"ভারত ৫৬২ টুকরো হওয়ার কথা ছিল" | "Dethroned : by John Zubrzycki" | Soul Connection "বই-ঠেক" | EP 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 132

  • @Sondeshtv
    @Sondeshtv  5 месяцев назад +6

    এরপর থেকে বইঠেকের এপিসোড আসবে এই চ্যানেল এ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
    BoiThek Channel Link. Subscribe!
    www.youtube.com/@SoulConnectionBoiThek

  • @ADsocrates0010
    @ADsocrates0010 7 месяцев назад +17

    প্রেমাশীষবাবুর পাঠ-অভিজ্ঞতার প্রেমে পড়ে গেছি...এ জন্মে এ প্রেম কাটবে বলে মনে হয় না...ধন্যবাদ ও কৃতজ্ঞতা অরুনাভ দা' কে..🙏🙏🙏🙏

  • @rimrosegood-me8un
    @rimrosegood-me8un 6 месяцев назад +9

    আপনাদের এই চ্যানেলকে শ্রদ্ধা না জানিয়ে পারলাম না। পুস্তক থেকে অনেকখানি সরে আসা সমাজে আপনাদের মত জ্ঞানমুখি চ্যানেলগুলি সমাজ সভ্যতাকে পুস্তক মুখি করায় সহায়তা করবে। আমিও ধন্য হলাম। একটা অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস হিসেবে এই চ্যানেলকে আমি জায়গা দিলাম। মনের শান্তি হল তাতে। ভিন্ন মাত্রায় এই রকম আরো কিছু চ্যানেলকেও সমরূপ শ্রদ্ধা জানাই। এইসব জ্ঞান মুখি মানুষেরাই অসভ্যতাকে সভ্য করতে সহায়তা করতে পারে।

  • @mmzaahid
    @mmzaahid 7 месяцев назад +19

    ৪৭ এর বাংলাভাগ নিয়ে যদি এভাবে কোনো আলোচনা করা যায় তাহলে বেশ আগ্রহ নিয়ে শুনবো। অপেক্ষায় থাকলাম।

  • @AnisPervez
    @AnisPervez 2 месяца назад +1

    কতকিছু অজানা। অবাক হয়ে শুনলাম। সত্যিই ইতিহাস বড়ই আচানক, বলা না বলা কথার জটিলতা ও বিস্ময়। প্রেমাশীষের বলার ধরণটি চমৎকার।

  • @AmolPhilipRozario
    @AmolPhilipRozario 2 месяца назад

    Thanks!

    • @Sondeshtv
      @Sondeshtv  2 месяца назад

      Thank you so much Amol, means a lot!! Lots of Love! ❤️❤️❤️❤️

  • @jagat1058
    @jagat1058 День назад

    আমি চুপচাপ শুনেই যাই আজ বলছি , অরুনাভ দার "আচ্ছা" বলা টা সেরা লাগে। আমি নকল করছি মানে ভালোবাসার লক্ষণ ❤

  • @prabalroy4520
    @prabalroy4520 7 месяцев назад +3

    এতো সুন্দর করে গুছিয়ে বলা, এতটুকু অন্যমনস্ক হবার সুযোগ নেই। ধন্যবাদ আপনাদের। তাছাড়া সোল কানেকশন এর বেশিরভাগ এপিসোড শুনে আসছি। আরও অনেক অনেক এপিসোড আসুক। মুগ্ধ নিয়মিত শ্রোতা আমি। সমৃদ্ধ হই প্রতিনিয়ত।

  • @shafiqul5298
    @shafiqul5298 6 месяцев назад +2

    এত সুন্দর যুক্তি বিলম্বী আলোচনা আগে কখনো শুনিনি। আপনারা আসলেই জিসিয়াস। আল্লাহ আপনাদের দীর্ঘআয়ু করুক আমেন।

  • @KnowThyself1947
    @KnowThyself1947 5 месяцев назад +4

    বাংলাদেশ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার আলোচনার জন্য। বাংলাদেশ পাকিস্তানসহ পুরো ভারতবর্ষে গণতন্ত্র কেন পরিবারিকতান্ত্রিক তা বোঝা যায় আমাদের মানুষগুলো রাজাদের অধীনে থেকেছিলেন ৭০/৮০ বছর আগেও। সেই জিন রয়ে গেছে। তাই নেতার যোগ্যতা ও দক্ষতার চেয়ে আবেগ বেশি প্রাধান্য পায়। বহুদূর প্রকৃত গণতন্ত্র। অনেক সময় গিয়ে নতুন প্রজন্ম হয়তো ঠিক করবে গণতন্ত্রের গুণগত মান। সে পর্যন্ত কুৎসিত সংঘাত চলতে থাকবে।

  • @sanchitadeb607
    @sanchitadeb607 5 месяцев назад +3

    Sotti bolchi Boithek na thakle ETo Kichu na Jenei moree jetam Ekdin,, Huge Huge Thanks both of you sir❤🙏

  • @keyahalder6471
    @keyahalder6471 5 месяцев назад +2

    অপূর্ব আলোচনা ।

  • @robichhayanatyojoga.660
    @robichhayanatyojoga.660 6 месяцев назад +4

    It's a very interesing and educative initiative for the new generation of Bengalees in India and abroad. Please carry on. My love and blessings for all of you.

  • @parthadey1317
    @parthadey1317 5 месяцев назад +2

    Excellent ...Thanks for the informative insight of our history

  • @jahangiralam-xt1cw
    @jahangiralam-xt1cw 2 дня назад

    দারুণ লেগেছে, ধন্যবাদ।

  • @indirachakraborty3019
    @indirachakraborty3019 5 месяцев назад +1

    Asadharon laglo. Asonkho dhonyobad apnader 🙏

  • @anishmazumdar6024
    @anishmazumdar6024 7 месяцев назад +2

    এই টাইপের episode গুলো আপনারা চালিয়ে যান। বেশ ভালই লাগছে ❤। অনেক নতুন বই সম্পর্কে জানতে পারছি।

  • @sunitibera2319
    @sunitibera2319 7 месяцев назад +2

    খুব খুব খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম এরকম আর একটি আলোচনা শোনার জন্য।

  • @ujjaldutta-qy5mw
    @ujjaldutta-qy5mw 5 месяцев назад +1

    প্রেমাংশুবাবুর কথা গুলোই ভাল লাগল, বিপরীতে উনি কম কথা বললেই ভাল হয়... ... জ্ঞান ....

  • @RASELrajuBD
    @RASELrajuBD Месяц назад

    you guys showed honesty. Thank you so much.. I am Bangladeshi from South Korea.

  • @totonable
    @totonable 7 месяцев назад +2

    বইঠেক শুরু থেকেই খুব ভালো লাগছে। এই এপিসোড টাও খুবই ইন্টারেস্টিং লাগলো। একটা অনুরোধ রইলো - A princely Imposter - এই বইটা নিয়ে একটা পডকাস্ট হলে খুব ভালো লাগবে।

  • @NaserAhmed173
    @NaserAhmed173 19 дней назад

    আপনাদের নির্মোহতা ভাল লাগে। আশা করি এই নির্মোহতা ধরে রাখতে পারবেন। ধন্যবাদ।

  • @sudiptaguha1751
    @sudiptaguha1751 6 месяцев назад

    khub bhalo laglo , ato informative video,anek dhonybad eta share karar janno,aro anek kichu janar apekhaya railam

  • @sangeetadas8009
    @sangeetadas8009 7 месяцев назад +1

    খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের এইরূপ আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আরো ভালো বিষয়ের জন্য অপেক্ষায় রইলাম।

  • @neelkamal43
    @neelkamal43 7 месяцев назад +1

    অসংখ্য ধন্যবাদ Premasish বাবু।

  • @himadridas9357
    @himadridas9357 7 месяцев назад +3

    I am a big fan of your podcast.. I thoroughly enjoy this show.. could you please upload the episodes more regularly in Spotify.. It would be much helpful for us..

  • @sunayanadatta4474
    @sunayanadatta4474 7 месяцев назад +1

    Visooooon valo udyog. Erokom bisoy onek besi besi kore alochonay, chorchay asaa uchiit... Thanks for the initiative 💙👍🏼

  • @anasuyaray5251
    @anasuyaray5251 7 месяцев назад +1

    Premashisda was my college senior. I was just one batch junior to him. Never knew he was such an eloquent speaker. Suddenly seeing him here made me surprised at first. Keep it up. Bangla te eirokom podcast darun enjoy korchhi. Listening here regularly.

  • @RatanGhosh-b2m
    @RatanGhosh-b2m 7 месяцев назад +1

    খুব ভালো লাগল, অনেক কিছুই জানা ছিল না. ধন্যবাদ গাছটার যত্ন নেওয়ার জন্য.

  • @pharmasinalab8894
    @pharmasinalab8894 2 месяца назад

    বই শুনে খুব ভালো লাগছে।আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি।আমি বাংলাদেশ থেকে।

  • @Sunfied
    @Sunfied 7 месяцев назад +1

    Premasis Mukherjee explains everything in a simple way. দারুন

  • @shubha6249
    @shubha6249 5 месяцев назад

    The best channel in RUclips :) asadharan ... chalie jao Premasish ar Arunava... byapok hochhe 👍

  • @good6043
    @good6043 7 месяцев назад +4

    আপনারা sound টা please একটু adjust করুন.. Premashish er lower volume আর Arunava'r sound এত জোরে আসছে যে কানের পর্দা ফেটে যাচ্ছে! দুজনের sound টা কাছাকাছি volume এ রাখুন please..

  • @User_xys_2312
    @User_xys_2312 6 месяцев назад

    Khub bhalo laaglo ei aspect of Indian history ta jaanar. Eto details e aamader egulo poraano hoena, hoyto eta secession baarate paare ei jonnyo. Good initiative, keep it up.

  • @abhijitchakraborty5312
    @abhijitchakraborty5312 Месяц назад

    খুব ভালো লেগেছে। আরো শোনার অপেক্ষায়

  • @silpimajumder81
    @silpimajumder81 13 дней назад

    অসাধারণ!! অনেক কিছু নতুন জানলাম।

  • @anirbanmukherjee000
    @anirbanmukherjee000 7 месяцев назад

    wonderful initiative, this will go a long way, book selection is crucial, here the book under discussion is really worth reading & very well discussed ...grt shw

  • @swapankonar2227
    @swapankonar2227 29 дней назад

    দারুন লাগল, চলতে থাকুক। ধন্যবাদ।

  • @BangaliBabuVlogs
    @BangaliBabuVlogs 7 месяцев назад

    ইতিহাসের প্রায় সবটাই রাজনীতির উপর দাঁড়িয়ে। স্কুলে পড়ার সময় পলোটিক্যাল সেন্স তৈরি হয়নি বলে ইতিহাসকে খালি সাল আর তারিখের একটা নীরস ডকুমেন্ট মনে হত। ধীরে ধীরে ইন্টারেস্ট ডেভেলপ করছি। আর এই রকম podcast দুর্দান্তভাবে সেই ইন্টারেস্ট কে আরও ইন্টারেস্টিং করে তুলছে। প্রেমাশিসদার অসাধারণ জ্ঞানের জন্য অনেক প্রণাম। আর অরুণাভ দা, আপনাকে এই চ্যানেলে এরকম দারুণ সব কনটেন্ট আনার জন্য অনেক অনেক প্রণাম। ❤

  • @nabinbairagi
    @nabinbairagi 6 месяцев назад +1

    দারুন লাগলো, মনে হলো একটা সিনেমা বা ওয়েব সিরিজ দেখলাম। বহুদিনের জিজ্ঞাস্য জিনিস জানতে পারলাম। এগিয়ে চলুন সাথে আছি.

  • @mukulb9816
    @mukulb9816 Месяц назад

    It was wonderful discussion about an amazing book. Thanks a lot, from Canada.

  • @rupakmcas11
    @rupakmcas11 6 месяцев назад

    ভালো লাগলো অনেক অজানা কথা জানলাম

  • @sankhaghosh9899
    @sankhaghosh9899 7 месяцев назад

    Premashish Da r explanation and the whole discussion khuub bhalo laglo. Bravo !

  • @sumantramajumder281
    @sumantramajumder281 5 месяцев назад +1

    ভালো লোগলো । subscribe করলাম । tumbbad এর মতন ছবিতেও এই transition period টার কিছু অংশ দেখানো হয়েছে ।

  • @chandanbasu7116
    @chandanbasu7116 5 месяцев назад +1

    ভারতের গনসঙগ্রামের বড় বাধা ছিল বেশিরভাগ রাজা জমিদার, বহু ভাষাভাষী, হিন্দু সম্প্রদায়ের জাতপাত অস্পৃশ্যতা যা সহিংস সঙগ্রামে আমাদের দেশ বারবার অকৃতকার্য নেতাজির পক্ষে ভারতে প্রবেশ করার বড় সমস্যা এখানে গান্ধীর দূরদর্শীতা ছিল এবং অহিংসা গনসঙগ্রামের বারতি সুবিধা ছিল। ❤❤❤❤

  • @meghbanerjeemusic
    @meghbanerjeemusic 7 месяцев назад

    Khubi vaalo laaglo ei session. Eirakom aaro episode chaai.

  • @souravsen4657
    @souravsen4657 7 месяцев назад +3

    Those Fifteen Days by Prashant Pole
    এই বইটি যদি "বই ঠেক" - এ আলোচনা হয় তাহলে আমরা সবাই অনেক কিছুই জানতে পারব স্বাধীনতার ১৫ দিন আগের ঘটনাগুলি সম্বন্ধে।
    আপনাদের প্রচেষ্ঠার একজন গুণমুগ্ধ দর্শক।

  • @jahirulhaque6034
    @jahirulhaque6034 22 дня назад

    meaningful initiative.

  • @AninditaRoy-o9e
    @AninditaRoy-o9e 5 месяцев назад +1

    Vishon vishon valo laglo episode ta

  • @soumyasadhukha8323
    @soumyasadhukha8323 7 месяцев назад

    প্রতিবারের মতোই অসাধারণ সময় কাটল এই পর্বেও।

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 6 месяцев назад

    খুব ঘরওয়া আলোচনা ।অনেক টা জানা ছিল , অনেক জানলাম । শুভেচ্ছা রইলো ।

  • @suvi9733
    @suvi9733 6 месяцев назад

    Khub darun initiative

  • @anweshabhattacharya4606
    @anweshabhattacharya4606 7 месяцев назад +1

    You are actually spreading knowledge and knowledge imbibes positivity.. i thoroughly enjoy your podcasts and this segment is mind blowing. Premashish da is the new 'Sidhu jetha '... moreover it is wonderful and enjoyable.

  • @goutamimunshi948
    @goutamimunshi948 5 месяцев назад

    Wonderful

  • @indiaendless7388
    @indiaendless7388 6 месяцев назад

    Asadharon content..Ei video 10 M view howa uchit, jodio hobe na. Manush halka jinis beshi khay. But darun laglo purota dekhe ❤

  • @Rohit-lo9qu
    @Rohit-lo9qu 5 месяцев назад

    অসাধারন ❤

  • @suchoritabhattacharya2298
    @suchoritabhattacharya2298 7 месяцев назад

    খুব ভালো লাগলো পর্বটা, এবার "atomic habit" নিয়ে পরের ভিডিওটা হোক।

  • @sumankundu10
    @sumankundu10 6 месяцев назад

    this one is superb

  • @rajatavachanda5927
    @rajatavachanda5927 7 месяцев назад

    দারুণ দারুণ ❤❤
    বইঠেকের আরও অনেক অনেক পর্ব নিয়ে আসবেন

  • @SangbaranDasgupta
    @SangbaranDasgupta 7 месяцев назад

    ei episoide to apnader Spotify channel e pachi na :(

  • @poushalidasgupta5251
    @poushalidasgupta5251 7 месяцев назад

    Khub bhalo laglo

  • @lipichatterjee6580
    @lipichatterjee6580 5 месяцев назад

    Khuub valo lagche.

  • @NandaBanerjee-y6b
    @NandaBanerjee-y6b 5 месяцев назад +1

    Very informative. But u never mentioned Darbanga Raj famous for their contribution & wealth

  • @brilliantbookworm3806
    @brilliantbookworm3806 7 месяцев назад

    Daroon laglo, onek kichu jante parlam.

  • @mollysinha
    @mollysinha 7 месяцев назад +2

    Boi niey aapnaar ei Podcast jeno kawkhono Sesh Naa Hoi👌🏾👍🙏🇮🇳

  • @sarmisthamunshi1364
    @sarmisthamunshi1364 7 месяцев назад

    Ato valo lagche ki bolbo... Ami akjon history teacher.. I am enjoying.... ❤️❤️❤️

  • @swagatanandi4700
    @swagatanandi4700 5 месяцев назад

    Sound is low

  • @mausumidatta7875
    @mausumidatta7875 7 месяцев назад

    Fantastic!

  • @kazirashid3889
    @kazirashid3889 6 месяцев назад +1

    Guns, germs and steel and less than human এই বৈ গুলো নিয়ে আলোচনা করুন

  • @rudraa6261
    @rudraa6261 7 месяцев назад

    Khub valo laglo ❤

  • @dulalbhowmik2925
    @dulalbhowmik2925 5 месяцев назад

    Mr. Moderator,
    with respect and honour I humbly request you not to interrupt the speaker. It is very unpleasant for the listener like me.

  • @soumyadiptamajumder8795
    @soumyadiptamajumder8795 7 месяцев назад +2

    The book “Raiders in Kashmir” authored by retired Major General Akbar Khan of Pakistan Army contradicts the myth that tribals raided Kashmir in 1947-48. General Khan not only confessed that Pakistan directly assisted the raiders in Kashmir but also gave the graphic details of the involvement of Pakistan Army. He also narrated that Quaid-i-Azam Muhammad Ali Jinnah who was Pakistan’s first Governor General was fully aware of Pakistan’s assistance while Prime Minister Liaqat Ali Khan was not only cognizant but was helping in procurement of weapons, finance etc. The retired Major General not only boldly accepts Pakistan’s assistance to Jihadists but also tries to justify the backing. He also gave details that how he himself was present in Kashmir though he was a serving officer of Pakistan army.
    Akbar Khan also asserts that according to the basic concept of creation of Pakistan, the Muslim majority area had to be merged in Pakistan hence Kashmir which had about 75 percent Muslim population had to be an integral part of Pakistan. At the time of partition Kashmir’s 84,500 square miles area had no effective rail or road linkage with India. The letter K in Pakistan is for Kashmir. The writer also mentioned that Kashmir was essential for Pakistan because of strategic as well as economic reasons.
    The book also mentions about ‘Operation Gulmarg’ which was planned and launched by Pakistan army. The army Headquarters did the planning and groundwork of Operation Gulmarg since August 1947 i.e. soon after Pakistan was carved out from India. Under the operation support was extended to raiders of Kashmir. The writer recounts the details of the conspiracy hatched in Lahore and Rawalpindi to capture Kashmir through brute force with the complete concurrence of the rulers in Pakistan.
    Major General (Retd) Akbar Khan was the member of Armed Forces Partition Sub-Committee in 1947 hence he had full idea that the total strength of Maharaja Hari Singh’s army was 9,000 only and out of these 2,000 were Muslims. Hence the effective strength against Pakistan’s invaders who were Muslims was only 7,000 and that too was posted at different places. Hence the most important thing was to choke the routes from where Indian army can enter Kashmir. Pakistan expected that as Kashmir had majority Muslim population it will be merged into Pakistan. They also threatened in case of necessity Pakistan will also use force to capture it.
    Akbar Khan mentions how Pakistan army together with tribal forces intruded in Kashmir and how they were also involved in loot, rape and mayhem. He also mentions that in September 1947 he was told to chalk out a plan so that Kashmir can be captured forcibly. At that time, he was serving as Director of Weapons and Equipment (DW&E) in GHQ hence he had complete details of the arms and ammunition available in Pakistan and how much can be spared for Kashmiri invaders. However, the problem was firstly most of the weapons were lying in Delhi and secondly officially the weapons had to come through British Commander-in-Chief, and he will never allow to distribute the weapons of Pakistan army to Kashmiri raiders. However, the author diverted 4000 rifles of Punjab police to Kashmiri raiders. Besides these rifles other weapons were taken from illegal weapon market of FATA area. The author also gives details of the condemned weapons were given to raiders of Kashmir. Lieutenant Colonel Masud of the Cavalry also agreed to give condemned ammunition to Zaman Kiani and Khurshid Anwar for distribution to raiders of Kashmir. Air Commodore Janjua gave winter clothing, ammunition and weapons from the stock of Air Force to Kashmir raiders. Kashmiri raiders included Pakistan army serving personnel also.
    Khwaja Abdul Rahim, Commissioner Rawalpindi collected weapons, ration, money and even volunteers for attacking Kashmir. Prime Minister Liaqat Ali imported Light Machine Guns from Italy.
    As trained army personnel were required Pakistan army enrolled Ex-Army officers of the I.N.A. (Indian National Army). The book also mentions that though the author captioned his plan as “Armed Revolt inside Kashmir” but makes it clear that “open interference or aggression by Pakistan was obviously undesirable”.
    Akbar Khan made 12 copies of his plan which included the distribution of the weapons to Kashmir invaders. He was called to Lahore where in a high-level meeting which was presided over by Prime Minister Liaquat Ali Khan and attended by Finance Minister Ghulam Mohammad (later Governor General), Mian Iftikharruddin, Zaman Kiani, Khurshid Anwar, Sardar Shaukat Hayat Khan. In the meeting, Akbar Khan’s plan how to conquer Kashmir was accepted. Sardar Shaukat Hayat was made the overall commander while Khurshid Anwar and Zaman Kiani were made commander of the northern and southern sectors respectively. After some time, Akbar Khan was made Military Adviser to Prime Minister so that he can devote full time in implementation of the plan to capture Kashmir.
    Major General Khan mentioned that Pakistani raiders crossed the border on 22 October 1947 and invaded Muzaffarabad and Domel on 24 October. The troops of Maharaja Hari Singh could not stop Pakistani troops which went ahead on Srinagar road and captured Uri. Baramula was captured on 26 October and the raiders butchered about 11,000 persons out of 14,000. The slaughtered people were mainly non-Muslims which indicates that it was religious cleansing.
    The Pakistani raiders were moving towards Srinagar but in the meantime Maharaja Hari Singh realised the worsening situation and signed the accession to India. Once he acceded to India, immediately Indian troops reached Kashmir. Prime Minister of Pakistan called an urgent meeting on 27 October to chalk out a plan in view of Kashmir’s accession to India and Indian troops reaching Kashmir. Akbar Khan was also called, and it was decided to attack Jammu and block the road so that Indian forces fail to send troops to Srinagar. The liquidation of Jammu became so important that even Jinnah came in the meeting of military top brass and instructed army to attack Jammu. When General Gracey the Britisher acting C-in-C of Pakistan army was told to attack Jammu he refused and mentioned that he will implement the order only after getting approval from Supreme Commander stationed in New Delhi.
    Akbar Khan went to Kashmir and found that Pakistani troops are just four miles away from Srinagar and also assessed the requirements of the Pakistan army and found that troops needed armoured cars. Khan went to Rawalpindi and met Colonel Masud who agreed to send the Pak army personnel in plain clothes with armoured cars to fight as tribal. Pak army personnel from Karachi were also ready to come and fight as civilians though reluctantly. However meanwhile Indian army came out of Srinagar and Pakistani forces and tribals retreated to Uri without much resistance and later refused to fight although Akbar Khan tried to persuade them to stay and struggle.
    The book also deals with several instances where Pakistan failed to take correct decisions because of over enthusiasm and desperation to capture Kashmir through force. The book also makes it clear that although Pakistan army personnel were involved in turmoil, pandemonium, loot and rape in Kashmir along with the tribal but Major General Khan had no repentance for it. It is good if the younger generation reads the book and understands that Pakistan is responsible for most of the problems Kashmir is facing today.

  • @peterpan-ky5cm
    @peterpan-ky5cm 6 месяцев назад +1

    সত্যি অনবদ্য লাগল । এত গুচছিয়ে কথা বলেন শুনতেই ভাল লাগে এসব আড্ডা পচুর হওয়া দরকার তাহলে যুব সমাজ সুস্হ সচেতন ভাবে জীবন টা উপভোগ করত।

  • @ujjal9859
    @ujjal9859 4 месяца назад

    Pls review about "North from Calcutta
    by Duane Evans".

  • @ramprasadmondal1410
    @ramprasadmondal1410 9 дней назад

    ইন্দিরা গান্ধীর ভূমিকা কোথায়?

  • @sanZeeet
    @sanZeeet 2 месяца назад

    Bahbah❤

  • @soumyasadhukha8323
    @soumyasadhukha8323 7 месяцев назад +1

    আরও একটা দুর্দান্ত পর্ব আসতে চলেছে। বই-ঠেক ❤❤

  • @dr.gourab_kundu
    @dr.gourab_kundu 7 месяцев назад +1

    আপনি যেমন বললেন ইতিহাসের অনেক ভার্সন হয় , সেই রকম ভাবেই এতদিন ধরে ভারতীয়রা কেবল কমিউনিস্ট ভার্সনটা জেনে এসেছে প্রতেকটি ঘটনার, যার পিছনে আবার বিদেশি অনেক শক্তিও অনেক সময় কাজ করেছে। আজকের ভারতবর্ষে অনেকেই আমরা এই কথাটার মানে বুঝতে পারবেন না , আজ বাংলাদেশের সঙ্গে পশ্চিমী দেশ যেটা করছে একসময় আমাদের সঙ্গে সেটা করতো। এই বইটার কথা গুলো শুনে কিছুটা কমিউনিস্ট ইতিহাসের গন্ধ বেরোচ্ছে।

    • @shohartoislam7106
      @shohartoislam7106 7 месяцев назад

      এই পডকাস্টটির সারমর্ম : ভারত সকল প্রকার অনৈতিক উপায় অবলম্বন করে গঠিত একটি অস্থায়ী কৃত্রিম রাষ্ট্র, যার নিয়তিই হলো টুকরো টুকরো হওয়া !!!!

  • @sportsmania92.
    @sportsmania92. 3 дня назад

    The hidden hindu এই বইটা নিয়ে একটা podcast করলে খুব ভালো হয়।।

  • @amitsarkar3019
    @amitsarkar3019 6 месяцев назад +1

    Kashmir tribes were armed and guided by Pakistani/British army, in other words fought indirectly by them.

  • @ujjal9859
    @ujjal9859 4 месяца назад

    pls review about this book-
    North from Calcutta
    by Duane Evans

  • @indiaendless7388
    @indiaendless7388 6 месяцев назад

    Bengal r Punjab er division niye ektu kotha bolle arro bhalo lagto.

  • @rounaksaha4402
    @rounaksaha4402 7 месяцев назад

    Eta toh besh interesting topic... Praay proti ta state er bepare ekta kore podcast shunte ichhe korchhe, (mane praay 600ta podcasts🤭)....
    Onek imp states er byapare bolechhen... Kintu bengal r bengal er kachhakachhi je states.... Like coochbehar, North Bengal er states....
    Ba Santosh, bhawal erom jayga gulo somporke janle upokrito hotam....
    Sikkim er byapare aage jenechhilam, odisha er byapare Aaj janlam....
    Interesting boi, tbh... Jaa ke bole cultivate korte hochhe....

  • @SutapaSen-tp7vn
    @SutapaSen-tp7vn 7 месяцев назад +2

    Onake bolte din, apni bolun but ektu taratari katha shesh korun. Premashish babu k beshi ta bolte din....please....otherwise episodes are excellent

  • @sanatguha3100
    @sanatguha3100 8 дней назад

    আপনাদের একটা web series দেখার সাজেশন দিচ্ছি Freedom at Midnight..

  • @ckmukherjee
    @ckmukherjee 7 месяцев назад +1

    Eirokom episodes jeno bondho naa hoi.
    Bindaas discussion korun apnara on camera .
    Onek kichu jaana jache .

  • @arkaprabhabhattacharya3492
    @arkaprabhabhattacharya3492 5 месяцев назад

    I think, some other viewers also mentioned this in different episodes. Please let Premasish da speak. He is getting interrupted unnecessarily.

  • @navonilsarkar7791
    @navonilsarkar7791 5 месяцев назад +1

    রাজতন্ত্র সর্বোপরি রাজাদের ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য কংগ্রেস কে ধন্যবাদ!

  • @baibhabmazumdar007
    @baibhabmazumdar007 6 дней назад

    Only focusing on India
    What about annexation of Baluchistan and Sylhet votings

  • @mollysinha
    @mollysinha 7 месяцев назад

    👌🏾👍🙏🇮🇳

  • @tusharpaul3579
    @tusharpaul3579 4 дня назад

    ধন্যবাদ দেশীও রাজাদের ভারত ভুক্তির ইতিহাসের জন্য। কিন্তু ভালহতো যদি সাথে ভাওয়ালপুর, মাকরান, লাসবেলা, কালাৎ ও বালুচিস্থানের পাকিস্থান ভুক্তির ইতিহাসটাও উল্লেখ করতেন।

  • @amitsarkar3019
    @amitsarkar3019 6 месяцев назад +1

    Why did India allowed Mountbatten to stay in India at all?
    Pakistan didn't give him any position.

  • @ankanghosh5272
    @ankanghosh5272 7 месяцев назад

    নেহরু কাশ্মীর চাননি , বল্লভভাই প্যাটেল যদি না থাকতেন নেহরুকে বুদ্ধি দেবার জন্য নেহরু কাশ্মীর টাও দান করে দিত। আজকের ভারত সর্দার বল্লভভাই প্যাটেলের বুদ্ধির ফল।

  • @gopaljana5759
    @gopaljana5759 6 месяцев назад

    1857 সালের মহাবিদ্রোহের পর কংগ্রেস তৈরি করা হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা যায় ব্রিটিশরাজ এর কাছে এবং কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট একজন বাঙ্গালী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

  • @immanray8214
    @immanray8214 2 месяца назад

    এখনও পুরোটা শুনিনি। অতো পুরোনো নয় বলতে মনে পড়লো, ১৯৭০ অবধিও এইসব ব্রিটিশদালাল রাজাদের সরকারি ভাতা দেওয়া হতো, সম্ভবত ইন্দিরা গান্ধীর সরকার এসে তা বন্ধ করে, এবং তা নিয়েও বাধা সৃষ্টি হয়েছিল। সেই বাধাদাতাদের অন্যতম সম্ভবত গায়কোয়াড়, পাতৌদিরা ছিল। জানিনা এখনও পরে উল্লেখ করেছিলেন কি না

  • @rajeshchakraborty878
    @rajeshchakraborty878 3 месяца назад

    Partiton of bengal niye be gal er public sentiment at ki chilo seta kintu amader history te kothao dekhini..
    Sadharon bangali jonogon ki cheyechilo tao ojana.

  • @Manob__Human
    @Manob__Human 6 месяцев назад

    #RajaThikeRoopkotha 😆😆😆 Daarun

  • @mmzaahid
    @mmzaahid 7 месяцев назад +1

    অতিথির কথার মধ্যে উপস্থাপক কথা না বললে ভালো হয়।

  • @manojitsarkar-y9b
    @manojitsarkar-y9b 6 месяцев назад

    দেশভাগে আমেরিকার হাতও আছে। বিশেষত কাশ্মীরের ব্যপারে। তার কারণ কি পাকিস্তান আর ভারতের মধ্যে সারাজীবন বিবাদ জিইয়ে রেখে অস্ত্র বিক্রি করতে পারবে বলে। যেটা অনেক দেশের সাথেই আমেরিকা করেছে। এই বিষয়ে আলোকপাত করলে ভালো হয়।

  • @metaphoric-j1c
    @metaphoric-j1c 7 месяцев назад

    Graduates can vote only. Very nice .must be repeated 😮😅😊