আল্লাহ আমায় ক্ষমা কর। আম গাছেই আম ধরে। মান্দার গাছে কি আর জাম পাওয়া যায়?যারা মহানবী সাঃ এর ভালবাসার দাবিদার তাদের উচিত নবী সাঃ এর পিতামাতা সম্পর্কে সাবধানে কথা বলা।
হযরত লূত (আঃ) পরিবার কি অন্য কারো পরিবার ছিল.....হযরত নূহ (আঃ) ছেলে অন্য কারো ছেলে ছিল .....হযরত ইব্রাহিম ( আঃ ) বাবা কি তার বাবা ছিলেন না......নবি (সঃ) এর বাবা মা কোথায় যাবেন এইটা আমাদের ঈমান না আকিদা না চিন্তাও না আমরা কোথায় যাবো এইটা আমাদের চিন্তার বিষয় হওয়া উচিত ... " আল্লাহ ন্যায়বিচারক; কাজেই তিনি বান্দার কৃতকর্মের সঠিক বিচার করে তাকে পুরস্কার বা শাস্তি দেবেন ( সূরা আস-সাফফাত)"
আবু দাউদ - ৪৭১৮, حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِي قَالَ " أَبُوكَ فِي النَّارِ " . فَلَمَّا قَفَّى قَالَ " إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ " . আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ একদা এক ব্যাক্তি বললো, হে আল্লাহর রাসুল! আমার পিতা কোথায়? তিনি বললেনঃ তোমার পিতা জাহান্নামে। অতঃপর যখন সে পিঠ ফিরিয়ে চলে যেতে লাগলো তখন তিনি বললেন, তোমার পিতা ও আমার পিতা জাহান্নামে।
@@ahadctg23 লজ্জা কিসের ?? নবী(স:) নিজে বলেছেন, যদি সমস্যা হতই তহলে নবী(স: নিষেধ করে দিতেন. ভাই, আপনি ভালো ধোকাতে পড়েছেন,। সেটা নবী (স:) বলেছেন এবং বলতে নিষেধ করেন নি তা আমরাও বলতে পারি , কোন পাপ নেই বরং ভালো কথা এবং হাদীস পড়া ও চর্চা হবে ।
আহলুস সুন্নাহ্ ওয়াল জামাআহর ঐক্যমতে নবীর পিতামাতা মুসলিম মুমিন জান্নাতী তারা ঈসা আঃ এর উম্মত এটাই আমাদের মুসলিমদের আক্বীদাহ্ হওয়া উচিত জাযাকাল্লাহু খায়রান
আমরাও চাইনা নবী করিম( সাঃ) বাবা মা জাহান্নামে জাক।কিন্তু আল্লাহ যা সিদ্ধান্ত নিবেন ঐটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এতে করে নবীজীর কোনো দাম বা সম্মান কমে যাবেন না।
Vai, ekdom moner kothatai bolsen... MUHOMMAD SA ke shomman Allah Ja dise Tai enough.... Amra er chaite beshio dibo a Kom o dibo na... Barabari shob shomoi kharap...
ভাই প্রথমে এই আয়াত টি পড়ুন 👇 (আত তাওবাহ্ - ১১৩) *নবী ও মুমিনের উচিত নয় মুশরেকদের মাগফেরাত কামনা করে, যদিও তারা আত্নীয় হোক একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোযখী।* --------------- এখন,👇এটা দেখুন,,, নবী (সঃ)বলেছেনঃ আমি আমার প্রভুর নিকট আমার মায়ের জন্য ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করার অনুমতি চাইলে আমার প্রভু আমাকে অনুমতি দান করেননি। ________________ প্রশ্ন: *নবী অনুমতি কেন পেলেন না যদি মুশরিক না হত পিতামাতা??*👆❓ আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমার পিতা কোথায় আছেন (জান্নাতে না জাহান্নামে)? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন চলে যেতে লাগল, তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। প্রশ্ন: *নবী কেন বললেন পিতা জাহান্নামে যদি পিতা মুশরিক না হত??* এবার আপনি আপনার মতামত জানাবেন প্লিজ ।। ভুল সংশোধনে সফলতা আছে ভাই।। আল্লাহ হেদায়েতের মালিক।আমীন।
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহী ওয়াবার,কাতুহু।আলাউদ্দীন জিহাদী হুজুরের কাচে প্রশ্ন,হুজুর জদি আমার প্রশ্নের উত্তর দিতেন তাহলে আমার জীবন ধন্য হত।কারন,প্রাই আমি 4/5বচর ধরে আপনার ওয়াজ সুনতেছি এবং কি মনে এমুন আগ্রহ হয়েচে যে আপনি যত গোলা কতা বলেন সব গোলা কথার পিচনে দলিল দেন।তখন মনের মদ্দে একটি চিনতা আসল যে হুজুরে যে প্রত্তেক কতার পিচনে দলিল দেয় সেটা সটিক কিনা তখন আপনার কতার পিচনে যে কিতাপের দলিল দেন সেই কিতাপ নেট তেকে ডাউন লুড দিয়া দেখি আপনি জিটা বলচেন 100 o/o সটিক। এই জন্নে হুজুর আপনার ওয়াজ সুনতে সুনতে মনে এমুন ঝসবা এসেছে যে আমি মুটা মুটি আরবী যের যবর থাকা এবারত পরতে পারতাম এখ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই একজন হুজুর (হাফিজ আবুল হুসেন)র কাচে গিয়ে আরবী রিডিং সুদ্দ করেচি উর্দু শিকেচি এবংকি কারিআনা পরতে আসাবাদী লকডাওনের কারনে মাদ্রাছা বন্দ এই জন্য পারছিনা।এখন আমার প্রশ্ন করার মুল উদ্দেশ্য হল আমাদের এখানে দুইটা জিলা আর এই দুই জিলার মদ্দে মনে হয়না 1 o/o চুন্নী আছে। এখন আমার উদ্দেশ্য হল ক্বারী আনা পাস করে আপনার লেখা বা সহিদুল্লাহ বাহাদুর, আব্বচী হুজুর বা আর অন্নান্য উলামাদের কিতাপ গুল আপনাদের কাচতেকে হাদিয়া সরুপ কিনে ওয়াহাবীদের মুখে তালা লাগাইতে পারবকিনা।বা তারা কোরআন হাদিচের উল্টা যেটা বলে সে যদি মুফতিও হয় তার বিরুদ্দে কতা বলতে পারবকিনা।আমার নাম দিলদার হোছেইন।ভারতের,আসাম,জিলা= মরিগাও তেকে
Nobir pita mata amader nobir ummit na.cause tader k allah age niye gechen...tara yacha nobir ummot.tara to kno kharap kj kore ni.tader akta kharap kj dekhan....
*ঈসা (আ) এর শেষ ও মুহাম্মাদ (স) শুরু মাঝখানে ৬৫০ বছরের ব্যাবধান।এর মধ্যে কোনো নবী বা রসুল আসেন নি।যে জাতির কাছে কোনো নবী-রসুল আসেন নি সেই জাতির কোনো বিচার হবে না আল্লাহ তাই উল্লেখ করেছেন।*
ইউনুস ১০:৪৭ وَلِكُلِّ أُمَّةٍ رَّسُولٌۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمْ قُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ প্রত্যেক জাতির জন্য (পাঠানো হয়েছে) একজন রসূল। তাদের রসূল যখন এসেছে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে তাদের মাঝে ফায়সালা করা হয়েছে। তাদের প্রতি কোন যুলম করা হয়নি। . তাহলে কুর'আনের এই বাণী কী মিথ্যা.....???
@@ahadctg23 , *হেদায়েত কী الله এর হাতে?*👇 উত্তর:::- প্রথমেই বলে নিতে চাই, এ প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব। কিন্তু আমি ছোট করে নয়, বরং বড় করে উত্তর দিতে চাই। কারণ, আজ হাতে সময় অনেক রয়েছে। এবং আজ লেখা শুরু করেছি 9:15 থেকে। তাই, চলুন-- 1) এ বিষয়ে কোরান বলে-"দ্বীনে কোনও জোর-জবর দস্তি নেই"(2:256)। সুতরাং আল্লাহ কেন কাউকে জোর জবরদস্তি করে হিদায়াত দেবেন?? জোর-জবরদস্তি হিদায়াত দেওয়া কি ন্যায়বিচারকের কাজ?? 2) যদি আপনাকে আল্লাহ জোর-জবরদস্তি করেই হিদায়াত দেবেন, তাহলে আপনাকে 1400'CC'র ব্রেন দেওয়ার প্রয়োজন কি ছিল?? আর এ বিষয়ে আল্লাহ বলেছেন-"তারা কি এ কোরান সম্পর্কে চিন্তা-ভাবনা করে না, নাকি তাদের ব্রেনে *তালা মারা* আছে"(47: 24)?? 3) আল্লাহ যদি জোর-জবরদস্তি হিদায়াত দেবে এবং ভালো কাজ করাবে, তাহলে পুরষ্কার স্বরূপ আল্লাহর সন্তুষ্টি তথা দীদার ও জান্নাত কেন আশা করেন?? এ জন্য কোরান বলে-"যারা ইমান এনেছে এবং নেক কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। এবং এর অতিরিক্ত আল্লাহর দীদার"(2:25, 10:26)। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং স্বাধীন করেছেন। আপনি চাইলে আল্লাহর নির্দেশ মানতেও পারেন, নাও মানতে পারেন- এটা সম্পূর্ণ আপনার উপর। আল্লাহর নির্দেশ মেনে চললে পুরষ্কার, না মেনে চললে শাস্তি। আর এ বিষয়ে আল্লাহ আদম (আ)-কে পৃথিবীতে পাঠাবার সময় বা তার আগে বলেছেন-"সকলেই নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে কোনও নির্দেশ আসবে, তখন যারা আমার নির্দেশ মেনে চলবে, তাদের কোনও ভয় ও চিন্তা থাকবে না"(2:38)। আর আল্লাহ তার নির্দেশ মানুষের কাছে পৌঁছনোর জন্যেই 1 লক্ষ 24 হাজার নবী-রসুলকে এ পৃথিবীতে পাঠিয়েছেন। এবং নবী-রসুলগণকে বলেছেন-"তারা (মানুষরা) মুখ ফিরিয়ে নিলে রসুলের দায়িত্ব তো কেবল মাত্র স্পষ্ট ভাবে প্রচার করা"(5:92)। আল্লাহ আরো বলেছেন-"উপদেশ দিন, আপনি উপদেশকারিই। তাদের (মানুষদের) আপনি কর্মবিধায়ক নন। তারা (মানুষরা) বিমুখ হলে ও কুফরী করলে, আল্লাহ তাদের প্রদান করবেন মহাশাস্তি। নিশ্চয় তারা (মানুষরা) আমার (আল্লাহর) কাছেই প্রত্যাবর্তন করবে, তারপর হিসাব নেওয়ার দায়িত্ব আমার"(88:21-26)। এবং শয়তান ও মানুষকে উদেশ্য করে আরও বললেন-"তাদের (মানুষদের) মধ্যে যে কেউ তোর (শয়তানের) অনুসরণ করবে, অবশ্যই তোদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব"(7:18)। সুতরাং ভাই, আল্লাহ আপনাকে জান্নাত ও দোযখের রাস্তা বলে দিয়েছেন। এখন আপনার ইচ্ছা। গায়ের জোরে হিদায়াত প্রসঙ্গে আল্লাহ আরও বলে ছেন-"এর সরল পথ আল্লাহ পর্যন্ত পৌছায়, তার মধ্যে বাঁকা পথও আছে। তিনি চাইলে সবাইকে হিদায়াত দিতে দিতেন"(16:9, 32:13)। কিন্তু যেহেতু-"দ্বীনে কোনও জবরদস্তি নেই"(2:256)। সেহেতু আল্লাহ জোর কাউকে হিদায়াত দেন না। আল্লাহ কোরানে আরও বলেছেন-"তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে জ্ঞানচক্ষু (কোরান ও হিদায়াত)। সুতরাং যে দেখতে পেল, কল্যান তারই। আর অন্ধ সাজলে, ক্ষতি তারই"(6:104)। আরও বলা হচ্ছে-"না, এটা উপদেশ বাণী। যার ইচ্ছা গ্ৰহণ করুক"(80:11-12)। আল্লাহ আরও বলেছেন-"এতে কোনও সন্দেহ নেই যে, এ গ্ৰন্থ বিশ্বের প্রভুর পক্ষ থেকে এসেছে"(10:37 ও 32:2)। আর এ বিষয়ে আল্লাহ শেষ কথাটি এভাবে বলেছেন- "যে ইচ্ছা করে সে তার প্রভুর পথ অবলম্বন করুক"(25: 57)। আরও বলেছেন-"আল্লাহ কোনও জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে"(13:11)। সুতরাং ভাই, আয়াত গুলো লক্ষ্য করুন এবং এটা বোঝার চেষ্টা করবেন যে- প্রথমে আপনি নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন, তারপর আল্লাহ আপনাকে সাহায্য করবে- ইনশাআল্লাহ।
গ্রন্থঃ সহীহ মুসলিম (ইফাঃ) অধ্যায়ঃ ১/ কিতাবুল ঈমান (كتاب الإيمان) হাদিস নম্বরঃ ৩৯৪ ৮২. কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী; সে কোন শাফায়াত পাবে না এবং আল্লাহর নৈকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্কও তার উপকারে আসবে না ৩৯৪। আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্নিত। জনৈক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! আমার পিতা কোথায় আছেন (জান্নাতে না জাহান্নামে)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন পিছনে ফিরে যাচ্ছিল, তখন তিনি ডাকলেন এবং বললেনঃ আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে।” হাদিসের মানঃ সহিহ (Sahih)
আস্সালামু আলাইকুম, আমি জানি নবিজির মা বাবা জান্নাতি তারা মুসলমান, হুজুর আমার একটি প্রশ্ন, নবিজির মা বাবা মুসলমান বা তাদের কে কবর থেকে উঠিয়ে আবার জিবিত করে তাদের কে ইমান্দার ভানানো হয়েছে এরকম কোন হাদিস আছে কিনা? যদি থাকে দলিল গুলো ইউটুবে দিন আমরা দেখব এবং ফেইসবুকে ছারব।
Atodin ai visohy Nia keho koto Kota bole abdur razzak Yousuf er Moto dosto Lok doshmone rasul saw beyadop er Moto kotoguli nikristo posho prio Nobiji Saw er sonmanito pita Mata somporke aje baje Kotha bolse orthat era jetokoom nikristo se rokom Abar kisu Lok oi sokol jahelder support korche tader akherate kopal poranor Jonno jara aibsokol jahelder support korche Tara akherate Nobiji Saw er shafayat pabena r Nobiji Saw er shafayet jara pabena Tara jannate jete parbena Allah Pak sobaike hadayet Dan kurun amin
La mazhabi khariji salafi nozdi era nobiji saw gayeb janen bole biswas korena ekhon rasulullah saw er pita ebong Mata jahannami na aujubilla sabboisto koral Jonno ja Tara biswas korena ethai boja joy era holo beiman monafek fetnabaz gustake rasulullah saw oishab bhaider proti anorud touba koro ebong mine prane biswas koro nobiji saw er pita ebong Mata jannati jannati jannati Amin Allah Pak amader sobaike hedayet din amin summa Amin
Nobiji saw er pita ebong Mata murti puja emon kono proman la mazhabi khariji salafi nozdi Ra dite parbena kiamot pojjotto somoy dia holo unara morti pujari Chilean na r oi somoy kono dhormo chilo na sai hishabe Tara jannati jannati jannati Amin Allah Pak amader sobaike hedayet din amin summa Amin
আসলে নবীজীর পিতা মাতা জাহান্নামী কথাটি শুনতে একদম ভাল লাগছেনা।কিন্তু কি করা যায় যেহেতু নবীজীর হাদিস থেকে বলা হয়েছে কথাটি।বিবেকে বলে জান্নাতে যাবে🤔🤔🤔।সঠিক সিদ্ধান্ত আললাহ করবেন।সাধারণ কারও বাবা মা জাহান্নামে যাক এটাও শুনতে ভাল লাগেনা।সুতরাং এসব নিয়ে টানাটানি করাটা ভাল মনে হচ্ছেনা।
নবীজীর প্রিয় কাউকে জাহান্নামে না দিলে চাচা আবু তালিব কেন জাহান্নামে যাবে? আর তার জন্য ক্ষমা প্রার্থনা না করার জন্য কেন ৯:১১৩ আয়াত নাযিল করলেন? আপনি কেনইবা সহীহ মুসলিমের হাদীসকে প্রশ্নবিদ্ধ করছেন? ছিঃ
Tura nobijir piramata k jahannam a newar jonno ato besto hoili kno?? Tora nobir ummot bole dabi korbena.tora nobir pita mata k niye bara bari koris.kno dolil chara nobir pita mata jannati.ata hocce amader bissas....
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আলাউদ্দিন জিহাদি হুজুর কে অনেক ধন্যবাদ আর একটা প্রশ্ন আমার হিজড়া যারা তাদের কি জানাযার দেওয়া হয় কিনা সে প্রশ্নের জবাবটা চাই আপনার কাছ থেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ
সাহাবি কথা উল্টো করে বলছে। আর এনি ঠিক বলছে।আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিজে সেখানে ছিলেন।সহিহ মুসলিমের হাদিস উনি উল্টো বলছেন। মানুষকে ভুল শিক্ষা দিবেন না।
Sutorang, kono hadis thekei promanito holona je, nobiji (sallahu alaihi wassallam) er pita mata jannati na, mohan Allah rabbal alamin tader jannat naki jahannam e diben ta Allah e valo janen, ei niye torko na Kore borong nijeder jannater certificate ei dunia theke niye jaoar chesta korun, r arabir prosner uttore nobiji (sm) nije kono sora suri uttor na diye ghuriye uttor diyechen, tini kafer der koborer kach diye jabar somoy ki korte hobe ta bolechen. Othocho unake kafer der kobor somporke tokhon kono prosno kora hoy nai, tini (sm) emon uttor keno diye chilen?
আল্লাহ তায়ালা যেন আলা উদ্দিন জিহাদি সাহেব কে হায়াত বাড়িয়ে দেন
আললাহ! যারা নবী ( সাঃ) এর পিতা মাতার সম্মান নিয়ে কথা বলে তাদের হেদায়েত দান করুন!
আল্লাহ আমায় ক্ষমা কর। আম গাছেই আম ধরে। মান্দার গাছে কি আর জাম পাওয়া যায়?যারা মহানবী সাঃ এর ভালবাসার দাবিদার তাদের উচিত নবী সাঃ এর পিতামাতা সম্পর্কে সাবধানে কথা বলা।
: ঠিক
Vai, eta ki bollen? Ibrahim AS er baba chilen mushrik..
হযরত লূত (আঃ) পরিবার কি অন্য কারো পরিবার ছিল.....হযরত নূহ (আঃ) ছেলে অন্য কারো ছেলে ছিল .....হযরত ইব্রাহিম ( আঃ ) বাবা কি তার বাবা ছিলেন না......নবি (সঃ) এর বাবা মা কোথায় যাবেন এইটা আমাদের ঈমান না আকিদা না চিন্তাও না আমরা কোথায় যাবো এইটা আমাদের চিন্তার বিষয় হওয়া উচিত ... " আল্লাহ ন্যায়বিচারক; কাজেই তিনি বান্দার কৃতকর্মের সঠিক বিচার করে তাকে পুরস্কার বা শাস্তি দেবেন ( সূরা আস-সাফফাত)"
@@atikmahamud8060 সহমত
আলহামদুলিল্লাহ সঠিক টা জানানোর জন্য অনেক ধন্যবাদ
ভাই এটা সঠিক না।
সুবহান আল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর কে আরো ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক আমিন
মাশাআল্লাহ
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আপানার গুরুত্বপূর্ণ মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
আললাহু আকবার নবীকের মাতা ও পিতা জাননাতি
আবু দাউদ - ৪৭১৮,
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِي قَالَ " أَبُوكَ فِي النَّارِ " . فَلَمَّا قَفَّى قَالَ " إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ " .
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
একদা এক ব্যাক্তি বললো, হে আল্লাহর রাসুল! আমার পিতা কোথায়? তিনি বললেনঃ তোমার পিতা জাহান্নামে। অতঃপর যখন সে পিঠ ফিরিয়ে চলে যেতে লাগলো তখন তিনি বললেন, তোমার পিতা ও আমার পিতা জাহান্নামে।
@@ahadctg23 লজ্জা কিসের ?? নবী(স:) নিজে বলেছেন, যদি সমস্যা হতই তহলে নবী(স: নিষেধ করে দিতেন. ভাই, আপনি ভালো ধোকাতে পড়েছেন,। সেটা নবী (স:) বলেছেন এবং বলতে নিষেধ করেন নি তা আমরাও বলতে পারি , কোন পাপ নেই বরং ভালো কথা এবং হাদীস পড়া ও চর্চা হবে ।
মারহাবা সুন্দর সমাধান ।
মাশাআল্লাহ ❤️
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আপানার গুরুত্বপূর্ণ মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আহলুস সুন্নাহ্ ওয়াল জামাআহর ঐক্যমতে নবীর পিতামাতা মুসলিম মুমিন জান্নাতী তারা ঈসা আঃ এর উম্মত এটাই আমাদের মুসলিমদের আক্বীদাহ্ হওয়া উচিত জাযাকাল্লাহু খায়রান
Bidatider mote shothik
আমার নবী (স:) মা বাবাকে ভালোবেসে যে দলিল খানি দিয়েছেন তার তার আপমার পায়ে আমি চুমি দিলাম, আমার রাসুল (স:) মা বাবাকে বড় করারর জন্য?
আল্লাহ আমাদের সঠিক জানার তৌফিক দান করুন
আল্লাহ যেন জিহাদি সাহেব কে সহি বুজ দান করেন এবং এসব জাল জয়িফ হাদিস না বলার তোফিক দান করেন সকলে বলি (আমিন)
জাযাকাল্লাহ
Marhaba
মারহাবা সত্য
❤ মাশাআল্লাহ ❤
সুবহানআল্লাহ
আমরাও চাইনা নবী করিম( সাঃ) বাবা মা জাহান্নামে জাক।কিন্তু আল্লাহ যা সিদ্ধান্ত নিবেন ঐটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এতে করে নবীজীর কোনো দাম বা সম্মান কমে যাবেন না।
Vai, ekdom moner kothatai bolsen... MUHOMMAD SA ke shomman Allah Ja dise Tai enough.... Amra er chaite beshio dibo a Kom o dibo na... Barabari shob shomoi kharap...
mashallah onek valo waz
হুজুরের পিতা মাতা জান্নাতী।এতে সন্দেহ নাই
ভাই প্রথমে এই আয়াত টি পড়ুন 👇
(আত তাওবাহ্ - ১১৩)
*নবী ও মুমিনের উচিত নয় মুশরেকদের মাগফেরাত কামনা করে, যদিও তারা আত্নীয় হোক একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোযখী।*
---------------
এখন,👇এটা দেখুন,,,
নবী (সঃ)বলেছেনঃ আমি আমার প্রভুর নিকট আমার মায়ের জন্য ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করার অনুমতি চাইলে আমার প্রভু আমাকে অনুমতি দান করেননি।
________________
প্রশ্ন:
*নবী অনুমতি কেন পেলেন না যদি মুশরিক না হত পিতামাতা??*👆❓
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমার পিতা কোথায় আছেন (জান্নাতে না জাহান্নামে)? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন চলে যেতে লাগল, তিনি ডাকলেন এবং বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে।
প্রশ্ন:
*নবী কেন বললেন পিতা জাহান্নামে যদি পিতা মুশরিক না হত??*
এবার আপনি আপনার মতামত জানাবেন প্লিজ ।।
ভুল সংশোধনে সফলতা আছে ভাই।।
আল্লাহ হেদায়েতের মালিক।আমীন।
ওনারা মুশরেক
Mizan Nisan,r tui hossia munafek
@@roshidulahmed ভাই, হাদিস গুলোর সনদ দেখুন।
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহী ওয়াবার,কাতুহু।আলাউদ্দীন জিহাদী হুজুরের কাচে প্রশ্ন,হুজুর জদি আমার প্রশ্নের উত্তর দিতেন তাহলে আমার জীবন ধন্য হত।কারন,প্রাই আমি 4/5বচর ধরে আপনার ওয়াজ সুনতেছি এবং কি মনে এমুন আগ্রহ হয়েচে যে আপনি যত গোলা কতা বলেন সব গোলা কথার পিচনে দলিল দেন।তখন মনের মদ্দে একটি চিনতা আসল যে হুজুরে যে প্রত্তেক কতার পিচনে দলিল দেয় সেটা সটিক কিনা তখন আপনার কতার পিচনে যে কিতাপের দলিল দেন সেই কিতাপ নেট তেকে ডাউন লুড দিয়া দেখি আপনি জিটা বলচেন 100 o/o সটিক। এই জন্নে হুজুর আপনার ওয়াজ সুনতে সুনতে মনে এমুন ঝসবা এসেছে যে আমি মুটা মুটি আরবী যের যবর থাকা এবারত পরতে পারতাম এখ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই একজন হুজুর (হাফিজ আবুল হুসেন)র কাচে গিয়ে আরবী রিডিং সুদ্দ করেচি উর্দু শিকেচি এবংকি কারিআনা পরতে আসাবাদী লকডাওনের কারনে মাদ্রাছা বন্দ এই জন্য পারছিনা।এখন আমার প্রশ্ন করার মুল উদ্দেশ্য হল আমাদের এখানে দুইটা জিলা আর এই দুই জিলার মদ্দে মনে হয়না 1 o/o চুন্নী আছে। এখন আমার উদ্দেশ্য হল ক্বারী আনা পাস করে আপনার লেখা বা সহিদুল্লাহ বাহাদুর, আব্বচী হুজুর বা আর অন্নান্য উলামাদের কিতাপ গুল আপনাদের কাচতেকে হাদিয়া সরুপ কিনে ওয়াহাবীদের মুখে তালা লাগাইতে পারবকিনা।বা তারা কোরআন হাদিচের উল্টা যেটা বলে সে যদি মুফতিও হয় তার বিরুদ্দে কতা বলতে পারবকিনা।আমার নাম দিলদার হোছেইন।ভারতের,আসাম,জিলা= মরিগাও তেকে
মারহাবা
Huzur u r excellent in ur view.l am indian..luv ur speech
Nobir pita mata amader nobir ummit na.cause tader k allah age niye gechen...tara yacha nobir ummot.tara to kno kharap kj kore ni.tader akta kharap kj dekhan....
: VERY GOOD
*ঈসা (আ) এর শেষ ও মুহাম্মাদ (স) শুরু মাঝখানে ৬৫০ বছরের ব্যাবধান।এর মধ্যে কোনো নবী বা রসুল আসেন নি।যে জাতির কাছে কোনো নবী-রসুল আসেন নি সেই জাতির কোনো বিচার হবে না আল্লাহ তাই উল্লেখ করেছেন।*
ইউনুস ১০:৪৭
وَلِكُلِّ أُمَّةٍ رَّسُولٌۖ فَإِذَا جَآءَ رَسُولُهُمْ قُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ
প্রত্যেক জাতির জন্য (পাঠানো হয়েছে) একজন রসূল। তাদের রসূল যখন এসেছে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে তাদের মাঝে ফায়সালা করা হয়েছে। তাদের প্রতি কোন যুলম করা হয়নি।
.
তাহলে কুর'আনের এই বাণী কী মিথ্যা.....???
@@ahadctg23 ,
*হেদায়েত কী الله এর হাতে?*👇
উত্তর:::- প্রথমেই বলে নিতে চাই, এ প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব। কিন্তু আমি ছোট করে নয়, বরং বড় করে উত্তর দিতে চাই। কারণ, আজ হাতে সময় অনেক রয়েছে। এবং আজ লেখা শুরু করেছি 9:15 থেকে। তাই, চলুন--
1) এ বিষয়ে কোরান বলে-"দ্বীনে কোনও জোর-জবর দস্তি নেই"(2:256)। সুতরাং আল্লাহ কেন কাউকে জোর জবরদস্তি করে হিদায়াত দেবেন?? জোর-জবরদস্তি হিদায়াত দেওয়া কি ন্যায়বিচারকের কাজ??
2) যদি আপনাকে আল্লাহ জোর-জবরদস্তি করেই হিদায়াত দেবেন, তাহলে আপনাকে 1400'CC'র ব্রেন দেওয়ার প্রয়োজন কি ছিল?? আর এ বিষয়ে আল্লাহ বলেছেন-"তারা কি এ কোরান সম্পর্কে চিন্তা-ভাবনা করে না, নাকি তাদের ব্রেনে *তালা মারা* আছে"(47: 24)??
3) আল্লাহ যদি জোর-জবরদস্তি হিদায়াত দেবে এবং ভালো কাজ করাবে, তাহলে পুরষ্কার স্বরূপ আল্লাহর সন্তুষ্টি তথা দীদার ও জান্নাত কেন আশা করেন?? এ জন্য কোরান বলে-"যারা ইমান এনেছে এবং নেক কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। এবং এর অতিরিক্ত আল্লাহর দীদার"(2:25, 10:26)।
আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং স্বাধীন করেছেন। আপনি চাইলে আল্লাহর নির্দেশ মানতেও পারেন, নাও মানতে পারেন- এটা সম্পূর্ণ আপনার উপর।
আল্লাহর নির্দেশ মেনে চললে পুরষ্কার, না মেনে চললে শাস্তি। আর এ বিষয়ে আল্লাহ আদম (আ)-কে পৃথিবীতে পাঠাবার সময় বা তার আগে বলেছেন-"সকলেই নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে কোনও নির্দেশ আসবে, তখন যারা আমার নির্দেশ মেনে চলবে, তাদের কোনও ভয় ও চিন্তা থাকবে না"(2:38)।
আর আল্লাহ তার নির্দেশ মানুষের কাছে পৌঁছনোর জন্যেই 1 লক্ষ 24 হাজার নবী-রসুলকে এ পৃথিবীতে পাঠিয়েছেন। এবং নবী-রসুলগণকে বলেছেন-"তারা (মানুষরা) মুখ ফিরিয়ে নিলে রসুলের দায়িত্ব তো কেবল মাত্র স্পষ্ট ভাবে প্রচার করা"(5:92)। আল্লাহ আরো বলেছেন-"উপদেশ দিন, আপনি উপদেশকারিই। তাদের (মানুষদের) আপনি কর্মবিধায়ক নন। তারা (মানুষরা) বিমুখ হলে ও কুফরী করলে, আল্লাহ তাদের প্রদান করবেন মহাশাস্তি। নিশ্চয় তারা (মানুষরা) আমার (আল্লাহর) কাছেই প্রত্যাবর্তন করবে, তারপর হিসাব নেওয়ার দায়িত্ব আমার"(88:21-26)।
এবং শয়তান ও মানুষকে উদেশ্য করে আরও বললেন-"তাদের (মানুষদের) মধ্যে যে কেউ তোর (শয়তানের) অনুসরণ করবে, অবশ্যই তোদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব"(7:18)।
সুতরাং ভাই, আল্লাহ আপনাকে জান্নাত ও দোযখের রাস্তা বলে দিয়েছেন। এখন আপনার ইচ্ছা।
গায়ের জোরে হিদায়াত প্রসঙ্গে আল্লাহ আরও বলে ছেন-"এর সরল পথ আল্লাহ পর্যন্ত পৌছায়, তার মধ্যে বাঁকা পথও আছে। তিনি চাইলে সবাইকে হিদায়াত দিতে দিতেন"(16:9, 32:13)। কিন্তু যেহেতু-"দ্বীনে কোনও জবরদস্তি নেই"(2:256)। সেহেতু আল্লাহ জোর কাউকে হিদায়াত দেন না।
আল্লাহ কোরানে আরও বলেছেন-"তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে জ্ঞানচক্ষু (কোরান ও হিদায়াত)। সুতরাং যে দেখতে পেল, কল্যান তারই। আর অন্ধ সাজলে, ক্ষতি তারই"(6:104)। আরও বলা হচ্ছে-"না, এটা উপদেশ বাণী। যার ইচ্ছা গ্ৰহণ করুক"(80:11-12)। আল্লাহ আরও বলেছেন-"এতে কোনও সন্দেহ নেই যে, এ গ্ৰন্থ বিশ্বের প্রভুর পক্ষ থেকে এসেছে"(10:37 ও 32:2)।
আর এ বিষয়ে আল্লাহ শেষ কথাটি এভাবে বলেছেন- "যে ইচ্ছা করে সে তার প্রভুর পথ অবলম্বন করুক"(25: 57)। আরও বলেছেন-"আল্লাহ কোনও জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে"(13:11)।
সুতরাং ভাই, আয়াত গুলো লক্ষ্য করুন এবং এটা বোঝার চেষ্টা করবেন যে- প্রথমে আপনি নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন, তারপর আল্লাহ আপনাকে সাহায্য করবে- ইনশাআল্লাহ।
নবীজীর" বাবা" মা"জান্নাতী না জাহান্নাম এটা আমাদের জানার বিষয় নয়,আল্লাহর উপর চেড়ে দেওয়া উচিৎ। আর এটা না,জানলেও কোন ক্ষতি নেই।
Right
Mashaalla
গ্রন্থঃ সহীহ মুসলিম (ইফাঃ)
অধ্যায়ঃ ১/ কিতাবুল ঈমান (كتاب الإيمان)
হাদিস নম্বরঃ ৩৯৪
৮২. কাফির অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামী; সে কোন শাফায়াত পাবে না এবং আল্লাহর নৈকট্য লাভকারী বান্দার সাথে আত্মীয়তার সম্পর্কও তার উপকারে আসবে না
৩৯৪। আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্নিত। জনৈক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! আমার পিতা কোথায় আছেন (জান্নাতে না জাহান্নামে)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জাহান্নামে। বর্ণনাকারী বলেন, লোকটি যখন পিছনে ফিরে যাচ্ছিল, তখন তিনি ডাকলেন এবং বললেনঃ আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে।”
হাদিসের মানঃ সহিহ (Sahih)
ওটা জ্বাল হাদিস
@@diptoquazi319সহিহ মুসলিম এর হাদিস কি জাল? আপনার জ্ঞান নাই।
@@শিরকথেকেসাবধান : ওটা জ্বাল হাদিস হিসেবে প্রমাণিত , আপনার জ্ঞান নাই
আল্লাহ ভালো জানেন
শুরা বাকারা আয়াত 134ও141 ভালো করে পড়েন যারা বুঝতে চায় অল্পই যথেষ্ট ।
নবী সাঃ নিজেই বল্লেন আমার পিতা জাহান্নামী। সহীহ মুসলিম হাদিস নং / ৩৯৪ /
হাদীস মনমত হইলেই হয় ছহী।
মনমত না হইলেই হয় জাল।।
@@khokonpatoary6857jahannami bolar hadis sihah sittar boiye aase aar jannati houar hadis toder bidatider boiye aase. Tobe amra ei bapaare nirob thakbo
আস্সালামু আলাইকুম,
আমি জানি নবিজির মা বাবা জান্নাতি তারা মুসলমান,
হুজুর আমার একটি প্রশ্ন, নবিজির মা বাবা মুসলমান বা তাদের কে কবর থেকে উঠিয়ে আবার জিবিত করে তাদের কে ইমান্দার ভানানো হয়েছে এরকম কোন হাদিস আছে কিনা? যদি থাকে দলিল গুলো ইউটুবে দিন আমরা দেখব এবং ফেইসবুকে ছারব।
নবীজির পিতা মাতা জাহান্নামী
ইয়ে আল্লাহ অনাকে হেফাজত ও জ্ঞান দান করো।। আমার নবির পিতা মাতা জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি জান্নাতি
Bidatider islam abeg diye chole
Good huzur
হুজুরের সব বইগুলো কোথায় পাওয়া যাবে
হুজুর আপনি আমার আল্লাহ্ দেখে এবং আমার রাসূল সাঃ দেখে এবং আল্লাহ মমির বান্দারা দেখে দলিল সহ দেয়েন দয়াকরে
Asob niyah aj Kal RUclips a onek bajah masalah dai.
Thanks Rose TV
R sobaikah sotik Tah jananor jonno.
Amin
Right
Atodin ai visohy Nia keho koto Kota bole abdur razzak Yousuf er Moto dosto Lok doshmone rasul saw beyadop er Moto kotoguli nikristo posho prio Nobiji Saw er sonmanito pita Mata somporke aje baje Kotha bolse orthat era jetokoom nikristo se rokom Abar kisu Lok oi sokol jahelder support korche tader akherate kopal poranor Jonno jara aibsokol jahelder support korche Tara akherate Nobiji Saw er shafayat pabena r Nobiji Saw er shafayet jara pabena Tara jannate jete parbena Allah Pak sobaike hadayet Dan kurun amin
সুরা তাওবা ১১৩ নং আয়াত কেন নাজিল হয়েছে।তার ব্যাখ্যা দেন বন্ড কাফিল উদ্দিন
আবেগ দিয়ে ইসলাম চলেনা।
Maolana mufti Alauddin jihadi hanapi majaber ujjal nokhatro
: ঠিক
Rose TV thanks
হুজুর মহরম মাসের ১০ তারিখ। দেখাযায় অনেকে জারি করেন এটা কি টিক। এর সম্পর্কে একটা বিডিও হলে ভাল হত। আপনারা এগিয়ে জান।
La mazhabi khariji salafi nozdi era nobiji saw gayeb janen bole biswas korena ekhon rasulullah saw er pita ebong Mata jahannami na aujubilla sabboisto koral Jonno ja Tara biswas korena ethai boja joy era holo beiman monafek fetnabaz gustake rasulullah saw oishab bhaider proti anorud touba koro ebong mine prane biswas koro nobiji saw er pita ebong Mata jannati jannati jannati Amin Allah Pak amader sobaike hedayet din amin summa Amin
মসেল্লা
নবীর পিতামাতা কি মুসলিম ছিলেন???
ALLAH KI NAY BECHAROK NAN? AMON KONO HADIS ACHE KI J NABI TAR PITAMATA K JIBIT KORE KALIMA PATH KARIA CHILEN? THAKLAY JANABAYN. THANKS.
যদি আপনারা একজন বলবেন এই ভাবে। আর একজন বলবেন ঔ ভাবে আমর কই যাবো।
Nobiji saw er pita ebong Mata murti puja emon kono proman la mazhabi khariji salafi nozdi Ra dite parbena kiamot pojjotto somoy dia holo unara morti pujari Chilean na r oi somoy kono dhormo chilo na sai hishabe Tara jannati jannati jannati Amin Allah Pak amader sobaike hedayet din amin summa Amin
Shodho কোরান r হাদীস mokhosto জানলে হয় না. সেগুলি নিয়ে research করার ক্ষমতা থাকতে হয়, vabte হয়.
আর নবিজির পিতা মাতাকে কবর থেকে উঠায়ে ইসলাম গ্রহন করিয়েছে এরকম কোন হাদিস নবীজি বলেন নাই তোমরা কই পাইছো হাদিস বানানোর দায়িত্ত কি তোমাকে দিয়েছে নাকি
Hadis ache,apne pan nai
@@MrkichirMichirtoder kase shoytan wahi niye aashe
তাইলে তো সব হাদিসই জাল । কারণ কোন হাদিসই 100 % নিশ্চিত না ।
আসলে নবীজীর পিতা মাতা জাহান্নামী কথাটি শুনতে একদম ভাল লাগছেনা।কিন্তু কি করা যায় যেহেতু নবীজীর হাদিস থেকে বলা হয়েছে কথাটি।বিবেকে বলে জান্নাতে যাবে🤔🤔🤔।সঠিক সিদ্ধান্ত আললাহ করবেন।সাধারণ কারও বাবা মা জাহান্নামে যাক এটাও শুনতে ভাল লাগেনা।সুতরাং এসব নিয়ে টানাটানি করাটা ভাল মনে হচ্ছেনা।
আল্লাহর কাছে সবাই সমান, নবীদের পিতা মাতা বলে কোন সুবিধা পাবেনা
এটা কি আলাউদ্দিন জিহাদী সাহেবের কন্ঠ আমার তো মোনেহয় না,এটা উনার কন্ঠ
হুজুর আপনি কোথায় যাবেন সেটা চিন্তা করুন এবং ঠিক করুন।
এই ব্যাপারে চুপ থাকাটাই ভালো?
তুই ভন্ড ..
Our Prophet' parents Zannati or not but you think you are Zannati or not.All a little knowledged Ulama Keram in Bangladesh.
নবীজীর প্রিয় কাউকে জাহান্নামে না দিলে চাচা আবু তালিব কেন জাহান্নামে যাবে? আর তার জন্য ক্ষমা প্রার্থনা না করার জন্য কেন ৯:১১৩ আয়াত নাযিল করলেন? আপনি কেনইবা সহীহ মুসলিমের হাদীসকে প্রশ্নবিদ্ধ করছেন? ছিঃ
আপনার কথার সাথে আমি একমত, এদের কথায় আবু তালিব জান্নাত যাবে
@@h.m.muzahidulislamlablu9156 আপনি শুনলে অবাক হবেন ভাই৷ এই রেযাখানীদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আবু তালিবের নামের শেষে “রাদিআল্লাহু আনহু” বলে!!
@@mostafawadudshakil4929bidatiraai amonti bole thake
Amin
মুসলিম শরিফের হাদীসকে যয়ীফ বলতে চাচ্ছে হুজুর! 😅
ভাই আপনি কি বুঝলেন ;
একটা দলিল ও জান্নাতির পক্ষে স্পষ্ট না। পরিবারের যে তাফসীর বর্নিত তা তো রাসুল (স:) এর স্ত্রী সন্তানের বিষয়ে।
Tura nobijir piramata k jahannam a newar jonno ato besto hoili kno?? Tora nobir ummot bole dabi korbena.tora nobir pita mata k niye bara bari koris.kno dolil chara nobir pita mata jannati.ata hocce amader bissas....
Eder kase shoytan wahi niye aashe
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আলাউদ্দিন জিহাদি হুজুর কে অনেক ধন্যবাদ আর একটা প্রশ্ন আমার হিজড়া যারা তাদের কি জানাযার দেওয়া হয় কিনা সে প্রশ্নের জবাবটা চাই আপনার কাছ থেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ
আপনার বক্তব্য মিথ্যা
সাহাবি কথা উল্টো করে বলছে। আর এনি ঠিক বলছে।আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিজে সেখানে ছিলেন।সহিহ মুসলিমের হাদিস উনি উল্টো বলছেন। মানুষকে ভুল শিক্ষা দিবেন না।
মাদানীর সাথে পারলে কথা বলেন।
Apnar madanike Nia asen
আর কতো বানিয়ে কথা বলবেন।
সাওয়ালান না তো সুওয়ালান ঠিক করে হাদীসের ইবারত পড়েন।
সহি মুসলিমের হাদিসকে এসব হাদিস দিয়ে কাটা কষ্টকর,,,
বোকার মত কথা
Brother what you said about Islam
Has the value of zero
What scripture says
Has the value
ওটা হইলো মুসলিম শরীফের হাদিস,, আর আপনি যে হাদিস গুলো বললেন সেগুলো আরাবির প্রশ্নের সাথে আর রাসুলের জবাবের সাথে কোক মিল নাই।
Bukhari muslim a gulo theke proman din
আনসারির সাহেব আপনার কথায় অনেক ভূল আছে।কথার কোনো প্রমান নাই ও মিল নাই।
Tumi shahi hadit raika tumi bananu hadith pirtaso manuske buka vabso
এটাই ঠিক। আপনার কথায়ও ওলটপালট আছে ruclips.net/video/QlO_xaP1EoY/видео.html
Sutorang, kono hadis thekei promanito holona je, nobiji (sallahu alaihi wassallam) er pita mata jannati na, mohan Allah rabbal alamin tader jannat naki jahannam e diben ta Allah e valo janen, ei niye torko na Kore borong nijeder jannater certificate ei dunia theke niye jaoar chesta korun, r arabir prosner uttore nobiji (sm) nije kono sora suri uttor na diye ghuriye uttor diyechen, tini kafer der koborer kach diye jabar somoy ki korte hobe ta bolechen. Othocho unake kafer der kobor somporke tokhon kono prosno kora hoy nai, tini (sm) emon uttor keno diye chilen?
oda toi goru
ভুল ব্যাখ্যা।
Toe sob bogos tae na...
100% pure vondo hujur
Allah a k hedayet din. Amin
Abu daud 4717 ki
Marhaba
Amin