আমরা হয়তো এখনো বুঝছি না যে আমরা কত বড় একজন শিল্পী হারালাম। তার অভাব কখনোই পুরন হবার নয়...বিনম্র শ্রদ্ধা তার প্রতি। যেখানেই থাকুক ভালো থাকুক প্রিয় বারি ভাই
এই বয়সেও উনি এত ভালো করে বাঁশি বাজিয়েছেন এবং গান পরিবেশন করেছেন, এটা মজবুত সাধনা ব্যাতিত সম্ভব নয়। আলহামদুলিল্লাহ। ওনার আত্মার শান্তি কামনা করি মহান মালিকের পাক শাহী দরবারে, আমিন।
আহমেদ ইমতিয়াজ এবং বারি সিদ্দিকী দুজনেই আজ পৃথিবিতে বেচে নেই। কেমন জানি মনটা হু হু করে কেদে ওঠলো লিখতে গিয়ে, তারা দুজনেই আমাদের গানের ভান্ডারকে করেছেন সমৃদ্ধ।
শিল্পী এত বিশ্বস্থ ও আন্তরীক হয় তা শ্রদ্ধেয় বারী সিদ্দিকীকে না পেলে বুঝতে পারতাম না। উনি আত্মার সমস্থ অনুভুতি দিয়ে ভক্ত শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য গান । মনে হয় এর থেকে আর অনুভুতিতে দিয়ে দাওয়ার ছিলোনা। যেখানে থাকুন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ভালো থাকবেন ।
কোন ভাষা নেই মনে আজ হারিয়ে ফেলেছি খুব সহজে যার যাতনা সেই বোঝে তার বেদনা । শুধু বলবো স্যার অন্তর থেকে ওপারে ভাল থাকবেন । এই তো আপনি বেচে আছেন লক্ষ কোটি ভক্তের মাঝে কালজয়ী সুরের মাঝে । মাসুম মিয়া ,উঃ বয়ড়া,চরপাড়াবাজার, সোনাতলা,বগুড়া।
মৃত্যু মানে হলো এক জগতের সমাপ্তি আর নতুন আরেকটি জগতের শুরু ৷ উনি এই গানটি শুধু গাননি বরং গানটিকে নিজের ভিতরে লালন করেছেন,অনুধাবন করেছেন ♥ আর পরবতী জগতের কথা অনুধব করেছেন ♥ কি দরদ ♥কি মাধুর্য ♥ আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক ♥
এমন একজন গুনি শিল্প এমন একজন ভালো মানুষ এত তারাতারি চলে যাবেন কখনো আমি ভাবি নি, আপনার প্রতি অনেক শ্রাদ্ধা ভালবাসা আছে থাকবে যতদিন বেচেঁ থাকবো অনেক মিস করবো আপনাকে স্যার
“আমার অনেক বাশের বাঁশি আছে, মিছে কেন কিনবি চাটাই বাঁশ।। আমি বারী বাঁশরিয়া বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।। তা না হলে বাঁশির ভেলায় ভাসাইয়া দে লাশ আমার অনেক বাঁশের বাশি আছে, মিছে কেন কিনবি চাটাই বাঁশ।। ছোট বড় মধ্যম চিক্কন অনেক বাঁশি আছে খাটিয়াটা বাঁশির হবে আরজ তোদের কাছে।। আমি বারী বাঁশরিয়া বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।। লেখাপড়া করছি আমি করছি ডিগ্রি পাস আমার অনেক বাঁশের বাশি আছে, মিছে কেন কিনবি চাটাই বাঁশ। আমার মনের অন্তিম ইচ্ছা তোরা মেনে নিবি যেখানেতে বাঁশেরই ঝাঁড়, সেথায় কবর দিবি।। শোন সবাই মন দিয়া, জন্ম নিব বাঁশী নিয়া। পুনঃজন্মে বিশ্বাসী না, তবু মনের আশ আমার অনেক বাঁশের বাঁশী আছে মিছে কেন কিনবি চাটাই বাঁশ।। আমি বারী বাঁশরিয়া বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।। তা না হলে বাঁশির ভেলায় ভাসাইয়া দে লাশ আমার অনেক বাঁশের বাঁশি আছে, মিছে কেন কিনবি চাটাই বাঁশ।”
@@mdeklasurrahman5814আপনার এখনো জানার অনেক বাকি রয়েছে ভালো করে জেনে নিবেন কারন জেনে নিলে আর এরকম কমেন্টে জিগাস করতে লাগবেনা মাইন্ড করিয়েন না যদি খারাপ লাগে তবে জেটা বলেচি সেটাই সথ আমার মনে হয়
গুরু খুব কেঁদেছি অন্দকারে অনুরাগের গান শুনে ,, আমি সে আগুনে পুড়তে চাই আরো, আমার মতো হাজার লোক এইসকল গান শুনে কাঁদছে,, আপনার গাওয়া গান গুলো আমি যদি গাই তাহলে আমাকে দেখা ছাড়া কেউ বুঝবে না বারী সিদ্দিক না অন্য কেউ,, আমি আবার সেই সুর নিয়ে আসবো সবার মাঝে ,, ইতি গীতিকার ফকির রাজন শুভ
বারী ভাই আর কত আপনি আমাদের কাদাবেন! আগে কান্না করতাম আপনার গান শুনে এর এখন আরো বেশি কাদি যখন মনে করি আপনি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছেন। ভালো থাকেন আপনি
জীবনে অনেকবারই এই গান শুনেছি। আজকে আবার শুনলাম জার্মানিতে বসে। বিদেশী কালচারের মধ্যে একদম খাঁটি দেশি সংষ্কৃতি চর্চা। লাভ ইউ বস, বারি সিদ্দিকী। রেস্ট ইন পিচ। মিউনিখ জার্মানী ১০ জুলাই ২০২২ (ইদ উল আযহা'র দিন)
আজকে আমি অনেক দিন পর আপনার কথা মনে করে কেঁদে দিলাম আর কমেন্ট পড়ে আর থামাতে পারলাম না 😓😓😓😓😓 কে কে শুনছেন ২০২১ সালে লাইক দিয়েন 🙏🙏 ভালো থাকো আপনি miss you 😚 love you 💔
বিদায় গানের পাখি সোয়াচান পাখি।অনেক ভালোবাসি আপনার গান।আপনার এ গানগুলো না থাকলে হয়ত আমাদের মত কপালপোড়াদের সারাদিন শুধু কান্না করতে করতে জীবন চলে যেত।ধন্যবাদ প্রিয় শিল্পী যেখানে থাকুন ভালো থাকুন এ দোয়া সবসময়।
One of a kind song - I believe this is the first song rendering the thought of making arrangement for final journey with artist’s own music instrument. Very touchy lyrical rendition. My heart goes on.
একটা নক্ষত্র ঝড়ে পড়লো, কেন জানি কিছুদিন আগে স্যারের গান শুনার পর মনে হলো এমন মানুষ যদি হঠাৎ করে চলে এইসব গান গাওয়ার মানুষ আর নেই এমন দরদী কণ্ঠে গান আর গত বৃহস্পতিবার শুনলাম স্যার আর নেই কিযে যন্ত্রণা অনুভব করলাম বুঝাতে পারবো না,, মানুষ হয়ে এসেছি যেতেই হবে একদিন স্যারের জন্য শুধু দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না দোয়া ছাড়া,, আল্লাহ্ যেন উনাকে বেশত নসীব করেন আমীন..... সুম্মা আমীন.....
এই প্রাবাসের মাটিতে যে কত রাত কেটে গেল.!😅💔এই এই বারী সিদ্দিকীর স্যার গান শুনতে শুনতে! জানি নাহ আরো কত রাত কাটবে.! 📖🖋️💜 বয়স টা আলাদা হলেও কষ্ট টা একই স্যার.!! এইসব গানের মর্ম সব মানুষ বুঝবে না!🙂 20:08:2024 স্মৃতি রেখে গেলাম! 📖🖋️
সাঁইজির দেহ মোবারকের বিদায় হয়েছে, কিন্তু অন্তর খানা আমাদের মাঝে এখনো রয়ে গেছে , আপনাকে অনেক মনে পড়ে সাঁইজি, খুবই ইচ্ছে করে আপনার দেহ মোবারক টা একটু ছুয়ে দেখতে😭
03-09-2024 এ এসেও বারি সিদ্দিক স্যার এর গান শুনি। আমার বাবা 2009 সালে মারা গেছেন তখন আমি ক্লাস ফাইভ এ পড়ি তিনিও গান বাজনা করতো তাকে মনে পড়লে বারি সিদ্দিক স্যার এর গান শুনি।
Love you dear honorable singer bari Siddiqui bhai legend boys.....opara valo thakben guru... Always love Alhamdulillah Allah vorosa. Wow songs all the best guru. 😢💌💕🤲🤲💕💕😢
আমরা হয়তো এখনো বুঝছি না যে আমরা কত বড় একজন শিল্পী হারালাম। তার অভাব কখনোই পুরন হবার নয়...বিনম্র শ্রদ্ধা তার প্রতি। যেখানেই থাকুক ভালো থাকুক প্রিয় বারি ভাই
জাহান্নামে গেই বুঝতে পারবে কাকে হারালাম
,%
Ox
@@snnidir2715 apni 👍👍👍👍
Ppppp
এই বয়সেও উনি এত ভালো করে বাঁশি বাজিয়েছেন এবং গান পরিবেশন করেছেন, এটা মজবুত সাধনা ব্যাতিত সম্ভব নয়। আলহামদুলিল্লাহ। ওনার আত্মার শান্তি কামনা করি মহান মালিকের পাক শাহী দরবারে, আমিন।
হুম ভাই এক অনুষ্ঠানে বলেছিলেন উনি নাকি ১২ বছর টানা ১৪-১৫ ঘন্টা করে বাশি সাধনা করতেন
গুরু পদে ভক্তি রইলো দয়াল ❤🙏
আমিন
বারী সিদ্দিকীর মতো শিল্পীদের জন্ম শতাব্দীতে একবারই হয়। আগামী কয়েক শতকেও এমন শিল্পী পাবো না 😢😢😢
আহমেদ ইমতিয়াজ এবং বারি সিদ্দিকী দুজনেই আজ পৃথিবিতে বেচে নেই। কেমন জানি মনটা হু হু করে কেদে ওঠলো লিখতে গিয়ে, তারা দুজনেই আমাদের গানের ভান্ডারকে করেছেন সমৃদ্ধ।
❤
অমূল্য রত্ন,,,, ❤️❤️❤️
আমাদের নেত্রকোনার কৃতি সন্তান।
অভিনয়ের কারিগর গুরু হুমায়ূন ফরিদী ও সুরের কারিগর গুরু বারী সিদ্দিকীর সাক্ষাৎ না পাওয়ার আফসোস বড়ো কষ্ট দেয় 😢😢😢
অসাধারণ প্রতিভা বারী স্যার এর। আল্লাহ ওনাকে জান্নাত দান করুক আমিন।
❤❤❤❤❤
তিনি নেই, কিন্তু তার গান গুলো পরে আছে বাংলার বুকে....অসাধারণ মন ছুয়ে যায় গান সুনে,,,,আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে
যারা যারা ২০২৪ শে এসে শুনছেন,, তারা একটা করে লাইক দিয়ে যাবেন😊
গুরুর কণ্ঠে এই গানটি রাজবাড়ী মাঠে হাজার হাজার দর্শকের ভীরে শুনেছিলাম। আহ! কি কণ্ঠ! ।
শিল্পী এত বিশ্বস্থ ও আন্তরীক হয় তা শ্রদ্ধেয় বারী সিদ্দিকীকে না পেলে বুঝতে পারতাম না। উনি আত্মার সমস্থ অনুভুতি দিয়ে ভক্ত শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য গান । মনে হয় এর থেকে আর অনুভুতিতে দিয়ে দাওয়ার ছিলোনা। যেখানে থাকুন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ভালো থাকবেন ।
উনার বাউল বাড়ি আমার বাড়ির পাশে।উনাকে খুব কাছ থেকে দেখছি।ব্যক্তি হিসাবে অনেক ভালো মনের মানুষ ❤️❤️
দিন যাবে দিন আসবে কত কিছু পরিবর্তন হবে
কিন্তু উনার মত শিল্পী আর এক জন ও আসবে না, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক 🥀
কোন ভাষা নেই মনে আজ হারিয়ে ফেলেছি খুব সহজে যার যাতনা সেই বোঝে তার বেদনা । শুধু বলবো স্যার অন্তর থেকে ওপারে ভাল থাকবেন । এই তো আপনি বেচে আছেন লক্ষ কোটি ভক্তের মাঝে কালজয়ী সুরের মাঝে । মাসুম মিয়া ,উঃ বয়ড়া,চরপাড়াবাজার, সোনাতলা,বগুড়া।
বারি স্যারের বাঁশির সুর শুনলে আমি ঠিক থাকতে পাড়ি না😥😥,,আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন❤️
২০২৪ সালে বারি সিদ্দিকী স্যারের ভক্তদের দেখতে চাই
Asi
আমি🙋♂️
🖐️🖐️
আমি
Ami
একজন সেরা গায়ক যার গানের প্রতিটা ছন্দে শেখার যেমন আছে ঠিক ভালো মানুষ হওয়া তাড়না দেয়। আল্লাহ্ বারী ভাইকে জান্নাতের বাসিন্দা করুক , আমীন।
মৃত্যু মানে হলো এক জগতের সমাপ্তি আর নতুন আরেকটি জগতের শুরু ৷ উনি এই গানটি শুধু গাননি বরং গানটিকে নিজের ভিতরে লালন করেছেন,অনুধাবন করেছেন ♥ আর পরবতী জগতের কথা অনুধব করেছেন ♥ কি দরদ ♥কি মাধুর্য ♥ আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক ♥
এমন একজন গুনি শিল্প এমন একজন ভালো মানুষ এত তারাতারি চলে যাবেন কখনো আমি ভাবি নি, আপনার প্রতি অনেক শ্রাদ্ধা ভালবাসা আছে থাকবে যতদিন বেচেঁ থাকবো অনেক মিস করবো আপনাকে স্যার
প্রবাসী আমরা ইতালির জীবন
M×Enhay
প্রবাসী আমরা ইতালির জীবন bfnfn
প্রবাসী আমরা ইতালির জীবন ভাই তোমার কথা শুনে চোখে পানি চলে এলো
প্রবাসী আমরা ইতালির জীবন ঋ
আজ স্যার বারী সিদ্দিকী এবং গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল দুজনেই পরপারে,,এখন বুঝা যায় উনারা কত বড় মাপের ছিলেন।উনাদের অভাব পূরণ হবার নয়।উনাদের আত্নার মাগফেরাত কামনা করছি
বুলবুল ভাই ছারা এমন গান কারও পক্ষে সম্ভব না।আপনি বেচে থাকবেন আমাদের অন্তরে
স্যালুট বস ! ওপারে ভাল থেকো !
আহা জীবন্মৃত কিংবদন্তি!
নিজের কথা নিজেই বলে গিয়েছিলেন।
রাত ২:০০ টায় শুনতেছি আর ভাবি এমন জনম........
এমন গুণী জনের একবার শুধু মাত্র সাক্ষাৎ পাওয়ার সৌভাগ্য হয়েছে চট্টগ্রাম। যেখানেই থাকুন ভালো থাকুন প্রিয় শিল্পী ❤
“আমার অনেক বাশের বাঁশি আছে,
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।।
আমি বারী বাঁশরিয়া
বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।।
তা না হলে বাঁশির ভেলায় ভাসাইয়া দে লাশ
আমার অনেক বাঁশের বাশি আছে,
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।।
ছোট বড় মধ্যম চিক্কন অনেক বাঁশি আছে
খাটিয়াটা বাঁশির হবে আরজ তোদের কাছে।।
আমি বারী বাঁশরিয়া
বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।।
লেখাপড়া করছি আমি করছি ডিগ্রি পাস
আমার অনেক বাঁশের বাশি আছে,
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।
আমার মনের অন্তিম ইচ্ছা তোরা মেনে নিবি
যেখানেতে বাঁশেরই ঝাঁড়, সেথায় কবর দিবি।।
শোন সবাই মন দিয়া, জন্ম নিব বাঁশী নিয়া।
পুনঃজন্মে বিশ্বাসী না, তবু মনের আশ
আমার অনেক বাঁশের বাঁশী আছে
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।।
আমি বারী বাঁশরিয়া
বাঁশি যে মোর প্রাণপ্রিয়া।।
তা না হলে বাঁশির ভেলায় ভাসাইয়া দে লাশ
আমার অনেক বাঁশের বাঁশি আছে,
মিছে কেন কিনবি চাটাই বাঁশ।”
আমি বুঝতে পারছি না উনি কি মুসলিম নাকি বিধর্মী ,,পুনঃজম্নে বিশ্বাস করে না নাউজুবিল্লাহ
@@mdeklasurrahman5814 উনি পুরোদস্তুর মুসলিম। হিন্দু বিশ্বাস মতে মানুষ মরার পর পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে আসে। উনি সেই পুনর্জন্মের কথাই বলেছেন এখানে
wow
@@mdeklasurrahman5814আপনার এখনো জানার অনেক বাকি রয়েছে ভালো করে জেনে নিবেন কারন জেনে নিলে আর এরকম কমেন্টে জিগাস করতে লাগবেনা মাইন্ড করিয়েন না যদি খারাপ লাগে তবে জেটা বলেচি সেটাই সথ আমার মনে হয়
এই গানটায় শিল্পির মনের কথা সব উঠে এসেছে।কিন্তু একজন মুসলিম হিসেবে এই গান পুরোটাই বয়কোটযোগ্য।আল্লাহ তাকে ক্ষমা করে দিক
গুরু খুব কেঁদেছি অন্দকারে অনুরাগের গান শুনে ,, আমি সে আগুনে পুড়তে চাই আরো, আমার মতো হাজার লোক এইসকল গান শুনে কাঁদছে,, আপনার গাওয়া গান গুলো আমি যদি গাই তাহলে আমাকে দেখা ছাড়া কেউ বুঝবে না বারী সিদ্দিক না অন্য কেউ,, আমি আবার সেই সুর নিয়ে আসবো সবার মাঝে ,, ইতি গীতিকার ফকির রাজন শুভ
তুমি এতো ভালো কেনো ছিলে,এখন তোমার কথা ভাবতেই দুচোখে পানি চলে আসে।আল্লাহ্ তোমাকে জান্নাত নচিব করুক।
কতো অসাধারণ হলে তাকে অতি অসাধারণ বলা যায়-তা আমার অজানা। সত্যি অনন্য! ভালো থাকবেন ওপারে..
পৃথিবীতে দ্বিতীয়বার আর জন্ম হবে না বারী সিদ্দিকী 😭 লক্ষ কোটি মানুষ মিস করে তাকে 😭 আল্লাহ তুমি তার কবর আযাব মাফ করে দিও 🤲😭😭 0:17
উনি সত্যিই অসাধারণ।
তার সামনে থেকে তার গান শোনার সৌভাগ্য হয়েছে আমার।
কেন জানি মনের অজান্তে চোখে পানি চলে আসে 🥺🥺🥺.....আপনাকে আল্লাহ ভালো রাখুক❤️❤️
বারী ভাই আর কত আপনি আমাদের কাদাবেন! আগে কান্না করতাম আপনার গান শুনে এর এখন আরো বেশি কাদি যখন মনে করি আপনি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছেন। ভালো থাকেন আপনি
😢
রাইট ভাইজান
এমন মানব কি আর হবে ভাই?
Dtfyguw
এখন বারি বাইয়ে খানদাইতরানি কুন আমরারে এখন খানদাইতরা যেতায় গান অগুইন ইউটুব ছাড়িয়া রাখছইন ওউ অতায় 😃😃😃😃😆😆😆🤣🤣😭😭😭
জীবনে অনেকবারই এই গান শুনেছি।
আজকে আবার শুনলাম জার্মানিতে বসে।
বিদেশী কালচারের মধ্যে একদম খাঁটি দেশি সংষ্কৃতি চর্চা।
লাভ ইউ বস, বারি সিদ্দিকী।
রেস্ট ইন পিচ।
মিউনিখ
জার্মানী
১০ জুলাই ২০২২ (ইদ উল আযহা'র দিন)
Right
আজকে আমি অনেক দিন পর আপনার কথা মনে করে কেঁদে দিলাম আর কমেন্ট পড়ে আর থামাতে পারলাম না 😓😓😓😓😓 কে কে শুনছেন ২০২১ সালে লাইক দিয়েন 🙏🙏
ভালো থাকো আপনি
miss you 😚
love you 💔
Aw
L
@@mdtuhin3697 ড়
@@AshrafulIslam-wh6xf no Bj
2022 সালেও শুনছি
বিদায় গানের পাখি সোয়াচান পাখি।অনেক ভালোবাসি আপনার গান।আপনার এ গানগুলো না থাকলে হয়ত আমাদের মত কপালপোড়াদের সারাদিন শুধু কান্না করতে করতে জীবন চলে যেত।ধন্যবাদ প্রিয় শিল্পী যেখানে থাকুন ভালো থাকুন এ দোয়া সবসময়।
One of a kind song - I believe this is the first song rendering the thought of making arrangement for final journey with artist’s own music instrument. Very touchy lyrical rendition. My heart goes on.
স্যার আমার কান্না থামাতে পারছি না...... খুব শখ ছিল আপনার সাথে দেখা করার
Billal Hosen same
আমার ও অনেক ইচ্ছে ছিল ওনার সাথে দেখা করার
আমার ও খুব ইচ্ছা ছিল তার সাথে দেখা করার কিন্তু ভাগ্যে হয়নি
Amaro sobai opare giye dekha korbo okk
So sad 😭ami o
এখনো মাঝে মাঝেই মধ্য রাতে বারী সিদ্দিকীর গান শুনে শান্তি পাই মনে।আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন আমিন।
কিছু শিল্পীর গান আছে মানুষের হৃদয়ে আজীবন বাসা বেঁধে থাকে ওনি তেমনি শিল্পী ওনার গানের মরন হবে না।
এমন একজন মানুষের অভাব পূরণ হবে কিনা জানিনা তবুও আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন এমন একজন মানুষ আমদের মধ্যে পাঠান
বারী সার তো অসাধারণ, তারে আবার আহমেদ ইমতিয়াজ বুলবুল,এই মানুষটাও যা বাংলা গান লিখেছেন গেছেন, যা অতুলনীয়।
এক কথায় অসাধারণ এক সপ্তাহের মধ্যে তিন চারবার সোনা হয় গানটা ❤️❤️❤️
যতদিন বাংলা সঙ্গীত থাকবে ততদিন আপনার গান বেঁচে থাকবে মানুষের হৃদয়ে
বারী স্যারের গান শুনলে ভিতর টা কে নাড়া দিয়ে উঠে....অসাধারন সুর ।
গানের সুরকার বুলবুল ভাই ও অসাধারণ মানুষ ছিলেন।
আমাদের নেএকোনার গর্ব।
বারী সিদ্দিকী স্যার।🥰😭
একটা নক্ষত্র ঝড়ে পড়লো, কেন জানি কিছুদিন আগে স্যারের গান শুনার পর মনে হলো এমন মানুষ যদি হঠাৎ করে চলে এইসব গান গাওয়ার মানুষ আর নেই এমন দরদী কণ্ঠে গান আর গত বৃহস্পতিবার শুনলাম স্যার আর নেই কিযে যন্ত্রণা অনুভব করলাম বুঝাতে পারবো না,, মানুষ হয়ে এসেছি যেতেই হবে একদিন স্যারের জন্য শুধু দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না দোয়া ছাড়া,, আল্লাহ্ যেন উনাকে বেশত নসীব করেন আমীন..... সুম্মা আমীন.....
amin
Mr Rta Rahman
amin 😖
Mr Rta Rahman
আমিন
বাহ বাহু দারুন
চোখের পানি ধরে রাখতে পারি না , যতবার শুনি ততবার যেন প্রাণটা কে নতুন ভাবে ফিরে পাই...
অসাধারণ পরিবেশনা
বারীক সিদ্দিক স্যার ও ইমতিয়াজ বুলবুল স্যার দুজনই পরলোক গমন করছেন,,, আপনারা ভালো থাকবেন লিজেন্ডস,,,, আল্লাহ আপনাদের জান্নাত নসিব করুক। ❤
কথা দিয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত গান শুনিয়ে যাবেন,যত কষ্টই হোক তিনি তার কথা রেখেছেন।যেখানেই থাকেন ভালো থাকেন।
বারী ভাই চলে গেলেন। দোয়া রইল ওনার বিদেহী আত্মার প্রতি।আজীবন বেচে থাকবে ওনার গান।
😖😖😖
+afsana rupa !! !!! ....I oo
+RONG CHA AkTER
আমরা গভীর ভাবে শোকাহত ভাই প্রিয় গায়ক এর বেহেস্ত কামনা করি
এই প্রাবাসের মাটিতে যে কত রাত কেটে গেল.!😅💔এই এই বারী সিদ্দিকীর স্যার গান শুনতে শুনতে! জানি নাহ আরো কত রাত কাটবে.! 📖🖋️💜
বয়স টা আলাদা হলেও কষ্ট টা একই স্যার.!! এইসব গানের মর্ম সব মানুষ বুঝবে না!🙂
20:08:2024 স্মৃতি রেখে গেলাম! 📖🖋️
শ্রদ্বেয় মরহ্হম বারী সিদ্দিকী তিনি বার বার একটা কথা বলেছে সে হলো আত্বার সম্পর্ক তার গান ও সুর সকলের হৃদয় ছুয়ে যায়,তিনি পবিত্র আত্বা থেকে গান করতেন।
onek onek.. Valobasha... Opare Allah apnk valo rakhuk
তার গান গুলো শুনলেই কেমন জানি চোখে পানি চলে আসে.... ভাবতে কেমন জানি লাগে সে চলে গেছে আমাদের ছেড়ে 😢😢😢আল্লাহ ওনাকে জান্নাত বাসি করুন 😥😥😥😥
আমিন
আমিন
এক কথায় অসাধারণ।
হে গুনিজন তুমি বেচে থাকবে আমাদের হৃদয়ের মনিকোঠায় চিরকাল। তোমাকে হারানোর ক্ষত আমাদের কখনোই শুকাবে না। আল্লাহ তোমাকে জান্নাতের সুউচ্চ মোকাম দান করুক।
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
এরাই ছিল সবচেয়ে ভালো মানুষ
বাংলাদেশে অনেক কন্ঠ শিল্পি আছে।কিন্তুু আপনার মতো গভির চিন্তা ভাবনার শিল্পি খুবই কম আছে।আপনার প্রতি শ্রদ্ধা থাকবে সারা জীবন। ওপারে ভালো থাকবেন।
মরন কথা সরনে আছে যাঁর অবশ্য সে কোনও পাপের কাজ করতে পারেনা।আল্লাহ্ তাকে জাননাত বাঁশি করোক।আমিন
আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করেন।।।
আমীন
hom kota dek, but jara addakit liner lok tader hesab ta akto onno rokom..apni ki koren ame jane na. ai song ta ki toa bojesen?
r8
bari apnake khob miss kori
বারী সিদ্দিকী র মতো শিল্পী আর আসবে না আমাদের এই❤❤❤❤❤দোয়ারইলো🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🕊
Aharee😢bujate parbona ❤kolijai agat dei
আমাদের নেএকোনা একজন অমুল্য রতন হারিয়েছি।আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের দান করুক 🤲🤲
২০২২ এ এসে কারা কারা গানটি শুনে তার জন্য কেঁদেছেন লাইক দিয়া জাবেন,,,
ভাই অনেক কষ্ট লাগে। আল্লাহ তার জান্নাত নসিব করুক এই দোয়া করি
2023 এসে কারা গানটি
সবসমাই শুনি
Dukkher diner khorak Bari Siddiqui r gaan . osadharon.
আপনি হয় তো দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আপনার গান কখনোই কোটি মানুষের মন থেকে যাবে না😰
তিনি কি ছিলেন?
কে ছিলেন?
কি তার সংগীত কে দেওয়া?
এক কথায় মহামানব প্রিয় শিল্পী, আপনি বেচে থাকবেন সংগীত নামক শুদ্ধ নেশার মানুষদের হৃদয়ে।
জীবনে যদি আল্লাহ পাক নসিবে রাখে আপনার কবর টা যেন জিয়ারত করতে পারি.....
Asadharon guru❤❤❤
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন । ( আমিন )
যেমন গানের কথা তেমনি গায়ক
এই গান অন্য কেউ গাইলে হয় তো এতো সুন্দর নাও হতো একজন গুনী শিল্পী এটাকেই বলে❤
মানুষ চলে যাই,
কিন্তু সৃতি গুলো রেখে যাই।
তেমনি বারি সিদ্দিকি চলে গেছে কিন্তু
গানগুলো আজীবন থেকে যাবে কোটি কোটি বাঙ্গালীর হৃদয়ে।
সাঁইজির দেহ মোবারকের বিদায় হয়েছে, কিন্তু অন্তর খানা আমাদের মাঝে এখনো রয়ে গেছে , আপনাকে অনেক মনে পড়ে সাঁইজি, খুবই ইচ্ছে করে আপনার দেহ মোবারক টা একটু ছুয়ে দেখতে😭
দরদি এই গানের বাউল আর কখনো আসবেন না আমাদের মাঝে,,,,, বড্ড বেশি মিছ করছি তোমায়,,,,,, অনেক ভালো থেকো
ঐপারে।
Hello. +601123579970. imo
hmmmm
এই
SRH TV
আমার বন্দু হবেতোমি ইমুনাবার 00966572524316
ইহাকেই বলে কর্মের মাঝে মানুষ বেচে থাকে যুগের পর যুগ।ভালো থাকবেন গুরু পরপারে এই দোয়াই রইলো আল্লাহর কাছে আপনার জন্য।
এই গানটা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল ,এমন গান দরদী কি আমরা আর কোন দিন ফিরে পাব ?আল্লাহ্ উনাকে বেহেস্ত নসিব করুন .
বড় ভাইয়ের বাটন ফোনে প্রথম বারী সিদ্দিকীর গান শুনছি।
তার গানের মধ্যে মন হারিয়ে যায়,আত্মার সাথে মিশে যায় তার সুর।
বারী সিদ্দিকী স্যারের গান গুলো হৃদয় খেরে নেয়,, আমার ভালোলাগার একজন মহান শিল্পী,, সেলুট স্যার,,,,আখিরাতে ভাল থাকেন 🤲
অনেক বাশের বাশি আছে..... মিছেই কেনো কিনবি চাটাই বাশ 😍😍😍😍😍 বারী সিদ্দিকী 😘😘😘🥰🥰
এখন রাত 2:10 বাজে ঘুম আসেনা, তাই বারিক সিদ্দিক স্যার এর গান শুনছি, আমার মত কে কে শুনসেন লাইক দিয়ে জানাবেন ।
Same
উনার তুলনা উনি নিজেই,,, আগামীতে উনার মতো বাঁশি বাধক হবে কি না সন্দেহ আছে।
ওপারে ভালো থাকবেন প্রিয় শিল্পি।
2 joner proti amr valobasa roylo
Miss u legend..ওপারে ভাল থেকো❤️
আমরা আধুনিক কালের যুবক।কিন্তু তার গান মন ছুয়ে যায়💛💚💙❤💕
জয় গুরু!
অসাধারন, যেখানে থাকুন ভালো থাকুন!
আপনার গানের সুর শুনলে মন ভরে যায় সত্যি। আপনার জন্য ভেতর থেকে দোয়া করি যেখানেই থাকুন ভালো থাকুন। জান্নাতুল ফেরদৌস দান করুক আল্লাহ।
প্রথম মুখরার পর বারেক সিদ্দিকী বাঁশিতে যে সুরটা দিয়েছিলেন,,হৃদয় ছোঁয়ে গেছে..🥲
অবিরাম ভালোবাসা।
এই বাঁশী আমার খুব টানে।
জন্ম থেকে জন্মান্তরে।
ভালোবাসার আর এক নাম
বারি সিদ্দিকী।
বাঁশীর বারি ঝরছে।
03-09-2024 এ এসেও বারি সিদ্দিক স্যার এর গান শুনি। আমার বাবা 2009 সালে মারা গেছেন তখন আমি ক্লাস ফাইভ এ পড়ি তিনিও গান বাজনা করতো তাকে মনে পড়লে বারি সিদ্দিক স্যার এর গান শুনি।
Love you dear honorable singer bari Siddiqui bhai legend boys.....opara valo thakben guru...
Always love Alhamdulillah Allah vorosa.
Wow songs all the best guru.
😢💌💕🤲🤲💕💕😢
এক একাই অসাধারণ
কত বড় গুনী মাপের শিল্পী ছিলেন তিনি নিজেই বাঁশি বাজিয়ে গেয়েছেন গান।।।
বারী সিদ্দিকী হয়তো আর ফিরে আসবে না। কিন্তু সে তার গানের মাঝে বেছে থাকবে চিরকাল । আল্লাহ্ যেনো আপনাকে অনেক ভালো রাখেন। সেই দোয়া রইলো 😍😍😭😭
opurbo jannat mdalimametomakeonkmes
আমিও এক মত
opurbo jannat ভ।ল,,ম।ন,স
হুম
অনেক মধুর সুর কষ্টের গান
মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও♥️♥️♥️
এরা হাজার বছর বেঁচে থাকবে মানুষের অন্তরে।
বারি সিদ্দিকির মত শিল্পী হাজার বছরে একজন জন্মাই।আল্লাহ তুমি তার জীবনের গুনাগুলো মাফ করে দেও।।।
ওপারে ভালো থাকবেন। আমার প্রিয় মানুষ, দেখা করার খুব ইচ্ছে ছিল, এই আশা, আশায় রয়ে গেলো😭😭😭
The Greatest Bari Siddiqi. Ever best folk singer of Bangladesh. Ek ekta gaan kom kore holeo hazar bar sunechi.
আমার সবচেয়ে বেশি পছন্দের গায়ক আপনি, আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। দোয়া করি ওপারে ভালো থাকেন।
আমার বাবার প্রিয় শিল্পী। আজ আমার বাবাও নাই, বারি স্যারও নেই। আল্লাহ উভয়কে জান্নাত দান করুন। আমিন।