আসলে এটা আমাদের আদিবাসী গারো সম্প্রদায়ের এলাকা। গারোরা গারো পরিচয়ে স্বস্তিবোধ করে না। মান্দি মানে মানুষ, তাই গারো আদিবাসী লোকজন মান্দি অর্থাৎ মানুষ পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করেন। গাবরাখালী থেকে গাজিিরভিটা গ্রামে ভাষা শহীদ জব্বারের বাড়ি দেখে আসতে পারতেন। সূর্যপুরের রাবার ড্যাম। বর্ডার সাইড দ্রুত পানি নেমে গেছে, পাহাড়ি ঢলে বিপর্যস্ত হালুয়াঘাটের দক্ষিণ অঞ্চল।
@@MrTraveller360হালুয়াঘাট ইউনিয়নের ইতিহাস ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় প্রাচীন জনপদ হুলিয়ারা গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অন্যদিকে ময়মনসিংহের প্রাচীন ইতিহাসে পাওয়া যায় ‘‘দর্শা'' নামক স্থানটির কথা। যেখানে সম্রাট আকবরের সময় একটি কানুনগো-র কার্যালয় স্থাপিত হয়। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে শেরপুর পরগনার অর্ন্তভূক্ত থাকাকালে ‘দর্শা' নদী পরাস্থ এ অঞ্চলটি দশসনা বন্দোবস্ত নেয় খাঁউপাধিধারী তিন সহোদর। পূর্ববঙ্গের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৬৬১-১৬৬২খ্রিষ্টাব্দেএ অঞ্চলে কোচদের একটি ছোট রাজ্য গড়ে উঠে যার রাজধানী স্থাপিত হয় দর্শা নদীর দ্বারা তিনদিকে বেষ্টিত কোন এক স্থানে। অন্যদিকে ময়মনসিংহ গীতিকায় যেহুলিয়ারা (হুলিয়া) গ্রামের সন্ধান মিলে তার সময়কাল অনুমান ৩০০-৪০০ বছর পূর্বের। হুলিয়ারার পার্শ্ববর্তী জঙ্গলে কেশর রায়ের রাজবাড়ির উল্লেখ পাওয়া যায়। ধারণা করা হয় কোচ রাজা বা কেশর রায় কর্তৃক প্রতিষ্ঠিত রাজবাড়িটিই বর্তমানে কাছাড় খাঁ নামে পরিচিত, যা দর্শা নদী দিয়ে তিন দিক থেকে বেষ্টিত।সার্বিক বিবেচনায় সময়টি১৬৫০-১৭০০খ্রিষ্টাব্দের মধ্যবর্তী কোন এক সময়। তখন দর্শা নদীর ঘাট হয়ে নৌ পথে হালুয়াঘাট এর সকলব্যবসা-বাণিজ্য পরিচালিত হতো। হতে পারে হাল চাষীরা নানা কাজে এ ঘাট ব্যবহার করত বলেই এর নাম হালুয়াঘাট অর্থাৎ হালুয়া (চাষী)দের ঘাট হিসাবে প্রসিদ্ধি লাভ করে অথবা এ ঘাটটি হালুয়া নামক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলেই এরনাম ‘হালুয়াঘাট'। এমনি ভাবেই সময়ের স্রোত বেয়ে জন্ম লাভ করে আজকের আধুনিক হালুয়াঘাট। (নেট থেকে নেওয়া) আরও জনশ্রুতি আছে যে, আগে যেহেতু সড়ক যোগাযোগ খুবই বেহাল দশা ছিল। আমি নিজেই ছোট বেলায় হালুয়াঘাট থেকে ময়মনসিংহ সদরে আসতে প্রায় সারাদিন লাগতো, মুড়ির টিন বা কাঠ বডির বাস, ইট সলিং রাস্তা, ৩ টা ফেরী, (শশার পাড় (ভুগাই নদী), ফুলপুর, শম্ভুগন্জ হয়ে ব্রম্মপুত্র পাড়ি দিয়ে সদরে) পাড়ি দিয়ে ময়মনসিংহ সদরে। বর্তমান হালুয়াঘাট সদরের সাথেই দর্শা নদীর ঘাটে, ভাটি অঞ্চল থেকে ব্যবসায়ীরা নৌকা যোগে প্রচুর পণ্য নিয়ে আসতেন। তার মধ্যে মিষ্টি আলুর আধিক্য ছিল বা প্রাধান্য ছিল। দর্শার ঘাট আলুর ঘাট হিসাবেও পরিচিতি পায়। সেখান থেকেও মানুষের আঞ্চলিক ভাষার টানে, আলুর ঘাট থেকে হালুয়াঘাট হতে পারে বলে মনে করে থাকেন। যেমন, স্থানীয়রা হালুয়াঘাট কে এখনো উচ্চারণ করেন; "হাললো ঘাট"। এমনি হালুয়াঘাটের পশ্চিমে "বাঘাই তলা" বাজার, কিন্তু আঞ্চলিকতার টানে স্থানীয় লোকজন এটা উচ্চারণ করেন "বাহাইত তলা"।
Amader gram 🥰🥰🥰🥰🥰🥰❤️
অসাধারণ ভিউ
নরসিংদী জেলা বেলাব উপজেলা থেকে সাপোর্ট করি 🥰🥰
কৃতজ্ঞতা ভাইজান ❤️
গাড়োভিটা টা সেই অস্থির জায়গা
হুম কৃতজ্ঞতা ভাইজান 🖤
kishoreganj ar vedio chai khub taratari bhai
ইনশাআল্লাহ
Amar basa Haluaghat ❤️❤️Balwbasa obiram bai
কৃতজ্ঞতা ভাইজান 🖤
আমার এলাকা আশার জন্য ধন্যবাদ ❤❤
কৃতজ্ঞতা ভাইজান ❤️
অনেক সুন্দর ভিডিও
কৃতজ্ঞতা ভাইজান 🖤
Khub valo❤
কৃতজ্ঞতা ভাইজান 🖤
❤️🥰
কৃতজ্ঞতা ভাইজান ❤️
Love you brother 💖💖💖
Same to you 🖤
আমার গ্রাম _🫰😘😘😘
কৃতজ্ঞতা ভাইজান ❤️
❤❤❤❤❤
কৃতজ্ঞতা ভাইজান 🖤
8:53 প্রাণের হালুয়াঘাট কে আরো ভালোভাবে দেখার আশায় ছিলাম😢
হালুয়াঘাট কে তেমন ভাবে উপস্থাপন করতে পারেন নাই😢
abar asbo vi. আসলে দেখার কি আছে সেটা লোকাল রাও জানে না 🥲
❤
কৃতজ্ঞতা ভাইজান 🖤
ময়মনসিংহ গফরগাঁওয়ে আসার দাওয়াত রইলো
ইনশাআল্লাহ আবারও
ভাই ভালুকায় আসলে আমার বাড়িতে দাওয়াত রইলো
ভালকা থানার হবীরবাড়ির ইউনিয়ন সীডস্টোর বাজার, টেংরাপারা মোড়।
ইনশাআল্লাহ
আমার এলাকা
অনেক সুন্দর
ঢাকা জেলার ধামরাই উপজেলা রোয়াইল ইউনিয়নে অবশ্যই আসবেন
ইনশাআল্লাহ
আসলে এটা আমাদের আদিবাসী গারো সম্প্রদায়ের এলাকা। গারোরা গারো পরিচয়ে স্বস্তিবোধ করে না। মান্দি মানে মানুষ, তাই গারো আদিবাসী লোকজন মান্দি অর্থাৎ মানুষ পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করেন। গাবরাখালী থেকে গাজিিরভিটা গ্রামে ভাষা শহীদ জব্বারের বাড়ি দেখে আসতে পারতেন। সূর্যপুরের রাবার ড্যাম।
বর্ডার সাইড দ্রুত পানি নেমে গেছে, পাহাড়ি ঢলে বিপর্যস্ত হালুয়াঘাটের দক্ষিণ অঞ্চল।
ধন্যবাদ 🥰🥰🥰
@@MrTraveller360হালুয়াঘাট ইউনিয়নের ইতিহাস
ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় প্রাচীন জনপদ হুলিয়ারা গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অন্যদিকে ময়মনসিংহের প্রাচীন ইতিহাসে পাওয়া যায় ‘‘দর্শা'' নামক স্থানটির কথা। যেখানে সম্রাট আকবরের সময় একটি কানুনগো-র কার্যালয় স্থাপিত হয়। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে শেরপুর পরগনার অর্ন্তভূক্ত থাকাকালে ‘দর্শা' নদী পরাস্থ এ অঞ্চলটি দশসনা বন্দোবস্ত নেয় খাঁউপাধিধারী তিন সহোদর। পূর্ববঙ্গের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৬৬১-১৬৬২খ্রিষ্টাব্দেএ অঞ্চলে কোচদের একটি ছোট রাজ্য গড়ে উঠে যার রাজধানী স্থাপিত হয় দর্শা নদীর দ্বারা তিনদিকে বেষ্টিত কোন এক স্থানে। অন্যদিকে ময়মনসিংহ গীতিকায় যেহুলিয়ারা (হুলিয়া) গ্রামের সন্ধান মিলে তার সময়কাল অনুমান ৩০০-৪০০ বছর পূর্বের। হুলিয়ারার পার্শ্ববর্তী জঙ্গলে কেশর রায়ের রাজবাড়ির উল্লেখ পাওয়া যায়। ধারণা করা হয় কোচ রাজা বা কেশর রায় কর্তৃক প্রতিষ্ঠিত রাজবাড়িটিই বর্তমানে কাছাড় খাঁ নামে পরিচিত, যা দর্শা নদী দিয়ে তিন দিক থেকে বেষ্টিত।সার্বিক বিবেচনায় সময়টি১৬৫০-১৭০০খ্রিষ্টাব্দের মধ্যবর্তী কোন এক সময়। তখন দর্শা নদীর ঘাট হয়ে নৌ পথে হালুয়াঘাট এর সকলব্যবসা-বাণিজ্য পরিচালিত হতো। হতে পারে হাল চাষীরা নানা কাজে এ ঘাট ব্যবহার করত বলেই এর নাম হালুয়াঘাট অর্থাৎ হালুয়া (চাষী)দের ঘাট হিসাবে প্রসিদ্ধি লাভ করে অথবা এ ঘাটটি হালুয়া নামক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলেই এরনাম ‘হালুয়াঘাট'। এমনি ভাবেই সময়ের স্রোত বেয়ে জন্ম লাভ করে আজকের আধুনিক হালুয়াঘাট।
(নেট থেকে নেওয়া)
আরও জনশ্রুতি আছে যে, আগে যেহেতু সড়ক যোগাযোগ খুবই বেহাল দশা ছিল। আমি নিজেই ছোট বেলায় হালুয়াঘাট থেকে ময়মনসিংহ সদরে আসতে প্রায় সারাদিন লাগতো, মুড়ির টিন বা কাঠ বডির বাস, ইট সলিং রাস্তা, ৩ টা ফেরী, (শশার পাড় (ভুগাই নদী), ফুলপুর, শম্ভুগন্জ হয়ে ব্রম্মপুত্র পাড়ি দিয়ে সদরে) পাড়ি দিয়ে ময়মনসিংহ সদরে। বর্তমান হালুয়াঘাট সদরের সাথেই দর্শা নদীর ঘাটে, ভাটি অঞ্চল থেকে ব্যবসায়ীরা নৌকা যোগে প্রচুর পণ্য নিয়ে আসতেন। তার মধ্যে মিষ্টি আলুর আধিক্য ছিল বা প্রাধান্য ছিল। দর্শার ঘাট আলুর ঘাট হিসাবেও পরিচিতি পায়। সেখান থেকেও মানুষের আঞ্চলিক ভাষার টানে, আলুর ঘাট থেকে হালুয়াঘাট হতে পারে বলে মনে করে থাকেন।
যেমন, স্থানীয়রা হালুয়াঘাট কে এখনো উচ্চারণ করেন; "হাললো ঘাট"। এমনি হালুয়াঘাটের পশ্চিমে "বাঘাই তলা" বাজার, কিন্তু আঞ্চলিকতার টানে স্থানীয় লোকজন এটা উচ্চারণ করেন "বাহাইত তলা"।
ভাই সত্যি কথা বলবেন হালুয়াঘাট্ বর্ডার সাইড টা কেমন লাগলো ভিতরের তুলনায়_🫰🥰🥰🥰
অসাধারণ
Dhaka r video kobe pabo vai???
ইনশাআল্লাহ পাবেন
আমার বাড়ি এখানে
কৃতজ্ঞতা ভাইজান ❤️
টাংগাইলে আসবেন কবে🎉
ইনশাআল্লাহ জানাবো
ভাই আপনার জেলা কোথায়
খুলনা
❤❤❤
কৃতজ্ঞতা ভাইজান 🖤
❤❤
🖤🖤