দান বা উপহার আয়কর ফরমের কোথায় দেখাবেন? প্র্যাক্টিক্যাল দেখুন। Gift Tax Act 1990। আয়কর। Bank Para

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 54

  • @amalkrghosh1886
    @amalkrghosh1886 Год назад +2

    বাস্তবধর্মী উপকারী পোষ্ট।
    ধন্যবাদ।

  • @wahedofficials
    @wahedofficials 5 месяцев назад +1

    Thnx a lot

  • @jamilabegum2045
    @jamilabegum2045 Год назад +1

    ভাই FDR ar encashment টাকা bank থেকে আমি তুলে নেই তাহলে কি 10 b তে যে FDR দেখানো ছিল সেখানে কি FDR tk কম দেখাতে হবে আর এই টাকা ki cash in hand add করতে হবে please janaben

  • @mintusaha6055
    @mintusaha6055 Год назад +2

    স্যার পুরাতন ফরমে রিটার্ন জমা কি আর দিতে পারব না?

  • @SalahuddinPatowary-w9o
    @SalahuddinPatowary-w9o Месяц назад +1

    আসসালামু আলাইকুম
    আমার একটি প্রশ্ন। স্বামী বা স্ত্রী একজনে আরেক জনকে হেবার মাধ্যমে সম্পত্তি দান করলে এটি দায় ও সম্পদে কোথায় দেখানো যাবে?

  • @mozibarrahman1099
    @mozibarrahman1099 Год назад

    Certified copy প্রাপ্তির পদ্ধতি/উপায় দয়া করে জানাবেন।

  • @anwarulhaque1994
    @anwarulhaque1994 Год назад

    Submission of IT Return By Manuel Form: Single Page or 4 Pages is Easier than of Online Return.

  • @sujansarker7682
    @sujansarker7682 Год назад +2

    সার্টিফাইড কপি কোনটাকে বুঝিয়েছেন ভাই

  • @ashokedas3939
    @ashokedas3939 Год назад

    কর অব্যহতি এবং কর মুক্ত এর মধ্য পাথক্য কি?

  • @salahuddinahmed788
    @salahuddinahmed788 Год назад +1

    দান উপহা‌রের কি কোন প্রমান বা দ‌লিল দেখা‌তে হ‌বে ?

  • @NazmulHasan-lk1uj
    @NazmulHasan-lk1uj Год назад

    আসসালামু আলাইকুম স্যার। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। স্যার আমার মায়ের চিকিৎসা বাবদ আমার কাছ থেকে গত বছর ২৫০০০০ টাকা খরচ হয়েছে। এই খরচ আমি নতুন নিয়মে কোন জায়গায় দেখালে কোন সমস্যা হবে না। জানালে উপকৃত হতাম।

  • @নগরসন্তান
    @নগরসন্তান 8 месяцев назад +1

    আমাকে জমি দান বিষয়ক দাতা গ্রহিতার একটা রির্টান জমা কটে দেওয়া যেতে পারে

  • @abdullahalmamun2401
    @abdullahalmamun2401 6 месяцев назад

    Certified means photocopy?

  • @farid3145
    @farid3145 Год назад +1

    আসসালামু আলাইকুম । আমি একটি জমি ২০০২ সালে আমি ও আমার স্ত্রীর নামে ক্রয় করি । অত:পর ২০০৪ সালে আমার স্ত্রীর আয়কর ফাইল তৈরি করি কিন্তু উক্ত ক্রয়কৃত জমি তার ফাইলে আর উঠানো হয় নাই। এমতাবস্থায়, আমি ২০১২ সালে আমি আমার কর ফাইল তৈরি করি এবং আমার ফাইলে উক্ত জমি পুরোটার মূল্যসহ দেখাই। পরবর্তিতে উক্ত জমিতে ঘর উঠায়ে ভাড়া দেই এবং যারতীয় খরচ আমার ফাইলে দেখানো হয়েছে। এখন কিভাবে আমি উক্ত জমি ও প্রাপ্ত ভাড়ার অর্ধাংশ আমার স্ত্রীর ফাইলে দেখাবো? উল্লেখ্য তার ফাইলে জমির মূল্যের অর্ধাংশের মূল্য ও ঘর করার খরচের পরিমান টাকাও বর্তমানে নাই। অনুগ্রহকরে পরামর্শ দিলে উপকৃত হতাম।

  • @md.siddiqurrahman3049
    @md.siddiqurrahman3049 Месяц назад

    ই রিটানে কিভাবে দেখাবো ?

  • @ebadulhaqmolla240
    @ebadulhaqmolla240 6 месяцев назад

    যদি দাতা বিদেশে থাকে এবং তার আয়কর ফাইল না থাকে তবে করনীয় কি? দয়া করে উত্তর দিবেন

  • @Ripontechnology0011
    @Ripontechnology0011 Год назад

    ভাইয়া e রিটার্ন খুলতে আর কত দিন লাগবে।

  • @abusayeedchowdhury264
    @abusayeedchowdhury264 Год назад

    মসজিদে আট লক্ষ টাকা দান করেছি এবং সেটা ব্যাংকিং চ্যানেলে এই দান রিটার্ন এ দেখানো যাবে কিনা? এই দানের জন্য কোন কর দিতে হবে কিনা? মসজিদের তো টিআইএন নাই তাহলে কি উল্লেখ করতে হবে?

  • @debajanichakraborty5294
    @debajanichakraborty5294 Год назад

    Jodi karo tin na thake, j tk diache tokhon kivabe return a dekhabo?

  • @saokathossain228
    @saokathossain228 8 месяцев назад

    Certified copy ki??? Certified copy kivabe pabo????

  • @arshadulkhair
    @arshadulkhair Год назад

    মায়ের কাছ থেকে মেয়ে দানপত্রের মাধ্যমে যেই টাকা পেয়েছে তা দিয়ে মেয়ে সঞ্চয়পত্র কিনেছে। কিন্তু মা কখনো রিটার্ন দাখিল করেননি বা কোনো টিন নাম্বারও নাই। এমতাবস্থায় মেয়ে যখন return দাখিল করবে তখন নোটারি করা দানপত্র attachment হিসেবে রিটার্ন দাখিলের সময় দিলে কোন সমস্যা হবে কিনা?

  • @epiprogram5290
    @epiprogram5290 Год назад

    ৫,০০,০০০ এর উপরে দান নেওয়া বা নেয়ার ক্ষেত্রে ব্যাংক চেকের বাধ্য বাধকতা কতটুকু?

  • @Md.MozaharAli-mu7tn
    @Md.MozaharAli-mu7tn 5 месяцев назад

    কি কি মিলে অর্জিত তহবিল হয়।

  • @user-uq4gs5wb2s
    @user-uq4gs5wb2s 4 месяца назад

    স্যার যদি আমি আমার স্ত্রীকে নগদ ৬,১১,২৫২ টাকা প্রদান করি তাহলে কি কোন লিখিত অঙ্গীকারনামা রিটার্ন দাখিলের সময় দিতে হবে।

  • @MathsTechniquebySHSumonSir
    @MathsTechniquebySHSumonSir Месяц назад

    স্যার, আপনার সেল নম্বরটা দেওয়া যাবে?
    আমার আয়করের ব্যাপারে একটু কথা বলতাম।

  • @primary_techer
    @primary_techer Год назад +1

    আমি আমার ১২ বছর বয়সী সন্তানের নামে জমি ক্রয় করেছি। এখন হিসাবটি কিভাবে দেখাব।

    • @ezitax
      @ezitax  Год назад

      আপনার ফাইলে দেখিয়ে রাখেন।

  • @DhananjoyBhattacharjee-r8e
    @DhananjoyBhattacharjee-r8e 2 месяца назад

    কোন অসুস্থ ব্যক্তি যদি মৃত্যু চিন্তায় তার যাবতীয় সম্পত্তি তাঁর ভাই কিংবা বোনকে' দানের ঘোষণাপত্র' দলিল সম্পাদনের মাধ্যমে দান পত্র করে দেন, তাহলে দাতা ও গ্রহীতা দান কর থেকে অব্যাহতি পাবেন কিনা ?এ ব্যাপারে সর্বশেষ আয়কর আইন কি বলে?

  • @MdHabib-qe9zw
    @MdHabib-qe9zw Год назад

    ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে আসছেন না কেন লাইভে আসেন

  • @farukkhandoker5453
    @farukkhandoker5453 Год назад +1

    ৫০০০০০টাকার সন্চয়পত্র কেনা আছে এবং টিন সার্টিফিকেট আছে যেহেতু পাঁচ লাখ টাকার উপরে আয়কর রিটার্ন দেওয়ার নিয়ম হয়েছে এক্ষেত্রে আমাকে আয়কর রিটার্ন দিতে হবে কি?

    • @ezitax
      @ezitax  Год назад

      জি ভাইয়া রিটার্ন মাস্ট দিতেই হবে

    • @mbillah8862
      @mbillah8862 Год назад

      @@ezitax আপনি এই প্রশ্নটার উত্তর দিলেন। উপরের কমেন্টগুলোতে অত্যান্ত জরুরি প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দিলেন না।

  • @সবুজেরঅভিযান-ভ২ঘ

    যিনি দিয়েছেন তার যদি টিন করা না থাকে তাহলে তার account থেকে যে ট্রান্সফার হয়েছে সেটা দেখালেই হবে

  • @mozammalhoque927
    @mozammalhoque927 Год назад

    আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
    ফ্ল্যাট সংস্কার কাজে ৩৫ লক্ষ খরচ হয়। ইহা কিভাবে ফাইল এ দেখাবো। উল্লেখ্য যে, ৫ বছর পূর্বে ফ্ল্যাট টি ৫৫ লক্ষ টাকায় ক্রয় করা হয়েছে। যাহা ফাইলে দেখানো হয়েছে।

  • @dulalsharma5643
    @dulalsharma5643 Год назад

    যদি আমি যাকে টাকা দিয়েছি তার টিন সার্টিফিকেট না থাকে কিংবা তিনি রিটার্ন না দেন তাহলে তিনি কিভাবে দেখাবেন।

  • @prakashpaul1863
    @prakashpaul1863 Год назад

    আমার হিসাব ঠিক আছে?

  • @hasanbeli4021
    @hasanbeli4021 Год назад

    ভাই আমার ৫ টা সঞ্চয়পত্র কেনা আছে এক লাখ করে। এখন আমি চাচ্ছি প্রথম যেটা কিনেছি সেটা না ভেঙ্গে ৩য় টা ভাঙবো আমি কি সেটা ভাঙতে পারব?

    • @farhanahoque2850
      @farhanahoque2850 Год назад

      যেটা খুশী ভাঙ্গান।

  • @KellaBansh
    @KellaBansh Год назад

    পুরাতন ফরমে দান আয়কর রিটার্ন ফরমে কোথায় দেখাব?

  • @jahid0683
    @jahid0683 Год назад

    দান কারির যদি tin না থাকে?

  • @nztitbu5826
    @nztitbu5826 11 месяцев назад +1

    ভাই আয় নাই কিন্ত ৮ বছর রিটার্ন জমা দি নাই জরিমানা দিতে হবে পূনরায় ফাইল চালু করার জন্য?

    • @ezitax
      @ezitax  11 месяцев назад +1

      ji

    • @nztitbu5826
      @nztitbu5826 11 месяцев назад

      বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় ৪০০০ টাকা টেক্স কী বাধ্যতামূলক একটু জানালে উপকৃত হব।

  • @faysalmiah5417
    @faysalmiah5417 Год назад

    ধরনের আমার বড় ভাই UK থাকেন উনি যদি কোন যায়গা ক্রয় করেন আমাকে দান করেন তাহলে সেই জায়গা আমার রির্টানে কোথায় দেখাব। উনি তো বিদেশ থাকেন

    • @ezitax
      @ezitax  Год назад

      IT10B তে দেখাবেন

    • @faysalmiah5417
      @faysalmiah5417 Год назад

      আমর কাছে যে ফাইল আছে সেটি পুরনো দয়া করে নতুন আয়কর ফাইল টি কি দিবেন

  • @rubelkabir2343
    @rubelkabir2343 10 месяцев назад +1

    স্যার, আমার বাবা মারা গিয়েছেন গত ডিসেম্বর। বাবার বড় ভাই মারা গিয়েছেন আরও অনেক আগে। জীবিত থাকা অবস্থায় তারা জমিজামা কোন ভাগ বাটোয়ারা করেন নি। এখন আমার জেঠাতো ভাই ঐ জমির পরিবর্তে আমাকে টাকা দিয়েছে। এখন এই টাকার কি কোন ট্যাক্স দিতে হবে??
    দয়াকরে জানাবেন কি??

    • @ezitax
      @ezitax  10 месяцев назад

      ট্যাক্স তো পরের কথা। ডকুমেন্টসই তো নেই আপনার। টাকার পরিমাণ বেশি হলে ঝামেলা হবে।