তাহলে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যেন কিছু মানুষের উপকার হয়, ছাড়া আমি কি কারণে কি করেছি তার ব্যাখা চাইতে পারেন তাহলে বুঝতে পরবেন কেন কঠিন করে উপস্থাপন করেছি, তার পর এই কমেন্ট করলে ভালো হতো, সত্যি কথা বলতে কি মাঠের বাহির থেকে সবাই বলতে পারি,আমার ফেইসবুক ফেইজ থেকে কল দেন তখন বুঝিয়ে বলি কোন কি কারণে করেছি,
আসসালামুয়ালাইকুম, গাজীপুর থেকে অলি উল্লাহ , ভাইয়ের মতো ভালো ও সরল মনের মানুষ খুব কম পাওয়া যাবে। আমি প্রান খুলে ভাইয়ের জন্য দোয়া করি। আর আশা করি কোন এক সময় এসে যেন আমাকে দেখে যান।
@@simplecreativities পরে কারেন্ট লোক ফেইস বোর্ড লাগাইছে যেমন টা IPS মত আর নিউট্রাল ডাইরেক্ট ফ্যানে ও লাইট লাগানো হয়েছে মানে ফ্যান ও লাইট আসল কারেন্ট নিউট্রাল তার বাদ দিয়ে ইনভার্টার আউট নিউট্রাল ডাইরেক্ট ফ্যানে ও লাইট লাগানো হয়েছে
@@BMTechnology73 ঠিক বলেছেন.. প্রথমে লাইন ও নিউট্রাল চেক করে নিউট্রাল নিউট্রালের সাথে কানেক্ট করবেন আর ফেইজ বা লাইন টি আইপিএস এর লাইনের সাথে কানেক্ট করে দিবেন।
ফ্রিজ মোটর বা ভারি লোড কারেন্ট এ চালান আর ফ্যান বাতি টিভি ইনভার্টারে চালান দেখবেন কারেন্ট আসবে না আলাদা করে দিলেই হবে আমিও এমন চালাই সব লাইন এক সাথে করে রেখেছি তাই কারেন্ট হয় ব্যাটারি থেকে ইনভার্টার চালো করলে
@@jahangiralom56789 যদি লাইন ও নিউটাল ব্যবহার করে লাইট ফ্যান ব্যবহার করা হয় তখন ব্যবটারিতে কারেন্ট আসবে না, যদি সরকারি নিউটালের সাথে ব্যবহার করেন তখন বিদ্যুৎ না থাকলে ব্যটারিতে ১১০ ভোল্টেজর মত দেখায় তাই একটহ শট করে।
এই পর্যন্ত যত ভিডিও দিয়েছি কোনটাই ঘুম থেকে উঠে চলু করা লাগবে না, আপনি মনে হয় ভিডিও ঠিক মত দেখেন নি। তার পরও যদি কিছু বুঝতে চান কষ্ট করে ফেইসবুক ফেইজে এসে কল দেন।
নিরাপত্তার জন্য, কোন কারণে ইনভাটার সমস্যা হলে, যদি আপনার ইচ্ছে হয় যে, যখন বিদ্যুৎ থাকলে বিদুৎতে চলবে, আপনি বাসায় না থাকলে কোন সমস্যা হলে যেন পরিবার কোন সমস্যা ছাড়াই সহজে ব্যবহার করতে পারে, আরো অনেক কাজে
Jongfa UPS IPS 1000 watt কারেন্ট ছাড়া ব্যাটারি থেকে লোড নেওয়া অবস্থায় ব্যাটারীতে হাত দিলে প্রচুর শক করে টেস্টার দিয়ে টেস্ট করলে ফুল কারেন্ট দেখায় এটা কি কোন সমস্যা এটার কারণে কি ব্যাটারির কোন ক্ষতি হবে
ক্ষতি হবে না, PVC tape লাগিয়ে দেন, কারণ আপনি ইনভার্টারের Neutral সরকারি Neutral এর সাথে লাগিয়ে ব্যবহার করতেছেন, যদি Line & Neutral আলাদা ব্যবহার করতেন তখন সট করতো না, আর এটা বিদুৎ চলে গেলে করে বিদ্যুৎ থাকা অবস্থা করে না।
আপনার আগের ভিডিও দেখে আপনার মত টু ওয়ে সুইচ খুজে না পেয়ে অন্য মডেল এর একটা পেয়েছি এটাতে উপরে লেখা আছে COM আর নিচে L1 & L2. আপনার কাছে কিছু জিজ্ঞাসা ছিল- আমি Yongfa এর নতুন ডিজিটাল ডিসপ্লের ১০০০ ওয়াট ইনভার্টারটা কিনেছি ব্যাটারিও নতুন। চার্জে লাগালে ভোল্টেজ অনেক বেশি দেখায় যেমন - ১৫.৭ এরপর কাট হয়ে ১৪.২ এসে থেমে ছিল এরপর বিদ্যুৎ সংযোগ অফ করলে আস্তে আস্তে ১৩.৭ এ এসেছিল এটা কি ঠিক আছে? অনেকে বলছে ১২ ভোল্টের ব্যাটারি ১৩ পর্যন্ত দেখাবে। তাহলে কি আমার ব্যাটারি বেশি চার্জ হয়ে যাচ্ছে?
ইনভার্টারেরর Line ও Neutral ভালোভাবে চেক করেছেন, এ ক্ষেত্রে ব্যবাটারি কানেকশন না করে চাজিং তার লাগিয়ে সিলেকশন করতে হবে, না বুঝলে আামাকে ফেইজ থেকে সরাসরি কল দিতে পারেন।
ভাই আমার ডিসপ্লেওয়াল ইনভার্টার ১০০০ ওয়াট। এখোন আমি যদি মেইন কারেন্ট মেইন সুইজ থেকে এনে ইনভার্টারের এ সি তে লাগিয়ে দিই আর ১টা ব্যাটারি লাগিয়ে দিই তাহলে কি, কারেন্ট থাকলে কারেন্টে চলবে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলবে। নাকি সবসমই ব্যাটারিতে চলবে। আমার IPSএর লাইন করা নেই এই ভাবে সরাসরি চালানো যাবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা একটু জানাবেন।❤❤
হ্যা করা যায়, যদি শুধু আপনি একা ব্যবহার করেন এবং এ বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে, কিন্তু সবাইতো আপনার মত অভিজ্ঞতা নাও থাকতে পারে এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২টা ব্যবহার করেছি, ধন্যবাদ
ধন্যবাদ ভাইজান আমি আপনার ভিডিও দেখেই ওই লাইন করেছি। আপনার করা কারেন্ট আসলে ইনভাটার ওটো অফ হবে আর কারেন্ট গেলে ইনভাটার চলবে এটা আয়ত্ব করতে পারিনি আয়ত্ব করতে পারলে আমিও হয়তো আপনার মত করতে পারতাম
ভাই, আমি জংফা ২০০০ওয়াট দিয়ে বাসায় ips সিস্টেম করেছি।ইনভার্টার এর নিউটাল সরকারি লাইনের নিউটালে যুক্ত করেছি।আর বাসায় আগে থেকে হলুদ তার দিয়ে ips লাইন করা ছিল সেখানে যুক্ত করেছি।এভাবে খুব ভালো ভাবেই ips এর মত কাজ করছে।এক মাস চলার পর এখন খেয়াল করতেছি যে, ব্যাটারি দিয়ে চলার সময় যখন কারেন্ট চলে আসে তখন ফ্যান এর মধ্যে ধাপ ধাপ করে ৩/৪ টা বারি দিয়ে আবার চলে সুন্দর মতোই।এখন আমি জানতে চাই এভাবে চললে কি ফ্যান নষ্ট হতে পারে বা এর কোন সমাধান আছে কিনা।
বিদ্যুৎ দিয়ে যখন ব্যবহার করি তখন ব্যাটারি টারর্মিনালের বিদ্যুৎ থাকে না। কিন্তু ব্যাটারি দিয়ে যখন ব্যবহার করি তখন ব্যাটারি টার্মিনালে বিদ্যুৎ চলে আসে। এটা কেন হয় জানাবেন প্লিজ
এটা ইলেকট্রনিকস, এখানে Transfer না থাকায়, Mosfact এর কারণে 0-81 Voltage থাকে Battery Terminal এ তাই আমি ভিডিওতে যেভাবে নিরাপত্তার সাথে ব্যবহার করার জন্য বলেছি ঐ ভাবে ব্যবহার করে, তাছাড়া বড়িতে ০-৩ ভোল্টেজ বড়িতে শট করবে না।
ভাই আমি বাসায় বোড থেকে বিদ্যুৎ এর লাইন বিচ্ছিন্ন করে ইনভার্টার এর আউটপুট নিয়ে বোডে দিয়েছি এবং মিটার থেকে সরাসরি বিদ্যুৎ লাইন টেনে ইনভার্টার এর ইনপুটে দিয়ে ছি এক মাস যাব অটোমেটিক সব চলতেছে এইভাবে কোন সমস্যা হবে কী
Hi class inverter এ কখনোই আউটপুটে 220 ভোল্ট এর কম বা বেশি দেখি না কেন? এসি ভোল্ট কখনোই স্থির থাকার কথা না, মনে হয় এটা কোন এসি মিটার না, অন্য কিছু। এ বিষয়ে কিছু বলার অনুরোধ করছি।
@@simplecreativities Ami inverter kinar Jonno geselam Dokan a oi Dokan theke Amar Baba IPS kinsilo 10year use korsilo. Ata ar Ney akhon Akhon Dokan a koi tumra to Amar poricito inverter a only circuit ata beshi Valo Hobe na agulo 1-2 year a nosto hoye jai Atar theke IPS kino 10-12 year aram a use korte parben
এত সুন্দর করে কেউ বুঝায় আপনার মত , ধন্যবাদ ভাই
অনেক ভালো লাগলো ভাইয়ার ভিডিওটা দেখে
ধন্যবাদ
স্যার আপনার লেকচারটা খুবই সুন্দর অসাধারণ আলহামদুলিল্লাহ অনেক কিছু শিক্ষা হয় ইনশাআল্লাহ স্যার আপনার বুঝানো টা খুবই সুন্দর অসাধারণ
আপনার এতো সুন্দর লিখা সত্যি আমাকে অনুপ্রেরণা ও উৎসাহ দিবে, আমার জন্য দোয়া করবেন, আপনার মনটিও অনেক সুন্দর।❤️
আসলেই ভাই অনেক ভালো মানুষ এবং হেল্পফুল ❤
ধন্যবাদ
এতো ঝামেলা করতে হয় সহজ বিষয়কে আপনি কঠিন করে উপস্থাপন করেছেন,আমি নিজেও আজ দুই বছর ইনভার্টার বেবোহার করছি নিজেই ফিটিং করেছি
তাহলে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যেন কিছু মানুষের উপকার হয়, ছাড়া আমি কি কারণে কি করেছি তার ব্যাখা চাইতে পারেন তাহলে বুঝতে পরবেন কেন কঠিন করে উপস্থাপন করেছি, তার পর এই কমেন্ট করলে ভালো হতো, সত্যি কথা বলতে কি মাঠের বাহির থেকে সবাই বলতে পারি,আমার ফেইসবুক ফেইজ থেকে কল দেন তখন বুঝিয়ে বলি কোন কি কারণে করেছি,
Bhi amk onk help korcha. Thx bhi.
কারো কোন উপকারে আসলে ভালো লাগে। ধন্যবাদ
Bhai oonak helpful. Thank you
অসংখ্য ধন্যবাদ
vai onek helpful video
অনেক ধন্যবাদ, আপনার সুন্দর কমেন্টের জন্য, আমি এজন্যই কষ্ট করে ভিডিও করি যেন আপনাদের উপকার হয়।
Very helpful ❤
ধন্যবাদ
bhai computer UPS eibabe connection Kora jabe barite
UPS কত VA
@simplecreativities 1200 va
@@MdAlamin-j1z6o যাবে তবে বেশি লোড দিতে পারবেন না।
নাইচ ভিডিও
ধন্যবাদ
Rimso 200 ah ips tubular bettary
Diye chalano jabe?
যাবে, তবে চাজিং হতে সময় বেশি লাগবে
ভাই ইনভাটার থেকে কিভাবে আইপিএস লাইন করব একটা ভিডিও দিবেন প্লিজ
এতো কষ্ট করে এতোগুলা দিলাম, আর একটু কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে দেখন যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্বরণ করবেন। ধন্যবাদ
ভাই আমাকে উপকার করেছে ফোন আলাপ এর মাধ্যমে
Vai output theke sudhu 1 ta tar dia kiavbe line tana jai seller ra to bole j positive and negative 2 ta wire dia e line korta hobe inverter ar jonno
আপনি যে ভিডিওটা দেখেছেন ঐ ভিডিওতে সুন্দর করে দেখানো হয়েছে,
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন
আলহামদুলিল্লাহ
আসসালামুয়ালাইকুম, গাজীপুর থেকে
অলি উল্লাহ , ভাইয়ের মতো ভালো ও সরল মনের মানুষ খুব কম পাওয়া যাবে।
আমি প্রান খুলে ভাইয়ের জন্য দোয়া করি।
আর আশা করি কোন এক সময় এসে যেন আমাকে দেখে যান।
ভাই আপনিও অনেক ভালো, আপনার জন্য খারাপ লাগে, আপনার ইনভার্টারের জন্য।
কোন ব্যাপার না, আপনার চেষ্টার কমতি ছিল না।
আপনাকে দিয়েই আবার আনবো ইনশাল্লাহ।
তাহলে ২২০০-২৩০০ দিয়ে জংফা নিয়েন।
আল্লাহ তাওফিক দিলে আগামী মাসে এনে আপনি সেট করে দিয়ে যাবেন। আশায় আছি।
Ups er canekson video den
একই নিয়ম
Alada vabe nutral ar page tanle, gang switch e kivabe connection korbo??
ভিডিওতে দেওয়া আছে
ভাই ১০০০ওয়াট ইনভার্টার দিয়ে ওয়াইফাই রাউডার চালানো যাবে?আর ব্যাটারি দূর্বল তাই সরাসরি কারেন্ট থেকে শুধু ইনভাটার চার্জ দিয়ে চালানো যাবে?
আমি ২টা সিলিং ফ্যান ৫ টি লাইট, একটি মোবাইল চাজার, ১টি লেপটপ ও রাউটার ইনু চালাচ্ছি
@@simplecreativities বলতে চাচ্ছি ইনভাটার কারেন্ট চার্জ দিয়ে চলবে? সোলার ব্যাটারি আছে কিন্তু দূর্বল
রিপ্লাই পাইলাম না ভাই😥
@@MHRoBin-rt8ph কষ্ট করে ফেইসবুক ফেইজ থেকে কল দেন, বিষয়টি ক্লিয়ার বুঝতে পারিনি
amar Hi-Class Inverter Yellow Color Zeta apni Chobiteh dekhaicen sekhane Outport duita Face hoye thake mane tester diya duita diye Light Jhole
ব্যাটারি ডিসকানেক্ট করে শুধু চার্জিং কানেকশন বা ইনভাটোরের পাওয়ার দিয়ে চেক করেন।
@@simplecreativities পরে কারেন্ট লোক ফেইস বোর্ড লাগাইছে যেমন টা IPS মত আর নিউট্রাল ডাইরেক্ট ফ্যানে ও লাইট লাগানো হয়েছে
মানে ফ্যান ও লাইট আসল কারেন্ট নিউট্রাল তার বাদ দিয়ে ইনভার্টার আউট নিউট্রাল ডাইরেক্ট ফ্যানে ও লাইট লাগানো হয়েছে
@@simplecreativities ইউটিউব বাদে ফেসবুক অথবা ওয়াটসাপ থাকলে ছবি সহ দেখাইতে পারতাম
ফেইসবুক ফেইজ আছে, ভিডিও এর নিচে
বোর্ড ফ্যান লাইট বোর্ড কানেকশন তার কি শুধু ফেইস আনছেন নাকি নিউট্রাল ও আনছেন@@simplecreativities
লোড অবস্থায় ব্যাটারি ২টি টার্মিনাল তো কারেন্ট হয়ে যায় আমার বিদ্যুৎ চলে আসলে কারেন্ট সরে যায় এটা কি ইনভার্টার হয়
এটা হয় যখন ব্যাটারি থেকে চলে তখন, আমি অনেকগুলো নিরাপত্তা বিষয় বলেছি ভিডিওতে ঐভাবে ব্যবহার করলে সমস্যা নেই।
আইপিএজ এর মত চালাবেন না দুই তার লাইন নেন তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে
@@BMTechnology73 ঠিক বলেছেন.. প্রথমে লাইন ও নিউট্রাল চেক করে নিউট্রাল নিউট্রালের সাথে কানেক্ট করবেন আর ফেইজ বা লাইন টি আইপিএস এর লাইনের সাথে কানেক্ট করে দিবেন।
ফ্রিজ মোটর বা ভারি লোড কারেন্ট এ চালান আর ফ্যান বাতি টিভি ইনভার্টারে চালান দেখবেন কারেন্ট আসবে না আলাদা করে দিলেই হবে আমিও এমন চালাই সব লাইন এক সাথে করে রেখেছি তাই কারেন্ট হয় ব্যাটারি থেকে ইনভার্টার চালো করলে
@@jahangiralom56789 যদি লাইন ও নিউটাল ব্যবহার করে লাইট ফ্যান ব্যবহার করা হয় তখন ব্যবটারিতে কারেন্ট আসবে না, যদি সরকারি নিউটালের সাথে ব্যবহার করেন তখন বিদ্যুৎ না থাকলে ব্যটারিতে ১১০ ভোল্টেজর মত দেখায় তাই একটহ শট করে।
Vai output ar oikahne j 2 ta led light asa oikhane fault ar light ta jolde thakar karon ta ki?
যদি ব্যাটরি লো হয়, বা ইনভার্টারের কোন সমস্যা হয় যার ফলে আউটপুট দিতে দেয় না, সেই সময় ফল্ট লাইট জ্বলে।
ভাইয়া জংফা ইনভার্টার ২০০০ওয়াট এটা দিয়ে কি ফ্রিজে কানেকশন দিয়ে চালানো যাবে?
চালানো উচিৎ নয়,
ips er moto 1 tar diya clbe /?
ইনভার্টারে নিউটাল তারটি ব্যবহার করতে হবে, ভিডিও সব বুঝিয়ে বলেছি, আরো জানতে চাইলে ফেইসবুক ফেইজে কল দেন
@@simplecreativities vai message kora jai na apni akta vdo make koren ei mne ki vabe 1 cable diya ips er moto clbe invater 🙏😢
Vai a invater khotha thake kinbo
আমি ঢাকা কাপ্তান বাজার থেকে নিয়েছি, আপনি আপনার এলাকা থেকে অরজিনিয়াল দেখে নিবেন।
ভাই বিদ্যুৎ চলে গেলে ঘুম থেকে উঠে সুইজ দেওয়া হবে কত ঝামেলা অটো কানেক্ট করুন
এই পর্যন্ত যত ভিডিও দিয়েছি কোনটাই ঘুম থেকে উঠে চলু করা লাগবে না, আপনি মনে হয় ভিডিও ঠিক মত দেখেন নি। তার পরও যদি কিছু বুঝতে চান কষ্ট করে ফেইসবুক ফেইজে এসে কল দেন।
2 way switch কি দরকার?
নিরাপত্তার জন্য, কোন কারণে ইনভাটার সমস্যা হলে, যদি আপনার ইচ্ছে হয় যে, যখন বিদ্যুৎ থাকলে বিদুৎতে চলবে, আপনি বাসায় না থাকলে কোন সমস্যা হলে যেন পরিবার কোন সমস্যা ছাড়াই সহজে ব্যবহার করতে পারে, আরো অনেক কাজে
সোলার এর ব্যাটারির সাথে সরাসরি কানেক্ট করলে কি পুরে যাওয়াড সম্ভাবনা আছে ভাইয়া ?
সোলার ও কন্ট্রোলার সমস্যা হতে পারে
Jongfa UPS IPS 1000 watt কারেন্ট ছাড়া ব্যাটারি থেকে লোড নেওয়া অবস্থায় ব্যাটারীতে হাত দিলে প্রচুর শক করে টেস্টার দিয়ে টেস্ট করলে ফুল কারেন্ট দেখায় এটা কি কোন সমস্যা এটার কারণে কি ব্যাটারির কোন ক্ষতি হবে
ক্ষতি হবে না, PVC tape লাগিয়ে দেন, কারণ আপনি ইনভার্টারের Neutral সরকারি Neutral এর সাথে লাগিয়ে ব্যবহার করতেছেন, যদি Line & Neutral আলাদা ব্যবহার করতেন তখন সট করতো না, আর এটা বিদুৎ চলে গেলে করে বিদ্যুৎ থাকা অবস্থা করে না।
আপনার আগের ভিডিও দেখে আপনার মত টু ওয়ে সুইচ খুজে না পেয়ে অন্য মডেল এর একটা পেয়েছি এটাতে উপরে লেখা আছে COM আর নিচে L1 & L2.
আপনার কাছে কিছু জিজ্ঞাসা ছিল-
আমি Yongfa এর নতুন ডিজিটাল ডিসপ্লের ১০০০ ওয়াট ইনভার্টারটা কিনেছি ব্যাটারিও নতুন। চার্জে লাগালে ভোল্টেজ অনেক বেশি দেখায় যেমন - ১৫.৭ এরপর কাট হয়ে ১৪.২ এসে থেমে ছিল এরপর বিদ্যুৎ সংযোগ অফ করলে আস্তে আস্তে ১৩.৭ এ এসেছিল এটা কি ঠিক আছে? অনেকে বলছে ১২ ভোল্টের ব্যাটারি ১৩ পর্যন্ত দেখাবে। তাহলে কি আমার ব্যাটারি বেশি চার্জ হয়ে যাচ্ছে?
১৫.৭ একটু বেশি তবে ১৪-১৪.২ হাই কাট হলে ভালো হয়, আর ১৩-১৩.৭ কোন সমস্যা নেই ঠিক আছে , তা ছাড়া জংফা ডিসপ্লে যুক্ত ইনভার্টগুলোতে আরো অনেক সমস্যা আছে,
ভাই জংফা ইনভেটার এর অকোকাট হয় কি না????
হয়, তবে পুরনো ব্যাটারি বা ৫/৬ ব্যবহারের পর মাঝে মাঝে হয় না।
❤❤
চার্জিং অবস্থায় ব্যাটরীর ২ পাশের লাইনেই কারেন্ট দেখায়।
Boss 💪 High class inverter প্রাইস নিচে কত
তিন হাজার
ভাই আপনার বাড়ি কোথায়????
কঠিন একটি প্রশ্ন করেছেন।
ভাই আমি একটি টুওয়ে ১ গ্যাং আর একটি সকেট দিয়ে কাজটি করেছি কোন সমস্যা আছে কি
একটি ছবি বা কানেকশন কিভাবে করেছেন ছবি দিলে বলতে পারবো
এখানে ছবি দিতে পারতেছিনা তো
ভিডিও এর নিচে ফেইসবুক ফেইজ আছে,
ডিপিডিসি সকেট থেকে একটি ফেস তার টেনে টু ওয়ে ওয়ান গ্যাং সুইচের একপ্রান্তে দিছি। আবার ডিপিডিসি সকেট থেকে নিউটাল নিয়ে ইনভাটারের আউটপুটে নিউটালে দিছি। ইনভাটারের আউটপুট ফেস লাইন ওয়ান গ্যাং টু ওয়ের এক প্রান্তে দিছি। আর ইনভাটারের ইনপুট প্লাগ ডিপিডিসির সকেটে দিছি
ইনভার্টারেরর Line ও Neutral ভালোভাবে চেক করেছেন, এ ক্ষেত্রে ব্যবাটারি কানেকশন না করে চাজিং তার লাগিয়ে সিলেকশন করতে হবে, না বুঝলে আামাকে ফেইজ থেকে সরাসরি কল দিতে পারেন।
ভাই
ভাইয়া পাউডার বেটারি কেমন টিকসই হয়
আমি বড়টা আজ ১বছরের বেশি ব্যবহার করতেছি, আর ছোটটি ২৮-০১-২০২১ এ নিয়েছি, চাইলে দেখাতে পারি,
ভাই আমার ডিসপ্লেওয়াল ইনভার্টার ১০০০ ওয়াট। এখোন আমি যদি মেইন কারেন্ট মেইন সুইজ থেকে এনে ইনভার্টারের এ সি তে লাগিয়ে দিই আর ১টা ব্যাটারি লাগিয়ে দিই তাহলে কি, কারেন্ট থাকলে কারেন্টে চলবে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলবে। নাকি সবসমই ব্যাটারিতে চলবে। আমার IPSএর লাইন করা নেই এই ভাবে সরাসরি চালানো যাবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা একটু জানাবেন।❤❤
কষ্ট করে আমার ফেইসবুক ফেইজে নক করেন, আরো কিছু বিষয় জানতে হবে
ভাই,কই থেকে কিনছেন,অরজিনালটা?
ঢাকা কাপ্তাই বাজার, গাজী ইলেকট্রনিক থেকে।
পল্লি বিদ্যুৎ এ হবে না?
বিদ্যুৎ তো সবই একই, মুলত ইনভার্টারের বিদ্যুৎ ছাড়া অন্যটাকে বুঝতে DPDC বুঝিয়েছি, অবশ্যই চলবে, ধন্যবাদ
ভাই এই কাজটা ডিপিডিসি একটি সকেট দিয়েও কাজটা করা যেতে পারে মনে হয় তাইনা
হ্যা করা যায়, যদি শুধু আপনি একা ব্যবহার করেন এবং এ বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে, কিন্তু সবাইতো আপনার মত অভিজ্ঞতা নাও থাকতে পারে এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২টা ব্যবহার করেছি, ধন্যবাদ
ধন্যবাদ ভাইজান আমি আপনার ভিডিও দেখেই ওই লাইন করেছি। আপনার করা কারেন্ট আসলে ইনভাটার ওটো অফ হবে আর কারেন্ট গেলে ইনভাটার চলবে এটা আয়ত্ব করতে পারিনি আয়ত্ব করতে পারলে আমিও হয়তো আপনার মত করতে পারতাম
@@MasudRana-gq1iz তাহলে কিভাবে আপনাকে সহযোগীতা করতে পারি.. পরবর্তী ভিডিওতে আশা করি আরো সহজ করে আবার ভিডিও করবো, ইনশআল্লাহ
ভাই কত এম্পিয়ারের ব্যাটারি দিছেন?
DLDC Gold, 260Ah, Dry cell battery
ভাই, আমি জংফা ২০০০ওয়াট দিয়ে বাসায় ips সিস্টেম করেছি।ইনভার্টার এর নিউটাল সরকারি লাইনের নিউটালে যুক্ত করেছি।আর বাসায় আগে থেকে হলুদ তার দিয়ে ips লাইন করা ছিল সেখানে যুক্ত করেছি।এভাবে খুব ভালো ভাবেই ips এর মত কাজ করছে।এক মাস চলার পর এখন খেয়াল করতেছি যে, ব্যাটারি দিয়ে চলার সময় যখন কারেন্ট চলে আসে তখন ফ্যান এর মধ্যে ধাপ ধাপ করে ৩/৪ টা বারি দিয়ে আবার চলে সুন্দর মতোই।এখন আমি জানতে চাই এভাবে চললে কি ফ্যান নষ্ট হতে পারে বা এর কোন সমাধান আছে কিনা।
কষ্ট করে আমাকে ফেইসবুক ফেইজ থেকে ভিডিও কল দেন
বিদ্যুৎ দিয়ে যখন ব্যবহার করি তখন ব্যাটারি টারর্মিনালের বিদ্যুৎ থাকে না। কিন্তু ব্যাটারি দিয়ে যখন ব্যবহার করি তখন ব্যাটারি টার্মিনালে বিদ্যুৎ চলে আসে। এটা কেন হয় জানাবেন প্লিজ
এটা ইলেকট্রনিকস, এখানে Transfer না থাকায়, Mosfact এর কারণে 0-81 Voltage থাকে Battery Terminal এ তাই আমি ভিডিওতে যেভাবে নিরাপত্তার সাথে ব্যবহার করার জন্য বলেছি ঐ ভাবে ব্যবহার করে, তাছাড়া বড়িতে ০-৩ ভোল্টেজ বড়িতে শট করবে না।
ভাই এইভাবে সেট করলে ব্যাটারীতে কারেন্ট আসে কেন
Inverter এর নিউটাল সরকারি নিউটালের সাথে ব্যবহার করলে এই রকম হয়।
@@simplecreativities ভাইয়া এখন কি করতে হবে
মিটার টি কত টাকা দিয়ে কিনেছেন
৬৫/-
@@simplecreativities মাল্টিমিটার টি দাম জানতে চায়ে ছিলাম
এই আইপিএসের দাম কত
২২০০-২৪০০ টাকা
@@simplecreativities আমার লাগবে
আমি বিক্রয় করি না, কিভবে সঠিক ভাবে নিরাপদে ব্যবহার করবেন তাই দেখিয়ে দিলাম। আপনার কাছের কোন মার্কেট থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন।
ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই একটু। নাম্বার টা রিপ্লাই তে দিয়েন
আপনি সমস্যা বলেন, তাছাড়া ফেইসবুক ফেইজের লিংক থেকে কল দিতে পারেন,ধন্যবাদ
ভাই আমি বাসায় বোড থেকে বিদ্যুৎ এর লাইন বিচ্ছিন্ন করে ইনভার্টার এর আউটপুট নিয়ে বোডে দিয়েছি এবং মিটার থেকে সরাসরি বিদ্যুৎ লাইন টেনে ইনভার্টার এর ইনপুটে দিয়ে ছি এক মাস যাব অটোমেটিক সব চলতেছে এইভাবে কোন সমস্যা হবে কী
দেখতে পারলে ভালো হতো, আমি যেভাবে দিয়েছি, অনেক পরিক্ষা নিরিক্ষা করে তাই ভালো ভাবে ও নিরাপদে বেশি দিন ব্যবহার করতে পারেন তাই
আপনার সাথে যোগাযোগ করতে পারলে ছবি তুলি আপনাকে দেখাতাম
ফেইসবুক ফেইজে নক করতে পারেন।
কিভাবে সুইচিং অটো করলেন এটা দেখালেন না😢ইনভার্টার সুইসের কথা বললাম
দেখানো হয়েছে, তাছাড়া আগের ভিডিওতে ও দেখিয়েছি, আপনি কি জানতে চাইলে ফেইসবুক ফেইজে কল দেন। ধন্যবাদ
ভাই,আমি মধুমতী ইনভার্টার এন্ড ইলেকট্রনিক্স থেকে কিনছিলাম। কিন্তু একটি ফ্যান দিলেই লাইন আপ ডাউন করে,, on, off hoy sodo😓
বুঝতে পারি নি, কষ্ট করে ফেইসবুক ফেইজে গিয়ে কল দেন
Hi class inverter এ কখনোই আউটপুটে 220 ভোল্ট এর কম বা বেশি দেখি না কেন? এসি ভোল্ট কখনোই স্থির থাকার কথা না, মনে হয় এটা কোন এসি মিটার না, অন্য কিছু। এ বিষয়ে কিছু বলার অনুরোধ করছি।
পরের ভিডিওতে পারবে, ইনশাআল্লাহ
এতো কঠিন করলেন কেনো।
কেউ কোনো বাল অ, বুঝে নাই
ধন্যবাদ, হয়তো আপনি বুঝতে পারেন নি, কেউতো বলেনি যে বুঝতে পারেনি কমেন্টে দেখেন যারা দেখেছে ৯৫% বুঝতে পারলো আপনি বুঝতে পারেন নি, তাহলে আপনাকে আলাদা ভাবে বুঝিয়ে দিতাম। সবাই বুঝতে পারছে শুধু আপনি বুঝতে পারেন নি, অন্য মানুষ খুশি হয়ে ধন্যবাদ জানায়।
আপনি কি হাই ক্লাস ইনভার্টার কিনেছেন
নিজের জন্য নিই নি, পরিচিত ২জনের জন্য নিয়েছি, বাজারে ২ ধরণের পাওয়া যায় ২টা নিয়েছি তাদের উপর ভিডিও দিবো
Vai inverter theke IPS best agulo nosto hoye jai agulo circuit@@simplecreativities
সবই নষ্ট হয় আগে পরে, তবে সঠিক নিয়মে ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করা যায়, আর নষ্ট কি কারণে হয় তা আমি এখন খুঁজে পেয়েছি কি কি ভুলের কারণে নষ্ট হয়।
@@simplecreativities Ami inverter kinar Jonno geselam Dokan a oi Dokan theke Amar Baba IPS kinsilo 10year use korsilo. Ata ar Ney akhon
Akhon Dokan a koi tumra to Amar poricito inverter a only circuit ata beshi Valo Hobe na agulo 1-2 year a nosto hoye jai
Atar theke IPS kino 10-12 year aram a use korte parben
@@simplecreativities inverter to Vai 2800tk Paoya jai IPS to 18000tk Ami winter a kinbo
Alada vabe board theke nutral ar page tanle, gang switch e kivabe connection korbo??
চ্যানেলে ভিডিও দেওয়া আছে
❤❤❤
ভাই আপনার বাড়ি কোথায়?
বাড়ি নাই ভাই
Alada vabe board theke nutral ar page tanle, gang switch e kivabe connection korbo??
এখানে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে, কষ্ট করে ফেইসবুক ফেইজে গিয়ে কল দিতে পারেন।