ভাড়া বকেয়া থাকায় বাসায় তালা, বন্ধ করে দেওয়া হয় পানি-বিদ্যুৎ | House Rent | Tongi | Gazipur | Kalbela

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2023
  • #gazipur #gazipurnews #tongi #tonginews #houserent #student #poorfamily #bdnews #nationalnews #kalbela
    গাজীপুরের টঙ্গীর পশ্চিম থানার বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকায় কুদ্দুস মোল্লার বাড়িতে তিন বছর ধরে ভাড়া থাকে মোখলেছুর রহমান ও তার পরিবার। অস্বচ্ছল সংসারে চার মাসের বাসা ভাড়া আটকে যায় এই পরিবারের। বকেয়া বাসা ভাড়ার জন্য রোববার সকালে তাদের ঘরে তালা দেন বাড়ির মালিক কুদ্দুস এবং তার স্ত্রী।
    Kalbela is a Multimedia News Portal. Subscribe to Kalbela : shorturl.at/gDO08
    Follow us on Social Media:
    Facebook Pages:
    Kalbela News: / kalbelanews24
    Kalbela Entertainment: / kalbelaentertainment
    Kalbela World: / kalbelaworld
    Kalbela Online: / kalbelanewsonline
    Kalbela.com: / kalbelaonline
    Click To Connect With Kalbela In Many Other Ways
    TikTok: / kalbelanews
    Likee:likee.video/@990796855
    Instagram: / kalbela_news
    Twitter: / kalbeladigital
    LinkedIn: / kalbela-digital-170821249
    For More Update, Stay Tuned!
    website :kalbela.com/
    ---------------------------------------------------------------------------------
    Copyright Disclaimer: From the perspective of the United States of America, under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    From the perspective of Bangladesh, copyright disclaimer under section 72 of the copyright act 2000, allowance is made for fair use for purposes such as criticism, comments, news reporting, teaching, scholarship and research.
    #kalbela #kalbelanews #breakingnewstoday

Комментарии • 227

  • @mijanurrahmanmijan9044
    @mijanurrahmanmijan9044 Год назад +56

    বাংলাদেশের প্রতিটি চাকরিজীবী পরিবারের চিত্র একই রকম। প্রত্যেকটি পরিবারে আজ নিরব কান্না।

  • @azizahmed6917
    @azizahmed6917 Год назад +18

    তালা বদ্ধ অবস্হায় রাখা একদমই উচিৎ হয় নাই।এটি একটি অমানবিক বিষয় সুষ্ঠু বিচার হওয়া দরকার।

  • @delowerhossain2338
    @delowerhossain2338 Год назад +8

    খুবই দুঃখ জনক 😢

  • @mdkazisohal837
    @mdkazisohal837 Год назад +40

    ওর কঠোর বিচার হওয়া উচিত, ওত জানোয়ারের চেয়ে ও খারাপ,এমন বাড়ি ওয়ালাদের আইনের আওতায় আানা উচিত।

  • @mytiktok5523
    @mytiktok5523 Год назад +9

    কঠিন বিচার চাই

  • @dulalkanu
    @dulalkanu Год назад +31

    দেশের বিচার বলতে কিচুই নেই?

  • @EJAj-ev8nb
    @EJAj-ev8nb Год назад +31

    বাড়িওয়ালারে আইনের আওতায় আনার জোর দাবি করছি।

  • @zayedahmed6494
    @zayedahmed6494 Год назад +11

    আল্লাহ ক্ষমা করুন ॥ সঠিক বিচার হওয়া দরকার ॥

  • @mamabangladeshi3392
    @mamabangladeshi3392 Год назад +10

    মেয়ে পরীক্ষার্থি না হলে তো আপনারাও নিউজ করার প্রয়োজন মনে করতেন না

  • @hafizulislam1300
    @hafizulislam1300 Год назад +12

    মানুষ কত টা অসাহায়

  • @tayebkhan7606
    @tayebkhan7606 Год назад +13

    খুব দুঃখ জনক ঘটনা,, বিচার চাই

  • @kazihasnat6846
    @kazihasnat6846 Год назад +4

    নিত্য দ্রব্য জিনিসের দাম এত বেড়ে গিয়েছে সাধারণ মানুষের সাধ্যের বাইরে হয়ে গিয়েছে‌। বাঁচতে হলে তাকে ওই দাম দিয়ে কিনতে হবে। মানুষের অভাব দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়েছে। সামনে কি অপেক্ষা করছে আল্লাহই ভাল জানে।😢😢😢

  • @sofikulislam-cw8uz
    @sofikulislam-cw8uz Год назад +13

    এমন বাড়িওয়ালাদেল শাস্তি দিতে হবে।।।।

  • @arkoabc1804
    @arkoabc1804 Год назад +23

    যেভাবে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া বাড়ায় বা আদায় করে। তাতে মানুষের নাজেহাল অবস্থা। সরকারের উচিত বাড়ি ভাড়ার একটা নির্দিষ্ট আইন করা। যাতে সাধারন মানুষ এমন দূুরভোগে না পরেন।

    • @JahidulKabirshakil
      @JahidulKabirshakil Год назад +1

      ভাই সরকার এমনেই মানুষের কিনা জমি বাড়ির উপর নানা শুল্ক দিয়ে রাখছে। এরপর যদি ভাড়াটিয়ার পক্ষে সরকার সুযোগ করে দেয় তাহলে বাড়িওয়ালা আর ভাড়াটিয়া দুজনে একসাথে রাস্তায় থাকবে।

  • @forhadchowdhury9797
    @forhadchowdhury9797 Год назад +6

    😥😥😥এতো খারাপ হতে পারে মানুষ টাকার জন্য

  • @call.andduty
    @call.andduty Год назад +4

    Emergency 999 এটা মানুষর অনেক বড় উপকার হয়েছে ❤

  • @photobabul4000
    @photobabul4000 Год назад +5

    কমেন্টে দেখলাম সকলে বাড়িওয়ালার বিচার চাচ্ছেন। এই সকল দরদীরা উচিত বকেয়া ভাড়া পরিশোধ করা পরিশোধ করে দেয়া।

    • @dremrulmahmudkayes8239
      @dremrulmahmudkayes8239 Год назад

      আরে ভাই তুমিও কি বিপদে পরনা৷

    • @dremrulmahmudkayes8239
      @dremrulmahmudkayes8239 Год назад

      আপনারা মানুষের বিপদ দেখলে মজা নেন

  • @aliashrafkhan2084
    @aliashrafkhan2084 Год назад +7

    এ ঘটনা চরম অমানবিকতার পরিচয় বহন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিবেন এই আশা করছি।

  • @bojlomiah2314
    @bojlomiah2314 Год назад +3

    বাড়ির মালিক হলেই মানুষ বড় হয়না অবস্যই মালিক বড় অপরাধ করেছে।

  • @asifurrahmanrony3338
    @asifurrahmanrony3338 Год назад +12

    দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক বাড়িওয়ালাকে ।এ ধরনের অপরাধ আর কেউ যেন না করেন ভবিষ্যতে

    • @AkmAkm-si7bu
      @AkmAkm-si7bu Год назад

      তয় তোমার বাড়িতে নিয়া রাখ না ফ্রিতে । দেখি কয় দিন রাখতে পারো। অথবা তাদের বাকি হওয়া বাড়ি ভাড়া তুমি পরি ষোধ করে দেও। তোমার যদি ব্যবসা থাকে তাহলে গরিব মানুষের কাছে অর্ধেক দামে বিক্রি করো । দেখি তোমার মানবতার ঠেলা কতোদুর।

  • @habiba5258
    @habiba5258 Год назад +37

    দিন দিন বাড়িওলারা জেভাবে বাড়ি ভারা নিচ্ছে মানুষের ঢাকাতে থাকা অসম্ভব হয়ে জাচছে 😢

    • @mainul1444
      @mainul1444 Год назад +2

      ঢাকায় পাগলেরা থাকে

    • @readgreen.agro.bd.ltd.3979
      @readgreen.agro.bd.ltd.3979 Год назад +4

      দেশের বাড়ি চলে যাও আপু

    • @saifulbinyasin
      @saifulbinyasin Год назад +2

      জমির দাম কত আর বাসা তৈরী করতে কত টাকা লাগে হিসাব করেন।দেখবেন bank বা ব‍্যবসা এই টাকা বিনিয়োগ করলে আর লাভ আসতো মালিকের

  • @taslim2111
    @taslim2111 Год назад +13

    মানুষের আরো মানবিক হতে হবে। বর্তমান সময়ে মানুষের আয় রোজগারের ক্ষমতা কমে গেছে। আল্লাহ এবারতো আমাদের দয়া করুন। আমিন।

    • @meryshawjal6077
      @meryshawjal6077 Год назад

      বাড়িওয়ালারা তা বুঝতে চান না 😭

  • @mollahhossain6701
    @mollahhossain6701 Год назад +1

    ৪ মাসের ভাড়া বাকি, বাড়িওয়ালা যথেষ্ট মানবিক। তবে এমন ব্যবস্থা না নিলে ভালো হতো।

  • @161sm
    @161sm Год назад +1

    গাজীপুরের চামার বাড়িওয়ালাদের এসব নিত্যদিনের ঘটনা।
    গাজীপুরের বাড়িওয়ালারা একেকটা অত্যন্ত নিম্নমানের মানুষ।

  • @mdjalil694
    @mdjalil694 Год назад +8

    বাড়িওয়ালা এটা উচিৎ করে নাই এদিকে আপনারা ও যেহেতু বাড়া দিতে পারেন না বাসা চেড়ে নিজ বাড়িতে চলে যাওয়া দরকার ছিলো

    • @md.abdullahalmamun2659
      @md.abdullahalmamun2659 Год назад

      বল্লেই কি চলে যাওয়া যায়? চাকরি/ব্যাবসা/বাচ্চাদের স্কুল অনেক হিসাব নিকাশ চুকিয়ে তারপর যেতে হয়।

    • @DhakaBoys71
      @DhakaBoys71 Год назад

      ​@@md.abdullahalmamun2659 tai bole bina varay arek joner bari te free thakben? Eita kono kotha hoilo!

  • @bikersujon494
    @bikersujon494 2 месяца назад +1

    আসলে ভাড়া খাওয়া অনেক কঠিন জিনিস আমি আগে আমার বাড়িতে ভাড়া দিতাম অনেক বারইটা ভাড়া দিতে পারেনি শেষে ভাড়া মাপ কইরা তাদেরকে উঠাইছি এখন আমি নিজেই নীচতালায় কারখানা করছি কিছু বারাইটা আছে তারা বাড়িওয়ালারে কোন দামি দেয় না যাইহোক তালা মারাটা ঠিক হয় নাই

  • @tanvirhossain8130
    @tanvirhossain8130 Год назад +14

    দেশের মানুষের তো অভাব নাই। তাহলে এমন ঘটনা কেন? তদন্ত হওয়া উচিত

    • @nazrulislam422
      @nazrulislam422 Год назад +1

      সরকারের উচিত ভাড়া গুলো পরিশোধ করা

    • @tanvirhossain8130
      @tanvirhossain8130 Год назад

      @@nazrulislam422 ধুর কি যে বলেন! সরকার এত ছোটখাটো জিনিস নিয়ে আছে? তাদের চিন্তা কিভাবে দেশ সিংগাপুর হচ্ছে সেইটা পর্যবেক্ষণ করা আর কিভাবে মেগাপ্রকল্প হাতে নেওয়া! 😁

  • @FaceTheFreelancer
    @FaceTheFreelancer Год назад

    আল্লাহ তুমি বাচাও

  • @mdanamul4705
    @mdanamul4705 Год назад +1

    এটাই বাংলা দেশের উন্নয়নের অবস্থা মানুষ আর এখন মানুষ নাই নামধারী মানুষ 😢😢

  • @rafikha4996
    @rafikha4996 Год назад +1

    থানার পক্ষ থেকে বলা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে? ৯৯৯ থেকে ফোন পেয়ে ভিকটিমদের উদ্ধারের পরও আবার অভিযোগে দায়েরের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। এই অমানবিক কাজের জন্য বাড়িওয়ালার কঠোর শাস্তি প্রয়োজন।

  • @msafi9046
    @msafi9046 Год назад +4

    সরকার দেশকে ইউরোপ /আমেরিকার মতো উন্নতির কটছে সত্যি 😭😭😭

  • @sharafatsarkar8610
    @sharafatsarkar8610 Год назад +3

    Manush naki khub valo ase kheye pore, othocho varatiya 4 mash jabot bari vara dite pare na, khubi kostokor,

  • @ranavai2210
    @ranavai2210 Год назад +1

    মধ্যবিন্ত সকল পরিবারেই আজকের
    এই অবস্থা।

  • @lukesikder2588
    @lukesikder2588 Год назад +2

    বাড়ি ভাড়া নিয়ে কোন দেশে চলে যাবে। সারে তিন হাত মাটির নিচে বাড়ি ভাড়া দাও। আর উপযুক্ত বিচার হউক।

  • @kashembd5828
    @kashembd5828 Год назад +2

    মানুষ এখন চলতে কষ্ট হয়।জিনিসপত্রের যে দাম।এগুলা মনে হয় কাদের কাকুরা দেখে না মনে হয়?

  • @jewelkhan6819
    @jewelkhan6819 Год назад

    হায়রে মানবতা।

  • @abbasjuyel5840
    @abbasjuyel5840 Год назад +1

    ভাড়া দিতে পারেনা থাকে কেন বাড়িওয়ালা কি টাকা দিয়ে বাড়ি বানায় নাই অনেক বাড়িওয়ালা আছে টাকা ঋণ নিয়ে লোন নিয়ে বাড়ি বানায় আমার থাকার যোগ্যতা আছে টিনের ঘরে আমি কেন ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে চাই

  • @discovernotions9490
    @discovernotions9490 Год назад +1

    অভিযোগ পেলে, ব্যবস্থা নেয়া হবে!
    এটা কেমন কেমন কথা???
    আইন প্রশাসনের সামনে অপরাধ সংঘটিত হলো, হচ্ছে; এখন অভিযোগ ছাড়া আইন প্রশাসনের কোনো কিছুই কি করার নেই?
    এটা প্রশাসনের কোন ভালো কার্যকারি ব্যবস্থা নয়।

  • @mdmoharumalisagar4015
    @mdmoharumalisagar4015 Год назад +1

    এমন বাড়ির মালিক এর বিচার হওয়া দরকার

  • @badhonsheikh5308
    @badhonsheikh5308 Год назад +5

    এই বাড়ির মালিকের কঠিন বিচার দাবি জানাচ্ছি। 😡

  • @selimrahman3444
    @selimrahman3444 Год назад

    এই বাড়ির মালিক কে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত

  • @mahbuburrahmanhira4555
    @mahbuburrahmanhira4555 Год назад +1

    চার মাসের ভাড়া দিয়ে দেন।বাড়িআলা ভাড়ার টাকা দিয়ে চলে।বাড়ি আলা খারাপ হলে চার মাসের আগে আপনাদের কে বাহির করতে পারতো।

  • @mdtuhinhossain7009
    @mdtuhinhossain7009 Год назад

    কঠিন সাজা চাই,,

  • @shofiqulislam4456
    @shofiqulislam4456 Год назад +1

    এটা কালা কুদ্দুস?

  • @abdulzabbar348
    @abdulzabbar348 Год назад +6

    বাড়ি ওয়ালার কোন দোষ নেই। সে তাদের চার মাস সময় দিয়েছেন

  • @MdJibon-oc2de
    @MdJibon-oc2de Год назад

    বাড়ির মালিকের কঠিন বিচার চাই

  • @jakariamd8085
    @jakariamd8085 Год назад

    Smart Bangladesh

  • @abdulhakim7019
    @abdulhakim7019 Год назад +1

    সব কিছুর জন্য দায়ী হল সুশাসন না থাকা।

  • @mharun71
    @mharun71 Год назад +4

    এমন অনেক বাড়িওয়ালা আছে যাদের শুধু ভাড়ার টাকায় সংসার চলে। ৪ মাস ধরে বাড়ি ভাড়া দেন না। উলটো পুলিশে ফোন। বাড়ি ভাড়া পরিশোধ করে দিলেই সমস্যা সমাধান হয়ে যায়। রাতের আধারে অনেক ভাড়াটিয়া বকেয়া ভাড়া পরিশোধ না করে পালিয়েও যাওয়ার ঘটনা দেখেছি।

    • @161sm
      @161sm Год назад

      আপনি তো একটা খাচ্চর মার্কা লোক!!
      ভাড়ার টাকা পাবে বলেই কী তাদের তালাবদ্ধ করে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে??
      মেয়েকে বলতে হবে পতিতাবৃত্তি করে ভাড়ার টাকা দিয়ে যা পড়ালেখা করতে হবে না ???
      আর এমন কাজকেই সমর্থন করে কথা বলছেন!!
      আপনিও ঐ বাড়িওয়ালার মতো অতি নিম্নমানের মানুষ বৈকি!

  • @mdhossan8382
    @mdhossan8382 Год назад

    উপযুক্ত বিচার চাই

  • @shamimmamun7690
    @shamimmamun7690 Год назад

    Sad

  • @MdSohel-hk3wt
    @MdSohel-hk3wt Год назад

    দুঃখ জনক

  • @kayeschowdhury5384
    @kayeschowdhury5384 Год назад

    দেশ বেশী উন্নত হইছেতো তাই মানুষের এতো কষ্টে আছে মানুষ।।

  • @himelhossain3
    @himelhossain3 Год назад +1

    যারা সিম্প্যাথী দেখাচ্ছেন কথা না বইলা সবাই গিয়া ভাড়াটা দিয়া আসেন।

  • @nazmul3507
    @nazmul3507 Год назад

    Smart mobile .

  • @sheulyislam-fw5nw
    @sheulyislam-fw5nw Год назад +1

    তালা মারা উচিত হয়নি তবে ওনাদের সময় দেওয়া উচিত ছিলো।।। এতো তারিখের মধ্যে ভাড়া দিতে হবে আর না হলে বাসা ছেড়ে দিবেন কিন্তু একটা মেয়ে পরিখখা দিবে সেই মেয়েকে সেই মেয়েকে পরিখখা দিতে দেওয়া হয়নি এটা খারাপ কাজ করেছে।

  • @mdabulkalamazad9860
    @mdabulkalamazad9860 Год назад

    ঐ অমানবিক বাড়ীর মালিকের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই

  • @nazmulahsan5242
    @nazmulahsan5242 Год назад

    so sad

  • @abdullahali8675
    @abdullahali8675 Год назад +2

    মানুষ কত খারাপ

  • @Mohammad.Ramzan.1992
    @Mohammad.Ramzan.1992 Год назад

    আসসালামু.আলাইকুম.ওয়া.রহমাতুল্লাহ
    পৃথিবীর সকল মুসলিমদের ইনশাআল্লাহ
    طَلَبُ ا لۡعِلۡمِفَرِيۡضَةࣨعَلٰيكُلِِّمُسۡلِمٍ
    [উচ্চারণ] তলাবুল্ল এল্মীফারিদতুন্ন
    আল্লা কুল্লি মুসল্লি মিন্ন
    [অর্থ] ইসলামিক ধর্মীয় শিক্ষা অর্জন
    করা প্রতিটি মুসলিম
    ছেলে এবং মেয়ের জন্য শতভাগ ফরয

  • @md.mustakinahmed5670
    @md.mustakinahmed5670 Год назад

    Very sad....Police should take action against them...

  • @mdmaznu12
    @mdmaznu12 Год назад

    এটার সঠিক বিচার হোক

  • @user-yy2li9wl2g
    @user-yy2li9wl2g Год назад

    বাড়ির মালিক কে টেক্স খাজনা দিতে হয় হোল্ডিং ট্যাক্স দিতে হবে কারেন্ট বিল দিতে হবে গ্যাস বিল পরিশোধ করতে হয় পানি দিতে হয়,ভাড়া বাড়িতে থাকলে আগে ভাড়া পরিশোধ করতে হবে, সরকার যেমন পানি বিদ্যুৎ গ্যাস সহ জাবতিয় বিল পরিশোধ না করলে সরবরাহ বন্ধ করে দেয়, এইটা যদি অন্যায় না হয় তাহলে বাড়িওয়ালার ও কোনো অন্যায় হয় নাই।ভাড়া দিতে না পারলে ঘর ছেড়ে দিবে এটা না করে ঘর দখল করে রাখা ও দন্ডনিয় অপরাধ। ভাড়াটিয়া ভুমি দস্যু হিসেবে মামলা দায়ের করতে পারবে বাড়িওয়ালা।না কি।

  • @robiulislam3859
    @robiulislam3859 Год назад

    বর্তমানে বাসা ভাড়া রেট অনেক বেশি অতিলম্বে বাসা ভাড়া কমানো হোক. আমরা চাকরিজীবীরা ৫০% বেতন চলে যায় বাসা ভাড়ার পেছনে. খাব কি চিকিৎসা করাবো কি পোলাপানরে পড়াবো কেমনে বাবা মায়ের দিব কি.

  • @PhysioAIDctg
    @PhysioAIDctg Год назад +1

    ভাড়া দিতে না পারলে থাকে কেনো

  • @mainul1444
    @mainul1444 Год назад +1

    এলাকাবাসী ১০০৳ করে দিলেই তো হয় ❤🎉

  • @mrtv814
    @mrtv814 Год назад

    😢😢😢

  • @gagagaakla4750
    @gagagaakla4750 Год назад

    😢😢

  • @MdJibon-oc2de
    @MdJibon-oc2de Год назад

    এই বাড়ির মালিক টাকা কবরে নিয়ে যাবে বাড়ি কবরে নিয়ে যাবে, এই বাড়ির মালিকের কঠিন বিচার চাই তার ফাঁসি চাই

  • @love__bd__student
    @love__bd__student Год назад

    omg

  • @user-nr8od7hp6x
    @user-nr8od7hp6x Год назад

    Ar bichar chai

  • @suhelrana1987
    @suhelrana1987 Год назад +1

    Oder ktin bichar korun.kothi puron din

  • @mdnoorarrahman5103
    @mdnoorarrahman5103 Год назад

    ek sathe na parleo kisu kisu kore porisodh korar dorker silo bariwaler taka.sudhu dhakate noi sara desher nimno aier manushder eki somossha ar bariwaladero.onek bariwala asen jara sudhu ei varar taka upori tader nijeder songser chalan.

  • @JahidulKabirshakil
    @JahidulKabirshakil Год назад +9

    মেয়েটিকে পরীক্ষা দিতে যাওয়া উচিত ছিল। কিন্তু যার বাড়ি তার ও পরিবার আছে এবং তাকে ওই ভাড়ার টাকা দিয়ে পানির বিল ও বিদ্যুৎ বিল দিতে হয়। তাই শাস্তি হিসেবে কিছু টাকা মৌকুফ করে দেয়া হোক। যাতে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা দুজনে সমান বিচার পায়।

  • @MdMahbub-hs8kj
    @MdMahbub-hs8kj Год назад

    Totally how much money

  • @korshadshorkar
    @korshadshorkar Год назад

    আর কি দেকাইবা আললাহ

  • @mdrobiullah9961
    @mdrobiullah9961 Год назад

    খুব অমানবিক কাজ হয়েছে

  • @AbdulHamid-je5ed
    @AbdulHamid-je5ed Год назад +1

    বেশির ভাগ বাকী করা দেনা করা মানুষ তাদের সব কাজ ঠিকই করে কিন্তু এরা দেনা দেয় না।

    • @shaberahmedchowdhury2286
      @shaberahmedchowdhury2286 Год назад

      100% right. Ajke 3 year ekjoner kase 5 lac taka pai. Dissena tar sob choltese. Election korse, brick field chalache but amader taka r deyna. Jara eto dorod dekhache tader k bolen nijer basay niye koyekmas bina varay rakhte. Porer upor to tai eto dorod uthlay uthtese. But jai hok tala mara ta uchit hoyni. Na poshale notice diye ber kore dite parto.

  • @sunilkumarkundu1586
    @sunilkumarkundu1586 Год назад +2

    ঐ বাড়ীর মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। খুবই অমানবিক কাজ করেছে।

  • @akcomputer5618
    @akcomputer5618 Год назад +2

    দোষ দুই পক্ষের আছে কারণ বাড়িভাড়া দিতে পারেনা ভাড়াটিয়াকে বের করে দিলেই তো পারতো আর ভাড়াটিয়া ভাড়া দিতে পারেনা থাকার দরকার কি চলে যেতে পারতো। এমনি এমনি তো ঘরে তালা দেওয়া হয়নি আরো কোন কাহিনী আছে?

  • @farhanamedicinecornar3182
    @farhanamedicinecornar3182 Год назад

    999 গরিব মানুষের বন্ধু

  • @kazitanvirahmed22kazitanvi76
    @kazitanvirahmed22kazitanvi76 Год назад

    ছোট লোক মালিক

  • @pijushdasgupta5829
    @pijushdasgupta5829 Год назад

    Ei rokom bari ualake jele den.

  • @Akromon118
    @Akromon118 Год назад +1

    ৪ মাস তো আর কম সময় না।
    ভাড়া দিতে না পারলে ফ্ল্যাট বাসায় থাকব কেন
    ,,আমি হলে টিন সেড ওর বাসা নিতান

  • @md.muzahidulislamsohag2672
    @md.muzahidulislamsohag2672 Год назад

    বাড়ির মালিক কারেন্ট বিল তিন মাস না দিলে পল্লী বিদ্যুতের লোকজন এসে মিটারের তার কেটে দিয়ে চলে যায়,তবে বাড়ীর মাল্লিক কাজটি ঠিক করেনি।

  • @nurulsohel5472
    @nurulsohel5472 Год назад +1

    আপনি দরদী হইলে ৪ মাসের ভাড়া পে করেন,

  • @yasminrafa9383
    @yasminrafa9383 Год назад

    varatiya k kew bosai bosai khawainh..... vara dik na hoi chole jak

  • @mdrahim4220
    @mdrahim4220 Год назад

    বাসা মালিকদের উপর কঠিন নীতিমালা প্রণয়ন করা উচিত।

  • @mdkhalilurrohman6234
    @mdkhalilurrohman6234 Год назад

    অপরাধীর বিচার করা জরুরি

  • @MdMahbub-hs8kj
    @MdMahbub-hs8kj Год назад

    Vi koto tk can I help

  • @MdMahbub-hs8kj
    @MdMahbub-hs8kj Год назад

    How much house rental I can help

  • @smzhasan4147
    @smzhasan4147 Год назад

    Tik e asa 😂😂😂

  • @jbcodersltd
    @jbcodersltd Год назад

    Year by year empty pore thake flat bariwalader sheta shorjo hoi but rent dite late hole sheta shorjo hoi na kono bariwalar…

  • @mdmostafa9823
    @mdmostafa9823 Год назад +1

    Ei januarder kothin bicher kora dorker.

  • @korshadshorkar
    @korshadshorkar Год назад

    সটিক বিচার চাই দিতে হবে

  • @mymensinggk5784
    @mymensinggk5784 Год назад

    দুই পক্ষেরই সমস্যা আছে তবে আইন নিজে প্রয়োগ না করে আইনের আশ্রয় নেয়া উচিৎ।

  • @mdshajahan4029
    @mdshajahan4029 Год назад

    তিন বছর একটা বাসায় থাকার পরও বাড়ি ওয়ালা একটু সুযোগ দিলোনা এমন জালিম বাড়ি ওয়ালার বিচার হওয়া দরকার

  • @usa5373
    @usa5373 Год назад

    ভাই আপনার you tube এর নাম চেঞ্জ করে #পরশু #বেলা রাখেন

  • @d.habiburrahman4334
    @d.habiburrahman4334 Год назад

    Bariowalar ki dos..4 mas kew sojjo korbe na,,boro boro kotha bole lab nai..amader bariowala k 5 tarik e na dilei kotha sunte hoi r 4 mas

  • @banglarmati9039
    @banglarmati9039 Год назад

    Basa ola kaj ta moteu thik kore nai