ভাই ফগ লাইট ইন্সটল করতে চাচ্ছি। ঢাকার বাহিরে তো, এই জন্য ফগ লাইটের প্রয়োজন অনুভব করতেছি। কিন্তু প্রবলেম হচ্ছে ফগ লাইটের সুইচ ইন্সটল করব কোথায়! এক মেকানিক বলছিল যে ড্যাশবোর্ডে ছিদ্র করে লাগাতে। আমি নিষেধ করেছি। যদি এই বিষয়ে একটু আপনার অপেনিয়ন শেয়ার করতেন।
ড্যাশবোর্ড ছিদ্র করার কোন দরকার নাই। আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিয়ে জানান। আমি কোথায় লাগাইছি পিক দিব facebook.com/share/15jdnDTQFq/?mibextid=wwXIfr
আপনার ভিডিও গুলা অনেক ভালো লাগে।❤
ধন্যবাদ। কোন ধরনের সাজেশন বা প্রশ্ন থাকলে জানাবেন।
Nice
Thanks
ভাই ফগ লাইট ইন্সটল করতে চাচ্ছি। ঢাকার বাহিরে তো, এই জন্য ফগ লাইটের প্রয়োজন অনুভব করতেছি। কিন্তু প্রবলেম হচ্ছে ফগ লাইটের সুইচ ইন্সটল করব কোথায়! এক মেকানিক বলছিল যে ড্যাশবোর্ডে ছিদ্র করে লাগাতে। আমি নিষেধ করেছি। যদি এই বিষয়ে একটু আপনার অপেনিয়ন শেয়ার করতেন।
ড্যাশবোর্ড ছিদ্র করার কোন দরকার নাই।
আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিয়ে জানান। আমি কোথায় লাগাইছি পিক দিব
facebook.com/share/15jdnDTQFq/?mibextid=wwXIfr
৫০ গতিতে আইল্যান্ডে হঠাৎ ব্রেক দিতে গিয়ে বাইকসহ পড়ে গেছি, হাত-পা চুলে গেছে, গভীর খালে পড়া থেকে আল্লাহ বাচিয়েছেন।
আইল্যান্ডে বালু ছিলো আমি বুঝেনি।
বালি এবং পানি দুই চাকার যানবাহনের শত্রু। এই দুই ক্ষেত্রে আগে থেকেই সাবধান হতে হবে। আল্লাহ আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করছে সেটার জন্য শুকরিয়া।