RG Kar: আন্দোলনের চাপে CP-সহ DC নর্থ, DHS -কে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে: আন্দোলনকারী চিকিৎসক

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • ABP Ananda LIVE: 'রাজ্য সরকার আমাদের কয়েকটি দাবি পূরণ করেছেন। আন্দোলনের চাপে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ ডিসি নর্থ, DHS -কে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়েছে। আমরা এটাও মনে করি যে আমাদের আন্দোলনের চাপে সিবিআিইও সন্দীপ ঘোষ এবং চালা থানার ওসিকে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণ লোপাটচ ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করেছে। এই সবকটিকেই আমরা আমাদের আন্দোলনের প্রাথমিক জয় হিসেবেই দেখছি। অভয়ার বিচারের দাবিতে মরা যেমন রাজপথে লড়েছি তেমনি আমরা লড়ে চলেছি সুপ্রিম কোর্টেও', মন্তব্য আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকের।

Комментарии • 3

  • @djnazir4792
    @djnazir4792 15 часов назад

    আমরা সাধারণ মানুষ ও চায় প্রতিটি সরকারি হসপিটালে ডাক্তাররা পেশেন্টের সঙ্গে ভালো ব্যবহার করেন না এগুলো যাতে রিকভারি হয় তার প্রতিশ্রুতি ওই জুনিয়র ডাক্তারদেরই দিতে হবে, এছাড়াও সরকারি হসপিটালের আউটডোরে অনেক ডাক্তার আছে জানারা রোগীর সঙ্গে এমন খটো মটো ব্যবহার করেন যে মনে হয় ডাক্তার কোন মাইনা পান না ফ্রিতে চিকিৎসা দিচ্ছে এটার প্রতিশ্রুতি ওই জুনিয়র ডাক্তারদেরই দিতে হবে লিখিতভাবে আমরা জনগণ এটাই চাই