Amar Jibaner Eto Khushi with lyrics | Hemanta Mukherjee | Dui Bhai | HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Enjoy the song ''Amar Jibaner Eto Khushi " with Bengali & English Lyrics sung by Hemanta Mukherjee from the movie Dui Bhai.
    Song Credits:
    Film Title: Dui Bhai
    Track Title: Amar Jibaner Eto Khushi
    Director: Sudhir Mukherjee
    Star Cast: Uttam Kumar, Biswajeet, Sabitri Chatterjee, Sulata Chowdhury, Tarun Kumar
    Artist: Hemanta Mukherjee
    Music Director: Hemanta Mukherjee
    Lyricist: Gauri Prasanna Mazumder
    Label :: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook :: / saregamabangla
    Twitter :: / saregamaglobal
    Google+ :: plus.google.co...

Комментарии • 301

  • @debabratadas4683
    @debabratadas4683 3 года назад +59

    নিজেকে খুঁজে পাই এই সব গানে, এত নরম সুর মনের সব বিষাদ শুষে নেয়।🙏 চিরন্তর হয়ে আছে এবং থাকবে।📻🎵

  • @nisankasekharsahoo3471
    @nisankasekharsahoo3471 4 года назад +63

    এ গান যেন কোন সুদুরে মনকে টেনে নিয়ে অত্যন্ত বেদনা বিধুর করে তোলে।জীবন কেবলই বেদনা ও অশ্রুজলে ভরা।হায়রে জীবন!

    • @mahanray7831
      @mahanray7831 3 года назад

      👍👍

    • @sangitabhattacharya8283
      @sangitabhattacharya8283 2 года назад

      সঠিক বলেছেন 🙏❤️

    • @rubayedtasu528
      @rubayedtasu528 2 года назад +1

      মানুষের জীবনটা বড়ই কঠিন। আর তার মনে কখন কি হয়❣️ সব সময় বোঝা যায় না।হায় বিচিত্র মানুষের মন।
      দুঃখ কষ্টকে উপভোগ করার একেবারে পারফেক্ট গান এইটি💔।হায়রে জীবন💔

    • @badalchowdhury2332
      @badalchowdhury2332 2 года назад

      )

    • @RealShopReview
      @RealShopReview 2 месяца назад

      kh k. ¡"ZssSthn

  • @Tanmoy_Rupam
    @Tanmoy_Rupam 3 года назад +56

    কতো সুন্দর দরদী কণ্ঠ,,, গান শুনলেই চোখ দিয়ে জল গড়িয়ে পরে

  • @infernogamerz9296
    @infernogamerz9296 3 года назад +51

    হেমন্তবাবুর সব গানই সেরা

  • @pradipghosh6144
    @pradipghosh6144 9 месяцев назад +6

    এতো বুক ভরা কান্না নিয়ে বেঁচে আছি শেষ নিঃশ্বাস নেওয়া অবধি।
    ঈশ্বরকে প্রণাম।

  • @ferdousybegum1134
    @ferdousybegum1134 3 года назад +34

    আমার জীবনের সব হাসি খুসি সব সেষ গান টা সুনলে আমার চোখের পানি থামে না। অতীডের সব মনে পরে যায়

  • @soumyajitghosh108
    @soumyajitghosh108 3 года назад +53

    আমি 2021 এ এই গান টা শুনলাম।
    সত্যি এই গানটি শুনে মন ভরে গেল
    এই গানের কোনো বিকল্প নেই।

  • @mdnasiruddin500
    @mdnasiruddin500 2 года назад +29

    চমৎকার মহান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো!! এগুলো আজও মানুষ প্রাণভরে উপভোগ করেন! আজও শোনেন।

  • @MdRony-gl2jr
    @MdRony-gl2jr 3 года назад +31

    কন্ঠের মাধুরি এতো বিমোহিত করে দেয় ❤️

  • @dhaneswarghosh8848
    @dhaneswarghosh8848 3 года назад +21

    এ গান গান নয় এ শুধু কান্না
    প্রণাম তোমায় গুরুদেব 🙏

  • @mominulhaque7528
    @mominulhaque7528 Год назад +8

    এই গানগুলি শুনলে মনে হয় যেন জীবন থেকে কি যেন হারিয়ে গেছে। সত্যিই অনেক কিছু হারিয়ে গেছে, সেগুলি আর কোনদিন ফিরে আসবেনা।

  • @pankajroychowdhury8104
    @pankajroychowdhury8104 Год назад +6

    অপূর্ব সুন্দর হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠস্বর, আজো ‌ভালোলাগে।

  • @ahasanulbari23
    @ahasanulbari23 11 месяцев назад +3

    ছুটোবেলায় এই গানটি শুনতাম ভাল লাগতো। কিন্তু গত বছরের ফেব্রুয়ারী থেকে এই গানের অর্থ খুঁজে পাই।
    আমার একমাত্র ছেলে যখন ৪.৫ বছর বয়সে ক্যান্সার ধরা পড়ে। একমাত্র সন্তানের ক্যান্সারের সাথে ১ বছর ৮ মাসের ফাইট করার সময়ই এই গানটি আমার জীবনের সাথে মিলে যায়। বাবা আমার গত অক্টোবর মাসের ৬ তারিখের আমাদের ছেড়ে পরপারে চলে গেছে। যেদিন বাবাসোনার ক্যান্সার ধরা পড়লো সেদিন থেকেই এই গানের অর্থ উপলব্ধি করি। আসলেই আমার জীবনের এতো হাসি এতো আনন্দ কোথায় গেলো? আমি এখনো যে কাঁদছি। একজন সন্তানহারা পিতাই জানে তার কি কষ্ট।
    যখনই একা থাকি, এই গান শুনি। কখন যে চুখে পানি আসে বুঝতে পারিনা।

  • @arpanbhattacharya5484
    @arpanbhattacharya5484 4 года назад +57

    কেন কোনো গান মানুষ সারা জীবন,প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মনে রাখবে,কেনো সেই গানের যুগকে স্বর্ণ যুগ বলব এর কোনো মৌখিক উত্তর আমার কাছে নেই,আছে শুধু এই গানগুলি।

  • @narendranathkundu4081
    @narendranathkundu4081 4 года назад +39

    এইরকম দরদী কণ্ঠ আর প্রাণ ভরা উপস্থাপনা l কোনো তুলনা নেই l

  • @apurbabag1110
    @apurbabag1110 2 года назад +21

    গান যখন জীবনের কাহিনী শোনায় 😌❤️

  • @Abs2320
    @Abs2320 3 года назад +39

    2020 এ কে কে শুনছেন এই গান টা।প্লিজ লাইক করবেন

  • @041milkaahonabiswas8
    @041milkaahonabiswas8 Год назад +8

    আমাদের জীবনে যা হারিয়ে গেছে তা আর ফিরে আসবে নাহ্.......
    প্রিয় শিল্পী,
    আপনার গান এক অমর সৃষ্টি, আপনার গান শুনলে মন ভাল হয়ে যায়। সারাদিন না খেয়ে, না ঘুমিয়ে আপনার গান শুনতে পারি। অদ্ভুত এক অনুভূতি হয় আপনার গানগুলো শুনলে। আপনি যদি এখনো বেঁচে থাকতেন, আমরা আরও নতুন কিছু গান শুনতে পারতাম। (আমার মা এর হয়ে লিখলাম কমেন্টটা)।

    • @AbdulSelim-o4w
      @AbdulSelim-o4w 8 месяцев назад

      তুমি অমন করে হাসো না গো আমি তো প্রেমে পড়ে যাব

    • @ANANDADHARAANM
      @ANANDADHARAANM 3 месяца назад

      Nice comment. Thanks...

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 3 года назад +177

    বুকের ভেতর যেন হারিয়ে ফেলার অনুভূতি কী যেন এক দিন ছিল আজ আর নেই।মন কেঁদে মরে--_-

    • @sanjaygoswami3777
      @sanjaygoswami3777 3 года назад +13

      Ei sob gaan sunle buk fete jaai.

    • @zahidulchowdhury3548
      @zahidulchowdhury3548 2 года назад +8

      এই গানটি হৃদয়ের অব্যক্ত বেদনার বহিঃপ্রকাশ ঘটায়

    • @sahanasiddique1706
      @sahanasiddique1706 2 года назад +5

      Ai buktar vator koto asa cilo koto valobasha cilo kicui je r puron holona sob kicui je aj srity hoea theke galo kano amon holo amon to hobar kotha cilona

    • @amitbag5968
      @amitbag5968 2 года назад +1

      Apni thik bolechen kaku

    • @swapandolai4958
      @swapandolai4958 2 года назад +1

      একদমই 👍

  • @deb_editx_
    @deb_editx_ 2 года назад +4

    এই গানটি খুব চমৎকার গান👍👍
    এ চমৎকারের তুলনা নেই 👍👍👍
    এইরকম গানগুলো আজীবন নতুন

  • @uttamsarkar9346
    @uttamsarkar9346 3 года назад +13

    আবার অনেক দিন পরে মনটা বেদনায় ভরে গেলো!!

  • @HOUOUIN.KYOUMA
    @HOUOUIN.KYOUMA 2 года назад +6

    অপূর্ব অপূর্ব। কখনো ভুলে যাওয়ার নয়।

  • @anupbera6000
    @anupbera6000 9 месяцев назад +1

    গানটি শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলি। স্মৃতির পাতা থেকে কিছু মনে করার চেষ্টা করি।আর গান টি যেন অনেক কথা বলে যায়। অদ্ভুত এক অনাবিল আনন্দ ও দুঃখের মিশ্রণ স্বর্গীয় সুখ অনুভব করতে সাহায্য করে। শিল্পী কে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম।

  • @abdulraihanmiah8398
    @abdulraihanmiah8398 4 года назад +143

    2020তে কেউ শুনে থাকলে প্লিজ লাইক করবে।👌👌👌

    • @kanubrahmachari7644
      @kanubrahmachari7644 3 года назад +4

      আমি রোজ রাতে শুনি এটা আমার নেশা

    • @muktimazumder5006
      @muktimazumder5006 3 года назад +2

      Amar Chirac dinner hashi khushir gan tks

    • @pompamondal2084
      @pompamondal2084 3 года назад +2

      Ami protidin suni,,, ami gan khub valobashi,,,❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @madhumitaghosh9701
      @madhumitaghosh9701 3 года назад +1

      Eta amr favourite song 🥰

    • @proproot
      @proproot 2 года назад +1

      2022

  • @tapasdhara5164
    @tapasdhara5164 10 месяцев назад +1

    মনের অব্যক্ত বেদনার কথা কী ভাবে যেনো লেখক আর শিল্পীর কণ্ঠে দিয়ে ফুটে উঠলো।

  • @IndrajitMishra-d8h
    @IndrajitMishra-d8h Год назад +5

    2023 কেউ শুনে থাকলে লাইক করবেন প্লিস 🙏🙏🙏

  • @shahinkhan50761
    @shahinkhan50761 Год назад +5

    আমার জীবনের পছন্দের সবগানের মধ্যে গানের রাজা এ গানটা💙💙

  • @iqbalmirpur1366
    @iqbalmirpur1366 Год назад +3

    ❤লাভ হেমন্তো দাদা কে গানটা আমার জীবনের সাথে মিলেছে আমি বারবার শুনি❤

  • @animeshbhar2573
    @animeshbhar2573 11 месяцев назад +1

    শরীরের প্রতিটি রক্ত বিন্দু তে প্রতি মুহূর্তে যেন কাঁটা বিঁধিয়ে দিয়ে যায়! উফ্! কি কন্ঠ কি দরদ!!!

  • @b.tarafdar1205
    @b.tarafdar1205 3 года назад +7

    ছোট্ট বেলা থেকে শুনে আসছি;এখন ৩৫ , এই সমস্ত সঙ্গীত চীরকালীন

  • @mdshafiqkhan2112
    @mdshafiqkhan2112 Год назад +4

    যখন কষ্টে থাকি এই গানগুলি আমার কষ্টের সাথী যেন হয় অমর শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় যেখানেই তুমি থাকো না কেন ভালো থেকো।

  • @prodoshsen
    @prodoshsen 2 месяца назад

    ওনার গলা ছিলো Golden Voice, অতুলনীয়

  • @mdsuvo5077
    @mdsuvo5077 2 года назад +4

    সত্যিই আমার জীবনের সব হাসি গান হারিয়ে গেছে কোথা থেক এক ঝর এসে সব এলো মেলো করেদিয়েছে।

    • @mdsuvo5077
      @mdsuvo5077 Год назад

      সত্যি আমার জীবন টা খুব হাসি মাখা জীবন ছিল কোথায় যে হারিয়ে গেলো সব হাসি আনন্দ আর কোনদিন ফিরে আসবে না।

  • @md.iqbal.9165
    @md.iqbal.9165 Год назад +4

    এই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে, মন আমার ভরে আছে স্মৃতিতে,,,,,,,,।সেই ১৯৮৬ সালের সোমাকে মনে পড়ে আজো।।

    • @zahidulchowdhury4785
      @zahidulchowdhury4785 Год назад

      আপনার স্মৃতির সাথে আমারো একই রকম স্মৃতির মিল খুঁজে পাই।আপনার মনে পড়ে ১৯৮৬ সালের আপনার সোমাকে আর আমার মনে পড়ে যায় ১৯৯৭ সালে চিরতরে হারিয়ে ফেলা সেই কাজল নয়না আমার শান্তাকে😢😢😢

  • @raienislam6566
    @raienislam6566 2 года назад +6

    কি আর বলব রে ভাই! দিনের অধিকাংশ সময়ই এই গান শুনি। জীবনের আশা ভালোবাসা সব শেষ হয়েগেছে। যাকে জীবনে চেয়েছিলাম সে ও অন্যের হয়ে গেছে। ভুল সবই ভুল।

  • @SamarNathDas
    @SamarNathDas 5 месяцев назад +1

    এতো সুন্দর লেখা, এতো সুন্দর গলা। অনবদ্য।

  • @srahman2145
    @srahman2145 2 года назад +5

    জানিনা কেনো চোখ দিয়ে অঝোরে পানি পড়ে!!!

  • @sumantakarmakar7886
    @sumantakarmakar7886 3 года назад +4

    Ki sur ki gaan ....জীবন কে অনুভব করলে বোঝা যায় কি গান গেয়ে গেছেন....

  • @nikhilchakraborty5914
    @nikhilchakraborty5914 3 года назад +6

    নতুন নতুন কত গান আসবে আগামীর দিনে কিন্তুএই গান গুলো স্মৃতিতে গেথে আছে ভাই,ম্ন্ভরে যায

  • @nisankasekharsahoo3471
    @nisankasekharsahoo3471 4 года назад +23

    ব্যর্থ জীবনের রুদ্ধ সংগীত।

  • @parthacreation4246
    @parthacreation4246 3 года назад +6

    Asadharon 😍😍

  • @Debopriyo3
    @Debopriyo3 4 года назад +42

    অনেক গান আসবে যাবে কিন্তু এই সব গান কোনো দিন পুরনো হবে না

    • @BiswajitMondal-yl2md
      @BiswajitMondal-yl2md 3 года назад +1

      100%

    • @alokekumarbakshi7126
      @alokekumarbakshi7126 3 года назад

      বারবার শুনেও আশ মেটে না। যুগ যুগ ধরে কান পেতে সবাই মুগ্ধ হয়ে শুধু শুনে যাবে।

  • @mukthizcreation
    @mukthizcreation 3 года назад +35

    দাদা মনে থাকবে তোমাকে আর তোমার গান। তুমি ৭২ সালে ঢাকায় এসে পল্টন ময়দানে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে খোলা ময়দানে বাংগালীদের শুনিয়েছিলে মাগো ভাবনা কেন, ভালো থেকো সেপারে।

    • @rohulamin3610
      @rohulamin3610 2 года назад +2

      এই গান গোলি আজও ভাল লাগে কারনটা কি আমি সেই ৪০ বছর আগে জখন ছোট ছিলাম তখন দেখছি আমার বড় ভাই এরা এই গান গোলি শোনত। দাদা কে জে ঔ পারে ভাল রাখে দোয়া রইল

    • @nilanjankar5241
      @nilanjankar5241 2 года назад +1

      আসলে এই গান এর কথা ও সুর আজও মানুষের মন কে ছুয়ে যায়।তখনকার দিনে গায়ক এবং গীতিকার প্রত্যেকই নিজেদের শিল্পসত্তার প্রতি Honest ছিলেন।আর এটাই কারন ছিলো গান গুলি মানুষের মনে আজও অমর হয়ে রয়েছে।

    • @tilakdas1166
      @tilakdas1166 2 года назад +1

      90 এর দশকে হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা হারিয়েছি - রয়ে গেছে তার অসংখ্য শ্রুতিমধুর গান।

    • @mukthizcreation
      @mukthizcreation 2 года назад +1

      @@tilakdas1166 সে দিন আর আসবেনা। হেমন্ত দা, মান্না দা, সতীনাথ, মানবেন্দ্র দা তারপরে ডঃ ভুপেন দাদা, তাদের অমর গানগুলোই বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছে। আমরা আজ ডিজে দিয়ে বাংলা আধুনিক গান তথা বাংলার আসল উচ্চাঙ্গ, রাগ প্রধান ও মিস্টি মধুর আধুনিক গানগুলোকে তাচ্ছিল্য করে হারিয়ে যাচ্ছি। এখন আর সে রকম সুধীন দাশ গুপ্ত, রবীন্দ্র নজরুল সলিল চৌধুরী হেমন্ত দা, মান্না দা'র মত করে কেউ গুরুত্ব দিয়ে রাগ ভিত্তিক গান সুর ও সঙ্গীত করার ক্ষেত্রে এগিয়ে আসেনা। ফলে, ক্রমাগত ভাবে বাংলা সঙ্গীত হয়ে উঠেছে পাশ্চাত্তের উগ্র মেজাজী ডিস্কো এবং ডিজে ভিত্তিক। প্রজন্মের ছেলে মেয়েরাও আর সেদিকে ফিরে যেতে চাইছে না। আমরা পূর্ব বাংলার মানুষ চেয়ে থাকি ওপারের আধুনিক গানের দিকে কিন্তু এখন আর কেউ সেই এস ডি বর্মণ, সলিল চৌধুরী, রবীন্দ্র জৈনের মত মান্না দের মত ভাল সুর করতে চাইছে না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ তিলক দাদা

    • @tilakdas1166
      @tilakdas1166 2 года назад +1

      @@mukthizcreation একদম সত্যি কথাই বলেছেন।

  • @quazi8956
    @quazi8956 3 года назад +2

    ekta 5 min er gaan kivabe ekta manusher pura life ta ke recall kore seta aii gaan ta na sunle kew bissah korbe na salute boss

  • @ashokeroy9366
    @ashokeroy9366 10 месяцев назад +1

    জীবনের শেষ বেলায় এই গান গুলো নতুন করে আমার মনে কান্নার ঢেউ আনছে ।

  • @akhildas3592
    @akhildas3592 3 года назад +4

    আমার জীবনের খুশী ও হাসি সব শেষ করে দিয়েছে আমার দুই ভাগনা।

  • @ashimkumardas2450
    @ashimkumardas2450 3 года назад +6

    আমার দুই ভাই গানটি প্রিয় গান কি সুন্দর এর ভাষা।

    • @bhuiyananditakhokan2957
      @bhuiyananditakhokan2957 2 года назад

      পুরোনো,দিনের গান গুলো শুনলে মনে হয়, নতুন করে আবার প্রাথমিক বিদ্যালয়ে ভতি্ হই।

  • @dipakkumarbakshi4505
    @dipakkumarbakshi4505 Год назад +3

    আবার একবার চোখে জল এসে গেলো😢

  • @siddikahmed7896
    @siddikahmed7896 Год назад +1

    এ গান শুনলে, আমার বুকের আবেগের মতো, আকাশ বাতাস বারি হয়ে ওঠে।

  • @srkontor8804
    @srkontor8804 3 года назад +3

    গান শুনলেই চোখ দিয়ে পানি চলে আসে😢 কারণ একদিন হয়তো আমার জীবনের সাথেও এমন ঘটবে 💔😭😭

  • @firozahmed5307
    @firozahmed5307 3 года назад +5

    Love this song ever and ever from Dhaka Bangladesh on 01.08.2021.

  • @ferdousybegum1134
    @ferdousybegum1134 3 года назад +9

    আমার জীবনের সাথে মিল আছে এই গান টা

  • @tusharkananandi417
    @tusharkananandi417 3 года назад +4

    মন ভরে গেল !!

  • @ajitrozario6031
    @ajitrozario6031 2 года назад +2

    হৃদয়টা যে মোর ক্ষতবিক্ষত হয়ে যায়
    -----

  • @joysun1116
    @joysun1116 2 года назад +1

    এ জনমে শত চেষ্টায় আর সেই দিনগুলো কনোদিন ফিরে পাবোনা। কতো সুন্দর ছিলো সেই দিনগুলো 😭

  • @laxmidey3613
    @laxmidey3613 3 года назад +2

    Asadharon bolar kichu nei

  • @rashedahsan4554
    @rashedahsan4554 3 года назад +9

    ভাষাহীন শ্রোতা আমি।

  • @akashsasmal2000
    @akashsasmal2000 6 лет назад +19

    This song is very emotional

  • @g.mukherjee1103
    @g.mukherjee1103 2 года назад +2

    এই চিরন্তন গানগুলিই আমার জীবনের খুশী।

  • @sujitpaul8488
    @sujitpaul8488 5 лет назад +11

    আমার সঙ্গে অনেক মিল আছে এই গানটি সুনে আবার ফিরে পেতে ইচ্ছা করে সেই বাল্য বালা দিন গুলো

  • @bimolsaha7403
    @bimolsaha7403 2 года назад +6

    আমার জীবনে এতো খুসি, এতো হাসি সত্যিই মানুষের
    জীবনে হাসি খুসি দিন গুলি সময়ের সাথে বদলে যায় ,
    ফিরে পাওয়া সেই দিন গুলো স্মৃতি হয়েই থেকে যায়।
    প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা রইলো।।।।।।।

  • @rupomsreelkolkata
    @rupomsreelkolkata 2 года назад +1

    আগামী একশো বছর এই গান প্রতি প্রেমিক শুনবে ❤️

  • @kanubrahmachari7644
    @kanubrahmachari7644 4 года назад +6

    Asadharan unar kono tulona hoy na ...pronam

  • @Indranil.Roy-z2p
    @Indranil.Roy-z2p 7 дней назад

    Old is Gold.Very Beautiful and Pathetic Bengali Song of Famous Male Bengali Singer Hemanta Mukherjee of Supperhit Romantic Bengali Movie Dui Bhai.

  • @malaykantibhattacharya5001
    @malaykantibhattacharya5001 2 месяца назад

    এই গান অনেকের জীবনের সাথে জড়িয়ে আছে ‌

  • @mrigankaroy1399
    @mrigankaroy1399 11 месяцев назад +1

    আমি এই গানটা শুনলে একটাই কথা ভাবি। সবার জীবনে সুখ প্রেম আনন্দ আসেনা। আমিও সেই হতভাগা যে ভালোবাসা কি পেলোনা

  • @KamalMukherjee-l1c
    @KamalMukherjee-l1c 9 месяцев назад

    মন ভারাক্রান্ত হয়ে যায় এই গান শুনে।

  • @dipankaradhikari1216
    @dipankaradhikari1216 Год назад +2

    এত বেদনা নিয়ে বাচা অসম্ভব

  • @shibsankarchakraborty4560
    @shibsankarchakraborty4560 Год назад +1

    Na pawar jantrana akhno ai gaaner madhyame bughte pari jug jug beche thako mausher antare

  • @swapankumarroy2329
    @swapankumarroy2329 Год назад +1

    এই পৃথিবী ধ্বংস হতে পারে ! কিন্ত এই গান কোন দিন মুছে যাবে না।ধন্যবাদ

  • @arzoo_singh
    @arzoo_singh 2 года назад +4

    Out of context ,but still makes sense .
    While I was listening to this song ,My all time favourite singer Hemanta sir.
    I got a reccomendation for Frank Sinatra ,killing me softly .
    Algoritham is getting smarter .

  • @badhonrahaman4680
    @badhonrahaman4680 2 года назад +9

    একটা সময় আমার সবই ছিল, আজ আমার কিছুই নেই। "মা" নেই, প্রেমিকা নেই,, আর আমিও আমার নেই। গানটি খুব ছুঁয়ে দেয় আমায়।

    • @swapandolai4958
      @swapandolai4958 Год назад +1

      আমার ও একই অবস্থা 😢

  • @sushilkumardas9636
    @sushilkumardas9636 2 года назад +2

    গান শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ।

  • @bimandas7970
    @bimandas7970 3 года назад +4

    অপূর্ব সঙ্গীত

  • @amaydas6279
    @amaydas6279 3 года назад +5

    তুলনা নেই

  • @amiyakantidas732
    @amiyakantidas732 3 года назад +4

    Unik ** Long live;;;; Hamenta Mukherjee *** Àmer priya -Silpi -Pran matano Gan *** A.KDas. Kakhono -vulbo-na !!😅🇬🇶🇬🇶

  • @sailendrakrde6278
    @sailendrakrde6278 3 года назад +7

    Hemant Kumar is the king of the king's in the music world.

  • @hrpresent2220
    @hrpresent2220 3 года назад +2

    মূহুর্তে নিজেকে অতীতে হাড়ানোর মত দরদ ভরা গান - এক কথায় অসাধারন -💚💚

  • @ekramul-zy4yb
    @ekramul-zy4yb 2 года назад +1

    বুকের ভিতর এত ব্যাথা-বেদনা এইগানে। বুক টা ফেটে যায়।

  • @SK.Sazid.boss.111
    @SK.Sazid.boss.111 Месяц назад

    আমার বাবা এই গান গুলো গাইতেন। তিনি নেই । কিন্তু এই গান গুলো শুনলেই মনে হয় আমার বাবা গাইছেন।

  • @amitmajumder4181
    @amitmajumder4181 2 года назад +2

    Osadharon

  • @bongtouristdiary
    @bongtouristdiary 5 лет назад +12

    এইসব গানের কখনো তুলনা হয় না...

  • @shibsankarchakraborty4560
    @shibsankarchakraborty4560 13 дней назад

    Ses bayase ai gaan niei bechhe achhi dhannabad hemanta babuke

  • @gourgopalbiswas874
    @gourgopalbiswas874 Год назад

    এমন জীবন্ত , প্রথম শব্দ শুনলেই পুরো গানটাই শোনা হয়ে যায় .... পুরোটার জন্য আর অপেক্ষা থাকে না , এমনিভাবে জীবনময় হয়ে গেছে !

  • @apuchandradas1935
    @apuchandradas1935 2 года назад +2

    মন কেঁদে মরে বারে বারে।

  • @pankajroychowdhury8104
    @pankajroychowdhury8104 Год назад

    অসাধারণ।
    গানটা একেবারে অন্তরে প্রবেশ করে গেল। ধন্যবাদ।

  • @parthasarathichakraborty9485
    @parthasarathichakraborty9485 2 года назад +2

    আমি 2022 তেও এই গানটা শুনেই চলেছি

  • @bhuiyananditakhokan2957
    @bhuiyananditakhokan2957 2 года назад +3

    অসম্বব সুন্দর।

  • @samardasgupta5177
    @samardasgupta5177 3 года назад +5

    really we lost all happiness after your departure from us

  • @SwarupChatterjee-tk8lj
    @SwarupChatterjee-tk8lj 2 месяца назад

    My favourite singer. He is now alive.

  • @nilaypathak3262
    @nilaypathak3262 3 года назад +5

    "কিংবদন্তি" বলাহয় এমনি এমনি নয়।

  • @basudebsarkar2091
    @basudebsarkar2091 3 года назад +10

    Hemanta ji was a great melody singer. His tune was so sweet which will be live from yeon to yeon.

  • @dr.shankarkumar5707
    @dr.shankarkumar5707 2 года назад

    কি বলবো। কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না।কোটি কোটি প্রণাম।

  • @paltusen5300
    @paltusen5300 2 года назад +1

    Asadharon atiter gaan bhulte parina

  • @dipankaradhikari1216
    @dipankaradhikari1216 Год назад +2

    অতীতের অনেক কথা মনে পড়ে যায়।

  • @sunilbaransaha5464
    @sunilbaransaha5464 2 года назад +4

    The violen is well maintained within the Bangla tune. Let me say thank you to late Hemanta Mukherjee.

  • @animadutta5488
    @animadutta5488 4 года назад +3

    Asadharon.thanks

  • @papiachakraborty3491
    @papiachakraborty3491 2 года назад +4

    My country should feel shame that we couldnot honour this legend bharat ratna. Very unfortunate

  • @sukantadey9618
    @sukantadey9618 3 года назад +4

    Ei gan o kichu manus pochondo kore na !!! Tara sotti gan bojhen to ??

  • @sabihaferdous9236
    @sabihaferdous9236 8 месяцев назад

    ২০২৪ সালে শুনছি।আমার স্যার প্রতিদিন গুন গুন করে গায় গানটি।সত্যি অসাধারণ ❤️