কাতারের নতুন ট্রাফিক আইন এবং জরিমানা ঘোষণা। (২৯ সেপ্টেম্বর ২০২২) কুয়েতের তাজা খবর

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • কাতারের নতুন ট্রাফিক আইন এবং জরিমানা ঘোষণা। (২৯ সেপ্টেম্বর ২০২২) কুয়েতের তাজা খবর
    কাতার প্রতিদিনের শীর্ষ সংবাদগুলো জানতে আমাদের চ্যানেলটি SUBSCRIBE করুন ।
    কাতারে নতুন ধরণের ট্রাফিক নিয়ম কার্যকর হতে যাচ্ছে। এই নিয়ম অমান্য করলে চালকদেরকে জরিমানা করা হবে।২ অক্টোবর রবিবার থেকে এই নিয়ম ও জরিমানা কার্যকর করা হবে।কাতার ট্রাফিক পুলিশ জানিয়েছে, কাতারে এ-রিং রোডে বাস চলার জন্য নির্ধারিত একটি লেন রয়েছে। এই লেনে বাস ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।যারা এই নিয়ম অমান্য করে এই লেনে ব্যক্তিগত গাড়ি চালাবেন, তাদেরকে জরিমানা করা হবে।তবে প্রতিদিন রাত ২টা থেক সকাল ৮টা পর্যন্ত এই লেনে যে কোনো গাড়ি চলাচল করতে পারবে।এই সময় ছাড়া অন্য কোনো সময়ে এই লেনে ব্যক্তিগত গাড়ি চালানো নিষিদ্ধ থাকবে।ফলে নতুন নিয়ম অনুসারে শুধুমাত্র এরিং রোডে সকাল ৮টা থেকে রাত ২টা পর্যন্ত বাসের লেনে ব্যক্তিগত গাড়ি চালানো নিষিদ্ধ থাকবে।কাতার ট্রাফিক পুলিশ সবাইকে এই নিয়ম মেনে গাড়ি চালাতে আহবান জানিয়েছে।
    কাতারে বাংলাদেশি টাকায় রিয়ালের রেট গত দুসপ্তাহ ধরে প্রায় স্থিতিশীল রয়েছে।আজ বৃহস্পতিবার কাতারে কোন এক্সচেঞ্জে রিয়ালের রেট কত, তা দেখে নিন এক নজরে। মনে রাখবেন, এই রেট দিনের যে কোনো সময় আপডেট হতে পারে।কাতার থেকে আল জামান এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে আজ কাতারি রিয়ালের রেট পাবেন ২৯ দশমিক ৬৩ টাকা।আলজামান এক্সচেঞ্জের মাধ্যমে অনলাইনে বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাবেন সোনার কয়েন জেতার বিশেষ সুযোগ।দোহা এক্সচেঞ্জ: ২৯ দশমিক ৬০ টাকা। সিটি এক্সচেঞ্জ: ২৯ দশমিক ৫৫ টাকান্যাশনাল এক্সচেঞ্জ: ২৯ দশমিক ৭০ টাকাআলদার এক্সচেঞ্জ: ২৯ দশমিক ৫১ টাকা
    Thanks For Watching And Kindly Subscribe For More News Updates.
    Keywords:
    Qatar news today
    QATAR news
    কাতারের আজকের খবর
    কাতার খবর
    দোহা খবর
    © qatar Bangla News

Комментарии •