সিঁদুর || Sindoor || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    #nrisingha_prasad_bhaduri #mythology #hindu #wedding #shastra #marriage #vivah #sindoor #tvserial #mohenjodaro #rakhigarhi

Комментарии • 275

  • @pratimasarkar1659
    @pratimasarkar1659 Год назад +18

    সিদুরের প্রতি আমাদের দুর্বলতা রয়েছে তাই সিরিয়াল গুলো আমাদের দুর্বলতা নিয়ে খেলে ।আমিতো একটাও সিরিয়াল দেখি না বই পড়তেই ভালবাসি ।নমস্কার ।

    • @swagatabanerjee5118
      @swagatabanerjee5118 Год назад

      সত্যি সেই যে কান্না ও কূটকচালি দিয়ে শুরু হয় রাতের শেষ ধারাবাহিক টা ও ওই এক ই কনসেপ্ট এ শেষ হয় ۔۔۔বাড়িতে দেখে বয়স্ক মানুষ জন ۔۔۔۔ কিন্তু এই ধারাবাহিক গুলো সমাজ কে দায়িত্ত্ব নিয়ে অত্যাচার করতে শেখাচ্ছে পরিবার এর দুর্বল মানুষ টির উপর যা এমনি তাই ঘটে ۔۔۔۔অনেক গুণী লেখক আছেন বাংলা সাহিত্য তে যাদের গল্পের উপর ভিত্তি করে সুন্দর ও স্বাস্থ্য কর সান্ধ বিনোদন ঘরে ۔ঘরে পৌঁছে দিতে পারে ۔۔۔অনেক কিছু বলে ফেললাম লাভ কিছু হবে না তাও জানি

  • @pujachakraborty2651
    @pujachakraborty2651 Год назад +18

    বৈদিক যুগে মেয়েদের উপনয়ন হতো। এই বিষয় নিয়ে আলোকপাত করলে কৃতজ্ঞ থাকব। দয়া করে জানাবেন।

    • @iamanadvisor7369
      @iamanadvisor7369 6 месяцев назад

      এখনো হয় তামিল বা ওরকম কোনো একটা জায়গায়!!

  • @sunandachowdhuury7271
    @sunandachowdhuury7271 Год назад +7

    Sir, আমি একটি শ্রীহট্টীয় বৈদিক ব্রাহ্মন পরিবারের সন্তান। শিলং পাহাড় জন্মেছি ও বড় হয়েছি। আমাদের বাড়ির কোনো বিয়ের অনুষ্ঠানে কখনো মন্ত্রোচ্চারণ করে সিঁদুর দান দেখিনি। আমার বাবা জ্ঞানপিপাসু ছিলেন। বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতেন। বাবার কাছেই শুনেছিলাম সিঁদুর দান স্ত্রী আচার। আজ আপনার মত পন্ডিত গুণী মানুষের মুখে এই কথা শুনে ভালো লাগলো। আপনার জ্ঞানগর্ভ আলোচনা প্রতিনিয়ত আমাদের সমৃদ্ধ করে। কেউ কেউ বলেন দোর্দন্ডপ্রতাপ সম্রাটরা অথবা বীর যোদ্ধারা যুদ্ধ জয় করে ফেরার পথে পরাজিত রাজ্যের রমণীদের সঙ্গে নিয়ে আসতেন, এবং নিজেদের বীরত্ব সদর্পে ঘোষণা করার জন্য বিজিতা রমণীদের কপালে লালটিকা কিংবা রক্ত-টিকা এঁকে দিতেন। এই রেওয়াজ ই বর্তমান যুগে সিঁদুরের জনপ্রিয়তার একটি কারণ। এই মতবাদের কি কোনো সত্যতা আছে বলে আপনার মনে হয়? আপনার মতামত জানিয়ে বাধিত করবেন। প্রণাম নেবেন।🙏🙏

    • @minakshiroymitra6252
      @minakshiroymitra6252 Год назад

      এই ব্যাখ্যা আমি ও জানি। সত্যি কিনা জানার ইচ্ছা রইল।

    • @ranjanabanerjee5698
      @ranjanabanerjee5698 7 месяцев назад

      Amio eii byakkha ta porechhi.

  • @srabani_dt
    @srabani_dt Год назад +21

    খুব সুন্দর ব্যাখ্যা, মুগ্ধ হলাম।
    কন্যাদান বিষয় টি নিয়ে এরকম আলোচনার অনুরোধ রইল

    • @suchandaroy2089
      @suchandaroy2089 Год назад +2

      Konyadan nie tini already ekti episode korechen past e...

    • @srabani_dt
      @srabani_dt Год назад +1

      ​@@suchandaroy2089 link ta deben please

  • @rashmichakraborty686
    @rashmichakraborty686 Год назад +24

    প্রফেসর ভাদুড়ীকে বিশেষ ধন্যবাদ এই আলোচনার জন্য। আমি একসময় নেতাজী নগর কলেজে আপনার সহকর্মী ছিলাম!

  • @sharborypanday9250
    @sharborypanday9250 Год назад +17

    বিয়ের সময় কণ্যা সম্প্রদান ও গোত্র পরিবর্তনের যে নিয়ম সেটি নিয়ে একদিন বলবেন🙏

    • @snigdhamithun2119
      @snigdhamithun2119 Год назад +1

      I agree with you

    • @rini3364
      @rini3364 Год назад

      @sharborypanday9250 stti bolte amr ei niyom ta sobcheye odbhut o osshosthikor lage.. meyer biye holeo se to tar baba-maar kache meyei thakbe, jotoi onno barir bou hok na keno

  • @sujatadasgupta7883
    @sujatadasgupta7883 Год назад +15

    কি যে অসম্ভব ভালো লাগে আপনার আলোচনা ও ব্যাখ্যা, তা বলে বোঝাতে পারব না! আজকালকার দিনেও যে আপনার মত জ্ঞানী মানুষ হয়, তা জেনে বড় আনন্দ হয়। 🙏

    • @A.Stranger.62
      @A.Stranger.62 Год назад

      সবই ভালো কেবল মনে হয় তৃণমূলের পায়ে কেন পড়লেন। যেখানে আপনার মুল‍্যায়ন হচ্ছে বলে আপনার মনে হয় ?

    • @arohipanda6723
      @arohipanda6723 10 месяцев назад

      সেই সঙ্গে একটু আফসোস হয় এই ভেবে যে , এরপর কে এমন করে সংস্কৃত শব্দ বা শ্লোক ব্যাখ্যা করে বোঝাবে? বর্তমানে সংস্কৃত বিষয় টা স্কুল থেকে তো উঠেই যাচ্ছে।

  • @chaitalinath5015
    @chaitalinath5015 Год назад +7

    Sindoor portam na bole biyer por anek bar aneker kachhe bahu kharap katha sunechhi. Ei video ta peye khub e bhalo laglo sir🙏

    • @iamanadvisor7369
      @iamanadvisor7369 6 месяцев назад

      বিয়ের দিন পড়েছিলেন সিঁদুর? যদি পড়েন তাহলে কেনো পড়েছিলেন?

    • @user-bh9se6ok2d
      @user-bh9se6ok2d Месяц назад +1

      Ami porini.mone hoto a symbol of ownership.

  • @srabanis.g.chakraborty76
    @srabanis.g.chakraborty76 Год назад +85

    sir, প্রণাম নেবেন। "সিঁদুর" যে বিয়ের জন্য বাধ্যতামূলক নয়, জানতে পেরে ভাল লাগল। অর্থাৎ বিয়েতে সিঁদুর লাগানোও যেমন জরুরী নয়, স্বামীর মৃত্যুর পর সেই মৃতদেহের পায়ের আঙুলে ঘষে সেটা তোলাও সমাজের চাপিয়ে দেওয়া একটা বীভৎস রীতি। এই নিয়ে যদি কোনো এপিসোডে আলোকপাত করেন, খুব ভালো হয়🙏🙏

    • @ultimate6243
      @ultimate6243 Год назад +12

      তাহলে দুর্গাপূজার দশমীর দিনে সিঁদুর খেলাটা কী?
      এটাও কী চাপিয়ে দেওয়া?
      সিঁদুর বাধ্যতা মূলক এবং সেটা উল্লেখ আছে শিব পূরণে।

    • @srabanis.g.chakraborty76
      @srabanis.g.chakraborty76 Год назад +1

      @@ultimate6243 লাল সিঁদুর শক্তির প্রতীক। তাই হয়তো শক্তিরূপিণী দেবী দূর্গার বিদায় বেলায় সিঁদুর খেলার রীতি তৈরি হয়েছে।
      আর বাধ্যতামূলক কথাটায় আপত্তি আছে। পুরুষতান্ত্রিক সমাজে যখন থেকে মেয়েদের সম্পত্তি ভাবা শুরু হয় তখন থেকেই এই " স্ট্যাম্প" মারার সুত্রপাত। শাস্ত্রসঙ্গত হলে মনে হয় স্বামী- স্ত্রী উভয়কেই কোনো চিহ্ন বহন করতে হত।

    • @koushikipal8776
      @koushikipal8776 Год назад +18

      @@ultimate6243 Aapni ki bolte j chaichen aapni Nrisingha Prasad Bhaduri moshay er pandityer somokokkho?

    • @trishachatterjee6705
      @trishachatterjee6705 Год назад

      @@ultimate6243 দশমীর দিনে সিঁদুর খেলার তাৎপর্য আলাদা। দশমীর আগে একটা কথা থাকে। বিজয়া। যুদ্ধজয় করতে যাওয়ার আগে এই সিঁদুর পরিয়ে দেয়া হত কপালে। এটাই কালেকালে মহিলাদের ঘাড়ে থুড়ি সিঁথিতে চেপে বসেছে। তার সঙ্গে বিবাহিতা নারীর সিঁদুর পরার কোনো সম্পর্ক নেই। বৈদিক বিবাহ প্রক্রিয়ায় সিঁদুর দান, কন্যাদান এসব কোনোকিছুর উল্লেখ নেই। এগুলো পিতৃতান্ত্রিক সমাজের চাপিয়ে দেয়া। যেসব ধর্মের মহিলারা সিঁদুর পরে না, তাদের স্বামী সংসার সব উচ্ছন্নে চলে গেছে নাকি যেসব মহিলারা সিঁদুর পরেন তাঁদের জীবনে শুধুই খুশির বান ডেকেছে ? দুই ভুরুর মাঝখানে ভেষজ সিঁদুর পরলে সেটা আমাদের শরীরের একটি বিশেষ চক্রকে activate করে which leads to our own good. শিব পুরানে কি আছে সেটা নিয়ে আজ 2023 এ বসে থাকলে (অজ্ঞ ভাবে) আখেরে নিজের ক্ষতি, সমাজের ক্ষতি। সমানাধিকারের যুগে শুধু মেয়েদের জন্য সিঁদুর বাধ্যতামূলক, তাও কিনা স্বামীর মঙ্গলের জন্য, oh damn it! কোন পুরানে তাদের মঙ্গলের জন্য স্ত্রীদের কি করা উচিত , স্বামীরা সেইসব না জেনে যদি ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী বৈবাহিক অপরাধের শাস্তিগুলো যদি ভালো করে মাথায় রাখে, তাহলেই নিজেদের আদত মঙ্গল।

    • @theseeker7938
      @theseeker7938 Год назад +7

      @@koushikipal8776 আপনি যদি সনাতনী হন, তাহলে ধর্মীয় রীতিনীতিকে সম্মান করুন। না হলে বলুন যে আপনি নাস্তিক।

  • @nanditachakraborty214
    @nanditachakraborty214 Год назад +3

    প্রনাম জানাই স্যার।
    অসাধারণ লাগল আপনার বক্তব্য। বিষয় ও মোটামুটি ভাল, পরিবেশনা অসাধারণ।

  • @amarganamarpran4670
    @amarganamarpran4670 Год назад +15

    আমি একজন সাধারণ গৃহবধূ, কিন্তু আপনার প্রত্যেকটি পর্ব মন দিয়ে শুনি! 🙏🙏🙏

    • @sharmilaghosh374
      @sharmilaghosh374 Год назад +8

      Never say sadharan grihobodhu, grihobodhura keu sadharan noi.Tara ononya.

    • @shivshakti2679
      @shivshakti2679 Год назад +3

      সাধারন বলবেন না মা। আপনারাই পরবর্তী প্রজন্মকে তৈরী করছেন। শতকোটি প্রণাম আপনার মতো মায়েদের ।

  • @172udaynift
    @172udaynift Год назад +11

    The application of sindoor, is not associated with wedding and its associated rituals in Karnataka. Even unmarried girls apply sindoor, (just as Bhaduri Sir explains here) simply as a symbol of power and strength. It is something I know because I had first hand experience during my post graduation days. And I was one of those, who did apply sindoor much before I was married, simply because I felt it was nice.

  • @kakalichakrabarti4010
    @kakalichakrabarti4010 Год назад +1

    আপনাকে প্রণাম জানাই।অনেক না জানা অথচ অতি গুরুত্বপূর্ণ তথ্য জানলাম।

  • @sayantibose5196
    @sayantibose5196 Год назад +17

    একদম bomb-blasting sir. 🤣🤣🤣 Serial এ গল্পের গরু আজকাল চাঁদে যায়।

  • @user-pe2di8ol7s
    @user-pe2di8ol7s Год назад +6

    স্যার প্রণাম নিবেন। আমার একটা ছোট্ট অনুরোধ। যদি অনুরোধ টি ধৃষ্টতা হয়ে থাকে প্রথমেই মাপ করবেন।
    স্যার আপনাকে প্রায় বলতে শুনি " আমার আরো একটু বলার ইচ্ছে ছিল...."। স্যার যত শুনি যেনো মন ভরেনা । মনে হয় আরো আরো আরো...। তাই বলি স্যার আপনি আপনার মত যতক্ষণ খুশি বলুন। আমরা শুনবো। যদি আপনার শ্রেয় মনে হয় তাহলে টপিক গুলো পার্ট-১, পার্ট-২ এইভাবে চলুক, তবুও আপনি কোনো constraint এর ভাবনা না রেখে প্রাণ ভরে বলুন। আমরা প্রাণ ভরে শুনবো। আবার সশ্রদ্ধ প্রণাম জানায়।

  • @sumantune
    @sumantune Год назад +1

    ভীষন মনগ্রাহী আলোচনা শোনা হল। 🙏🌿🌿

  • @juthikabhadra98
    @juthikabhadra98 Год назад +3

    আমি একান্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি কবে আপনি দয়া করে মহাকাব‍্যের ধারাবাহিকতায় ফিরবেন

  • @pravatigunin9573
    @pravatigunin9573 Год назад +12

    প্রথম অনুচ্ছেদ শুনে হাসতে হাসতে ঘুম কেটে গেলো,পরের অনুচ্ছেদ তো জানার বিষয়, অনেক কিছু জানলাম।

  • @malabikasengupta8400
    @malabikasengupta8400 Год назад +2

    অপূর্ব আলোচনা ।এই বিদগ্ধ আলোচনায় অনেক কিছু জানতে পারলাম। আপনাকে আমার প্রণাম জানাই।

  • @tapatimajumdar7574
    @tapatimajumdar7574 Год назад +3

    প্রণাম নেবেন।
    আপনার বিদ্যা ও জ্ঞান আমাদের আলোর দিশারী।

  • @ankitapal4541
    @ankitapal4541 Год назад +15

    আমার বিয়ে হয়েছে ১ বছর মত হয়েছে।আমি সিঁদুর শাখা পড়িনা বলে আমার মা আমাকে অনেক কিছু বলে।কিছুতেই বোঝাতে পারি না যে এগুলো এতটাও বাধ্যতা মূলক নয়।কিন্তু আপনিও যখন এই ব্যাপারে আলোচনা করলেন তখন অন্তত নিজের প্রতি ভরসা টা আরো বেড়ে গেলো।অনেক ধন্যবাদ আপনাকে।

    • @sumands6527
      @sumands6527 Год назад

      বিয়েটাও বাধ্যতা মূলক নয়, জঙ্গলের পশুদের কাছে,😀

    • @sarbanibhatacharyjee2583
      @sarbanibhatacharyjee2583 Год назад

      স্বামী মারা গেলে স্ত্রী কে নিরামিষ খেতে হবে, এই বিষয়ে আলোকপাত করুন।

    • @iamanadvisor7369
      @iamanadvisor7369 6 месяцев назад

      বিয়ের দিন পড়েছিলেন? যদি পড়ে থাকেন তাহলে কেনো পড়েছিলেন? পরে কেনো (বর্তমানে) কেনো পড়তে অনিচ্ছুক?

    • @poragranu3959
      @poragranu3959 2 месяца назад

      নিজের ধর্মের আচার বাদ দিলে কে আপনাকে বুঝাবে বলুন।যার যার বিবেকের উপর আমাদের সনাতন ধর্মে ছেড়ে দেওয়া হয়েছে

  • @pujachakraborty2651
    @pujachakraborty2651 Год назад +1

    আপনাকে শতকোটি প্রণাম জানালাম 🙏🙏🙏🙏সমৃদ্ধ হলাম আপনার কাছ থেকে তথ্য পেয়ে🙏🙏

  • @nanditasaha4283
    @nanditasaha4283 Год назад +3

    এত একটা গুরুত্বপূর্ণ বিষয় এত হাস্যরসের মাধ্যমে বললেন তাতে খুবই মজাদার

  • @soma505
    @soma505 Год назад +8

    সত্যিই সমৃদ্ধ হলাম আপনার বক্তব্য শুনে। অনেক ধন্যবাদ স্যার।

  • @ranjitachakraborty8252
    @ranjitachakraborty8252 Год назад +5

    🙏🙏🙏যত শুনছি ততই সমৃদ্ধ হচ্ছি।

  • @happytuberpayal9304
    @happytuberpayal9304 Год назад +17

    I am a student of anthropology and sociology.. I really listen to your all series... I feel so relatable to my subjects.. and very interesting..

    • @antarabiswas2919
      @antarabiswas2919 Год назад

      আমার সশ্রদ্ধ প্রণাম আপনার চরণে

    • @GT-ug2wc
      @GT-ug2wc Год назад

      R Gyan jadi nao tahole anthropology anyo kichu hoe jabe.

  • @kathakahini3885
    @kathakahini3885 10 месяцев назад +2

    বিজয়া দশমী তে সিন্দুর খেলা কি এবং কেন যদি একদিন আলোচনা করেন, তাহলে সমৃদ্ধ হবো

  • @kakalimondal57
    @kakalimondal57 11 месяцев назад +1

    ঋদ্ধ হলাম স্যার।প্রণাম জানাই।আপনার এই আলোকপাত সব্বাই শুনলে সমাজের উন্নতি হত।কিন্তু কেউ শোনে না এইসব।সব্বাই টিভি সিরিয়ালের সামনে বসে থাকে।

  • @kakalichoudhurykakalichoud7317
    @kakalichoudhurykakalichoud7317 Год назад +12

    আমাদের মতো সাধারণ জ্ঞানের মানুষ, আর একজন পন্ডিত ও জ্ঞানী মানুষের দর্শনে ও অভিব‍্যক্তিতে কত তফাৎ হয়, তা আপনাকে শুনলে স্পষ্ট হয় আমাদের কাছে। যা বিরক্তি অথবা হাস‍ি দিয়ে আমরা বর্ণনা করি, আপনি তার গভীরে গিয়ে একটি আরো গভীর তথ‍্য আমাদের কাছে তুলে ধরলেন। প্রণাম জানাই।🙏🌷💐

    • @paramitachakraborty9402
      @paramitachakraborty9402 Год назад

      Many authors wrorte sinduu is a symbòl of victory over a single woman to establish personal right over her.isit relevant ... .tarun kr chakrabortti

    • @kakalichoudhurykakalichoud7317
      @kakalichoudhurykakalichoud7317 Год назад

      @@paramitachakraborty9402 Behind every sucess there are long, continuous and disciplined learning and practices.😊🙏

  • @tapaschakraborty6240
    @tapaschakraborty6240 Год назад +8

    অসাধারণ। অপেক্ষায় ছিলাম এই পর্বটার। স্যার দূর্গাপুজার সময় গিরিমাটি (খৈয়েরি রঙের এক প্রকার পাথার ) দিয়ে বাড়ির দ্বারে দূর্গার নাম লেখার এক প্রথা আছে। আগে আমাদের বাড়িতে থাকতো এই পাথর । হতে পারে এই পাথরেরও যোগ আছে সিঁন্দুরের সাথে। প্রণাম নেবেন 🙏

  • @sarmilamaji4310
    @sarmilamaji4310 Год назад +12

    অসাধারণ!
    স্যার, আপনার কাছে কালিদাসের মেঘদূত শুনতে চাই🙏🏻

  • @tarabhattacharjee7536
    @tarabhattacharjee7536 Год назад

    আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনি সুস্থতা কামনা করি।

  • @sunitadasgupta2978
    @sunitadasgupta2978 Год назад +1

    শুনে মন ভরে গেলো

  • @suchandrachakraborty821
    @suchandrachakraborty821 Год назад +4

    Aj 22nd March Maharashtra te Gudi Parwa arthat eder New year's day. Sakaal thekei dekhchi cheleder aneker I kapaale sindurer tip, kintu mahilara sabai sindur pore ni.Emnite khub traditional shaaje dekhchi anekei beriyeche. Shivaji Maharaj er baro baro cut out eo kapaal e laal tip.Ekhane Maa Bhavani ( Sakti) r upasak era. Ganesh jadio khub i popular, tobuo tini oi gerua sindur e sushojjito hon. Maharastian mahila ra sithi te sindur prai dai i na. South lndian mahilara o tai. Kapaale horizontally sundurer ekta tilak eke dai.Ami jatota Bharatbarsha ghure dekhechi, West Bengal, Orissa, Bihar, Jharkhand n UP erai compulsory sindur dai sithi te r tip o pore.
    Bangla serial etotai pataner mukhe, je sab ki sanskar samaje sesh hoye gechilo, segulo ora abar phiriye anche. Bangla serial absolutely ridiculous and nonsense.

  • @anuradhasarkar4410
    @anuradhasarkar4410 Год назад +1

    How nicely explained!!! Apni aro kichu lokachar sohoj kore amader bolle khub i enriched hobo.. Anurodh roilo.. Pronam neben 🙏

  • @swatiray4516
    @swatiray4516 6 месяцев назад

    Excellent description , agreed completely .

  • @user-yt8ug3qu6v
    @user-yt8ug3qu6v 6 месяцев назад

    স্যার 🙏 অসম্ভব ভালো লাগলো

  • @kalyanichatterjee488
    @kalyanichatterjee488 Год назад +3

    Sir অবতার নিয়ে এপিসোড আর শুনতে পাচ্ছি না। রাম অবতারে সীতার পরিত্যাগ এর আগে পর্যন্ত শুনেছি। তারপর তো বন্ধ আছে। মংগল বার এ অবতার বিষয়ের এবং শুক্রবার অন্যান্য বিষয় এর আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তা তো হচ্ছে না। অনেক আশা করে অপেক্ষা করছি। প্রণাম নেবেন sir ।ভালো থাকুন।

  • @priyankarana6076
    @priyankarana6076 Год назад

    Satti darun information 🙏

  • @dipanwitamitra9499
    @dipanwitamitra9499 7 месяцев назад

    সুন্দর ব্যাখা
    দীর্ঘদিন র কৌতুহল মিটলো
    প্রণাম নেবেন আমার

  • @amalapanda8971
    @amalapanda8971 Год назад

    কত কিছু জানলাম ।খুব ভাল লাগল ।আপনাকে নমস্কার

  • @collegepresentor
    @collegepresentor Год назад +11

    Thank you Mr. Bhaduri for sharing your knowledge with us. Sir I kindly request if you could please explain Aryan and Non- Aryan and it’s importance in Indian history.

  • @arpita1254
    @arpita1254 Год назад

    কিছু বলার ভাষা নেই আমার কাছে, শুধু একটি ইচ্ছে আমার, আপনারা চরণ দুটির স্পর্শ পেতে চাই 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudakshinadas6310
    @sudakshinadas6310 Год назад +1

    খুব সুন্দর আলোচনা 👍🙏

  • @rajesh6963
    @rajesh6963 Год назад +3

    আজ সত্যিই খুব আনন্দ এবং মজা পেলাম তার সাথে সাথে সমৃদ্ধ হলাম তবে আমার অনুরোধ কন্যাদান নিয়ে একটু বিস্তারিত আলোচনা করো

  • @jayantichakraborty9579
    @jayantichakraborty9579 Год назад +2

    Apnar mrs serial dekhe eta sune kemon jeno hiseb ta guliye gelo

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 Год назад

    👌😊❤️ অসাধারণ উপভোগ করলাম প্রথম দিনের ভিডিও সঙ্গে পৃথ্বিজিত বাবুর দারুণ রসোবোধাত্মক উক্তি

  • @sumidhar7349
    @sumidhar7349 Месяц назад

    😂😂😂 sir Darun bollen serial er sindoor Dan er scene niye.

  • @inventrecipesww
    @inventrecipesww Год назад +6

    Now this is how a researcher roasts !! :D

  • @vrindabandham983
    @vrindabandham983 6 месяцев назад +2

    Pranam sir ji, आप सम गोत्र विवाह उचित हे या नहि , इसके के बारे पै दृष्टि पात करये, आजकाल एक गोत्र मे नारी पुरुष विवाह कार रहा है।

  • @nabanitamajumdar8848
    @nabanitamajumdar8848 Год назад +1

    কত নতুন কিছু জানতে পারছি।🙏

  • @user-lv1jg6kn7f
    @user-lv1jg6kn7f Месяц назад

    শ্রদ্ধা জ্ঞাপন করছি,দয়া করে 1950 সালের আগের বেদ অর্থ সহ আলোচনা করবেন

  • @mahuaraybannerjee8583
    @mahuaraybannerjee8583 Год назад

    Sundar khub sundar❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @indranikundu2578
    @indranikundu2578 10 месяцев назад

    Sundar bojhano .dnnobad

  • @madhumitaray1347
    @madhumitaray1347 Год назад

    Aapnar katha khub bhalo lage,uchit katha eto sundor kore bolen, bhalo thakben,pronam 🙏

  • @debimandal4915
    @debimandal4915 Год назад +3

    Great Sir , You are incomparable 🙏🙏

  • @keyakundu7060
    @keyakundu7060 Год назад

    Koto sundar bhabe Sir aponar discussion 🙏

  • @susmitabanerjee9254
    @susmitabanerjee9254 Год назад

    Asadharon

  • @debaratimukherjee7445
    @debaratimukherjee7445 Год назад

    Khub valo laglo

  • @sabita886
    @sabita886 Год назад +2

    স্যার, সিঁদুর নিয়ে আপনার লেখা বইয়ের নামটি বলবেন? আমার খুব দরকার

  • @ranjanadhar9345
    @ranjanadhar9345 Год назад +1

    অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আজ জানলাম।অনেক প্রশ্নের উত্তর ও পেলাম।।
    প্রণাম নেবেন।
    শুভ রাত্রি।

    • @mitapathak3407
      @mitapathak3407 Год назад

      অনেক অজানা বিষয় সম্পর্কে ধারণা জন্মাল । এইরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Sir । আমার প্রণাম নেবেন ।

  • @manjusrimondal340
    @manjusrimondal340 Год назад

    Khub valo laglo sir🙏

  • @debartisarkar6533
    @debartisarkar6533 Год назад

    Durdanto sir..!!

  • @suchandrachakraborty821
    @suchandrachakraborty821 Год назад +9

    South lndian culture e sindur deoa compulsory noi.Ami Maharashtra e achi, ekhaneo mangalsutra porte hobe, kintu married mahila ra sabai sindur pore na.Biyete o ora sindur poray na.

  • @kakolibanerjee7063
    @kakolibanerjee7063 Год назад +3

    Also this is just one perspective shared .. of sindur is power symbol in that case women gain superpower on marriage and once the spouse is dead the power is lost … no
    Sindoor is symbol of ownership as well. It is a symbol that the women is someone’s wife . This perspective should also hv been presented!!

    • @ultimate6243
      @ultimate6243 Год назад

      আবনিন্দ্রনাথ ঠাকুর যে ভারত মাতার ছবি এঁকেছিলেন সেই ছবিতে শাখা-পলা-সিঁদুর সব আছে।
      এবার বলুন কে-কার owner? ভারত মাতার owner কে?
      দুর্গা পূজার বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা হয়। এতে কি পুরুষরা থাকে? মহিলারা একে অপরের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আর দুর্গা প্রতিমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়।

  • @moubhattacharya5570
    @moubhattacharya5570 Год назад +2

    Otyontoo shikhyamulok alochona shunlam apnar kaj theke , onek dhonooyobad apnake🙏 Apnar kache onurodh raklam je "BIDJOBA MAHILADER" je kono onushthan theke bonchito rakhar je kuprotha chole asche ekhono obdhi ta neye jodi kichu alochona ba tothyoo apni neye asen amader samne tobe khub bhalo hoy🙏

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 Год назад +28

    সত্যিই স‍্যার হাস‍্যকর!😂😂😂 এখনকার সিরিয়াল গুলো😅😅😅

  • @prodiptachakraborty
    @prodiptachakraborty Год назад +3

    মা সরস্বতী বিষ্ণুর স্ত্রী? আমি জানতাম প্রজাপতি ব্রহ্মার.. কারোর এ বিষয়ে জানা থাকলে জানাবেন

  • @dhrubabasu5864
    @dhrubabasu5864 9 месяцев назад +1

    আলোকিত হলাম Sir, ধন্যবাদ। একটা ঢং আজকাল দেখতে পাচ্ছি। বিসর্জনের সময়ে সিঁদুর খেলার কালে অনেক বিধবা, অবিবাহিত ও ডিভোর্সি মহিলাদের মা দুর্গার মুখে সিঁদুর মাখাতে দেখা যায়। এটা কি ঠিক, না কি অধর্মাচারণ?

  • @sayantibose5196
    @sayantibose5196 Год назад +14

    Sir,
    বড় ইচ্ছা মনে যদি মেঘদূত শুনতে পাই আপনার কাছে। আবদার ই করলাম যদি সম্ভব হয়। শ্রীকালিদাস episode হলে তো আপনার পায়ে হাজার প্রণাম। লোভ সামলাতে না পারার জন‍্য ক্ষমা করবেন।🙏

  • @baishalichatterjee2187
    @baishalichatterjee2187 Год назад

    Bhishon bhalo laglo

  • @sarmisthadas4304
    @sarmisthadas4304 Год назад

    Sir, amar pronam neben,khub valo laglo ajker bisoeti o take kendro kore apner bhakhha,ami bibahito ,sindur porte amer khub valo lage,eti porle somporkotar proti akta respect o Jor onubhob kori,sindur porer justified karon,jodi theke thake,seta with jodi balshaw koren,upokrito hoi,pronam neben

  • @manashbhattacharjee8572
    @manashbhattacharjee8572 3 месяца назад

    Sir, what should we study to understand 'Gotra' system of our society.

  • @gargibhattacharyay4247
    @gargibhattacharyay4247 Год назад

    সমৃদ্ধ হলাম

  • @DolaBasu-du8mr
    @DolaBasu-du8mr Год назад

    একটু মনোযোগ দিয়ে পড়লে বোঝা যায় যে আমরা কত কম জানি !অপুর্ব লেখা ও বিষয় নির্বাচন ।

  • @samareshmaity9651
    @samareshmaity9651 Год назад +4

    পশ্চিমবঙ্গের ভবিষ্যত আর কোলকাতায় কোন ধরনের জীব বাস করে তা নিয়ে একটি video বানান 😁

  • @user-uz6sc8zt9o
    @user-uz6sc8zt9o 11 месяцев назад

    Tahole kotha theke ki vabe kobe ei Sindoor dan protha chalu holo?janale upokrito hobo।

  • @ranajoykaru2261
    @ranajoykaru2261 Год назад

    সশ্রদ্ধ প্রণাম আপনাকে!

  • @paroj9564
    @paroj9564 Год назад

    Absolutely
    Pronam...

  • @user-hx3do6pp4r
    @user-hx3do6pp4r Год назад

    অসাধারণ 🙏

  • @manashbhattacharjee8572
    @manashbhattacharjee8572 3 месяца назад

    Sir, your intellectual accomplishment, benefits is enormously. Only if you give reference of books, serious student of yours can deliver in further. Pranaam

  • @dilipgupta3857
    @dilipgupta3857 Год назад

    Pranaam Sir.

  • @ranjanabanerjee5698
    @ranjanabanerjee5698 7 месяцев назад +1

    Amar sei 1995 saal e bibaho hoyechhe. Only registered. Ami aaj o kono sindoor, shnakha, pola, loha bnadhano pori na. Ami aaj o happily married. And sob theke boro kotha amar husband or in laws kono objection koren ni. Tokhon amio ektu adhtu porashona kore er support e kono promaan paini, keno ami sindoor porbo. R amar in laws er family tothakothito porashona jana ebong somaj e besh naam achhe tader.

  • @aparnapaul6273
    @aparnapaul6273 Год назад

    সুন্দর আলোচনা। খুবই ভালো লেগেছে। প্রণাম জানাই আপনাকে 👏👏🌹🌹

  • @arkajitganguly9992
    @arkajitganguly9992 Год назад

    7:30 akdom thik bolechen.

  • @somabhaduri4427
    @somabhaduri4427 Год назад

    সশ্রদ্ধ প্রণাম ❤

  • @dr.suchandramitrachaudhury9607

    অসাধারন বিশ্লেষণ স‍্যার।সমৃদ্ধ হলাম। প্রণাম🙏🙏🙏🌹🌹🌹 নেবেন।

  • @arpabishwas3617
    @arpabishwas3617 Год назад +2

    আচ্ছা, সে না হয় বুঝলাম সিঁদুর বৈবাহিক বিধির অন্তর্গত নয়, স্ত্রী আচার এর অন্তর্গত। তবে যখন আমরা দেখি হিন্দি বা তামিল বিয়ে গুলোতে স্ত্রীর গলায় মঙ্গলসূত্র মঙ্গলসূত্র পড়ানো হচ্ছে । সেটাও কি বিবাহ রীতির অন্তর্ভুক্ত..?

  • @NotOutoftheBox
    @NotOutoftheBox Год назад +2

    বিয়ের সময় নারায়ণ সাক্ষী রেখে মেয়েদের গোএ পরিবর্তনের বিষয়ে আলোকপাত করলে বাধিত হব। 🙏🏻

  • @susmita5548
    @susmita5548 Год назад

    Prothomoto, onek onek dhonnobaad apnaake, apnar ei youtube channel e nijer gyan share korar jonne. Prothom bar apnar ekta video dekhechhilam kichu maash aager theke, tobe theke subscriber hoye achhi. Ami mid-20s er ek meye,bishash korun, khub anondo aar shontushti anubhob kori jokhon apnar moton manush youtube achhen, eta dekhi. THANKS A LOTTT. Apni, ekjon naam kora itihashbid, taa amar jana chhilo na. Apnar moto bangla video khub dorkar bangalir, sotti. Bangla ta, shomoyer sathe english,hindi mixture e , bhalo kore bangla tao amra bangali hoyeo aajkal bolte pari na. Bangalir koto achar-bichar o amra janina, cultural history, meaning koto kichhu. Taai apnader moton byaktir kaach theke shunle bhalo lage. Onek kichu sikhar achhe amader.
    AAR, shob cheye important kotha, apnar bojanor dhoron, eto sundor bojhan, shunteo bhalo laage,bujhteo parajay easily. Ebhabei apni apnar gyan prasaran kore jaan amader jonne. Abar onek onek dhonnobaad apnake.🙏

  • @mandirasinha1274
    @mandirasinha1274 Год назад

    সশ্রদ্ধ প্রণাম🙏

  • @souravbhattacharya7643
    @souravbhattacharya7643 Год назад

    খুব সুন্দর 👌👌👌👌

  • @sharmilasarkar8472
    @sharmilasarkar8472 10 месяцев назад

    Apnar alichona darun sundore.Tobe serial nia apni ja bollen ta sotyi biriktikor.

  • @tapatisen5410
    @tapatisen5410 Год назад

    Ajker diney snidur k sotityer symbol mone hayna, boibahik sammondher sikriti hisebe byabohar hochhe ! Tobu akta proshno thekei jay je mercury ki skiner pokkhe bhalo ?amni amar pronam neben !

  • @rinaghosh1734
    @rinaghosh1734 11 месяцев назад

    Sindur tree bartomane pawa gache.ata ki sathik hoy.

  • @saurajitpaul8489
    @saurajitpaul8489 Год назад

    Just subscribed. Expect more and more videos. Stay well.

  • @Anuiks22
    @Anuiks22 Год назад

    ♥️🙏🏻

  • @souravdas3995
    @souravdas3995 Год назад +2

    Please tell about Sri Krishna .

  • @mohuyazsymphony1158
    @mohuyazsymphony1158 Год назад

    প্রণাম নেবেন স্যার

  • @theacousticproject6264
    @theacousticproject6264 17 дней назад

    কুমার সম্ভবের আসল অর্থ / সৃষ্টি তত্ত্ব কে রূপক হিসাবে যা লেখা হয়েছে তা জানতে চাই । মনে হয় সাধারণ মানুষের কাম প্রবনতা তুলে ধরা হয়নি শিব ও উমাকে মাধ্যম করে । সঠিক টা যদি একদিন ব‍্যাখা করেন । প্রণাম ।।