দিলারা জামান আমাদের গর্ব | Dilara Zaman | Biography | Career | Documentary | Cine Poison

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • দিলারা জামান আমাদের গর্ব | Dilara Zaman | Biography | Career | Documentary | Cine Poison
    আমাদের ফেসবুক পেইজঃ
    / cinepoison
    বাংলাদেশের এক অনন্য অসাধারণ অভিনেত্রী দিলারা জামান। বিশেষ করে মায়ের চরিত্রে তিনিই বাংলাদেশের সেরা। ১৯৬৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করছেন টেলিভিশন এবং চলচ্চিত্রে।
    কিশোরী বয়সে প্রথম অভিনয় করলেও তিনি কিন্তু অভিনয়ে নিয়মিত হননি তিনি অভিনয়ে নিয়মিত হন ১৯৭৯ সালে বিটিভিতে প্রচার শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যায় অভিনয়ের মাধ্যমে।
    এরপর তিনি অভিনয় করেন কিংবদন্তি সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এইসব দিনরাত্রী নাটকে। নাটকটি প্রচারিত হয় ১৯৮৫ সালে। নাটকে কড়া ধাচের মায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নেয়। তখন থেকেই দেশবাসী তাকে চিনতে শুরু করে। এই জনপ্রিয়তা আরও বেড়ে যায় ১৯৯১ সালে প্রচারিত হুমায়ূন আহমেদেরই লেখা আরেক মাইলফলক নাটক অয়োময়তে অভিনয়ের মাধ্যমে। ক্ষয়িঞ্চু জমিদার বাড়ির দাম্ভিক মায়ের চরিত্রে তিনি দুর্দান্ত অভিনয় করেন।
    নাটকের মায়ের চরিত্রে তিনিই যে সব থেকে সেরা সেটা প্রমাণিত করেন সংশপ্তক, রূপনগর, নক্ষত্রের রাত, ৫১ বর্তী ইত্যাদি কালজয়ী নাটকে অভিনয়ের মাধ্যমে। বাংলাদেশের টিভি নাটকে মায়ের চরিত্রে সত্যিই তার কোনো বিকল্প নেই।
    গুণী এই অভিনেত্রী ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নাম লেখান ১৯৯৩ সালে মোরশেদুল ইসলাম পরিচালিত চাকা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। চলচ্চিত্রটি দেশ বিদেশে খুবই প্রসংশিত হয়। এরপর তিনি অভিনয় করেন হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আগুনের পরশমনিতে।
    তার অভিনীত আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছেঃ মুস্তফা সারোয়ার ফারুকীর ব্যাচেলর এবং মেড ইন বাংলাদেশ, মুরাদ পারভেজ এর চন্দ্রগ্রহণ ও বৃহন্নলা, মোরশেদুল ইসলামের প্রয়তমেষু, গিয়াসউদ্দীন সেলিমের মনপুরা, তৌকির আহমেদের হালদা ইত্যাদি। এরমধ্যে ২০০৮ সালে চন্দ্রগ্রহণ চলচ্চিত্রের ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
    In English: Dilara Zaman is one of the most renowned tv actress from Bangladesh. She has no substitute for the character of mother in Bangladeshi Television Drama (Natok)
    Her notable Natoks are: Eishob Din Ratri, Oyomoy, Shongshoptok, Ruponogor, 51 Borti etc.
    Her notable Movies are: Aguner Poroshmoni, Bachelor, Made in Bangladesh, Chondrogrohon, Brihonnola, Priyotomeshu, Monpura, Halda etc.
    This is a Documentary on Dilara Zaram where we talked about her biography and her career.
    #cine_poison #bangla_movie #bangla_natok
    Script, Voice, and Edit: Tareq Ahmed
    Studio: Britter Baire Films
    Music: Dulcinea
    Artist: Steve Adams
    Follow Me on Facebook:
    Tareq Ahmed: / tareq.cinemawala
    For Query: cinepoison.info@gmail.com

Комментарии • 19