ফ্রান্সে কিভাবে বৈধ হবেন। ফ্রান্সে বৈধ হওয়ার উপায় সমূহ

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • সুইজারল্যান্ডে কিভাবে আশ্রয় নিতে হয়। How to apply for asylum in Switzerland
    • সুইজারল্যান্ডে কিভাবে ...
    সুইজারল্যান্ডে সেটেল হতে কি কি ডকুমেন্টস লাগে
    • সুইজারল্যান্ডে সেটেল হ...
    সুইজারল্যান্ডে মাসে কত টাকা ইনকাম?
    • সুইজারল্যান্ডে মাসে কত...
    ফ্রান্সে কিভাবে বৈধ হবেন?
    ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর মতো ফ্রান্সেও ছাত্র হিসেবে এসে স্থায়ী হিসেবে থাকা, পরিবারের মাধ্যমে আসা অথবা রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর হলে বৈধভাবে থাকার সুযোগ রয়েছে। কিন্তু অভিবাসন নিয়ে সংকটে থাকা ইউরোপের অন্য দেশগুলোর মতো ফ্রান্সেও এখন অবৈধ বা অনিয়মিত অভিবাসন একটি আলোচনার বিষয়।
    একজন অভিবাসী যদি কোন কারণে ফ্রান্সে কাগজহীন বা অনিয়মিত হয়ে পড়ে তার হাতে বৈধ হওয়ার কি আর কোন সুযোগ থাকে? ২০১২ সালের আগ পর্যন্ত দু একটি ব্যতিক্রম ছাড়া ফ্রান্সে এরকম কোন সুযোগ ছিল না। কিন্তু প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওঁলদে স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস বিশেষ ক্ষমতাবলে জারি করা একটি সার্কুলার অনুযায়ী একটি নির্দিষ্ট সময় ধরে ফ্রান্সে থাকা অনিয়মিত অভিবাসীদের আরো অনেক শর্তসহ নিয়মিত হওয়ার সুযোগ দেয়া হয়।
    নতুন এই নিয়ম অনুযায়ী, আগের মতো বেশ কিছু সুযোগ বিদ্যমান রেখে নতুনভাবে কাজের মাধ্যমে বৈধতার একটি সুযোগ সৃষ্টি করা হয়। কোন বাচ্চা নির্দিষ্ট সময় স্কুলে যাওয়ার পরে তার মায়ের বৈধতা, অনিবন্ধিত অপ্রাপ্তবয়স্কদের বৈধতা কিংবা মানবাধিকার বিবেচনায় পরিবারের কোন সদস্য যেমন স্বামী, স্ত্রী, কিংবা মা, বাবা ফ্রান্সে থাকলে পারিবারিক নিয়মে বৈধতা এসব নিয়মে বেশ বড়সড় কোন পরিবর্তন সাম্প্রতিক বছরগুলোতে আসেনি। তবে চাকুরির মাধ্যমে বৈধতা পাওয়ার প্রক্রিয়াটি বেশ আলোচিত এবং এ নিয়ে অভিবাসীদের মধ্যে অনেক অস্পষ্ট ধারণা রয়েছে।
    ২০১২ সালের পর থেকে এই সার্কুলারের আওতায় অনেক অনিয়মিত অভিবাসী বৈধ হওয়া শুরু করলে সাধারণ অভিবাসীদের মধ্যে একটি ধারণা তৈরি হয় যে, এই সার্কুলারের আওতায় বৈধতা পাওয়া খুব সহজ।
    অভিবাসীদের নিয়ে কাজ করা এনজিও জিসতির একটি পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে প্রকৃতপক্ষে এই সার্কুলারের উদ্দেশ্য অর্থনৈতিকভাবে স্বচ্ছল, নিয়মিত কাজ করছেন অথবা পরিবারের গুরুত্বপূর্ণ কোন সদস্য যেমন মা, বাবা অথবা স্বামী স্ত্রী ফ্রান্সে বৈধভাবে বসবাস করছেন এরকম অভিবাসীদের বৈধতা দেয়া। গণহারে বৈধতা প্রদান নয়।
    বাংলাদেশ থেকে আসা অভিবাসী সাগর(ছদ্মনাম) ইনফোমাইগ্রেন্টসকে জানান, “আমি ২০১৪ সালের শেষ দিকে ফ্রান্সে আসি। প্রায় ২ বছর আমার রাজনৈতিক আশ্রয়ের কার্যক্রম চলার পরে আবেদন নাকচ করা হয়। এর মধ্যে আমি বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা চালিয়ে যায়। কিন্তু সব মালিক সরকারকে ট্যাক্স দিয়ে আমাকে বৈধ বেতন রশিদ বা ডিক্লেয়ারের মাধ্যমে কাজে রাখতে চায় না। কারণ হাতে নগদ টাকা দিলে তাদের অনেক সরকারির ব্যয় কমে যায়। অবশেষে ২০১৬ সালের অক্টোবর মাসে আমি একটা রেস্টুরেন্টে কাজ খুঁজে পাই। মালিক আমাকে সরকারি নিয়মের বাইরে অনেক কাজ করায়”।
    গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে অবৈধ অবস্থায় কাজ করার ঝুঁকি নিয়ে নানান সময়ে আলোচনায় এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে অনিয়মিত অভিবাসীদের অতিরিক্ত কাজ করতে হয় যেটার জন্য তাদের কোন মজুরি দেয়া হয় না।
    “দীর্ঘ ৩ বছর কাজ করার পরে আমি সার্কুলার ভার্লস অনুযায়ী ন্যূনতম পাঁচ বছর ফ্রান্সে থাকার শর্ত পূরণ সহ কাজের সকল শর্ত পূরণ করে ২০২০ সালে প্যারিস প্রেফেকচুর থেকে বৈধতা অর্জন করি। বৈধ হওয়ার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত কঠিন, কারণ নানান প্রশাসনিক নথি যোগাড় করা, একজন উকিলের শরণাপন্ন হওয়া সহ নানান উদ্বেগের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে”, যোগ করেন সাগর।
    সার্কুলার ভার্লস অনুযায়ী, কোন অনিয়মিত অভিবাসী যদি কাজের মাধ্যমে বৈধ হতে চায় সেক্ষেত্রে তাকে তার চাকুরি সম্পর্কিত নানান শর্ত পূরণ করতে হয়। উদাহরণ হিসেবে, আপনি যদি পাচঁ বছর ধরে ফ্রান্সে বসাবাস করেন, সেক্ষেত্রে ৮ মাস নিয়মিতভাবে বৈধ বেতন রশিদের সাহায্যে কাজ চালিয়ে যাওয়া এবং মালিকের পক্ষ থেকে প্রেফেকচুর নির্ধারিত সকল ডকুমেন্ট প্রেরণ করা।
    কিন্তু বৈধতার জন্য নিয়মিত কাজ থাকার পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সকল প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য একটি ঠিকানা বা ডমিসিল পাওয়া, যেখানে সরকারি সকল প্রয়োজনীয় চিঠি ডাকযোগে প্রেরণ করা হয়ে থাকে।
    ২০১৯ সালে ইল-দ্য-ফ্রঁস বিভাগের আওতাধীন সার্সেল প্রেফেকচুর থেকে বৈধতা পাওয়া বাংলাদেশি অভিবাসী সাইফুল জানান, “আমার জন্য সবচেয়ে বড় বাধা ছিল একটি ঠিকানা যোগাড় করা, কারণ সার্সেল প্রেফেকচুরের আওতায় কোন এনজিও বা সংস্থার মাধ্যমে ঠিকানা পাওয়ার সুযোগ ছিল না। উপায় না দেখে আমি একজন ব্যক্তিকে ১০০০ ইউরো দিয়ে তার বাসার ঠিকানা ব্যবহারের অনুমতি পাই৷ যার ফলে বাকি অন্যান্য সব ডকুমেন্ট প্রস্তুত করে আমি বৈধতা অর্জন করি”।

Комментарии • 37