খুব ভালো লাগল আপনাদের এই দুই পর্বের জগদলপুর-দান্তেওয়ারা ভ্রমণ ভিডিও । অপূর্ব নৈসর্গিক দৃশ্যগুলো আপনার সুন্দরভাবে উপস্থাপন করেছেন । আমি একজন রিটায়ার্ড মানুষ আপনাদের ব্লগগুলো দেখে মানস ভ্রমণ করি আর আনন্দ পাই । আমি জগদলপুরের কথা ( বিশেষ করে চিত্রকূট জলপ্রপাতের) অনেকদিন আগ আনন্দবাজার পত্রিকা পড়েছিলাম তখন থেকেই যাওয়া খুব ইচ্ছা ছিল কিন্তু নানা কারণে যাওয়া হয়নি , এখন আবার সেটা চাগাড় দিয়ে উঠলো । অনেক ধন্যবাদ , ভালো থাকুন , আনন্দমনে ঘুরে আমাদের তার নির্যাস উপহার দিন এই আশায় শেষ করছি 👌👍
Thank you so much Andaman already ghora channel e video ache Please dekhe janaben kemon laglo Thank you Aj notun Video esegeche please dekhe janaben kemon
Dandami luxury resort er 103 no room e amra chilam last september 23 te. Beautiful scenery of Chitrakoot water falls from balcony. Your video remember the memories of Chitrakoot and Danteswary temple.thank you. Resort e breakfast to complimentary chilo amader.
Khub sundor video ma'am.... monta vore gelo .... thank you for sharing this video.... next time apnara Raigarh (chattisgarh) visit korun ... darun lagbe okhane ..
Khub valo laghlo....Resort ta besh valo laghlo.....Khaowa Daowao valoi laghlo.....Dekhe.....But eder management ta thik thak laghlo na.....Baki sab kichu thik ache....
সুপ্রিয় মহাশয় ও মহাশয়া, আপনাদের সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার এবং ছোটদের জন্য অফুরান ভালোবাসা ও অনেক অনেক আদর। আশাকরি আপনারা সবাই কুশলেই আছেন,,,, আগের দিন কর্ম ব্যস্ততার কারণে ভিডিও দেখেও কমেন্ট করতে অক্ষম হয়েছি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী,,,, আজকের ভিডিওর শুরুতেই তো চোখ জুড়ানো দুটো মনমুগ্ধকর দৃশ্য, মনটাকে এক লহমায়, কোথায় যেন টেনে নিয়ে চলে গেল। আহা আহা, একদিকে অভুতপূর্ব একটা সূর্যাস্ত আর অপর দিকে সেই মাহেন্দ্রক্ষণের অবসান। মানে সত্যি সত্যি, ভাষাহীন সুন্দর একটা মুহূর্ত। পরের দিন সকালে আরো একধাপ এগিয়ে, ভারতের নায়াগ্রাকে জড়িয়ে সূর্যদয়। আবারো সেই মনহরা আস্বাদন করা। রাতের চাঁদ মামার, জলপ্রপাতের উপর না আসার ফলে, প্রকৃতি এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সকাল পরিবেশন করবে, এটা কিন্তু সত্যি সত্যি একদমই ধারণার বাইরে। তো যাইহোক,,,, তার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে দেবীর একান্ন পীঠের এক অন্যতম পীঠস্থান, দান্তেশ্বরী মাতা মন্দির ও ইত্যাদি স্থান কিন্তু,,,, কি আর করার, শুরু মানেই শেষ, আবার শেষ মানেই শুরু, এরা তো একে অপরের পরিপূরক। এর অন্যথা যে হওয়ার নয়। সত্যি বলতে, রীতিমত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম তো বটেই আর তার সঙ্গে বাড়তি সন্মান জানাতে আমি ব্যক্তিগত ভাবে এই ভিডিওটাকে, আমার হৃদয়ের মণিকোঠায় সযত্নে তুলে রাখলাম। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম, ততদিন,,,,, আপনারাও, অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এই প্রার্থনা করে আজকের মতো, এখানেই শেষ করলাম। নমস্কারান্তে, বাসব ভট্টাচার্য্য
Apaner tour plan dekhe amrao plan kore fellam akdom apnader moto kore . Apnader deoa details gulo amR vison kaje laglo thank you . I need a suggestions. Do we need any guide in jagdal pur
Onek onek diner apurna basana puran holo ei video abolokan kore ! Out of the world view of Chitrakote or Indian Niagra during sunrise , better than most beautiful dreams I would say (though the full moonlit views were not possible) ! Also other waterfalls, Barsur and Danteshwari Mandir pics were treat to watch ! Just have a query, from where/with whom and how many days ahead does one need to book Room No.101 of Damdami Luxury Resort in rainy season (maybe 15th August long weekend or otherwise in July-August) ?
আপনাদের hectic tour টা দুর্দান্ত হয়েছে। এত ভালো যে কি বলব। আর আপনারা যেভাবে খরচ টা জানিয়ে দিচ্ছেন ,,,,,, অভিনব।।।।আমি আর একটু বলব যে যেটুকু খরচ না করলেই নয় সেটা তো করতেই হবে। যেমন chitrakut waterfall দেখতে গেলে এখানে থাকতেই হবে। কিন্তু গাড়ি ভাড়া আর খাওয়া এদুটো মনে হয় কমান যেতে পারে।তো আপনারা আপনাদের মত করে একটা খরচ করছেন।আমার যেটা বলা সেটা হল যে আপনারা এটাও বলে দিন যে ইচ্ছা করলে এর থেকেও গাড়ি ভাড়া আর খাওয়া দাওয়া কম খরচে করা যেতে পারে আর সেটা একটু বলে দেওয়া। আর ওই ডালের জন্য হাতা বা চামচ আমার পছন্দ হয়নি।
Jagdalpur pur chitrokut and onno jaiga gulo ghure dekhar jonno cheapest vehicle ki ?? Car chara auto ki sight scene dekhai ?? Auto te gele total dekhte khorcha koto apanara jokhon giachilen tokhon kar ?? Plzzz janaben
আপনাদের ভিডিও টা বেশ ইনফোরমেটিভ। তবে আমার 2 টো প্রশ্ন আছে 1. হাওড়া থেকে সোজা jagdalpur যাওয়ার কি রুট? যেহেতু আমরা আগে আড়াকু vizag ঘুরেছি 2. আপনারা jagdalpur থেকে কোন ট্রেন এ হাওড়া ফিরলেন?
prothomei boli apnader video ta khub bhalo laglo ❤️, ekta kotha jante o chai, kolkata theke to jagdalpur er train chalu hoi ni, apnra ke onno kothao theke geachen?
@@TourPlannerBlog আরেকটা সাহায্য করবেন please? Chitrakoot এর কাছে dandami ছাড়া আর কোনো resort বা hotel আছে? আসলে আমি যেদিন যেতে চাইছি সেদিন sold out দেখাচ্ছে
Kolkata theke directly Chitrakoot gele kon train jay, kothay nambo ar seikhan theke anumanik distance koto? Echara, nearest airport konta, ar koto time lagte pare? Just 2N 3D er ekta tour plan ki hote pare for Chitrkoot falls?
খুব ভালো informative blog. একটা প্রশ্ন। যদি আমরা ট্রেনে করে ভুবনেশ্বর থেকে যাই তবে কোন ট্রেনে যাব ও কোন স্টেশনে নামব। Resort e কি দুধরনের room আছে? আপনারা কোন room e ছিলেন? আর আপনারা কী Jagdalpur থেকে হাওড়া ফিরে ছিলেন, কোন ট্রেনে?
@@TourPlannerBlog thank you. Can you suggest me some budget hotels near jagdalpur . What are the average room rent for double bed attached bath non ac room ?
চিত্রকূট অসাধারণ!!!!!! রিসর্ট ও বেশ ভালো তবে ওদের একটু প্রফেশনাল হতে হবে, আপনাদের চেক ইন নিয়ে যে প্রবলেম টা আগের দিন হয়েছিল সেটা কিন্তু মেনে নেওয়া যায়না। আশাকরি কর্তৃপক্ষ এই ব্যাপারটা নজর দেবে।
অপূর্ব সুন্দর | তবে একটা অনুরোধ অল্প বয়েস আপনাদের দয়া করে কথা বলতে বলতে হাঁটবেন না আপনি হাঁপিয়ে পড়েন এতে heartএর ওপর চাপ পড়ে | আমরা আপনাদের এই প্রচেষ্টায় মুগ্ধ কিন্তু শরীরের কথাটাও তো ভাবতে হবে |একটা কাজ করতে পারেন পুরো video করে নিয়ে হোটেল এ বসে বা বাড়ি ফিরে বাকি কাজটা করতে পারেন অবশ্যই এটা আমার কথা |
Jagdalpur bhalo Thakar jayga hotel rainbow city bhitare restaurant ache jagadalpurer sp khan Ka hotel kerala hotel Dashara athanasius rainy season better mp anyatam tourist place Jabalpur tajmahal fail Kintu jete have January par rukne ke liye Pawar lodge khana Soni hotel
চিএকূট জলপ্রপাত এর দৃশ্যটা মন ছুয়ে গেল। বিশেষ করে রাতের বেলার দৃশ্যটি। অপূর্ব এবং অসাধারণ।
Khub sundor...darun
Tmder jouney sesh hoa gle amar khub mon karaph hoa jay
Tbe next journey r jnno wait krb
Khub Valo laglo apnader video next video te Ami opekhai thaklam
Opurbo chitrakote..opurbo Drishyo..khb e informative video..eijnnei apnader channel eto vlo lage
Thank you
video khub bhalo laglo, r besi bhalo laglo sun rise on the top of chitrokot falls.
Hmm darun chilo oi drishyo
Valo video
very nice... jabar opekhai roilam
Thank you, ghure asun darun lagbe jaygata
Asadharon.
Very friendly and warm presentation...good to listen
খুব ভালো লাগল আপনাদের এই দুই পর্বের জগদলপুর-দান্তেওয়ারা ভ্রমণ ভিডিও । অপূর্ব নৈসর্গিক দৃশ্যগুলো আপনার সুন্দরভাবে উপস্থাপন করেছেন । আমি একজন রিটায়ার্ড মানুষ আপনাদের ব্লগগুলো দেখে মানস ভ্রমণ করি আর আনন্দ পাই । আমি জগদলপুরের কথা ( বিশেষ করে চিত্রকূট জলপ্রপাতের) অনেকদিন আগ আনন্দবাজার পত্রিকা পড়েছিলাম তখন থেকেই যাওয়া খুব ইচ্ছা ছিল কিন্তু নানা কারণে যাওয়া হয়নি , এখন আবার সেটা চাগাড় দিয়ে উঠলো । অনেক ধন্যবাদ , ভালো থাকুন , আনন্দমনে ঘুরে আমাদের তার নির্যাস উপহার দিন এই আশায় শেষ করছি 👌👍
Thank you so much
Andaman already ghora channel e video ache
Please dekhe janaben kemon laglo
Thank you
Aj notun Video esegeche please dekhe janaben kemon
অপূর্ব,,,অতুলনীয়,,,falls গুলো দুর্দান্ত,,,দারুণ enjoy করলাম আপনাদের সাথে,,,যাবার ইচ্ছা রইলো,,,অসংখ্য ধন্যবাদ
Ghure asun khub valo lagbe
Darrrrrrrrrruuuuuun lglo...
Waterfall gulo just amazing👌👌👌
Dandami luxury resort er 103 no room e amra chilam last september 23 te. Beautiful scenery of Chitrakoot water falls from balcony. Your video remember the memories of Chitrakoot and Danteswary temple.thank you. Resort e breakfast to complimentary chilo amader.
Thank you so much
Khub valo laglo,sotti khub sundar place
ধন্যবাদ
Amazing😍😍😍😍😍
Thank you ❤️
😍😊
Somjit da apner video gulo khub valo hoi ...didir video gulo o valo
Ei vlog er camera er kaj khub bhalo laglo
খুব সুন্দর একটা ভিডিও 👍👍👍
Thank you so much
Ajj notun video asche dekhte vulben na
Wow 😃😃😃😃😃
দেখছি, অসাধারণ লাগছে। বিশেষত সকালে সূর্যোদয়ের সময় চিত্রকোটের দৃশ্য।
Thank you so much
osadharon
Chitrakoote asadharon laglo 👌👌 khub valo 👍👍
অপূর্ব যাশশী ভব , দারুন 😍😍😍😍😍
ধন্যবাদ
অসাধারণ দৃশ্য।
দারুন জায়গা
Fantastic video. Many thanks.
Very nice and informative as usual
ধন্যবাদ
FANTASTIC 👌💗👍
Supersonic...
দারুন উপভোগ করলাম ।
অপূর্ব, খুব সুন্দর!
ধন্যবাদ
Amazing 👍👍
আমাদের মতো সাধারণ মানুষের কাছে দু:সাধ্য।
Ki darun
Sotyi darun sundor jayga
Extremely beautiful journey
দারুন জায়গাটা
খুব ভালো লাগলো দাদা।
As usual osadharon khub sundor
ধন্যবাদ
Khub sundor video ma'am.... monta vore gelo .... thank you for sharing this video.... next time apnara Raigarh (chattisgarh) visit korun ... darun lagbe okhane ..
Thank you... aboshyoi jabo
ফেরার দিনটা সবসময়ই খুব মন খারাপের
ঠিকই বলেছেন
খুব সুন্দর ভিডিও! ভালো লাগলো
শীতকালে কি ঝর্নার রূপ এরকমই সুন্দর থাকে?
না একটু জল কমে যায়
Darun
Thank you
Khub sundor 👌👌
Thank you
Feeling nostalgic😇😇😇 ami 2004 a gechilam. Aaj o sei rokom thrilling laglo. Tomader presentation, videography asadharan 👌👌👌
Keep growing !!! Awesome Content
অতুলনীয়
Thank you
Chitrakote waterfall opposite side you can get also excellent view.
Right
Amazing view ❤️
Awesome
ধন্যবাদ
Nice couple 😊
Wonderful
Khub valo laghlo....Resort ta besh valo laghlo.....Khaowa Daowao valoi laghlo.....Dekhe.....But eder management ta thik thak laghlo na.....Baki sab kichu thik ache....
হ্যাঁ ম্যানেজমেন্ট অতটা ভালো না।
তুলনাই চলে না। ওয়া !
অনেক অনেক ধন্যবাদ
Nice place
Yes
সুপ্রিয় মহাশয় ও মহাশয়া,
আপনাদের সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক নমস্কার এবং ছোটদের জন্য অফুরান ভালোবাসা ও অনেক অনেক আদর।
আশাকরি আপনারা সবাই কুশলেই আছেন,,,,
আগের দিন কর্ম ব্যস্ততার কারণে ভিডিও দেখেও কমেন্ট করতে অক্ষম হয়েছি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী,,,,
আজকের ভিডিওর শুরুতেই তো চোখ জুড়ানো দুটো মনমুগ্ধকর দৃশ্য, মনটাকে এক লহমায়, কোথায় যেন টেনে নিয়ে চলে গেল। আহা আহা, একদিকে অভুতপূর্ব একটা সূর্যাস্ত আর অপর দিকে সেই মাহেন্দ্রক্ষণের অবসান। মানে সত্যি সত্যি, ভাষাহীন সুন্দর একটা মুহূর্ত।
পরের দিন সকালে আরো একধাপ এগিয়ে, ভারতের নায়াগ্রাকে জড়িয়ে সূর্যদয়। আবারো সেই মনহরা আস্বাদন করা। রাতের চাঁদ মামার, জলপ্রপাতের উপর না আসার ফলে, প্রকৃতি এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সকাল পরিবেশন করবে, এটা কিন্তু সত্যি সত্যি একদমই ধারণার বাইরে। তো যাইহোক,,,,
তার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে দেবীর একান্ন পীঠের এক অন্যতম পীঠস্থান, দান্তেশ্বরী মাতা মন্দির ও ইত্যাদি স্থান কিন্তু,,,,
কি আর করার, শুরু মানেই শেষ, আবার শেষ মানেই শুরু, এরা তো একে অপরের পরিপূরক। এর অন্যথা যে হওয়ার নয়।
সত্যি বলতে, রীতিমত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম তো বটেই আর তার সঙ্গে বাড়তি সন্মান জানাতে আমি ব্যক্তিগত ভাবে এই ভিডিওটাকে, আমার হৃদয়ের মণিকোঠায় সযত্নে তুলে রাখলাম।
পরের ভিডিওর অপেক্ষায় রইলাম, ততদিন,,,,,
আপনারাও, অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এই প্রার্থনা করে আজকের মতো, এখানেই শেষ করলাম।
নমস্কারান্তে,
বাসব ভট্টাচার্য্য
অনেক অনেক ধন্যবাদ, আপনার কমেন্ট পেলে খুবই ভালো লাগে। 🙏
ধন্য হলাম।
প্রায় 16 বছর আগে গেছিলাম, তখন ছোট থাকলেও এখনও সব ছবির মতন স্মৃতিপটে অমলিন 😊
ধন্যবাদ
অপূর্ব।
দানদানি ছাড়া চিত্রকোটের পাশে আর কোনো থাকার জায়গা আছে?
গাড়ি ভাড়া ?
ফিরলেন কোন ট্রেনে?
আর কোনো থাকার জায়গা নেই। আমরা ভুবনেশ্বর হয়ে ফিরছি।
গাড়ি ভাড়া আমাদের 2দিনের জন্য পড়েছিল 6000টাকা (600কিমি ধরে)
অসাধারন😊😊
Dhonnobad
👌🏻👌🏻👌🏻
বৃন্দাবন ভ্রমণ নিয়ে একটা ভিডিও করুন plz
কোন train ধরলেন একটু জানাবেন please
Darjeeling er ektu offbeat jayga bolte parbe,r hotel ,r khorcha.
Pls
আমার চ্যানেলে প্রচার ভিডিও আছে, তাছাড়া এইসপ্তাহেই নতুন একটা ভিডিও আসছে।
Apaner tour plan dekhe amrao plan kore fellam akdom apnader moto kore .
Apnader deoa details gulo amR vison kaje laglo thank you .
I need a suggestions. Do we need any guide in jagdal pur
Thank you so much..Emni lagbe na tobe offbeat jayga gulo like cave, tribal village nijera jaoa mushkil..
Dada desam bora gantok uppar paling jata parbo ki
Onek onek diner apurna basana puran holo ei video abolokan kore ! Out of the world view of Chitrakote or Indian Niagra during sunrise , better than most beautiful dreams I would say (though the full moonlit views were not possible) !
Also other waterfalls, Barsur and Danteshwari Mandir pics were treat to watch !
Just have a query, from where/with whom and how many days ahead does one need to book Room No.101 of Damdami Luxury Resort in rainy season (maybe 15th August long weekend or otherwise in July-August) ?
Thank you so much, i booked it from the website of Chhattisgarh tourism
আপনাদের hectic tour টা দুর্দান্ত হয়েছে। এত ভালো যে কি বলব। আর আপনারা যেভাবে খরচ টা জানিয়ে দিচ্ছেন ,,,,,, অভিনব।।।।আমি আর একটু বলব যে যেটুকু খরচ না করলেই নয় সেটা তো করতেই হবে। যেমন chitrakut waterfall দেখতে গেলে এখানে থাকতেই হবে। কিন্তু গাড়ি ভাড়া আর খাওয়া এদুটো মনে হয় কমান যেতে পারে।তো আপনারা আপনাদের মত করে একটা খরচ করছেন।আমার যেটা বলা সেটা হল যে আপনারা এটাও বলে দিন যে ইচ্ছা করলে এর থেকেও গাড়ি ভাড়া আর খাওয়া দাওয়া কম খরচে করা যেতে পারে আর সেটা একটু বলে দেওয়া। আর ওই ডালের জন্য হাতা বা চামচ আমার পছন্দ হয়নি।
ধন্যবাদ, খুব ভালো সাজেশন। পরের ভিডিওগুলো তে অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবো। আর সত্যিই বলতে ওই ডাল তোলার জিনিসটা আমার ও ভালো লাগেনি 😀
"ছত্তিসগড়"---ট্যুরিজম-এর প্রচুর সম্ভাবনা .......
Right
Ebar kothai tour ?? Janas....
Jagdalpur pur chitrokut and onno jaiga gulo ghure dekhar jonno cheapest vehicle ki ?? Car chara auto ki sight scene dekhai ?? Auto te gele total dekhte khorcha koto apanara jokhon giachilen tokhon kar ?? Plzzz janaben
আপনাদের ভিডিও টা বেশ ইনফোরমেটিভ। তবে আমার 2 টো প্রশ্ন আছে
1. হাওড়া থেকে সোজা jagdalpur যাওয়ার কি রুট? যেহেতু আমরা আগে আড়াকু vizag ঘুরেছি
2. আপনারা jagdalpur থেকে কোন ট্রেন এ হাওড়া ফিরলেন?
হাওড়া থেকে জগদলপুরের ডিরেক্ট ট্রেন আছে , করোনা কালে সেই ট্রেন বন্ধ ছিল এখন চালু হয়েছে ট্রেনের নাম কোরাপুট এক্সপ্রেস
Jagadalpur to howrah train no ta paoa jbe???
Can we see the fall from all the wooden cottages balcony? or only view from few cottages only.
Yes you will get to see
@@TourPlannerBlog How many days required to cover Chitrakote, Tamdaghumar, tirathgarh?
Ferar samay 4 pm e apnara Jagdalpur Station e elen. Kon train dhore kivabe Kolkata porjonto firlen jodi bolen khub bhalo hoy.
Amra Jagdalpur theke Bhubaneswar firechilam
দারুণ! এই ঘরটার বুক করার link share করো plz
Google e giye chattishgarh tourism likhe search korun peye jaben
Details of hotel charge means include food(details)ornot every charges must be details.
In which month you went there.please suggest which month is preferrable
July August is a good time
prothomei boli apnader video ta khub bhalo laglo ❤️, ekta kotha jante o chai, kolkata theke to jagdalpur er train chalu hoi ni, apnra ke onno kothao theke geachen?
Age direct train chilo kintu ekhon covid er jonyo bandho..Tai vizag hoye giyechilam.. Bhubaneswar hoye firechilam....vizag na jete chaile bhubaneswar theke train royeche jagdalpur.. bhubhabneswar hoyeo jaoya jay..Amra firechilam Bhubaneswar hoye...Echara Raipur hoyeo jaoa jay tobe Raipur theke Jagdalpur train nei bus na garite jete hobe somoy lage 3ghonta moto.
Well done. Excellent view. What are you job?
Thank you
Gari book krlen kivabe ....room gulo kotha teke kivbe book krlem .... description e takle vlo hto
Please ager video gulo infact puro Series ta ektu valo kore dekhun sob info paben
আপনারা jagdalpur থেকে কোন train এ ফিরলেন একটু details এ জানাবেন?
Amra jagdalpur theke sambalpur express dhore Bhubaneswar hoye firechi
@@TourPlannerBlog আরেকটা সাহায্য করবেন please? Chitrakoot এর কাছে dandami ছাড়া আর কোনো resort বা hotel আছে? আসলে আমি যেদিন যেতে চাইছি সেদিন sold out দেখাচ্ছে
Kolkata theke directly Chitrakoot gele kon train jay, kothay nambo ar seikhan theke anumanik distance koto? Echara, nearest airport konta, ar koto time lagte pare?
Just 2N 3D er ekta tour plan ki hote pare for Chitrkoot falls?
Jagdalpur to howrah direct ki train ache, ar kemon..... or any other way to return howrah.......
Ekhon covid situation er jonyo cholche na..Tai amra Bhubaneswar hoe firechi
Okay
Shall I divert from vizag?
Yes you should
Apnara jagdalpur theke kon train e firechen??
Amra jagdalpur theke sambalpur express dhore Bhubaneswar hoye firechi
খুব ভালো informative blog. একটা প্রশ্ন। যদি আমরা ট্রেনে করে ভুবনেশ্বর থেকে যাই তবে কোন ট্রেনে যাব ও কোন স্টেশনে নামব। Resort e কি দুধরনের room আছে? আপনারা কোন room e ছিলেন? আর আপনারা কী Jagdalpur থেকে হাওড়া ফিরে ছিলেন, কোন ট্রেনে?
Howrah theke Jagdalpur jay koraput express ete gele ba firle subidha hobe
Bhubaneswar theke Sambalpur express ache
Room type 2dhoroner ache
Amra deluxe room e chilam
Jagdalppur থেকে কোন ট্রেনে ফিরলেন।
ভুবনেশ্বর সম্বলপুর এক্সপ্রেস
@@TourPlannerBlog thank you. Can you suggest me some budget hotels near jagdalpur . What are the average room rent for double bed attached bath non ac room ?
চিত্রকূট অসাধারণ!!!!!! রিসর্ট ও বেশ ভালো তবে ওদের একটু প্রফেশনাল হতে হবে, আপনাদের চেক ইন নিয়ে যে প্রবলেম টা আগের দিন হয়েছিল সেটা কিন্তু মেনে নেওয়া যায়না। আশাকরি কর্তৃপক্ষ এই ব্যাপারটা নজর দেবে।
ঠিক বলেছেন, সার্ভিসটা ঠিক রাখলে আর দেখতে হবে না। লোকেশনটা জাস্ট ফাটাফাটি।
Niagra Falls of India (Chitrako Falls) - Indravati River
Biggest fall - Jog/Gerosoppa falls
Highest- Kunchikal
অপূর্ব সুন্দর | তবে একটা অনুরোধ অল্প বয়েস আপনাদের দয়া করে কথা বলতে বলতে হাঁটবেন না আপনি হাঁপিয়ে পড়েন এতে heartএর ওপর চাপ পড়ে | আমরা আপনাদের এই প্রচেষ্টায় মুগ্ধ কিন্তু শরীরের কথাটাও তো ভাবতে হবে |একটা কাজ করতে পারেন পুরো video করে নিয়ে হোটেল এ বসে বা বাড়ি ফিরে বাকি কাজটা করতে পারেন অবশ্যই এটা আমার কথা |
Thank you
View from room pete gele ki cottage e thakte hobe na ki Deluxe AC room theke view paoa jai?
Na na temon kono byapar nei
Tobe cottage theke best view
Apnara kon month a gechilen? Dandamir best room konta?
Apnara ki raipur theke garite asen? Kotokhon laglo? Rasta kamon?
Araku theke direct jagdalpurer train er ticket paoa jai? naki advance ticket kete rakhte hoy?
Advance kete rakhun
@@TourPlannerBlog thank you so much
Dandami resort book ki vabe kora jay janaben pl
Online e
Only Chitrokote waterfalls dekhar plan thakle aprox koto costing hote pare 2 nights e ??......janaben plz
Jodi Jagdalpur station er pashe thaken tahole per head 2500-3000 moto porte pare per head (4joner group hole)
Thnku for idea
Apni satdhara January tae jan.
51পিঠের এক পিঠ দর্শন পরম পাওয়া দয়া করে গুয়াহাটি, শিলং নিয়ে ভিডিও বানাবেন আশা করি নিরাশ করবেন না
সঙ্গে থাকুন অবশ্যই ভিডিও আসবে
Ferar train tar nam r number kindly janaben
Plse tell me hotel contact and tariff
I m going withn 3/4days
For hotel booking call 9109188567
@@TourPlannerBlog thnz
Costly hotel
Jagdalpur bhalo Thakar jayga hotel rainbow city bhitare restaurant ache jagadalpurer sp khan Ka hotel kerala hotel Dashara athanasius rainy season better mp anyatam tourist place Jabalpur tajmahal fail Kintu jete have January par rukne ke liye Pawar lodge khana Soni hotel
ভালো লাগলো ভিডিও টি ❤️❤️❤️
ruclips.net/channel/UC3ZDm_oG6bcY-pUrdKW3LLw
(Pranab Traveller's)
Chitrakote waterfalls, not Chitrkoot.
Rectify kore dilam