Shah Alam Sarkar | Gaan Keno Jayez | গান কেন যায়েজ | Video Album | SCP

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 316

  • @victorgaming3007
    @victorgaming3007 4 месяца назад +2

    ঠিক বলছো 😊😊😊

  • @victorgaming3007
    @victorgaming3007 4 месяца назад +2

    শাহ আলম সরকার এর গান এমনেই ভালো লাগে। 😊😊😊

  • @mdnoyonmasud470
    @mdnoyonmasud470 3 года назад +6

    শাহ আলম আর যে কথাগুলো বলতে তা মনে রাখার মত

  • @screenshare000
    @screenshare000 2 года назад +3

    When first time I am hearing this!
    Legend Shah Alam Sarkar ❣️

  • @alifmusicbd5736
    @alifmusicbd5736 6 лет назад +13

    মারহাবা গান বুঝার খমতা সবার নাই তাই বলি গুরু ধরো সব বুঝতে পারবে।গান হলো আত্মার খুরাক আশেকের খাদ্য

  • @hhastatuszone4677
    @hhastatuszone4677 2 года назад +6

    দলিল সহ বলাই আপনাকে অনেক ধন্যবাদ শাহ আলম ভাই

  • @abdullahilbaki1057
    @abdullahilbaki1057 6 лет назад +11

    কুরআন আল্লাহর নিয়ামত পরলে সুর এমনি হয়

  • @baulrajibshahchisty4400
    @baulrajibshahchisty4400 8 месяцев назад +1

    ❤❤❤good song 🤩🤩

  • @Abdulalim-xj3vi
    @Abdulalim-xj3vi 6 лет назад +19

    বাহ্ অনেক সুন্দর গান,,,, শুনে মুগ্ধ হলাম,,,, এরকম গান সুনলে খালি শুনতে মনে চায়,,,,।

  • @mahdibhuiyan1049
    @mahdibhuiyan1049 6 лет назад +21

    বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
    রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ ‘অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা যেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান-বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে’ (বুখারী হা/৫৫৯০)।
    হাদিসের মান: সহিহ হাদিস

    • @mdgolamgous1988
      @mdgolamgous1988 5 лет назад +2

      ভাই, আমার জানার প্রয়োজন---গান কি, বাজনা ই কি সূর ই বা কি?

    • @najmulislam2515
      @najmulislam2515 3 года назад

      সুবাহান আল্লাহ,
      সম্পুর্ন দলিল ডকুমেন্ট সহ
      শামাগান গুলো কেয়ামত পর্যন্ত পৃথিবীর সমগ্রঃ গানপ্রেমী মানুষের জন্য
      অমর হয়ে থাকবে,

    • @jobaerislam253
      @jobaerislam253 2 года назад +1

      @@mdgolamgous1988 হাদিসে এসেছে দফ বাজানো কে রাসুল সাঃ দোষনীয় নয় বলেছেন। কারণ দফের এক পাশে শুধু পর্দা থাকে, সেজন্য শুধু তাল সৃষ্টি হয়। এছাড়া দুই পর্দার ঢোল, একতারা, দোতারা, সেতারা সকল কিছুই হারাম কারণ তাতে সুর সৃষ্টি হয়। রাসুল সাঃ এর যুগেও দোতারা সেতারা সবই ছিলো, আর সেগুলোকে তিনি দোষনীয় আখ্যায়িত করেছেন।

    • @rinaray5376
      @rinaray5376 Год назад

      তোমার এটা জাল হাদিস

    • @jobaerislam253
      @jobaerislam253 Год назад

      @@rinaray5376 হ, কিছু তো প্রমাণ করতে পারবানা আর কবা জাল হাদিস? সিহাহ সিত্তাহর হাদিসকেও জাল হাদিস কয়, কতবড় আহাম্মক! হাদিসের আয়াত নম্বর দেয়া আছে, যাইয়া দেখা লও। তাও তো পারবানা, হাদিস কীভাবে পাঠ করে তা কি জানো?

  • @shahfardousalamtalukdar3398
    @shahfardousalamtalukdar3398 6 лет назад +9

    সঠিক কথা বলেছেন ভাই আমি আপনার খুব ভক্ত।

  • @rinaray5376
    @rinaray5376 Год назад

    জয় গুরু আমি ইন্ডিয়া থেকে দেখছি

  • @mahdibhuiyan1049
    @mahdibhuiyan1049 6 лет назад +14

    ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
    রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন’ (বায়হাক্বী, হাদীছ ছহীহ, মিশকাত হা/৪৫০৩; বাংলা মিশকাত ৮ম খণ্ড হা/৪৩০৪)।
    হাদিসের মান: সহিহ হাদিস

  • @mahdibhuiyan1049
    @mahdibhuiyan1049 6 лет назад +6

    সূরা লোকমান
    আয়াত নং ৬
    তাফসির সহ
    وَ مِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ٭ۖ وَّ یَتَّخِذَہَا ہُزُوًا ؕ اُولٰٓئِکَ لَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۶﴾
    আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে; তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব।
    [১] সৌভাগ্যবান মানুষরা আল্লাহর কিতাব দ্বারা পথপ্রাপ্ত হন এবং তা শ্রবণ করে উপকৃত হন। তাঁদের কথা উল্লেখের পর ঐ সকল দুর্ভাগ্যবানদের কথা উল্লেখ করা হচ্ছে, যারা আল্লাহর কুরআন শ্রবণ করা থেকে দূরে থাকে, বরং গান-বাজনা ইত্যাদি খুব একাগ্রতার সাথে শোনে এবং তাতে বড় আগ্রহী হয়। এখানে 'ক্রয় করা'র অর্থ হচ্ছে, গান-বাজনার সামগ্রী (ক্রয় করে) নিজেদের ঘরে নিয়ে আসে এবং তৃপ্তি সহকারে তার সুর ও ঝংকার উপভোগ করে। لَهوَ الحَدِيث (অসার বাক্য) বলতে গান-বাজনা ও তার সামগ্রী, বাঁশি এবং ঐ সকল যন্ত্র যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে উদাস করে দেয়। কেচ্ছা-কাহিনী, রূপকথা, উপকথা, নাটক, উপন্যাস, অশ্লীল ও সেক্সী পত্র-পত্রিকা এবং বর্তমানের রেডিও, অডিও, টিভি, সিডি, ভিসিয়ার, ভিসিপি, ডিভিডি এবং ভিডিও ফিল্ম ইত্যাদিও এর মধ্যে পড়ে। নবী (সাঃ)-এর যুগে অনেকে গায়িকা ক্রীতদাসী এই উদ্দেশ্যে ক্রয় করত যে, যাতে সে গান শুনিয়ে লোকেদের মন জয় করতে এবং কুরআন ও ইসলাম থেকে দূরে রাখতে পারে। এই অর্থে গায়ক-গায়িকা ও নায়ক-নায়িকাও এসে যায়। বর্তমানে যাদেরকে শিল্পী, ফিল্মী তারকা, সাংস্কৃতিক, না জানি আরো কত রকম সভ্য, চিত্তাকর্ষী এবং মন-মাতানো নামে অভিহিত করা হয়!
    [২] এই সকল বস্তুর মাধ্যমে অবশ্যই মানুষ আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয়ে যায় এবং দ্বীনকে ঠাট্টা-বিদ্রূপের নিশানা বানায়।
    [৩] এ সবের পৃষ্ঠপোষক ও উৎসাহদাতা সরকার, প্রতিষ্ঠান বা কারখানার মালিক, পত্র-পত্রিকার সম্পাদক, লেখক বা রচয়িতা এবং সংযোজক ও পরিচালকরাও এই কঠোর শাস্তির ভাগী হবে। (আল্লাহ আমাদের তা থেকে পরিত্রাণ দিন।)

  • @jamrulgamerx41
    @jamrulgamerx41 6 лет назад +25

    আল্লাহ্‌ শাহ আলাম সরকার কে বেহেস্ত দান করুক

  • @akashhossen483
    @akashhossen483 2 года назад

    onk priyo ekjon manus sahalom sarkar.

  • @মোতারিকুলইসলামওয়াজেদ

    ভালো হয়ছে

  • @hamidaakter296
    @hamidaakter296 4 года назад +1

    শাহালম সরকার আপনাকে ধন্যবাদ যানাই। আর আপনাকে অনুরোধ করবো আমার খাজা বাবার জীবনে সব জীবনী আপনা মুখ থেকে শুনতে চাইা

  • @md.sumonawal574
    @md.sumonawal574 7 лет назад +5

    দারুণ

  • @tinvai1channel532
    @tinvai1channel532 6 лет назад +11

    সালাম শাহা আলম সরকার অনেক ভালো আমি বাউল গান পছন্দ করি।

  • @mdjahidhassan216
    @mdjahidhassan216 4 года назад +1

    ভাই কেহুকি জিবনে দেখছেন আকাশ কাপতে জমিন নাস্তে কেহ দেখলে আমাকে জানায়েন

    • @বাংলারবাউল-স৪ছ
      @বাংলারবাউল-স৪ছ 4 года назад +1

      ভাই আপনি কি নবি বা আল্লাহ কে দেখছেন দেখলে আমারে বইলেন

  • @পিচ্ছিরজামায়

    বয়স আমার বেশি না মাত্র ১৮ কিন্ত বাড়ি আমার মানিকগঞ্জ সিংগাইর সেই খানে জন্ম বাউল গানের সম্রাট আর সম্রাংগি
    আর আমি কি বাউল গান পছন্দ না করে পাড়ি

  • @mahdibhuiyan1049
    @mahdibhuiyan1049 6 лет назад +1

    এইটা শাহ আলমের জন্য
    সালামা ইব্‌নু আক্‌ওয়া’ (রাঃ) থেকে বর্ণিতঃ
    তিনি বলেনঃ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, ‘যে ব্যাক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।’
    (আধুনিক প্রকাশনীঃ ১০৭, ইসলামী ফাউন্ডেশনঃ ১১০)
    সহিহ বুখারী, হাদিস নং ১০৯
    হাদিসের মান: সহিহ হাদিস

  • @priyaplabun7636
    @priyaplabun7636 6 лет назад +9

    অসাধারন পালা ধন্যবাদ

  • @রিমারিমা-ণ২ঝ
    @রিমারিমা-ণ২ঝ 6 лет назад +7

    ভালো ভাই

  • @mdhazrat4560
    @mdhazrat4560 2 года назад +2

    গান হলো আত্তার খোরাক আসেকের খাদ্য

  • @kaziserajulislam5634
    @kaziserajulislam5634 Год назад

    Gai fand🎉🎉

  • @sojibkhan2063
    @sojibkhan2063 6 лет назад +7

    ঠিক আছে ভাল অনেক সুন্দর

  • @mdsopon9110
    @mdsopon9110 5 лет назад +3

    ধন্দবাদ, ভাই।

  • @salauddinmd4272
    @salauddinmd4272 8 месяцев назад

    বরিশাল

  • @her0alommusa172
    @her0alommusa172 5 лет назад +11

    আছে গান দুই রকম বাউল গান সাগতম।আল্লাহর গান সাগতম।

  • @rashidulislam3688
    @rashidulislam3688 6 лет назад +1

    শাহা আলম ভাই অনেক সুন্দৰ

  • @rubelamadergvbangladeshhos9584
    @rubelamadergvbangladeshhos9584 6 лет назад +6

    আল্লাহ আমাদেরকে তুমার পথে চলার আল্লাহ তুমাকে পায়ার রাস্তা দেখাও আমিন

    • @anoyarsk7993
      @anoyarsk7993 5 лет назад

      Rubel amader gv bangladesh Hossain

  • @HabiburRahaman-so4bi
    @HabiburRahaman-so4bi 4 года назад

    Rakhal Bondhu

  • @mangalali6766
    @mangalali6766 6 лет назад +3

    আপনি একজন সাধারণ মানুষ আর খাজা বাবা ছিলেন আল্লাহর অলি তিনি হাত দিয়ে বাজান নাই।অলিদের সঙ্গে তুলনা করা ভুল।

    • @mdgolamgous1988
      @mdgolamgous1988 5 лет назад +2

      প্রিয় ভাই, খাজা বাবা আল্লাহর রাসূল (সাঃ) যা করেন তা সাধারণ মানুষের করা চলবেনা - এ পথে গেলে কি করে তুলনা করা হয় ---? যদি তাই ই হয় তাহলে নবী, রাসূল রা যে ভাবে যে কাজের মাধ্যমে যে ভাবে চলাচল করেছেন সেটা একই ভাবে তুলনা হয়ে যাবে আমাদের মত সাধারণ মানুষের জন্য যেহেতু সেই পথ আমরা চাই যে পথে আল্লাহর নবী, রাসূল, মুর্শিদরা চলেছেন। ধন্যবাদ

  • @SofiqulIslam-tw3ht
    @SofiqulIslam-tw3ht 5 лет назад +2

    বড় পিরের মাজারে শুধু নামাজ আর কোরআন পাঠ হয় কোনো ভক্তি ও দেওয়া নিষেধ আল্লাহ ছাড়া কাউকে

  • @azizulhoque522
    @azizulhoque522 6 лет назад +1

    Allah tumi baroi dani ai jagate kasen dan sab kisui mani

    • @mdbilalahmad9775
      @mdbilalahmad9775 6 лет назад

      Khoob sundoor gan aamar ridhoi Khushi te bhore gelo aami India theke

  • @azadzahan150
    @azadzahan150 7 лет назад +18

    শাহ আলম, অনেক জ্ঞানী গীতিকার

    • @ahsanhabib8351
      @ahsanhabib8351 7 лет назад +2

      You r my dear singer

    • @ahsanhabib8351
      @ahsanhabib8351 7 лет назад +2

      Good bless you

    • @MdAbbas-bl7ki
      @MdAbbas-bl7ki 6 лет назад +1

      md.abbas

    • @priyaplabun7636
      @priyaplabun7636 6 лет назад +2

      অনেক অনেক শুভেচ্ছা জনাব শাহ আলম সরকার♥♥♥♥♥♥♥

    • @mdrrayhan2608
      @mdrrayhan2608 6 лет назад +1

      মোঃ মোশারব হুসেন রাহান হাওলা পুরি

  • @mdsaalam4744
    @mdsaalam4744 3 года назад

    SAHALOM

  • @RahatRahat-y5u
    @RahatRahat-y5u Год назад +1

    Ami rajib pagol tomer

  • @sayfuddinrahaman7489
    @sayfuddinrahaman7489 3 года назад

    দেখেন গান অর্থ কি জ্ঞান বলা বা মুখে গাওয়া তাতে সুর করে হোক সিম্পল হক যে গাইবে আল্লাহ আল্লাহর রসূলের পির অলি আউলিয়াদের মানে মানে গণ গান হতে হবে যদি নারীর উদ্দেশ্যে হলে সেটা কি হয় বার অন্য কিছু আছে সেটা গাওয়াটা ভুলি হবে সোনাটাও ভুল হবে

  • @লেখকঃদুখিজীবন

    মারহাবা মারহাবা মারহাবা, সত্যর প্রতি মারহাবা

  • @SaddamHossain-po9pj
    @SaddamHossain-po9pj 3 года назад +1

    sober jonnno gan jayas nah......

  • @boos1677
    @boos1677 2 года назад +1

    ইকবাল আমি আপনার একটা পাগল ভক্ত

  • @abuhanifa4865
    @abuhanifa4865 4 года назад

    Shah Alam Sarkar very nice

  • @shafikulislam9248
    @shafikulislam9248 6 лет назад +2

    vallo anek vallo

  • @mofigurrohman7129
    @mofigurrohman7129 6 лет назад +1

    সত্যি অসাদারণ

  • @rabbaniamin767
    @rabbaniamin767 7 лет назад +4

    KHUB VALO SHILPI

  • @sapanspsapan
    @sapanspsapan 7 лет назад +2

    Thanks Mr Shahalom Sorker and Abul Sorker Soriot Marfot Hakikot and Torikot I Fillowed all Thanks

  • @tibro46
    @tibro46 8 месяцев назад

    বাদ্যযন্ত্র যদি হারাম হতো তাহলে ইয়াকুব নবীর আমলে কেনো ধপ(ঢল)বাজিয়ে আনন্দ উল্লাস করতো

  • @rakibshaikh8583
    @rakibshaikh8583 6 лет назад

    দেখ ঠেলা কয়কি।অদ্ভুত

  • @mdgolamgous1988
    @mdgolamgous1988 5 лет назад +4

    Excellent

  • @tinvai1channel532
    @tinvai1channel532 6 лет назад +6

    আগে আমরা বলতাম গান হারাম, আর এখন বলি বাজনা হারাম, কেমন মুসোলমান আমরা,কিছু জানিনা বুঝিনা ।

    • @mdalaminsikder1491
      @mdalaminsikder1491 5 лет назад +1

      দরোদী জয় হোক। মিথ্যা যারা বলে তারা দোষ খুঁজে বেরাই।যারা বলে তারাই এখোন বেশি শুনে।তবে তারা খারাপ গান শুনে।

    • @NasirUddin-dc2gz
      @NasirUddin-dc2gz 5 лет назад

      Bojhar jonya porashona kora dorkar

  • @nasrinsultana6315
    @nasrinsultana6315 4 года назад +2

    Mofazzal-Texas
    🤠🤠🤠

  • @akkas6883
    @akkas6883 6 лет назад +15

    অশ্লীল বাণীপ্রধান গানের তুলনায় জ্ঞানময় বাণী সমৃদ্র গান সমুহ অবশ্যই কল্যানকর।
    যাবতীয় কল্যানময়কাজ গুলো কখনো হারাম হতে পারেনা । ইকবাল আকরাম +60163130953 Malaysia

  • @rifathossain6406
    @rifathossain6406 6 лет назад +4

    joy guru

  • @snahmed2275
    @snahmed2275 6 лет назад +7

    বড় আবুল সরকারের সাদা কাফন এলবামটা কি ভাবে পাব

  • @abdurrazzaksheikh9157
    @abdurrazzaksheikh9157 3 года назад

    Ey hadis boy ta koy kinte pawoa jabe kew jodi helf korben

  • @mdjahagir893
    @mdjahagir893 4 года назад

    রাইট সাদিন আললাহআকবার অামিগ্নসােনি🇧🇩🇧🇩

  • @monirhossennice3194
    @monirhossennice3194 6 лет назад +3

    Mashallah

  • @aiislammia7244
    @aiislammia7244 3 года назад

    অসাধারণ ভাই

  • @mdsazzad9162
    @mdsazzad9162 4 года назад

    Nice

  • @mdbilalahmad9775
    @mdbilalahmad9775 7 лет назад +2

    amon gan kokhoni sunini khoob bhalo

  • @sksumon8705
    @sksumon8705 6 лет назад +3

    anek shundor gan

  • @kamrulhaqnice7756
    @kamrulhaqnice7756 7 лет назад +8

    যারা গান বুঝেন না
    তারা গান শুনবেন না
    অনেকেই গান বুজেনা
    তাই
    গালি গালাচ কারা ঠিক না

    • @abdurrajjeksk567
      @abdurrajjeksk567 5 лет назад

      খাজা কোন দিন গান গাইছিল

  • @mdmainuddin2348
    @mdmainuddin2348 7 лет назад +8

    really really true

  • @sumonOnfire1.Official
    @sumonOnfire1.Official 5 лет назад +1

    ওয়া

  • @আজহারআমিন
    @আজহারআমিন 4 года назад

    সেরা গান

  • @mdcourtbabul2708
    @mdcourtbabul2708 6 лет назад +5

    ভালো গান

  • @mdsazzad9162
    @mdsazzad9162 4 года назад

    শুভকামনা শাহ আলম সরকার

  • @AminulIslam-vz7ut
    @AminulIslam-vz7ut 6 лет назад +5

    Beautiful

  • @mdbilalahmad9775
    @mdbilalahmad9775 7 лет назад +3

    masaallah subhanallah alhumdulila

  • @ashrafulchowdhury9560
    @ashrafulchowdhury9560 7 лет назад +2

    BHAI Novir mokka tgag Halim boyati Upload chai plz
    INDAIN RAILWAYS

  • @akonabulakonabul4619
    @akonabulakonabul4619 6 лет назад +10

    ভাই শাহআলম শরকার একটা গান লিখেছেন বুকটা ফাইটটা ষায় গেয়েছেন মমতাজ গানটা ভালবাবে শুনেন এই গানটার ও একটা অর্থ আছে কিনতু আমরা বুজি অন্য বাবে এইটাই শমশ্যা

    • @azizrahman2033
      @azizrahman2033 6 лет назад +1

      Akon Abul Akon Abul Aponi eta bishleson Kore bolen vai

  • @shekalif609
    @shekalif609 3 года назад +2

    গান হলো কিছু কথা যা সুর দিয়ে করা হয়।মেসি গান মানুষকে ভালো হওয়ার শিক্ষা দেয় সেই গান কখনো হারাম হতে পারে না

  • @mdsohanmia489
    @mdsohanmia489 6 лет назад +2

    nice song

  • @ziaburziaburrhamanqadrijan1727
    @ziaburziaburrhamanqadrijan1727 6 лет назад +4

    Dob ki dhul naki ? Na bujle arokomi olta palta ortho koi .dob ki bhasha jano tumi .dob re dhul koitaso ?

  • @KamalKhan-np5ch
    @KamalKhan-np5ch 6 лет назад +4

    গানের লোকদিকগে কাছে অন্য রকম কিছু কিতাব আছে,যার কারনে এরা লাফা লাফি করে।

    • @ebrahimhussain2459
      @ebrahimhussain2459 5 лет назад +2

      না ভাই,সত্যি বলতে অামাদের গড়ায় সমস্যাটা।সঠিক কথা অামাদের বার্তাবাহক রা দেয়না,তারা ইসলামকে শুধুমাত্র ব্যবহার করে নিজেদের লাভবানের প্রচেষ্টায়।

  • @sabinayesmin4832
    @sabinayesmin4832 6 лет назад +2

    আমরাও জানাতে চাই সত্যে কি

  • @mdrain9852
    @mdrain9852 4 года назад +2

    মানুষ এখন আর আগের মত পাগল নেই,,,

  • @Shajadur7155
    @Shajadur7155 4 года назад

    আমি এনার সাথে যোগাযোগ করতে চাই কেউ কি এনার মোবাইল নাম্বার আমাকে দিতে পারেন

  • @দোহাকাতার-ত৭চ

    MASALLA MASALLA WNEK SUNDR PRMAN DILEN ... MARHABA IYA (KHJA) BABA MARHABA

  • @torikotgyanerpoth4757
    @torikotgyanerpoth4757 7 лет назад +3

    যারা গানের তত্ত্ব নুবুজে তাৰাই বলে যে গান।।

    • @arfin5091
      @arfin5091 3 года назад

      আপনার
      বনদু

  • @gaanardokan
    @gaanardokan 5 лет назад +7

    এসব মোল্লারা দেখে না
    ধন্যবাদ শাহ আলম সরকার

  • @mdnuralam8301
    @mdnuralam8301 7 лет назад +8

    amin

  • @mizanrahman1241
    @mizanrahman1241 5 лет назад +7

    হায়রে মানুষ রাসুল সালাম বলেছেন ঢোল তবলা হারমোনিয়াম বাঁশি এগুলো ভেঙে মাটির সাথে মিশে দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে

  • @sayfuddinrahaman7489
    @sayfuddinrahaman7489 3 года назад

    আর ঢোলে কি হয় শব্দ হয়

  • @mdsazzad9162
    @mdsazzad9162 4 года назад

    শাহ আলম সরকার এর নম্বর টা দেন

  • @tdhiojjj3890
    @tdhiojjj3890 2 года назад

    বেশি ভাল

  • @RhRabby-yd9xv
    @RhRabby-yd9xv 6 лет назад +2

    Hi
    Nice song
    Haa

  • @mdaliakbar3887
    @mdaliakbar3887 6 лет назад

    গানসুনেঅওনেকভালোলাগলো

  • @shangarishangari9605
    @shangarishangari9605 6 лет назад +13

    গান আত্মার খোরাক

  • @azizulhoque522
    @azizulhoque522 6 лет назад +1

    Ami nabi ke dekhi nai kintu thar jibni boi paresi tai boier lekha mitha noi

  • @mdriazsordhar5235
    @mdriazsordhar5235 3 года назад +1

    J

  • @mdbillalhossain1347
    @mdbillalhossain1347 5 лет назад

    ami islamic gan posondu kori

  • @mdna4892
    @mdna4892 3 года назад

    শাহা আলম ভাই।আমার বাবা আপনাদের গালি দেয়। আমি কষ্ঠ পাই

  • @vobogure5142
    @vobogure5142 6 лет назад

    জয় গুরু

  • @ziaburziaburrhamanqadrijan1727
    @ziaburziaburrhamanqadrijan1727 6 лет назад +4

    Nabi shunsen thik nabi jata koresen tumi ota korba naki ?tahole akta kam koro nabi 63 boshore 1kg 1puwa chaoler bhat khaisilen.akhon tumi ki parba jibone 1kg chaoler bhat khaite ?

  • @বাউলমন-ঞ৪ঞ
    @বাউলমন-ঞ৪ঞ 5 лет назад +2

    Hmm

  • @sabinayesmin4832
    @sabinayesmin4832 6 лет назад

    ছালাম সরকার সাহালম কে