ছাত্রদের সঙ্গে আড্ডা

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 576

  • @joydebsardar2761
    @joydebsardar2761 2 года назад +16

    আমি একজন পশ্চিমবঙ্গ বাসী। স্যারের বক্তৃতা অসাধারণ লাগে। আমি বিভিন্ন সময়ে স্যারের বক্তব্যের ভিডিও দেখি। কোনো সঙ্কীর্ণতা নেই। প্রাদেশিকতা নেই। অত্যন্ত উদারচেতা মানুষ। উদাহরণ প্রদানে বিদেশি লেখক,কবি সাহিত্যিক দের লেখা যেভাবে উপস্থাপন করেন তা সকলের কাছে শিক্ষণীয়। বিশেষত হাস্য রসাত্বক উপস্থাপনে অনবদ্য।

  • @debasishsengupta7868
    @debasishsengupta7868 3 года назад +28

    আমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির একজন মধ্যে ষাটের ব্যক্তি। আমি সময় পেলেই স্যারের এইরকম আলোচনাগুলি শুনি। যতই শুনি ততই সমৃদ্ধ হই।এত সুন্দর বাচনভঙ্গি ও রসিকতার মিশেল তুলনাহীন।

  • @debrajbanerjee8394
    @debrajbanerjee8394 4 года назад +44

    স্যার আপনার বাচনভঙ্গির কোন তুলনা হয় না।আপনাকে অসংখ্য প্রণাম। ইউটিউবের মাধ্যমে আপনার মতো একজন শিক্ষকের সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে নিজেকে ধন্য জ্ঞান করছি। আমি পশ্চিম বাংলার বীরভূমের মানুষ।

  • @HabibRahman-b7h9p
    @HabibRahman-b7h9p 3 месяца назад +2

    মন্ত্র মুগ্ধ হয়ে কথা গুলো শুনছিলাম, এদের মতো মানুষ অমর হয়ে থাকবে পৃথিবীতে।

  • @golamshahjahan8933
    @golamshahjahan8933 4 года назад +9

    বরাবরের মত হৃদয়গ্রাহী বক্তব্য, উদ্দীপনামূলক তাও ঠিক আছে, তবে এত স্পষ্ট ও সত্য ভাষণ এটা অন্তত: অনেকটাই ব্যতিক্রম। এমন গুণী ও জনহিতৈষী ব্যক্তি সত্যিই আমাদের জন্য আশীর্বাদ।

  • @muhammadyeakub3474
    @muhammadyeakub3474 4 года назад +16

    আজ শিখলাম আবদুল্লা স্যার, শিক্ষক একজন পকৃত শিক্ষক, আল্লাও উনার হায়াত দারেজ করুন আমিন।

  • @debisimlai3021
    @debisimlai3021 Месяц назад

    অসাধারণ , নব জাগরণের বক্তব্য অনুভূতি র মাধ্যমে, আপনাকে একজন অসামান্য শিক্ষক হিসেবে শ্রদ্ধা পূর্ন ভক্তি পূর্ন প্রণাম জানাই

  • @debanjanguhathakurta633
    @debanjanguhathakurta633 21 день назад

    স্যার আপনার বক্তৃতা ইউটিউব এর মাধ্যমে প্রতিদিন শুনি। অসাধারণ অসাধারণ কথা আপনি বলেন বর্তমানে আপনার মত শিক্ষক সমাজের প্রয়োজন ছাত্রদের সাথে এত সুন্দর ভাবে কথা ছাত্রদেরকে উৎসাহিত করবে বলে মনে করি। আপনি ভালো থাকুন ,সুস্থ থাকুন আপনার প্রতি শ্রদ্ধা রইল স্যার।

  • @faridataskin3885
    @faridataskin3885 2 месяца назад +1

    আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছেন আবদুল্লাহ আল আবু সাঈদ। তাঁর কথার মধ্যে শিক্ষার অনেক কিছু থাকে।

  • @parthadey831
    @parthadey831 4 года назад +63

    কথা বলা যে একটা শিল্প এবং বাচনভঙ্গির মাধ্যমে কতিপয় মানুষকে না রাগিয়েও যে অনেক কিছু বলা যায় বা শেখানো যায় তা স্যারের সুন্দর বক্তব্যে প্রকাশ পেয়েছে।

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 года назад +1

      ruclips.net/video/KGGiK0T78b4/видео.html

  • @somnathdutta6288
    @somnathdutta6288 3 года назад +4

    অসাধারণ বাচনভঙ্গি। সরেস কথায় নৈতিকতার কর্তব্যবোধকে দারুণভাবে তুলে ধরেছেন।

  • @hemlatalaskar2986
    @hemlatalaskar2986 Месяц назад

    বাংলাদেশের একজন আদর্শ শিক্ষক।🙏🏻🙏🏻🙏🏻 উঁনার চিন্তা-ভাবনা অনুযায়ী দেশটি চললে সঠিক পথে চলবে। ওদেশের প্রতি আমাদের ও খুব দরদ আছে। ঠাকুর দাদা ,বাবার জন্মভিটে কিন্ত আজ এপার বাংলায়।(ভারত-পশ্চিমবঙ্গ)

  • @rabinadhikari8849
    @rabinadhikari8849 11 месяцев назад

    ইস! এরকম একজন মানুষের খুব প্রয়োজন ছিল আমার পশ্চিমবাংলায়।
    এনার ব্যক্তব্যে ছোট বড় উঁচু নীচু শিক্ষিত অশিক্ষিত সবাই যেন জীবনের একটা মানে খুঁজে পায়, আজকে এই যুগে স্যার আপনাকে বড্ড প্রয়োজন 🙏🙏🙏

  • @sumantakumarguin6884
    @sumantakumarguin6884 2 года назад

    Apnar kotha gulo suni r mughdho hoi. ki sundor bachonvongi.
    Onek onek pronam janai apnake 🙏🙏🙏
    form West Bengal, India.

  • @jatinsikdar1966
    @jatinsikdar1966 Год назад +2

    স্যার আপনার বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি, আপনি সত্যিই প্রকৃত একজন পূর্ণ জ্ঞান ভান্ডার। আমার বাড়ি ভারতের পশ্চিম বাংলার উত্তর দিনাজপুরে, আপনার সরস বক্তব্য শুনে সম্মৃদ্ধ হলাম।

  • @dolanpaul6522
    @dolanpaul6522 2 года назад +4

    স্যার,
    আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আপনার প্রতিদিনের প্রতিটি বক্তব্য খুবই হৃদয়গ্রাহী। মুঠোফোন হাতে নিয়ে নীরবে নিভৃতে বসে শুনতেই থাকি । আমার কর্মজীবনে যদি আপনাকে কাছে পেতাম তাহলে আমাদের স্কুলের জাতীয় উৎসবে আপনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করতে আমন্ত্রণ জানাতাম। আপনার মত একজন গুণী ব্যক্তির সান্নিধ্য যারা লাভ করেছে তারা অবশ্যই খুব ভাগ্যশালী। ঈশ্বর আপনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু করুন-এই প্রার্থনা করি।
    আমার বাড়ী ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বাগবাড়ী গ্রামে ।

  • @JahanaraBegum-pm9oq
    @JahanaraBegum-pm9oq Год назад +4

    আসসালামু আলাইকুম। স্যার আপনার মত গুণী মানুষ কথা গুলো শুনতে খুব ভালো লাগলো। মনটা আনন্দে ভরে উঠলো। স্যার আললাহ পাক যেন আপনাকে সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরাও যেন আরো অনেক দিন সুস্থ ভাবে আপনার এই সুন্দর মায়া মমতা ভালোবাসা মনের মাধুরি মিশানো কথা গুলো শুনতে পাই। আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ।

  • @kanaikumarroy5831
    @kanaikumarroy5831 5 лет назад +171

    আমি ৬৫ বৎসরের ভারতীয়, নেহাৎই কতূহল বসতো দেখা শুরু করি আর শেষ হবার পরও ওনার বাচনভঙ্গির মধ্যে ডুবে থাকি। এত সরল এত প্রাঞ্জল এত হৃদয়গ্রাহী যে ভাষায় প্রকাশ সম্ভব নয়। পণ্ডিত মশাই কে আমার প্রণাম।

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver 4 года назад +8

      He was a very popular professor at Dhaka College when I was a student there in 1974. Later he was involved with media and other stuff. He is a very well-known person in Bangladesh and everybody knows him very well.

    • @SanjibDas-yk9hh
      @SanjibDas-yk9hh 4 года назад +1

      Also he is real honest, truly intelectual, full of morality, good teacher, pioneer of movement for enlightened people and many others virtue.

    • @DHSoykote
      @DHSoykote 4 года назад +2

      কৃতজ্ঞতা জানবেন আমাদের জাতীয় "স্যার" এর পক্ষ হতে🙏🙏🙏💞💞

    • @indadulhoque3745
      @indadulhoque3745 4 года назад

      Ex

    • @mysciencecentremsc4452
      @mysciencecentremsc4452 4 года назад

      1

  • @bipadtaranghosh2299
    @bipadtaranghosh2299 Год назад

    Anabadya, anirbachaniya , asadharan, atulanjya........ from India. Sir, pranam neben.

  • @arunkumargiri7957
    @arunkumargiri7957 Год назад +2

    কি সুন্দর কথা মন ছুঁয়ে যায় ।
    প্রনাম নেবেন পশ্চিম বাংলা
    থেকে অরুণ কুমার গিরির

  • @truemmAan
    @truemmAan 4 года назад +3

    শোনায় এতোটাই মুগ্ধ ছিলাম যে, লাইক দেওয়ার সময় পাই নি, শেষ হওয়ার পর সেই সময় পেলাম। স্যার, আপনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামোনা করছি।

  • @sachidanandachakraborty6048
    @sachidanandachakraborty6048 2 года назад +2

    খুবই শিক্ষনীয় এই রকম শিক্ষক সমাজে খুবই দরকার .... ভগবান আপনার দীঘায়ু করুন

  • @mahbubulalammilon5923
    @mahbubulalammilon5923 5 месяцев назад

    স্যারের প্রতিটি কথায় খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় ।

  • @tuhin1234.-
    @tuhin1234.- Год назад

    ধন্য আমরা আপনাকে পেয়ে | পশ্চিমবঙ্গের বীরভূম থেকে

  • @anisurrahman6045
    @anisurrahman6045 5 лет назад +182

    স্যারকে সালাম। স্যার আমাদের বাংলা (হৈমন্তী) এতো সুন্দর ভাবে পড়াতেন যে গ্যালারি ভরে যেত ১০০% উপস্থিতিতে। কলেজের সবচেয়ে ফাঁকিবাজ ছেলেটাও ক্লাসে থাকতো সেদিন। ৩১ বছর পর স্যারের কথাগুলো আবার শুনে খুব ভালো লাগলো। দোয়া করি, স্যার দীর্ঘজীবী হন। (ঢাকা কলেজ, ব্যাচ -৮৮)

    • @আলোরদিশারী-থ৫ঙ
      @আলোরদিশারী-থ৫ঙ 5 лет назад +4

      nice.....

    • @abdullahsayemnabil1559
      @abdullahsayemnabil1559 5 лет назад +4

      Apnara onek vaggoban bolte hoi.....Dhaka College porew jara unar class pan ni tader akkhep thkbei!
      ami apnr onek junior.. haha
      batch-2019

    • @samardas1365
      @samardas1365 5 лет назад +1

      স্যার এর কথা বলবেন। আমাদের

    • @bazlur-Vancouver
      @bazlur-Vancouver 4 года назад +1

      Very true, I was in Dhaka College 1974 and agree with that "এতো সুন্দর ভাবে পড়াতেন যে গ্যালারি ভরে যেত ১০০% উপস্থিতিতে।"

    • @kazinazrul3425
      @kazinazrul3425 4 года назад

      66য়্য্র554তত
      রপ

  • @immrzakaria3586
    @immrzakaria3586 4 года назад +5

    আমি অনেক দিন থেকে স্যারের বক্তব্য খুজছিলাম অবশেষে পেয়ে গেলাম।

  • @neetusworld9877
    @neetusworld9877 5 лет назад +8

    অসাধারণ ব্যক্তিত্ব! এত সুন্দর এত ভালো ভালো মজার উপদেশ কেথায় পাবো আমরা

  • @rajumiah5803
    @rajumiah5803 4 года назад +2

    ছেলেবেলার প্রিয় মুখগুলো সব একসাথে।ভাবা যায় এটা কত সুখের? মনে হচ্ছে সবার সাথে ফিরে গেছি সেই স্কুল জীবনে।মনের কোনে যেন শৈশবের প্রান ফিরে এসেছে। আর নিঃসন্দেহে কোমলমতি শৈশব, জীবনের শ্রেষ্ঠ অধ‍্যায়😍😍😍

  • @ajantabhattacharjee5356
    @ajantabhattacharjee5356 Год назад +2

    অসাধারণ লাগলো আপনার বক্তব্য, টক ঝাল মিষ্টি ! ' শুধুই নিতে নয় দিতেও হয় ' এই ধ্রুব সত্যের কোনো alter হয় না, এভাবে যুব সমাজ ও দেশ গঠনের কাজ করে যান। মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনার সুস্থতার কামনা করি🙏

  • @abcxyz05121967
    @abcxyz05121967 4 года назад +95

    আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিন্তু যখন দেখি কেউ এপার বাংলা ওপার বাংলা বলে মাথা খারাপ হয়ে যায়। বাংলার আবার এপার ওপার কি? এই রকম মাস্টার মশাই আর ওনার বাচনভঙ্গি ও বিষয়বস্তু আমাকে এক স্বপ্নের জগতে নিয়ে গেছেন। ওনার আরো কথা শোনার জন্য আমি অপেক্ষা করতে নারাজ।

    • @PALLABMAHMOOD
      @PALLABMAHMOOD 4 года назад +1

      ruclips.net/video/KGGiK0T78b4/видео.html

    • @sumiyasworld2256
      @sumiyasworld2256 3 года назад +2

      Tik ..Bangla ek ovinno

    • @falhashuvo9318
      @falhashuvo9318 2 года назад +3

      আপনার কথা আমাকে অনুপ্রাণিত করে, কিন্তু উমিচাঁদ, জগৎ শেঠ, রায় দূর্লভদের সাথে মিরজাফর, মিরকাসিম দের নাম ও বলা উচিত ছিল।

    • @sujitroy2107
      @sujitroy2107 2 года назад

      @@sumiyasworld2256 ।

    • @ahsanhabib8837
      @ahsanhabib8837 2 года назад

      কিন্ত আফসোস বাংলা ভাগের সময় আপনার পূর্বপুরুষরাই ভোট দিয়েছিলো।

  • @suvalaxmigowsami9604
    @suvalaxmigowsami9604 Год назад

    হাজার বার শুনি।অনেক অভিনন্দন জানাই।

  • @indranibanerjee1479
    @indranibanerjee1479 Год назад +1

    নমস্কার স্যার , মন্ত্রমুগ্ধ হয়ে শুনি আপনার কথা।🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @shaktimahato4676
    @shaktimahato4676 2 года назад

    অসাধারণ পাণ্ডিত্য সত্যিই আপনি একজন মানুষ গড়ার কারিগর আপনাকে শত কোটি পরনাম

  • @barunsikdar7810
    @barunsikdar7810 5 лет назад +35

    আপনাকে প্রনাম জানাই স্যার। আপনার পাণ্ডিত্য, বৈদগ্ধমণ্ডিত সরস বক্তৃতা যেমন ঋদ্ধ করেছে, তেমনই আপনার সরল, উদার মনের ছোঁয়া লেগে শত-সহস্র মনের অন্ধকার ঘুচেছে, আপনি নিজেও জানেননা।

  • @sujit5kumartarafdar283
    @sujit5kumartarafdar283 4 года назад +9

    মাননীয় মহাশয়,
    ভারত থেকে বলছি । আপনার ভাষণ না শুনে পারা যায় না। আপনার বাচনভঙ্গি, রসাত্মবোধ , সরলভাষার চাতুর্য যত শুনি ততই মুগ্ধ হই। ভালো থাকবেন । সুস্থ থাকবেন ।
    নমস্কার নেবেন ।

  • @swarajnath1129
    @swarajnath1129 Год назад +7

    By chance I found this video and heard the entire lecture with keen interest. I am simply mesmerized the way he explained most difficult social issues in a lucid way. I am not from Bangladesh but my humble regard is for the hon'ble Professor

  • @prabirkumarroy840
    @prabirkumarroy840 Год назад

    Aapni jibon pather aalok bartika. Jyaner dishari. Aapnake hridayer antorik bhalobasha diye pronam janai. ( From Calcutta ) .

  • @sonalighora1041
    @sonalighora1041 3 года назад +1

    আমি ভীষণ মুগ্ধ।।।। কেৰামত আলী শ্বেখ, গোয়ালপাড়া, আসাম, ভাৰত 31/08/2021

  • @MousumiNandi-t6b
    @MousumiNandi-t6b 9 месяцев назад

    দুই দেশ এক হয়ে যায় আপনার বক্তৃতায়,প্রণাম স্যার।

  • @maanirmalaartinstitute4360
    @maanirmalaartinstitute4360 4 года назад +1

    অসাধারণ 👍 খুব সুন্দর মন্ত্রমুগ্ধকর বক্তব্য। আমি ওনার সকল রেকর্ড শুনি, বারবার শুনি।

  • @ziaulkarim8955
    @ziaulkarim8955 4 года назад +26

    I was a student of Dacca College batch 1970-1972.Sir taught us Hoymonti due to great liberation war of Bangladesh he could not complete Hoymonti.My best regards to him.

  • @bazlur-Vancouver
    @bazlur-Vancouver 4 года назад +10

    স্যারের কথাটা খুব সত্য। আমি ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম ছিলাম ক্লাসে। আমার স্কুল ছিল বোর্ডে ৩-৪ নম্বর এসএসসি পরীক্ষার রেকর্ড অনুযায়ী। আমিও খুব টেন্টেশনে ভুগতাম যদি দ্বিতীয় হয়ে যায়। তারপর এসএসসি পরীক্ষায় আমার ক্লাসের ৩ নম্বর ছাত্র যার মার্ক ছিল হাই স্কুলে আমার থেকে ৪০-৫০ নম্বর , কিন্তু এসএসসি পরীক্ষার্তে সে পেলো ৫ স্থান, আর আমার পজিশন হলে এগারো। আমি সেই থেকে আর স্কুলের কারোর সাথে আর দেখা করতে যায়নি। সেটা ছিলো মিড্ ৭০ র একটু আগে. ঢাকা কলেজে আমি আর আমার ক্লাসমেট একসঙ্গে ভর্তি হলাম। আমার আরো দুজন ক্লাসমেট ছিল যে দুজন দ্বিতীয় আর তৃতীয় স্থান পেয়েছিলো। তবে আমি ঢাকা কলেজে পড়া কালীন দেখলাম তৃতীয়জন ছিল সত্যি ট্যালেন্টেড , সে অনেক পড়াশোনা করতো। তার মতো খাটলে আমি হয়তো প্রথম হতে পারতাম। আমার এগারো আর ৫ স্থানের মধ্যে ১০১ নম্বর পার্থক্য ছিল. আমার খাতা দেখে যে ইলেক্টিভ ম্যাথ এ পেলো ৯৮ আর আমি পেলাম ৮৮. আমার মনে হয় এক্সামিনার গুনতে ভুল করেছে। বাংলাদেশের এমন সিস্টেম ছিল. চ্যালেঞ্জ করা যেতো না. তারপর ঢাকা কলেজ পড়াকালীন একটা গভট স্কলারশিপ পেলাম। সেই দেশ ছাড়লাম, আর দেশে সেটল হবার কথা চিন্তা করিনি। আমার সাথে আরো অন্য ডিস্ট্রিক্টের বেশি নম্বর পাওয়ার ছাত্রের সাথেও পড়েছি, তবে সে আমার থেকে অনেক দূরে যোগ্যতায়। তাই মেরিট নম্বর দিয়ে যাচাই করা যায়না। Abdullah Abu Sayeed ও আমার শিক্ষক ছিল ঢাকা কলেজে। সে খুব জনপ্রিয় প্রফেসর ছিল।

    • @delhk2443
      @delhk2443 3 года назад +4

      "Abdulla Abu Sayeed ও ঢাকা কলেজের প্রফেসর ছিল।সে খুব জনপ্রিয় ছিল " আপনি কেন প্রথম হয়ে হতে পারেন নি তা আপনার লেখাতে পরিস্কার। একজন সার্বজন শ্রদ্ধেয় শিক্ষক কে বললেন ও ছিল। সে শিক্ষক ছিল! শিক্ষককে যে সম্মান করতে জানে না সে প্রথম কি হবে সেতো মানুষই হতে পারে না!

  • @biswajitdutta4456
    @biswajitdutta4456 4 года назад +3

    অনেক ভালো কথা শুনার সৌভাগ্য হলো যা আমার জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকবে।

  • @mohammadshoyeb1404
    @mohammadshoyeb1404 2 года назад +2

    আল্লাহ্ স‍্যারের হায়াতে অফুরন্ত বরকত দান করুন।আমিন💖💖💖

  • @majhikisku2215
    @majhikisku2215 5 месяцев назад

    ei ek ki sundor bani....anonder sathe jiboner ongikar enong sopoth na thkle tumi poroborti projonmer jonno bibisikamuluk jaiga rekhe jabe. ek osadharon gyaner manus sir.

  • @AbdulKarim-po8xm
    @AbdulKarim-po8xm Год назад

    স্যারের কথা সঠিক, এটাই হওয়া উচিৎ। নতুবা তার পাসপোর্ট বাতিল। জ্ঞানি মানুষের জ্ঞানের পরামর্শ সাদরে গ্রহন করা জরুরী। স্যারকে দেখতেও ভালো এবং তার কথা ও পরামর্শ হাস্য রসাত্বক উপস্তাপন শুনতে আরও ভালো লাগে। স্যার আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকুক আল্লাহ স্যারের নেক হায়াত দান করুন। আমিন।

  • @dewanmahdin26
    @dewanmahdin26 Год назад

    অসাধারণ, আমি স্যারের কথার মধ্যে মনে হয় যেন হারিয়ে যাই!

  • @nironjanchandroroy1355
    @nironjanchandroroy1355 2 года назад

    Really, you are inspiration for Bangladeshi.

  • @aminurrahmanar495
    @aminurrahmanar495 Год назад

    অসাধারণ! বার বার শুনতে ইচ্ছে করে

  • @mdmahiuddingazi2155
    @mdmahiuddingazi2155 2 года назад

    অসাধারণ বক্তৃতা ৪বছর পর videoটা দেখছি,,

  • @mohammedshafiqurrahman9146
    @mohammedshafiqurrahman9146 Год назад

    Desh bakt nahi desh bashi nai I love this speech so many salute to u mastar ji

  • @webdesignseoservices20
    @webdesignseoservices20 5 лет назад +90

    যে নেয় সে খায় ভাল; আর যে দেয় সে ঘুমায় ভাল। কী অসাধারণ!

  • @electronglobal5613
    @electronglobal5613 2 года назад +1

    Alhamdulillah dua
    We have talk n discuss before.12 years
    In coxs bazar airport in my life
    Really so nice man also nice valuable talking like
    Engr.sanaur rahman

  • @md.abdurroufbhuiyan1014
    @md.abdurroufbhuiyan1014 2 года назад

    very good inspiring speech.prof.Abu Sayed Abdullah is most popular teacher, speaker & writer.thanks for his patriotic

  • @ganadip.321
    @ganadip.321 3 года назад +8

    স্যার, আমার প্রণাম নেবেন। আপনার বিশুদ্ধ বাংলা উচ্চারণ, প্রাজ্ঞ ভাষণ আমায় আপ্লুত করে। দীর্ঘদিন সুস্থ থেকে এভাবেই আমাদের সামনে আলোকবর্তিকা হয়ে থাকুন। আপনার দীপনপ্রভায় বিশ্ব আলোকিত হোক, এই প্রার্থনা করি।

  • @rafiqulhossain1448
    @rafiqulhossain1448 2 года назад

    আপনার কথা যত শুনি ততই ভালো লাগে। আপনি আমার জীবনের শ্রেষ্ঠ বক্তা। সালাম নেবেন স্যার।

  • @imamalimolla9845
    @imamalimolla9845 4 года назад +3

    আপনি অসাধারণ স্যার। ভালোবাসা নেবেন কলকাতা থেকে.....❤️

  • @subhashizda
    @subhashizda 5 лет назад +4

    স্যার, আপনার ক্লাস আমি পেয়েছিলাম। অবিরাম দোয়া ।

  • @md.alamgirsikder1263
    @md.alamgirsikder1263 5 лет назад +20

    স্যার,
    আপনাদের মতো একজন আদর্শবান ও জ্ঞানী মানুষ,
    এদেশের রাষ্ট্র পরিচালনায় খুবই দরকার,

    • @onlinesafetyandsecurity506
      @onlinesafetyandsecurity506 2 года назад +1

      But Bangladesh President toh students k 3rd division e pass korbar jonno encourage kore.

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 года назад +3

    একজন সুন্দর মানুষ , সুন্দর মনের মানুষ ❤❤

  • @bharatkumarsaha7755
    @bharatkumarsaha7755 Год назад

    Sir : Pronam. I am one of your students from the session 1978-1980. I am really proud of being your student. Sir be happy and safe.

  • @alamgirkhan6041
    @alamgirkhan6041 2 года назад +12

    Most Respected Sir,
    I was a student of Dhaka College during the session 1968- 1970. It is very sweet to recall those moments while you and Respected Prof. Showkat Osman used to take Bengali classes such as Robindra Nath Tagore's " KANKAAL", Forrukh Ahmed's " PANJERI "
    and other topics of the subject. It will not be out of place to mention here that during that time Dhaka College was adorned with a galaxy of brilliant professors and teachers who brightened the dignity and decorum of the college and lifted it to the pinnacle of glory, so to say. Sir, I still well remember your amazing lecture on RobindranathTagore's " KANKAAL " would create humour in the class and as a result of which no students would ever miss your amazing lecture. Sir, would that I could be a Dhaka College student again !

  • @jahangirAlam-rp1cw
    @jahangirAlam-rp1cw 6 месяцев назад

    Ajker eai sokal bela 33 minutes kothae jeno harie gichilam, ,,,,,slam sir,, Dubai, UAE theke,, God bless you sir,,,,,

  • @tjt8354
    @tjt8354 5 лет назад +7

    গল্প আনন্দের ছলে আসাধারন কিছু কথা দিক নিদর্শনা শুনলাম । জ্ঞানী মানুষ অবশ্যই তার কথার তাৎপর্য অনুধাবন করতে পেরেছেন ।❤❤❤

  • @md.mustafezur1383
    @md.mustafezur1383 3 года назад

    Alhumdulillah .....Allah takea dhirgho jibon Dan korun
    👍👍👍👍👍👍👍👍

  • @Gurusuru100
    @Gurusuru100 5 лет назад +77

    আমি ঢাকা কলেজের ২০০২ ব্যাচের ছাত্র, শুনেছি স্যার ঢাকা কলেজে ছিলেন, কিন্তু সরাসরি তাকে শিক্ষক হিসেবে পাইনি। তবে আমি গর্বিত যে স্যারের কলেজের ছাত্র ছিলাম

  • @Insearchof24
    @Insearchof24 Год назад

    Asadharon educational speech....

  • @kohinoorchowdhury5682
    @kohinoorchowdhury5682 5 лет назад +7

    Superb, sensational speech, such a king in the audience, now such personalities are hardly seen in our society.

  • @tanzinakhanom1883
    @tanzinakhanom1883 Год назад

    Je ney se khay valo je day se gumay valo sir absolutely right hats off

  • @absahab2262
    @absahab2262 Год назад

    অসাধারণ অনুষ্ঠান স্যারের কথাগুলো অনেক সুন্দর

  • @mdshahinmia0411
    @mdshahinmia0411 Год назад

    জ্ঞানী মানুষের কথা শোনার মধ্যে একটা অন্যরকম ভাললাগা কাজ করে,,

  • @ABC-o4u
    @ABC-o4u 3 месяца назад

    আল্লাহ স্যার কে হায়াতে তাইয়্যেবা দান করুন।আমিন

  • @SudipMondal-cm2fw
    @SudipMondal-cm2fw 4 года назад +1

    Sir yoy are my inspiration.Your meet/lacture give a new era.my salute to you.

  • @tahominaalam7744
    @tahominaalam7744 2 года назад +3

    স্যার, মহৎপ্রাণের মহৎ মানুষ!!
    পৃথিবীর সকল মেহনতি মানুষের,
    রক্ত মাখা,শ্রমের উপর প্রতিষ্ঠিত,
    মানুষের সকল সভ্যতা।
    স্যার শুধু কি ঢাকা কলেজ
    পারবে,এই মহাপরিবর্তন?
    কারণ মানুষের চেতনা শুদ্ধ,
    বিশেষ কিছুর মুখাপেক্ষী নয়!

  • @MdAlAmin-fb7xo
    @MdAlAmin-fb7xo 5 лет назад +4

    প্রতিটা কথা অনেক মূল্যবান। যারা এই কথাগুলো শুনছে । তারা কি এর মূল্য বুঝতে পারে। না শুনছে আর হাসছে

  • @saadsdiary8392
    @saadsdiary8392 5 лет назад +2

    স্যার আপনার কথা শুনে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। কোনদিনও হয়তবা সামর্থ হত না আপনার অনুষ্ঠানে গিয়ে আপনার কথা শুনার। তবে আল্লাহ যে আপনার কথা শুনিয়েছেন তাতে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। স্যার ঘোর অন্ধকারের মধ্যে আপনি যে আলোর হাতছানির কথা শুনিয়েছেন। তাতে খুব ভালই লাগল। বাস্তব সত্য কথাকে এভাবে খুব কম লোককেই বলতে দেখা যায়। স্যার আপনার সুদির্ঘায়ু কামনা করছি। স্যার আপনাদের মত বাতিওয়ালাদের সমাজে খুবই অভাব। সবাই ব্যস্ত নিজের আখের গোছানোর কাজে। যে যত বেশি শিক্ষিত তার ততো বেশি চাহিদা।

  • @shshikavita9962
    @shshikavita9962 2 года назад +1

    You are my great teacher so. far my thought goes. -. From a school teacher

  • @firdowshibegum4152
    @firdowshibegum4152 5 лет назад +3

    বাংলাদেশের আর এক বেতার ব্যাক্তিত্ব সফিকামালের কথা ধার করে বলছি সুন্দর থাকুন ভালো থাকুন। পশ্চিম বঙ্গ

  • @ritabatabyal9078
    @ritabatabyal9078 Год назад

    Aponer chorone amarsotokoti pronam , amar kotha gulo hridoye gethe thakbe sir

  • @sayadhossain2012
    @sayadhossain2012 Год назад

    স্যারের কথা শুনে খুবই ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতেও পারলাম।❤😊

  • @anwarkader871
    @anwarkader871 Год назад

    Congratulations sir
    মন্ত্রমুগ্ধের ন্যায় আপনার কথায় ডুবে ছিলাম,
    বার বার শুনি, বার বার দেখি, আপনার বক্তৃতা গুলো।
    প্রফেসর আনোয়ারুল কাদের
    রেজিস্ট্রার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।

  • @avijitghosh5289
    @avijitghosh5289 3 месяца назад

    Sir, you are the light in my life.

  • @ksedulive
    @ksedulive 2 года назад

    গোয়ালপাড়া, আসাম, ভাৰত থেকে আমি কেৰামত আলী শ্বেখ-সদ্য অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক-
    আমাৰ শ্ৰদ্ধাৰ শিক্ষকদেৰ মধ্যে মনে কৰি আপনিও একজন। আপনি অনন্য।
    অনেক ইচ্ছে আছে একবার সাক্ষাৎ কৰতে

  • @naharlucky7734
    @naharlucky7734 2 года назад

    অনেক সুন্দর উনার কথা গুলো। সুন্দর ভালো লাগলো।

  • @tapanbhattacharya4528
    @tapanbhattacharya4528 4 года назад +1

    Excellent Sir how nice your lecture,apnake amar pronam

  • @ashokkumardas4781
    @ashokkumardas4781 5 лет назад +6

    Sense of humour is great, difficult for ordinary man to find out real meaning.

  • @ehfshf6776
    @ehfshf6776 5 лет назад +3

    অসাধারণ কথার ভঙ্গী সবাইকে মাতিয়ে রাখেন

  • @sanjoydebnath3956
    @sanjoydebnath3956 3 года назад +2

    স্যারের কথায় কি রসবোধ,, অসাধারণ 🙏

  • @utpaldas1847
    @utpaldas1847 4 года назад +1

    Hi I am from Guwahati, Assam India happen to visit the link and the video. Enjoyed the speech of this gentleman. Lot of respect.

  • @NazrulIslam-fi6qx
    @NazrulIslam-fi6qx 5 месяцев назад

    চমৎকার উদাহরণ ❤

  • @gautamiganguli749
    @gautamiganguli749 2 года назад +1

    অসাধারণ 👌👌👏👏 এই শিক্ষকের উপর শ্রদ্ধা জানাই 🙏🙏🙏 তবে এখানে যে নিমাই-জামাই এর গল্পটা বললেন সেটা রবীন্দ্রনাথ-প্রমথ নাথ এর শান্তিনিকেতন এর ঘটনা। অন্য গল্প ।
    যাইহোক তবু আবার বলি ভীষণ ভালো লাগলো 🙏🙏🙏

  • @aloknathchatterjee7513
    @aloknathchatterjee7513 3 года назад

    অপূর্ব!
    --কলকাতা থেকে

  • @Abusayem123
    @Abusayem123 2 года назад

    অনেক ভালো লাগলো ধন্যবাদ সার

  • @nazmolhasanhaspi7666
    @nazmolhasanhaspi7666 5 лет назад +10

    Great legend . Respect from France.

  • @jiniaomi4678
    @jiniaomi4678 2 года назад +1

    আপনি অসাধারণ স্যার।ভালবাসি স্যার💜💚💜💚💜

  • @anupammukherjee5992
    @anupammukherjee5992 4 года назад +1

    Respect and love from India...... Sir

  • @sreebashbobita8195
    @sreebashbobita8195 4 года назад

    সাইদ ভাই আপনাকে স্যালুট।আপনার একটা মন্তব্য দেখেছি।আমি ভুক্ত ভোগী।ভাল লোকেরা বিপদে পরে।তারা ডাকলে কেউ।আসে না।কিন্তু শয়তানরা ডাকদিলে তারা হুক্কা হুয়া দিলে সকল শয়তান এগিয়ে আসে।আমিও এমন শিকার।আপনি এখন যা বলছেন আমি হাসি আটকাতে পারছিনা স্যার।

  • @roysuman293
    @roysuman293 Год назад

    সত্যিই স্যার আপনার কথাগুলো খুব ভালো লাগে।

  • @sajalendusensharma6282
    @sajalendusensharma6282 Год назад

    Sir, you are a great philosopher.

  • @gopadas6981
    @gopadas6981 2 года назад

    কি সুন্দর কথা।প্রণাম জানাই।