এত দিনে মন ভরার মতো মহালয়া দেখলাম ... যেমন গান গুলো তেমনি প্রতি দেব দেবীর সাজ সব মিলিয়ে নিজের মায়ের রূপ খুঁজে পেলাম এত দিনে সবার থেকে আলাদা .... জয় দুর্গা ❤
এখনকার মহালয়ায় লাফালাফি, অতিরিক্ত সাজ,ভঙ্গিমা দেখে মহালয়া দেখার আর ইচ্ছে হয় না এখন, কিন্তু এই মহালয়া টা দেখে ভালোই লাগলো স্বল্প সময়ে অনেক ভাল উপস্থাপনা, মা দূর্গার সাজ ও ছিল পুরনো দিনের প্রতিছবি। খুব ভালো লাগলো, মহালয়ার দিন সকালেও এই মহালয়াটায় দেখব, সেরা 🙏
সম্পূর্ণ উপস্থাপনা এতটাই স্নিগ্ধ আর মনোমুগ্ধকর যে ভাষার প্রকাশ করা যাবে না। আর মা দুর্গা বললে চোখের সামনে যেরকম মূর্তি ভেসে ওঠে, আরাত্রিকাকে ঠিক সেরকমই লাগছিল। পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের পরিশ্রম সার্থক।
খুব সুন্দর।❤️🙏🌺 অনেক দিন পর আবার একটা অসাধারণ উপস্থাপনা দেখলাম।🥰 মা সীতাদেবীকে দেখে কেন জানি না বারবার মা সারদাদেবীর কথা মনে পড়ছিল। আসলে সব মা-ই তো এক।🙏
বহু দিন পর এমন এক আগমনী অনুষ্ঠান দেখে মন ভরে গেল। ঠিক যে ভাবে আমরা মা কে দেখে এসেছি, চিনে এসেছি, তেমনই রূপ সজ্জা, মেকআপের আধিক্য নেই, উদ্ভট নাচের দাপট নেই, স্নিগ্ধ, শান্ত,সৌম্য একটা পরিবেশনা। দুচোখ যেন স্বস্তি পেল বহুদিন পর এমন এক দূর্গা দর্শনে। শুধু আবহ সঙ্গীতে সেতারের আওয়াজ একটু কানে ঠেকলো। বাদ বাকি নিপুণ ভাবে বাঙালীর ভাবাবেগ কে সম্মান জানিয়ে সুষ্ঠ পরিবেশনা। অনেক অনেক অভিনন্দন সম্পূর্ণ টিম কে। অসাধারণ পরিবেশন।❤❤❤
অনেক বছর হলো মহালয়ার অনুষ্ঠান বলতে শুধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীই বুঝি। মহালয়ার অনুষ্ঠান "দেখা" ছেড়ে দিয়েছি কর্মকর্তাদের রুচিবোধের ভয়ঙ্কর পরিণতি দেখে। কদিন আগে Telly Durga Production এর এই অনুষ্ঠানটি দেখে অসম্ভব ভালো লাগলো। দেবী দুর্গার এত ভালো selection, তাঁর expression, apperance, screen presence সত্যি প্রশংসাযোগ্য। সব চরিত্রগুলোর পোশাক - আশাক, সাজসজ্জা, অলংকার সব মিলিয়ে বাংলার হারিয়ে যাওয়া নিজস্বতা কে যেনো ফিরিয়ে আনা। কোথাও extreme VFX এর কারুকার্য নান্দনিকতা কে ছাপিয়ে যায়নি, কোনো চরিত্রকে গয়নার দোকান মনে হয়নি, কাউকে অপ্রয়োজনীয় ভাবে muscular শরীর দেখিয়ে view বাড়াতে চেষ্টা করতে দেখা যায়নি, কোনো চরিত্রকে অকারণ নাচতে দেখা যায়নি, এত ভালো কিছু একসাথে থাকলে রুচিসম্মত মানুষ ভালো বলবেই। আরো কয়েকটা বিষয় যা নজর কেড়েছিল, ভগবান শ্রীরাম চন্দ্রের গায়ের রং, নারায়ন আর মহাদেব এর সৌন্দর্যের বৈচিত্র্য, দেবী দুর্গার পরিমিত expression...দেবী দুর্গার রুদ্রমূর্তি দেখাতে গিয়ে বেশিরভাগ অনুষ্ঠানই overacting কে প্রাধান্য দিয়ে ফেলে যার জন্য ultimately ওনার appearance টা সং এর মত হয়ে যায়, এই অনুষ্ঠান দেখলাম তার সম্পূর্ন ব্যতিক্রম। মানুষ যে শুধুমাত্র VFX er কাজ, পাহাড় প্রমাণ গয়না, বেঢপ সিং ওয়ালা বা gym করা মহিষাসুর, অথবা অকারণ নাচ দেখার জন্য মহালয়ার অনুষ্ঠান দেখে না এই অনুষ্ঠানের জনপ্রিয়তাই তার প্রমাণ। পুরো team কে আমার আন্তরিক অভিনন্দন জানালাম এত ভালো একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আশা করি আরও এরকম কাজ দেখতে পাবো। সংযুক্তা ব্যানার্জী ম্যাডাম এর পর এটাই আমার দেখা সেরা মহালয়ার অনুষ্ঠান। 🌸
মহালয়ার প্রোগ্রাম নিয়ে কোনো প্রশ্নই নেই , নিঃশঙ্কচে এই প্রোগ্রাম টি best,সত্যি টেলি দূর্গা অনেক কঠিন পরিশ্রম রহেছে,অনেক শাস্ত্রীয় ব্যাখা, শাস্ত্রীয় গীত,নৃত্য এসবে পরিপূর্ণ,,bt কোথাও এক জায়গায় গিয়ে বাঙালিদের ঘরের উমা র essence তা যেন সত্যি missing , মহালয়া দেবীর,ওই ছোট্ট একটা-দুটো সিনে পর্বত কন্যা কে দেখালো,সেই বাঙালির ঘরের পার্বতী আর মহিষাসুরমর্দিনী যে এক সেই ভার টা নেই, Bt overall it was a very excellent program,just speechless 💖
অনেকদিন পর একটা মহালয়ার উপস্থাপনা দেখলাম যেটা এত ভালো লাগল। অপূর্ব লেগেছে আরাত্রিকা মাইতির অভিনয়, expression। খুব সুন্দর একটা production। খুবই রুচি সম্মত। make up, costume design এ একটা রুচি আর অভিজাত্যের ছাপ। সকলের অভিনয় খুব ভালো। আজকাল মহালয়ার নামে বিভিন্ন tv চ্যানেল গুলো যে কদাকার make up ওয়ালা অসুর এর লম্প ঝম্প দেখায় তার বিপ্রতীপে এরকম একটা উপস্থাপনা মনে দাগ কেটে যায়। আবহ সঙ্গীত আর গান গুলি উপরি পাওনা। খুব মানিয়েছে সব মিলে।
অসম্ভব সুন্দর উপস্থাপনা । উপস্থাপনাটি কযেক মিনিটের মধ্যে যে কারোর মন জয় করে নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই । সংস্কৃত ঙ্গেন, অনবদ্য অভিনয়, সাজসজ্জা ও সুন্দর পরিচালনায় মহালয়াটি অতুলনীয় । *শুভ মহালয়া*
চক্ষু স্বার্থক হলো , সত্যি সময়ের হাত ধরে চলে আসা এতোদিনের মহালয়া, দেখতে আর ইচ্ছে করতো না , কিন্তু এই কয়েক মিনিট মহিষাসুরমর্দিনী দেখে মোনটা জুড়িয়ে গেলো ,এযদি আরো বেশি ক্ষনেরো হতো তবুও দেখতাম শেষ অব্দি, এক কথায় অসাধারণ Telly Durga production , ধন্যবাদ আপনাদের সকলকে এতো সুন্দর একটি উপস্থাপনা তুলে ধরার জন্য 🙏
খুব খুব খুব খুব খুবই ভালো। মহালয়ায় নজরুল সংগীতের ব্যবহার আগে দেখিনি। খুব ভালো লাগলো। সকলেই প্রশংসা করছে। আলাদা করে আর কি বলব। শুধু একটা কথা বলেই এই অনন্য সাধারণ উপস্থাপনাকে সম্মান জানাচ্ছি - ❝ জয় মহিষাসুরমর্দিনী ❞ 😌🙏❤️
চরিত্রায়ণ থেকে শুরু করে সাজসজ্জা ও বাকী সবকিছুতে বাঙালীয়ানা রন্ধ্রে রন্ধ্রে পরিপূর্ণ ছিল। অসাধারণ একটি কাজ। মুহুর্তে মুহুর্তে শিহরণ জেগেছে ও চোখ অশ্রুসিক্ত হয়েছে। সবাইকে অভিনন্দন ও শুভকামনা।
Khub sundor mahalaya hoeche .....aratrika di ke to ato sundor lagche ki bolbo ....song , dance , casting , presentation , VFX , songlap , story ...sob dik diye sera hoeche ......thanku ato sundor akta mahalaya uphohar dewar jonno. .....❤❤❤😊
Khub sundor uposthapona, onyanno TV channel gulor moton ojajito nach gaan diye onusthanti boro kora hyni Maa er saaj sojja teo aitijyar chhap royeche bkider moton artificial modern durgao dakhano hyni Ek kothaye oshadharon❤
মায়ের চরিত্রায়ণ পুরো 💯🪷 অনেক দিন পর যেন আবার পর্দায় জ্যান্ত দুর্গা দেখলাম। শ্রীরাম, মহাদেব ও অন্য বেশ কিছু চরিত্রায়ণও সুন্দর হয়েছে। কিছু দৃশ্য সত্যি খুবই aesthetic হয়েছে। Looks and makeup loud না, একদম যেরম হওয়া উচিৎ। সামনে বছরগুলোতেও আশায় থাকবো। মায়ের আগমনে অশুভ বিনাশ হোক, শুভ শক্তি সুদৃঢ় হোক, এই প্রার্থনা।
Apurbo... Aratrika di sera koreche... dialogue delivery aar expression ki darun aratrika dir.. Echara nabapatrika snan, katyayani r abirbhab katyayan er ashram e, brahma r akal bodhon bani aar mahisasur bodh mon kereche... khoob sundor uposthapona... And Aratrika di ebar amar fav Durga r list eo elo... Thank you TD for this wonderful gift ♥️
এক কথায় অনবদ্য একটি উপস্থাপনা। প্রত্যেকের অভিনয় অসাধারণ। সকলকে আগত দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জানি এ বছরের পুজোর একটু অন্যরকম আমাদের সকল মানুষের কাছে দেবীর কাছে প্রার্থনা করি যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে উজ্জ্বল প্রভাতের মত আলোকিত হয়ে উঠুক সমগ্র ধরা 🪷🪷।। সব শুভ হোক ।।🪷🪷
অপূর্ব বললেও কম বলা হবে, স্নানের সিন থেকে দেবীর আরতি, শেষে সীতা রূপে রাবণবধের দৃশ্যায়ন থেকে, সর্বপ্রথমে ভুবনেশ্বরীর সৃষ্টিলীলা, এবং অবশ্যই মহিষাসুরমর্দিনীর যুদ্ধ সত্যি দুর্দান্ত.....আগামীদিনেও আরও এইরকম কাজ দেখার অপেক্ষায় রইলাম.......অনেক শুভকামনা ও ভালোবাসা❤️❤️
Sotti comment na kore thakte parlam na ei uposthapona dakhe........oshadharon onnoboddho sobdo gulo kom porbe ei uposthsponar proshongsai........ sotti kotha bolte apnara aratrika ke khub sundor bhabe present korechen apnara sotti sundor....
অলঙ্কার, ভূষণ আর ভাবনায় কলকাতার কাঠখোদাই চিত্র কিংবা Bengal School of artএর ছায়া পাচ্ছি। দারুণ লাগল ব্যাপারটা। ঐতিহ্যের কথা মাথায় রাখা সবসময়ই প্রশংসনীয়।
Ami ekta classic dekhlam, khub emotional holam. Puro team member ke sadhubad janai... Onek chortiro nije nijer jaygay osadharon, kintu maa(Durga) er choritro jini korechhen uni sera, Khali onake mukher dikei takiye roilam. Eta ekta milestone hoye thakuk, ei kajtir sathe jorito onek manush amar porichito. Tader buk bhora bhalobasa. Amar Sera legechhe jokhon maa bollen mahisasur ke " cheye dekh tor jonmodatri jononi mrityu roope tor samne dariye" Etai holo porashonar fol. Very fruitful, insightful, aesthetic, classic production. Eta dekhe sekha uchit oneker. Amr boktobbo ami likhe sesh korte parbona kintu thamlam ebar...😅❤
সত্যি খুব ভালো লাগলো। ভুবনেশ্বরীর বচন- সর্বং খল্বিদং মেব নান্যদস্তি সনাতনঃ। এর ব্যাখ্যা খুব ভালো লাগলো- যেখানে দেবীকে কল্পনা করা হয় সেখানে যেমন তিনি থাকেন, আবার যেখানে কল্পনা করা হয় না সেখানেও তিনিই থাকেন।। সত্যি বলতে দুর্গার থেকেও আরত্রিকাকে দিদিকে ভুবনেশ্বরী চরিত্রে বেশি ভালো লেগেছে। Thank you Arpan Sen আমার মাকে দেখানোর জন্য। Thank you Aratrika Maity আমার মা ভুবনেশ্বরী কে এতো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।
Aro ekbar deklam ,, Biswas karun anek bochorer hariye jawa mahalayar je feel ta anubhab kortam ajke ei somoye ei program ta dekhe sei feel tai pacchi । Telly durga aro amn anek kaj karuk , pashe achi ❤❤
Aj je koto bochor por mahalayar moto mahalaya daklam jani na😊😊😊😊.....telly durga team ke onek onek dhonyobad ato opurbho akti mahalaya uposthapona korar jonno❤❤❤❤❤❤
Ma durga ke khub maniyeche jekhane zee bangla star jolsar mohaloyate. Make. South indian dress porieche sekhane teledurgay. Mayer atpoure sarre elokesi chul halka goyna sobmilie amader. Make bangali ghorer meye hisabe tule dhora hoyeche aratrikae prokito maa durgai lagche 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
প্রতিটি দৃশ্য এবং সঙ্গীত একসাথে মিলে বাঙালি সংস্কৃতির গভীরতা এবং পবিত্রতাকে অসামান্যভাবে তুলে ধরেছে। সত্যিই হৃদয়স্পর্শী ও মনোমুগ্ধকর❤❤
এত দিনে মন ভরার মতো মহালয়া দেখলাম ... যেমন গান গুলো তেমনি প্রতি দেব দেবীর সাজ সব মিলিয়ে নিজের মায়ের রূপ খুঁজে পেলাম এত দিনে সবার থেকে আলাদা .... জয় দুর্গা ❤
অসাধারণ সুন্দর একটা মহালয়া উপভোগ করলাম। যেটা সব মহালয়া থেকে আলাদা। জয় মা মহিষাসুরমর্দিনী। 👃🌺🙏💐🕉🇧🇩🌸💮🏵️
আসলে একটি অপূর্ব মহালয়ার অনুষ্ঠান।এটি স্টার জলসা, জি বাংলা এর চেয়ে অনেক সুন্দর। আর মহামায়া অপূর্ব
এখনকার মহালয়ায় লাফালাফি, অতিরিক্ত সাজ,ভঙ্গিমা দেখে মহালয়া দেখার আর ইচ্ছে হয় না এখন, কিন্তু এই মহালয়া টা দেখে ভালোই লাগলো স্বল্প সময়ে অনেক ভাল উপস্থাপনা, মা দূর্গার সাজ ও ছিল পুরনো দিনের প্রতিছবি। খুব ভালো লাগলো, মহালয়ার দিন সকালেও এই মহালয়াটায় দেখব, সেরা 🙏
Vogobaner kuno kahini vogima hoi na
সম্পূর্ণ উপস্থাপনা এতটাই স্নিগ্ধ আর মনোমুগ্ধকর যে ভাষার প্রকাশ করা যাবে না। আর মা দুর্গা বললে চোখের সামনে যেরকম মূর্তি ভেসে ওঠে, আরাত্রিকাকে ঠিক সেরকমই লাগছিল। পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের পরিশ্রম সার্থক।
স্বল্প সময়ের অত্যন্ত পরিপাটি একটি অনুষ্ঠান ।প্রত্যেকটি শিল্পী অসাধারণ কাজ করেছেন। ভীষণ সুন্দর সাজানো একটি সংলাপ। দেখে অভিভূত❤
খুব সুন্দর।❤️🙏🌺 অনেক দিন পর আবার একটা অসাধারণ উপস্থাপনা দেখলাম।🥰 মা সীতাদেবীকে দেখে কেন জানি না বারবার মা সারদাদেবীর কথা মনে পড়ছিল। আসলে সব মা-ই তো এক।🙏
বহু দিন পর এমন এক আগমনী অনুষ্ঠান দেখে মন ভরে গেল। ঠিক যে ভাবে আমরা মা কে দেখে এসেছি, চিনে এসেছি, তেমনই রূপ সজ্জা, মেকআপের আধিক্য নেই, উদ্ভট নাচের দাপট নেই, স্নিগ্ধ, শান্ত,সৌম্য একটা পরিবেশনা। দুচোখ যেন স্বস্তি পেল বহুদিন পর এমন এক দূর্গা দর্শনে। শুধু আবহ সঙ্গীতে সেতারের আওয়াজ একটু কানে ঠেকলো। বাদ বাকি নিপুণ ভাবে বাঙালীর ভাবাবেগ কে সম্মান জানিয়ে সুষ্ঠ পরিবেশনা। অনেক অনেক অভিনন্দন সম্পূর্ণ টিম কে। অসাধারণ পরিবেশন।❤❤❤
অসাধারণ,,, আটপৌরে সাজে মহামায়া পার্বতী,,, দুর্গতিনাশিনী দূর্গা,,,,কি অপূর্ব
এখানে দুর্গা কে দুর্গার মত করেই দেখানো হয়েছে। দারুন একটা সাবেকি ভাব আছে total concept টা তে । এককথায় দারুন । সেই পুরোনো দিনের মহালয়ার আভাস পেলাম❤
Correct
নতুন প্রজন্মের অপূর্ব একটি উপস্থাপনা। নিরন্তর শুভেচ্ছা রইলো। মহামায়া অনেক মানুষের কাছে পৌঁছে যাক।
Khub khub sundor mahalaya dekhlam ❤ Sotti protek ti jinis bhalo kore dekhe khub bhalo laglo❤❤❤❤❤
অনেক বছর হলো মহালয়ার অনুষ্ঠান বলতে শুধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীই বুঝি। মহালয়ার অনুষ্ঠান "দেখা" ছেড়ে দিয়েছি কর্মকর্তাদের রুচিবোধের ভয়ঙ্কর পরিণতি দেখে। কদিন আগে Telly Durga Production এর এই অনুষ্ঠানটি দেখে অসম্ভব ভালো লাগলো। দেবী দুর্গার এত ভালো selection, তাঁর expression, apperance, screen presence সত্যি প্রশংসাযোগ্য। সব চরিত্রগুলোর পোশাক - আশাক, সাজসজ্জা, অলংকার সব মিলিয়ে বাংলার হারিয়ে যাওয়া নিজস্বতা কে যেনো ফিরিয়ে আনা। কোথাও extreme VFX এর কারুকার্য নান্দনিকতা কে ছাপিয়ে যায়নি, কোনো চরিত্রকে গয়নার দোকান মনে হয়নি, কাউকে অপ্রয়োজনীয় ভাবে muscular শরীর দেখিয়ে view বাড়াতে চেষ্টা করতে দেখা যায়নি, কোনো চরিত্রকে অকারণ নাচতে দেখা যায়নি, এত ভালো কিছু একসাথে থাকলে রুচিসম্মত মানুষ ভালো বলবেই। আরো কয়েকটা বিষয় যা নজর কেড়েছিল, ভগবান শ্রীরাম চন্দ্রের গায়ের রং, নারায়ন আর মহাদেব এর সৌন্দর্যের বৈচিত্র্য, দেবী দুর্গার পরিমিত expression...দেবী দুর্গার রুদ্রমূর্তি দেখাতে গিয়ে বেশিরভাগ অনুষ্ঠানই overacting কে প্রাধান্য দিয়ে ফেলে যার জন্য ultimately ওনার appearance টা সং এর মত হয়ে যায়, এই অনুষ্ঠান দেখলাম তার সম্পূর্ন ব্যতিক্রম। মানুষ যে শুধুমাত্র VFX er কাজ, পাহাড় প্রমাণ গয়না, বেঢপ সিং ওয়ালা বা gym করা মহিষাসুর, অথবা অকারণ নাচ দেখার জন্য মহালয়ার অনুষ্ঠান দেখে না এই অনুষ্ঠানের জনপ্রিয়তাই তার প্রমাণ। পুরো team কে আমার আন্তরিক অভিনন্দন জানালাম এত ভালো একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আশা করি আরও এরকম কাজ দেখতে পাবো। সংযুক্তা ব্যানার্জী ম্যাডাম এর পর এটাই আমার দেখা সেরা মহালয়ার অনুষ্ঠান। 🌸
আপনার কথায় আমিও সহমত পোষণ করছি। নমস্কার। 👃🌺🙏জয় শ্রী রাম। 👍👃🌺🙏🕉️💮🌸🏵️
মহালয়ার প্রোগ্রাম নিয়ে কোনো প্রশ্নই নেই ,
নিঃশঙ্কচে এই প্রোগ্রাম টি best,সত্যি টেলি দূর্গা অনেক কঠিন পরিশ্রম রহেছে,অনেক শাস্ত্রীয় ব্যাখা, শাস্ত্রীয় গীত,নৃত্য এসবে পরিপূর্ণ,,bt কোথাও এক জায়গায় গিয়ে বাঙালিদের ঘরের উমা র essence তা যেন সত্যি missing , মহালয়া দেবীর,ওই ছোট্ট একটা-দুটো সিনে পর্বত কন্যা কে দেখালো,সেই বাঙালির ঘরের পার্বতী আর মহিষাসুরমর্দিনী যে এক সেই ভার টা নেই,
Bt overall it was a very excellent program,just speechless 💖
খুব সুন্দর দেবীপক্ষের সুচনা হয়েছে। নতুন প্রজন্মর এই উপস্থাপনা হৃদয় স্পর্শ করে।
সৌম্য স্নিগ্ধা মহামায়া 😍 ❤
সুন্দর উপস্থাপনা❤
অনেকদিন পর একটা মহালয়ার উপস্থাপনা দেখলাম যেটা এত ভালো লাগল। অপূর্ব লেগেছে আরাত্রিকা মাইতির অভিনয়, expression। খুব সুন্দর একটা production। খুবই রুচি সম্মত। make up, costume design এ একটা রুচি আর অভিজাত্যের ছাপ। সকলের অভিনয় খুব ভালো।
আজকাল মহালয়ার নামে বিভিন্ন tv চ্যানেল গুলো যে কদাকার make up ওয়ালা অসুর এর লম্প ঝম্প দেখায় তার বিপ্রতীপে এরকম একটা উপস্থাপনা মনে দাগ কেটে যায়।
আবহ সঙ্গীত আর গান গুলি উপরি পাওনা। খুব মানিয়েছে সব মিলে।
অনেক বছর পর এমন সনাতনী মহালয়া উপস্থাপনা দেখলাম ,,,,,, ভীষন সুন্দর লাগলো ,,,,, আর দুর্গার রূপ নিয়ে বেশি কিছু বলতে হবেনা সেটা এককথায় অনবদ্য ❤।
অসম্ভব সুন্দর উপস্থাপনা ।
উপস্থাপনাটি কযেক মিনিটের মধ্যে যে কারোর মন জয় করে নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ।
সংস্কৃত ঙ্গেন, অনবদ্য অভিনয়, সাজসজ্জা ও সুন্দর পরিচালনায় মহালয়াটি অতুলনীয় ।
*শুভ মহালয়া*
আরাত্রিকা অনেক সুন্দর পাঠ করেছে
এত সুন্দর হবে পুরো অনুষ্ঠানটি আগে ভাবিনি❤
বেশ স্নিগ্ধ, অতিরঞ্জিত নয়, পরিপাটি, সুন্দর ❤
বহুদিন পর এমন সুন্দর মহালয়া দেখলাম। মন ভরে গেলো। আরাত্রিকা দিদির কথা আর কি বলবো দারুণ মানিয়েছে তাকে❤️❤️❤️
চক্ষু স্বার্থক হলো , সত্যি সময়ের হাত ধরে চলে আসা এতোদিনের মহালয়া, দেখতে আর ইচ্ছে করতো না , কিন্তু এই কয়েক মিনিট মহিষাসুরমর্দিনী দেখে মোনটা জুড়িয়ে গেলো ,এযদি আরো বেশি ক্ষনেরো হতো তবুও দেখতাম শেষ অব্দি, এক কথায় অসাধারণ Telly Durga production , ধন্যবাদ আপনাদের সকলকে এতো সুন্দর একটি উপস্থাপনা তুলে ধরার জন্য 🙏
খুব খুব খুব খুব খুবই ভালো। মহালয়ায় নজরুল সংগীতের ব্যবহার আগে দেখিনি। খুব ভালো লাগলো। সকলেই প্রশংসা করছে। আলাদা করে আর কি বলব। শুধু একটা কথা বলেই এই অনন্য সাধারণ উপস্থাপনাকে সম্মান জানাচ্ছি - ❝ জয় মহিষাসুরমর্দিনী ❞ 😌🙏❤️
Khub khub sundor ♥️❤akta আলাদাই santi potttek ta choritro vlo sobai darun kaj koreche 🎉 proud of your team 🎉❤
দেবী ভুবনেশ্বরী'র জগত সৃষ্টি থেকে শুরু করে রামের অকাল বোধন ও মহিষাসুরমর্দিনী সবটাই দারুন ।। 🙏🏻🏵️
চরিত্রায়ণ থেকে শুরু করে সাজসজ্জা ও বাকী সবকিছুতে বাঙালীয়ানা রন্ধ্রে রন্ধ্রে পরিপূর্ণ ছিল। অসাধারণ একটি কাজ। মুহুর্তে মুহুর্তে শিহরণ জেগেছে ও চোখ অশ্রুসিক্ত হয়েছে। সবাইকে অভিনন্দন ও শুভকামনা।
অভূতপূর্ব হয়েছে। এত সুন্দর উপস্থাপনার জন্য আপনাদের সকলকে প্রাণ থেকে সাধুবাদ জানাই।
Khub sundor mahalaya hoeche .....aratrika di ke to ato sundor lagche ki bolbo ....song , dance , casting , presentation , VFX , songlap , story ...sob dik diye sera hoeche ......thanku ato sundor akta mahalaya uphohar dewar jonno. .....❤❤❤😊
Khub sundor uposthapona, onyanno TV channel gulor moton ojajito nach gaan diye onusthanti boro kora hyni
Maa er saaj sojja teo aitijyar chhap royeche bkider moton artificial modern durgao dakhano hyni
Ek kothaye oshadharon❤
অপূর্ব অনবদ্য
অনেকদিন পর এত সুন্দর একটা ব্যতিক্রমী মহালয়া দেখলাম ❤️
Mamoni basu❤❤
অনেক দিন পর একটা অত্যন্ত অসাধারণ এবং যথাযুক্ত মহালয়া দেখলাম । Aesthetic ❤️❤️❤️
সত্যি মনে হচ্ছে পূজো এসে গেছে ।
মায়ের চরিত্রায়ণ পুরো 💯🪷 অনেক দিন পর যেন আবার পর্দায় জ্যান্ত দুর্গা দেখলাম। শ্রীরাম, মহাদেব ও অন্য বেশ কিছু চরিত্রায়ণও সুন্দর হয়েছে। কিছু দৃশ্য সত্যি খুবই aesthetic হয়েছে। Looks and makeup loud না, একদম যেরম হওয়া উচিৎ। সামনে বছরগুলোতেও আশায় থাকবো। মায়ের আগমনে অশুভ বিনাশ হোক, শুভ শক্তি সুদৃঢ় হোক, এই প্রার্থনা।
এক কথায় অসাধারণ বলার ভাষা হারিয়ে ফেলেছি এক কথায় just wow জাগ্রত হও মা গো এবার ত্রিশূল তুমি ধরো জেগে উঠে মা গো এবার পাপের বিনাশ করো❤❤❤❤
এই বছরের সব থেকে সুন্দর মহালয়া দেখলাম ❤
আর আরাত্রিকা দির তো কোনো জবাব নেই অসাধারণ অভিনয় করেন ❤
উপস্থাপনাটি খুব ভালো হয়েছে। অনেকদিন পর একটি সুন্দর গীতিনাট্য দেখলাম।
Sotti bolte eta dekhar por r kono mahalaya dekhar icha nai
Khub sundor uposthapona❤❤❤
Apurbo... Aratrika di sera koreche... dialogue delivery aar expression ki darun aratrika dir.. Echara nabapatrika snan, katyayani r abirbhab katyayan er ashram e, brahma r akal bodhon bani aar mahisasur bodh mon kereche... khoob sundor uposthapona... And Aratrika di ebar amar fav Durga r list eo elo... Thank you TD for this wonderful gift ♥️
প্রতিটি রূপ অত্যন্ত সুন্দর ফুটে উঠেছে, উপস্থাপনা অত্যন্ত সুন্দর 👍💯
অনেক সুন্দর পরিবেশনা।আরাত্রিকার অভিনয়,সাজ,সাবেকী পোশাক অভূতপূর্ব। ❤❤
এক কথায় অনবদ্য একটি উপস্থাপনা। প্রত্যেকের অভিনয় অসাধারণ।
সকলকে আগত দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জানি এ বছরের পুজোর একটু অন্যরকম আমাদের সকল মানুষের কাছে দেবীর কাছে প্রার্থনা করি যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে উজ্জ্বল প্রভাতের মত আলোকিত হয়ে উঠুক সমগ্র ধরা
🪷🪷।। সব শুভ হোক ।।🪷🪷
Prothom scene ei chokhe jol.
Excellent vfx
Excellent costume
Excellent makeup
Excellent jewellery
❤❤❤❤❤❤❤
অপূর্ব বললেও কম বলা হবে, স্নানের সিন থেকে দেবীর আরতি, শেষে সীতা রূপে রাবণবধের দৃশ্যায়ন থেকে, সর্বপ্রথমে ভুবনেশ্বরীর সৃষ্টিলীলা, এবং অবশ্যই মহিষাসুরমর্দিনীর যুদ্ধ সত্যি দুর্দান্ত.....আগামীদিনেও আরও এইরকম কাজ দেখার অপেক্ষায় রইলাম.......অনেক শুভকামনা ও ভালোবাসা❤️❤️
এত সুন্দর উপস্থাপনা❤❤, চোখে জল চলে এলো, খুব সুন্দর একটি কাজ ❤🙏🙏🙏🙏
Sotti comment na kore thakte parlam na ei uposthapona dakhe........oshadharon onnoboddho sobdo gulo kom porbe ei uposthsponar proshongsai........ sotti kotha bolte apnara aratrika ke khub sundor bhabe present korechen apnara sotti sundor....
বাপরে, বড়ো বড়ো চ্যানেল কে হার মানাবে.... mindblowing presentation ❤🙏
অলঙ্কার, ভূষণ আর ভাবনায় কলকাতার কাঠখোদাই চিত্র কিংবা Bengal School of artএর ছায়া পাচ্ছি। দারুণ লাগল ব্যাপারটা। ঐতিহ্যের কথা মাথায় রাখা সবসময়ই প্রশংসনীয়।
কি ভাষায় বলি বুঝতে পারছি না
এক কথায় অসাধারণ
খুব সুন্দর শৃঙ্গার অভিনয় ও সঙ্গীত ❤️🌺
Just অসাধারণ অপূর্ব সুন্দর খুব ভালো লাগলো খুব সুন্দর উপস্থাপনা ❤️🙏🏻🙏🏻
Khub valo legeche, gangulir nirbachon osadharan, posak khubi sundor, ovinoyo kharap noy...golpo bolar dhorono khubi valo 🙏🙏🙏🥰🥰👌👌👌
Ato bochor por ei mohaloya dekhe dehe sihoron ar chokhe jol elo ..vasay prokash korte parbona je kotota valo hyeche ..❤
সত্যিই TV Channel এর মহালয়া গুলিতে সেই feeling আসে না, যেটা এই মহালয়া দেখে হলো, সত্যিই অনবদ্য ❤❤
অপূর্ব! মনোমুগ্ধকর! 💞🥀❤️
অভাবনীয় উপস্থাপনা সত্যিই ভাষাহীন হয়ে পড়তে হয় অপূর্ব অনবদ্য যাই বলি কম হবে,
দুর্গা দুর্গা...❤
Ami ekta classic dekhlam, khub emotional holam. Puro team member ke sadhubad janai...
Onek chortiro nije nijer jaygay osadharon, kintu maa(Durga) er choritro jini korechhen uni sera, Khali onake mukher dikei takiye roilam. Eta ekta milestone hoye thakuk, ei kajtir sathe jorito onek manush amar porichito. Tader buk bhora bhalobasa.
Amar Sera legechhe jokhon maa bollen mahisasur ke " cheye dekh tor jonmodatri jononi mrityu roope tor samne dariye"
Etai holo porashonar fol. Very fruitful, insightful, aesthetic, classic production.
Eta dekhe sekha uchit oneker.
Amr boktobbo ami likhe sesh korte parbona kintu thamlam ebar...😅❤
Onek dhonnobad ❤
Excellent ❤❤❤ অভিযোগ খারাপ লাগার কোনো জায়গাই নেই। যেমন আরাত্রিকার পাঠ তেমন বাকি সবাই উফফ কোনো কথা হবে না। ❤❤❤❤
সত্যি খুব ভালো লাগলো।
ভুবনেশ্বরীর বচন-
সর্বং খল্বিদং মেব নান্যদস্তি সনাতনঃ।
এর ব্যাখ্যা খুব ভালো লাগলো- যেখানে দেবীকে কল্পনা করা হয় সেখানে যেমন তিনি থাকেন, আবার যেখানে কল্পনা করা হয় না সেখানেও তিনিই থাকেন।।
সত্যি বলতে দুর্গার থেকেও আরত্রিকাকে দিদিকে ভুবনেশ্বরী চরিত্রে বেশি ভালো লেগেছে।
Thank you Arpan Sen আমার মাকে দেখানোর জন্য।
Thank you Aratrika Maity আমার মা ভুবনেশ্বরী কে এতো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।
খুব সুন্দর উপস্থাপনা। শিল্পী তোমাদের গান অপূর্ব হয়েছে।
অসাধারণ ,, এক অন্যতম । মোন ছুয়ে গেলো দেখে ।। খুব সুন্দর❤️❤️
সত্যি মন ভোরে গেলো, ❤️☺️🙏ভীষণ সুন্দর উপস্থাপন।
বহুদিন পর একটা সুন্দর উপস্থাপনা দেখলাম, প্রতিটা মূহুর্ত খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে l
দারুন দারুন, অসম্ভব সুন্দর, মন প্রাণ ভরে গেল 🥹🪔🪷
Khub sundor ekti uposthapona. Telly durga ke onek onek dhonnyobad eto sundor ekti presentation er jonno. R gaan gulo to oshadharon hoyeche. ❤❤❤
Khub sundar hoyeche ..... Oshadharon.... Onk din por erokom mahalaya dekhlam....
অসাধারণ সুন্দর। ❤❤❤❤❤❤ মন খুশি হয়ে গেল। জয় ❤❤❤মা
Just osadharon, serar sera hoyeache , ❤
Aro ekbar deklam ,,
Biswas karun anek bochorer hariye jawa mahalayar je feel ta anubhab kortam ajke ei somoye ei program ta dekhe sei feel tai pacchi ।
Telly durga aro amn anek kaj karuk , pashe achi ❤❤
মন শীতল হলো❤🙏🌺
এই প্রথম খুব সুন্দর দেবীপক্ষের সুচনা হ
য়েছে।।
যা আগে কখনও হয়নি
নমস্তে ভুবনেশানি নমস্তে প্রণবাত্মকে | 🕉️
সর্ব বেদান্তসংসিদ্ধে নমো হ্রীংকারমূর্তয়ে || 🌺
Choto kora boli ak kothae asadharon, apurbo. Joy maa durga har har mohadev🌺🌺🌺🙏🙏🙏.
Ki Sundor lagche durga ta k❤❤❤ best Mahalaya❣️
Darun sundor mon bhore gelo
Aj je koto bochor por mahalayar moto mahalaya daklam jani na😊😊😊😊.....telly durga team ke onek onek dhonyobad ato opurbho akti mahalaya uposthapona korar jonno❤❤❤❤❤❤
খুব সুন্দর হয়েছে। মন থেকে ভক্তি আসে এমন মহালয়া দেখে।
Khub sundor 🙏 Bohu bochor por valo Mahalaya dekhte pelam
অত্যন্ত মনমুগ্ধকর উপস্থাপনা।
সাধুবাদ ও অভিনন্দন রইল।
Believe me , eta sob theke amar best legeche ! Idk zee star ora ki korbe kintu telly Durgar ei uposthapona best chilo ❤ aratrika ke khub maniyeche ❤
মনমুগ্ধকর একটা আগমনী অনুষ্ঠান🥰 এত সুন্দর একটা অনুষ্ঠান এর ছোট্ট একটা অংশ হতে পেরে সত্যি আমি ধন্য 🙏🙏 নিঃসন্দেহে বলা যায় বছরের সেরা মহালয়া ❤
Sei chotoblar mahalaya r amej❤❤❤❤❤, ki opurbo kii sundor 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Ei mahalaya tai best ❤️❤️👍👍👍
ভীষন ভীষন সুন্দর সবটা❤
মৌমিতা বনিক বনু তোকেও দারুন লাগছে ❤
দেবী দুর্গা মহিষাসুরের এত সুন্দর ভয়ংকর যুদ্ধ লড়াই আমি প্রথম দেখলাম
Bes vlo laglo ...ktha dicchi tomar Durga Prapti hobe ... Mayer charone theko 🙏
Ma durga ke khub maniyeche jekhane zee bangla star jolsar mohaloyate. Make. South indian dress porieche sekhane teledurgay. Mayer atpoure sarre elokesi chul halka goyna sobmilie amader. Make bangali ghorer meye hisabe tule dhora hoyeche aratrikae prokito maa durgai lagche 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤
No sauth no east it is sanatan indian culture respect
You are right😊😊😊😊😊@@ajaypaul9235
Ektuo manayni
@@DishaKhan-vt5ts কেন রে সালী
@@ajaypaul9235😂😂😂😂😂
অপেক্ষায় ছিলাম❤
অনেক দিন পর এত সুন্দর একটি উপস্থাপনা দেখলাম ❤
খুব সুন্দর ❤
Khub khub khub khub sundor hoyeche ❤
Sob kichu akdom perfect ❤
Ar durgar kotha rki bolbo ❤
রাই দি কে মায়ের রূপে দারুন লাগছে । এই প্রথম এত সুন্দর মহালয়া দেখলাম আমি ❤❤❤
Khub sundor hoyeche
Akdom purono mahalayar feel pelam
Khub bhalo laglo 😊
Khub sundor hoyeche ❤❤
It's really beautiful representation ✨✨✨✨ and far better than what we see on television nowadays.....🦋🦋🦋🦋
জি বাংলা , স্টার জলসা থেকে অনেক ভালো❤❤❤
হুম একদম ঠিক বলেছেন❤
Sotti
খুব সুন্দর ❤ জয় মা দুর্গা ❤
Asadharon. Chokher santi 💕💕💕💕🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Bhishon valo laglo ❤ ekdm jotota dekhanor thik tototai r ekdm sada Mata ❤ khub khub khub valo laglo ❤
অনেক সুন্দর। প্রতিবারই আমি এই অনুষ্ঠানটা দেখার জন্য বসে থাকি।
Khub khub sundor hoyeshe ❤❤❤❤ voice artist der kaj khub khub vlo lege6e ❤
Khub sundor
Jai Maa Durga 🙏❤