Dream Holiday Park Narsingdi || ড্রিম হলিডে পার্ক, নরসিংদী
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- ঢাকা থেকে খুব কাছে হলেও আমি এই প্রথম এখনে আসলাম। পরিবার নিয়ে বা প্রিয়জন নিয়ে এখনে ঘুরে দেখার মত আনেক কিছুই আছে। আবার ঢাকার খুব কাছে হওয়ায় ছুটির দিনে আনন্দময় কিছু সময় কাটানোর জন্য আমার মতে জায়গাটি উপযুক্ত।
#dream_holiday_park
#ড্রিম_হলিডে_পার্ক_নরসিংদী
কীভাবে আসবেনঃ
বাসে যাবার উপায়: মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে ৯০ থেকে ১০০ টাকা ভাড়া লাগে। এছাড়া ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেটের যেকোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে নরসিংদী এইভাবেও ড্রীম হলিডে পার্কে আসা যায়।
প্রবেশ টিকেটের মূল্য:
*প্রবেশ মুল্য বড়=৩২০টাকা।
*প্রবেশ মুল্য ছোট=২১৫টাকা (৩-৮ বছর)।
*ওয়াটার পার্ক=৩২০টাকা (১২টা থেকে ৪টা)।
*ওয়াটার পার্ক লকার ফি=৫০-৫০০টাকা।
*সর্বমোট ৩০ টি রাইড রয়েছে।
*রাইডের মুল্য প্রায় ৫৫-১১০ টাকা।
*গাড়ি পার্কিং=৫০-১০০টাকা।
*কোন প্রকার খাবার আনা যাবে না।
*পার্ক সপ্তাহে ৭ দিন ই খোলা।
*সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা।
প্যাকেজ সমূহ---
২ জনের প্যাকেজ=২৫০০টাকা
(এন্ট্রি+ওয়াটার পার্ক সহ ২০টি রাইড)।
৪ জনের প্যাকেজ=৪৫০০টাকা
(এন্ট্রি+ওয়াটার পার্ক সহ ২০টি রাইড)।
বিস্তারিত জানতে কল করুন:
Park Office: 01762-696302, 01762-696303,
01762-696304, 01762-696305, 01762-696306.
ইমেইল: dreamholidayltd@gmail.com
ওয়েবসাইট: www.dreamholidayparkbd.com
FB: / dreamholiday. .
এই চেনেলে প্রচারকৃত ভিডিওর ও উক্ত প্রতিষ্ঠান, বা ব্যক্তির সাথে চেনেল কর্তৃপক্ষের কোন রুপ আভ্যান্তরিন সম্পর্ক নাই। তাই এই চেনেলে প্রচারকৃত প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে নিজ দ্বায়িত্বে জেনে বুঝে ব্যবসায়ীক লেনদেন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যে বিষয়ে চেনেল কোন দ্বায়ভার বহন করবে না।