পর্ব ০২ | সীরাহ কেন পড়বো এবং সীরাতের উৎস | Rain Drops Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 579

  • @kalammiha4773
    @kalammiha4773 Год назад +101

    নবীজীর জীবনী শুনলে এমনিতে কান্না হয়, কত কষ্ট করেছন আমাদের জন্য। সীরাহ শুনলে আরও কান্না হয়। ধন্যবাদ সবাই কে যারা এ কাজে পরিশ্রম করে আমাদের কে শুনবার তৌফিক করে দিয়েছেন।

  • @selimalbacchu2016
    @selimalbacchu2016 3 месяца назад +16

    হায় আল্লাহ পাক,যে সমস্ত ভাই বোনেরা সীরাহ শুনতে আসছে,তাদের কে আপনি হেদায়েত দান করেন

  • @MuradShamsulAlam
    @MuradShamsulAlam Год назад +44

    পুরোটা সিরিজ শুনেছি, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসে আবার শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামীন নবীজি (সাঃ) এর দেখানো পথে চলার তৌফিক দান করুন।

  • @কুহুকাব্য
    @কুহুকাব্য 3 года назад +49

    গত বছর পুরোটা সিরিজ শুনেছি, আলহামদুলিল্লাহ। এবছর আবার শুরু করলাম। আল্লাহ তাওফিক দান করুন।

  • @jakariaahmed2217
    @jakariaahmed2217 25 дней назад +2

    তাবারাকাল্লা তাবারাকার রাহমান
    ইয়া আল্লাহ ওমাতাউফি কি ইল্লা ভিল্লা ❤

  • @HalimaAkthar-fb9yh
    @HalimaAkthar-fb9yh Месяц назад +3

    কয়েক মাস আগে সম্পূর্ণ সিরাত শুনে শেষ করলাম,, আজ থেকে আবার শুনতে শুরু করলাম!!
    - সিরাত শুনতে যে কি ভালো লাগে, বলে বোঝানো অসম্ভব! "

  • @md.faridulhaque5193
    @md.faridulhaque5193 3 года назад +17

    আমি রেইনড্রপস মিডিয়া ও ভাইদের কাছে কৃতজ্ঞ।দোয়া করি আল্লাহ আপনাদের উত্তম জাজা দান করুনI

  • @AnwarHossain-kf6nz
    @AnwarHossain-kf6nz 4 года назад +319

    অনেক কিছু জানতে পারছি ভালো লাগতেছে রাতের বেলা খুব কান্না পায় আফসোস হয় নিজের জন্য আরো আগে কেন জানলাম না আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া ও আখেরাতে শান্তি দেন

  • @sitolembroiderygaibandha.2850
    @sitolembroiderygaibandha.2850 3 года назад +7

    কথাগুলো আমার কাছে খুব ভালো লাগলো ।আমি আমার রসুল (সাঃ)খুব ভালোবাসি, আমিন ।

  • @mhamja1731
    @mhamja1731 Год назад +2

    আলহামদুলিলাহ আলহামদুলিলাহ আলহামদুলিলাহ আলহামদুলিলাহ আলহামদুলিলাহ আলহামদুলিলাহ আলহামদুলিলাহ আলহামদুলিলাহ আলহামদুলিলাহ আলহামদুলিলাহ

  • @arifulislam0143
    @arifulislam0143 27 дней назад +1

    আলহামদুলিল্লাহ 😊
    প্রশান্তির অন্যরকম প্রাপ্তি rain drops media এর সিরাহ পর্ব।

  • @hamidabegumtapadar5394
    @hamidabegumtapadar5394 Год назад +9

    আলহামদুলিল্লাহ আজ প্রথম সীরাহ শুনলাম। অনেক ভালো লাগলো
    পুরো সীরাহ শোনার তৌফিক যেন দেন আমিন।

  • @towfikultoshar6407
    @towfikultoshar6407 3 года назад +73

    মাশাল্লাহ❤️অনেক কিছু শিখতে পারছি
    এই সিরিজ এর পিছনে যারা আছে তাদের সবাই কে আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করেন। আমিন❤️

  • @tahminaakter7921
    @tahminaakter7921 Год назад +6

    আমি আগে কখনো সীরাহ শুনি নাই এই প্রথম,,,, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে,,আগে শুনি নাই তাই আফসোস হচ্ছে,, কিন্তু এখন শোনার তৌফিক দিসেন তার জন্য আলহামদুলিল্লাহ।

  • @LoveBangladesh-fw2pf
    @LoveBangladesh-fw2pf Год назад +2

    এই নিয়ে দ্বিতীয় পর্ব শুনা শুরু করলাম❤

  • @saifulislam-rk4qf
    @saifulislam-rk4qf 2 года назад +7

    আলহামদুলিল্লাহ প্রথম পর্ব শুনলাম, খুবই ভালো লাগলো৷ ইনশাআল্লাহ ক্রমশ সবগুলি পর্ব শুনব

  • @mdzummanmiah1766
    @mdzummanmiah1766 2 года назад +7

    মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ মহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন আদর্শ।

  • @AbulKashem-kv8zq
    @AbulKashem-kv8zq 3 года назад +23

    অনেক অনেক সুন্দর সিরিজ, অনেক ভাল লাগে নবীজির জীবনি, এ যেন হাসি, কান্না, দুঃখ, কষ্টে খুটিনাটি মিশ্রিত এক অসাধারণ জীবনি, তাছাড়া সাহাবীদের জীবনীও আমরা জানতে পারি। সাহাবীরা ছিলেন শ্রেষ্ঠ ও স্বর্নযুগের মানুষ

  • @SamiulIslam-dp5gi
    @SamiulIslam-dp5gi 2 года назад +7

    মাশাআল্লাহ,
    আল্লাহ আমাদের রাসুলের জীবনী শুনে রাসুলের যথাযথ অনুসরণ করার তৌফিক দান করুন। 🤲 আমীন ইয়া রব্বিল আলামীন 🤲

  • @torikulislam5476
    @torikulislam5476 5 лет назад +46

    আলহামদুলিল্লাহ।
    হযরত মুহাম্মাদ (স:)..
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @MdIslam-bv8zm
    @MdIslam-bv8zm 2 года назад +4

    আসসালামু আলাইকুম । আলহামদুলিললাহ ।যতই শুনি ততই ভাল লাগে।💕💕💕🇧🇩🇺🇸

  • @salauddinsarkar4336
    @salauddinsarkar4336 2 года назад +4

    যাই বলেন না কেন ভাই
    🌹🌷🌺আপনার তেলাওয়াত খুবই মনোমুগ্ধকর 🌺🌷🌹

  • @mdalamgir5185
    @mdalamgir5185 2 года назад +4

    মা শা আল্লাহ খুব ভালো লাগছে।

  • @mohammadrakib-hy3cg
    @mohammadrakib-hy3cg Год назад +6

    আলহামদুলিল্লাহ
    আল্লাহ উত্তম বিনিময় দিন আপনাদেরকে।

  • @gazientertainmentbd
    @gazientertainmentbd 4 года назад +35

    মাশাআল্লাহ
    আপনাদের সবগুলো ভিডিও খুব সুন্দর।
    আপনাদের ভালোবাসি ইসলামের জন্য, সত্যের জন্য, আল্লাহর জন্য।
    ভালোবাসি কোরআনের খেদমতের জন্য।
    #সোবহান আল্লাহ
    #আলহামদুলিল্লাহ
    #আল্লাহু আকবার
    #লা ইলাহা ইল্লাল্লাহু

  • @myselfsabnam5285
    @myselfsabnam5285 3 года назад +5

    মাশাআল্লাহ! আলহামদুলিল্লাহ। সীরাহ কি ও তার উৎস সম্পর্কে বিস্তারিত জ্ঞান‌ অর্জন করলাম। কেন নবী মুহাম্মদ সাঃ এর সীরাহ জানা ও এ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তদানুযায়ী জীবনযাপন করা অত্যাবশ্যক- তা আরো গভীরভাবে জানতে পেরে আগ্রহ বেড়ে গেল। জাযাকাল্লাহ খাইরান।

  • @NoorNoor-gu7nk
    @NoorNoor-gu7nk 3 года назад +4

    আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মারহাবা অনেক অনেক মারহাবা ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajuahamed7513
    @rajuahamed7513 2 года назад +4

    আলহামদুলিল্লাহ্...
    raindropes এর পক্ষ থেকে অনেক সুন্দর একটা উপহার।

  • @saddamtv9666
    @saddamtv9666 3 года назад +4

    আলহামদুলিল্লাহ।গত রমযানে শুনেছিলাম,এ রমযানেও শুনতেছি সীরাহ সিরিজটি।

  • @sknazmulislam9158
    @sknazmulislam9158 3 года назад +12

    আমার হৃদয়য়ের গভির থেকে আপনাদের টিম কে অনেক অনেক ধন্যবাদ। এত কস্ট করে নবীজির সাঃ এর সিরাহ কে এত সুন্দ্র ভাবে উপস্থাপন করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই কাজের বিনিময়ে জান্নাত দান করুন আমিন

  • @Quraniccure
    @Quraniccure 3 года назад +3

    আল্লাহুম্মা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

  • @nusratcowdhory6588
    @nusratcowdhory6588 2 года назад +4

    আলহামদুলিল্লাহ সব চেয়ে বেশি প্রিয় মোহাম্মদ সঃ আমিন

  • @বাংলাটিপস12
    @বাংলাটিপস12 Год назад +2

    আলহমদুলিল্লাহ,,,,,,,, মনোমুগ্ধকর সত্য,,,,, জাঝাকাল্লহূ খইর।

  • @safiaislamsafa9262
    @safiaislamsafa9262 2 года назад +3

    জাঝাকাল্লাহু খাইরান ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ ইয়া উখতি,আ'মিন🖤

  • @humanbeings4432
    @humanbeings4432 5 лет назад +186

    আমি এই সিরাহ পর্ব কতো খোঁজার পরে পেলাম।।।।
    আলহামদুিল্লাহ হি রাব্বিল আলামীন।।।

    • @parvinakter1431
      @parvinakter1431 4 года назад +1

      অনুবাদ কে করেছেন?
      কোন প্রকাশনী?

    • @humanbeings4432
      @humanbeings4432 4 года назад +3

      @@parvinakter1431prokashonir kotha shothik bolte parlam na.. bohut din age shunesi..notun kore abar shunte hobe...but raindrops media r jei group...sheta valo bhabe study krar porei... Series ti shuru korese...
      Akhane ''Authentic Hadis..r Quraan ul kareem'' er shundor uposthapon kora hoyese...apni shunle bujte prben..

    • @absiddiquenirjhor3538
      @absiddiquenirjhor3538 4 года назад

      “Minar media “ channel a paben.

    • @msdaisy1194
      @msdaisy1194 4 года назад

      @@parvinakter1431 hof

    • @parvinakter1431
      @parvinakter1431 4 года назад

      শুনার চেয়ে নিজে পড়তে পারলে ভালো।

  • @arfanarakhi5718
    @arfanarakhi5718 2 года назад +4

    মা শা আল্লাহ,,, আলহামদুলিল্লাহ,,,, জাজাকুমুল্লাহ❣️

  • @salmasultanazannatprima2999
    @salmasultanazannatprima2999 3 года назад +4

    আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দিক। এতো সুন্দর একটা সিরিজ এতো দিন পরে পেলাম,আল হামদুলিল্লাহ্।
    পুরো আলোচনা থেকে অনেক কিছু জানতে পারলাম, বাস্তব জীবনে প্রয়োগেই আসল বিষয়।
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ই জীবনের আসল শিক্ষা।

  • @user-dk6rf7ym7x
    @user-dk6rf7ym7x 3 года назад +22

    টানা তিন বছর ধরে শুনছি। যতো শুনি তত ভাল লাগে।

  • @antorkhan4235
    @antorkhan4235 2 года назад +2

    La Ilaha illallahu muhammadur rasulullah (s.a.w.)

  • @mdmuksudulmiah
    @mdmuksudulmiah Год назад +3

    হে আল্লাহ আমাদের সকল মুসলমান ভাই বোনদের কে হযরত মুহাম্মদ (সা:) এর উম্মতের উসিলায় আমাদের সবাইকে জান্নাত দান করুন।

  • @MonirHossain-ws9gl
    @MonirHossain-ws9gl 3 года назад +11

    অসম্ভব সুন্দর সীরাহ্ আল্লাহ আমাদের হেদায়েত দান করুণ আমিন।

  • @marzanislam226
    @marzanislam226 4 года назад +30

    এক কথায় অসাধারণ,খুব ভালো লাগছে।❤️❤️
    আল্লাহ এর প্রতিদান দিক আপনাকে।

  • @iqbalarachoudhury6055
    @iqbalarachoudhury6055 2 года назад +4

    আলহামদুলিল্লাহ প্রানের নবী জির উম্মত হয়েছি কিন্তু দুক্ক জনক আমরা কত টুকু জানি।

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 4 года назад +7

    আলহামদুলিল্লাহি রাব্বিল আ'লামিন । এই সিরিজটা অসাধারণ

  • @AzadVai-x7s
    @AzadVai-x7s 18 дней назад

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ।প্রথম পর্ব সুনে আমি কান্নায় ভেঙ্গে পড়েছি কতই না কষ্ট করেছেন আমাদের নবী দুনিয়ার জীবনে।

  • @shiuliparvin3897
    @shiuliparvin3897 Год назад +2

    খুব ভালো লাগছে। আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করুন

  • @mddelowarhossain7554
    @mddelowarhossain7554 Год назад +3

    আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আপনাদের উত্তম বদলা দান করুন এই অডিও লেকচার প্রস্তুত করার জন্য, এবং আমাদের কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর যথাযথ অনুসরণ করার তাওফীক দিন।

  • @naimaakther7118
    @naimaakther7118 2 года назад +1

    SalluAlaihiWaSallam besaq ameen Yaa Rabbul Alamin ...In Sha Allah

  • @AnwarHossain-kf6nz
    @AnwarHossain-kf6nz 4 года назад +15

    বিস্তারিত আলোচনা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ

  • @Srabon51-R
    @Srabon51-R 3 года назад +13

    আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এই সিরিজটা শোনার পর থেকে জীবনে অনেক পরিবর্তন এসেছে।
    সব আল্লার ইচ্ছা।

  • @abulhossain5579
    @abulhossain5579 5 лет назад +100

    আল্লাহ্‌ আপনাদের দুনিয়া ও পরকালে উৎকৃষ্ট প্রতিদান দান করুন। ---আমীন।

    • @mdzummanmiah1766
      @mdzummanmiah1766 2 года назад +2

      আমিন সুম্মা আমীন

  • @MdArifulIslam-wp6bg
    @MdArifulIslam-wp6bg 4 года назад +7

    আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ধরনের অসাধারণ কাজ করার জন্য। জাযাকাল্লাহ খাইরান

  • @nuaskar3960
    @nuaskar3960 2 года назад +1

    Jazakallahu khairan ❤️💖💗🎉💓💗💕💚💛🧡❤️💐🌹🥀🌷🌼🌻🏵️🌸🌺💮🌅🌄🥰🎉💓💗🎉💐💖💗💕💚🧡❤️🧡🌄🥰💓💕💚💛💖💗

  • @arfatcox1012
    @arfatcox1012 5 лет назад +26

    আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াত বাডিয়ে দিক আমিন

  • @sabbirbinmostafa9053
    @sabbirbinmostafa9053 5 лет назад +58

    আল্লাহ আপানাদের নেক হায়াত দান করুন

  • @mohiuddintheworld5582
    @mohiuddintheworld5582 3 года назад +7

    মাশাআল্লাহ
    এত সুন্দর বর্ননা আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ❤️

  • @ahmedfarhadrajib5633
    @ahmedfarhadrajib5633 3 года назад +10

    I love my prophet Muhammad (SAW.)💞

  • @nuruzzamanbablu4762
    @nuruzzamanbablu4762 Месяц назад

    আলহামদুলিল্লাহ, উপস্থাপকের উপস্থাপনা সত্যিই মনোমুগ্ধকর। আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমিন।

  • @AbdurRahim.71
    @AbdurRahim.71 Год назад +2

    রবের প্রিয় হব বলে ছেড়েছি যে পথ,
    সে পথে আর কখনো ফেরা না হোক।🥀

  • @nazim12370
    @nazim12370 2 года назад +2

    আলহামদুলিল্লাহ ২ পর্বে আসলাম

  • @roberbanda4379
    @roberbanda4379 4 года назад +24

    আলহামদুলিল্লাহ এই শিরা শোনার পর অনেক কিছু জানতে পারলাম

  • @RejaulKarim-zq8so
    @RejaulKarim-zq8so 5 лет назад +19

    আলহামদুলিল্লাহ, আল্লাহুআকবার

  • @jahirsk8608
    @jahirsk8608 6 лет назад +99

    শায়েখ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাইয়া আপনি এগিয়ে যান আল্লাহ আছেন আপনার সাথে

    • @MdMonir-yi4uj
      @MdMonir-yi4uj 5 лет назад +4

      ❤️

    • @tarafderchanal6364
      @tarafderchanal6364 4 года назад +3

      মাশা-আল্লাহ খুব সুন্দর।

    • @bachumia5652
      @bachumia5652 4 года назад +1

      💚💙

    • @sadaqahjariyah1699
      @sadaqahjariyah1699 19 дней назад

      শায়েখ? আবার,ভাইয়া? 😅
      - আসলে যিনি আলোচনা করছেন উনি একজন তরুণ-যুবক। উনাকে ভাই বলা যায়। উনার নাম : মাহবুবুর রহমান,মাহবুব ভাই বলতে পারেন।
      তবে,যিনি এই সীরাহ লিখেছেন তিনি একজন শায়েখ। রাহিমাহুল্লাহ ☝️

  • @skjabedali3944
    @skjabedali3944 3 года назад +2

    আলহামদুলিল্লাহিরাবিল আলামিন । আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর সঙ্গে অন্তর দিয়ে ভালোবাসার তৌফিক দান করুন।( আল্লাহুম্মা রাব্বানাআমিন)

  • @shohelsheikh2157
    @shohelsheikh2157 2 года назад +2

    আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 🤲

  • @RaselerKaj
    @RaselerKaj 5 лет назад +138

    মাশাল্লাহ 😍 এত্ত সুন্দর একটা সিরিজ উপহার দেওয়ার জন্য 👌💙

  • @samihafarha7666
    @samihafarha7666 Год назад +5

    আলহামদুলিল্লাহ। আমি গর্বিত, আমি মুসলিম। শেষ নবীর উন্মত।

  • @সংশপ্তক-ঞ৬গ
    @সংশপ্তক-ঞ৬গ 3 года назад +9

    ইয়া অাল্লাহ,
    ইসলামের প্রতি অামাদের জ্ঞান পিপাসা বাড়িয়ে দিন।

  • @islamic4309
    @islamic4309 4 года назад +6

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করোক আপনার কথা গুলো বহুত মানুষের মনে সিরাত পরতে উৎস হ জোগাবে জাজাকাল্লাহ খায়ের

  • @mdfazrulhaque3568
    @mdfazrulhaque3568 4 года назад +15

    জাঝাকুমুল্লাহু খইরন,,,

  • @ibtieee5207
    @ibtieee5207 2 года назад +3

    কিছু কথা কলিজায় লাগে। আপনাদের ধন্যবাদ।

  • @MuktadulIslam-vr3pr
    @MuktadulIslam-vr3pr 10 месяцев назад +1

    পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহামানবের জিবনী এভাবে বর্ননা করে আমাদেরকে শুনার ও বুঝার ব্যাবস্থা করার জন্য আপনাদের জন্য অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও ভালোবাসা রইল,

  • @rakibulhassan6646
    @rakibulhassan6646 4 года назад +8

    ঠিক বলছেন আপনাকে আললাহ উত্তম প্রতিধান করুক আমিন

  • @nusratcowdhory6588
    @nusratcowdhory6588 2 года назад +1

    Mash Allah Sheikh post

  • @abidtusher5521
    @abidtusher5521 2 года назад +1

    SubahanAllah JajakAllah Khair Alhamdulillah

  • @tazim5039
    @tazim5039 Год назад

    আলহাদুলিল্লাহ, ২য় পর্ব শুনা শুরু করলাম। ইনশাল্লাহ, শেষ করব।

  • @mdabdulla403
    @mdabdulla403 2 года назад

    সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ।

  • @halimmiya6812
    @halimmiya6812 2 года назад +1

    প্রতিটি পর্বে সীরাহঃ সম্পর্কে যে ৫/৬মিনিট তারও বেশি) অতিরিক্ত কথাগুলো মজা হারিয়ে ফেলছি

  • @RejbulMolla-jk7si
    @RejbulMolla-jk7si 5 месяцев назад +1

    Ma sha allah jajakumulla hu khairan ❤❤❤❤❤❤

  • @md.abirhossain3857
    @md.abirhossain3857 2 года назад +2

    অসাধারণ আয়োজন। আন্তরিক ভালোবাসা রইল।

  • @shohanrahman37
    @shohanrahman37 2 года назад +2

    Allah apnader,uttom protidan dik ameen

  • @jonymia26
    @jonymia26 4 года назад +5

    আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আল্লাহুমা আমিন

  • @sayatneherin4174
    @sayatneherin4174 2 года назад +1

    Ma Sha Allah ,onek onek shukriya ❤️❤️

  • @syedshahakibulhusain2567
    @syedshahakibulhusain2567 Год назад +1

    আমি জানি না, আপনি যতবার তার/তাকে বলে নবী (সা:) কে সম্মোধন করছেন ততবার আমার কিরকম একটা অনুভব হচ্ছে। কেন জানি মনে হচ্ছে সর্বোচ্চ সম্মানটুকো দেওয়া হচ্ছে না।
    দু:খিত আমি কোনো ভুল বললে। তবে আমার মনে হয় উনি/উনাকে/আপনি বলে সম্মোধন করা উত্তম। এতে নবীর প্রতি সর্বোচ্চ সম্মান প্রর্দশন হবে বলে আমি মনে করি।
    ধন্যবাদ এত সুন্দর ও ভালো একটা জিনিস আপনি / আপনারা আপলোড করেছেন।

  • @jonymia26
    @jonymia26 4 года назад +20

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

  • @RajuAhamedNayan
    @RajuAhamedNayan 8 месяцев назад +1

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

  • @sharminshemu1845
    @sharminshemu1845 5 лет назад +5

    সীরাহ আমার খুব প্রিয়, ধন্যবাদ rain drops media.

  • @MuslimachyMuslima
    @MuslimachyMuslima Год назад

    আলহামদুলিল্লাহ আল্লাহ যোনা আমার মা বাবা ও আমার জীবনের চাইতেও আমার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ও আমার আল্লাহ কে বেশি ভালোবাসার তাঅপিক দান করেন আমিন ❤❤❤ এবং আজ থেকে সীরাহ শোনা শুরু করলাম আমিন

  • @sifatsorkar9500
    @sifatsorkar9500 Год назад +3

    আমাদের নবী (স) এর জীবনী কিরকম ছিল আর আমাদের জীবন কিরকম 😔পুরো জীবনে শুধু পাপ আর পাপ

  • @marzanbinmahmud1834
    @marzanbinmahmud1834 4 года назад +30

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু...
    আমি রেইনড্রপস মিডিয়া ও ভাইদের কাছে আজীবন কৃতজ্ঞ।দোয়া করি আল্লাহ আপনাদের উত্তম জাজা দান করুন।

  • @sakiurrahmanhemel2760
    @sakiurrahmanhemel2760 3 года назад +16

    ভালোবাসি ইয়া রাসুলুল্লাহ সাঃ এটা ২০২১ মহা ফিতনার যুগ। এই মহান মানুষের আদর্শই আমাদের পথ

  • @AbdurRahim-rl2jy
    @AbdurRahim-rl2jy 2 года назад +3

    Masallah
    Zazakallahu khairan for give us a wonderful sirah of Mohammad s.

  • @servantofallah3909
    @servantofallah3909 4 года назад +9

    খুবই উপকৃত হলাম ভাই,,,,, আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক আমিন💓💝💘💕💞

  • @mdnurulhoque5799
    @mdnurulhoque5799 4 года назад +4

    আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন ।চমৎকার । অশ্রোতিপূর্ব ।

  • @nazmulhassan114
    @nazmulhassan114 Год назад

    Sara jibon khaisi r gumaisi allah ekhon janar toufik dissen alhamdulillah

  • @MahadiHasan-lw3zu
    @MahadiHasan-lw3zu 3 года назад +5

    এই ভিডিও গুলো হৃদয়ে নতুন জাগরণ সৃষ্টি করে ❤️ ইমানী চেতনা বৃদ্ধি পায়।
    আল্লাহ আপনাদের এই ভালো কাজকে কবুল করুন।

    • @yttv3850
      @yttv3850 3 года назад

      I in in hb try hi by

  • @haicamwllwll6584
    @haicamwllwll6584 2 года назад +9

    বর্তমানে অনেক ইসলামিক ভিডিও দেখি যেগুলোতে কথার সঙ্গে একেবারে soft background sound add থাকে । কিন্তু এভাবে ইসলামিক কোনো কিছুর সাথে এরকম sound effect অসহ্য নীয় খারাপ লাগে ।
    কিন্তু আপনাদের কথাগুলোর সঙ্গে background কিছু যুক্ত নেই । এই সুক্ষ জিনিস থেকে ও আপনারা সাবধান থেকেছেন এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে । আল্লাহ আপনাদের কবুল করে নিক ও উত্তম প্রতিদান দান করুক

    • @Hafsa-y5r
      @Hafsa-y5r 5 месяцев назад

      ঠিক বলছেন একমত

  • @mdraselsheakh8097
    @mdraselsheakh8097 3 года назад +5

    আলহামদুলিল্লাহ আমিও ১ পর্ব শেষ করে ২ পর্ব শুনতেছি

  • @sajidchowdhury5597
    @sajidchowdhury5597 2 года назад +3

    Bhai, Allah apnake duniya o akhirate sofolota daan korun🤲

  • @Emilya_ahtaran
    @Emilya_ahtaran 2 месяца назад

    আলহামদুলিল্লাহ।
    আল্লাহ উত্তম প্রতিদান দিন সংশ্লিষ্ট সবাইকে 🎉