ওয়ালটন ফ্রিজ কিনে ধরা খাইলাম | Walton Side by Side Fridge Review | Walton BD | Shila's Ghore Bahire

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 фев 2022
  • #walton #waltonbd
    আসসালামু আলাইকুম বন্ধুরা,
    আজকে আমার ওয়ালটন ডাবল ডোর ফ্রিজের একটা রিভিউ দিলাম, রিভিউ দেওয়ার কারন হচ্ছে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইব আপু রিভিউ চেয়েছিলেন, উনি শুনতে পেয়েছেন এই ডাবল ডোর ফ্রিজ কিনলে না কি লস হয়, এই ফ্রিজে না কি পানি পরে, কোন ভাবেই উনি বিশ্বাস করেন না, তাই রিভিউ দিলাম....
    ধন্যবাদ জানাই ওয়াল্টন কোম্পানীকে এত সুন্দর একটি ফ্রিজ আমাদেরকে প্রোভাইড করার জন্য...
    আরও ধন্যবাদ জানাই ওয়ালটন কোম্পানীর সকল কলিগদের, তাদের আচরন এবং আন্তরিকিতা খুবই ভালো....
    শিলা মনি
    Shila's Ghore Bahire
    Thnx to Walton Team:
    waltonbd.com/refrigerator-fre...

Комментарии • 248

  • @mebashir7311
    @mebashir7311 2 года назад +5

    walton fridge is a good one. my relatives using this without any problem/disturbence.

  • @zakirhosan1519
    @zakirhosan1519 2 года назад +4

    Nice Fridge Walton

  • @tasfiajamanopsora5428
    @tasfiajamanopsora5428 2 года назад +10

    আমাদের ওয়ালটন ফ্রিজ ব্যাবহার করছি ৭ বছর হলো।এখনও কিছু হয় নি।কিন্তু ওয়ালটন ফ্রিজ এ খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যায়।অন্য ফ্রিজ এর সাথে তুলনা করলে ওয়ালটন ফ্রীজ এর খাবারের মান ভালো থাকে না।।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আমি এখনও কোন সমস্যা ফেইস করিনি

    • @mohammadsakib9290
      @mohammadsakib9290 Год назад +1

      আমার ফ্রিজ এ খাবারের মান ভাল থাকে, Walton

  • @galibkhan5669
    @galibkhan5669 2 года назад +7

    ধন্যবাদ ভাই। Good review 👍

  • @nhmilon7671
    @nhmilon7671 2 года назад +4

    সুন্দর ফ্রিজ...

  • @wonderman8537
    @wonderman8537 Год назад +2

    Thanks for your review!

  • @nayonkumar2408
    @nayonkumar2408 3 месяца назад

    হ্যা,এটা ঠিক,ওয়াল্টনের কাস্টমার সার্ভিস টা ভাল লাগছে,ওনারা যথাসাধ্য চেষ্টা করে দ্রুত সময়ে এবং সুন্দর সাপোর্ট এর জন্য☺️

  • @allahsidentity2621
    @allahsidentity2621 2 года назад +2

    Nice

  • @AliKhan-td5xf
    @AliKhan-td5xf Год назад +1

    Bhaiya eytate ki food gradet plstic use korse naki?? Ekto gana ben ami nibo offer choltese tai??

  • @nasrinparvin9428
    @nasrinparvin9428 6 месяцев назад +1

    আমি 13 বছর হল ব‍্যবহার করছি ওয়ালটন একটানা। এখন ভাবছি বদলাবো। এখনো ওয়ালটনই কিনবো। কাল দেখে আসছি। এখন রিসার্চ করব তারপর কিনবো।

  • @user-ud5rh2ie8e
    @user-ud5rh2ie8e 3 месяца назад

    Koto diye nisen???

  • @mdatiquerahman5712
    @mdatiquerahman5712 Год назад +2

    আপু অসংখ্য ধন্যবাদ ফাস্ট ইমপ্রেশন রিভিউ দেয়ার জন্য। আমি এখন মডেল টি নিতে চাচ্ছি । আপনি যদি ১ বছর অভিজ্ঞতা ভালো মন্দ বলতেন। তবে আমার ডিসিশন নিতে খুব উপকার হতো। কিছু নেগেটিভ রিভিউ পেলাম তাই কনফিউজড ।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад +1

      ভাইয়া,
      আমি অনেকদিন যাবত ফ্রিজটি ব্যাবহার করছি, এখনও কোন সমস্যা আমি পাইনি...
      একটা প্রোডাক্ট সবার কাছে ভালো হয় না,
      একটা কথা মনে রাখবেন ভাইয়া,
      আপনি যাকে নিরবচ্ছিন্ন ভাবে সহযোগীতা করেন তাকে যদি সেই সহযোগীতা একবার করা থেকে বিরত থাকেন সেদিন থেকেই আপনার সমালোচনা শুরু হয় যাবে...
      ফ্রিজ একটি যন্ত্র, একটা সময় গিয়ে সার্ভিস খারাপ দিতেই পারে, অথচ বছরের পর বছর এই ফ্রিজটি আপনাকে সার্ভিস দিয়ে এসেছে...

  • @anikmajumder4594
    @anikmajumder4594 2 года назад +1

    Vaia thank you for your inforamation. Can you tell me the model of this refrigerator plz ?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      ভাইয়া ভিডিওতে বলা আছে...

    • @panda-uk8ko
      @panda-uk8ko Год назад

      @@shilasghorebahire1603 comment e bolle ki problem ase?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      @@panda-uk8ko
      ভাইয়া ভুল বুঝেছেন,
      আপনার কমেন্টসের উত্তর যেখন দেই তখন আমি ফ্রিজের কাছে ছিলাম না, ফ্রিজের মডেলটা আমার মুখস্থ ছিলো না...
      Model: WNI-5F3

  • @deathorion5535
    @deathorion5535 9 дней назад

    আমাদের ওয়াল্টন সিংগেল ডোরের বিগ সাইজ কিনেছিলাম, আমাদের টার নরমাল কম ঠান্ডা হয়। ডোর আটকায় না ভালো করে, গ্যাসকেট চেঞ্জ করার পরে ও।

  • @shahadat5308
    @shahadat5308 2 года назад +1

    Walton valo

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      রাইট,
      ভিডিওটি দেখার পরে সবাই বুঝে...
      আসলে অনেকেই অনেক কথা বলে যার কারনে রিভিউ দিয়েছি এবং ভিডিওটির থাম্বনেলে এই কথা লিখেছি

  • @user-iv2ns1ng8h
    @user-iv2ns1ng8h Месяц назад

    আমি এই ফ্রিজটা ৮ বছর যাবত ইউজ করতেছি ডবল ডোরের আলহামদুলিল্লাহ অনেক ভালো

    • @Pritthisaha
      @Pritthisaha Месяц назад

      ভাইয়া একটা তথ্য দিয়ে সহযোগিতা করবেন? ওয়ালটন ফ্রিজের দরজায় টেম্পারড গ্লাস ব্যবহার করা হয়। এই দরজার গ্লাস টা কি ভালো? দরজার গ্লাস ভেঙে যায় বা দরজায় টেমপারড গ্লাস ভালো নাকি মেটাল ডোর ভালো? আপনার ব্যবহারের ভিত্তিতে যদি অভিজ্ঞতা শেয়ার করতেন৷

  • @tasrinjahan9976
    @tasrinjahan9976 Год назад +1

    Aita ki ekhon oo valo asha tek moto chola kono rokom problem hoisa? plz ektu bolben kon

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আলহামদুলিল্লাহ আজ অবধি কোন সমস্যা হয়নি

  • @mdapon1427
    @mdapon1427 2 года назад +3

    Monthly Vidyut bill kemon ase..brother..??plz

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад +2

      সম্পুর্ন ক্যাল্কুলেটরে হিসেব করে দেখেছি সম্পুর্ন মাসে ৯০/- টাকা বিল এসেছে...
      সব মিলিয়ে ১০০/- টাকার উপরে নয়, অবশ্য ফ্রিজের বয়স মাত্র ৫/৬ মাস, ভবিষ্যতে কি হবে আমি বলতে পারছি না

  • @ratulmti858
    @ratulmti858 Год назад +4

    ওয়ালটনের ছোট ফ্রিজগুলি ভালো, কিন্তু ডাবল ডোরের ফ্রিজ বেশিরভাগই খারাপ।
    আমি নিজে ব্যবহার করি, ৫-৬ মাস পরপর ওদের এনে সার্ভিস করাতে হয়।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      হতে পারে ভাইয়া, তবে আমারাটা এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ

    • @paveldas7036
      @paveldas7036 16 дней назад

      আপনারটা মডেল কী?

  • @rumasabia4318
    @rumasabia4318 2 года назад +1

    Dip a to borof jome na but ice tray ta ki ice hoy

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      হবে না কেন...??
      আমারটায় হচ্ছে তো...

  • @sajidsaif1482
    @sajidsaif1482 2 года назад +1

    atar ki ak pas dip r ak pas normal?r price koto

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      জি ভাই...
      আমি ডিসকাউন্ট পেয়েছিলাম, ৬৪০০০/- দিয়ে কিনেছি...

  • @md.shaifulislam7515
    @md.shaifulislam7515 4 месяца назад

    ভাই এটারতো কন্ট্রোল পজিশন দুইটা। শীতের সময় কন্ট্রোল পজিশন কোনটা কততে রাখেন?

  • @rashedislam7462
    @rashedislam7462 Год назад +1

    Vai apoanr refrigerator ki out side hot hoy

  • @md.shaifulislam7515
    @md.shaifulislam7515 4 месяца назад +1

    ভাই আপনার ফ্রিজ কি এখনো ভালো আছে নাকি এর মধ্যে সার্ভিসিং করাতে হয়েছে?

  • @BERingtone
    @BERingtone 2 года назад +5

    আসলেই খুব ভালো ফ্রিজ....

  • @JakirHossain-im5km
    @JakirHossain-im5km Год назад +1

    দাম অনুযায়ী walton ঠিক আছে। WFC 3F5 model ব্যবহার করতেছি ভালই

    • @aminvideos2511
      @aminvideos2511 8 месяцев назад

      Amar ta Pani pore

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আলহামদুলিল্লাহ এখনও ভালো সার্ভিস পাচ্ছি

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আমারটা এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ

  • @aimanbhuiya602
    @aimanbhuiya602 Год назад +1

    Baia afnar frizta akon kamon carbic dicce alto ganaben Ami akti kinbo

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আলহামদুলিল্লাহ এখনও ভালো

  • @AbdusSalam-ih3py
    @AbdusSalam-ih3py Год назад +2

    দরজার উপরের অংশের গ্লাসে কোন কিছুর আঘাত বা টোকা লাগলে গ্লাস ভেঙ্গে চৌচির হয়ে যায় এবং শুধু গ্লাস পরিবর্তনের সুযোগ নেই। এজন্য দুটি দরজাই পরিবর্তন করতে হবে। এতে খরজ হবে ১৩,২০০ তের হাজার দুইশ টাকা।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      হ্যা, কেনার সময় আমাকে ওরা বলেছে, তবে দরজার দাম ৯ হাজার বলেছিলো

  • @user-eu7rp4id3i
    @user-eu7rp4id3i 7 месяцев назад +1

    ভাই এই ফ্রিজের দুই সাইড কি ফুল বডি গরম না কি হাফ গরম থাকে আর এটাই কি ২ ৩ ঘন্টা পর কি দুই সাইডে ঠান্ডা হয়ে যায় এটু জানবেন আর কম্প্রেসার বন্ধ হয়ে যায় যখন ঠান্ডা হয়ে

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      খেয়াল করিনি ভাইয়া, নেক্সটে দেখে জানাবো ইন শা আল্লাহ

  • @nasirhosen1361
    @nasirhosen1361 2 года назад +4

    রিভিউটা খুব ভালো লাগলো

  • @jawadkhalil184
    @jawadkhalil184 Год назад +1

    Vaia fridge ta koto diye kinsen?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আমি যখন কিনেছিলাম তখন ৬৪ হাজার দিয়ে কিনেছিলাম, এখন দাম অনেক বেড়েছে

  • @rebekaahmed4763
    @rebekaahmed4763 2 года назад +1

    Kto nicen vai

  • @mdsumonsakir5270
    @mdsumonsakir5270 11 дней назад

    Sevice best walton ar

  • @mainuddinkhan2609
    @mainuddinkhan2609 2 года назад +3

    ওয়ালটন ফ্রিজ যথেষ্ট ভালো। আমাদের দুইটা আছে, চলছে তো চলছেই।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      রাইট

    • @dudu23232
      @dudu23232 2 года назад +1

      @@shilasghorebahire1603 ভাইয়া স্টেবিলাইজার ব্যবহারে্র প্রয়োজন আছে কি?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      না ভাইয়া লাগে না

  • @TarakmrTarakmr
    @TarakmrTarakmr 2 года назад +1

    nice

  • @user-pm2vz2ud2b
    @user-pm2vz2ud2b 6 месяцев назад +1

    Nmbr 1brand walton

  • @ratulmti858
    @ratulmti858 2 года назад +1

    ভাই ফ্রিজার কন্ট্রোল কোন পজিশন এবং রেফ্রিজারেটর কন্ট্রোল কততে রাখছেন জানাবেন প্লিজ

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      এটা শিত গরম বুঝে...
      অনেক শিত থাকলে মিডিয়ামের নিচে রাখি আর গরমের সময় হাই করে রাখি

  • @fariyaaktar9959
    @fariyaaktar9959 2 года назад +3

    Walton fridge er normal tay vagetable taratari poche jay. Sobji khola rakhle sukiye jay

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      আমারটা এমন হয় না,
      আমি ভালো সার্ভিস পাচ্ছি

  • @masuktv4190
    @masuktv4190 2 года назад +2

    Bill kamon ashe per month?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад +2

      আমি একবার দশ দিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে ফিরে এসে ক্যালকুলেটরে হিসেব করে দেখেছি ১০ দিনে মাত্র ৩০/- টাকা বিল হয়েছিলো...
      অর্থাৎ মাসে ১০০/- টাকা বিল হয়েছিলো,
      এভারেজে বলা যায় মাসে ১০০ থেকে ১২০ টাকা বিল হতে পারে

    • @masuktv4190
      @masuktv4190 2 года назад +1

      Thanks ei information ta khub dorkar chilo. Karon amio 1ta nite chacchi

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      নিশ্চিন্তে নিতে পারেন, বাকিটা আল্লাহ ভরসা

  • @rifatmajid3936
    @rifatmajid3936 2 года назад +3

    walton niye ami birokto> fan a majhe moddhei noisy sound hoi> 2ta repair kora hoise but koi din jete na jetei same obostha> eid er age freeze almost ochol chilo> freeze er age only 3yr and no frost inverter freeze

    • @mhassan2592
      @mhassan2592 Год назад

      আমরা ওয়াল্টন ফ্রিজ ব‍্যবহার করছি ৩ বছর হয়ে গেলো। এখনও পর্যন্ত তেমন কোনো ডিস্টার্ব দেয় নি। শুধু ফ্রিজের ভিতরে লাইটা জ্বলছে না কিছুদিন হলো। এই সমস‍্যা ছাড়া আর কোনো সমস‍্যা পাই নি। কম্প্রেসারে কোনো শব্দ নেই। ফ্রিজ ভালোই ঠান্ডা হয়।

  • @dmshaled7327
    @dmshaled7327 Год назад +1

    I need a fridge and washing machine

  • @Jupiter221
    @Jupiter221 Месяц назад

    আমি একটা বিষয় জানতে চাই, অনেকেই বলে ননফ্রস্ট ফ্রিজে মাছ মাংস বেশি দিন থাকে না, ডিপ ফ্রিজে তেমন একটা মাছ মাংস শক্ত হয় না, এটা কি ঠিক? আমার নন ফ্রস্ট সম্পর্কে তেমন ধারণা নাই, এটার ডিপ পার্টে কি মাছ মাংস ফ্রস্টেড ফ্রিজ গুলার মতোই শক্ত হয়ে দীর্ঘদিন থাকে?

    • @mst.sharminakter2545
      @mst.sharminakter2545 19 дней назад

      Non frost a mach mangsho rakhle socto hoy dirghodin thake.2year holo non frost refrigerator use kori

  • @aminvideos2511
    @aminvideos2511 8 месяцев назад

    W3F5 GDEH DD PANI TE VORE THAKEY

  • @md.mahabubkabir4428
    @md.mahabubkabir4428 2 года назад +1

    ভাইয়া আমারও সেম ফ্রিজ আমার সব সময় শব্দ করে,, আপনার টাও কিহ শব্দ করে,,?? জানাবেন plz

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আমারটা কয়েকদিন শব্দ করেছিলো...
      শব্দটা দুইটা কারনে হতো
      ১. ফ্রিজটি ঠিকমত সেট আপ করা ছিলো না, অর্থাৎ ঠিকমত ফ্লোরে বসছিলো না,
      ২. হুইলে বরফ জমেছিলো যার কারনে, হুইল ঠিকমত ঘুড়তে পারলে শব্দ হবে না,
      প্রয়োজনে ওয়ালটনের হট নাম্বারে কল দিতে পারেন

    • @md.mahabubkabir4428
      @md.mahabubkabir4428 2 года назад +1

      শব্দ টা সব সময় হয় না কিছু সময় অফ থাকে। সার্ভিস মেন তিনবার এসেছে সে বলসে এতো বড় ফ্রিজ চলে শব্দ তো করবেই,, আমি যদি আপনার টার একটু ভিডিও করে দিতেন,, তাহলে উনাকে দেখাতে পারতাম। ধন্যবাদ

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      সার্ভিস ম্যান ফালতু কথা বলেছে, ফ্রিজ বড় হলেই শব্দ হবে এটা কেমন কথা...
      আপনি কাষ্টোমার কেয়ারে সমস্যাটা খুলে বলুন....

  • @hasanrazing6910
    @hasanrazing6910 Год назад +1

    সার্ভিস এরমান ভালো

  • @ShahAlam-uk8wn
    @ShahAlam-uk8wn 2 года назад +1

    Summer a temperature kon position rakha valo

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      মিডিয়াম থেকে বেশি অথবা হাই...
      আমি এমনটাই রাখি

  • @shamsulhoqe5874
    @shamsulhoqe5874 2 года назад +2

    বিদ্যুৎ বিল কেমন আশে জানাবেন

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад +2

      খুবই কম ভাইয়া...
      আমি একবার পরীক্ষা করে দেখেছি মাসে ৯০ থেকে ১০০ টাকা বিল হয়,
      তবে ফ্রিজটি পুরাতন হলে কেমন বিল হবে সেটা বলতে পারবো না...

  • @mdmajibur2442
    @mdmajibur2442 2 года назад +3

    ভাই আমি ডাবল ডর ফ্রিজ কিনতে চাইছি আপনার কথা সোনার পর চিন্তা দুর হল

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      নিশ্চিন্তে কিনতে পারেন, বাকিটা আল্লাহ ভরসা...

    • @arfinshuvovlogs2410
      @arfinshuvovlogs2410 2 года назад +3

      refrigerator kinle lg bah samsung kinen valo valo

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад +1

      ভালো পরামর্শ....
      তবে ওয়ালটন ইজ বেষ্ট

    • @arfinshuvovlogs2410
      @arfinshuvovlogs2410 2 года назад +2

      @@shilasghorebahire1603 kintu jara use kore oneke dekhi bad review diteche

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      ভাইয়া কিছুটা যত্নেরও ব্যাপার থাকে

  • @sirajulislamgm
    @sirajulislamgm Год назад +1

    ভাইয়া কত হাজার টাকা দিয়ে নিছেন এটা

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আমার তখন ৬৪ হাজার লেগেছিলো, আমার জানামতে এখন প্রায় ৯০ হাজার (+ -)

  • @mdhazratalim6535
    @mdhazratalim6535 2 года назад +2

    এই ফ্রিজের নরমালে ভাত রাখলে ভাত বরফ হয়ে যায় কি করবো প্লিজ বলবেন

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      না ভাইয়া নরমালে রাখলে বরফ হবে না,
      আপনি কুলিং মিডিয়ামে রাখবেন....

    • @mdhazratalim6535
      @mdhazratalim6535 2 года назад +2

      @@shilasghorebahire1603 ভাই ভাই আমার ফ্রিজ summer_ 18 set করেছি আপনার ফ্রিজ কত টেম্পারেচার সেট করেছেন প্লিজ বলেন প্লিজ প্লিজ প্লিজ রেপ্লায় দেন

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আলিম ভাই, আমারটা বর্তমানে মিডিয়ামে দেওয়া আছে...
      তবে ওয়ালটন টিম বলেছিলো গরমের কালে মিডিয়ামের উপরে রাখলেও সমস্যা নেই

    • @nazmussakib1084
      @nazmussakib1084 Год назад

      এয়ার টাইট কন্টেনারে রাখবেন

  • @anannamrahman7659
    @anannamrahman7659 10 месяцев назад

    Freez Ta kamon colce vai

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  9 месяцев назад

      আলহামদুলিল্লাহ এখনও কোন সমস্যা হয়নি

  • @bipulhasan9219
    @bipulhasan9219 2 месяца назад

    WALTON
    Model
    : WFA-2A3-0402
    Poly Urethane M/C : Cannon, Penta-100 Twin(Italy)/
    Compressor Climate Type
    : RSCR
    : N~ST
    Gross Volume (OD)
    : 11 cft
    Gross Volume
    Net Volume
    : 201 Ltr.
    : 195 Ltr.
    Net Weight
    : 45.6 Kg
    : 220V-240V~
    Rated Voltage
    Hennecke (Germany)
    Rated Frequency : 50Hz
    Refrigerant
    : R134a
    Refrigerant Charge
    : 85gm (±1.0)
    Made in Bangladesh
    CAUTION
    এটা কেমন

  • @mainuddinkhan2609
    @mainuddinkhan2609 2 года назад +2

    সার্ভিসও ভালো।

  • @msshanta8545
    @msshanta8545 2 года назад +1

    কতো দিয়ে কিনেছেন

  • @sweetyashraf3942
    @sweetyashraf3942 2 года назад +1

    Price koto vai

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আমার ডিসকাউন্ট ছিলো, সব মিলিয়ে আমার ৬৪ হাজার লেগেছে

  • @soha-nurrahman3057
    @soha-nurrahman3057 2 года назад +1

    Price koto?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      ভাইয়া আমি কিনেছি ৬৪ হাজার দিয়ে,
      তবে বর্তমান মুল্য কম বেশি হতে পারে,
      Walton এর অফিসিয়াল পেইজ থেকে বর্তমান মুল্যটা জেনে নিন প্লিজ...

  • @rumesohag2724
    @rumesohag2724 Год назад +3

    আমার ফিরিজের নিচ দিয়া পানি পরে, কেন জানাবেন

    • @shakibmia7898
      @shakibmia7898 9 месяцев назад

      আমার ও সেইম

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আমি তো সঠিক বলতে পারবো না, তবে ওদের কেয়ারে কল দিলে সমাধান পেতে পারেন

  • @aminulhaque456
    @aminulhaque456 Год назад +3

    আমি তো ওয়ালটন থেকে কোন সার্ভিস পাইনাই

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      কাষ্টোমার কেয়ারে কল দিলে একদিন পরেই আসে....(যদি সার্ভিসের মেয়াদ থাকে)

  • @akashsg57
    @akashsg57 2 года назад +1

    vaijan jumuna frize kamon

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      এই ফ্রিজ সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই...

  • @nahidpervin4957
    @nahidpervin4957 Год назад +12

    ধরা খাওয়া মানে ঠকে যাওয়া ,জিতে যাওয়া নয়...
    তাই এর হেডিং দেওয়া উচিত ছিল ওয়ালটন কিনে ধরা খাওয়া থেকে বেঁচে গেলাম অথবা ওয়ালটন কিনে জিতে গেলাম...
    ধরা খেলাম নয়...
    সততা প্রয়োজন সব সময়,সকল বিষয়ে...

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      ঠিক বলেছেন,
      তবে ভাইয়া, আমি ফ্রিজটা কেনার পর অনেকেই বলেছে ধরা খেয়েছি, পরে ব্যাবহার করে অনেক ভালো সার্ভিস পাচ্ছি, তাই এমন টাইটেল দিয়েছি, নেগেটিভে মানুষের আগ্রহ বেশি

    • @nahidpervin4957
      @nahidpervin4957 6 месяцев назад

      @@shilasghorebahire1603 তাইনাকি !?
      আমার তো বিশ্বাস এটা করা হয়েছে শুধু ভিউ বাড়ানোর জন্য‌!
      যদিও এখনো এ দুনিয়ায় প্রচুর মানুষ আছে পজিটিভ তাই পজিটিভিটি ই দেখানো উচিত হেডিং দেওয়ার ক্ষেত্রেও ...
      নেগেটিভ দিলে রেজাল্ট আরো উল্টা আসবে।।।

    • @mdrizvanmobin16
      @mdrizvanmobin16 Месяц назад

      ওয়ালটন কিনে কি আসলেই ধরা খেলাম

  • @abuahad9725
    @abuahad9725 10 месяцев назад

    Bill kamon aseee
    .
    .

  • @mdmonzur8909
    @mdmonzur8909 Год назад +32

    আপনি বললেন দরা খাইলাম।এখন বললেন ভালো। কোনটা দরে নিব।এমন ভিডিও দেখবেন না। মিথ্যা কথা বলে ভিডিও দেখায়।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      ভাইয়া, বুঝতে ভুল করেছেন....
      আপনি ভিডিওটিতে মনযোগ দেননি...
      আমাকে অনেকেই বলেছে ওয়ালটন কিনে ধরা খেয়েছি, আমি টেনশনে ছিলাম এত টাকার ফ্রিজ....
      পরে দেখি যারা সমালোচনা করেছে তারা না জেনেই সমালোচনা করেছিলো....
      তাই থাম্বনেল এবং টাইটেল এমন দিয়েছি

    • @AbdurRahaman
      @AbdurRahaman 10 месяцев назад +3

      এগুলো ভিউ বাড়ানোর সস্তা কৌশল। যাই হোক এরাও সস্তাই থাকবে। ভিউয়ার কে বিরক্ত করে আগাতে পারবে না।

    • @Shanjila
      @Shanjila 5 месяцев назад

      ​@@shilasghorebahire1603তাহলে লেখা উচিৎ ছিলো যে ওয়াল্টোন এর ফ্রিজ কিনে ধরা খেয়েছেন।

    • @t.a6159
      @t.a6159 2 месяца назад

      Faul

  • @nsx001
    @nsx001 2 года назад +1

    deep er smell ki normal e jay???

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      না ভাইয়া

    • @nsx001
      @nsx001 Год назад

      @@shilasghorebahire1603 amio kinechi eta but dorjayshobdo hoy

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад +1

      @@nsx001 আমারটায় হতো, তবে স্থান প্লেইন (সমান) হলে শব্দটা হয় না, আর দরজার কব্জায় মাঝে মাঝে নারিকেল তেল দিতে পারেন, শব্দ কমে যাবে "ইন শা আল্লাহ"

  • @mdsayfullah1424
    @mdsayfullah1424 2 года назад +19

    ওয়ালটন ফ্রীজ গুলো ভালো,, বর্তমান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফ্রীজ হচ্ছে ওয়ালটন

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад +1

      100% সহমত

    • @sumonislam6398
      @sumonislam6398 2 года назад +1

      ওয়ালটন ফ্রিজে তাড়াতাড়ি বরফ জমে

    • @sumonislam6398
      @sumonislam6398 2 года назад +3

      এবং বিদ্যুৎ বিল বেশি হয়

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      @@sumonislam6398
      ঠিক মত অপারেটিং করেন ভাইয়া, সেট আপ ঠিক না হলে বরফ জমতেই পারে

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      @@sumonislam6398
      অসম্ভব ভাইয়া...
      আমি নিজে পরীক্ষা করে দেখেছি বিদ্যুৎ বিল খুব কম হয়, তবে ফ্রিজ পুরাতন হয়ে গেলে কেমন হবে সেইটা আমি জানি না...

  • @nkabirislamicmedia5640
    @nkabirislamicmedia5640 2 года назад +3

    আপনি কি ফ্রিজের সাথে স্টাবলাইজার ব্যাবহার করেন??

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      এই ফ্রিজে ষ্টাবিলাইজার আলাদা লাগে না,
      বিল্ট ইন করা....

  • @blackcanvas6578
    @blackcanvas6578 2 года назад +1

    ইলেক্ট্রিসিটি চলে গেলে কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ থাকবে?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      ফ্রিজের দরজা না খুললে প্রায় ৭/৮ ঘন্টা ভালো সার্ভিস পাবেন....

    • @blackcanvas6578
      @blackcanvas6578 Год назад +1

      ধন্যবাদ

  • @user-np1lp8ic8r
    @user-np1lp8ic8r 5 месяцев назад

    এক মাসের কত বিল আসে

  • @nsrmartshopping
    @nsrmartshopping 2 года назад +1

    Door khulte tu sound pailam!!!

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      ভাইয়া, আমি বাসা চেঞ্জ করার পর ভালোভাবে সেটিংস হয়নি, মোট কথা ফ্লোরটা ঢালু...
      এ জন্যেই শব্দ হয়েছিলো...
      তবে এক কথায় ফ্রিজটি অসাধারন...

  • @mousumiakhter9836
    @mousumiakhter9836 Год назад +2

    Apni caption dilen 1 rokom r reviewe korlen arek rokom. Dhoka diye vdo banaben na. Ami report kore diyechi.

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      খুব ভালো কাজ করেছেন, মহান আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুন....
      আপনি আমার ভিডিওর মুল কথা বুঝতেই পারেন নি, আমি ফ্রিজ কেনার পর অনেকেই বলেছে আমি না কি ধরা খেয়েছি, আর ব্যাবহারের পর দেখেছি তার উল্টাটা...
      তাই থাম্বনেলে উক্ত কথাটা লিখেছি...
      আপু, ইউটিউব জগতে কতকমের ধান্দাবাজি চলে সেখানে কিছুই করতে পারেন না, আর আমার একটস কথায় আপনি আমার উঠতি চ্যানেলে রিপোর্ট মেরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ....
      ভালো থাকবেন

  • @m.nchannal4118
    @m.nchannal4118 2 года назад +1

    ডাবল ডোরের মধ্যে কি ছোট আছে

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আমার জানা মতে নেই,
      ওয়ালটনের অফিসিয়াল পেইজে দেখতে পারেন

    • @jahanshelley3684
      @jahanshelley3684 2 года назад +1

      @@shilasghorebahire1603 আপনি কে?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আপু, আমি এই চ্যানেলটার ওনার,
      যদিও আমার সাহেব চ্যানেলটা চালাতে হেল্প করে,
      যাহোক এক ভাই জানতে চেয়েছিলেন ডাবল ডোরের মধ্যে ছোট ফ্রিজ আছে কি না...??
      আমি তার উত্তর দিয়েছি...
      আমি উনাকে ওয়ালটনের অফিসিয়াল পেইজে খোজ নিতে বলেছি...

  • @mdmunib4899
    @mdmunib4899 2 года назад +1

    Freej koto cft. R dam koto

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад +1

      ভাইয়া, বর্তমানে ফ্রিজ সিএফটি সিষ্টেমে হয় না, লিটারের হিসেব হয়, এটা 563 লিটার,
      আর প্রাইস Walton অফিসিয়াল পেইজে দেখে নেওয়া ভালো, কারন প্রাইস আপডাউন করে...
      আমি ডিসকাউন্ট পেয়েছিলাম এবং আমার এক বন্ধু ওয়ালটনে জব করে, সবকিছু মিলিয়ে আমি ৬৪ হাজার টাকা দিয়ে কিনেছি,
      সম্ভবত বর্তমান প্রাইস ৭৪,৬৯০/- টাকা

  • @ferozhkhan5156
    @ferozhkhan5156 Год назад +1

    ফ্রিজটার দাম কত নিচে

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আমি যখন কিনেছি তখন ৬৪ হাজার নিয়েছিলো, এখন দাম অনেক বেড়েছে

  • @kuwaitkuwait5209
    @kuwaitkuwait5209 2 года назад +1

    এইটার মডেল কত?

  • @rasnazaman6541
    @rasnazaman6541 2 года назад +1

    Ji via Amar o sob porno Walton ar kub Valo carving Walton is dest

  • @user-cs5tm1cm7y
    @user-cs5tm1cm7y 9 месяцев назад +1

    ওয়ালটন ফ্রিজ কিনে ধরা খাইয়া গেছে পুরা

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      অনেকেই বলেছে বলেই আমি থাম্বনেলে এই কথা বলেছি, ভিডিওতে সব বলেছি

  • @asmaerad1824
    @asmaerad1824 5 месяцев назад

    আমার একই সমস্যা প্রচুর পানি পড়ে

  • @riazsharif7215
    @riazsharif7215 2 года назад +1

    Ami akjon italy probasi 2 bochor gae chinta korce kinbo akhon 💯 %kina Jay...

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      নিশ্চিন্তে কিনতে পারেন,
      তবে আপনি যখন দেশে ফিরবেন তখন ওয়ালটনের আরও আপডেট ফ্রিজ পেয়ে যাবেন...

  • @imrulkayes4623
    @imrulkayes4623 Год назад +1

    Title ki ar video ki.

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      ভাইয়া, পুরো ভিডিও দেখলে বুঝবেন,
      আমাকে অনেকেই বলেছে ধরা খেয়েছি, তাই ইচ্ছে করেই এমন টাইটেল দিয়েছি,
      নেগেটিভে মানুষের আকৃষ্টতা বেশি

  • @rumaisaafren965
    @rumaisaafren965 2 года назад +2

    কত লিটার এটা?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      ৫০০ কত লিটার যেন, সঠিক মনে নেই

  • @khalilmunna504
    @khalilmunna504 Год назад

    সব সিটারী সায়নার মাল ওয়ালটন

  • @angshumanbangladesh1960
    @angshumanbangladesh1960 2 года назад +2

    দাম কত?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আমি ডিসকাউন্ট পেয়ে মোট ৬৪০০০/- টাকায় কিনেছিলাম

  • @sanihasan6438
    @sanihasan6438 Год назад +1

    Sobai doa korben amio Jano same amon akta kinte Pari.....

  • @nazmulmridha9294
    @nazmulmridha9294 2 года назад +1

    এইটা তে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে?

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад

      আমি একুরেট ১০ দিনের একটা হিসেব করেছিলাম, সেখানে ১০ দিনে মাত্র ৩০ টাকা বিল হয়েছিলো

  • @mdhazratalim6535
    @mdhazratalim6535 2 года назад +2

    ভাই এই ফ্রিজ আমাদের বাসায় আছে কিন্তু নরমাল চেম্বার এ খাবার রাখলে খাবার বরফ হয়ে যায় আর যদি টেম্পারেচার কমায়া দেই তাহলে কাঁচা তরকারি নষ্ট হয়ে যায় কি করতে পারি প্লিজ যদি একটু বলেন

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আমারটায় এমন হয় না, তবে এ ক্ষেত্রে আপনি ওয়ালটনের হট লাইনে কল দিতে পারেন, আশা করছি উনারা সমাধান করে দেবে...

    • @sifatsarja5174
      @sifatsarja5174 2 года назад +1

      Amader normal side ta thanda hoyna..

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      কাষ্টোমার কেয়ারে যোগাযোগ করতে পারেন

  • @ALAMIN4000
    @ALAMIN4000 Год назад

    lol ..1 year a er maze fridge er ki review ..! ai time a r ki kono problem hoy..! at least 2 to 4 years cholte hobe ..!

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад +1

      ভাইয়া আজ উত্তরটা দিলাম, তারিখটা কোট করেন, আলহামদুলিল্লাহ এখনও একই সার্ভিস পাচ্ছি

  • @srgrupe5976
    @srgrupe5976 2 года назад +4

    যদি জানতাম ওয়ালটন ফ্রিজ এতো বাজে। তাহলে নিজেও কিনতাম না এবং অন্যকেও কিনতে উৎসাহ দিতাম না। নরমালে কিছু রাখলে ওই খাবার ২ দিন পর আর খাওয়া যায় না।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আমার মনে হয় কোথাও কোন সমস্যা হয়েছিলো,
      আপনি ওয়ালটন কাষ্টোমার কেয়ারে যোগাযোগ করে দেখতে পারেন

    • @fariyaaktar9959
      @fariyaaktar9959 2 года назад +3

      Thik bolsen. Amar o same problem

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  Год назад +1

      প্লিজ আপু একবার কাষ্টোমার কেয়ারে কন্ট্যাক্ট করে দেখুন

    • @eqracreativefashion1396
      @eqracreativefashion1396 Месяц назад

      Same problem

  • @MdShamimRezaEEE
    @MdShamimRezaEEE Год назад +2

    Baje

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আমি ভালো সার্ভিস পাচ্ছি

  • @palashalam2535
    @palashalam2535 Год назад +1

    দেখতে বড় ব্যবহার করে ভালো লাগেনা

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      বড় ফ্যামিলির জন্য বেষ্ট

  • @ssvloggersima8292
    @ssvloggersima8292 11 месяцев назад +1

    ভালো না শুধু পানি পড়ে , মাংস নষ্ট হয়ে গেছে বাজে একটা ফ্রিজ।

  • @tonydcruze4465
    @tonydcruze4465 2 года назад

    BHAI JOUTUK NIYA KOTHA BOLA BHALO NA

  • @riyaakter2368
    @riyaakter2368 2 года назад +1

    Walton.. Firiz. Valo. Ac. Valona

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      রিয়া আপু, এসি সম্পর্কে আমার তেমন ধারনা নেই

  • @Rakibkp8
    @Rakibkp8 Год назад +1

    walton inverter kinsi sound hoy besi 😅

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      আমারটাতেও মাঝে মাঝে হালকা শব্দ হয়

  • @RajuRaju-sy3uw
    @RajuRaju-sy3uw Год назад +1

    Apner Walton dalal

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      নিজের কষ্টের টাকায় ফ্রিজ কিনেছি, কেনার পর ফ্রিজটা আমার, সুতরাং আমি আমার ফ্রিজের প্রসংশা করেছি, সুতরাং এখানে দালালীর কিছু নাই, আর ভালো জিনিসের প্রসংশ করলে যদি দালালী হয় তাহলে ইউটিউবে যত পন্যের কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই....
      প্রচারকারী দালাল হলে তাহলে এই পৃথিবীতে সবাই দালাল, আপনিও বাদ যাবেন না

  • @mdshuvo871
    @mdshuvo871 Год назад +1

    অনেক বাজে গন্ধ আসে খুব খারাপ এই ফ্রিজ

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      মোটেও না...
      অন্তত আমি এখন অবধি কোন গন্ধ পাইনি...
      বিশ্বাস না হলে আমার বাসায় দাওয়াত রইলো, এসে দেখে যাবেন...

  • @user-pm2vz2ud2b
    @user-pm2vz2ud2b 6 месяцев назад

    ওই মহিলা খেত থেকে ওঠে এসেছে।

  • @habibakhanbina5856
    @habibakhanbina5856 2 года назад +3

    ভাই, আমার ডাবল ডোর ফ্রিজটি পর্যাপ্ত বাজে। নর্মালে খাবার রাখলে অল্পতেই নষ্ট হয়ে যায়।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад +1

      কোন কোম্পানীর ফ্রিজ,
      যদি ওয়ালটন হয় তাহলে কাষ্টোমার কেয়ারে যোগাযোগ করেন, আশা করছি সমাধান পেয়ে যাবেন

  • @Lalpur..nizam420
    @Lalpur..nizam420 22 дня назад

    স্যারের ব্যাটা মিথ্যা কথা বলি ভিডিও বানায়

  • @novembernovember8958
    @novembernovember8958 2 года назад +1

    মারসেল কেমন

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      মারসেল সম্পর্কে তেমন ধারনা নেই, তবে মারসেল ওয়ালটন কোম্পানীরই পন্য...
      শুনেছি এটাও ভালো...
      তবে আমি ওয়ালটনে কনভেন্স...

    • @novembernovember8958
      @novembernovember8958 2 года назад +1

      @@shilasghorebahire1603 oh. Ami kinsi marcel

    • @chotomanush9089
      @chotomanush9089 2 года назад +1

      @@novembernovember8958 মার্সেল ডাবল ডোর কিনেছেন? কেমন?

    • @novembernovember8958
      @novembernovember8958 2 года назад +1

      @@chotomanush9089 8 sft kinsi

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আলহামদুলিল্লাহ

  • @nehal2500
    @nehal2500 6 месяцев назад

    MC..... ফ্রিজের মডেল ই জানে না। সে নাকি কিনছে ব্যবহার করছে।

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  6 месяцев назад

      ধন্যবাদ ভাই, এত সুন্দর করে গালি দেওয়ার জন্য, মা শা আল্লাহ আপনার পারিবারিক শিক্ষা দেখে আমি মুগ্ধ....
      ভাই, আমি সাধারন কাষ্টোমার, আমি ইলেক্ট্রিক্স সামগ্রী নিয়ে কোন কন্টেন্ট বানাই না, আমার বাসায় ফ্রিজ কিনে এনেছি, সেইটার একটা ভিডিও আপলোড করছি, এর বেশি কিছু নয়, এই ভিডিওর জন্য আমি আলাদা কোন কোর্স করিনি কিংবা প্রফেশনাল কোন প্রস্তুতিও নেইনি, জাস্ট যখন যা মনে হয়েছে সেটাই বলেছি,
      এর জন্য উপহার স্বরূপ আপনি আমাকে যে গালি দিয়েছেন সেইটা আমি গ্রহন করিনি, আপনার উপহার আপনাকেই ফিরিয়ে দিলাম.....

  • @jahanshelley3684
    @jahanshelley3684 2 года назад +1

    কিস্তিতে নিলে কোনো ডিসকাউন্ট দেয়না ৫০% টাকা দিতে হয় আবার কয় স্থানীয় গ্যারান্ডার লাগবে দুইজন
    এর চেয়ে অন্য কোম্পানি ভালো

    • @shilasghorebahire1603
      @shilasghorebahire1603  2 года назад

      আপু,
      ওয়ালটন কেন, যে কোন পন্যই কিস্তিতে নিলে ডিসকাউন্ট দেয় না,
      আর কিস্তিতে কোন পন্য নিলে তো পেপারস ডকুমেন্টস কিংবা গ্যারান্টর লাগবেই...
      যা হোক আপু, আমি ওয়ালটনের কেও নই, আমি টাকা দিয়ে ফ্রিজ কিনেছি, ভালো লেগেছে তাই রিভিউ দিয়েছি...

    • @jahanshelley3684
      @jahanshelley3684 2 года назад +1

      @@shilasghorebahire1603 dekheci apu onno company