খুব সুন্দর তথ্য পেলাম।আচ্ছা দিদিভাই, আমার একটি বিষয় জানতে ইচ্ছা করে, সেটি হল হকিন্স প্রথমে ভারতে এসে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে কোন ভাষায় কথা বলেছিল? পরে থমাস রো কোন্ ভাষায় কথা বলেছিলেন সম্রাটের সঙ্গে। তখন তো ইংরেজি ভাষা ভারতে চালু হয়নি।সম্রাট তাঁকে কোন ভাষায় আপ্যায়ন করেছিলেন?
আমাদের পূর্বপুরুষদের লোভের কারণে। ভারত বর্ষ ইংরেজরা দখলের সুযোগ পেয়েছে।যেমন ইংরেজরা বলেছে তোমার বাবাকে সরিয়ে তোমাকে এই দেশের রাজার দায়িত্ব দেওয়া হবে।এই কথা শুনে আমি তো মহা খুশি। আমি চিন্তা করে দেখি না আমার বাবাকে শরিয়া আমাকে কতদিনের জন্য বসানো হবে। শুধু লোভ দেখিয়েছে আমি সেই লোভে পড়েছি। আমি একবার ভাবি না যে আমার বাবা আমার চাইতে কম কোথায়। যেই বাবার রক্তে মাংসে গড়া আমার দেহ, সেই বাবাকে সরিয়ে দিয়ে আমি থাকবো কতদিন।
The British domination in India existed during Muslim rule. Both happened as the Indians are not offensive. Now a change has come and each and every Indian should support the same in open mind. Communal feelings prevailing in the country as noticed need to washed off to recreated a New India.
পরিস্থিতির চাপে বলেছিলেন এটা। আবার এই রবিঠাকুর স্যার উপাধি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগের গন হত্যায়। আসলে তিনি জেনেছিলেন অধিকাংশ নেতা ও জনগন ভন্ড ও চাটুকার। তাই তাঁকে ভিন্ন পথ নিতে হয়েছিল। তাঁর মৃত্যুর পর তিনি জাতীয় কবি তথা জাতীয় স্ত্রোত্রের কবি হন -- জন গন মন গানের জন্য। এটা পঞ্চম জর্জ এর আগমনে তিনি লিখে অনুবাদ করেছিলেন ৬টি স্তবকের গীতকবিতা। যদিওবা জাতীয় স্ত্রোত্র হিসেবে ১ম স্তবক নেওয়া হয়, ৫২ সেকেন্ড পর্যন্ত। রবিঠাকুর কোনো দেশ বা জাতীকে বন্ধু বা শত্রু ভাবেন নি। তাই ইংরেজের সাথে বন্ধুত্ব ছিল, যারা উন্নত। আবার স্বদেশী ভন্ড নেতাদের দেখে লিখেছিলেন --- কেন চেয়ে আছো গো মা মুখ পানে/ ওরা কিছু দেবেনা, দেবেনা। সেই কথা কত সত্য দেখুন, তাঁর শিক্ষা প্রাতিষ্ঠান কেন্দ্রিয় সরকারের প্রতিষ্ঠান হওয়া সত্বেও তাঁর নোবেল প্রাইজ চুরি গেল সেখান থেকে। এবং সব দলের রাজ্য ও কেন্দ্রিয় সরকার এই ক্ষেত্রে নীরব। তাই, তিনি পঞ্চম জর্জকে " ভারতের ভাগ্য বিধাতা " বলেছিলেন, তাঁর মনে হয়েছিল, এই বিটকেল ভারতীয় চরিত্রদের চেয়ে অধিকাংশ ইংরেজ জ্ঞান ও চিন্তার চরিত্রে অনেক উন্নত। ইংরেজ নোবেল পাইয়ে দিয়েছেন তাঁকে। অবন ঠাকুরের বন্ধু রদেনস্টাইন ঠাকুর বাড়িতে আসতে রবিঠাকুর তাঁর গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ দেখান, ও সেটা দেখে রদেনস্টাইন ইংল্যান্ড যেতে বলেন রবিঠাকুরকে। তারপর বাকি ইতিহাস সবাই জানে। আর ইংরেজের মাধ্যমে তিনি নোবেল না পেলে আজ তিনি বস্তা পচা কবি হয়ে থাকতেন। তাই, বিশেষ ক্ষেত্রে তিনি কোনো-কোনো ইংরেজকে উচ্চ মর্যাদা দিতেন, এটা ছিল যুক্তিযুক্ত। এখনো দেখি, সৃষ্টিশীল মানুষেরা রাজনীতির শৃংখলে ঢুকে অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সারা ভারতে তথা প্রায় এশিয়ার দেশগুলির একই ছবি। ইংরেজ রাজাকে তিনি " ভারত ভাগ্য বিধাতা " বলেছিলেন ১৯৩৭ সালে সম্ভবত। ৪১ সালে মারা গেলেন। দেখুন, ইংরেজ ভারতকে স্বাধীনতা দিল, যেটা লিজের স্বাধীনতা। ৯৯ বছরের জন্য। এবং সেই কারণে ভারত কমনওয়েলথ এর সদস্য। সে সদস্য থাক। কিন্তু, স্বাধীনতাটা তো স্বাধীনতা ছিলনা। এবং ইংরেজ যাকে ক্ষমতা হস্তান্তর করেছিল সেই নেহেরু হল প্রথম প্রধানমন্ত্রী। তাই রবিঠাকুর যে কথা গানে লিখেছিলেন, সেটা সত্য ছিল ও সত্য হবে, তাই লিখেছিলেন। একটু ভেবে দেখুন। উনি চুপচাপ থাকতেন, কিন্তু বহুদূর দেখতে পেতেন। গোপন কান্না নিয়ে অসহায় হয়ে কাটাতেন নিজস্ব একাকিত্বে। তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল হচ্ছে। তাঁর কবিতা, সাহিত্য ও গান নিয়ে যারা করে কর্মে খায়, ধনী হয়, নাম যশ পায়, তারাই তাঁর নোবেল চুরিতে নীরব। তাই, ভারতীয় বোধে আমাদের উচ্ছসিত হবার কারণ নেই। এটাই গভীর সত্য। এখোনো আমরা পরিবারে কাজ করা লোকদের কত দুর্ব্যবহার করি, অফিসে ক্ষমতার দাম্ভিকতা দেখাই, পাড়ায় মস্তান দাদা বা কোনো রাজনীতির দিকে চাটুকারিতা করি। ঘুষ দিয়ে চাকরি করি যোগ্যকে সরিয়ে দিয়ে। বয়স্ক বা অসুস্থ লোককে দেখে গাড়িতে আসন ছাড়ি না। বাড়ির ভিতর চলে কূটিলতা ও পক্ষপাতিতা খেলা। আবার বাড়ির বাইরে প্রতিবেশিদের হীন ও অসৎ ভাবি নিজের বাড়ির লোকদের চেয়ে। গাড়িতে গায়ে গা লাগলে খিস্তি খেউর করি। যত রকম নীচতা, সেইগুলিকে গ্রহন করা নাকি বাস্তববাদিতা। আছা, ইংরেজ চলে যাবার পরে ১৯৫৩ সালে হল জমিদারি উচ্ছেদ। কিন্তু জমিদারদের অত্যাচার ছিল চরম ইতরিয়। এই প্রথা চলে গেলেও সেই স্বভাব থেকে গেছে কোটি-কোটি পরিবারের রন্ধ্রে-রন্ধে। সংবিধান বানানো হোলো একটা আজব লোক আম্বেদকরকে দিয়ে। সঠিক মহান ও সাহসীদের আবছা করতে আম্বেদকরকে ভারতের সেরা মুক্তিদাতা হিসেবে সরকারি ভাবে প্রচার চলে আসছে। এই লোকটিকে নায়ক বানাতে নেহেরু কৃত্তিম বিরোধিতা করেছিল। যেভাবে জ্যোতি বসুকে নায়ক বানাতে বিধান রায় ও সিদ্ধার্ত শংকর রায় নাটকিয় বিরোধিতা করেছিল, এবং মমতাকে সিংহাসন দিতে বুদ্ধদেব ভট্টাচার্য কত কী করেছিল। রবিঠাকুর সব বুঝেছিলেন। তাই তিনি ঠান্ডা মাথায় ইংরেজ রাজাকে বলেছিলেন -- ভারত ভাগ্য বিধাতা। বামফ্রন্ট প্রাইমারি স্কুলে তুলে দিয়েছিল ইংরেজি। ২১ বছর ২১টা প্রজন্মকে বিশ্ব চিন্তায় পিছিয়ে দিল। এস ইউ সি আই, অনেক দিকে আনাড়ি হলেও ওরাই একমাত্র এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল ২১ বছর। রাস্তায় বসে নাম সই করাতো। তারপর ইংরেজি চালু হলেও ইংরেজি শিক্ষক গন এল ইংরেজি না জানা শিক্ষক।কারণ তারা ইংরেজি তুলে দেওয়া প্রাইমারি স্কুলের ছাত্র ছিল। তারপর প্রধানমন্ত্রী মনমোহন সিং অষ্টম শ্রেনী অবধি তুলে দিল পাস ফেল পদ্ধতি, বিচিত্র যুক্তি দেখিয়ে। এদিকে নবাব সিরাজ যতই বিতর্কিত হোক, তাঁকে মেরেই ভারতে এসেছিল ইংরেজদের দ্বারা আসল পরাধীনতা। কিন্তু সেই সিরাজের স্মৃতিকে নষ্ট করে আসা হচ্ছে প্রথম থেকে।
খুব গুরুত্বপূর্ণ ইতিহাস পেলাম, সুন্দর নরম কন্ঠে। গুছিয়ে বলা ও পরিবেশনা সুন্দর। ধন্যবাদ জানাই।
ধন্যবাদ
আমি একজন অষ্টম শ্রেণীর ছাত্র এই ভিডিওটা থেকে অনেক অনেক কিছু জানতে পারলাম❤❤
ধন্যবাদ
আরো অনেক ভিডিও রয়েছে চ্যানেল এ, আশা করি সেগুলো দেখলো তোমার উপকার হতে পারে।
খুব ভাল।তবে ইউ টিউব ফেসবুক যত কম চালাবে তত ভাল থাকবে।দোআ রইল
জন ওয়াটস এবং জর্জ হোয়াইট ছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠাতা
গুরুত্বপূর্ণ তথ্য।
Valo laglo didi.aita sune. Athosomoye giye bujtha parlam
ধন্যবাদ
ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক এখন একজন ভারতীয়।
সেটা কে ?
তিনি কে?
ফালতু
কে সে?? নামটা বলুন না??? আর জানা না থাকলে অঝথা কথা কেন বলেন???
ঋষি সুনক।🎉🎉🎉
Excellent. চালিয়ে যাও
Dhonyobad
Nice explain..❤
Thank you
অসাধারণ একটি বিডিও
ধন্যবাদ
বেশ ভালো লাগলো, এইরকম আরো ভিডিও দেখতে চাই
ধন্যবাদ
খুব সুন্দর
আমি এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী এবং ইতিহাস প্রেমিক
ধন্যবাদ
পরীক্ষার জন্য আগাম শুভচ্ছা
খুব সুন্দর তথ্য পেলাম।আচ্ছা দিদিভাই, আমার একটি বিষয় জানতে ইচ্ছা করে, সেটি হল হকিন্স প্রথমে ভারতে এসে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে কোন ভাষায় কথা বলেছিল? পরে থমাস রো কোন্ ভাষায় কথা বলেছিলেন সম্রাটের সঙ্গে। তখন তো ইংরেজি ভাষা ভারতে চালু হয়নি।সম্রাট তাঁকে কোন ভাষায় আপ্যায়ন করেছিলেন?
Video ti khub valo hoye6e...apnar uposthapona khub sundor chilo...
ধন্যবাদ
Khub sundor video
Dhonyobad
Nice আপুব❤❤
Tnx.The video is very important for us.😊
Welcome
Ami Abar jsc exam dibo . Ai video onk kaje dibe
Excellent
Thank you
This is very important to us
আমাদের পূর্বপুরুষদের লোভের কারণে। ভারত বর্ষ ইংরেজরা দখলের সুযোগ পেয়েছে।যেমন ইংরেজরা বলেছে তোমার বাবাকে সরিয়ে তোমাকে এই দেশের রাজার দায়িত্ব দেওয়া হবে।এই কথা শুনে আমি তো মহা খুশি। আমি চিন্তা করে দেখি না আমার বাবাকে শরিয়া আমাকে কতদিনের জন্য বসানো হবে। শুধু লোভ দেখিয়েছে আমি সেই লোভে পড়েছি। আমি একবার ভাবি না যে আমার বাবা আমার চাইতে কম কোথায়। যেই বাবার রক্তে মাংসে গড়া আমার দেহ, সেই বাবাকে সরিয়ে দিয়ে আমি থাকবো কতদিন।
ধন্যবাদ 😢
The British domination in India existed during Muslim rule. Both happened as the Indians are not offensive. Now a change has come and each and every Indian should support the same in open mind. Communal feelings prevailing in the country as noticed need to washed off to recreated a New India.
instablaster
😊োো😊
ো
Thankyou ma'am 🙏
You are welcome
ব্রিটেন শাসক কোম্পানির নাম কেনো ইস্ট ইন্ডিয়া দিয়েছিলেন ?
Very good
Thank you
Thanks ma'am
Most welcome 😊
Thanks
রবিন্দ্রনাথের ভাষায় বৃটিশরা হলো ভারতের" ভাগ্য বিধাতা".।
পরিস্থিতির চাপে বলেছিলেন এটা। আবার এই রবিঠাকুর স্যার উপাধি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগের গন হত্যায়। আসলে তিনি জেনেছিলেন অধিকাংশ নেতা ও জনগন ভন্ড ও চাটুকার। তাই তাঁকে ভিন্ন পথ নিতে হয়েছিল। তাঁর মৃত্যুর পর তিনি জাতীয় কবি তথা জাতীয় স্ত্রোত্রের কবি হন -- জন গন মন গানের জন্য। এটা পঞ্চম জর্জ এর আগমনে তিনি লিখে অনুবাদ করেছিলেন ৬টি স্তবকের গীতকবিতা। যদিওবা জাতীয় স্ত্রোত্র হিসেবে ১ম স্তবক নেওয়া হয়, ৫২ সেকেন্ড পর্যন্ত।
রবিঠাকুর কোনো দেশ বা জাতীকে বন্ধু বা শত্রু ভাবেন নি। তাই ইংরেজের সাথে বন্ধুত্ব ছিল, যারা উন্নত। আবার স্বদেশী ভন্ড নেতাদের দেখে লিখেছিলেন --- কেন চেয়ে আছো গো মা মুখ পানে/ ওরা কিছু দেবেনা, দেবেনা।
সেই কথা কত সত্য দেখুন, তাঁর শিক্ষা প্রাতিষ্ঠান কেন্দ্রিয় সরকারের প্রতিষ্ঠান হওয়া সত্বেও তাঁর নোবেল প্রাইজ চুরি গেল সেখান থেকে। এবং সব দলের রাজ্য ও কেন্দ্রিয় সরকার এই ক্ষেত্রে নীরব। তাই, তিনি পঞ্চম জর্জকে " ভারতের ভাগ্য বিধাতা " বলেছিলেন, তাঁর মনে হয়েছিল, এই বিটকেল ভারতীয় চরিত্রদের চেয়ে অধিকাংশ ইংরেজ জ্ঞান ও চিন্তার চরিত্রে অনেক উন্নত। ইংরেজ নোবেল পাইয়ে দিয়েছেন তাঁকে। অবন ঠাকুরের বন্ধু রদেনস্টাইন ঠাকুর বাড়িতে আসতে রবিঠাকুর তাঁর গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ দেখান, ও সেটা দেখে রদেনস্টাইন ইংল্যান্ড যেতে বলেন রবিঠাকুরকে। তারপর বাকি ইতিহাস সবাই জানে। আর ইংরেজের মাধ্যমে তিনি নোবেল না পেলে আজ তিনি বস্তা পচা কবি হয়ে থাকতেন। তাই, বিশেষ ক্ষেত্রে তিনি কোনো-কোনো ইংরেজকে উচ্চ মর্যাদা দিতেন, এটা ছিল যুক্তিযুক্ত। এখনো দেখি, সৃষ্টিশীল মানুষেরা রাজনীতির শৃংখলে ঢুকে অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সারা ভারতে তথা প্রায় এশিয়ার দেশগুলির একই ছবি। ইংরেজ রাজাকে তিনি " ভারত ভাগ্য বিধাতা " বলেছিলেন ১৯৩৭ সালে সম্ভবত। ৪১ সালে মারা গেলেন। দেখুন, ইংরেজ ভারতকে স্বাধীনতা দিল, যেটা লিজের স্বাধীনতা। ৯৯ বছরের জন্য। এবং সেই কারণে ভারত কমনওয়েলথ এর সদস্য। সে সদস্য থাক। কিন্তু, স্বাধীনতাটা তো স্বাধীনতা ছিলনা। এবং ইংরেজ যাকে ক্ষমতা হস্তান্তর করেছিল সেই নেহেরু হল প্রথম প্রধানমন্ত্রী। তাই রবিঠাকুর যে কথা গানে লিখেছিলেন, সেটা সত্য ছিল ও সত্য হবে, তাই লিখেছিলেন। একটু ভেবে দেখুন। উনি চুপচাপ থাকতেন, কিন্তু বহুদূর দেখতে পেতেন। গোপন কান্না নিয়ে অসহায় হয়ে কাটাতেন নিজস্ব একাকিত্বে। তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল হচ্ছে। তাঁর কবিতা, সাহিত্য ও গান নিয়ে যারা করে কর্মে খায়, ধনী হয়, নাম যশ পায়, তারাই তাঁর নোবেল চুরিতে নীরব।
তাই, ভারতীয় বোধে আমাদের উচ্ছসিত হবার কারণ নেই। এটাই গভীর সত্য। এখোনো আমরা পরিবারে কাজ করা লোকদের কত দুর্ব্যবহার করি, অফিসে ক্ষমতার দাম্ভিকতা দেখাই, পাড়ায় মস্তান দাদা বা কোনো রাজনীতির দিকে চাটুকারিতা করি। ঘুষ দিয়ে চাকরি করি যোগ্যকে সরিয়ে দিয়ে। বয়স্ক বা অসুস্থ লোককে দেখে গাড়িতে আসন ছাড়ি না। বাড়ির ভিতর চলে কূটিলতা ও পক্ষপাতিতা খেলা। আবার বাড়ির বাইরে প্রতিবেশিদের হীন ও অসৎ ভাবি নিজের বাড়ির লোকদের চেয়ে। গাড়িতে গায়ে গা লাগলে খিস্তি খেউর করি। যত রকম নীচতা, সেইগুলিকে গ্রহন করা নাকি বাস্তববাদিতা। আছা, ইংরেজ চলে যাবার পরে ১৯৫৩ সালে হল জমিদারি উচ্ছেদ। কিন্তু জমিদারদের অত্যাচার ছিল চরম ইতরিয়। এই প্রথা চলে গেলেও সেই স্বভাব থেকে গেছে কোটি-কোটি পরিবারের রন্ধ্রে-রন্ধে। সংবিধান বানানো হোলো একটা আজব লোক আম্বেদকরকে দিয়ে। সঠিক মহান ও সাহসীদের আবছা করতে আম্বেদকরকে ভারতের সেরা মুক্তিদাতা হিসেবে সরকারি ভাবে প্রচার চলে আসছে। এই লোকটিকে নায়ক বানাতে নেহেরু কৃত্তিম বিরোধিতা করেছিল। যেভাবে জ্যোতি বসুকে নায়ক বানাতে বিধান রায় ও সিদ্ধার্ত শংকর রায় নাটকিয় বিরোধিতা করেছিল, এবং মমতাকে সিংহাসন দিতে বুদ্ধদেব ভট্টাচার্য কত কী করেছিল। রবিঠাকুর সব বুঝেছিলেন। তাই তিনি ঠান্ডা মাথায় ইংরেজ রাজাকে বলেছিলেন -- ভারত ভাগ্য বিধাতা।
বামফ্রন্ট প্রাইমারি স্কুলে তুলে দিয়েছিল ইংরেজি। ২১ বছর ২১টা প্রজন্মকে বিশ্ব চিন্তায় পিছিয়ে দিল। এস ইউ সি আই, অনেক দিকে আনাড়ি হলেও ওরাই একমাত্র এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল ২১ বছর। রাস্তায় বসে নাম সই করাতো। তারপর ইংরেজি চালু হলেও ইংরেজি শিক্ষক গন এল ইংরেজি না জানা শিক্ষক।কারণ তারা ইংরেজি তুলে দেওয়া প্রাইমারি স্কুলের ছাত্র ছিল। তারপর প্রধানমন্ত্রী মনমোহন সিং অষ্টম শ্রেনী অবধি তুলে দিল পাস ফেল পদ্ধতি, বিচিত্র যুক্তি দেখিয়ে। এদিকে নবাব সিরাজ যতই বিতর্কিত হোক, তাঁকে মেরেই ভারতে এসেছিল ইংরেজদের দ্বারা আসল পরাধীনতা। কিন্তু সেই সিরাজের স্মৃতিকে নষ্ট করে আসা হচ্ছে প্রথম থেকে।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় বাণিজ্য কুঠি নির্মাণ করেছিল?
(a) সুরাট
(b) মছলিপত্তনম
(c) কালিকট
(d) ট্রাংকুবার
Ans b koreche ektu bole deben
পরবর্তী ভিডিও দিয়েন
নিশ্চয়
❤❤❤❤
Banglar itihash asholei khub shombriddho...
একদম
ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ভারতে নিজের নামে মুদ্রা প্রথম কবে চালু করে এবং কোন্ mint থেকে ?
ওলন্দাজ প্রথম বানিজ্য কুঠি কোথায় নির্মাণ করে?
কেউ কী উত্তর টা জানে???
ওলন্দাজরা ১৬০৫ খ্রী: অন্ধ্রপ্রদেশের মসুলিপত্তনমে তাদের প্রথম কারখানাটি প্রতিষ্ঠা করে।
Didi video aste ato dari kano??...Onek opekhay chilam
বেশ কিছুদিন শহরের বাইরে থাকায় ভিডিও আসতে একটু দেরি হলো।
ও আচ্ছা।।।দিদি অনেক অনেক ভিডিও চাই।।।অপেক্ষায় থাকবো।
নিশ্চয়
East India company na hole amader kolkata sohor ar kono dini sthapon hoto na.😉
Osadarun dubai
ঘসেটি বেগমের জীবনী চাই
Varoter Kun jagai karkhana khulsilo
আমি ইংরেজদের নৌবাহিনী সম্পরকে জানতে চাই
নিশ্চিতরূপে
আচ্ছা কি ( আঠারো শতকের সংক্ষিপ্ত পরিচিতি দাও) এই প্রশ্নের উত্তর
আপনার প্রশ্ন টি ভালো করে লিখলে বুঝতে সুবিধে হতো।
East India company
রানী এলিজাবেথ কে
Atodin por video?
বেশ কিছুদিন শহরের বাইরে থাকায় ভিডিও আসতে একটু দেরি হলো।
Evil70 world r baba adamsoh7000 nover somade varota: 7001 last gono namepolase: Kono times evilk killed korbavartborso
I hate East India Company....
Imotional blackmailer
গ্রেট ভিডিও ইতিহাস
আর শুনবো
EastIndiacoEdefeatedmuslimsrulers1757savedhindus😅
Excellent.... world...no.biswas....vadra.wducated.
Excellent
Dhonnobad