Keran গ্রাম -- POK নদীর ওপারেই ৫০ মিটার দূরে | LOC তে স্নান করলাম | Offbeat Kashmir Part 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @SamratGuha007
    @SamratGuha007 3 месяца назад +15

    শিবাজীদা, এই ভিডিওটার জন্য একটা লাইক তো দেওয়াই যায়,বিশেষত সত্যি কথাটা স্পষ্ট ভাবে বলার জন্য যে,the whole Kashmir only belongs to India.স্যালুট শিবাজীদা আর পৃথ্বীদাকে।

  • @shibanibiswas217
    @shibanibiswas217 3 месяца назад +12

    এক নতুন কাশ্মীরের রূপ ফুটে উঠল এই ভিডিওতে… ❤❤❤যখন পাক অধিকৃত কাশ্মীরের অধিবাসীদের সঙ্গে যখন কথা বলছিলেন বা কিষাণগঙ্গা নদীতে হিমশীতল জলে স্নান করছিলেন… আর সত্যি বলছি একরকম শিহরণ খেলে যাচ্ছিল … অসম্ভব ভালো লাগছিল…❤❤
    শিবাজীদার সঙ্গে একমত যে সাধারণ মানুষ সবজায়গাতেই সত্যিই একইরকম হয়… ❤
    আমরা ভারতবাসী সবাইকে সম্মান করতে জানি যতই প্রতিবেশী দেশ বিদ্বেষপরায়ণ হোক না কেন… পৃথ্বিজিৎদার সঙ্গে একদম সহমত❤
    যাইহোক অসাধারণ একটি ভিডিও দেখলাম… মনে রাখার মতো…❤একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইল দুই দাদার জন্য❤

  • @rrimipaul
    @rrimipaul 3 месяца назад +48

    পৃথ্বীজিৎ বাবুর কথার সাথে একদম সহমত।
    ১) কলকাতার নাম ঐ বোর্ডে নেই যেটা থাকার কথা আগেই ছিল ।
    2)অবশ্যই আমরা শান্তি প্রিয় যতক্ষন না কেউ চিমটি কাটে যেটা আমাদের শত্রু মিত্র খুব ভালো করেই জানে ।
    আমার খুব খুব খুব ই পছন্দের চ্যানেল ।শিবাজী বাবুর উপস্থাপনা অসাধারণ ।
    দুই বন্ধু কে আগামী দিনের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন 🥰

    • @sourav_biswas
      @sourav_biswas 3 месяца назад +5

      আমরাও তীব্র প্রতিবাদ জানাচ্ছি কলকাতার নাম না থাকার জন্য

    • @swapantarafder7629
      @swapantarafder7629 3 месяца назад +1

      যারা নামগুলো লিখেছেন তারা বোধহয় কলকাতার নাম জানে না।

    • @bbbmaity26
      @bbbmaity26 Месяц назад

      alcohol niye jaba jabe ki

  • @bimalbanerjee5522
    @bimalbanerjee5522 3 месяца назад +34

    পৃথ্বীজীৎ বাবু ঠিকই বলেছেন।তবে আপনাদের স্নানটা ঐতিহাসিক স্নান হয়ে থাকল।

  • @TheBongXplorer
    @TheBongXplorer 3 месяца назад +9

    ❤❤ কেরান এক কথায় অনবদ্য জায়গা, আর শেষে গরম মটন আর ভাত❤

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 3 месяца назад +12

    দেশ ভাগা ভাগি করে দেশের রাজনৈতিক নেতারা গদির লোভে , দেশের সাধারণ মানুষ সব সময়ই শান্তিপ্রিয় থাকতেই চায় , খুব ভালো লাগলো এই কেরান পর্ব , বাংলা থেকে এত দূরে গিয়েও এতগুলো বাঙালির সঙ্গে দেখা , এটাও ভাগ্যের ব্যাপার , প্রাকৃতিক শোভা নিয়ে কোনো কথা না বলাই ভালো , ভালো থাকুন সুস্থ থাকুন , পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ।

  • @ashimaroy8342
    @ashimaroy8342 3 месяца назад +7

    এই অফবিট কাশ্মীর কে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ।এতো সুন্দর, প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।এটাই তো জননত।যদি পৃথিবীতে ধর্মের,ভাষার, রাজনীতির হানাহানি না থাকত তবে পৃথিবী টা আরও কত সুন্দর হত।

  • @sikhadutta9374
    @sikhadutta9374 3 месяца назад +12

    এ এক নতুন কাশ্মীরকে আমাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।আর একটা কথা বলতেই হচ্ছে,যখন কিষাণ গঙ্গা নদীর পারে দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীরকে দুই বাহু প্রসারিত করে হ্যালো বলে সম্বোধন করলেন,তখন ভারতীয় বলে খুব গর্ব ও আনন্দিত হলাম। ভারতীয়রা প্রতিবেশী হিংসুটে, প্রতিহিংসা পরায়ন জেনেও আমরা ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পারি।❤❤

  • @artislife8103
    @artislife8103 3 месяца назад +14

    অসাধারণ লাগলো জাস্ট যেমন প্রকৃতিক সৌন্দর্য সেরকম রোমাঞ্চকর টান টান অভিজ্ঞতা । শিবাজী দা অসাধারণ উপস্থাপনা আর পৃথিজিৎ দা আপনি আজকে এক এক টা যা ডায়লগ দিচ্ছেন আজ কে ফাটিয়ে দিয়েছেন মশাই। 😂🙊👏 জিও পাগলা ❤

  • @tusharmandal5107
    @tusharmandal5107 Месяц назад +1

    কেরান গ্ৰামের আশপাশ এলাকা কিষান গঙ্গা নদী এলোমেলো ভাবে সাজানো প্রকৃতি দেখতে দেখতে সপ্নের দুনিয়া ঘুরে দেখার মতো মনে হল

  • @tapassanyal3555
    @tapassanyal3555 3 месяца назад +4

    দাদা আপনারা বলছেন অফবিট কাশ্মীর ঘুরতে আসার জন্য। দাদা আপনাদের চোখ থেকে দেখছি। খুব খুব ভালো লাগছে। কিন্তু ওখানে কাউকে আস্তে বলার দরকার নেই। ওখানে বেশি কেউ গেলে এত সৌন্দর্য সব শেষ হয়ে যাবে। সব হোটেল বানাবে। তাই যে রকম আছে আপনাদের মতো ব্লগার দের চোখে দেখবো ❤❤

  • @nilakshimukherjee821
    @nilakshimukherjee821 3 месяца назад +4

    সাধারণ মানুষ সব জায়গায় একই রকম... গায়ে কাটা দিচ্ছে আমার। সম্মান ভালোবাসায় বেঁচে থাকুক মানুষের সাধারণ জীবন।

  • @sampamadhu9907
    @sampamadhu9907 3 месяца назад +8

    দারুন দারুন। পৃথ্বীজিতদার মন্তব্য টি একেবারে সত্য।

  • @swapanbanerjee6421
    @swapanbanerjee6421 3 месяца назад +1

    এর আগেও কেরন গ্রামের ভিডিও দেখেছি কিন্তু আজ যেভাবে দেখলাম তার তুলনা নেই। আপনারা যেভাবে আনন্দ করলেন আমরাও যেন তাই করলাম । ধন্যবাদ আপনাদের। ভাল থাকবেন।

  • @amithaldar2061
    @amithaldar2061 3 месяца назад +45

    শিবাজী বাবু আপনি বিবাহিত হতে পারেন তবে আসল সংসারী কিন্তু পৃথ্বীজিৎ বাবু। উনি বাজারের দরদাম ঠিক জানেন।

  • @rathinroy3444
    @rathinroy3444 3 месяца назад +2

    অসাধারণ লাগল। তোমাদের জন্যই এমন দৃশ্য দেখার সুযোগ পাচ্ছি। এই বয়সে আমাদের যাওয়া সম্ভব নয়। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই।

  • @souravbiswas1641
    @souravbiswas1641 3 месяца назад +4

    অসাধারণ সৌন্দর্য। 😮😮 আর প্রথমের ঐতিহাসিক দাদা কে জানাই প্রাগৈতিহাসিক যূগ থেকেই অখন্ড ভারতের অস্তিত্ব আছে যা বর্তমানে নানা ভাবে প্রমাণিত। এর বেশি কিছু বলছি না।😂

  • @sarojbose6015
    @sarojbose6015 3 месяца назад +1

    অসাধারণ খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @meditatewithsoulfulmusic6106
    @meditatewithsoulfulmusic6106 3 месяца назад +4

    Thanks for such a mind-blowing 👍 experience had no idea of offbeat Kashmir I don't know whether I will ever be lucky enough to visit this beauty but anyway thanks to both of you to giving us such a beautiful experience ❤❤❤❤ 🙏🙏🙏👍👍👍

  • @manishasgharoyarannaghar8086
    @manishasgharoyarannaghar8086 3 месяца назад +1

    Darun darun 🎉 🎉❤❤sundor khub bhalo laglo😊 tomader r ami o khub enjoy korlam thank 😊 u

  • @spc3461
    @spc3461 3 месяца назад +9

    অসাধারণ ভিডিও শিবাজি দা! কেরান গ্রামের সৌন্দর্য এবং পিওকে নদীর ওপারের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এলওসি তে স্নান করার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আরও এমন অফবিট কাশ্মীরের ভিডিওর অপেক্ষায় রইলাম। 👍

  • @himanishbose5771
    @himanishbose5771 3 месяца назад +1

    Truly fantastic...dada apni na share korla jantam i na...thats y its explorer shibaji.......just awesome...thanks fr sharing

  • @MitaDutta-g9c
    @MitaDutta-g9c 3 месяца назад +58

    দেশের মাটি ভাগ করেছে, দিয়েছে গণ্ডি কেটে / সীমানা দিয়ে আটকেছে তায় কতোই খেটেখুটে / সৌন্দর্য তো এক ই আছে আটকানো কি যায়? / ঘরে বসেই উপলব্ধ তোমাদের ক্যামেরায়।। খুব ভালো ও সুস্থ থেকে এভাবেই আনন্দের হাট বসিয়ে দাও। মিতাদি ( ডাঃ মিতা দত্ত)

    • @rashidasultana7982
      @rashidasultana7982 3 месяца назад

      আপনার ভিডিও মাধ্যমে আবারও নতুন অভিযানের অভিজ্ঞতা উপভোগ করলাম। সত্যি অসাধারণ একটা অনুভূতি এবং সহমত পোষণ করলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।পৃথিদার সাথে সব সময় সহমর্মি থাকবো আর যুক্তিগুলো তো তুলনাহীন। 😊😊

  • @indrajitdebnath1179
    @indrajitdebnath1179 3 месяца назад +1

    Ashadharon ekta video dekhlam. Emni emni Kasmir k bhusargo boli keno amra. Apurbo apurbo ❤❤❤

  • @chinumondal9233
    @chinumondal9233 3 месяца назад +6

    Grambasidar bankar ta dakhano ki khub dorkarchilo??

    • @explorershibaji
      @explorershibaji  3 месяца назад +3

      শিক্ষকের মত একটু বোঝাই আপনাকে, আপনিও ভালো ছাত্রের মত বোঝার চেষ্টা করবেন: বাংকার টা কোথায় সেটা গুরুত্বপূর্ণ শত্রু পক্ষের কাছে, বাংকার টা নয়। আপনার কি মনে হয় বাংকার যে আছে সেটা উল্টো দিকের কেউ জানে না? আমি বাংকার দেখিয়েছি, বাংকার টা ঠিক কোথায় সেটা দেখিয়েছি কি?
      Logical reasoning practice করুন, কমেন্ট করার আগে বুদ্ধির গোড়ায় সার দিন।

    • @chinumondal9233
      @chinumondal9233 2 месяца назад +5

      @@explorershibaji ato sundor kora sob dakhalan bojalan r bolchan dakhaini.apni sikkhok hobar somoe oe ki saar bollanna ota aktu basi nea falachilan boja jaccha.r amra daklam ba apni nejae bollan pakisthan ki jana satao apni janan.apni kamon sikkhok boja sabai.r akhon dakchi apnar students aro avab.tai you tube'a jaka taka students banea nicchan.aga valo sikkhok hon sir.

  • @amiyaacharya7791
    @amiyaacharya7791 3 месяца назад +2

    I am very much pleased to watch this episode.Best wishes to you and full team

  • @manabendraghoshroy2422
    @manabendraghoshroy2422 3 месяца назад +4

    দত্তবাবুর মন্তব্যটা ১০০ ভাগ বাস্তব। POK এর বাসিন্দারাই সত্যটা বলে দিচ্ছে 😂

  • @sadekur8505
    @sadekur8505 3 месяца назад

    Wow কি দেখালেন মশাই LOC দাঁড়িয়ে হাত নাড়া, হ্যালো বলা just অসাধারণ। দারুন দারুন

  • @somindranathsarkar7741
    @somindranathsarkar7741 3 месяца назад +3

    Shivjibabu it was excellent experience offbeat destination at kashmir valley, and for Prithijitbabu you look like 007 James Bond😢😮😅😊😂❤

  • @kousikgangopadhyay9086
    @kousikgangopadhyay9086 3 месяца назад +2

    Just awesome Bhai. I was posted in J&K in the late nineties and toured several villages. But this video of Keran is just wonderful..As usual Kashiri people are very friendly and warm in their behaviour. Darun laglo Shibaji

  • @PrasantaBasu-sj9vk
    @PrasantaBasu-sj9vk 3 месяца назад +5

    খুব সুন্দর লেগেছে এই এপিসোডটা I পৃথ্বীজিৎ বাবুর মন্তব্যের প্রসঙ্গে জানাই যে কথাটা হয়তো উনি ঠিকই বলেছেন যে আমরা কখনো আক্রমন করব না তাই সুন্দর সুন্দর ঘরবাড়ী I আমি অন্য ইউ টিউবে কেরনের উল্টোদিকের নীলম ভ্যালীর ছবি দেখেছি I পাকিস্তান সরকার ওখানে বড় বড় হোটেল তৈরী করার অনুমতি দিয়েছে I প্রচুর বিদেশী পর্যটক আসেন নীলম ভ্যালীর সৌন্দর্যের টানে I ভারতের দিকে কিষেনগঙ্গা নদীর এপারের সৌন্দর্য্য সুন্দর এই কথাটা যেমন ঠিক তেমনি বিভিন্ন ইউটিউবারের নীলম ভ্যালী এপিসোডে দেখা জায়গাটার দৃশ্য তেমনি অসাধারণ I আফশোষ হয় কয়েকমিটার দূরত্বের ঐ জায়গাটায় না পৌঁছতে পারা I তবে খুব কাছ থেকে দেখাটাও বড় কম কথা নয় I আপনাদের সুবাদে পর্যটনপ্রিয় বাঙালীর দেখা হল পাক অধিকৃত কাশ্মীরের কিছুটা অঞ্চল I সেটাই বা কম কি I ধন্যবাদ আপনাদের I

  • @supriyasengupta9254
    @supriyasengupta9254 3 месяца назад +2

    অপূর্ব! অপূর্ব! অপূর্ব!!! অসাধারণ!!!
    অশেষ অশেষ অশেষ ধন্যবাদ তোমাদের সবাইকে।

  • @ChanchalRoy-tn9bz
    @ChanchalRoy-tn9bz 3 месяца назад +3

    ৪৮ মিনিট ২৯ সেকেন্ড ঠিক আপনাদের পেছনেই ছিলাম , সুন্দর উপভোগ করলাম।
    মটন টা আর একটু ঝাল হোলে ভালো হতো ❤❤❤❤

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 3 месяца назад +1

    আপনার ব্লগ এ যে পাকিস্তান এর দেখা পাবো এটা সত্যিই কোন দিন আশা কড়ি নি,এটা খুবই অপ্রত্যাশিত ছিলো,বেশ নতুনত্ব।

  • @PersoniCosmetic
    @PersoniCosmetic 3 месяца назад +4

    অপূর্ব অপূর্ব এত সুন্দর দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল
    এত সুন্দর দৃশ্য দেখে মন প্রাণ একদম জুরিয়ে যায়
    শিবাজী দা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও গুলো বানিয়া আমাদের সামনে তুলে ধরেন
    অপূর্ব দারুণ ভিডিও

  • @BulbulSoren-s8k
    @BulbulSoren-s8k 3 месяца назад

    "অফ বিট কাশ্মীর"....অসাধারণ লাগছে.. আর এই এপিসোড টা নিয়ে কোনো কথা হবে না..আমি জাস্ট ফিদা হয়ে গেছি ❤

  • @A.CHOWDHURY
    @A.CHOWDHURY 3 месяца назад +6

    পৃথি ও শিবাজী হারিয়ে গেছে অফবিট কাশ্মিরে।

  • @madhumitadas1560
    @madhumitadas1560 3 месяца назад +1

    অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের কাশ্মীর।আপনার ভিডিও দেখেই জানতে ও দেখতে পারলাম অফবিট কাশ্মীর । খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

  • @subhajitparia3251
    @subhajitparia3251 3 месяца назад +3

    37:30 prithwijit sir amar moner kotha bole fellen ❤

  • @sougatabose7481
    @sougatabose7481 3 месяца назад +1

    Osadharon memorable ekta video just different kind of flavour in un known Kashmir.

  • @JakirulSh
    @JakirulSh 3 месяца назад +5

    অসাধারণ ভাই মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, বাংলাদেশ থেকে, আপনাকে ধন্যবাদ, 🇧🇩🇧🇩👍

  • @AsimBhattacharyya65
    @AsimBhattacharyya65 3 месяца назад

    Thanks

  • @moumitaroy5279
    @moumitaroy5279 3 месяца назад +1

    2.12 মিনিট, পৃথি দাকে পুরো Mohabbatain film এর Saharuk khan lagche ❤,

  • @sumanabhaduri3975
    @sumanabhaduri3975 3 месяца назад

    Daaaruuuun laglo 👌 kisan Ganga river,LOC scenic beauty ❤ khub enjoy korlam 😮

  • @sayaksc3590
    @sayaksc3590 3 месяца назад +2

    Arey Baah Daroon daroon 👌👌❤️ Fantastic Vlog ❤️ Offbeat Kashmir jome jachhe puro 🔥🔥 uff ki dekhlam Aparooop Soundorjo..view ta byapok 👌 Sathe tmar chan kora ta seraa 🔥 Prithwijit da katha ta ekdom thik bolechhe...Rattirey bhaat mangsho jome gachhe puro 😋😋 Enjoy ❤️❤️❤️❤️

  • @rituparnabhattacharyya7427
    @rituparnabhattacharyya7427 3 месяца назад

    অসাধারণ video দাদা।এক বার ই গেছি কিন্তু আপনার ভিডিও দেখার পরে মনে হচ্ছে বার বার যেতে হবে।কি অপূর্ব সুন্দর আমাদের দেশ

  • @rajunath9295
    @rajunath9295 3 месяца назад +1

    ভীষন ভালো লাগলো। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ এতো সুন্দর দৃশ্য দেখানোর জন্য

  • @ashokchatterjee4156
    @ashokchatterjee4156 3 месяца назад +1

    অসাধারণ জায়গা দাদা দারণ লাগছে দেখে POK নাম সুনি কিন্তু আজ পোক্তক দেখলাম দারুণ লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবাই

  • @suprionag9551
    @suprionag9551 3 месяца назад +1

    অপূর্ব পাক অধিকৃত কাশ্মীর সীমান্ত ভ্রমন
    আমি ও তোমাদের সাথে সংগী হলাম না কেন! খুব আফশোস হচ্ছে।
    পাকিস্তান ভারতের ভাগ তো ভবিতব্য
    এর জন্য মানুষের ভাগ হয়না।
    তোমরা যে ভাবে ওপারের লোকের সংগে ইশারায় ভাব বিনিময় করলে সেটার জন্য Kudos
    অনেক অনেক ধন্যবাদ এই ভ্রমণ পরিবেশনার জন্য

  • @soniamandal667
    @soniamandal667 3 месяца назад

    দারুন দারুন আজকের এপিসোড সব থেকে সেরা , আজ আপনাদের সাথে সৈকত দা কে দেখে খুব ভালো লাগলো কারণ আমি দাদার ভিডিও দেখি মাঝে মধ্যে .. অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য , আমার মত অনেক মানুষ আছেন যাদের আমার মতোই গোটা ভারতবর্ষ ঘুরে দেখার ইচ্ছে হয় কিন্তু ঘুরতে যাওয়ার সামর্থ থাকে না .. তাদের স্বপ্ন গুলো একটু হলেও পূরণ হয় শুধু মাত্র তোমাদের জন্য .. ❣️

  • @atulchandraroy9692
    @atulchandraroy9692 3 месяца назад +1

    দাদা অসাধারণ, বাংলাদেশ থেকে দেখছি, আমরা সাধারণ মানুষ হয়তো সরাসরি দেখতে পারবোনা তাই আপনার মাধ্যমে একটু উপভোগ করলাম, নমস্কার দাদা

  • @sekharroy7878
    @sekharroy7878 3 месяца назад +1

    কাশ্মীরের অপরূপ সৌন্দর্যের মধ্যে আড্ডার মেজাজে পর্বটা বেশ ভাল লাগল।

  • @dolabiswas5514
    @dolabiswas5514 3 месяца назад +1

    Ajker video ta just fatafati akta advut feelings hocchilo ami r vasha khuje pachina ami kobe jabo janina sob iswarer iccha valo thakun 👍👍🙏

  • @premanandabiswas8127
    @premanandabiswas8127 3 месяца назад +1

    কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা অসাধারণ অসাধারণ অসাধারণ কিভাবে 48 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না।❤

  • @dipankarbasu4588
    @dipankarbasu4588 3 месяца назад

    এখন পুরো ভিডিও দেখলাম,আবার সেই একই কথা.. অসাধারন লাগলো,আর আপনাদের উপস্থাপনা তো অনন্য❤❤

  • @samirchakraborty9408
    @samirchakraborty9408 3 месяца назад

    অপূর্ব সুন্দর দৃশ্য। দেখে মন ভরে গেল। সৌন্দর্য'ত সবই আছে শুধু দেশটাই ভাগ হয়ে গেল।

  • @triptighosh5470
    @triptighosh5470 3 месяца назад +1

    নদীর ধারে গ্রাম, আবার সেই নদীতে নামা যায়, অপূর্ব, আর এত সুন্দর জায়গা কিছুই বলার ভাষা নেই। আগের পর্ব গুলো বারবার দেখছি। অনেক অনেক ধন্যবাদ,ভালো থাকবেন।শুভ রাত্রি।

  • @sandipmukhopadhyay4967
    @sandipmukhopadhyay4967 3 месяца назад

    অসাধারণ লাগলো । সব চেয়ে ভালো লেগেছে তোমার ঐ ঠান্ডায় স্নান করা, পৃথ্বীজিৎ এর দারুন বক্তব্য , কেনো এপারে বেশি ঘর বাড়ি নেই তার ব্যাখা। খুব ভালো প্রচেষ্টা। নিশ্চই কলকাতার নাম থাকা উচিৎ।

  • @santanuroy8329
    @santanuroy8329 3 месяца назад

    Khub sundor....Ei tour ta apnar chokh dea dekhar ichhe anek dine dhorei chilo but at last holo.... waiting for next episode

  • @Amimeghmollar18
    @Amimeghmollar18 3 месяца назад +1

    প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই শিবাজীদাকে,কেরান উপহার দেওয়ার জন্য ।আজকের ভিডিও টা যখন দেখছি -যত গভীরে যাচ্ছি তত আপনার মতো আবেগ কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছিলাম।মনে হচ্ছিলো এক ছুটে ওখানে গিয়ে চিৎকার করে বলি-ফিরিয়ে দাও আমাদের এক টুকরো স্বর্গ।
    কোনোদিন যেতে পারবো কিনা জানিনা তবে এই ভিডিও আমার কাছে সেরা হয়ে থাকবে।
    পৃত্থীজিৎ দার কথার সঙ্গে আমি একমত।কোলকাতার নাম লিপিবদ্ধ হোক।
    আর আমরা সত্যি ই শান্তিপ্রিয় মানুষ।সচরাচর ঝামেলা এরিয়ে চলতে সাচ্ছন্দ বোধ করি।😊

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 3 месяца назад

    দারুন ভিডিও ❤️❤️ সত্যি দারুন লাগলো সাথে ডিনার জমিয়ে ফাটাফাটি ❤️❤️❤️

  • @sabarisarkar5964
    @sabarisarkar5964 3 месяца назад +1

    অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দাদা।নদীর ওপারের হাত নাড়ার দৃশ্য রোমাঞচ জাগায়। অপূর্ব লাগলো সব কিছু।

  • @shibprasaddutta2658
    @shibprasaddutta2658 3 месяца назад

    খুব ভালো লাগলো বীরভূম থেকে অনেক ধন্যবাদ শিবাজী দা ও পৃথ্বীজিৎ দা কে।❤❤❤❤❤❤❤

  • @saswatibanerjee2660
    @saswatibanerjee2660 3 месяца назад

    অসম্ভব সুন্দর এই জায়গা গুলো আপনাদের জন্যই দেখা সম্ভব হল।সশরীরে গিয়ে দেখা তো আর সম্ভব হবে না।আপনাদের অসংখ্য ধন্যবাদ।

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 3 месяца назад +1

    কাশ্মীর মানেই সৌন্দর্য এর শেষ কথা, এভরিথিং ভালো আর ভালো। ভালো থাকবেন আপনারাও।

  • @arundatta2423
    @arundatta2423 3 месяца назад

    একটাই কথা অপূর্ব অপূর্ব অপূর্ব। আর আপনাদের দেখে খুবই হিংসা হচ্ছে।
    আবার আফসোস হচ্ছে এই ভেবে যদি বয়স টা সত্তর না হয়ে পঞ্চাশ হত,তা হলে আপনাদের সঙ্গ ছারতাম না।
    ভাল থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা জানালাম।

  • @parthasarathisarkar8046
    @parthasarathisarkar8046 3 месяца назад +1

    অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য।দেখে মন ছুঁয়ে গেল। কেরান গ্রাম টি অসাধারন সুন্দর।❤❤❤

  • @rinabanerjee2789
    @rinabanerjee2789 3 месяца назад +1

    অসম্ভব সুন্দর লাগলো
    প্রতি টা দৃশ্য অসাধারণ লাগলো। খুব মন দিয়ে প্রতি টা জায়গা দেখতে হচ্ছে।কি ভালো।

  • @abgr3777
    @abgr3777 3 месяца назад

    Shibaji da all I want to say is thankyou so much for capturing it so beautifully and sharing with us. Ami apnar ae series ta back to back dekhlam and mone hole jeno ami nejei gure Elam. Apnar video gulo are breather. Ar Prithiraj da'r kotha ki bolbo, he is an amazing person. Darun and to the point kotha. You both keep us the good work

  • @MrinalBasak-pp2mm
    @MrinalBasak-pp2mm 2 месяца назад

    Seen all these places for 2 years . Khub bhalo lagchhe . Old memories . Thanks

  • @rahulray9323
    @rahulray9323 3 месяца назад

    Durdanto video. Kono kotha hobe na. Saikat ke dekheo bhalo laglo. Ager din dinner miss korechi. Ajjkeu jodi miss kortam, dinner er video, tahole fine hoye jeto. Khub e sundor video ta.

  • @suklachatterjee9476
    @suklachatterjee9476 3 месяца назад +1

    এ এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম আর অতি সামান্য দূরত্বে আর এক দেশ এক অদ্ভুত অনুভূতি।

  • @somapramanick2366
    @somapramanick2366 3 месяца назад

    Darun laglo kisanganga river দেখে. Etodin boi er পাতাতেই porechi. Thank you shibajida.. Upnar jonnoi eta possible holo😊😊😊😊

  • @ankitaabiswas
    @ankitaabiswas 3 месяца назад

    Eta Cameo appearance chhilo Saikat er 😃 best part chhilo eta ❤️❤️ @TheBongXplorer
    Darun laglo vlog ta❤❤❤❤❤

  • @soumitadasgupta8084
    @soumitadasgupta8084 3 месяца назад

    Durdanto akta video dekhlam.Apnader chokh diye osadharon akta manos bhromon korlam.khub khub bhalo laglo 😊

  • @pabitrabanerjee5365
    @pabitrabanerjee5365 3 месяца назад

    শিবাজী বাবু আপনার এই ব্লগ অসাধারণ দেখলাম।ভালো থাকবেন,সুস্থ থাকবেন, সঙ্গে পৃথিজিৎ বাবুও ভালো থাকবেন। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন।❤❤ আমি গড়িয়া,কলকাতা থেকে ❤শুভরাত্রি❤

  • @jayantichakraborty5105
    @jayantichakraborty5105 3 месяца назад

    Wonderful KERAN GRAM
    R majhe.nodi tar.dupare dui.desh❤❤

  • @SukanyaMandal-m6j
    @SukanyaMandal-m6j 3 месяца назад

    অনবদ্য প্রতিবেদন 🎉অদেখা কাশ্মীরের স্বাদ পেলাম ঘরে বসে😊

  • @samirpal9136
    @samirpal9136 3 месяца назад

    Darun legechhe. Satti mone hochhilo amrai swasharire LOC er kachhe chole esechhi

  • @sudiptachakraborty3840
    @sudiptachakraborty3840 3 месяца назад

    দারুণ লাগলো এই episode টা | আর আপনার উপস্থাপনা মন ছুঁয়ে গেল প্রতিবারের মত ❤

  • @manalilaskar4312
    @manalilaskar4312 3 месяца назад

    Just ফাটাফাটি একটা vlog বানালে @explorershibaji দা!! মানে পুরো টা ভিডিও নিয়ে তো কিছু বলার নেই ই, কিন্তু সবার শেষে যে বললে, LOC এর পাশে বসে বাসমতী চাল এর ভাত with পাঁঠার মাংস..just দারুণ লাগলো ব্যাপার টা। I could literally feel that taste, smell the air of Keran and of course, মনে হল তোমাদের সঙ্গে আমি ও ঘুরে এলাম Offbeat কাশ্মীর! ❤😊
    Much love and best wishes to you, পৃথ্বিজিৎ da and all the people from both sides of the LOC।

  • @barunkumarbasu4510
    @barunkumarbasu4510 3 месяца назад

    আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের চোখের মাধ্যমে দেখতে পারলাম অপরূপ নৈস্বর্গ প্রাকৃতিক দৃশ্য। একথায় অনবদ্য নমস্কার ❤🎉❤

  • @SROYCHOUDHURY-js5dp
    @SROYCHOUDHURY-js5dp 3 месяца назад

    অসাধারণ প্রতিবেদন । নিজেকেই ওখানে মনে হচ্ছে

  • @AnjaliBasak-n6d
    @AnjaliBasak-n6d 3 месяца назад

    অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা হলো আপনাদের মাধ্যমে, এইভাবে আরো নতুন নতুন জায়গায় নিয়ে চলন।

  • @ProtikaBhaduri
    @ProtikaBhaduri 2 месяца назад

    Darun dekhlum apnar sathey.kashmir purotai amader chilo.hingshutey gulo chiniye nilo.apnar video or prothom picture ti amader chotobelar picture post card ye dekhechilam

  • @tanusreebhattachatjee8601
    @tanusreebhattachatjee8601 3 месяца назад +2

    এই পর্ব টা কোনো দিন ভুলতে পারবোনা।

  • @kekapaul9315
    @kekapaul9315 3 месяца назад

    অসম্ভব ভালো লাগলো, ওই পরিবেশ, নদীর পারে আর ওপারে, প্রচন্ড এক টা অনুভূতি র সাক্ষী হওয়া, এক কথায়া অনবদ্য

  • @rashmibhattacherjee6206
    @rashmibhattacherjee6206 3 месяца назад

    দারুণ দারুণ দারুণ লাগল অনেক অনেক ধন্যবাদ 🎉🎉

  • @susmitasarkar6206
    @susmitasarkar6206 3 месяца назад

    খুব খুব খুব সুন্দর লাগছে video.. পরের পর্বের অপেক্ষায় থাকলাম ❤

  • @sumanasutradhar5921
    @sumanasutradhar5921 3 месяца назад

    এত সুন্দর জায়গা যে বলার কিছুই নেই, এক কথাই অসাধারণ ❤আর এক নতুন সারুখান দেখলাম সত্যি দারুণ 😊

  • @SabitaHalder-sl1es
    @SabitaHalder-sl1es 3 месяца назад

    কেরান Bhraman এর এই ভিডিও আমার খুব ভাল লাগল । পরবর্তী ভিডিও র জন্য অপেক্ষায়। । নমস্কার ।

  • @topurahman4521
    @topurahman4521 3 месяца назад +1

    শিবাজী অপূর্ব লাগলো। খুবই এনজয় করেছি। গ্রামটা অপূর্ব। আর আপনার সাথে আমি সম্পূর্ণ একমত সেটা হচ্ছে পৃথিবীর যেখানেই যান না কেন সাধারণ মানুষ কিন্তু সব জায়গায় একই রকম। আমি ইউরোপ দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ-পূর্ব এশিয়া পশ্চিম এশিয়া দক্ষিণ এশিয়া অস্ট্রেলিয়া এই জায়গা গুলোতে ঘুরতে পেরেছি। দিনের শেষে আমি মনে করি পৃথিবীর সব জায়গায় মানুষ একই রকম। আর পৃথিজীতের কমেন্ট সবসময় 100 তে 100 ও না থাকলে জিনিসটা জমে ওঠে না

  • @eftekharul
    @eftekharul 3 месяца назад

    দারুণ পর্ব । খুব ভালো হয়েছে হচ্ছে এই পর্ব গুলি ❤

  • @85426411
    @85426411 3 месяца назад +1

    এ এক অদ্ভুত অভিগ্গতা , চিরদিন মনে থাকবে আপনাদের চোখে অন্যরকম কাশ্মির নিয়ে❤❤❤❤

  • @swarupdutta4564
    @swarupdutta4564 3 месяца назад

    বেঁচে থাক ভাতৃত্ব , এক অসামান্য blog দেখলাম , maybe the বেষ্ট ব্লগ by our lovable শিবাজী and Pritwi দা ❤

  • @momipaul1293
    @momipaul1293 3 месяца назад

    আপনাদের সব সিরিজ প্রায় দেখা আমার দেখা এখন ও পর্যন্ত দুর্দান্ত লেগেছে জাঁসকার ভ্যালি এবং অফবিট কাশ্মীর যেটা চলছে অসাধারণ বললেও কম বলা হবে আপনাদের উপস্থাপনা ও দুর্দান্ত 🙏...

  • @soumadipkar1712
    @soumadipkar1712 3 месяца назад

    Osadharon video just mon chuye gelo....ami kashmir kono din jaini akno obdhi but kashmir gele ami first Keran village ai jabo. Shibaji da kno kotha hbe na...ai video tar kotha bohudin mone thkbe.

  • @amitghosh5170
    @amitghosh5170 3 месяца назад

    অপূর্ব,, অনবদ্য সুন্দর ভিডিও পরিবেশনা করছেন শিবাজী দা,, ❤❤❤

  • @nilufachowdhuri4973
    @nilufachowdhuri4973 2 месяца назад

    অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য।