apnar web dev course ta korechilam..oita onek effective chilo amr jonno..mainly apnar course er structure seriously onek valo..manush r kichu na shikhok consistency shikhbe..phitron a enroll korbo na..karon course module dekhe mone hoyeche amr jonno efficient na...onek basic level er...Apni ki AI, ML ba blockchain related course start korben? I mean ektu advance technology er..Onek course free paid available ase but apnar learning environment ta amr jonno onek effective.
Artificial neural intelligence যখন ভালোভাবে চলে আসবে তখন চাকরির সংখ্যা খুবই কমে যাবে। ৩-৫ বছরে সেটা অনেকদূর চলে যাবে, নতুন যারা আসবে তাদের জব পাওয়া মুশকিল হয়ে যাবে। আর ১০ বছর পর সেটা কোথায় যাবে কেউ কল্পনাও করতে পারবে নাহ। ডেভেলপমেন্ট যুগ শেষ হয়ে নতুন যুগ শুরু হবে। তাই টিকে থাকতে হলে competitive programming + AI এ মাস্টার হওয়া লাগবে। যেখানে কোন কোম্পানিতে ৫০ সফটওয়্যার ইন্জিনিয়ার লাগে সেখানে ১০ জন লাগবে, এটাই বাস্তবতা।
i was thinking about the same topic yesterday,devin ai didnt build itself on its own,and this definitely is not the peak of technological improvement so that everyone will stop working on it and ai can improve its own self,it is going to create new oppotunities,best we can do is to work on ourselves. thak u so much for pointing these things out,relly means a lot to us.
Bro, Jara job kore and family ache but time manage korte problem hoyar karone programming sikha or kono target achive korte parena and consistent thakte parena. tader jonno 1 ta video banaile mone hoy valo hoto kibabe time manage kora jay and negetive emotion dur kore positive and productive theke programmer howa jay or target achieve kora jay.
ভাইয়া আমি একজন এপ্লিকেশন ডেভেলপার হতে চাই 😊আমি ক্লাস টেন এ পড়ি, আমি SSC Exam এর পর এই বিষয় নিয়ে ঝাপিয়ে পড়ার জন্য মন স্থির করেছি Butএখন আমি যদি সামনে এপ্লিকেশন ডেভেলপার হয় তাহলে আমার ভবিষ্যত কেমন হবে 😢 এ বিষয়ে একটা সঠিক পরামর্শ দিলে ভালো হতো 🙏😒
Evabe majhe moddhe motivate koriyen bhai... It really helps us,,, and Technological trends niye kichu video dite paren like America, Europe a software development er jonno mostly ki ki updated technology use hoi + in future ki ki technology ro use hobe ei type information .
Game Development নিয়ে ভিডিও বানাতে পারেন, কারণ Game Development প্রোগ্রামিং এর ই অংস... এবং বাংলাদেশ Battle Royal - Game Development এর দিকে অনেখ পিছিয়ে, আর ইন্ডিয়ায় অনেক গেম তৈরি হচ্ছে, অনেকে তো একাই / ২ জন মিলেই ভেটেল রয়াল গেম মানিয়ে ফেলছে! আর বাংলাদেশ এ তো ২০১৯ সালে Annihilation গেম আসবে শুনলাম আর এখন ২০২৪ এখনো আসলো নাহ! এই সব নিয়ে ভিডিও বানাতে পারেন Video Idea / Title : বাংলাদেশ কেন গেম ডেভেলপমেন্ট এর দিক দিয়ে পিছিয়ে? Make Video On This Tropic ❤
Junior positions will disappear eventually.And maybe when those senior engineers retire,AI will reach the point of being able to completely replace senior devs.
I have seen many youtubers talking about AI or courses or whatever the topic they come up with and it has been seen that most of them lack information or will provide a vague idea, but there's only one trusted person/youtuber/teacher also trusting since 2014/15 is Jhankar Mahbub bhai. Thank you so much for being the real motivator and the real teacher!
এক সময় প্রোগ্রামাররা হয়ে যাবে রোহিঙ্গা। AI তখন প্রোগ্রামারদেরকে ত্রান স্বরূপ কিছু কাজ দেবে। কাজগুলো হবে কপিটাইপিং বা ভিডিও ওয়াচিং এর মত ইনোভেটিভ কাজ। 😁😁 গুড লাক প্রোগ্রামার।
In one sentence: Tumio dr der moto ajibon porte e thakba. Er jonne e ai desher Engineer ra BCS dey, porte e jodi hobe 5 bochor porbo, ar baki jibon ai dhakkadhakki nai.
Ai এর যুগে Web Development সেক্টরের দিকে আগানো কতটা যুক্তিসঙ্গত হবে? অভিজ্ঞদের মতামত কামনা করছি। #আর বর্তমানে AI এর যুগে কোন টপিকের উপর কোর্স করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আপনি মনে করেন?
Sir Ai related skills kongulo,r kibhabe nijeke explore korabo ba kibhabe bujhbo j nijer skills r efficient na,ektu details e video diyen eirokom bhaiya!
ভাই আমি computer course করতেছি computer সম্পর্কে basic কিছু ধারণা আছে যেমন word, bangla/english typing excel এর basic কিছু হিসাবের কাজ তো বাংলাদেশের যা অবস্থা এই প্রতিযোগিতার যুগে যুগের সাথে তাল মিলিয়ে computer এর sector's গুলোর মধ্যে future এ আমার কোন skill টা শেখা উচিত ?
নিজে কোন কিছু চেষ্টা চালিয়ে যাব কাজ শিখতেই থাকবো ঠিক আছে কিন্তু এমনও না যে শুধুমাত্র AI. নিয়ে চিন্তাই করতে থাকবো আমি মনে করি চাহিদা গাড়ির রয়েছে বলেই গাড়ি গাড়ি তৈরি করতে হয় এবং সেত সেজন্যই রোবটরা অটোমেটিক কাজ করে থাকে কিন্তু মানুষের কাছে যদি টাকা না থাকে তাহলেAI সে যদি সব জব নিয়ে নেয় তাহলে মানুষের হাতে আর র টাকা থাকবে না এবং মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য গাড়ি গাড়ির ট্রাভেল কিছুই করবে না গাড়িও কিনবে না এবং রোবট রাও তখন বেকার হয়ে বসে থাকবে
আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সাইন্সে ছিলাম। ব্যাচেলর ইন্টারন্যাশনাল ইকোনমিকসে করতেছি। আমার অনেক কাল থেকেই কমপিটিটিভ প্রোগ্রাম হওয়ার ইচ্ছে। আমি পুরো বিষয়গুলো জানতে চাই এক্সপ্লোর করতে চাই। কমপিটিটিভ প্রোগ্রাম হওয়ায় জন্য কী ম্যাথম্যাটিকসে ভালো হতে হবে। আমার বেসিক একদম জিরো। আমার কী Phitron এ কোর্সটা করা ঠিক হবে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে?? আশা করি উত্তর টা পাবো ভাইয়া।
বেসিক একদম জিরো হলেও করতে পারবেন। তবে সেক্ষেত্রে ডেইলি ৬ ঘন্টার মতো করে সময় দিতে হবে। রেগুলার প্রচুর প্র্যাক্টিস করতে হবে। অথবা আপনি চাইলে কিছু মাস ইউটিউব টিউটরিয়াল দেখে সি প্রোগ্রামিং এবং সি++ শিখে বিভিন্ন অনলাইন জাজে প্র্যাক্টিস করতে পারেন। যদি জিনিসটা আপনার ভালোলাগে তাহলে পরবর্তী ব্যাচে এনরোল করতে পারেন।
apnar web dev course ta korechilam..oita onek effective chilo amr jonno..mainly apnar course er structure seriously onek valo..manush r kichu na shikhok consistency shikhbe..phitron a enroll korbo na..karon course module dekhe mone hoyeche amr jonno efficient na...onek basic level er...Apni ki AI, ML ba blockchain related course start korben? I mean ektu advance technology er..Onek course free paid available ase but apnar learning environment ta amr jonno onek effective.
আমি প্রোগ্রামিং শিখতে অনেক বেশি আগ্রহী। আগে থেকে কোনো অভিজ্ঞতা নাই। আমার কোন কোর্স করা উচিত, প্রোগ্রামিং হিরো নাকি phitron? (আমার ভবিষ্যতে ভার্সিটিতে CSE নিয়ে পড়ার ইচ্ছা নাই)
I am in the middle of learning web development to choose web development as my career. Now because of Ai tools like Devin, beginners like us do not see any hope of getting a job after learning the skills. So what should I do now ?😢
Bhaia ami ekjon scratch level er beginner, devin ashar por ei field e aisha survive korte parbo kina ta niye chintay poira gesilam. Apanr video dekhe ektu satisfaction pailam. THANK YOU. Prompt Engineering niye apnar kach theke kichu jante chai.....
Vai manen ar nai manen as a little full stack developer hisebe bolteshi amar besi kono darano nai codeing e but ei devin ai at least zai paruk khono full developer baat marte parbe nah easily . er cheye chatgpt onek fast and accurate.
AI amar job nibe na kintu je AI ke use korte pare for benefit nijer code ke aro better korte pare tara amar job easily nia nite parbe Just aita amar akta thinking
Sir , I am so interested to join in phitron . But I have faced financial problem. Is there any chance to join with phitron after 24 march. Please respond me
চাকরি বা ফ্রিল্যান্সিং এর কোন সমস্যা হবেনা। যেটা হবে তা হলো স্যালারি, আওয়ারলি রেট কমে যাবে। মানুষের এত টাইম নাই এগুলা নিয়া নিজে নিজে গবেষনা কইরা কাজ করার। যার দরকার সে একজনকে কম পয়সায় হায়ার করবে। আগে বেশি দিত কারন তখন AI ছিলোনা, মানুষ নিজের ব্রেন ইউজ করত। এখন AI সব করে দিবে, সে খালি সামান্য এডিট করে দিবে। কাজেই পয়সা ও বেশি চাইতে পারবে না।
Sir, actu kharap lagtase bolte but.. samner 2 ta bosor-e ja hobe AI er karone... amar mone hoina building a software would be a rocket science. manus onnoboroto software banate parbe.. ( banache, banate prbe na.. manus ackoni banache ) So Ager course gula bekar bole ami mone kori. New AI tech er sath hat meliye na cholle student der er dam takhbe na.
ভাইয়া আমি প্রোগ্রামিং জগতে নতুন বলা যায় প্রোগ্রামিং-এর ABC এ মাএ পা দিলাম এখন আমি আপনার কোন কোর্সে এনরোল করতে পারি,, মানে আমার সিচুয়েশন এমন যে একটা স্টুডেন্ট নতুন নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে যেভাবে উঠে ওই ক্লাসের কোনো কিছু সম্পর্কে জানেনা আমিও তেমন,, এমন কোনো কোর্স আছে আমি একেবারে বিগিনার🙏
@@JhankarMahbub ভাইয়া এইটা কি আপনার কোনো কোর্সের নাম,, মানে আমি সঠিক বুঝতেছিনা বলতে গেলে আমি একেবারে বিগিনার,, যদি কোর্স হয়ে থাকে তাহলে লিংকটা দিবেন প্লিজ।। মানে এমন বলা চলে স্কুল লেভেলের স্টুডেন্ট মানে একেবারে নতুন আমি।। নাকি Python বলছেন 🙏
আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি সেপ্টেম্বরে বিদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, এখন কনফিউশনে আছি আমি ডাটা সাইন্স মেজর নিবো না সফটওয়্যার ডেভলপমেন্ট নিবো! ফিউচার ক্যারিয়ারের জন্য কোন মেজর টা ভালো হবে ভাই? কাইন্ডলী রেসপন্স করবেন ভাই!
আমি আপনার ph batch-9 এ আছি নিয়মিত চালিয়েও যাচ্ছি। তবে আমার Artificial Intelligence & Matching Learning নিয়ে পড়ার ইচ্ছ আছে । আমার কি course এর পাশাপাশি python ও শিখা উচিত।
ভিডিও এর ৫ মিনিটের পরে এগুলোর আন্সার আছে। আর ফাইট্রনে যা শেখানো হয় সেগুলো দিয়ে আপনি চাইলে মেশিন লার্নিং এর দিকেও মুভ করতে পারবেন। তাছাড়া ফাইট্রন ব্যাচ ৫ এ থাকবে মেশিন লার্নিং রিলেটেড বিস্তারিত কোর্স
AI এর সাথে টক্কর দিতে মার্চের ২৪ এর মধ্যে ঝাঁপিয়ে পড়ো phitron.io/ সেখানে এইবার নতুন করে যুক্ত হচ্ছে AI/ML রিলেটেড বিস্তারিত কোর্স।
ভাই আগের ব্যাচ গুলায় AI/ML এর ভিডিও গুলা দেয়া যায় না? নাহলে তো বৈষম্য হয়ে যায় ভাই
I submitted money two days ago still I don’t get any confirmation email. Phiriton batch.
apnar web dev course ta korechilam..oita onek effective chilo amr jonno..mainly apnar course er structure seriously onek valo..manush r kichu na shikhok consistency shikhbe..phitron a enroll korbo na..karon course module dekhe mone hoyeche amr jonno efficient na...onek basic level er...Apni ki AI, ML ba blockchain related course start korben? I mean ektu advance technology er..Onek course free paid available ase but apnar learning environment ta amr jonno onek effective.
@@Mahamudul_Hasan0 ager batch sesh hole tader video gula peye jawar kotha. tokhon dekhe nite parben Insha'Allah
Thank you bhai
Cse niye porar onek iccha chilo, kintu Ai er karone future niye tensed chilam. Video ta dekhe confidence pelam
Allah vorsha
video er protome mon ta gabre gesilo pore tiki bujte parsi tik jagay achi. Thank you so much dear Teacher
ওয়েলকাম
আজকে সকালেই এটা নিয়া ভাবতেছিলাম।এখন এইটা দেখছি।ভাইয়া যা বলছেন এই বেশ কিছু পয়েন্টই সকালে পয়েন্ট আউট করেছিলাম।
সুপারব ভাই❤
এটা নিয়ে রিয়েলস্টিক চিন্তা করেছো দেখে ভালো লাগছে
@@JhankarMahbub ভাই ❤️
আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম devin এর কথা শোনার পর । এখন একটু ভালো লাগছে কথা গুলো শুনে। ধন্যবাদ ❤
চালাতে থাকো
Artificial neural intelligence যখন ভালোভাবে চলে আসবে তখন চাকরির সংখ্যা খুবই কমে যাবে। ৩-৫ বছরে সেটা অনেকদূর চলে যাবে, নতুন যারা আসবে তাদের জব পাওয়া মুশকিল হয়ে যাবে। আর ১০ বছর পর সেটা কোথায় যাবে কেউ কল্পনাও করতে পারবে নাহ। ডেভেলপমেন্ট যুগ শেষ হয়ে নতুন যুগ শুরু হবে। তাই টিকে থাকতে হলে competitive programming + AI এ মাস্টার হওয়া লাগবে। যেখানে কোন কোম্পানিতে ৫০ সফটওয়্যার ইন্জিনিয়ার লাগে সেখানে ১০ জন লাগবে, এটাই বাস্তবতা।
Uni video the ki bujhaise?? lol
i was thinking about the same topic yesterday,devin ai didnt build itself on its own,and this definitely is not the peak of technological improvement so that everyone will stop working on it and ai can improve its own self,it is going to create new oppotunities,best we can do is to work on ourselves.
thak u so much for pointing these things out,relly means a lot to us.
thanks for your valuable feedback
সত্যি কথা বলতেছি স্যার মন ভেঙে গেছিল কিন্তু আবার সতেজ❤
আপনাকে অনেক ধন্যবাদ🎉
স্বাগতম
কাজ কমে গেলেও ট্রেনিং দেয়া বা ভিডিও মেকারদের ইনকাম কমবে না।
Thiiiiiiiiik
চমৎকার আলোচনা হলো! খুব সুন্দরভাবে পয়েন্ট করে ৫-৫ জিনিস বুঝিয়ে দিয়েছেন! PHero (Batch 4) ❤💙
ধন্যবাদ
এই বিষয়ে তো আজকে প্রথম জানলাম ।❤❤
thank you so much vaiya ,, ato sondor akta video opohar deyar jonno....
Thank you so much vaia!!! Apnar kach theke jokhn emon valo kichu shuni khub e valo laage. ❤❤❤
Mashallah, bhai may have proper pronunciation issue, but the contents are amazing! Keep up the good works
Noted
Bro, Jara job kore and family ache but time manage korte problem hoyar karone programming sikha or kono target achive korte parena and consistent thakte parena. tader jonno 1 ta video banaile mone hoy valo hoto kibabe time manage kora jay and negetive emotion dur kore positive and productive theke programmer howa jay or target achieve kora jay.
Insha Allah will try
thanks sir ...ai bisoi ta valo kore bojanor jonno .. love from joypurhat .!!!!
ধন্যবাদ
Valo laglo bhai....
Ektu motive pailam...
Emon video aro diben🙋♂️
I am committed to integrating myself into the forefront of the next generation of artificial intelligence technology.
আপনার এই ভিডিও দেখার পর আবার মোটিভেশন ফিরে পেলাম।
ধন্যবাদ ভাই❤❤
ভাইয়া আমি একজন এপ্লিকেশন ডেভেলপার হতে চাই 😊আমি ক্লাস টেন এ পড়ি, আমি SSC Exam এর পর এই বিষয় নিয়ে ঝাপিয়ে পড়ার জন্য মন স্থির করেছি Butএখন আমি যদি সামনে এপ্লিকেশন ডেভেলপার হয় তাহলে আমার ভবিষ্যত কেমন হবে 😢 এ বিষয়ে একটা সঠিক পরামর্শ দিলে ভালো হতো 🙏😒
Evabe majhe moddhe motivate koriyen bhai... It really helps us,,, and Technological trends niye kichu video dite paren like America, Europe a software development er jonno mostly ki ki updated technology use hoi + in future ki ki technology ro use hobe ei type information .
Game Development নিয়ে ভিডিও বানাতে পারেন, কারণ Game Development প্রোগ্রামিং এর ই অংস... এবং বাংলাদেশ Battle Royal - Game Development এর দিকে অনেখ পিছিয়ে, আর ইন্ডিয়ায় অনেক গেম তৈরি হচ্ছে, অনেকে তো একাই / ২ জন মিলেই ভেটেল রয়াল গেম মানিয়ে ফেলছে! আর বাংলাদেশ এ তো ২০১৯ সালে Annihilation গেম আসবে শুনলাম আর এখন ২০২৪ এখনো আসলো নাহ! এই সব নিয়ে ভিডিও বানাতে পারেন
Video Idea / Title : বাংলাদেশ কেন গেম ডেভেলপমেন্ট এর দিক দিয়ে পিছিয়ে? Make Video On This Tropic ❤
Junior positions will disappear eventually.And maybe when those senior engineers retire,AI will reach the point of being able to completely replace senior devs.
ভাই আপনার এই ভিডিওটা দেখে আমার উৎসাহ আরো বেড়ে গেল❤❤❤
Keep it up
I have seen many youtubers talking about AI or courses or whatever the topic they come up with and it has been seen that most of them lack information or will provide a vague idea, but there's only one trusted person/youtuber/teacher also trusting since 2014/15 is Jhankar Mahbub bhai. Thank you so much for being the real motivator and the real teacher!
Thanks a lot
Pleasure is mine!
Great vid, Jhankar Bhai! Been with you since way back in 2017 when I was just a sixth-grader. Really appreciate the insights!
Thanks a ton
এক সময় প্রোগ্রামাররা হয়ে যাবে রোহিঙ্গা। AI তখন প্রোগ্রামারদেরকে ত্রান স্বরূপ কিছু কাজ দেবে। কাজগুলো হবে কপিটাইপিং বা ভিডিও ওয়াচিং এর মত ইনোভেটিভ কাজ। 😁😁 গুড লাক প্রোগ্রামার।
😅😂😂
😂😂
গ্রামের চাচাতো ভাই
এর সমর্কে আপিনার মুখ থেকে শুনার আশায় এতদিন বশে ছিলা ভাই। অবশেষে 😊
Thanks
ভাই এনিমেশন কোর্স সম্পর্কে জানতে চাই
@@JhankarMahbubভাই 3D এনিমেশন কোর্স সম্পর্কে জানতে চাই
Tipu Sultan is waiting for you.
ভাই এর কি অ্যানিমেশন এর কোর্স আছে নাকি?
ভাই প্রোগ্রামিং এর জন্য কেমন বাজেটের ল্যাপটপ প্রয়োজন এই নিয়ে যদি একটি ভিডিও বানাতেন তাহলে ভালো হতো
ভাই, বর্তমানে আমরা যা শিখছি এর বেশিরভাগই open source এখন এই David AI বা AI কি open source হবে, এখন ভয় এইজায়গাতেই। নতুনরা এখানে কিভাবে কি করতে পারি?
আমার মনে হয়না AI এসে কাজের সংখ্যা বাড়াবে। আমি PHP MySql ভালো জানিই না তেমন, অছচ Gemini Advanced দিয়ে অনেকটা Complex কাজগুলো নির্ভুলভাবে করিয়ে নিয়েছি।
Love you brother, you are the best all time❤❤❤
Thank you so much 😀
Aapu batch-7 er student 😊
Tara tari upload koren boss. Ei AI niye khub viti kaj kore. Code korte icche kore na.
Ai model gula apanr amader moto programmer i baniyeche , vobishot ke voy korle bortoman kotin hoye jay
Jhankar vhai 🎉❤
লাইক দিলাম না, তবে কমেন্টে সত্য কথাগুলোই সাথে থাকলাম
In one sentence: Tumio dr der moto ajibon porte e thakba. Er jonne e ai desher Engineer ra BCS dey, porte e jodi hobe 5 bochor porbo, ar baki jibon ai dhakkadhakki nai.
Ai এর যুগে Web Development সেক্টরের দিকে আগানো কতটা যুক্তিসঙ্গত হবে?
অভিজ্ঞদের মতামত কামনা করছি।
#আর বর্তমানে AI এর যুগে কোন টপিকের উপর কোর্স করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আপনি মনে করেন?
thank you vai. onk confusion e silam.
Your motivational speech is best for programmer
Sir Ai related skills kongulo,r kibhabe nijeke explore korabo ba kibhabe bujhbo j nijer skills r efficient na,ektu details e video diyen eirokom bhaiya!
ভাই আমি computer course করতেছি computer সম্পর্কে basic কিছু ধারণা আছে যেমন word, bangla/english typing excel এর basic কিছু হিসাবের কাজ তো বাংলাদেশের যা অবস্থা এই প্রতিযোগিতার যুগে যুগের সাথে তাল মিলিয়ে computer এর sector's গুলোর মধ্যে future এ আমার কোন skill টা শেখা উচিত ?
ভাইয়া, Phitron-এ programming Hero এর মত ব্যাচ রিস্টার্ট দেওয়ার ব্যবস্থা করুন। প্লিজ
মিথ্যা বলে হলেও আমাদের মোটিভেশন ধরে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ😂😂😂
❤❤❤❤❤
Right bro... course creater gulor industry level work nie kono dharonai nai
সত্যিটা কী আমাদের অবশ্যই জানাতে পারো। এই জায়গাতে আমাদের ঘাটতি থাকতে পারে। কারণ আমরা সবাই ধারণা করার চেষ্টা করছি।
নিজে কোন কিছু চেষ্টা চালিয়ে যাব কাজ শিখতেই থাকবো ঠিক আছে কিন্তু এমনও না যে শুধুমাত্র AI. নিয়ে চিন্তাই করতে থাকবো আমি মনে করি চাহিদা গাড়ির রয়েছে বলেই গাড়ি গাড়ি তৈরি করতে হয় এবং সেত সেজন্যই রোবটরা অটোমেটিক কাজ করে থাকে কিন্তু মানুষের কাছে যদি টাকা না থাকে তাহলেAI সে যদি সব জব নিয়ে নেয় তাহলে মানুষের হাতে আর র টাকা থাকবে না এবং মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য গাড়ি গাড়ির ট্রাভেল কিছুই করবে না গাড়িও কিনবে না এবং রোবট রাও তখন বেকার হয়ে বসে থাকবে
আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সাইন্সে ছিলাম। ব্যাচেলর ইন্টারন্যাশনাল ইকোনমিকসে করতেছি। আমার অনেক কাল থেকেই কমপিটিটিভ প্রোগ্রাম হওয়ার ইচ্ছে। আমি পুরো বিষয়গুলো জানতে চাই এক্সপ্লোর করতে চাই। কমপিটিটিভ প্রোগ্রাম হওয়ায় জন্য কী ম্যাথম্যাটিকসে ভালো হতে হবে। আমার বেসিক একদম জিরো। আমার কী Phitron এ কোর্সটা করা ঠিক হবে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে?? আশা করি উত্তর টা পাবো ভাইয়া।
বেসিক একদম জিরো হলেও করতে পারবেন। তবে সেক্ষেত্রে ডেইলি ৬ ঘন্টার মতো করে সময় দিতে হবে। রেগুলার প্রচুর প্র্যাক্টিস করতে হবে।
অথবা আপনি চাইলে কিছু মাস ইউটিউব টিউটরিয়াল দেখে সি প্রোগ্রামিং এবং সি++ শিখে বিভিন্ন অনলাইন জাজে প্র্যাক্টিস করতে পারেন। যদি জিনিসটা আপনার ভালোলাগে তাহলে পরবর্তী ব্যাচে এনরোল করতে পারেন।
apnar web dev course ta korechilam..oita onek effective chilo amr jonno..mainly apnar course er structure seriously onek valo..manush r kichu na shikhok consistency shikhbe..phitron a enroll korbo na..karon course module dekhe mone hoyeche amr jonno efficient na...onek basic level er...Apni ki AI, ML ba blockchain related course start korben? I mean ektu advance technology er..Onek course free paid available ase but apnar learning environment ta amr jonno onek effective.
আপাতত এরকম কোন চিন্তা-ভাবনা নাই।
আমি প্রোগ্রামিং শিখতে অনেক বেশি আগ্রহী। আগে থেকে কোনো অভিজ্ঞতা নাই। আমার কোন কোর্স করা উচিত, প্রোগ্রামিং হিরো নাকি phitron? (আমার ভবিষ্যতে ভার্সিটিতে CSE নিয়ে পড়ার ইচ্ছা নাই)
Python sikhen Bhai
ভাইয়া আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে প্রতিনিয়ত ভিডিও চাই
ধন্যবাদ
প্রোগ্রামিং শিখে কোনো লাভ হবে?
ruclips.net/video/2AyrOhS-avQ/видео.htmlsi=BYdsVy3jKKO1v1Aa
Video ta Awesome hoice vaiya ❤
Thanks
I am in the middle of learning web development to choose web development as my career. Now because of Ai tools like Devin, beginners like us do not see any hope of getting a job after learning the skills. So what should I do now ?😢
Video ta abar dekho
অসাধারণ ভাই🎉❤
Bhaia ami ekjon scratch level er beginner, devin ashar por ei field e aisha survive korte parbo kina ta niye chintay poira gesilam. Apanr video dekhe ektu satisfaction pailam. THANK YOU.
Prompt Engineering niye apnar kach theke kichu jante chai.....
Ok
আমি জীবনে কোন দিন কোডিং করিনি, তবে এক্সেলর ফর্মুলা গুলো করতে ভালো লাগে, আমি কি কোডিং শিখতে পারবো বা এখান থেকে শিখে ভালো কিছু করতে পারবো?
Yes if you can put your maximum
আমি হুজুগে ভিউয়ার।😂😂😂😂😂😂😂
Vai manen ar nai manen as a little full stack developer hisebe bolteshi amar besi kono darano nai codeing e but ei devin ai at least zai paruk khono full developer baat marte parbe nah easily . er cheye chatgpt onek fast and accurate.
Alhamdulillah Boss
AI amar job nibe na kintu je AI ke use korte pare for benefit nijer code ke aro better korte pare tara amar job easily nia nite parbe
Just aita amar akta thinking
most awaited video
Future e Ai manusher jonno humkir karon hote pare!
Hudai comment korlam😘
ভাইয়া কোডিং করে কি স্টোরির others one বের করা যাবে?
Sir , I am so interested to join in phitron . But I have faced financial problem. Is there any chance to join with phitron after 24 march. Please respond me
চাকরি বা ফ্রিল্যান্সিং এর কোন সমস্যা হবেনা। যেটা হবে তা হলো স্যালারি, আওয়ারলি রেট কমে যাবে। মানুষের এত টাইম নাই এগুলা নিয়া নিজে নিজে গবেষনা কইরা কাজ করার। যার দরকার সে একজনকে কম পয়সায় হায়ার করবে। আগে বেশি দিত কারন তখন AI ছিলোনা, মানুষ নিজের ব্রেন ইউজ করত। এখন AI সব করে দিবে, সে খালি সামান্য এডিট করে দিবে। কাজেই পয়সা ও বেশি চাইতে পারবে না।
Brain use kora barate hobe
Sir, actu kharap lagtase bolte but.. samner 2 ta bosor-e ja hobe AI er karone... amar mone hoina building a software would be a rocket science. manus onnoboroto software banate parbe.. ( banache, banate prbe na.. manus ackoni banache ) So Ager course gula bekar bole ami mone kori. New AI tech er sath hat meliye na cholle student der er dam takhbe na.
you need to adopt yourself with the flow of Technology and learn many more thing
Is Java Programming used instead of python and c++?
ভাইয়া আমি প্রোগ্রামিং জগতে নতুন বলা যায় প্রোগ্রামিং-এর ABC এ মাএ পা দিলাম এখন আমি আপনার কোন কোর্সে এনরোল করতে পারি,, মানে আমার সিচুয়েশন এমন যে একটা স্টুডেন্ট নতুন নিচের ক্লাস থেকে উপরের ক্লাসে যেভাবে উঠে ওই ক্লাসের কোনো কিছু সম্পর্কে জানেনা আমিও তেমন,, এমন কোনো কোর্স আছে আমি একেবারে বিগিনার🙏
প্রোগ্রামিং সিরিয়াসলি শিখতে চাইলে ফাইট্রন কন্সিডার করতে পারো
@@JhankarMahbub ভাইয়া এইটা কি আপনার কোনো কোর্সের নাম,, মানে আমি সঠিক বুঝতেছিনা বলতে গেলে আমি একেবারে বিগিনার,, যদি কোর্স হয়ে থাকে তাহলে লিংকটা দিবেন প্লিজ।।
মানে এমন বলা চলে স্কুল লেভেলের স্টুডেন্ট মানে একেবারে নতুন আমি।।
নাকি Python বলছেন 🙏
Mark jukerbag, Billgest sob billionaire kno agreeculture ar dike jacche. Aita ki AI ar jonno?
Amr mone hoche AI will make rich people more reach.
Hote pare
Job crysis ar upor theke devin... Course creater gula same bolche dekhchi.
thank you..
Big fan vai....
Ami toh abr ssc dia pogroming a dhukte chacci...
Kon Program language dia suru korbo plz boilen....❤❤❤
Devin AI নিয়ে আমি অভাক না , আমি অভাক ভাইয়ার ভিডিও কোয়ালিটি , ক্লিয়ারিটি আর ইডিটিং দেখে
এগুলা সব আমাদের এডিটিং টিমের এডিটর ভাইয়ের কামাল
আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি সেপ্টেম্বরে বিদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবো, এখন কনফিউশনে আছি আমি ডাটা সাইন্স মেজর নিবো না সফটওয়্যার ডেভলপমেন্ট নিবো! ফিউচার ক্যারিয়ারের জন্য কোন মেজর টা ভালো হবে ভাই?
কাইন্ডলী রেসপন্স করবেন ভাই!
Duitar e future ase
@@JhankarMahbub কোনটাতে এর্ফোট বেশি লাগবে ভাই?
আপনার ভিডিও এডিটিং টিম সম্পর্কে জানতে চাই। কোয়ালিটি টপ নচ।♥️♥️
ধন্যবাদ
বস আমি আপনার কাছ থেকে ওয়েব ডেবলাপমেন্ট কোর্স টা করতে চেয়েছিলাম কীভাবে কোর্সটা করতে পারি যদি একটা দিক নির্দেশনা দিতেন l
software engineering sikta hola prothoma kon language diya suru korta hobe kivabe sikbo advise cai
Bro, don't use AI to remove background noise! it sounds terrible !!
Thank you jhankar vaia.
Welcome
Vai apni kon camera diye video koren webcam use koren naki dslr camera
Vedio ta khub sundor hoise
ধন্যবাদ
ভিডিও ভয়েস কেমন যেন হয়ে গেছে ভাইজান। প্রোগ্রামিং হিরো কমিউনিটি চ্যানেলেও এই ঘটনা দেখলাম। হালকা ভাঙা ভাঙা। ভালো লাগছে না জিনিসটা। সফটওয়্যার বা এআই জনিত ইস্যু?
সম্ভবত আমাদের এডিটর সাহেব এভাবে কিছুটা এডিট করেছেন
Next এই রকম কোর্স কখন শুরু হবে পিলিজ জানাবেন
জাই হক আপনার কথা সুনে ভালো লাগলো
ধন্যবাদ
Thanks for this video, sir!
Welcome!
Already I have enrolled
দারুণ
ভাইয়ের গলাটা কেমন কেমন জেনো লাগছে ভাই কি অসুস্থ নাকি ইডিট করতে গিয়ে এমন হয়েছে।
#আর বর্তমানে AI এর যুগে কোন টপিকের উপর কোর্স করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আপনি মনে করেন?
ektu kotin hobe kintu programmer ra , kintu AI development e dukte parbe
আমি আপনার ph batch-9 এ আছি নিয়মিত চালিয়েও যাচ্ছি। তবে আমার Artificial Intelligence & Matching Learning নিয়ে পড়ার ইচ্ছ আছে । আমার কি course এর পাশাপাশি python ও শিখা উচিত।
আপনি ব্যাচ ৯ কমপ্লিট করার পর একটা জব বা ইন্টার্ন এর ট্রাই করেন। তারপর কিছুমাস জব করার পর আপনি ফাইট্রনের কথা বিবেচনা করে দেখতে পারেন।
যেটা করতেছো আপাতত সেটা তে ভালোভাবে প্রকাশ করো
Software Engineering ki sobai shikte parbe?
আমি অনার্স ৩য় বর্ষে পড়ি আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই। আমার শেখা কি উচিত হবে?
Yes you can consider
vai ami JavaScript dia akta AI baniechi to shudhu JavaScript dia ki AI take aro Advance kora jave ami AI tar name diachi JS
Thank you vaiya❤🔥❤🔥
স্বাগতম
can u provide a roadmap for statistics students(Bsc) to be a professional in the field of data science
Are all the class of the cse fundamental course prerecorded ??
Vai devin jodi software engineering job e keye nai....tahole phitron e vorti jower ki dorkar..plz answer diben vai... ??? Onk dispression e asi
ভিডিও এর ৫ মিনিটের পরে এগুলোর আন্সার আছে। আর ফাইট্রনে যা শেখানো হয় সেগুলো দিয়ে আপনি চাইলে মেশিন লার্নিং এর দিকেও মুভ করতে পারবেন। তাছাড়া ফাইট্রন ব্যাচ ৫ এ থাকবে মেশিন লার্নিং রিলেটেড বিস্তারিত কোর্স
See the full video
he is basically trying to say that if you want to survive as programmer in this era of AI, you have to be better at programming than AI.
Spot
সব ইউটিউব চ্যানেলে একই ভিডিও বিরক্ত লাগছে এবার যখন chatgpt এসছিলো তখনই একই নাটক আবার এখন শুরু ভবিষ্যতে এই রকম tool হাজার হাজার আসবে
Yes obviously. But you need to be updated
Dhonnobad bhai
Amazing content vai
Thanks