Shudhu Tomakei Bhalobese | Nilanjan, Sudhaborshy

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 937

  • @aritrabiswas9127
    @aritrabiswas9127 4 месяца назад +1185

    তিস্তা, আমি জানি আমি খুব খারাপ প্রেমিক ছিলাম। বেকার ছিলাম সেসময়, সময় দিতে পারতাম না একটুও, ঠিক ভাবে কোনো রেস্টুরেন্টে খেতে যেতেও পারিনি, না দিতে পেরেছি দামি গিফট। আমি জানি তোর কোনো চাহিদা নেই। কখনো এগুলোর কথা তুলিসনি। আজ যখন চাকরি করি, মাইনে পাই ভালো, দামি মদ খাই, হুলিয়ে খরচ করি, কোথাও একটা ফাঁকা জায়গা থেকে যায়। মনে হয় কাছের মানুষটার জন্য খরচ করতে পারছিনা। এই অসীম একাকীত্ব গ্রাস করে যাচ্ছে প্রবল ভাবে আমাকে। হয়তো হারিয়ে ফেলেছি নিজেকে। যদি কখনো দেখিস এটা, মনে রাখিস, আমি খুব খুশি তুই যে নিজের জীবনে এগিয়ে গেছিস। এটাই বলবো, তুই চলে যাওয়ার 4 বছর বাদেও আমি আজ ও এই পাঁজর ভরা ভালোবাসা তোর জন্য রেখে দিয়েছি। শুধু তোর জন্য।

    • @mdriyazahmed970
      @mdriyazahmed970 4 месяца назад +29

      কোন এক মৃত আত্মার আত্ম চিৎকার 😢😢

    • @heydear345
      @heydear345 3 месяца назад +20

      যখন সে আপনার সাথে ছিল তখন কেন গুরুত্ব দিলেন না ভাইয়া?

    • @shaluk6696
      @shaluk6696 3 месяца назад +4

    • @aritrabiswas9127
      @aritrabiswas9127 3 месяца назад +38

      @@heydear345 বুঝিনি বলবোনা, সময় ছিলনা ভাই। নিজেকে সামাজিক ভাবে প্রতিষ্ঠা করার চাপ, বেকারত্ব কাটানোর চাপ, একে সাথে অন্যান্য দায়িত্বে থেকে পিষে যাচ্ছিলাম প্রতি নিয়ত , তাই হয়তো।

    • @aritrabiswas9127
      @aritrabiswas9127 3 месяца назад +1

      @@shaluk6696 ভালোবাসা , আপনাকেও।

  • @rituparnadas2932
    @rituparnadas2932 Год назад +930

    গান টায় একটা সমর্পণ আছে..দাবি নেই...গানটা শোনার পর চুপ করে বসে থাকা যায় অনেকক্ষণ কিচ্ছু বলতে ইচ্ছে করেনা।❤

    • @kalyanmoydas1833
      @kalyanmoydas1833 Год назад +28

      এই লাইন টা "আমায় কিছু নাই বা দিলে ,নিজের করে নাও" ...
      এই জায়গাটা বেশ কিন্তু,যেন সবটুকু দিয়ে এবার তুমি চাও বা না চাও আমি তো তোমার ❤

    • @sambitmondal1770
      @sambitmondal1770 Год назад +3

    • @souvikghosh5388
      @souvikghosh5388 Год назад +6

      সুন্দর বলেছেন..🌻

    • @rituparnadas2932
      @rituparnadas2932 Год назад +1

      @@souvikghosh5388 গান টা আরো সুন্দর

    • @souravmondal4999
      @souravmondal4999 Год назад +1

      ruclips.net/video/XcQYKScIH6E/видео.htmlsi=_5b03rD_ShRiHk01
      Ei gan ta Sonar amontron roilo.❤❤

  • @nothing-ss3mc
    @nothing-ss3mc Год назад +331

    যাদের ভালোবাসা খুঁজে খুঁজে আর পাওয়া হয়নি , যারা এইরকম সন্ধ্যা দেখে ছাদের কার্নিশে বসে , তারা জানে জীবনে কতো হিসেব মেলাতে গিয়ে গরমিল পড়েছে "কারোর ভালোবাসা , শুধুই তার হওয়া ! " একটুর জন্য হিসেব টা মিললো না বলে আবার চুপ করে যাওয়া মানুষগুলোর জন্য এই গান , তোমার গান , তুমি তাদের হয়ে কথা বললে এত !

    • @shitoldas4931
      @shitoldas4931 Год назад +4

      মনের কথাগুলো বললেন।সবাই হারিয়ে গেছে দিনশেষে।

    • @feelingsofdesert2860
      @feelingsofdesert2860 Год назад +2

      সহমত ❤️👍🏻

    • @rahulghosh301
      @rahulghosh301 Год назад +2

      Thanks

    • @owner_rajat_nath
      @owner_rajat_nath 10 месяцев назад +2

      আমি কেন কাঁদছি

    • @chandrikbarua4513
      @chandrikbarua4513 9 месяцев назад +2

      হিসাবের খাতায় তোমার শূণ্যতা রয়ে গেলো,,

  • @shubjaan
    @shubjaan 8 месяцев назад +42

    এগুলা সবার জন্য না। এগুলার মর্ম সবাই বুজবে না। যারা বুজবে তারা খুজবে। তাই এই গান গুলো আন্ডারেটেড থাকাই শ্রেয়। ❤️‍🩹

  • @souvikbose6084
    @souvikbose6084 8 месяцев назад +37

    ভালোবাসা কোনো অধিকার বোধ নয় .... শুধুই একটা অনুভুতি.... ধন্যবাদ শিল্পী এমন এক শিল্প উপহার দেবার জন্য.....

  • @sayedibnanoor3090
    @sayedibnanoor3090 Год назад +27

    কিছু ব্যাথা জন্ম দাগের মত
    লেপ্টে থাকে শরীরে.......
    শত চেষ্টাতেও যায় না মোছা
    রয়ে যায় মনের গভীরে!!!!!!

  • @nazranaprapti4485
    @nazranaprapti4485 Год назад +33

    শুনেছি "ত্যাগেই প্রেম"। কি জানি! হয়তো ত্যাগ না থাকলে এতো সুন্দর একটা গান যোগ হতো না পছন্দের ঝুলিতে🫶

  • @debarunnath1460
    @debarunnath1460 Год назад +19

    অনেক সময় দেখি খন্ড খন্ড হয়ে যাওয়া মানুষ গুলো কি সুন্দর অন্যদের জুড়ে রাখে. জানিনা এমন লেখা কোথা থেকে এরা লেখে. কেমন ভাবে ভালবাসে যেটা আমরা বাসতে পারিনা. সম্মান জানায় তাদের যারা একটা কাগজ কলম আর উকুলেলে বা গিটার নিয়ে বেরিয়ে পড়ে. ভালোবাসার মানে টা শিখিয়ে দেয় হাত ধরে❤

  • @ahmedsohel634
    @ahmedsohel634 9 месяцев назад +18

    😔😔😔😔😔 মাজে মাজে তাকে ভেবে আজও চখের কনে জল চলে আসে। ভাল থাকুক প্রিয় মানুষ টা❤

  • @sujatbarua1015
    @sujatbarua1015 Год назад +23

    শুধু তোমাকেই ভালোবেসে
    শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে
    শুধু তোমাকেই ভালোবেসে
    দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে
    শুধু তোমাকেই ভালোবেসে
    ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে
    তোমাকেই ভালোবেসে
    তোমাকেই ভালবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে
    এই পাঁজরভরা ভালোবাসা দু'হাত ভরে নাও
    এই আধো আলো আধো ছায়া দু'চোখ ভরে নাও
    এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও

  • @sejuti6531
    @sejuti6531 2 месяца назад +62

    রাত 1টা, ব্যাঙ্গালোরে ঘরের ছাদে বসে আছি একা ! কমেন্টগুলো পড়ছি, আর হাউ হাউ করে কাঁদছি... প্রতিটা গল্পেই নিজের গল্প লুকিয়ে, কেন মানুষের সঙ্গে দেখা হয়, যদি সব দেখা হওয়ার একটা শেষ দেখা থাকে?!

    • @NayemAhmed-se6zh
      @NayemAhmed-se6zh Месяц назад +2

      Valobasha onk sundor ... Valobasha roye jay rate. Ghorer kone .. kichu gaan r valobashar manuhs ar kichu shiriti nie .. valobasha beche thake nijer moddhe ... 7 bochor por o take r pai ni ..... Se valobasha shikhiye die gece kintu vulte shikhiye dey ni ...

    • @SuvayanRoychowdhury
      @SuvayanRoychowdhury Месяц назад +2

      dont worry....everything's gonna be fine

    • @munshiimranali9480
      @munshiimranali9480 Месяц назад +2

      এই নিষ্ঠুর পৃথিবীতে নিজেকে ভালবাসতে শিখুন ❤

    • @mdromon2583
      @mdromon2583 23 дня назад +2

      Apu aste 😢

    • @somnath7717
      @somnath7717 22 дня назад +2

      Bhalobasa ta theke jak moner gohin kone…

  • @Raihan20257
    @Raihan20257 Год назад +83

    একটা শান্ত নদীর মতন গান; বিশৃঙ্খল মনের ভেতর দিয়ে যেন বয়ে যাচ্ছে। আর যখন রাত গভীর হয় তখন মনে হয় তার বুকে স্নিগ্ধ সমীর শিশিরের মতন ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়, যে বৃষ্টি খুব মিষ্টি, একটা নারীর মতন কিম্বা প্রত্যেকের জীবনের প্রথম নারীর মতন, যার জন্যে প্রথম কবিতা লেখা, যার জন্যে প্রথম বৃষ্টিতে ভেজা, যার জন্যে প্রথম বুকের ভেতর কেমন যেনো লাগা, যার জন্যে রাত জাগা, যার কথা হয়তো ভোলা হয়ে উঠবেনা কখনো, হয়তো ভুলতেও চাইনা আমরা।
    রাত ১২.২৭ যে এইটা পড়ছো এই সময় আর লেখাটা তার জন্যে, ভালো থেকো ।।

  • @seuli07
    @seuli07 Год назад +6

    ভালোবাসা বড়ো অদ্ভুত , শান্ত স্নিগ্ধ , অভিযোগ, অভিমান, দুঃখ , চঞ্চলতা সবকিছু র একটি সংমিশ্রণ, আমরা কারুর ভালোবাসা তখন ই বুঝতে পারি যখন আমরা তাদের ভালোবাসতে শুরু করি... এখানে এক অদ্ভুত সমর্পণ আছে " আমায় কিছু নাইবা দিলে , নিজের করে নাও " অদ্ভুত এক আবেশ ❤ খুব সুন্দর এক উপস্থাপনা , লেখনী সত্তা .. শিল্পী কে কুর্নিশ

  • @mdriyazahmed970
    @mdriyazahmed970 4 месяца назад +16

    গানটার মাঝে আত্মসমর্পণ, অসহায়ত্ব, অভিমান সবকিছু এক সুতোয় গাঁথা পরেছে 😢

  • @ShawnTalukder-u9x
    @ShawnTalukder-u9x 29 дней назад +3

    কিছু গান থাকুক না আন্ডার রেটেড, একান্তই আমার
    যেমনটা আছে আমাদের অপ্রকাশিত ভালোবাসা।
    ধন্যবাদ শিল্পী এমন একটা গান উপহার দেওয়ার জন্য❤

  • @DrAnwesha
    @DrAnwesha Год назад +17

    ❤এত মিষ্টি একটা কষ্টের কথা শোনায় এই শব্দের মেলবন্ধন.....এই আমায় কিছু নাই বা দিলে , নিজের করে নাও ❤

  • @joyosreemondal2311
    @joyosreemondal2311 Год назад +64

    এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও...💚
    প্রেমিক তবু বিনিময় চায়,সাধক শুধু পূজারী হতে চায়।নৈবেদ্য গ্রহণ করো।🙂

  • @NiLoY42000
    @NiLoY42000 Год назад +9

    গানটি সত্যিই ভালোবাসা দিয়ে লিখা, ধন্যবাদ যিনি লিখেছেন। খেয়াল রাখবেন ❤

  • @muhsininmosharofy5953
    @muhsininmosharofy5953 Год назад +49

    I want extended version of this song for atleast 1 hour..🥹 This song is totally underrated. ❤️

  • @pushpitadas9144
    @pushpitadas9144 7 месяцев назад +34

    কাউকে দূরে ঠেলা মানে সবসময় এটা না যে, তার থেকে আমি বাঁচতে চেয়েছিলাম,
    কিছুসময়, আমি ‘আমার' থেকে কাউকে বাঁচাতেও, চুপচাপ নিজ থেকে সরে গেছি দূরে...!
    “The Devil i am dealing inside me,
    May never harm my favorites..."💙🌻
    _লেখাটা সংগৃহীত

  • @rejwankhan3166
    @rejwankhan3166 Год назад +34

    শুধু তোমাকেই ভালোবেসে,
    একা হেটে গেছি উঁচু দালান ঘেষে।
    শুধু তোমাকেই ভালোবেসে,
    বেওয়ারিশ ভেবে আসে নি কেউ কাছে!
    শুধু তোমাকেই ভালোবেসে। ❤️

  • @pradiphalder1331
    @pradiphalder1331 29 дней назад +32

    নয়নতারা🌼
    বহুদিন ধরে এই গানটা সুনছি যানোত! সামনে একের পর এক চাকরির পরিক্ষা আমার।আর সমস্ত ব্যাথা গুলো এই সময় আসে....কেন আসে এই সময় এই সমস্ত ব্যাথা! বলতে পারো??
    বহুবার তোমায় বুঝিয়ে ছিলাম হয়তো বুঝেছিলে! আবার হয়তো বুঝেও বোঝনি!.... তবুও আমি মেনে নিলাম তুমি আমায় ভালো-নাইবা বাসলে তবে আমায় ভালোবাসতে দিও। যেদিন তোমার সাথে তোমার শহর 'চাকদহ' তে তোমায় না জানিয়ে প্রথম বার দেখা করতে গিয়েছিলাম ফিরিয়ে দিয়েছো আমায়। এক রাশ দুঃখ বুক পকেটে নিয়ে বাড়ি ফিরে ছিলাম। তার পর তোমার জন্মদিন এলো সেবার আমি আবার ও এসে ছিলাম তোমার শহর চাকদহ তে তুমি এলে আমার সামনে দুচোখ ভরে দেখলাম তোমায়....খুব সান্তি অনুভব করেছিলাম সেদিন আমি । তবে আস্তে আস্তে যোগাযোগ বিচ্ছিন্ন করলে তুমি। আমায় বলেছিলে তুমি: আমি একজন এর সাথে সম্পর্কে এসেছি .....খুব কষ্ট নিয়ে হাঁসি মুখে বলেছিলাম অভিনন্দন। ব্যাস সবটাই শেষ হলো আমার, শুরু হলো তোমার। সময়টা খুব স্পেশাল ছিল সাথে তুমি ও তবে সবসময় আমি বলেই গিয়েছি ভালোবসি,ভালোবাসি আমায় থাকতে দাও তোমার সাথে আমি রেখে দেবো আমার জিনিস আমার কাছে তার আর সাধ্য কই? থাকলেও না রাখলেও না। কিন্তু আমি .......
    শুধু তোমাকেই ভালোবেসে
    দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে
    শুধু তোমাকেই ভালোবেসে
    বাড়ি ফেরা পিছিয়েছি, তোমার সামনে দাঁড়িয়েছি ছেড়া পতাকার বেশে
    তোমাকেই ভালোবেসে।
    চোখ থেকে অঝোরে জল পরছে তবু লেখা শেষ হতে চাইছে না। তোমায় নিয়ে লেখা কখনোই শেষ হবে না আমার.... ভালো থেকো নয়নতারা🌼 আর হ্যাঁ ভুল করে কখনো আমার এই কমেন্ট পরতে এসো না তুমি....ভয়পাবে তাহলে। আমার ভালোবাসা সুনে। সফল হয়ে দেখা করবো তোমার সাথে, অপেক্ষা করে রইলাম সেই দিনের। স্মৃতি হিসেবে লিখে রেখে গেলাম। 5.11.24 _ 2:04pm

    • @supriyodatta715
      @supriyodatta715 19 дней назад +5

      এই ভাঙা হৃদয়ের পাশে আজ দাড়ালাম, ভালো থেকো বন্ধু। নিজেকে ধমকিয়ে বোঝাও যে নিজেকে শক্ত করতেই হবে। এই শূন্য পৃথিবীতে ভালোবাসার বলতে শুধু মা আর মেয়ে ছাড়া কেউই হয় না। প্রার্থনা করি, ভবিষ্যতে তোমার একটা মিষ্টি মেয়ে হোক, যে বাবারে বুঝবে। হয়তো সেদিন এই ব্যথা কেটে যাবে চিরদিনের জন্য। ❤

    • @Bajrangvakt
      @Bajrangvakt 4 дня назад +2

      আপনার কোমল স্নিগ্ধ নয়নতারা আসুক আমার কাছে.. আসবেই আপনার কাছে.. ঠিক যেমন গ্রীষ্মের দেবদাহের পর বর্ষা আসে.. বর্ষা আসলেই নয়নতারা ফুটবে 🤌

    • @sudakshinamukherjee-rm1tg
      @sudakshinamukherjee-rm1tg 2 дня назад +1

      অপেক্ষা কর তবে নিজেকে সস্তা করো না তুমি হীরা আর তোমার সাথে কয়লার পার্থক্য থাকা টাই স্বাভাবিক 😌

    • @lam_from_your_heart
      @lam_from_your_heart День назад +1

      Ata sundor silo​@@Bajrangvakt

    • @pradiphalder1331
      @pradiphalder1331 День назад +1

      @@Bajrangvakt অপেক্ষা

  • @Triggeredpayel..7363
    @Triggeredpayel..7363 3 месяца назад +42

    আমি একজনকে ভালোবাসি ।। খুব করে ভালোবাসি ।
    সেই যে 5 বছর আগে ভালোবেসেছিলাম, আটকে পড়েছিলাম তার মায়ায় ✊ এখনো বেরোতে পারিনি , আর বেরোতে চাই ও না 😊 আমি হারাতে দেয়নি তাকে , যখন সে বেকার ছিলো হাত ছাড়িনি তার ✋ পাশে থেকেছি 🤝 দুই পরিবার কে মানিয়ে নিয়েছি এই ৫ বছরে ।।
    Nov 27 বিয়ে আমাদের 🤗🥀💗 আমি পেরেছি আমার কথা রাখতে 💕 ।। তোমায় বলছি খুব খুব খুব ভালোবাসি " জয় "🦋🌸 সবাই পার্থনা করো এভাবে যেন সারাজীবন থাকতে পারি 🙏😌

  • @animeshruidas5485
    @animeshruidas5485 9 месяцев назад +6

    কত বার যে শুনেছি তার হিসাব নেই...
    সত্যিই যা কথার মাধ্যমে বলা সম্ভব নয় তা গানের মাধ্যমে প্রকাশ করা যায়...🙃
    "শুধু তোমাকেই ভালোবেসে,
    তোমাকেই ভালোবাসবো ভেবেছি
    শত যুদ্ধের ও শেষে.…" 🖤🙃

  • @MirSony75
    @MirSony75 Год назад +20

    এই পাঁজর ভরা ভালোবাসা দু-হাত ভরে নাও!!
    প্রিয় মানুষকে উৎসর্গ করলাম

  • @rahmanSifat-db8in
    @rahmanSifat-db8in 2 месяца назад +31

    প্রিয় তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর lyrics শোনা হতনা,কমেন্ট টা রেখে দিলাম বৃদ্ধ বয়সের জন্য ও ভবিষ্যতের জন্য কেউ লাইক করলে যেন আবার শুনতে পারি প্রিয় গান টা😌

  • @anitmondal1393
    @anitmondal1393 Год назад +23

    কারণ ভালোবাসা শান্তি খুঁজতে শেখায়। শহরের যে মুহূর্তগুলো আসলে খুব ব্রাত্য, সেগুলোকে চিনতে শেখায় আর আশ্চর্যভাবে কোন ভিনদেশি শহরের সাথে জুড়ে যায় ফিকে আলো, জমা জল, বৃষ্টি আর পাখির দল... পৃথিবীটা সুন্দর ভাবতে কোন সমস্যা হয়না আর... 🙂💫

  • @SwastikaBanik-r2r
    @SwastikaBanik-r2r 2 месяца назад +5

    গানের কথা গুলো অসাধারন...সঙ্গে অসাধারনএই স্নিগ্ধ গলা.....✨

  • @infiyatayon
    @infiyatayon 10 месяцев назад +7

    গানটা প্রথম শুনেছিলাম একটা পেইজে এ,সেখান থেকেই এসে শুনলাম কি দারুণ যে লাগলো।এই নিয়ে ৫০ বার শুনলাম।

  • @mintleaf182
    @mintleaf182 6 месяцев назад +7

    কী অদ্ভূত মন ছুঁয়ে যাওয়া আবার একই সাথে মন খারাপ করা অপূর্ব এক সৃষ্টি!!.. কী ভীষণ হাহাকার লাগে বুকের ভেতর!.. হাজার বার শুনেও বুঝি ক্লান্তি আসেনা!!..

  • @mominrahman3511
    @mominrahman3511 Год назад +5

    একটানা কয়েকশো বার শোনার মতো সরল স্বীকারোক্তির গান। ঢাকা থেকে ভালোবাসা জানুন।

  • @Rizvi937
    @Rizvi937 2 месяца назад +2

    মানুষ নিজের মানুষের কাছেই সবচে বেশি লুকোয়।
    কমেন্ট বক্সে এসে অচেনার কাছে জাজ না হওয়ার গ্যারান্টিতে আপন ভাবনাগুলো স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। সুন্দর।

  • @RajusVlogs-kp7ph
    @RajusVlogs-kp7ph Год назад +7

    আহারে ! গানের প্রতিটা লাইন যেন মনের লুকানো কথা। এভাবে ও কি বলে দেওয়া যায় সবকিছু..

  • @asimnondon145
    @asimnondon145 Месяц назад +1

    অনবদ্য। বিগত প্রেমিকার জন্য এক ফোঁটা অশ্রু রেখে গেলাম।

  • @sweetysaha5909
    @sweetysaha5909 9 месяцев назад +11

    "ভালোবাসা" শব্দটির আক্ষরিক অর্থ প্রতি পরতে পরতে বিদ্যমান।
    ❤❤❤❤❤❤❤

  • @abhaymondal4874
    @abhaymondal4874 Год назад +6

    গান টাকে কি ভাবে কোন ভাষাতে ভালো বলা উচিত সেটা আমার জানা নেই সত্যি বলতে অদ্ভুত সুন্দর ❤ take love broo

  • @taniaroy862
    @taniaroy862 7 месяцев назад +110

    যত দিন যাচ্ছে একা থাকার মায়ায় আটকে যাচ্ছি..... একা থাকি , ইউটিউব এ ঘুরি, সবার কমেন্টস গুলো পড়ি, ভালো লাগে , ভালো থাকি , কমেন্টস করছি কারণ জানি এই জগৎ টা অচেনা মানুষের , চেনা মানুষরা এই জগতে আসবে না

    • @rjrajon4341
      @rjrajon4341 5 месяцев назад +3

      🥹

    • @marufasaied116
      @marufasaied116 5 месяцев назад +1

      সত্যি তাই

    • @salmaakhter7036
      @salmaakhter7036 4 месяца назад +1

      সময়ের ব্যবধানে এক সময় এই একাকিত্ব আর ভাল না ও লাগতে পারে,তখন কাও কে কিন্তু নুতন করে আপন করা যাবে না। তাই এখন ই এক জন মনের মত সংগি খুজতে হবে।বড় জরুরি।

    • @Jayato-725
      @Jayato-725 3 месяца назад +3

      অচেনা মানুষের ভীরে একটু ভালো থাকার চেস্টা ❤😢

    • @BenojirjahanMim
      @BenojirjahanMim 2 месяца назад +2

      Hm

  • @arkachakraborty1762
    @arkachakraborty1762 10 месяцев назад +7

    মাঝরাতে বসে এইসব গান শোনার জন্যই মানবজন্ম সার্থক ❤

  • @Fintech10
    @Fintech10 3 месяца назад +7

    অসময়ে সঙ্গ দিও! সুসময়ে সঙ্গী কেনা যায়। 🖤

  • @sahityamondal4093
    @sahityamondal4093 Год назад +10

    This is the most underrated song....❤️❤️
    মন ছুঁয়েগেলো গানটা। দারুন অসাধারণ অপূর্ব!🌼🌼🌼🌼

  • @mahmodamoly1928
    @mahmodamoly1928 8 месяцев назад +4

    এই পাঁজর ভরা ভালোবাসা, দু-হাত ভরে নাও!!
    তোমাকে ভালো না বাসলে এত সুন্দর গান শোনা হতো না!

  • @shilpa_mondal
    @shilpa_mondal 2 месяца назад +3

    কতো স্বপ্ন, আবদার, আবেগ, ভালোবাসা, মায়া, মূল্যবোধ রয়েছে এই কথাগুলোতে...
    এই আমায় কিছু নাই বা দিলে
    শুধু নিজের করে নেও😌😌😌

  • @Star_dust15
    @Star_dust15 Месяц назад +3

    কত না যত্নে, ভালোবাসায় মোড়া নরম একটা গান। ভালোবাসা তো এমনই হতে হয়... ❤🌼

  • @AkashRoy-ci7um
    @AkashRoy-ci7um День назад +2

    আমার প্রিয় মানুষটা বুঝতেই পারলো না তাকে কতটা ভালবাসি,,

  • @TasfidMahfuj
    @TasfidMahfuj Год назад +8

    যত পারো গান লিখ, সুর করে যাও জীবন বসন্তের এই সময় টা অন্যরকম সুন্দর।
    সময় গড়ালে সন্ধ্যের আলো ভীর করে। তাই থেমোনা...
    চমতকার অনুভূতি ❤️

  • @Maksudamirza
    @Maksudamirza Год назад +4

    যতবার শুনি,হৃদয় ছুয়ে যায়,ঠিক যেন আমার প্রতিবিম্ব তুলে ধরেছে। এমন একটা গান,যেন ঠিক তোমাকে চাওয়ার মূহুর্ত তুলে ধরেছে। আমি তো ঠিক এভাবেই তোমাকে চাই।

  • @adrisha7520
    @adrisha7520 Год назад +6

    Darun bhalo hoyeche... congratulations to both of you 🎉

  • @Mizutsuki_04
    @Mizutsuki_04 Год назад +4

    সুধার গলা তো সবসময়ই মুগ্ধ করে। নীলাঞ্জন, খুব সুন্দর বেঁধেছ গান টা...

  • @himadrimukherjee3927
    @himadrimukherjee3927 Год назад +3

    Jamon darun lyrics tamon misti golaa .... darun combination

  • @anirbandatta7900
    @anirbandatta7900 10 месяцев назад +2

    জিও সাভান এর আগে শুনেছি... আবার ইউটিউব এও শুনলাম...
    মনের অন্তরতম আকুলতা যে এভাবেও তুলে ধরা যায়...!! সত্যি ...
    ❤❤

  • @bidiptasaha4786
    @bidiptasaha4786 11 месяцев назад +3

    আবারও ভালোবাসা যায় এই লাইনগুলো শুনে....
    শুভেচ্ছা ♥️

  • @sahityamondal4093
    @sahityamondal4093 Год назад +8

    গানটার মধ্যে রয়েছে এক কোমল হাতের আদর। তার ছোঁয়ায় সেই অচিন পাখির উপস্থিতি চিরকাল অনুভব করা যায়।🌼🌼❤️❤️🌼🌼

  • @anikdas8104
    @anikdas8104 Год назад +73

    অষ্টমীর রাত নিজেকে ঘরবন্দী করেছি এক বোতল বিষন্নতার সাথে আর মুখরোচক হিসেবে এই গানটা বেঁছে নিয়েছি, জানিনা কি লিখছি হয়তো বেশিই হয়ে গিয়েছে তবু যারা অন্তর থেকে বুঝতে চাইবে তারা পারবে হয়তো বুঝতে।

  • @shakibhossen522
    @shakibhossen522 13 дней назад +1

    ভালোবাসা বুঝার ক্ষমতা সবার হয়ত থাকে না।তারা শুধু দুক্ষই দিতে জানে। ভালোবাসতে জানে না।সত্যি সেই দুক্ষ পাজর ভাঙ্গা দুক্ষ।

  • @moudebsarma
    @moudebsarma 9 месяцев назад +6

    শুধু তোমাকেই ভালোবাসবো ভেবেছি শত জন্ম ধরে,, ছাদে ঠান্ডা হাওয়া যখন মুখ খানা ছুঁয়ে পেরিয়ে যায় তোর কথা ভাবি নিজের অজান্তে হাসি। সব শেষে ভালোবাসি একবার নয় বার বার ❤

  • @learningwithemran4701
    @learningwithemran4701 12 дней назад +2

    এত এত কাব্যিক কথা যে গানের হতে পারে! হ্যাটস অফ টু দ্যা রাইটার।

  • @animadas5813
    @animadas5813 Год назад +84

    শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙে ভাসিয়েছি মোহনার কাছে এসে।
    শুধু তোমাকেই ভালোবেসে দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এ দেশে। শুধু তোমাকেই ভালোবেসে।
    শুধু তোমাকেই ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে। শুধু তোমাকেই ভালোবেসে।
    তোমাকেই ভালো বাসবো ভেবেছি শত যুদ্ধেরও শেষে।
    শুধু তোমাকেই ভালোবেসে।
    এই পাঁজর ভরা ভালোবাসা দু'হাত ভরে নাও। এই আধো আলো, আধো ছায়া দু'চোখ ভরে নাও। এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও।
    শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙে ভাসিয়েছি মোহনার কাছে এসে।
    শুধু তোমাকে ভালোবেসে দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এ দেশে। শুধু তোমাকেই ভালোবেসে। শুধু তোমাকেই ভালোবেসে।🌺❤️

    • @Jubongband
      @Jubongband 10 месяцев назад

      ruclips.net/video/OsIt9QZemhI/видео.htmlsi=yZwr_Ae8t7Hmg9FR

  • @apexeyecorner
    @apexeyecorner 5 месяцев назад +2

    যেন একটা স্রোত বয়ে গেল সুরের।শুধু সবটা সমর্পন তার কাছে। যেখানে কোনো দাবি নেই। এমনই হোক ভালোবাসা গুলো।
    অনেক শুভেচ্ছা 💐💐

  • @swetabanerjee7097
    @swetabanerjee7097 Год назад +10

    অনেক দিন পরে এত সুন্দর একটা মিষ্টি গান শুনে মনটা ভালো হয়ে গেল, খুব সুন্দর, একদম মন ভালো করা ❤️

  • @blueblood3232
    @blueblood3232 13 дней назад +2

    মন খুলে চিন্তা করতেও এমন একটা গানের প্রয়োজন

  • @ArjunkumarMohonto
    @ArjunkumarMohonto Месяц назад +4

    আমার পাঁজর ভরা ভালোবাসা আমার সাথেই আছে,😊 অনেক বাঁধা পেরিয়ে আমার পাঁজর ভরা ভালোবাসা আজো আমার সাথেই আছে সারাজীবন এর জন্য 😊😊😊❤❤❤❤

  • @sarwarsadaf3639
    @sarwarsadaf3639 8 месяцев назад +4

    অদ্ভুত এক মায়া কাজ করে গানটা শুনলে।

  • @themiddleclass4259
    @themiddleclass4259 Год назад +4

    সুন্দর ❤
    কিছু না করা promise ভেঙে, সমস্ত কিছু ভুলে যে হটাৎ ছেড়ে চলে গেলো, গানটা শুনতে শুনতে শুধু তার মুখটাই ভেসে উঠছিল

  • @nilanjanasarkar9013
    @nilanjanasarkar9013 3 месяца назад +5

    Ei gantar mayay atke gechi...❤

  • @tanjihasamantha3783
    @tanjihasamantha3783 Год назад +6

    শুধু চোখের জলেরাই সাক্ষী আছে,কতরাত গান টা প্লে করে নির্ঘুম রাত যাপন করেছি🌙🖤

  • @happyvibes7551
    @happyvibes7551 Год назад +2

    কী মিষ্টি গান! বহুদিন পর এত মিষ্টি গান শুনলাম।

  • @animeshdutta4465
    @animeshdutta4465 Год назад +6

    বেশ মিষ্টি হয়েছে। চালিয়ে যা নীলাঞ্জন।

  • @SaurabhSikdar
    @SaurabhSikdar 9 месяцев назад +3

    বারবার ফিরে আসা এ গানে।
    এ যেন এক বুক মনখারাপ নিয়ে গঙ্গার পাড়ে এসে বসার মতন।
    1:15

  • @sattyamkudmi3092
    @sattyamkudmi3092 8 месяцев назад +5

    শ্রমিক মৌমাছির আত্মাহুতির মতো পরম দধিচীর গান।
    নরম মনে শুনতে ইচ্ছে করে।
    এরপরেও প্রেমিকা যদি দূরে সরে তাহলে বুঝতে হবে প্রেম বলে কিছু নেই।

  • @notlovingit
    @notlovingit Год назад +13

    Kyemon odbhut ekta mishti gaan 🤍

  • @aindreemukherjee383
    @aindreemukherjee383 Год назад +3

    না পাওয়ারও অদ্ভুত একটা শান্তি আছে গানটায়

  • @hiyachatterjee350
    @hiyachatterjee350 Год назад +2

    Opurbo ...bhasha gulo buker nibir tuku chhunye gelo

  • @sayantikaadhikary5687
    @sayantikaadhikary5687 Год назад +6

    কথাগুলো ভীষণ সুন্দর❤️

  • @mismahabibasultana7133
    @mismahabibasultana7133 3 месяца назад +2

    গানটা তে ভীষণ ভাবে প্রেমের অসহায়ত্ব আর নিঃসঙ্গতা প্রকাশ পায় ❤

  • @kushalsaha28
    @kushalsaha28 21 день назад +3

    এসব গান যেন ভাইরাল না হয়। কিছু জিনিস সীমিত থাকাই ভালো। মর্যাদা ক্ষুণ্ন হওয়ার সম্ভবনা থাকে না।❤

  • @barmanjishu6432
    @barmanjishu6432 Год назад +3

    গানটা কি অসম্ভব রকমের সুন্দর ... একটা আলাদা রকমের মিষ্টতা আছে... আর শান্তি পাই এই গানটা শুনে ❣️❣️😌😌

  • @twinkling_sky
    @twinkling_sky Год назад +6

    এই সুন্দর গানটা আগে শুনিনি কেনো সেইটাই ভাবছি🥺♥️

  • @buddhadebghosh9972
    @buddhadebghosh9972 2 месяца назад +2

    Ki marattok valo gaan banas tui. Opekkha e roilam aro gaan er.

  • @SumonbinShohan
    @SumonbinShohan 24 дня назад +4

    সাবরিনা, শুধু তোমাকেই ভালোবেসে, এক জীবন ব্যয় করেছি ভাবী বৃহস্পতিবার শেষে।

  • @rajeshpradhan9338
    @rajeshpradhan9338 11 месяцев назад +2

    Masterpiece 😍😍 হাজারো প্রেমিকার মনের কথা 😇

  • @pujadey2334
    @pujadey2334 Год назад +3

    কি সুন্দর গানটা❤ pottek ta lyrics jeno jiboner sathe mile gelo.❤

  • @anitadebnath680
    @anitadebnath680 11 месяцев назад +2

    খুব খুব সুন্দর গান টা অদ্ভুত এক ভালোবাসা জন্মে গেলো শুনেই ❤
    Lyrics টাও খুব সুন্দর voice টাও দারুণ মন ছুঁয়ে যাচ্ছে ❤❤❤

  • @joy_ofc95
    @joy_ofc95 Год назад +5

    আমার প্রিয় মানুষের আমায় দেওয়া সব থেকে প্রিয় গান ।। কথা গুলো জাস্ট ❤❤❤❤❤

  • @shamimaswad7067
    @shamimaswad7067 Год назад +2

    অসাধারণ লিরিক।সুন্দর গায়কী। ❤️

  • @akashmanna3686
    @akashmanna3686 Год назад +5

    আসলে এখন ভালোবাসা আর সম্পর্কটা
    দুটোই আলাদা হয়ে দাড়িয়েছে। ভালোবাসার সম্পর্কে কোনো দাবি থাকাই উচিত নাহ্। বরং শুধু সমর্থন থাকাটাই শ্রেয়।

  • @dipankarnath8187
    @dipankarnath8187 Год назад +3

    khub valo.. ar lyrics ta ,❤️

  • @indrajitbappa
    @indrajitbappa Год назад +3

    দারুন গেয়েছিস ভাই সুধা।
    বড় হও অনেক আমার বোকা সুধা

  • @arnabghosh5723
    @arnabghosh5723 11 месяцев назад +2

    Jani nah ai gan tah keno ato pochonder hoia galo ❤❤❤

  • @moumitasarkar02
    @moumitasarkar02 Год назад +4

    লুপ এ চলছে... মুগ্ধতা ❤

  • @joyprokashbaidya3075
    @joyprokashbaidya3075 Год назад +8

    "এই পাঁজরভরা ভালবাসা দুহাত ভরে নাও"❤
    প্রিয় মানুষকে উৎসর্গ করলাম 😌

  • @biswasapu8646
    @biswasapu8646 Год назад +3

    অনেকের খারাপ সিন্ধান্ত গ্রহণ থেকে বাচাতে এইসব গানের তুলনা নাই 🥰

  • @chandrimadas4822
    @chandrimadas4822 Год назад +4

    Khub mishti lyrics!!!

  • @arnabchatterjee5407
    @arnabchatterjee5407 Год назад +4

    Bhishon bhalo hoyeche, Nilanjan!

  • @aditichaudhury4834
    @aditichaudhury4834 Год назад +5

    এই কথাগুলোর চেয়ে বেশী সত্যি আজকের দিনে দাড়িয়ে আর কিচ্ছু নেই।... শুধু ভালোবেসে যে সব জিতে যাওয়া যুদ্ধ হেরে যাওয়া যায়, আবার সব হেরে যাওয়া গুলো জিতে যাওয়া তে পরিবর্তিত হয়ে যায়... দেখি সময় কাকে কখন কোথায় নিয়ে দাঁড় করায়....

  • @arijitsadhu04
    @arijitsadhu04 4 месяца назад +5

    " অসম্পূর্ণ ভালোবাসা "
    এই অসম্পূর্ণ শব্দটি দেখতে যতটাই ছোট এবং সরল অন্যদিকে ঠিক ততটাই জটিল
    গল্পটি অসম্পূর্ণ না হলে হয়তো এই রকম শব্দভাণ্ডার এর প্রতিচ্ছবি আমরা পেতাম না
    ©সঠিক শব্দচয়ন দ্বারা গানটি রূপদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই

  • @tahminaamin3802
    @tahminaamin3802 Год назад +3

    কী মিষ্টি! একদম রসগোল্লা! ❣️❣️

  • @soumidas3929
    @soumidas3929 Год назад +1

    খুব সুন্দর .... অনেকদিন পর ওনাকে❤ শোনানোর জন্য একটা গান পেলাম । ধন্যবাদ

  • @shibsankarmondal6200
    @shibsankarmondal6200 Год назад +3

    বৃষ্টি, মেঘলা আকাশ, বাতাসের
    মাঝে শুধু তোমায় খুঁজবো
    তোমায় ভালোবেসে ❤❤❤✨

  • @sudiptakhan001
    @sudiptakhan001 Год назад +6

    "শুধু তোমাকেই নতুন করে ভালবাসতে শিখলাম এই গানের মধ্যে দিয়ে"...❤️

  • @bikashpal3269
    @bikashpal3269 Год назад +6

    দারুন 😊,
    মন শান্ত করার গান