আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও তাকরিমের বিশ্বজয় | Quran Competition| Hafez Takrim | Jamuna TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 4,5 тыс.

  • @abdulkaiyum3528
    @abdulkaiyum3528 Год назад +2518

    কোরআনের হাফেজরা পারে প্রতিবছর বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে ❤

    • @dukesausageman
      @dukesausageman Год назад +10

      Right❤❤❤❤

    • @ismailhossain-yk6np
      @ismailhossain-yk6np Год назад +7

      Right

    • @legamer7197
      @legamer7197 Год назад +2

      😊

    • @rodriguezcosta_Atonu
      @rodriguezcosta_Atonu Год назад +1

      কোন আরবি কোরআন সে মুখস্ত বলতে পারে? Warsh Quran না Hafs Quran?
      কারন আব্বাসীয় আমলে ইরাকের কুফায় পরিমার্জন করা এই দুটি আরবি কুরআনে রয়েছে অর্থগত ও উচ্চারনগত বহু অমিল

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Год назад

      আর হুজুররা পারে পাছা উজ্জর করে দিতে।

  • @minarulislam1243
    @minarulislam1243 Год назад +350

    শুধু কোরআনের হাফেজরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করে💖

    • @runu75
      @runu75 Год назад

      Tik

    • @mmshobuj8502
      @mmshobuj8502 Год назад +2

      ​@@user-dl9cw4dj5r bolod

    • @dacbangla
      @dacbangla Год назад +1

      ডাক্তার , ইঞ্জিনিয়ার , পাইলট , জজ , ব্যারিস্টার, সেনাবাহিনী সবাইই দেশের মুখ উজ্জ্বল করে। শুধু হাফেজরা নয় বলুন সব পেশার মানুষই দেশের মুখ উজ্জ্বল করে। দেশের সবাই হাফেজ হলে অন্যগুলো করা হবে। দেশে কিন্তু সবারই প্রয়োজন আছে ।
      আমি হাফেজদের খাটো করে কথা বলছি না। আমিও তাদের শ্রদ্ধা করি সম্মান করি।
      কিন্তু আপনাদের মতো কয়েকজন একজনকে বড় করে দেখাতে গিয়ে বাকি সবাইকে ছোট করে ফেলেন। যা খুবই দুঃখজনক।
      আপনার কথাটা কেমন যেনো শোনা যায় যে "শুধু কোরআনের হাফেজরা দেশের মুখ উজ্জ্বল করে "
      কথাটা শুনে মনে হয় যে আর বাকি সবাই ঘাস কাটে।

    • @mdsulaiman2903
      @mdsulaiman2903 Год назад +1

      100%

  • @Sabid420
    @Sabid420 Год назад +808

    আমি ভারতীয় হিসাবে গর্বিত।
    আল্লাহ তায়ালা তাকরিমকে আরও উচ্চ সম্মানে সম্মানিত করন।

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      সুর করে কোরান তেলাওয়াতে কৃতিত্বের কিছু নাই, মানুষ হিসেবে মানুষের কি উপকার করলো সেটাই আসল

    • @pritamkhan4667
      @pritamkhan4667 Год назад +16

      ​@@user-dl9cw4dj5r আপনার কাছে লজ্জার, সকল মুসলমানদের কাছে প্রশংসনীয়। ধন্যবাদ।

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      @@pritamkhan4667 এ বিজয় বাংলাদেশকে মৌলবাদি রাষ্টের পরিচিতি দেবে।

    • @Raihan___
      @Raihan___ Год назад +9

      ​@@user-dl9cw4dj5r Eida lojjar?😂😂😂.ar Oskar paoa anek sunamer ?

    • @Raihan___
      @Raihan___ Год назад +3

      ​@@user-dl9cw4dj5r Oskar e Mone hoi Gaan biggan chorcha hoi

  • @নামাজ05
    @নামাজ05 Год назад +123

    মুসলিম হয়ে জন্মগ্রহণ করাটা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার ❤️❤️🤲🤲..

    • @mdrubelhasan2164
      @mdrubelhasan2164 Год назад +2

      হুম আলহামদুলিল্লাহ

    • @MDkhalidKhan92516
      @MDkhalidKhan92516 Год назад +1

      Alhamdulillah 💚

    • @sanjaysarkar2750
      @sanjaysarkar2750 Год назад

      America r air port kafer der dara kapor khule check korano ta holo sob theke boro upohar😂😂

    • @muhtasimhaque6084
      @muhtasimhaque6084 Год назад

      ​@@sanjaysarkar2750 ar malaun DER gorur guu khaoa hinduder jonno shobche boro upohar

  • @habib7400
    @habib7400 Год назад +273

    এই ছেলেটার দিকে যতবারই তাকাই ততবারই অবাক হই।প্রত্যন্ত অঞ্চলে বাড়ি এই যুবক ভাইটি আজ কোরআন প্রতিযোগিতায় পৃথিবী সেরা।বাংলাদেশের গর্ব। আল্লাহ এই ভাইটির হায়াত বাড়িয়ে দিক,,আমিন।

    • @smmahafujraj4203
      @smmahafujraj4203 Год назад +2

      সে যুবক নয় কিশোর

    • @ndbelalhossain1285
      @ndbelalhossain1285 Год назад

      অমুসলিম জ্ঞানীদের দৃষ্টিতে:-পবিত্র কুরআন শরীফ
      🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥➡️✴✴✴✴✴✴
      👉 আল্লাহপাক বলেন:
      বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
      সুরা বনী-ইসরাঈল ৮১
      📚আল্লাহপাক বলেন-
      "বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ।
      সূরা আল আম্বিয়াঃ ১৮
      বর্তমান অশান্ত বিশ্বের মানুষ গোমরাহী ও পথভ্রষ্টতার তিক্ত অভিজ্ঞতা লাভের পর পবিত্র কুরআনের মহান ও চিরন্তন সত্যের দিকে ক্রমশ আকষ্ট হয়ে উঠেছে । তাই পৃথিবীর বহু দেশের জ্ঞানী - গুণী মানুষ পবিত্র কুরআনের মহান শিক্ষা সম্পর্কে গবেষণা করেছেন। এখানে কয়েকজন পণ্ডিত ব্যক্তির মতামত এখানে পেশ করছি -
      ⚅১ . অধ্যাপক পামার তার বিখ্যাত ” Introduction to the Quran ” নামক গ্রন্থে পবিত্র কুরআন সম্পর্কে বলেছেন , ” That the best of the Arab writers has never succeeded in producing anything equal in merit to the Quran ” , অর্থাৎ , “ আজ পর্যন্ত আরবের কোন বিখ্যাত সাহিত্যিকও কুরআনের সমকক্ষ সৌন্দর্যময় কোন গ্রন্থ প্রণয়ন করতে সমর্থ হননি ” ।
      ⚅২. কালাইন বলেছেন - কুরআন শরীফে সাহিত্যের গুণ ছাড়া অন্য ধরনের গুণও আছে । কুরআনের ভাষা এবং বর্ণনাভঙ্গির কাছে সমস্ত শিল্পকলা এবং সাহিত্যের কলাকৌশল নিষ্প্রভ আজ পর্যন্ত দেড় হাজার বছর ধরে কেউ কুরআনের ভাষার মত আরবি ভাষা ব্যবহার করেছে , তার অন্য কোন দ্বিতীয় নজির নেই ।
      ⚅৩. প্রখ্যাত খ্রিষ্টান ঐতিহাসিক গীবন তার ” Decline and fall of the Roman Empire ” নামক গ্রন্থে বলেন ” Quran is a glorious testmoney of the unity of God ” . অর্থাৎ , “ পবিত্র কুরআন আল্লাহ তা ‘ আলার অদ্বিতীয়তার এক উজ্জ্বল নিদর্শন ”।
      পবিত্র কুরআন এবং প্রিয়নবী হযরত রাসূলে কারীম সু - এর প্রশংসায় পঞ্চমুখ এমন বহু অমুসলিম চিন্তাবিদ ও মনীষীদের নাম উল্লেখ করা যায় এবং তাদের উদ্ধৃতিও দেওয়া যায়।
      ⚅৪. স্যার উইলিয়াম মুইর বলেন , পবিত্র কুরআন স্বভাব , প্রকৃতি ও সৃষ্টিজগতের দ্বারা আল্লাহকে সর্বোচ্চ সত্তা হিসেবে প্রমাণ করেছে এবং মানবজাতিকে আল্লাহর আনুগত্য ও কৃতজ্ঞতার প্রতি আকৃষ্ট করেছে।
      ⚅৫ .অধ্যাপক এডওয়ার্ড জিব্রউন বলেন , আমি যতই কুরআন সম্পর্কে গবেষণা করি , এর অন্তর্নিহিত ভাবধারা ও তাৎপর্য অনুধাবনের চেষ্টা করি , ততই আমার মনে তার প্রতি শ্রদ্ধা ও সম্মান বর্ধিত হয় ।
      ⚅৬. মি . এমানুয়েল ডি এনশ বলেন , সমগ্র ইউরোপ যখন গভীর অন্ধকারে আচ্ছন্ন ছিল , তখন সেখানে কুরআনের আলোকরশ্মি প্রবেশ করে এবং তা গ্রীসের মৃত জ্ঞান ও বুদ্ধি সত্তাকে সঞ্জীবনী শক্তি দান করে ।
      ⚅৭. ড , জনসন বলেন , কুরআনের বক্তব্য এত সমইয়োপযোগী ও সহজযোগ্য যে , মানবজাতি তা সহজেই গ্রহণ করতে পারে । কিন্তু দুঃখের বিষয় এই যে , আমাদেরকে দেখে দেখে সারা দুনিয়া কুরআনকে উপেক্ষা করছে ।
      ⚅৮. অধ্যাপক আর এ দিনকলসন বলেন , কুরআনের প্রভাবে আরবি ভাষা সমগ্র মুসলিম জাহানের মহিমান্বিত ভাষায় পরিণত হয়েছে এবং কুরআনই কন্যাসন্তান জীবন্ত প্রোথিত করার ন্যায় জঘন্য রীতির চির অবসান ঘটিয়েছে ।
      ⚅৯ মি , এইচ , এস , লিভার , বলেন , পবিত্র কুরআনের শিক্ষা থেকেই দর্শন ও বিজ্ঞান উৎসারিত হচ্ছে এবং এতে উন্নতির | এমন স্বর্ণযুগের সূচনা করেছে যে , সমসাময়িক ইউরােপের বড় বড় সাম্রাজ্যের জনবিজ্ঞানকেও ম্লান করে দিয়েছেন ।
      ⚅১০. মি . এ . ডি . মাবিল বলেন , ইসলামের শক্তি কুরআনেই নিহিত । কুরআন হচ্ছে আইনের উৎস এবং মানবাধিকারের শাশ্বত সনদ ।
      ✴✍ এই সত্য জানার পরেও অনেকেই সত্য পথে আসবে না।
      এদের সম্পর্কে কোরআন শরীফ বলেন -তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।
      সূরা আল বাকারা-১৮

    • @A.Motaleb527
      @A.Motaleb527 Год назад

      bhai apni amar moner kotha bolchen

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      কিসের গর্ব? এটা বাংলাভাষির মুখে আরবের গোলামি।

    • @bristyakter-bv6hp
      @bristyakter-bv6hp Год назад

      Amin💚

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone Год назад +484

    আলহামদুলিল্লাহ্ মানুষের সর্বোচ্চ সম্মান বারিয়ে দেওয়ার একমাত্র মালিক মহান আল্লাহ তা'আলা 🥰

    • @HelloBangladeshAlone
      @HelloBangladeshAlone Год назад +1

      @@user-dl9cw4dj5r শকুন কখনো মরা গরু ছাড়া কিছুই চিনেনা না 🤫🤫

    • @verygood4584
      @verygood4584 Год назад

      @@user-dl9cw4dj5r তোমার জ্ঞান অর্জন নিয়ে তুমিই থাক। ট্রেনের টিকেট বিক্রি করে কিছু আয় রোজগার করতে পার কিনা দেখ।

    • @SaifulIslam-qj9dc
      @SaifulIslam-qj9dc Год назад +5

      @@user-dl9cw4dj5r jole re jole,onture boro jala

    • @AbdurRahman-nd6cu
      @AbdurRahman-nd6cu Год назад +5

      @@SaifulIslam-qj9dc
      ভাই, ওর পেছন সারা জীবন জ্বলেই যাবে🤣🤣

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      @@SaifulIslam-qj9dc জ্বলেইতো, আজ আফগানিস্তান তো কাল পাপিস্তান বোমার আগুনে জ্বলে

  • @Sumonhussain3939
    @Sumonhussain3939 Год назад +144

    গর্বে বুকটা বরে যায়, ছোট একটা দেশ বাংলাদেশ যখন প্রথম স্থান হয়, আল্লাহ তাআলা, এই কোরআনের পাখিটাকে কে নেক ও হায়াত দান করুন আমিন

    • @slave_of_Allah860
      @slave_of_Allah860 Год назад +2

      ​@@user-dl9cw4dj5r হিংসা লাগে আহারে। ৭০+ লাখ টাকা পেয়েছে ছেলেটা। আর আপনি তো এক টাকাও ভিক্ষা পেলেন না...আহারে কষ্ট

    • @slave_of_Allah860
      @slave_of_Allah860 Год назад +1

      ​@@user-dl9cw4dj5r কলা বিজ্ঞানী। আহারে

    • @unsatisfied_soul
      @unsatisfied_soul Год назад

      ​@@user-dl9cw4dj5r🍌সাইনটিস্ট

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      @@slave_of_Allah860 সাকিব মুস্তাফিজ আইপিএল খেলে এরচে কয়েকগুন বেশি কামায় তখন কি তোমার হিংসা লাগে?

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад +2

      @@slave_of_Allah860 সাকিব হিন্দু আইপিএলে খেলে এরচে বহুগুন বেশী কামায়

  • @DrDelwarHossain
    @DrDelwarHossain Год назад +10

    ভারত থেকে ছোট ভাইটার জন্য রইল বুক ভরা ভালোবাসা, এগিয়ে যাও। সারাদিনের ক্লান্তির পর তোমার তেলাওয়াত শুনলে মন জুড়িয়ে যায়।🇮🇳❤️

  • @mdshohag1960
    @mdshohag1960 Год назад +112

    কোরআনের হাফেজরাই সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত ব্যক্তি 💚🇧🇩

    • @dacbangla
      @dacbangla Год назад

      হ্যা
      আর দেশের ডাক্তার ইঞ্জিনয়াররাতো ঘোড়ার ঘাস কাটার জ্ঞানও রাখে না।
      আর তাদেরতো কোনো সম্মানই নেই এই পৃথিবীতে তাই না ভাই।
      LOL

  • @nayeemislam9609
    @nayeemislam9609 Год назад +276

    আলহামদুলিল্লাহ...কোরআন নাজিলের মাসে এতো বড় অর্জন।ইনশাআল্লাহ আমরা এই কুরআন দিয়ে এই বিশ্ব জয় করব।একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত।

    • @mdraselmollah1405
      @mdraselmollah1405 Год назад +3

      Alhamdulillah

    • @antorgamer1859
      @antorgamer1859 Год назад

      Ata sopne dekhio

    • @ndbelalhossain1285
      @ndbelalhossain1285 Год назад

      অমুসলিম জ্ঞানীদের দৃষ্টিতে:-পবিত্র কুরআন শরীফ
      🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥➡️✴✴✴✴✴✴
      👉 আল্লাহপাক বলেন:
      বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
      সুরা বনী-ইসরাঈল ৮১
      📚আল্লাহপাক বলেন-
      "বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ।
      সূরা আল আম্বিয়াঃ ১৮
      বর্তমান অশান্ত বিশ্বের মানুষ গোমরাহী ও পথভ্রষ্টতার তিক্ত অভিজ্ঞতা লাভের পর পবিত্র কুরআনের মহান ও চিরন্তন সত্যের দিকে ক্রমশ আকষ্ট হয়ে উঠেছে । তাই পৃথিবীর বহু দেশের জ্ঞানী - গুণী মানুষ পবিত্র কুরআনের মহান শিক্ষা সম্পর্কে গবেষণা করেছেন। এখানে কয়েকজন পণ্ডিত ব্যক্তির মতামত এখানে পেশ করছি -
      ⚅১ . অধ্যাপক পামার তার বিখ্যাত ” Introduction to the Quran ” নামক গ্রন্থে পবিত্র কুরআন সম্পর্কে বলেছেন , ” That the best of the Arab writers has never succeeded in producing anything equal in merit to the Quran ” , অর্থাৎ , “ আজ পর্যন্ত আরবের কোন বিখ্যাত সাহিত্যিকও কুরআনের সমকক্ষ সৌন্দর্যময় কোন গ্রন্থ প্রণয়ন করতে সমর্থ হননি ” ।
      ⚅২. কালাইন বলেছেন - কুরআন শরীফে সাহিত্যের গুণ ছাড়া অন্য ধরনের গুণও আছে । কুরআনের ভাষা এবং বর্ণনাভঙ্গির কাছে সমস্ত শিল্পকলা এবং সাহিত্যের কলাকৌশল নিষ্প্রভ আজ পর্যন্ত দেড় হাজার বছর ধরে কেউ কুরআনের ভাষার মত আরবি ভাষা ব্যবহার করেছে , তার অন্য কোন দ্বিতীয় নজির নেই ।
      ⚅৩. প্রখ্যাত খ্রিষ্টান ঐতিহাসিক গীবন তার ” Decline and fall of the Roman Empire ” নামক গ্রন্থে বলেন ” Quran is a glorious testmoney of the unity of God ” . অর্থাৎ , “ পবিত্র কুরআন আল্লাহ তা ‘ আলার অদ্বিতীয়তার এক উজ্জ্বল নিদর্শন ”।
      পবিত্র কুরআন এবং প্রিয়নবী হযরত রাসূলে কারীম সু - এর প্রশংসায় পঞ্চমুখ এমন বহু অমুসলিম চিন্তাবিদ ও মনীষীদের নাম উল্লেখ করা যায় এবং তাদের উদ্ধৃতিও দেওয়া যায়।
      ⚅৪. স্যার উইলিয়াম মুইর বলেন , পবিত্র কুরআন স্বভাব , প্রকৃতি ও সৃষ্টিজগতের দ্বারা আল্লাহকে সর্বোচ্চ সত্তা হিসেবে প্রমাণ করেছে এবং মানবজাতিকে আল্লাহর আনুগত্য ও কৃতজ্ঞতার প্রতি আকৃষ্ট করেছে।
      ⚅৫ .অধ্যাপক এডওয়ার্ড জিব্রউন বলেন , আমি যতই কুরআন সম্পর্কে গবেষণা করি , এর অন্তর্নিহিত ভাবধারা ও তাৎপর্য অনুধাবনের চেষ্টা করি , ততই আমার মনে তার প্রতি শ্রদ্ধা ও সম্মান বর্ধিত হয় ।
      ⚅৬. মি . এমানুয়েল ডি এনশ বলেন , সমগ্র ইউরোপ যখন গভীর অন্ধকারে আচ্ছন্ন ছিল , তখন সেখানে কুরআনের আলোকরশ্মি প্রবেশ করে এবং তা গ্রীসের মৃত জ্ঞান ও বুদ্ধি সত্তাকে সঞ্জীবনী শক্তি দান করে ।
      ⚅৭. ড , জনসন বলেন , কুরআনের বক্তব্য এত সমইয়োপযোগী ও সহজযোগ্য যে , মানবজাতি তা সহজেই গ্রহণ করতে পারে । কিন্তু দুঃখের বিষয় এই যে , আমাদেরকে দেখে দেখে সারা দুনিয়া কুরআনকে উপেক্ষা করছে ।
      ⚅৮. অধ্যাপক আর এ দিনকলসন বলেন , কুরআনের প্রভাবে আরবি ভাষা সমগ্র মুসলিম জাহানের মহিমান্বিত ভাষায় পরিণত হয়েছে এবং কুরআনই কন্যাসন্তান জীবন্ত প্রোথিত করার ন্যায় জঘন্য রীতির চির অবসান ঘটিয়েছে ।
      ⚅৯ মি , এইচ , এস , লিভার , বলেন , পবিত্র কুরআনের শিক্ষা থেকেই দর্শন ও বিজ্ঞান উৎসারিত হচ্ছে এবং এতে উন্নতির | এমন স্বর্ণযুগের সূচনা করেছে যে , সমসাময়িক ইউরােপের বড় বড় সাম্রাজ্যের জনবিজ্ঞানকেও ম্লান করে দিয়েছেন ।
      ⚅১০. মি . এ . ডি . মাবিল বলেন , ইসলামের শক্তি কুরআনেই নিহিত । কুরআন হচ্ছে আইনের উৎস এবং মানবাধিকারের শাশ্বত সনদ ।
      ✴✍ এই সত্য জানার পরেও অনেকেই সত্য পথে আসবে না।
      এদের সম্পর্কে কোরআন শরীফ বলেন -তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।
      সূরা আল বাকারা-১৮

    • @rodriguezcosta_Atonu
      @rodriguezcosta_Atonu Год назад

      কোন আরবি কোরআন সে মুখস্ত বলতে পারে? Warsh Quran না Hafs Quran?
      কারন আব্বাসীয় আমলে ইরাকের কুফায় পরিমার্জন করা এই দুটি আরবি কুরআনে রয়েছে অর্থগত ও উচ্চারনগত বহু অমিল

    • @ndbelalhossain1285
      @ndbelalhossain1285 Год назад

      👉🕉মল-মূত্র বেশ্যালয়ের মাটি দিয়ে 🎭জঙ্গি দুর্গা
      ⬛⬛⬛⬛🟥⬛🟥⬛🟥⬛🟥⬛➡️♒♒♒
      ✍ 🕉 বেশ্যালয়ের মাটি দিয়ে গড়া হয় দেবী দুর্গার জঙ্গি প্রতিমা।
      🕉 বাংলায় জঙ্গি দেবী দুর্গার যে মূর্তিটি
      সাধারণত দেখা যায়, সেটি দশ হাতে মারাত্মক অস্ত্রে সজ্জিত জঙ্গি দুর্গার মূর্তি।
      👉⛔ জঙ্গি দুর্গার দশ হাতের দশটি অস্ত্র:-
      🖐⛔ বামদিকের ৫ হাতের অস্ত্র:-
      ১ ত্রিশূল ২ খড়গ ৩ চক্র ৪ বাণ ৫ শক্তি নামক অস্ত্র।
      🖐ডানদিকের ৫ হাতের অস্ত্র:-
      ৬ শঙ্খ, ৭ খেটক/ঢাল ৮ ঘন্টা ৯ অঙ্কুশ ১০ পাশ
      👨‍👩‍👧‍👧 বাংলায় সপরিবারে জঙ্গি দুর্গার মূর্তিপূজা করা হয়।
      এই মূর্তির মাঝখানে দেবী দুর্গা সিংহবাহিনী ও মহিষাসুরমর্দিনী;
      তাঁর ডান পাশে উপরে দেবী লক্ষ্মী ও নিচে গণেশ;
      বামপাশে উপরে দেবী সরস্বতী ও নিচে কার্তিক।
      জঙ্গি দেবীর মূর্তি অনেক রকম ভাবেই বানান শিল্পীরা।
      🎭 মাটির তৈরি মূর্তি বানাতে প্রয়োজন হয়-
      👉🟣 গাভীর মূত্র
      👉🟣গোবর
      👉🟣ধানের শিস
      👉🟣গঙ্গার জল
      👉🟣রাজ দরবারের মাটি
      👉🟣চৌমাথার মাটি
      👉🟣গজদন্ত মৃত্তিকা
      👉🟣নদীর দুই তীরের মাটি
      👉🟣গঙ্গামাটি আর
      👉🟣পতিতালয়ের মাটি।
      ✔শরৎকালের দেবী দুর্গার নয়টি রূপকে নব দূর্গা রূপে পূজা করা হয়ে থাকে। এই নব দুর্গার প্রতিমা তৈরিতে নবম মাটি সংগ্রহ করা হয় পতিতালয় থেকে৷ আর সে কারণেই সেই পুরাকাল থেকে আজও দেবীর মূর্তি তৈরিতে দরকার হয় বেশ্যালয়ের মাটি। যার মাধ্যমে পতিতাকেও সম্মান দেখানো হয়।
      👉🔴এই নব কন্যারা হলেন:-🎭
      🟥🟥🟥🟥🟪🟪🟪🟪🟪🟪
      ১ নর্তকী/ অভিনেত্রী
      ২ কাপালিক
      ৩ ধোপানী
      ৪ নাপিতানি
      ৫ ব্রাহ্মণী
      ৬ শূদ্রাণী
      ৭ গোয়ালিনী
      ৮ মালিনী
      ৯ পতিতা/বেশ্যা ।
      🕉 পতিতাদের ক্ষমতা দেবতাদের থেকেও বেশি!
      ⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀⚀
      📚তবে হিন্দু পুরাণে বিশ্বাস করা হয়ে থাকে যে পতিতাদের ক্ষমতা নাকি দেবতাদের থেকেও বেশি। কারণ ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন- তখন তার ধ্যান ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র, তার দরবারের সব থেকে সুন্দরী নর্তকী মেনকাকে পাঠান। মেনকার নৃত্যের ফলে বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ হয় । তাই দেবরাজ ইন্দ্র সর্বশক্তিমান হয়েও যা পারলেন না সামান্য নারী হয়ে, মেনকা তা হেলায় করে ফেললো। সেই কারণেই শক্তি স্বরূপা, জগৎজননী মা দুর্গার জঙ্গি মূর্তি তৈরিতে এই পতিতালয়ের মাটি এক অপরিহার্য উপাদান।

  • @ReporterJobbar
    @ReporterJobbar Год назад +238

    আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
    হযরত মোহাম্মদ (সঃ)

    • @ndbelalhossain1285
      @ndbelalhossain1285 Год назад

      অমুসলিম জ্ঞানীদের দৃষ্টিতে:-পবিত্র কুরআন শরীফ
      🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥➡️✴✴✴✴✴✴
      👉 আল্লাহপাক বলেন:
      বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
      সুরা বনী-ইসরাঈল ৮১
      📚আল্লাহপাক বলেন-
      "বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ।
      সূরা আল আম্বিয়াঃ ১৮
      বর্তমান অশান্ত বিশ্বের মানুষ গোমরাহী ও পথভ্রষ্টতার তিক্ত অভিজ্ঞতা লাভের পর পবিত্র কুরআনের মহান ও চিরন্তন সত্যের দিকে ক্রমশ আকষ্ট হয়ে উঠেছে । তাই পৃথিবীর বহু দেশের জ্ঞানী - গুণী মানুষ পবিত্র কুরআনের মহান শিক্ষা সম্পর্কে গবেষণা করেছেন। এখানে কয়েকজন পণ্ডিত ব্যক্তির মতামত এখানে পেশ করছি -
      ⚅১ . অধ্যাপক পামার তার বিখ্যাত ” Introduction to the Quran ” নামক গ্রন্থে পবিত্র কুরআন সম্পর্কে বলেছেন , ” That the best of the Arab writers has never succeeded in producing anything equal in merit to the Quran ” , অর্থাৎ , “ আজ পর্যন্ত আরবের কোন বিখ্যাত সাহিত্যিকও কুরআনের সমকক্ষ সৌন্দর্যময় কোন গ্রন্থ প্রণয়ন করতে সমর্থ হননি ” ।
      ⚅২. কালাইন বলেছেন - কুরআন শরীফে সাহিত্যের গুণ ছাড়া অন্য ধরনের গুণও আছে । কুরআনের ভাষা এবং বর্ণনাভঙ্গির কাছে সমস্ত শিল্পকলা এবং সাহিত্যের কলাকৌশল নিষ্প্রভ আজ পর্যন্ত দেড় হাজার বছর ধরে কেউ কুরআনের ভাষার মত আরবি ভাষা ব্যবহার করেছে , তার অন্য কোন দ্বিতীয় নজির নেই ।
      ⚅৩. প্রখ্যাত খ্রিষ্টান ঐতিহাসিক গীবন তার ” Decline and fall of the Roman Empire ” নামক গ্রন্থে বলেন ” Quran is a glorious testmoney of the unity of God ” . অর্থাৎ , “ পবিত্র কুরআন আল্লাহ তা ‘ আলার অদ্বিতীয়তার এক উজ্জ্বল নিদর্শন ”।
      পবিত্র কুরআন এবং প্রিয়নবী হযরত রাসূলে কারীম সু - এর প্রশংসায় পঞ্চমুখ এমন বহু অমুসলিম চিন্তাবিদ ও মনীষীদের নাম উল্লেখ করা যায় এবং তাদের উদ্ধৃতিও দেওয়া যায়।
      ⚅৪. স্যার উইলিয়াম মুইর বলেন , পবিত্র কুরআন স্বভাব , প্রকৃতি ও সৃষ্টিজগতের দ্বারা আল্লাহকে সর্বোচ্চ সত্তা হিসেবে প্রমাণ করেছে এবং মানবজাতিকে আল্লাহর আনুগত্য ও কৃতজ্ঞতার প্রতি আকৃষ্ট করেছে।
      ⚅৫ .অধ্যাপক এডওয়ার্ড জিব্রউন বলেন , আমি যতই কুরআন সম্পর্কে গবেষণা করি , এর অন্তর্নিহিত ভাবধারা ও তাৎপর্য অনুধাবনের চেষ্টা করি , ততই আমার মনে তার প্রতি শ্রদ্ধা ও সম্মান বর্ধিত হয় ।
      ⚅৬. মি . এমানুয়েল ডি এনশ বলেন , সমগ্র ইউরোপ যখন গভীর অন্ধকারে আচ্ছন্ন ছিল , তখন সেখানে কুরআনের আলোকরশ্মি প্রবেশ করে এবং তা গ্রীসের মৃত জ্ঞান ও বুদ্ধি সত্তাকে সঞ্জীবনী শক্তি দান করে ।
      ⚅৭. ড , জনসন বলেন , কুরআনের বক্তব্য এত সমইয়োপযোগী ও সহজযোগ্য যে , মানবজাতি তা সহজেই গ্রহণ করতে পারে । কিন্তু দুঃখের বিষয় এই যে , আমাদেরকে দেখে দেখে সারা দুনিয়া কুরআনকে উপেক্ষা করছে ।
      ⚅৮. অধ্যাপক আর এ দিনকলসন বলেন , কুরআনের প্রভাবে আরবি ভাষা সমগ্র মুসলিম জাহানের মহিমান্বিত ভাষায় পরিণত হয়েছে এবং কুরআনই কন্যাসন্তান জীবন্ত প্রোথিত করার ন্যায় জঘন্য রীতির চির অবসান ঘটিয়েছে ।
      ⚅৯ মি , এইচ , এস , লিভার , বলেন , পবিত্র কুরআনের শিক্ষা থেকেই দর্শন ও বিজ্ঞান উৎসারিত হচ্ছে এবং এতে উন্নতির | এমন স্বর্ণযুগের সূচনা করেছে যে , সমসাময়িক ইউরােপের বড় বড় সাম্রাজ্যের জনবিজ্ঞানকেও ম্লান করে দিয়েছেন ।
      ⚅১০. মি . এ . ডি . মাবিল বলেন , ইসলামের শক্তি কুরআনেই নিহিত । কুরআন হচ্ছে আইনের উৎস এবং মানবাধিকারের শাশ্বত সনদ ।
      ✴✍ এই সত্য জানার পরেও অনেকেই সত্য পথে আসবে না।
      এদের সম্পর্কে কোরআন শরীফ বলেন -তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।
      সূরা আল বাকারা-১৮

    • @abbasuddin1446
      @abbasuddin1446 Год назад

      @Tattoos Are For Stupid People তোরা রাস্তার পোলাপান জীবনে শুধু এগুলোই করতে পারবি 🤧

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      @@abbasuddin1446 কোভিডের সময় এই কোরান কোন কাজে আসেনি এসেছে ইহুদি নাসারাদের বানানো টিকা

  • @athikurrahman9718
    @athikurrahman9718 Год назад +48

    কে কে মুসলিম হয়ে গর্বিত?

  • @romijkhan2233
    @romijkhan2233 Год назад +316

    বাংলাদেশের সরকারের উচিত কোরআনের পাখিগুলো রে যে দেশে সর্বোচ্চ সম্মান দেওয়া হোক🥰

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Год назад

      তাহলে মাদ্রাসা গুলো সব সরকারের আওতায় আনতে হবে। এবং পুক্কি মারা বন্ধ করতে হবে।

    • @sksaimkhan1025
      @sksaimkhan1025 Год назад +1

      Tik ❤

    • @Riyad264.
      @Riyad264. Год назад +11

      আলেম মেরেই কুল পায় না।তাদেরকে কাছ থেকে আবার সম্মান আশা করা।

    • @mdanamul7328
      @mdanamul7328 Год назад

      ​@@user-dl9cw4dj5r 😡😡😡

    • @imdadnoor9613
      @imdadnoor9613 Год назад +1

      ​@@user-dl9cw4dj5r ইসলামের সৌন্দর্য এটাই।যত বন্ধ করতে চাইবে বা যত অত্যাচার করবে তত ইসলাম বৃদ্ধি পেতে থাকবে।

  • @AriyanChowdhury-ve3nz
    @AriyanChowdhury-ve3nz Год назад +72

    আলহামদুলিল্লাহ
    ১৫ দলের ক্রিকেট বিশ্বকাপ জিততে পারেনা বাংলাদেশ, আর ৭০ দেশকে হারিয়ে কোরআনের চ্যাম্পিয়ন আমরা😘

    • @oneratefreemotion
      @oneratefreemotion Год назад

      Hafez saleh ke diye sadaron manus ki pabe desher 10 taka lav hobe?

  • @humairaafrin9790
    @humairaafrin9790 Год назад +342

    একদিন কোরআনের মাধ্যমেই বিশ্বদরবারের বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ,,, 🥰🥰🥰

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      জঙ্গিবাদের ফ্যক্টরি কোরান

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад +2

      বাংলাভাষির মুখে আরবের গোলামি।

    • @akashali7042
      @akashali7042 Год назад

      Inshallah ❤️

    • @msfahimaakterfariay702
      @msfahimaakterfariay702 Год назад

      ইনশাআল্লাহ

    • @Tanvirahmed-bl3jz
      @Tanvirahmed-bl3jz Год назад

      ​@@user-dl9cw4dj5r তুই তো সংস্কৃত গোলামি

  • @highway6870
    @highway6870 Год назад +3

    সুবহানাল্লাহ এমন খবর দেখলে শুনলে ঘুমিয়েও শান্তি পাই

  • @MDHasan-bt2ve
    @MDHasan-bt2ve Год назад +472

    তাকে রাস্ট্রীয় ভাবে সন্মানিত করা হোক ❤❤❤

    • @MuhammedAli-xp6xm
      @MuhammedAli-xp6xm Год назад +11

      এইগুলো করবেনা ভাই, এিকেট আর ফুটবল খেলার মধ্যে সম্মাননা দেবে

    • @MDHasan-bt2ve
      @MDHasan-bt2ve Год назад +2

      @@MuhammedAli-xp6xm জি ভাই

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      @@MuhammedAli-xp6xm কোভিডের সময় এই কোরান কোন কাজে আসেনি এসেছে ইহুদি নাসারাদের বানানো টিকা

    • @mohammadfazlehelahi4139
      @mohammadfazlehelahi4139 Год назад +1

      এই প্রতিযোগিতায় অনেক দিন ধরেই প্রথম হয়েছে বাংলাদেশ। কিন্তু তাতে কি লাভ? গণিত, বিজ্ঞান, প্রযুক্তিতে বাংলাদেশ প্রথম হলে আমেরিকা ইউরোপের মতো ধনী দেশে পরিণত হবে

    • @Genericpanda740
      @Genericpanda740 Год назад

      @@mohammadfazlehelahi4139 সবার জন্য উন্নতি এক রকম না।

  • @ashraful.369
    @ashraful.369 Год назад +89

    মাশা আল্লাহ্ এটি আমাদের বাংলাদেশের সবার গর্ব যে আমাদের দেশের একজন হাফেজ প্রথম স্থান অধিকারী করেছে🤗❤️❤️🇧🇩

  • @Sadi721
    @Sadi721 Год назад +97

    মাশা'আল্লাহ্❤❤❤
    কুরআনের আলো ছড়িয়ে পড়ুক সমগ্র বিশ্বে।

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад +2

      এসব অর্জন লজ্জার, তারচে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বা শিল্পকলার কোন অর্জন হলে সভ্য সমাজের কাছে প্রশংসিত হতো।

    • @Sanaullah-rc3mg
      @Sanaullah-rc3mg Год назад

      কোরানের নিজস্ব কোন আলো নেই। কোরান হলো ধর্মীয় পুস্তক।

    • @slave_of_Allah860
      @slave_of_Allah860 Год назад +1

      কুরআনের বিজয়ে নিকৃষ্টদের হিংসা হয়

    • @user-up4pt2te1b
      @user-up4pt2te1b Год назад

      ​@@user-dl9cw4dj5r তুই সভ্য সমাজের প্রশংসা কতটুকু অর্জন করেছিস? তুই নিজে কি কি আবিষ্কার করেছিস একটু দেখাতো?

  • @farookfarook9679
    @farookfarook9679 Год назад +2

    সত্যি আনন্দে বুকটা ভরে যায়,,,ও আরশের মালিক,,,তোমার কাছে অনেক বড় একটা চাওয়া তুমি আমার ছেলের নেক হায়াত দান করো,,, আর আমার ছেলে যেনো অনেক বড় কোরআনের হাফেজ হয়,, দয়ার মালিক তুমি কবুল করো,আমিন

  • @Julhas_nj
    @Julhas_nj Год назад +210

    এই কুরআনের হাফেজ কে এয়ারপোর্ট থেকে,,অতি সম্মানের সাথে গ্রহণ করা হোক। আমি গর্বিত আমি একজন মুসলিম ও বাংলাদেশী নাগরিক হয়ে। হে আল্লাহ প্রতিটা হাফেজ দের নেক হায়াত দান করুন। আমিন 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @repogaming5640
      @repogaming5640 Год назад +3

      আমিন

    • @abdurrouf9373
      @abdurrouf9373 Год назад +1

      Amin

    • @ndbelalhossain1285
      @ndbelalhossain1285 Год назад

      অমুসলিম জ্ঞানীদের দৃষ্টিতে:-পবিত্র কুরআন শরীফ
      🟥🟥🟥🟥🟥🟥🟥🟥🟥➡️✴✴✴✴✴✴
      👉 আল্লাহপাক বলেন:
      বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।
      সুরা বনী-ইসরাঈল ৮১
      📚আল্লাহপাক বলেন-
      "বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চুর্ণ-বিচূর্ণ করে দেয়, অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা বলছ, তার জন্যে তোমাদের দুর্ভোগ।
      সূরা আল আম্বিয়াঃ ১৮
      বর্তমান অশান্ত বিশ্বের মানুষ গোমরাহী ও পথভ্রষ্টতার তিক্ত অভিজ্ঞতা লাভের পর পবিত্র কুরআনের মহান ও চিরন্তন সত্যের দিকে ক্রমশ আকষ্ট হয়ে উঠেছে । তাই পৃথিবীর বহু দেশের জ্ঞানী - গুণী মানুষ পবিত্র কুরআনের মহান শিক্ষা সম্পর্কে গবেষণা করেছেন। এখানে কয়েকজন পণ্ডিত ব্যক্তির মতামত এখানে পেশ করছি -
      ⚅১ . অধ্যাপক পামার তার বিখ্যাত ” Introduction to the Quran ” নামক গ্রন্থে পবিত্র কুরআন সম্পর্কে বলেছেন , ” That the best of the Arab writers has never succeeded in producing anything equal in merit to the Quran ” , অর্থাৎ , “ আজ পর্যন্ত আরবের কোন বিখ্যাত সাহিত্যিকও কুরআনের সমকক্ষ সৌন্দর্যময় কোন গ্রন্থ প্রণয়ন করতে সমর্থ হননি ” ।
      ⚅২. কালাইন বলেছেন - কুরআন শরীফে সাহিত্যের গুণ ছাড়া অন্য ধরনের গুণও আছে । কুরআনের ভাষা এবং বর্ণনাভঙ্গির কাছে সমস্ত শিল্পকলা এবং সাহিত্যের কলাকৌশল নিষ্প্রভ আজ পর্যন্ত দেড় হাজার বছর ধরে কেউ কুরআনের ভাষার মত আরবি ভাষা ব্যবহার করেছে , তার অন্য কোন দ্বিতীয় নজির নেই ।
      ⚅৩. প্রখ্যাত খ্রিষ্টান ঐতিহাসিক গীবন তার ” Decline and fall of the Roman Empire ” নামক গ্রন্থে বলেন ” Quran is a glorious testmoney of the unity of God ” . অর্থাৎ , “ পবিত্র কুরআন আল্লাহ তা ‘ আলার অদ্বিতীয়তার এক উজ্জ্বল নিদর্শন ”।
      পবিত্র কুরআন এবং প্রিয়নবী হযরত রাসূলে কারীম সু - এর প্রশংসায় পঞ্চমুখ এমন বহু অমুসলিম চিন্তাবিদ ও মনীষীদের নাম উল্লেখ করা যায় এবং তাদের উদ্ধৃতিও দেওয়া যায়।
      ⚅৪. স্যার উইলিয়াম মুইর বলেন , পবিত্র কুরআন স্বভাব , প্রকৃতি ও সৃষ্টিজগতের দ্বারা আল্লাহকে সর্বোচ্চ সত্তা হিসেবে প্রমাণ করেছে এবং মানবজাতিকে আল্লাহর আনুগত্য ও কৃতজ্ঞতার প্রতি আকৃষ্ট করেছে।
      ⚅৫ .অধ্যাপক এডওয়ার্ড জিব্রউন বলেন , আমি যতই কুরআন সম্পর্কে গবেষণা করি , এর অন্তর্নিহিত ভাবধারা ও তাৎপর্য অনুধাবনের চেষ্টা করি , ততই আমার মনে তার প্রতি শ্রদ্ধা ও সম্মান বর্ধিত হয় ।
      ⚅৬. মি . এমানুয়েল ডি এনশ বলেন , সমগ্র ইউরোপ যখন গভীর অন্ধকারে আচ্ছন্ন ছিল , তখন সেখানে কুরআনের আলোকরশ্মি প্রবেশ করে এবং তা গ্রীসের মৃত জ্ঞান ও বুদ্ধি সত্তাকে সঞ্জীবনী শক্তি দান করে ।
      ⚅৭. ড , জনসন বলেন , কুরআনের বক্তব্য এত সমইয়োপযোগী ও সহজযোগ্য যে , মানবজাতি তা সহজেই গ্রহণ করতে পারে । কিন্তু দুঃখের বিষয় এই যে , আমাদেরকে দেখে দেখে সারা দুনিয়া কুরআনকে উপেক্ষা করছে ।
      ⚅৮. অধ্যাপক আর এ দিনকলসন বলেন , কুরআনের প্রভাবে আরবি ভাষা সমগ্র মুসলিম জাহানের মহিমান্বিত ভাষায় পরিণত হয়েছে এবং কুরআনই কন্যাসন্তান জীবন্ত প্রোথিত করার ন্যায় জঘন্য রীতির চির অবসান ঘটিয়েছে ।
      ⚅৯ মি , এইচ , এস , লিভার , বলেন , পবিত্র কুরআনের শিক্ষা থেকেই দর্শন ও বিজ্ঞান উৎসারিত হচ্ছে এবং এতে উন্নতির | এমন স্বর্ণযুগের সূচনা করেছে যে , সমসাময়িক ইউরােপের বড় বড় সাম্রাজ্যের জনবিজ্ঞানকেও ম্লান করে দিয়েছেন ।
      ⚅১০. মি . এ . ডি . মাবিল বলেন , ইসলামের শক্তি কুরআনেই নিহিত । কুরআন হচ্ছে আইনের উৎস এবং মানবাধিকারের শাশ্বত সনদ ।
      ✴✍ এই সত্য জানার পরেও অনেকেই সত্য পথে আসবে না।
      এদের সম্পর্কে কোরআন শরীফ বলেন -তারা বধির, মূক, অন্ধ; কাজেই তারা (হিদায়াতের দিকে) ফিরে আসবে না।
      সূরা আল বাকারা-১৮

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      বাংলাভাষির মুখে আরবের গোলামি। এ কারনেই আরবরা বাংলাদেশিদের মিসকিন ডাকে

    • @saifhasan5734
      @saifhasan5734 Год назад +2

      ইনশাআল্লাহ

  • @mdrubelsheikh24
    @mdrubelsheikh24 Год назад +133

    ধন্যবাদ তাকরিমকে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য দোয়া ও শুভকামনা রইল তার জন্য

  • @fatemakhan6090
    @fatemakhan6090 Год назад +184

    সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর তাকরিমের মতোই কোরআনের পাখিরা বাংলাদেশের গৌরব আমিন

    • @ShabbirH.Shohan
      @ShabbirH.Shohan Год назад +1

      Summah-Ameen 💖

    • @mdatikuli8858
      @mdatikuli8858 Год назад

    • @ZTS3038
      @ZTS3038 Год назад

      ​@aaa এক লিঙ্ক কয়বার দেন?
      কীসের মধ্যে কী,পান্তা ভাতে ঘি!

    • @AbdurRahman-nd6cu
      @AbdurRahman-nd6cu Год назад

      @@user-dl9cw4dj5r
      তোর তো বিজ্ঞানের বিষয়েও জ্ঞান নাই, ধর্মীয় বিষয়েও জ্ঞান নাই।
      তোর অবস্থাটা বর্তমানে ডাস্টবিনের পাশে থাকা কুকুরের মত।
      পারিস শুধু মানুষ দেখে ঘেউ ঘেউ করতে।🤣
      শালা কুকুর

    • @StrongWarrior138
      @StrongWarrior138 Год назад

      @@user-dl9cw4dj5r lol apne apner mayer putki mara bad diye achieve koren dekhi

  • @HamimTvBagerhat
    @HamimTvBagerhat Год назад +4

    ছেলেটার নিষ্পাপ চেহারা আর পূর্ণিমার চাঁদের মতো নির্মল হাসি আমাকে মুগ্ধ করে। হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্বের বুকে এক অনন্যসাধারণ উচ্চতায় তুলে ধরায় তোমাকে অভিনন্দন। #হাফেজ #তাকরিম

  • @shaponmia4693
    @shaponmia4693 Год назад +47

    সত্যি খুশিতে চোখের পানি ধরে রাখতে পারলাম না। 🕋🕋🇧🇩🇧🇩❤️❤️

  • @AtikulIslam-rj7lf
    @AtikulIslam-rj7lf Год назад +101

    যেখানে বাংলাদেশ এর খেলোয়াররা পরাজয় হয়,,,সেখানে কোরআন এর তেলাওয়াত দ্বারা তাকরিম দেশের সম্মান আন্তর্জাতিক ভাবে সম্মাানিত করে.. আলহামদুলিল্লাহ...❤❤

  • @clipsbyusama
    @clipsbyusama Год назад +130

    প্রতিটা ক্লান্তির পরেই প্রশান্তি আসে 😥
    একদিকে হৃদয়বিদারক ঘটনা আর একদিকে হৃদয় জুড়ানো ঘটনা ❤️ অগ্নিকাণ্ডে হৃদয়ে ক্ষত হওয়া ব্যক্তিদের শান্তনা হিসাবে অসীম দয়ালু মেহেরবান আল্লাহ তায়ালা হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে বিশ্বজয় করালেন । আলহামদুলিল্লাহ।

    • @mdakashhossain9546
      @mdakashhossain9546 Год назад +2

      ​@@user-dl9cw4dj5r ভাই আপনার ভিতরে কি ইমান বলতে কিছু নেই

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      @@mdakashhossain9546 ঈমান মানে কি? মুর্খের মত অন্ধবিশ্বাস?

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      @@mdakashhossain9546 ঈমান মানেই মুর্খতা?

    • @imdadnoor9613
      @imdadnoor9613 Год назад +1

      ​@@mdakashhossain9546 ও হিন্দু

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      @@imdadnoor9613 সালমান রুশদি, তাসলিমা নাসরিন কি হিন্দু?

  • @ayshamoni.
    @ayshamoni. Год назад +14

    "কী মধুর একটি বাক্য"♥️
    "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤❤

  • @halimahasan2105
    @halimahasan2105 Год назад +112

    আলহামদুলিল্লাহ....
    কোরআনের জয় বিশ্বময় জুড়ে ছড়িয়ে পড়ুক

    • @StrongWarrior138
      @StrongWarrior138 Год назад

      @@user-dl9cw4dj5r apne apner mayer putki mara bad diyen achieve koren

    • @tahmidtahmid8979
      @tahmidtahmid8979 Год назад

      @@user-dl9cw4dj5r খানকির পোলা

    • @MdRakibAl-Amin--
      @MdRakibAl-Amin-- Год назад

      @@user-dl9cw4dj5r tui lojjar bjp ar ugrohindo sala.dhormo niya barabari korbi na

  • @Urhabibcom
    @Urhabibcom Год назад +66

    প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন আলহামদুলিল্লাহ

  • @sayamahmed85
    @sayamahmed85 Год назад +63

    আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের সন্তানদের কে ও এভাবে বিশুদ্ধ তেলাওয়াতের তওফিক দান করুন আমীন...আমিন।

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      কোভিডের সময় এই কোরান কোন কাজে আসেনি এসেছে ইহুদি নাসারাদের বানানো টিকা

    • @sayamahmed85
      @sayamahmed85 Год назад

      তর টিকার গুষ্টি মারি, খামাখা ফাউ টিকা, এখন মানুষের জ্বর হয়।

    • @slave_of_Allah860
      @slave_of_Allah860 Год назад

      ​@@user-dl9cw4dj5r ইহুদি নাসারা বেঁচে আছে মুসলমানদের দয়ায়, মুসলমানদের জমিতে, মুসলমানদের সম্পদ লুট করে

    • @mdsamiulislam6513
      @mdsamiulislam6513 Год назад

      @@user-dl9cw4dj5r ভুলে যেওনা সর্বপ্রথম সফল করোনা ফাইজার টিকা আবিষ্কার করেছে এক তুর্কী মুসলিম দম্পতি উগার শাহিন এবং উজলেম তুলেসি।

  • @imosabi9110
    @imosabi9110 Год назад +5

    কি বিশাল ব্যাপার! আমরা সাধারণত মাত্র ১২/১৪ টা দেশের সাথে ২/৩ নাম্বারের সপ্ন দেখি ক্রিকেটে, আর যদি হতে পারি,তাহলেতো কথাই নেই! আর এই কুরআনের পাখিটা ৭০ টা দেশকে পেছনে ফেলে, আমার মাতৃভূমিকে একনাম্বার করেছেন।আলহামদুলিল্লাহ। ভাবুন বিষয়টা! তাকে কি দিয়ে সন্মান করা যায়? আমরা আশা করবো, এই অর্জনের যথার্থ মূল্যায়ন হবে। ইন শা আল্লাহ।

  • @RamjanKhan-ty5vt
    @RamjanKhan-ty5vt Год назад +33

    নিজের অজান্তেই চখে খুশির অশ্রু চলে আসলো❤❤❤

  • @shahinmiah4246
    @shahinmiah4246 Год назад +35

    মাশাআল্লাহ মনটা ভরে গেলো আল্লাহ তুমি কোরআনের পাখিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাও...

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      কোভিডের সময় এই কোরান কোন কাজে আসেনি এসেছে ইহুদি নাসারাদের বানানো টিকা

    • @Debashis_4654
      @Debashis_4654 Год назад

      @@user-dl9cw4dj5r গোরুর মূত্রও কোন কাজে আসে নি, যেমন আসে নি বৌদ্ধের কোন বানী।

    • @Debashis_4654
      @Debashis_4654 Год назад

      @@user-dl9cw4dj5r ইহুদিরা এক ইশ্বরে বিশ্বাস করে। কোন ইহুদিকে শুনলাম না ঈশ্বরে অবিশ্বাসী

  • @osmangamer360
    @osmangamer360 Год назад +52

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা তাকরীম কে ইসলামের জন্য কবুল করুক 🤲🎉

  • @mirzajarifhasanhasan5750
    @mirzajarifhasanhasan5750 Год назад +4

    সে রাষ্ট্রীয় সম্মাননার দাবিদার ❤❤
    তার জন্য হাজারো দোয়া রইল 🥰❣️

  • @user-kx5ph8jy4y
    @user-kx5ph8jy4y Год назад +21

    মহান আল্লাহ তায়ালা তাকরিমকে এবং তার পরিবার ও ওস্তাদকে নেক হায়াত দান করুক।

  • @mdasad8299
    @mdasad8299 Год назад +59

    আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি।আমিন

    • @mirhusain5259
      @mirhusain5259 Год назад

      Alhamdulellah 🥰🥰🥰 Mashallsh 🤲🤲🤲

  • @mdiqbalhossen4784
    @mdiqbalhossen4784 Год назад +61

    হে আল্লাহ প্রতিটা পরিবারে তাকরিমের মত আরও তাকরিম বানিয়ে দিন। আমিন

  • @fewDaysLife
    @fewDaysLife Год назад +1

    আলহামদুলিল্লাহ। ❤ আপনি আমাদের গর্ব ভাই। Few days life চ্যানেল এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন 🎉

  • @sanzidaakter3814
    @sanzidaakter3814 Год назад +11

    মাশাআল্লাহ 🤗 এই সম্মান পুরা মুসলিম জাতির 🙌! আল্লাহ পাক তার মা বাবার জন্য জান্নাত উপহার হিসেবে রাখুক।

  • @Tarek_Hossain82
    @Tarek_Hossain82 Год назад +14

    আল্লাহ তাকে বিশ্বের কাছে আরো গর্বিত করুক তার মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়ুক সবখানে।।। ❤️

  • @ahamedrifat2001
    @ahamedrifat2001 Год назад +27

    আলহামদুলিল্লাহ! ❤
    এই হলো আমাদের সত্যিকারের অর্জন 🇧🇩💥

  • @yeasinsatil9859
    @yeasinsatil9859 Год назад

    ধন্যবাদ যমুনা টিভি কে,আগামীতেও এভাবে ইসলাম এবং মুসলমানদের সফলতার দিকগুলো জাতি ও বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন এ আশাবাদ ব্যাক্ত করি,

  • @jrmokbul645
    @jrmokbul645 Год назад +31

    এরকম সন্তানের বাবা-মা হয়া সত্যিই গর্বের বিষয়। আল্লাহ তুমি প্রতিটা ঘরে ঘরে এরকম নেক সন্তান দান করো আমীন...

  • @mkmasum4551
    @mkmasum4551 Год назад +14

    বাংলাদেশের নাম উজ্জ্বল করতে,বাংলাদেশের হাফেজদের অবদান সবথেকে বেশি,, ❤❤

  • @AmirHamza-xu2pc
    @AmirHamza-xu2pc Год назад +23

    ইনশাহ আল্লাহ ইসলামের বিজয় আসবে ই আসবে

  • @mdreduan5342
    @mdreduan5342 Год назад

    বাংলার জমিনে এমন হাজার ও তাকরিম গড়ে উঠুক তাকরিম এরজন্য অনেক ভালোবাসা রইল আর তাকরিম এর মা বাবা তো ধন্য এমন সন্তান পেয়ে

  • @allahuakbar1.
    @allahuakbar1. Год назад +9

    মাশাআল্লাহ, অনেক বড় হও দোয়া রইলো ভাই।

  • @asrafulislam8741
    @asrafulislam8741 Год назад +11

    আলহামদুলিল্লাহ বাংলাদেশের আল কোরআনের পাখি গুলো প্রতি বছর এই ভাবেই দেশের সুনাম অর্জন করতে পারে আমাদের দেশের আলেমদের সাথে ভালো আচরণ করা উচিত

  • @cinemovieplex
    @cinemovieplex Год назад +40

    আলহামদুলিল্লাহ ❤❤❤

  • @mdsagorhosen8422
    @mdsagorhosen8422 Год назад

    গর্বিত আমরা সকলেই। বাংলাদেশের গর্ব। দোয়া ছিল আছে আর ভবিষ্যতে থাকবে তোমার জন্য। আমার প্রিয় ভাই।😊😊😊😊😊

  • @user-zv2rv8ri4s
    @user-zv2rv8ri4s Год назад +33

    আল্লাহ তাকরীমকে দীর্ঘ হায়াত দান করুন, আমিন।

  • @mahadihasanofficial1114
    @mahadihasanofficial1114 Год назад +82

    - চেহারা না দেখেও যার ভক্ত ১৯০ কোটি মানুষ.!😊
    - তিনি হলেন আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সাঃ) 🖤
    - সুবহানাল্লাহ.!🥰

    • @user-dl9cw4dj5r
      @user-dl9cw4dj5r Год назад

      চেহারা দেখলে ঘৃনায় তার ভক্ত হতোনা। তার চেহারা সাঈদির মত কুৎসিত ছিল বলেই ছবি আঁকা হারাম ফতোয়া দিয়েছে

  • @user-om7zf2lg7i
    @user-om7zf2lg7i Год назад +31

    আলহামদুলিল্লাহ আল্লাহ তার সন্মান আরো বাড়িয়ে দেন।

  • @mddidar6946
    @mddidar6946 Год назад

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অফুরন্ত সিজদাহবনত শুকরিয়া যে, যখন আমাদের দেশে ইসলাম ও আলেম ওলামাদের নিয়ে বিভিন্ন মুখি ষড়যন্ত্র চলছে ঠিক সেসময়ে এরকম একটা খুশির সংবাদ শুনবার তাওফিক দেওয়ার জন্য।

  • @sadiyatasmim169
    @sadiyatasmim169 Год назад +16

    মাশাল্লাহ,,অনেক অনেক দোয়া রইল তাকরিমের জন্য,,আমাদের বাংলাদেশের গর্ব,,মন মুগ্ধকর তেলাওয়াত,,অসাধারণ,,মাশাল্লাহ মাশাল্লাহ

  • @AlQuran-vj2lt
    @AlQuran-vj2lt Год назад +6

    আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিন

  • @EMRANOFFICIALCTG
    @EMRANOFFICIALCTG Год назад +38

    আলহামদুলিল্লাহ,, হে আল্লাহ বাংলার ঘরে ঘরে একজন হাফেজ আলেম বানিয়ে দাও,,

    • @rodriguezcosta_Atonu
      @rodriguezcosta_Atonu Год назад

      কোন আরবি কোরআন সে মুখস্ত বলতে পারে? Warsh Quran না Hafs Quran?
      কারন আব্বাসীয় আমলে ইরাকের কুফায় পরিমার্জন করা এই দুটি আরবি কুরআনে রয়েছে অর্থগত ও উচ্চারনগত বহু অমিল

  • @kamalmiah969
    @kamalmiah969 Год назад

    কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের কলিজা টুকরো হাফেজরাই দেশের মুখ উজ্জ্বল করে আসতেছে।

  • @sabujhossain8039
    @sabujhossain8039 Год назад +26

    জাযাকাল্লাহ খয়রান❤❤❤

  • @sanowaracademy4515
    @sanowaracademy4515 Год назад +4

    আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ।কোরআন তিলাওয়াত বিজয়ী এসব হাফেজদের কে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া উচিৎ।। ❤

  • @yasinsheikhyamin
    @yasinsheikhyamin Год назад +23

    আলহামদুলিল্লাহ❤️❤️🌹

  • @josimebeparay4557
    @josimebeparay4557 Год назад +1

    আলহামদুলিল্লাহ খুশি হলাম জমুনা টিবি হাফেজের খবর দেখাল

  • @Touhidkitchen
    @Touhidkitchen Год назад +24

    সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ

  • @tahmidahmed7386
    @tahmidahmed7386 Год назад +8

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজ সালেহ আহমদ তাকরিম বাংলাদেশের জন্য গর্ব 🥰🤲

  • @emonmedia0374
    @emonmedia0374 Год назад

    মাশাল্লাহ আমরা খুবই গর্বিত হাফেজ তাকরিমকে পেয়ে আমার কলিজা থেকে তার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো

  • @mahadihasanofficial1114
    @mahadihasanofficial1114 Год назад +31

    ৪টি সুন্দর শব্দঃ🌸
    সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্, আল্লাহু আকবার!'🖤

  • @ABCpage594
    @ABCpage594 Год назад +5

    Allhamdulillah 😊

  • @esahakhossan2427
    @esahakhossan2427 Год назад

    হে আল্লাহ আপনাদের দেশে এত কোরআনের পাখিদের জন্য আপনার আলহামদুলিল্লাহ

  • @amimsyed
    @amimsyed Год назад +7

    মাশাল্লাহ, আল্লাহ এমন সম্মান ও ইসলামি শিক্ষা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে দান করুন 🤲

  • @jashimuddinmukush3648
    @jashimuddinmukush3648 Год назад +16

    আমরা সম্মানিত ও অনন্দিত, আলহামদুলিল্লাহ

  • @mintumiah944
    @mintumiah944 Год назад

    আলহামদুলিল্লাহ,, ধন্যবাদ প্রিয় যমুনা টেলিভিশনের সকল সাংবাদিক ভাই ও বোন দের কে প্রতিবেদনে এর জন্য 🤲🤲🤲🤲❣️❣️❣️

  • @mdjalil7126
    @mdjalil7126 Год назад +12

    আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখোকোটি শুকরিয়া জানাই

  • @parvezmalik3716
    @parvezmalik3716 Год назад +4

    Alhamdulillah Masha Allah

  • @tamimkhan5191
    @tamimkhan5191 Год назад +8

    আলহামদুলিল্লাহ শুভকামনা রইলো দেশের সুনাম অক্ষুন্ন রাখার জন্য ❤️🇧🇩

  • @AbdulAhad-vk6yl
    @AbdulAhad-vk6yl Год назад

    মাশা আল্লাহ ❤ প্রচার করার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ

  • @মনমুগ্ধকর
    @মনমুগ্ধকর Год назад +11

    ❤❤❤❤আলহামদুলিল্লাহ্💓💓💓💓গর্বিত বাবা-মায়ের গর্বিত সন্তান 👌👌👌

  • @mdhaider1274
    @mdhaider1274 Год назад +8

    Alhamdulillah ❤❤

  • @ayeshamoni9624
    @ayeshamoni9624 Год назад +8

    হাফেজ তাকরিমের মা ধন্য,ধন্য মায়ের ধন্য সন্তান,এ যেনো বাস্তব এক টুকরো জান্নাত🥰

  • @khanhasanmahadi3735
    @khanhasanmahadi3735 Год назад

    আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ❤❤। এই চমৎকার ঘটনা হয়তো ভাইরাল হবে না। তবু্ও আল্লাহর কাছে দোয়া করছি তাকরিম যেন অনেক বড় হয়। আমিন।

  • @mdnahidalommdnahidalom7
    @mdnahidalommdnahidalom7 Год назад +6

    আল্লাহর কাছে প্রার্থনা করি সালেহ আহমদ তাকরিম কে আল্লাহ আরো উচ্চ মর্যাদা দান করুক আমিন

  • @MdMizanurRahman-vu3jg
    @MdMizanurRahman-vu3jg Год назад +5

    আলহামদুলিল্লাহ। আপনি দীর্ঘজীবি হোন।

  • @mdmitho3661
    @mdmitho3661 Год назад +15

    আল্লাহুআকবার।
    সুবহানআল্লাহ।
    মাশাআল্লাহ।
    আলহামদুলিল্লাহ।

  • @jobayet7193
    @jobayet7193 Год назад +1

    অভিনন্দন বাংলাদেশ ❤️🇧🇩✌️
    আলহামদুলিল্লাহ... এভাবেই বাংলাদেশ বিশ্বের বুকে সর্বময় বিচরণ করবে, ইনশাল্লাহ।

  • @tazinislam3735
    @tazinislam3735 Год назад +5

    শরীরের পশম দাঁড়িয়ে গেল। আল্লাহ ওর মত একটা সন্তান আমাকেও দিও

  • @AlokitoMedia
    @AlokitoMedia Год назад +7

    তার হাসি দিয়ে যেন নূর চমকায় , মাশাল্লাহ আরো অনেক দূর এগিয়ে যাও

  • @imtiajmahmud1180
    @imtiajmahmud1180 Год назад +17

    আমি গর্বিত❤️❤️❤️

  • @skarif9885
    @skarif9885 Год назад

    আমি ইন্ডিয়ার বাসিন্দা
    প্রিয় ভাই এড় জন্যে অনেক অনেক অভিন্দন এবং শুভেচ্ছা আমার পক্ষ থেকে।।
    আগামী দিনে inshaallah আল্লাহ্ তোমায় আরও ইলেম দান করবেন।।❤❤❤

  • @mdsahariarbappy6783
    @mdsahariarbappy6783 Год назад +4

    মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ ❤❤❤

  • @Anwar-Hossain-Rakib
    @Anwar-Hossain-Rakib Год назад +8

    মাশাআল্লাহ ❤🎉

  • @MOmar-fr3uy
    @MOmar-fr3uy Год назад +10

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা যাকে চান তাকে সম্মান দান করেন।

  • @shingairkuri287
    @shingairkuri287 Год назад

    ধন্যবাদ যমুনা টিভিকে বিশ্বজয়ী তাকরীমের খনরটা প্রচারের জন্য। বিশ্বজয়ী তাকরীমকে অভিনন্দন জানাই।

  • @mlhasanmahfuj6739
    @mlhasanmahfuj6739 Год назад +19

    আলহামদুলিল্লাহ্ শোনে খুশী হলাম ❤❤❤

  • @palasshah9342
    @palasshah9342 Год назад +5

    mashaallah - alhamdulilah

  • @rafiulislam8122
    @rafiulislam8122 Год назад +6

    আলহামদুলিল্লাহ...❤
    অভিনন্দন...💙

  • @syedamahinoorkarimfomita
    @syedamahinoorkarimfomita Год назад

    কতটা ভালো লাগে যখন এই ধরনের খবর শুনতে পাই সত্যি তখন কমেন্ট না করে থাকতে পারি না। পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে ততোদিন পর্যন্ত কেয়ামত হবে না।❤❤ ইনশাআল্লাহ

  • @ArafatIslam-lp2pu
    @ArafatIslam-lp2pu Год назад +8

    - পৌঁছে দাও কালেমার দাওয়াত!🌸🌺
    🌸 لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْلُ الله(ﷺ)__🥰🌺
    - লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)-🥰🌸

  • @MdJamal-zs6xd
    @MdJamal-zs6xd Год назад +19

    আল্লাহ তাকরিমকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক ❤❤❤❤❤❤

  • @filinglove6112
    @filinglove6112 Год назад +8

    আলহামদুলিল্লাহ! ❤🎉❤