র‍্যাবের নির্যাতনে মাকে খু-নের কথা বলেছে নির্দোষ সাদ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025
  • গর্ভধারিণী মাকে খুন না করেও র্যা বের অপেশাদার এবং ভুল বিবৃতির কারণে সারা দেশের কাছে মায়ের খুনি হিসেবে পরিচিত হতে হয়েছে বগুড়ার মাদ্রাসা শিক্ষার্থী সাদ বিন আব্দুল আজীজকে।
    র্যা বের বিবৃতির ফুটেজ :
    র্যা বের হাতে গ্রেফতারের এই ভিডিও ফুটেজ দেখে দেশ বিদেশের লাখ লাখ মানুষ তার দিকে তাকিয়েছে ঘৃণার দৃষ্টিতে। তাকে দিয়েছে ধিক্কার, সামাজিকভাবে হতে হয়েছে চরম নিন্দিত। মিডিয়াগুলোও র্যা বের বিবৃতির উপর ভিত্তি করে অনেকটা সঙ্গত কারণেই পাষণ্ড হিসেবে উপস্থাপন করেছে নিরপরাধ সন্তান সাদকে। অথচ মায়ের হত্যার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এই সাদ। লল
    সাদের বক্তব্যের ফুটেজ :
    এরই মধ্যে পুলিশের তদন্তে প্রমাণ হয়েছে সাদের মাকে হত্যা করেছে তাদেরই ভাড়াটিয়া মাবিয়া ও তার দুই সহযোগী। বাসা ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রতিবাদ করায় এবং বাসা ছেড়ে দিতে বলায় বেশ কিছুদিন ধরেই সাদের মা উম্মে সালমার উপর ক্ষিপ্ত ছিলো ভাড়াটিয়া মাবিয়া। আর সে কারণেই দুই সহযোগীকে নিয়ে কৌশলে খুন করে উম্মে সালমার লাশ ডিপ ফ্রিজে ভরে রাখে খুনি মাবিয়া চক্র। এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবান বন্দীও দিয়েছে খুনের সঙ্গে সরাসরি জড়িত খুনি মাবিয়া, মোসলেম উদ্দিন এবং সুমন রবিদাস ।
    তারা জানান ঘটনার দিন মাবিয়া প্রথমে উম্মে সালমার বাসায় ঢোকেন। পরে মোবাইল ফোনে কল করে ডেকে নেন দুই সহযোগী সুমন ও মোসলেমকে। তারা দুজন বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করে ফেলেন। এরপর তার নাক, মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যান। ডিপ ফ্রিজে জীবন্ত ঢুকানো হলেও পরে সেখানেই মারা যান উম্মে সালমা।
    পুলিশের বক্তব্য :
    এখন প্রশ্ন হলো যেই সন্তান তার মাকে হারালো সেই সন্তান র্যা বের কাছে নিজের গর্ভধারীনি মাকে হত্যার স্বীকারোক্তি কেনো দিলো? কোন পরিস্থিতিতে খুন না করেও নিজের কাঁধে খুনের দায়ভার নিলো সাদ। র্যা বের পক্ষ থেকে কি তার উপর কোনো চাপ ছিলো? র্যা ব কি সাদের উপর কোনো নির্যাতন চালিয়েছিলো? সাদের বাবার মুখে কিন্তু মিলেছে তেমন কিছুরেই ইঙ্গিত।
    বাবার ফুটেজ :
    সাদের বাবার এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক দেশের একটি প্রধান আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে এমন অপেশাদার এবং অপরিপক্ক আচরণ কেন করলো র্যা ব। তড়িঘড়ি করে প্রেশার দিয়ে সাদের কাছ থেকে কেন স্বীকারোক্তি আদায় করলো তারা। কেন আদালতে প্রমাণ হওয়ার আগেই মিডিয়ার সামনে মায়ের খুনি হিসেবে জাহির করলো সন্তান সাদকে! এই ভুল বা এই অপেশাদার আচরণের জন্য কি র্যা ব কোনোভাবে লজ্জিত বা বিব্রত?
    র্যা বের ফুটেজ
    আপাতত প্রকৃত অপরাধী শণাক্ত হওয়ায় নিজের মায়ের হত্যাকারী হিসেবে অপবাদ হয়তো ঘুঁচলো সাদ বিন আজিজের। কিন্তু এ কদিনে সাদের জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেলো, তার নিষ্পাপ জীবনের উপর যে কলংক লেপন করে দেওয়া হলো, তাকে সারা বিশ্বের কাছে যেভাবে মহাপাপী হিসেবে দাড় করিয়ে দেওয়া হলো এর দায়ভার কে নেবে? এ কষ্ট কি এত সহজে ভুলে যেতে পারবেন মা হারা এই সাদ?

Комментарии •