স্যার ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবের মুনাফা ও টিডিএস কোন জায়গায় দেখাতে হবে ও এনকেসমেন্ট করলে এটাও কোন জায়গায় দেখাতে হবে । তাছাড়া ফাইনানসিয়াল এসেটস এর মধ্যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের অপশন নেই, তাহলে সেটা কিভাবে দেখাবো একটু জানালে উপকৃত হতাম স্যার।
আসসালামুয়ালাইকুম। আমি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেছি অনেক হেল্পফুল ভিডিও। আমার একটি বিষয় জানার ছিল। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরী। গতবছর আমি প্রথম আয়কর রিটার্ন মেলায় গিয়ে জমা দিয়েছি। এই বছর আমি অনলাইনে জমা দিতে চাচ্ছি। সেক্ষেত্রে পূর্বে হার্ড কপিতে প্রদর্শিত সম্পদ গুলি নতুন করে ই-রিটার্নে দেখানোর প্রয়োজন আছে কি? যেমন: মোটরযান, জায়গা জমি ইত্যাদি। এগুলি গত বছরে হাতে লিখে জমা দিয়েছি। জানালে অনেক উপকৃত হব। ধন্যবাদ
ভাইয়া দয়া করে একটু জানাবেন। গত বছরে আইন ছিল এম পি ও ভুক্ত প্রতিষ্ঠান থেকে অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে যাদের আয়, তাদের মোট আয়ের তিন ভাগের এক ভাগ কর মুক্ত ছিল।সেই আইন অনুযায়ী এখনো রিটার্ন দাখিল হবে?
অবসরপ্রাপ্ত কর্মচারী মাসিক পেনশন হিসেবে বছরে 5 লাখ টাকা পাচ্ছে, মাসে মাসে যে টাকা পাচ্ছে সেই টাকার হিসাব কিভাবে হবে, আপনি যেটা দেখালেন এটা এটা ডিপিএস এফডিআর সঞ্চয় পত্র, মাসে যে টাকা পাচ্ছে, বারো মাস এবং বোনাস, মোট টাকা কোথায় দেখাতে হবে?
আসসালামু আলাইকুম ভাইয়া। আমার বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উনার কোন ডিপিএস, এফডিআর এবং অন্য কোন আয়ের উৎস নাই শুধুমাত্র পেনশন, যেইটার করযোগ্য না। এই অবস্থায় আমাকে ইনকামের উৎস টা কিভাবে দেখাইতে হবে। ধন্যবাদ
ভাই মৃত সরকারি কর্মচারীর স্ত্রীর ব্যাংকে প্রতি মাসে মাসিক পেনশন ঢুকে+তার স্ত্রীর নামে ৯টা সঞ্চয় পত্র আছে। এখন প্রশ্ন হলো এই যে মাসিক পেনশনের টাকাটা আমি ই-রিটার্নের কোন খাতে দেখাবো?
এই রিটার্ণ কি বাংলায় নাই ? কয়জন অবসরপ্রাপ্ত এই ইংরেজি ফরম পূরন করতে পারবে? কি উদ্দেশে এই দূর্যোগ পূর্ণ দেশের এই অবস্থায় ই রিটার্ণ জমা বাধ্যতামূলক করা হয়েছে।?
@ssttechbd ধন্যবাদ। যখন থেকে রিটার্ণ জমা আরম্ভ হয়েছে, সেই তখন থেকেই দিয়ে আসছি। আমি নিজেই করি। একজন গবেষক হিসাবে ২৫-৩০ বছর আগে থেকেই কম্পিউটারে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করতে হতো। ২০২০ অবসরে গিয়েছি। কিন্ত এখন আর কম্পিউটারে বসে কাজ করতে ভাল লাগেনা। প্রথমে হার্ড কপিতে পূরন করব, তারপর দেখে দেখে করতে হবে। ** ফরমটা সেভ করে প্রিন্ট দেয়া যাবে?
সবকিছু ডিটেইলস বলেছেন। অনেক উপকৃত হয়েছি। অনেক ধন্যবাদ।
❤️❤️❤️
সুন্দর ভিডিও🖤
ধন্যবাদ❤️
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ
ধন্যবাদ, স্যার।
স্যার ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদী হিসাবের মুনাফা ও টিডিএস কোন জায়গায় দেখাতে হবে ও এনকেসমেন্ট করলে এটাও কোন জায়গায় দেখাতে হবে । তাছাড়া ফাইনানসিয়াল এসেটস এর মধ্যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের অপশন নেই, তাহলে সেটা কিভাবে দেখাবো একটু জানালে উপকৃত হতাম স্যার।
এখানে ডাকঘর সঞ্চয়পত্র লিখে দিবেন। বাকি সব ভিডিওতে বিস্তারিত বলেছি।
আসসালামুয়ালাইকুম। আমি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেছি অনেক হেল্পফুল ভিডিও।
আমার একটি বিষয় জানার ছিল। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরী। গতবছর আমি প্রথম আয়কর রিটার্ন মেলায় গিয়ে জমা দিয়েছি। এই বছর আমি অনলাইনে জমা দিতে চাচ্ছি। সেক্ষেত্রে পূর্বে হার্ড কপিতে প্রদর্শিত সম্পদ গুলি নতুন করে ই-রিটার্নে দেখানোর প্রয়োজন আছে কি? যেমন: মোটরযান, জায়গা জমি ইত্যাদি। এগুলি গত বছরে হাতে লিখে জমা দিয়েছি।
জানালে অনেক উপকৃত হব।
ধন্যবাদ
জ্বী, দেখাতে হবে।
ভাইয়া দয়া করে একটু জানাবেন। গত বছরে আইন ছিল এম পি ও ভুক্ত প্রতিষ্ঠান থেকে অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে যাদের আয়, তাদের মোট আয়ের তিন ভাগের এক ভাগ কর মুক্ত ছিল।সেই আইন অনুযায়ী এখনো রিটার্ন দাখিল হবে?
আপনার কত কর আসবে তা সফটওয়ার অটোম্যাটিক হিসাব করে ফেলবে।
যারা অবসরপ্রাপ্ত কিন্তু পেনশন ছাড়া অন্য কোন আয় নেই, তারা হেড অফ ইনকামের ক্ষেত্রে কোনটা সিলেক্ট করবে?
দয়া করে জানালে উপকৃত হতাম।
ধন্যবাদ।
others
@@ssttechbd income type ki dibo??
আসসালামুয়ালাইকুম।
আমার eft,fdr আর জমি আছে। আর আয়ের উৎস এটিই। এখন কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবো?
তাহলে এই ভিডিওতেই আছে।
আমি ওয়েবসাইটে রেজিস্টার করার পর আমার আইডি থেকে কি আমার বাবার ও ভাই এর রিটার্ন দাখিল করতে পারব ? দয়া করে জানাবেন ।
না ভাই। প্রত্যেকের আলাদা টিন সার্টিফিকেট দিয়ে করতে হবে।
Sir, আসসালামু আলাইকুম। আমি এই মাসে টিন সার্টিফিকেট খুলেছি।এই বছরেরের ডিসেম্বরের মধ্যে আয়কর জমা দিতে হবে?
নভেম্বরের ৩০ তারিখের মধ্য্যে।
আমার বাবা ৫ বছর আগে অবসরপ্রাপ্ত বেসরকারি চাকুরিজীবী করায় তিনি ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে পড়বেন? এফডিয়ার ইত্যাদি আছে।
এই ভিডিওতেই বলেছি। ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে উত্তর পেয়ে যাবেন।
অবসরপ্রাপ্ত কর্মচারী মাসিক পেনশন হিসেবে বছরে 5 লাখ টাকা পাচ্ছে, মাসে মাসে যে টাকা পাচ্ছে সেই টাকার হিসাব কিভাবে হবে, আপনি যেটা দেখালেন এটা এটা ডিপিএস এফডিআর সঞ্চয় পত্র, মাসে যে টাকা পাচ্ছে, বারো মাস এবং বোনাস, মোট টাকা কোথায় দেখাতে হবে?
ভিডিওটি ভাল করে দেখেননি তাই প্রশ্ন করছেন। এখানে মাসের হিসেব নেই। বছরের হিসাব দিতে হয়। তাই এটা আয় এবং ব্যয়ের দুটোর মধ্যেই দেখিয়েছি এবং বলেছি।
@@ssttechbd আপনি ট্যাক্স ফ্রী ইনকাম কোথাও দেখনি। এটা মুলত এসপি ও ডিপোজিট এর করেছেন। অবসরপ্রাপ্ত ভাতা কোথাও দেখানি
স্যার Change in Net wealth (-) figure show করছে এবং Total Fund Outflow (-) figure show করছে কোনো সমস্যা হয়েছে কি না
অবশ্যই কোথাও ভুল করেছেন।
@ssttechbd স্যার সমাধান কিভাবে করবো
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ভাতা কোন খাতে দেখাতে হবে?
ভাতা যে খাত থেকে আসে সেটা দেখাবেন।
আমার করযোগ্য আয় নেই কিন্তু টিন সার্টিফিকেট করা হয়েছে , আমার কি ০ রিটার্ন জমা দিতে হবে ? আর ০ রিটার্ন জমা না দিলে কোনো সমস্যা হবে ।
জমা দিতেই হবে।
আপনি কি কোন সাহায্য করতে পারেন?
স্যার, স্লিপ আবেদন স্লিপ মডিউল এ সং যুক্ত দেখাচ্ছে, কিভাবে আবেদন করতে হবে সেটির ভিডিও দিলে আমাদের জন্য ভাল হত। ধন্যবাদ স্যার।
আগামীকাল সকালে পাবেন।
আমিও বলতে চাইছিলাম
@ssttechbd ওকে স্যার
কোনো ডিপিএস বা সঞ্চয় পত্র না থাকলে পেনশন কোথায় দেখাবো?
সম্ভবত আপনি ১ম বার অনলাইনে রিটার্ন দাখিল করতে যাচ্ছেন। আপনার ভালর জন্য বলছি, যেহেতু ১ম বার তাই একজন অভিজ্ঞ দিয়ে করান। পরের বার না হয় নিজে নিজে করবেন।
Tax certificate kivabe download deya jabe?
১সপ্তাহ পর।
আসসালামু আলাইকুম ভাইয়া।
আমার বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উনার কোন ডিপিএস, এফডিআর এবং অন্য কোন আয়ের উৎস নাই শুধুমাত্র পেনশন, যেইটার করযোগ্য না। এই অবস্থায় আমাকে ইনকামের উৎস টা কিভাবে দেখাইতে হবে। ধন্যবাদ
তাহলে এসেটে একবছরে যা পায় তা দিবেন
পারিবারিক পেনশনভোগী ব্যক্তিগণ পেনশন হতে প্রাপ্ত আয় কোথায় দেখাবেন - অনুগ্রহ করে জানাবেন।
এসেটসে দেখাবেন।
@ Thank you
একজন শিক্ষক।উনি মুক্তিযুদ্ধ ভাতা পান।মুক্তিযুদ্ধ ভাতা কিভাবে দেখাবে।
ফিডম ফাইটার অপশনে দেখাবে।
@@ssttechbd ফিডম ফাইটার অপশন টা কোন পেইজে পাবো।
বাড়ি ভাড়া বসানো যাচ্ছে না স্যার প্লিজ হেল্প
কিভাবে হেল্প করতে পারি বলুন?
ভাই আপনি উচ্চারণ করতে ভুল করেছেন। বলা হয়েছে ৫০ লক্ষের কথা আপনি বলেছেন ৫০ হাজারের কথা।
ধন্যবাদ❤️
ভাই মৃত সরকারি কর্মচারীর স্ত্রীর ব্যাংকে প্রতি মাসে মাসিক পেনশন ঢুকে+তার স্ত্রীর নামে ৯টা সঞ্চয় পত্র আছে। এখন প্রশ্ন হলো এই যে মাসিক পেনশনের টাকাটা আমি ই-রিটার্নের কোন খাতে দেখাবো?
এই ভিডিওতেই তো দেখিয়েছি।
@@ssttechbdআপনি তো মাসিক পেনশনের কোন কথা বলেন নি। যেটা বর্তমানে একজন সরকারি কর্মচারী অবসরে প্রতি মাসে বেতনের মতো পায়। সেই টাকাটা কি কোন খাতে দেখাবো?
@@ssttechbd স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কোন Way থাকলে জানাবেম।প্লিজ।
এই রিটার্ণ কি বাংলায় নাই ? কয়জন অবসরপ্রাপ্ত এই ইংরেজি ফরম পূরন করতে পারবে?
কি উদ্দেশে এই দূর্যোগ পূর্ণ দেশের এই অবস্থায় ই রিটার্ণ জমা বাধ্যতামূলক করা হয়েছে।?
সকালেই পাবেন।
@ssttechbd ধন্যবাদ। যখন থেকে রিটার্ণ জমা আরম্ভ হয়েছে, সেই তখন থেকেই দিয়ে আসছি। আমি নিজেই করি। একজন গবেষক হিসাবে ২৫-৩০ বছর আগে থেকেই কম্পিউটারে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করতে হতো।
২০২০ অবসরে গিয়েছি। কিন্ত এখন আর কম্পিউটারে বসে কাজ করতে ভাল লাগেনা। প্রথমে হার্ড কপিতে পূরন করব, তারপর দেখে দেখে করতে হবে।
** ফরমটা সেভ করে প্রিন্ট দেয়া যাবে?
সাথে সাথে সেভ করা কপি দিলে দেখতে পারতাম।
স্যার, ipemis এ স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও চাই।
তৈরি করতেছি, স্যার।
@ssttechbd Advance thanks.💐
জিপিএফ পেনশনে যাবার সময় নগদায়ন করা হলে উক্ত টাকা কোথায় দেখাব, জানালে চির কৃতজ্ঞ থাকব।
Assets এ
@@ssttechbdএটা কি Others Finacial Assests হবে?
মুক্তিযোদ্ধা ভাতা কিভাবে দেখাবো
Fredom fighter a
এই অপশনটা পাচ্ছি না কাইন্ডলি বলবেন কোন অপশনে পাবো।
আমি একটা রিটার্ন করছি যিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী যিনি তার স্বামীর মৃত্যুর কারনে মুক্তিযোদ্ধা ভাতা পান। এই টাকাটা কোন অপশনে দেখাবো।
ভাই যদি একটু জানাতেন
স্যার, পেনশন থেকে আয় এর অর্থ কোথায় কিভাবে দেখাবো। যদি জানাতেন ক্লিয়ার করে।
পেনশনারদের ভিডিও দিয়েছি, স্যার। সেটা দেখে কাজ করুন।
পেনশনের টাকা সম্পূর্ণ করমুক্ত। এই টাকা কোথায় দেখাব এটা বলেন।
Assets এ গিয়ে Other receipt এ। যা আমি ভিডিওতে বলেছি।
ধন্যবাদ
@@saburkhan477 অদার রিসিট এ দেখালে ট্যাক্স ফ্রি কলামে যায় না।
পেনশনের সাথে প্রাপ্ত উৎসব বোনাস কী করযোগ্য আয় নয় ?
I would like to submit our e_return with the help of you. We are retd. govt. Official and pension holders. Pl. give your contact number.
Please follow my facebook page.