লালমনিরহাট জেলার নামকরণের ইতিহাস।লালমনিরহাট জেলার তথ্য। লালমনিরহাট।৬৪ জেলার নামকরণের ইতিহাস পর্ব-৪১।

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  •  একটি কিংবদন্তী থেকে জানা যায়- 19 শতকের শেষের দিকে ব্রিটিশ সরকারের আমলে, এই শহরের মধ্য দিয়ে রেলপথ স্থাপনের জন্য, রেল শ্রমিকরা এ অঞ্চলের বন-জঙ্গল কেটে মাটি খনন করার সময়, একটি লাল রঙের পাথর তথা লালমনি’ খুঁজে পান। এবং তখন থেকেই জায়গাটি লালমনি নামে পরিচিতি পায়। কালক্রমে এই লালমনি থেকে জেলাটির নাম ‘লালমনিরহাট’ হয়েছে বলে ধারণা করা হয়।
     আবার কিছু কিছু কিংবদন্তীর মত হল যে, ব্রিটিশ সরকার রেল লাইন তৈরীরর জন্য যে জমি অধিগ্রহণ করেছেন, সেই জমির মালিক ছিলেন লালমনি নামক একজন ভদ্র মহিলা। রেললাইনের জন্য জমি প্রদান করে লালমনি নামক ঐ ভদ্র মহিলা যে অবদান রেখেছেন, মানুষ তার সেই অবদানের স্বীকৃতি হিসাবে, তার নামে জায়গাটির নাম রেখেছিল লালমনি। কালের বিবর্তনে ‘হাট’ শব্দটি ‘লালমনি’ শব্দের সাথে যুক্ত হয়ে, ‘লালমনিরহাট’ নামকরণ হয়েছে।
     কেউ কেউ মনে করেন, ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, লালমনি নামে এক মহিলা বিপ্লবী কৃষক নেতা, নুরুলদিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে, লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন। তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে, স্থানটির নামকরণ করা হয় লালমনি। কালের বিবর্তনে ‘হাট’ শব্দটি ‘লালমনি’ শব্দের সাথে যুক্ত হয়ে, ‘লালমনিরহাট’ নামকরণ হয়েছে বলে জনশ্রুতি পাওয়া যায়।
     ১৯৮৪ সালের পহেলা ফেব্রুয়ারী, বাংলাদেশ সরকারের তৎকালীন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা, মন্ত্রী ডঃ শাফিয়া খাতুন কর্তৃক উদ্ভোদনের মধ্যদিয়ে, লালমনির হাট মহকুমা জেলা হিসেবে আন্তপ্রকাশ করে। পরে ১৯৮৪ সালের ১৮ ই মার্চ, লালমনিরহাট সদর থানা উপজেলা হিসেবে ঘোষিত হয়। ফলে লালমনিহাট জেলার অধীনে উপজেলার সংখ্যা দাঁডায় -৫টি।

Комментарии • 6