dulalsd7654
      @dulalsd7654 6 дней назад

      ​@@xomnath1বর্তমানে সেরা আছে,🇧🇩🇧🇩🚩🚩

  • @mohammadhasan25
    @mohammadhasan25 2 года назад +4

    মসলার জন্য সিন্ধু আক্রমণ করে নাই আপনি সঠিক নহে😂😂

    • @xomnath1
      @xomnath1  2 года назад +2

      মসলা বোঝাই জাহাজ হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথম গোলযোগের সূচনা হয়। আমি যদি অন্য কোনো তথ্য জেনে থাকেন অনুগ্রহ করে আমাকে জানান।

    • @mohammadhasan25
      @mohammadhasan25 2 года назад +1

      এখানে বন্দি মুসলমানদের মুক্তির জন্য সিন্ধু আক্রমণ করে

    • @xomnath1
      @xomnath1  2 года назад

      @@mohammadhasan25 সে তো পরেরবার। প্রথমে মসলা যাওয়াকে কেন্দ্র করে সিন্ধু আক্রমণ করলে মুহাম্মদ বিন কাসিমের সেনাপতি রাজা দাহিরের কাছে পরাজিত হন। সেই সময়ে রাজা দাহির মুহাম্মদ বিন কাসিমের বেশকিছু সেনাকে বন্দি করে। পরবর্তীকালে মুহাম্মদ বিন কাসিম পুনরায় মূলত বন্দী সেনাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এবং বাণিজ্য যাত্রা পথকে আরও প্রসারিত করার জন্য রাজা দাহিরের রাজ্য আক্রমণ করেন এবং বাহির কে পরাজিত করে দেবল বন্দর দখল করেন।

    • @AbdulHasimLaskar-r4n
      @AbdulHasimLaskar-r4n 4 месяца назад

      Bhai apni itihash boi na porhe ei rokhom suna kotha prochar korben na apni mittha badi hoye jaben * apni itihash shombondhe jante hole gulam mustafa rochito chepe rakhaa itihash boi ti porhun ar prochar korun

  • @krishnamajumder3465
    @krishnamajumder3465 4 месяца назад +1

    হরে কৃষ্ণ দাদা দয়া করে আপনে আমাদের ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় অতি দ্রুত গুরুকুল স্থাপনের জন্য জনসচেতনতা মূলক ভিডিও বানাবেন এবং সরকারের কাছে আবেদন করা প্রয়োজন তানাহলে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা জাবেনা এবং পরবর্তী প্রজন্মের কাছে সনাতনের বার্তা পৌঁছানো যাবে না।

  • @TAJDARE_KALIMI
    @TAJDARE_KALIMI 2 года назад +6

    খুব সুন্দর ভিডিও একদম সত্যি ঘটনা তুলে ধরেছেন। মোঘল সাম্রাজ্যের ও ওসমানী খিলাফত সম্পর্কে জানতে চাই দাদা??

  • @alamgirhossain316
    @alamgirhossain316 2 месяца назад +3

    অত্যন্ত শ্রুতি মধুর কন্ঠে উপমহাদেশে মুসলিম ধর্মের আবির্ভাব ভিডিওটি বর্ণনা করা হয়েছে । ভাই ,আপনার আরো ভিডিও চাই । আপনাকে অসংখ্য ধন্যবাদ । বাংলাদেশ হতে ।

    • @xomnath1
      @xomnath1  2 месяца назад

      @@alamgirhossain316 আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @Mdlokman-n8l
    @Mdlokman-n8l 6 месяцев назад +1

    Sultan mahmud shampork hinduder sikhano mitha itihas bla hoyese

  • @jahirakhatun4067
    @jahirakhatun4067 5 дней назад +1

    ভুল ভাল তথ্য দেবেন না আগে সঠিক ভাবে ইতিহাস জানুন তারপর অপরকে জানাবেন

    • @xomnath1
      @xomnath1  5 дней назад +1

      @@jahirakhatun4067 আপনি দয়া করে সঠিক ইতিহাস টা আমাকে জানান

  • @saddamhossain291
    @saddamhossain291 2 года назад +1

    মনগড়া গাঁজাখুরি ইতিহাস শুনলাম আজ

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      আপনার মন্তব্য অতীব চমৎকার

  • @mdkashem474
    @mdkashem474 Год назад +1

    সত্য মিথ্যা মিলিয়ে ভিডিও বানালেন

  • @AbdurRahman-hg2tq
    @AbdurRahman-hg2tq 2 года назад +3

    আপনি ভালো করে ইতিহাস জানেন জেনে পড়ে ভিডিও বানানো

  • @successtv6284
    @successtv6284 9 месяцев назад +1

    আপনি মনে হয় হিন্দু, আপনার ইতিহাস পাঠ একপেশে মনে হয়েছে।

    • @xomnath1
      @xomnath1  9 месяцев назад +1

      হ্যাঁ আমি হিন্দু। এটা কেবলমাত্র আমার ধর্ম। কিন্তু সমস্ত তথ্য গুলো বিভিন্ন ঐতিহাসিক বই এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি।

    • @BraveWarrior-q1y
      @BraveWarrior-q1y 28 дней назад

      আর আপনি মুসলমান বলে মুসলমানদের দোষ দেখতে পান না।

  • @সোনালীকুন্ডলা
    @সোনালীকুন্ডলা 2 года назад +10

    এই ইতিহাস কঠিন টা সহজে বুঝতে পারলাম । ধন্যবাদ আপনাকে ❤

    • @mrkhan-bj1vl
      @mrkhan-bj1vl Год назад

      ruclips.net/video/QIUpZgY_xaI/видео.htmlsi=RYK2gt9QsTb_1JNe

  • @upomasarkar1107
    @upomasarkar1107 2 года назад +9

    অনেক ভালো লাগলো।
    ভার্সিটি প্রপারেশন নিতে ধরে এসব শুধু মুখস্ত করছি। আর বার বার সব গোলমাল হয়ে যাচ্ছিলো। এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হলাম।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ❤️❤️❤️❤️❤️

  • @ilovemyindia5755
    @ilovemyindia5755 2 года назад +6

    তথ্য ভিত্তিক আলোচনা খুব ভালো লাগলো,,(অবসরপ্রাপ্ত শিক্ষক,,, মহেশপুর,, পাকুড়, ঝাড়খণ্ড ভারত থেকে দেখলাম )

    • @xomnath1
      @xomnath1  2 года назад +3

      পরম পূজনীয় মাস্টার মশাই। এই চ্যানেল এর পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই।

    • @SabkaBaap-e5e
      @SabkaBaap-e5e 2 месяца назад

      স্যার আমার বাড়ি রামপুরহাট

  • @iingolam9003
    @iingolam9003 Год назад +1

    মিথ্যে, প্রপাগাণ্ডা ভরপুর

    • @xomnath1
      @xomnath1  Год назад +1

      না ম্যাডাম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই।

  • @bessst718
    @bessst718 2 года назад +1

    Apnar bhasha thik korun abong hojjaj no hajjaj hobe

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। একচুয়ালি ওটা হাজ্জাজ হবে। যাইহোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি। একটি সুন্দর সকাল আপনার জন্য অপেক্ষা করছে।

  • @OsmanAlisarkar-b7m
    @OsmanAlisarkar-b7m Год назад

    Bharote Islam abhivaber. Aakdom..bholl tathya....Karon khaza moinuddin Christie probesher somy theke bharote islamer abhirvab hoy

  • @mdgolamazam6906
    @mdgolamazam6906 4 месяца назад

    আপনি এতো ফালতু ভাবে কেনো ইতিহাস লুকাচ্ছেন??? সকল সত্য ঘটনা উপস্থাপন যদি করতে না পারেন তাহলে কেনো সত্য লুকিয়ে প্রচার করতেছেন??? এতে মানুষ সত্য ঘটনা থেকে দূরে সরে যায়।

  • @mohandas8660
    @mohandas8660 7 дней назад +1

    যেনে ৰখা ভাল,,,,,

  • @alljobnews1008
    @alljobnews1008 Месяц назад

    এই লোক নিজের মতো করে বানিয়ে ভিডিওটা করছে😁।
    ইতিহাস সম্পর্কে জেনে তারপর ভিডিও করতে হয় 🙃🤔😁

  • @captainmanzur-ul-alam9101
    @captainmanzur-ul-alam9101 17 дней назад

    Pakistani Balochistan was conquered by Arab Muslims about 68 years before Sind.

  • @anjanamandal1351
    @anjanamandal1351 2 года назад +5

    Kutubuddin or ghori donohi
    Lutera tha.

  • @gnghosh1889
    @gnghosh1889 2 года назад +8

    তথ্য সম্বৃদ্ধ এই প্রতিবেদনটি শুনে খুবই ভালো লাগলো। অনেক কিছু জানলাম ।এই ধরণের তথ্য সম্বৃদ্ধ ভিডিও দেখার অপেক্ষায় রহিলাম। ধন্যবাদ।

  • @srijoyproshantoroysrijoypr5200
    @srijoyproshantoroysrijoypr5200 2 года назад +3

    Joy Hindustan ajonno v varath vorshe BGP cay,,,

  • @belalhosen2637
    @belalhosen2637 5 месяцев назад +1

    Belal. Hossain khan

  • @findview8751
    @findview8751 4 месяца назад +1

    অনেক সুন্দর করে অনেক সত্যি ইতিহাস চেপে গেলেন

  • @syedmohteshamalibabla166
    @syedmohteshamalibabla166 4 месяца назад +1

    খুব সুন্দরভাবে অনেক সত্য চেপে গেলেন।

  • @asmazumder5920
    @asmazumder5920 2 года назад +4

    সত্য ইতিহাস শুনতে এবং জানতে সবার ভাল লাগে, তা যে কোন ধর্মের পক্ষে যাক না কেনো

    • @mdhabibreza6391
      @mdhabibreza6391 2 года назад +1

      ঠিক বলেছেন, সত্যি শুনতে ভালো লাগে

  • @mamiddya9383
    @mamiddya9383 8 месяцев назад +2

    সত্যিই খুব সুন্দর উপস্থাপনা । sur আপনি এই চ্যানেল টা চালিয়ে যান । নিরপেক্ষ সঠিক ইতিহাস ।

  • @psen6327
    @psen6327 Месяц назад

    একটাই কথা, প্রথম সব সনাতন হিন্দু ছিল,

  • @gseries2856
    @gseries2856 2 года назад +2

    এই খুশিতে সবাই মিলে চিৎকার করে বলুন চোদনআল্লাহ 😂😂🤣😂🤣🤣😂🤣🤣😂🤣🤣😂🤣😂😂🤣🤣😂🤣😂🤣😂😂😂😂🤣🤣😂😂😂🤣😂🤣😂

    • @skmoffarali5380
      @skmoffarali5380 2 года назад

      Mad man

    • @syedmdakibandall5257
      @syedmdakibandall5257 Год назад

      নিজের ভাষা ঠিক করুন নোংরামীর একটা সীমা থাকে

  • @niazmurshed9251
    @niazmurshed9251 2 года назад +1

    Ki bosen? Apni ki buje kisu bolsen. Na apnar mone ja chaise tai bolsen. Actual history ta jenun. Tarpore Boleyn.

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      আসল ইতিহাস কি?

  • @groy2015
    @groy2015 2 года назад +2

    তখন পাকিস্তান কোথায় পেলে।?

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      আমি বলেছি বর্তমান পাকিস্তানের অন্তর্গত।

  • @lutfabegum4073
    @lutfabegum4073 Год назад

    ইতিহাস কখনোই এই সকল ভুয়া তথ্যধারীদের কাছ থেকে জানবেন না ইতিহাস জানতে হলে অবশ্যই ইতিহাসের বই পড়তে হবে এই মোহাম্মদ বিন কাসেম এর আসল ইতিহাস যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাদের সিন্দু বিজয়ী মহম্মদ বিন কাসিম এই বইটা পড়তে হবে

  • @salauddin1697
    @salauddin1697 2 года назад

    এইসব ভুল বাল আদা মাদা ইতিহাস কই পান? আর কোন ইস্কুলে পড়ায়?

  • @abhinaba1980
    @abhinaba1980 2 года назад +5

    asadharon. ei jonnoi apnar video gulo amar khub bhalo lage.

    • @xomnath1
      @xomnath1  2 года назад +2

      অনেকদিন পর আবার আপনাকে আমার এই চ্যানেলে দেখলাম। খুবই ভালো লাগলো। আপনাকে শুভ শারদীয়া এবং দীপাবলীর অভিনন্দন জানাই।

    • @abhinaba1980
      @abhinaba1980 2 года назад

      @@xomnath1 apnar jonno roilo anek anek subhechcha o abhinandan 🙏

  • @rabiulhaque2621
    @rabiulhaque2621 2 года назад +1

    this information is totally wrong. Islam had came at first in kerela.

  • @shankardebroy3775
    @shankardebroy3775 2 года назад +1

    Awastik, nawastik, dwaita, adwaita, swakar, nirakar, brahamabadi, baishnab, saiba, saktaa sab miliye 'Sanatan dharma'. Sindhu nader obobahikaay je janagan bash karta tara parasik o greek der uchharangata bikritir janya jathakrome hindos o indos name parichiti paay. Hindu kono dharma noy sindhu teerobarti tatha Bharatiya upomahadesher adhibashi ra hindu name ebong aai upomahadesh ke hindustan name parichoy paay.Joy Hind.

  • @md.hossainali9435
    @md.hossainali9435 4 месяца назад +1

    ভালো লাগলো,ধন্যবাদ ও শুভেচ্ছা।

  • @dhaka6153
    @dhaka6153 2 года назад +3

    যা মনে চায় তাই বল্লে কাজ হবে। গল্পের ও একটা সিমা আছে।

    • @iqbalhossain7645
      @iqbalhossain7645 Год назад

      কিসের যা মনে চায় তাই বলছে?

  • @yousufqureshi8267
    @yousufqureshi8267 2 года назад +1

    গাঁজাখড়ি গল্প শুনে ভালো লাগলো।

    • @Noeldip9843
      @Noeldip9843 2 года назад

      Na manle.. gaja khori mone hobe..

  • @mohammadalkasmollah5596
    @mohammadalkasmollah5596 Год назад +1

    Kutubuddin Ibek came into power in 1206 A.D. not in 1208.
    His dynasty was called Mamluk (Kritodas) dynasty. Many more wrong informations are there.

  • @jyotidas2734
    @jyotidas2734 2 года назад +5

    Well planned description of Islamic era .Thsnks for video

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      Thanks a lot and you are most WelCome to my channel.

  • @SumonMiya.
    @SumonMiya. 2 года назад +1

    আপনার তথ্য ভুল

  • @saminayan669
    @saminayan669 2 года назад +1

    ভিডিও টি কিচ্ছু ভালো লাগে নি পাগলের প্রলাপ

  • @mdraktimislam7108
    @mdraktimislam7108 Год назад +2

    তথ্যগত কিছু ভুল আছে।
    তবে বেশ ভালো লাগলো।

  • @sohelsaheen
    @sohelsaheen 2 года назад +11

    It was sanatan dhormo not sanatan hindu dhormo. Today, s Hindu religion is made by the Brahamans who were originated from the mid Asia and they were called Hun people. The Hindus are making history which is far from the facts of the history. So the Brahamans are not the same people like the mid Indian people who are short statured and blackish and these people are the origins of the Indus Valley civilization.

    • @xomnath1
      @xomnath1  2 года назад +5

      আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তবে আমি যতদূর জানি সনাতন ধর্ম থেকেই সনাতন হিন্দু ধর্মের উৎপত্তি এবং পরবর্তীকালে বর্তমান হিন্দু ধর্মের উৎপত্তি ঐ সনাতন ধর্ম থেকেই হয়েছে। তবে বর্তমানে হয়তো অধিকাংশ হিন্দু ব্যক্তিবর্গ সনাতন ধর্ম প্রসঙ্গে জানেনা।
      তবে প্রাচীন ইতিহাস থেকে যতদূর জানা যায় খ্রিস্টপূর্বাব্দ সিন্ধু সভ্যতা থেকেই হিন্দু ধর্মের উৎপত্তি। তবে হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীনতম ধর্ম গ্রন্থ হল বেদ। এই ধর্মগ্রন্থে সনাতন ধর্ম হিসেবে উল্লেখ করা রয়েছে।
      আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

    • @sohelsaheen
      @sohelsaheen 2 года назад +4

      @@xomnath1 The fundamental things of present day Brahaminic Hindu is based on cast system but in the Indus Valley civilization there was no such Brahaminic cast system. The Hun people had invaded India and shrewdly accepted the sanatan religion with modification by imposing their superiority as Brahamans. Here is the dirty game played by the invader Hun people of mid Asian origin who were in fact semi nomadic people.

    • @bhulanmazumder261
      @bhulanmazumder261 2 года назад +1

      Xomnath aponake onek onek dhanabab

    • @love2ridetour449
      @love2ridetour449 2 года назад +2

      @@sohelsaheen Hun dynasty came from Mongolia ??

    • @BraveWarrior-q1y
      @BraveWarrior-q1y 28 дней назад

      ​@@sohelsaheenPlease mention the names of those hoon leaders.We wanna to enrich our knowledge.

  • @AbdulMannan-tn9ez
    @AbdulMannan-tn9ez Год назад +1

    Very nice Sir Allah amadar k tomar stick pota choler tific DHAN Karun Amin Allah amadar k bojar tafick DHAN Karun Amin ❤

    • @xomnath1
      @xomnath1  Год назад +1

      আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনার উপর বর্ষিত হোক। শুভ রাত্রি।

  • @ahmedshoaib8406
    @ahmedshoaib8406 6 месяцев назад

    এই ভিডিতে ইতিহাস বিকৃত করা হয়েছে।

  • @mazumder1192
    @mazumder1192 2 года назад +7

    সত্য ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @BMGaming-vs4bj463
    @BMGaming-vs4bj463 10 месяцев назад

    মিথ্যা ইতিহাস বললেন

  • @pathersathisomnath6540
    @pathersathisomnath6540 2 года назад +4

    সব ভুল বলছে.....

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      সঠিকটা কি অনুগ্রহ করে আমাকে বলে দিন।

    • @alaminhossin7327
      @alaminhossin7327 2 года назад +1

      @@xomnath1 যদি যানতে চাও voice of books নামে একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে মুহাম্মদ বিন কাসিম এর সিন্ধু বিজয় সম্পর্কে সঠিক ইতিহাসের ভিডিও রয়েছে বিস্তারিত জেনে নাও আগে সঠিক ইতিহাস যান। তারপর ইতিহাস নিয়ে ভিডিও তৈরি কর

    • @xomnath1
      @xomnath1  2 года назад +2

      দেখুন, আমার নিজের ইউটিউব চ্যানেল থাকলেও এইসব ক্ষেত্রে আমি ইউটিউব কে ভরসা করতে পারিনা। কারণ বহু চ্যানেলে বহু বিষয়ে এমন মনগড়া তথ্য উপস্থাপিত করেছে যেগুলি একেবারেই বিভ্রান্তিমূলক। তাই আপনি বইয়ের নাম বলুন আমি সেই বইটি জোগাড় করার চেষ্টা করব। আমি যে তথ্যগুলি পেয়েছি এই তথ্যগুলি (প্রাচীন ভারতের ইতিহাস) এই প্রসঙ্গে বহু বাংলা এবং ইংরেজি বই আছে। আপনি চাইলে ইন্টারনেটের এই বিষয়ে বেশ কিছু বই পেয়ে যাবেন। পারলে এই বই গুলো ফলো করে আমার এই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেন।

    • @alaminhossin7327
      @alaminhossin7327 2 года назад

      @@xomnath1 তুমি যেই বাংলা বা ইংরেজি বইয়ের উদাহরণ দিয়েছো সেগুলোর লেখক বা ইতিহাসবিদ কে তাদের নাম কি তারা কোন সময় এই ইতিহাস লিখেছেন দয়া করে তাদের নাম বলতে পারবে কি অর্থাৎ এমন কিছু লেখক আছে যারা উগ্রতা ছড়িয়ে দেয় তাই তোমার উচিত এমন কোন ইতিহাস প্রচার না করা যেটা মানুষের কাছে বিভ্রান্তিমূলক মনে হয় অর্থাৎ যেটা বাস্তব এই মিথ্যা

    • @alaminhossin7327
      @alaminhossin7327 2 года назад

      @@xomnath1 তুমি ঠিকই বলছ কারণ তুমি সেই বিভ্রান্তিমূলক মনগড়া তথ্য বলে বেড়াচ্ছ আমি যে ইউটিউব চ্যানেলের কথা বলেছি সেটা কোন মনগড়া নয় সেটা বিখ্যাত ইতিহাস বই থেকে নেওয়া তুমি অনলাইনে খুঁজলেই পাবে

  • @shahnewajchowdhury9458
    @shahnewajchowdhury9458 Год назад +1

    আপনি বললেন ৭১১ কিন্তু বইয়ে দেওয়া ৭১২ কোনটা ঠিক

    • @xomnath1
      @xomnath1  Год назад

      পরেরটা ঠিক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি ভালো থাকবেন।

  • @swarnamohanty3121
    @swarnamohanty3121 2 года назад +1

    Bangla ra Hindu Raja ke chhilo ?

  • @love2ridetour449
    @love2ridetour449 2 года назад +6

    বাংলাদেশে তৎসংলগ্ন পশ্চিমবঙ্গে মুসলিমদের উৎপত্তি কোথা থেকে এবং কি করে হোলো ??....জানার ইচ্ছা রইল , এই বিষয়ে একটি ভিডিও বানান । ধন্যবাদ

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      বাংলায় সর্বপ্রথম মুসলিমদের আগমন এই প্রসঙ্গে একটি ভিডিও আগামী রবিবার সকাল 8:30 মিনিটে এই চ্যানেলে প্রকাশ করা হবে। পাশে থাকবেন। আপনাকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি।

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 2 года назад

      Pinaki. Bhattacharjer Video. Dekhun .

    • @love2ridetour449
      @love2ridetour449 2 года назад

      @@shahidachoudhury6925 😁😁
      ওনার ভিডিও গুলো দেখেছি , কোনো কথার ভিত্তি নেই , নিজের মন গড়া কথা বলে ও ঐতিহাসিক তথ্য বিকৃত করে প্রচার করে । উনি বলেছেন বাংলার লোকেদের নিজস্ব কোনো ধর্ম ছিলো না , মুসলিম ধর্ম নেওয়ার সময় । কিন্তু কখনো বখতিয়ার খিলজী , শায়েস্তা খাঁ , ঈসা খাঁ এদের নাম করেনি , সম্ভবত বাংলাদেশের ভিউয়ার পাবে না বা কেলানি খাওয়ার ভয়ে বলেনি । একটা কথা পরিস্কার ভারতবর্ষে তথা অবিভক্ত বাংলায় ইসলাম ধর্ম জোর করেই বা ভয়ে দেওয়া হয়েছিল

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 2 года назад

      @@love2ridetour449
      Na Chilo na , Keno janen Adi Banglay Ak ak Raja Ak Ak Deb Debir. Puja Korto , Projara o Tai Korto.
      Karon Projader. Kuno. Voice Chilo. Na , Chilo na Ved- Geta Porar Odhikar .
      Ay Je Apnader Durga puja Ata Kobe. Start Hoyeche Janen 1400 century te .
      Puro. Poshchim Banglar Shob Jaygay Ay debi , Shey debi , Ma Dorshon. Dea Chilean ,Jagroto. Ma Ashob. E Shudhu. Ache.
      Jader Kuno Oitihashik Vitti Ney .
      R Sylhet. er. Hajrat Shajalal (RA) saint er Shathe y chilen. 360 Aulia , jader. Koror Akhon o Chorea Ache. Sylhet er mati te .
      Baki Onusharider Kotha bad e dilam .
      Onek Ateo. Shojon. Achen Jara ( Pinaki Babur Kotha Moto) Jongol. Porishkar. Kore , Tila Kete Boshoti korechen ay deshe .
      Thik. Jemon “Artugrul “ Jati. Korechilo. Turkey Te .
      R Adesher Gorib (Chuto Jay) Ak Masjide , Ak line a Darea Puja Korar Odhikar Paye , Tader o Onekey. Muslim Hoye joy .
      Pinaki Babu Akjon. True. Historian er Likha key Promote korechen. Vhul Noy. Atay Shotto .

    • @love2ridetour449
      @love2ridetour449 2 года назад

      @@shahidachoudhury6925 শুধু বাংলা কেনো সারা অখন্ড ভারতেই অনেক ছোটো বড় রাজার জমিদারি বা রাজত্ব ছিলো । তারা বিভিন্ন দেবদেবীদের পূজা করতো বা আরাধ্য ছিলো । আর আদিবাসীরা গাছ , পাথর , শিলা এদের পূজা করতো । যেটা অনেকটাই হিন্দু ধর্মের অনুসারী । কিন্তু তারা কখনোই ইসলাম ধর্মের অনুসারী ছিলো না । কারন ইসলাম ভারতবর্ষে সৃষ্টি হয় নি । আফগানিস্তান ও আরবের ও তুর্কির বহিরাগতরা এদেশে এসে খানিকটা জোর করেই ধর্মান্তরকরণ করেছিলো । যেটা এখনো বাংলাদেশে চলে আসছে । বাংলাদেশের চাকমারা কি করে খৃষ্টান বা মুসলমান হোলো , তারা তো কোনো ধর্মাবলম্বী ছিলো না । ইসলাম এই উপমহাশের ধর্ম নয় । মেগাস্থেনিসের ইতিহাস দেখুন । সম্রাট অশোক কে ছিলো । বিম্বিসার একজন শিবের ভক্ত ছিলেন । শ্রীরামের সেতুবন্ধন নাসাও স্বীকার করেছে । পাথর জলে ভাসে । আদিকালে সমগ্ৰ বাংলা , বিহার , অসম পৌন্দ্রবর্ধন এর অধীন ছিলো । রাজা লক্ষন সেন ,বল্লাল সেন , সমুদ্র গুপ্ত এদের রাজত্ব কালেও ইসলাম বাংলায় ছিলো না । ইসলামের প্রসার ঘটেছে বখতিয়ার খিলজী , শায়েস্তা খাঁ এইসব বহিরাগত ও লুঠটরাজদের দ্বারা । ১৯৪৭ সালে পাকিস্তান ও বাংলাদেশ এ হিন্দুর সংখ্যা ছিলো ৪৬% , আর ভারতে মুসলিম সংখ্যা ছিলো ৮% ।পরবর্তী কালে অনেক হিন্দু ভারতে চলে আসে । আর বাকি হিন্দুরা অনেকাংশে ধর্মান্তরিত হয় । বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশ এ হিন্দুর সংখ্যা যথাক্রমে ৮% ও ৬% । আর ভারতে মুসলিম সংখ্যা বেড়ে হয় ২২% , এটাই পার্থক্য । ইংরেজরাও ২০০ বছর ভারত শাষন করেছে আর মোগলরা ২০০ বছর রাজত্ব করে ইসলামের বৃদ্ধি করেছে । আলাউদ্দীন খিলজী , ঘোরী , চেঙ্গিস , তৈমুর , মামুদ এরা ভারতে এসেছিলো কিন্তু লুন্ঠন করতে , ভারতে বসবাসের কোনো ইচ্ছা এদের ছিলো না । জাভা , সুমাত্রা , ইন্দোনেশিয়ায় যে সব হিন্দু মন্দির ও স্থাপত্য দেখা যায় সেগুলো কতো শতকে তৈরী হিসাব আছে । ঐ সব স্থাপত্য ও এই সব বহিরাগত লুঠতোরাজরা ধংস করে দিতো শুধু ওখানে যেতে পারে নি বলে । ফাহিয়েন ও হিউএনশাং এর ইতিহাস দেখুন । ইতিহাস কে বিকৃত করে প্রচার করা হচ্ছে

  • @MrHarun-c3r
    @MrHarun-c3r 28 дней назад

    Sob ulta palta information 😂😂

  • @Savage_Sanatani_Girl
    @Savage_Sanatani_Girl 2 года назад

    কেপশন টা দেওয়া উচিত ছিল "ভারত বর্ষে porn hub's old version জাতের আগমন কি ভাবে হয়ে ছিল"? 🤣🤣

  • @ahmedshoaib8406
    @ahmedshoaib8406 6 месяцев назад +1

    এই ভিডিও তে ইতিহাস বিকৃত করা হয়েছে।

    • @xomnath1
      @xomnath1  6 месяцев назад

      বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এই ভিডিওটি বানানো হয়েছে।

  • @shahidachoudhury6925
    @shahidachoudhury6925 2 года назад +1

    Hajjaj Ben Yousuf. Bebsahye. Chilen e na .

  • @shahidachoudhury6925
    @shahidachoudhury6925 2 года назад +3

    Misinformation about almost everything.

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      What's the right information Sir?

    • @aniruddhyagoswami9316
      @aniruddhyagoswami9316 2 года назад

      Choudhury title bodle naben jodi allah saman koren muslim kono dino manus hoe na

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 2 года назад +1

      @@aniruddhyagoswami9316
      Will you shut up please ?
      Choudhury is the title of the Nobel man of both society .In my village there are Bhrammon families but only one family holdings the title Choudhury. And my ancestor were not from from pagan society , not in my mother side or not from my father side. So don’t bring this bogous stuff again.pls.

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 2 года назад

      @@xomnath1
      First of all Hajjaj Ben Yousuf was not a businessman at all.
      Secondly Arabs doing business with south Asian from ancient times.
      Islam first came this area with the Arabian Muslims, many Muslims settled here for business, many engaged by marrying woman.
      And it is still common in peoples to marry peoples from different countries who have different culture, different religion .
      Btw I didn’t finish your video. Sorry.

  • @dineshdas3380
    @dineshdas3380 2 года назад +8

    Sada satya sundar Sanatani Sanskriti. Sanatani Shiv Aadi Sakti . Oom santi Samstan.thanks.

    • @xomnath1
      @xomnath1  2 года назад +5

      ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।

    • @saharulislam8778
      @saharulislam8778 2 года назад +2

      🥀🥀🥀

  • @lightansarul
    @lightansarul 7 месяцев назад

    ব্যাবিলনের সভ্যতা টা কি মহেণ্জদারোর আগে নয়। টেনে টুনে সব কিছুকেই কি ভারত উপমহাদেশে এনে ফেলতে হবে!!

  • @HolydayTeam
    @HolydayTeam Год назад

    কিছুটা বিক্রি করছেন ভাইয়া ইতিহাস এখানে কিছু মিথ্যার সংযোগ করছেন

  • @reforcesign2778
    @reforcesign2778 2 года назад +1

    নাগরিকদের অনেক জ্ঞান, সাহিত্য, ইতিহাস, ভূগোল, জানা দরকার, তা না হলে তাদেরকে পুতুলের মত খেলায় রাজ্যের, দেশের, শাসন ব্যবস্থা ! এই জাতীয় scholar youtube গুলি আমাদেরকে পারফেক্ট নাগরিক হতে সাহায্য করে!

  • @mamunnaz3
    @mamunnaz3 2 года назад +3

    First Islam came in kerala

    • @love2ridetour449
      @love2ridetour449 2 года назад

      Want to know in details...How first muslim came to kerala ?

    • @mamunnaz3
      @mamunnaz3 2 года назад +1

      @@love2ridetour449 en.m.wikipedia.org/wiki/Cheraman_Juma_Mosque

  • @sushreemondal7750
    @sushreemondal7750 10 часов назад

    ❤❤

  • @al-helal235
    @al-helal235 5 месяцев назад

    ক্লাসের বইগুলায় যদি প্রত্যেকটা ইতিহাস এভাবে সুন্দর করে বুঝিয়ে লেখা থাকতো😢😢😢

  • @MdMotaleb-ob1hz
    @MdMotaleb-ob1hz 10 месяцев назад

    Aje baje kota koi payso

  • @defensiveking4069
    @defensiveking4069 2 года назад +8

    অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।সেই সঙ্গে আপনার ও চ‍্যানেলটির দীর্ঘায়ু কামনা করছি।

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

    • @Iconic_fantasy74
      @Iconic_fantasy74 2 года назад +1

      Wrong history

    • @xomnath1
      @xomnath1  2 года назад

      @@Iconic_fantasy74 আপনি অনুগ্রহ করে আমাকে সঠিক তথ্যটি জানান

  • @delhosain749
    @delhosain749 4 месяца назад

    Interestingly informative historical advent of the Muslim Rule in India from 711 by Mohd. Bin Kashim defeating Raja Daheer. Then Sultan Mahmood around 1017 when he Looted Somnat Mandir of Gujarat. After that Mohd. Ghori and Qutubuddin Ibok around 1208 who established the rule of Das dynasty in India. That actually precisely in short has been the period of Muslim rule in the Indian subcontinent. Then subsequently came the ruling of the Mughal period briefly including the short period by Sher Khan of Afghanistan and etc. Later we can see the British Colonial rule for 290 years since 1757 until 1947.

  • @mdabusayeed8240
    @mdabusayeed8240 2 года назад

    হাজ্জ্বাজ সুলতান ছিলোনা, গভর্নর ছিলেন,উমাইয় খেলাফতের অধীনে

  • @NaimurNs
    @NaimurNs 6 месяцев назад

    সবই মিথ্যা ইতিহাস

  • @md.sharifulislam3406
    @md.sharifulislam3406 2 года назад +1

    আসল ইতিহাস না বলে নিজেদের মনগড়া মত ইতিহাস বানিয়ে নেয়।

    • @Noeldip9843
      @Noeldip9843 2 года назад

      Asol history holo Islam dhormo kono dino Bharat er chilo na... eta Arab desh er culture... apnara holen sobai duplicate converted muslim

    • @thinkingoo125
      @thinkingoo125 8 месяцев назад

      আপনি পড়েননি... তাই আপনার ভুল মনে হচ্ছে...ভুল হলে আপনি ভুল গুলো কে ঠিক করে ভিডিও বানান...🙏

  • @murlichoudhury3807
    @murlichoudhury3807 3 месяца назад

    What is the first.

  • @gopamukhopadhyay2597
    @gopamukhopadhyay2597 2 года назад

    ইব্রাহিম লোদি কে

  • @ShohidulIslam-qw4vn
    @ShohidulIslam-qw4vn 7 месяцев назад

    এ ইতিহাস সত্য না

  • @BarunGhosh-d5q
    @BarunGhosh-d5q 4 дня назад

    Q

  • @Alliadt
    @Alliadt Год назад

    bhul truti thakbei. Itihas emon-i. Ekekjon ekek drishti-bhongi theke lekhen, shikhen abong bolen. Esob thekei akta sandharan dharona powa zay. Songkshepe kichu janlam ba mone korlam. Dhonyabad apnake. Allah, Bagwan, God sobaike shanti din.

  • @nasimamondal8673
    @nasimamondal8673 2 года назад +1

    Er porer ghotona ki seta janan plz.

  • @msdoha2787
    @msdoha2787 5 месяцев назад

    মিথ্যাটা কি?

  • @khorshedalam5921
    @khorshedalam5921 2 года назад +1

    ইতিহাস বিকৃতি করা হয়েছে

  • @tasnimmim134
    @tasnimmim134 7 месяцев назад

    বৈদিক সভ্যতাার নিদর্শন কোথায় আছে ?

  • @smritisengupta6309
    @smritisengupta6309 2 года назад +3

    Baah bhalo laglo

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।

  • @tasnimmim134
    @tasnimmim134 7 месяцев назад

    সুলতান মুহামুদ তার রাজত্ব কতো বছর ক্ষমতায় ছিলেন, এই সময়ের মধ্যে সমরকান্দ থেকে ভারতে সতরো বার আক্রমণ করা যায় ? সুলতান মুহামুদ কি শুধুই লুটেরা ছিলেন নাকি সুলতান ছিলেন, সেই সুলতান তার দেশ কিভাবে পরিচালনা করতেন, কিভাবে লুটের টাকায় তার দেশের উন্নয়ন করতেন ?

    • @ShaikhWazir-p9k
      @ShaikhWazir-p9k 4 месяца назад

      Sultan Mahmud was a Monarch in Gazni of Afghanistan and not of Samarkand.

  • @sunilbera7765
    @sunilbera7765 2 года назад +7

    তথ্য ভিত্তিক আলোচনায় খুবই ভালো লাগল। ধন্যবাদ।

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      ধন্যবাদ। শুভরাত্রি।

  • @vivekpakrashi6081
    @vivekpakrashi6081 2 года назад +12

    অল্প কথায় ভারতবর্ষে ইসলামী শাসনের সূচনার ইতিহাস জানা গেল। মহম্মদ্ বিন্ কাশিমের সিন্ধু বিজয়ের ইতিহাস যদিও জানা ছিল; কিন্তু perspective টা অজানা ছিল। জানতে পেরে ভালো লাগলো।

    • @ashfaqahmedshishir5729
      @ashfaqahmedshishir5729 2 года назад

      সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এই লোক ....! 🤬
      ওখানে ব্যবসায়ীদের জাহাজ থেকে রাজা দাহিরের লোকেরা নারীদের তুলে নিয়ে যেত প্রাসাদে । আর রাজা দাহির সেই নারীদেরকে ধর্ষণ করতো । এই ধর্ষণের প্রতিবাদ জানাতে ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এক সৈন্যদল পাঠায় সিন্ধ আক্রমণ করার জন্য । সে সময় মাত্র 17 বছর বয়সী কমান্ডার ছিলো মুহাম্মদ বিন কাসিম ।

    • @mrkhan-bj1vl
      @mrkhan-bj1vl Год назад

      ruclips.net/video/QIUpZgY_xaI/видео.htmlsi=RYK2gt9QsTb_1JNe

    • @prasantasen8660
      @prasantasen8660 4 месяца назад

      এতে ভালো লাগলো কেন? এদের জন্য ভারতের অনেক খতি হয়েছিল।

  • @susantadeb7666
    @susantadeb7666 2 года назад

    Arabs did not stay to rule India. They went westwards to Europe and brought Renaissance there. India was ruled by converted Afghans & Mongols.

  • @psen6327
    @psen6327 Месяц назад

    Jai Sanatan ❤️

  • @csnoorbd
    @csnoorbd Год назад

    There is mosque in Bangladesh stublished in 69 Hizri ....

  • @ruddrokumar6606
    @ruddrokumar6606 2 года назад +2

    Apnar kothai jodi ai bujhai jai sindhu tire jara jonmo niyachilo tarai prothom tahole prithibir sorbo prothom dhormo holo hindu dhormo ar etai shes.... adom hawa prothom manob noi etai tar proman

    • @xomnath1
      @xomnath1  2 года назад +1

      ইতিহাস তো তাই বলে।

    • @shahidachoudhury6925
      @shahidachoudhury6925 2 года назад +1

      Tahole. India Men Ke. Admi Bolar. Karon. Ki ? Adam Thekey. To Admi Asheche Tai na ?

    • @kawsarkhan5491
      @kawsarkhan5491 2 года назад

      হযরত আদম(আ.) থেকে এক আল্লাহ ইবাদত করতেন, শয়তান মানুষ কে ধুকা দিয়ে বিভিন্ন ধর্ম এ বিভক্ত করছে, এই জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী কে দুনিয়া পাঠাইছে, এক আল্লাহ ইবাদাত করার জন্য, ইতিহাস ভাল ভাবে জানেন পরে লেকচার দিয়েন

    • @AbdulHasimLaskar-r4n
      @AbdulHasimLaskar-r4n 4 месяца назад +1

      Adom hawar purbe prithibite ar kuno manob jati chhilo na adom hawa i holen prithibir sorbo prothom manob jati ei kothaye kuno sondeho nai

    • @AbdulHasimLaskar-r4n
      @AbdulHasimLaskar-r4n 4 месяца назад +1

      Hazrat baba adom prithibite ashar hazar hazar bochhor por shindhute manush eshechhilo amar ei kothaye kuno sondeho nai

  • @md.zakariazakaria9597
    @md.zakariazakaria9597 2 года назад +23

    সুলতান মাহমুদ একজন ভালো মুসলিম ও যোদ্ধা ছিলেন ও মো: ঘোড়ীও অত্যন্ত ভালো মুসলিম ও যোদ্ধা ছিলেন। আল্লাহ্ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন এবং দ্বীনের উপর অবিচল আস্থা রাখার তৌফিক দান করুন। আমীন।

    • @adi209gamer7
      @adi209gamer7 2 года назад +3

      Mohammad ghori 1191 sale torain er prothom judhe hare bondi hoi ..kintu hindu sei doyalu hobar jnno prithviraj Chouhan ghori k chare dei..but muslim dassu hatyakari Mohammad ghori chol kore abar fire prithibiraj k hatta kore....mahamhd ghori naki valo😆😆😆😆😆😆😆😆😀😀😀😀.....

    • @iqbalhossain7645
      @iqbalhossain7645 Год назад

      ​@@adi209gamer7 হা তারপরে তোদের গোটা হিন্দু মালোয়ান গোষ্ঠীর গোয়া চিরকালের মতো মেরে দিয়েছিল!

    • @shshuvoshikder9872
      @shshuvoshikder9872 Год назад

      @@adi209gamer7 মোহাম্মদ ঘুরি কে বন্দি করা হয়েছিল তারপর রাজপূত নেতা তাকে দয়া করে। তারপর ঘুরি পালিয়ে যায়---- এসব তথ্য অনলাইনে পেলাম না। ঘটনা সত্যি হয়ে থাকলে রেফারেন্স দেবেন

    • @mr.taraksinha3544
      @mr.taraksinha3544 Год назад

      Apnake besi kore
      Ki Heda na Fe** dan koruk

    • @mrkhan-bj1vl
      @mrkhan-bj1vl Год назад

      ruclips.net/video/QIUpZgY_xaI/видео.htmlsi=RYK2gt9QsTb_1JNe

  • @reforcesign2778
    @reforcesign2778 2 года назад +4

    জরুরী জ্ঞান লাভ করলাম ভারতের মত ধর্ম-অধর্মর দেশে !

  • @muslimprince4813
    @muslimprince4813 2 года назад

    Tokono Bangladesh matters akono Bangladesh matters
    Poschim oo purbo bongo amader babash bumi amara ta bharat ar gulam banate pari na !! Amara Bangali bash ♥️Islam amader rastro dhormo!! Ono dhormo ke insult kora sikaye na kintu Amader dhormo re ono Mazab ar lok tiki Insult kore etai Dada babu der Hepocracy uff .....
    Buji na Bharat R muslim hoce Kolur bolod ora Islam boje na nimno borner Hindu chilo oder petale hoi kintu Bangali muslim ra buddi jibi amader Shate panga Nile hobe ??
    Abar bolben muslim dada ra valo na kub Dhormo pgol ।।।
    Are Amara Bangla pgol Bharat pgol na !!
    Ar bujci to Apnader dhormo e bharat leka ache Bole je Bharat Hindu dhormer ar promise land Eta Manchi tai bole Bangla ar Bharat ke kau mix kore ।। Eta to Sap e Nual ar somprko tai na
    Ar Hindu dhormo ar Sobdota suru hoichilo Pakistan teke tai to apnara pakistani indirectly !!

  • @kushiaratv3688
    @kushiaratv3688 2 года назад

    মিথ্যে ইতিহাস উনি ইতিহাসই জানেন না!

  • @Torikul240
    @Torikul240 Год назад

    কিছু ভুল আছে এবং অনেক কিছু জেনেও আপনি বলতে পারেন নাই আমার মনে হলো,,,,

  • @naiemurrahman1986
    @naiemurrahman1986 2 года назад

    বুঝতে পারছিনা, আপনাকে পাগল বলবো না কি বাঁচাল বলবো?

    • @jayaacharya6967
      @jayaacharya6967 2 года назад

      তুমি ভাই মূর্খ সত্যি কে স্বীকার করতে পারছো না।