তোমাকে হারাবার ভয় • আবু জাফর মোঃ ছালেহ্ এর কবিতা • আবৃত্তি- মাহবুবুর রহমান টুনু • কবিতা আবৃত্তি
HTML-код
- Опубликовано: 9 ноя 2024
- কবিতা • তোমাকে হারাবার ভয়।
কবি • আবু জাফর মোঃ ছালেহ।
আবৃত্তি • মাহবুবুর রহমান টুনু ।
সম্পাদনা • আলমগীর ইসলাম শান্ত।
Poem • Tomake Harabar Voy
Poet • Abu Zafar Md. Saleh
Recitation • Mahbubur Rahman Tunu
Editor • Alamgir Islam Shanto
[ দয়া করে অনুমতি ছাড়া ভিডিওটি ডাউনলোড করবেন না। আপনার ভালো লাগলে শেয়ার করতে পারেন ]
[ Please do not download this video without permission. You can share this video if you loved it ]
[ Please Subscribe This Channel ]
Like || Comment || Also Please Share
#kobita #kobita_abritti #abriti #abritty #abritti #bangla_kobita #mahbubur_rahman_tunu #mahbuburrahmantunu #tunur_abritti #tunukobita #abu_zafar_md_saleh #bangla_kobita_abriti #bangla_kobita_abritti #abrittirkobita #abrittiআবৃত্তি #bangla_poem #bangla_poem_recitation #bangla_poetry #bangla_poetry_recitation #bangla_sad_kobita #bangla_sad_poem #bangla_sad_poetry #premer_golpo #premer_kobita #premer_kahini #valobasar_kobita #valobasar_status #valobasar_golpo #valobasarkobita #viral #viral_kobita #viralvideo #viral_poem #viral_poetry #foryou #foryoupage #foryourpage #foryouforyou
আবৃত্তির পেমে পরে গেলাম
বাহ্ কি সুন্দর স্নিগ্ধ মায়াময় কন্ঠ আপনার, আবৃত্তি ও দারুণ, এগিয়ে যান ভাই
খুব সুন্দর কবিতা শুনলাম অনেক দিন পরে❤❤❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে
একটি অনবদ্য উপস্থাপনা।
আপনার কণ্ঠে আকৃষ্ট হলাম।
আরও আপনার কবিতা পাঠ শোনার ইচ্ছা রইল। অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার।
Didi vai ai chanle Akbar gure aso amar bisas apnar vidio gulo valo lagbe ar jodi valo lage tobe akta like Dio o chanle take subscribe kore dio ar jodi na valo lage tobe subcribs o like konotai korte hobe na @AninditaNaskarzj8zb
ঐ সমুদ্রে যত কলোল দেখো,
তা আমার দুঃখ থেকে
নিঃসৃত আনন্দধারা।
অসাধারণ লেখা এবং আবৃত্তি। ♥️♥️♥️♥️♥️
অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤️
কোন, কারণ বা অকারণের,
দিকে মন,লক্ষ করে, লক্ষ করে মান অভিমান, লক্ষ, করে, তার মূল্য বোধ, বা বিশ্বাস, যখন, সব বিলুপ্ত হয়ে যায়, টিক তখন ও,আল্লাহ,,
পাশে থাকে,সব সময়,,সুবহান
আল্লাহ,
Voice টা মাশাআল্লাহ অনেক সুন্দর।
অসংখ্য ধন্যবাদ আপনাকে
অসাধারন সুন্দর🤍
ধন্যবাদ
সুন্দর ❤❤❤
অশেষ ধন্যবাদ ❤️
মনে হচ্ছে আমার জন্য কেউ আজ কে কবিতা আবৃত্তি করছে, কারণ আমার সাথে মিলে গেছে, আজ যে আমার মন ভালো নেই 😢
সবটাই আসলে কবির কৃতিত্ব। এটাই মূলত একজন কবির শক্তি, একজন কবি তার কাব্যিক ক্ষমতা দিয়ে সহস্র মানুষের মনের অব্যক্ত কথা আর ব্যাথাকে বের করে আনেন। আমি তো শুধু কণ্ঠ দিয়ে প্রাণ দেবার চেষ্টা করেছি। 😊
@@Mahbubur_Rahman_Tunu ❤️❤️❤️
এইদিন আমিও পার করে এসছি ভাই😢
I feel like I should claim this poetry. Someone must have written this for me. Your voice is simply unreal.. Too beautiful....makes me sad!
আপনাকে ভালোবাসা। সুন্দর বাঁচুন।
এটা আমার জীবনের সাথে পুরো মিলে গেছে😢❤❤❤
আহা! কবির লেখনি সার্থক তবে।
সুন্দর
খুব সুন্দর কন্ঠ।
অশেষ ধন্যবাদ
আমারও এমন অবস্থা ছিল;"তাকে হারানোর ভয়।"
যখন তাকে হারিয়ে ফেললাম,তখন এই ভয়টা থাকল না।কিন্তু আবার তাকে ফিরে পেলাম।😥
বাহ! সুন্দর থাকুন সবসময়।
@@Mahbubur_Rahman_Tunu ভালোবাসা নিবেন ভাই!❣️
এবার ইদের ছুটিতে আপনার বাসার দিকে যেতে চেয়েছিলাম।কিন্তু আপনার সাথে তেমন কথা হয়নি ভেবে আর যাইনি।আপনার বইয়ের কবিতাগুলো নিয়ে আমি আমার বড়ভাই এবার বেশ ভালো আড্ডা জমিয়েছিলাম।সেই আড্ডাটা আপনার সাথে হলে;না জানি কতই ভালো হতো।
যাইহোক আগামী ইদে আমাদের আন্ধারীঝাড়ে আপনার দাওয়াত রইল।আড্ডা শেষে কমল দার বাসায়ও যাওয়া যাবে!🥰
Ashadaron shundor hoice
Mone hoichilo koniker jonno kutaw hariye gelam
আহা! ভালোবাসা জানবেন 🌿
❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤
অপেক্ষার পাখি
অনিমেষ হাজরা
পাখিরা নেই আর নীড়ে ক্লান্ত দুপুরে তোমাকে মনে পড়ে, কারণে-অকারণে হৃদয় গহ্বরে চিনচিন ব্যথায় টাটায় ওঠে জোরে, কি আছে তোমার মাঝারে, কেন এত মন বিচলিত পেতে তোমারে।
ডানাভাঙা চিল ক্ষুধার্তে কাতর কাতড়ায় আহার না পেয়ে অনাহারে, নেই কোন সাথী পাখিটি বড় একাকী দাঁড়িয়ে মৃত্যুর দুয়ারে ।
এতটা দুর্বল তবুও ছাড়েনি হাল পল্লব আঘাতে হামাগুড়ি হতে পারে খুব সহজে, দুচোখ যায় বুঝে তবুও আঁখি খোঁজে প্রিয় সাথী আসে যদি আজে।
জানে শুধু ঈশ্বর কতটা বাঁচবো আর,সকল কিছু তুমি ছাড়া লাগে পর, ভেঙে গেছে ঘর চোরাবালির চর নোনতা সলিলে ভাসে আমার চালের খড়।
জড়িয়ে ধরতে চাই স্রোতের চাপে হারাই পড়েছি কি মায়ায়, কত স্মৃতি আঁকা হৃদয়ের সঙ্গে বাঁধা করুন কাকুতি উথলিত হয় ব্যথায় ।
মোরে আমি যাব তবুও অগাধ চাইবো শেষ নিঃশ্বাসেও তোমায় ভালোবাসবো, না পেলাম তোমায় আমি ভাগ্য আমার ভালো না জানি,তবুও পরপারে তোমার অপেক্ষায় রইবো।
❤️🌿
❤❤❤❤❤❤
❤️🌿
Nice❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
❤❤❤
❤️🌿
দাদা অভিশাপ কবিতাটা শুনতে চাই কাজী নজরুল ইসলামের ❤❤
চেষ্টা করবো
আমার লিখা এাটি কবিতা আবৃত্তি করবেন ?
নির্ধারিত শর্ত ও খরচ সাপেক্ষে আবৃত্তিগুলো নির্মাণ করা হয়। প্রপার প্রফেশনাল ওয়ে। প্রতিটি নির্মাণের পেছনে যথেষ্ট সময়, শ্রম ও পয়সা খরচ হয়। আবৃত্তি আবৃত্তিকারের শখ নয়, সেকারণে তিনি নিতান্তই ভালো লাগা থেকে আবৃত্তি করেন না, যেহেতু খরচার বিষয়টি জড়িয়ে থাকে। ভালো লাগার কবিতাগুলো তিনি নিয়মিতভাবে মঞ্চে করেন। আপনি আগ্রহী হলে তার ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন। আপনাকে ধন্যবাদ।
@MD.Futanto কিছু মনে করবেন না, আপনার কবিতাটা কি আমি একটু দেখতে পারি?? আমি টুকটাক আবৃত্তি করার চেষ্টা করি
@@Mahbubur_Rahman_Tunu খরচ কেমন পড়বে ?
dada vai ai chanle Akbar gure aso amar bisas vidio apnar valo lagbe ar jodi valo lage tobe akta like Dio o chanle take subscribe kore dio ar jodi na valo lage tobe subcribs o like konotai korte hobe na @AninditaNaskarzj8zb
@@oporichito007আপনি কি আবৃত্তি করেন? আমার একটা কবিতা আছে।
❤❤❤❤❤❤
❤️🌿