সাজেক থেকে মিজোরাম সীমান্তে | SAJEK TO MIZORAM BORDER |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- সাজেক থেকে মিজোরাম সীমান্তে | SAJEK TO MIZORAM BORDER |
এই ভিডিওটি আরো ১ বছর আগের। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে পুনরায় রিআপলোড করেছি।
#sajek #mizoram #border #india_bangladesh_border
Join this channel to get access to perks:
/ @sbikashvlogs
✅Instagram ► / thesbikash
✅Facebook Page ► / sbikashvlogs
✅Twitter Account ► / bikashchakma1
✅For branding and Business inquiries ►sbikash1110@gmail.com
পাহাড় আমার খুবই প্রিয়, ভিডিওটি দেখে ভালো লাগলো।
ধন্যবাদ ভাই🙏
অরুণাচল সিরিজের অনেক দিন পর অসাধারন অ্যাডভেঞ্চারাস একটা ভিডিও উপভোগ করলাম। ধন্যবাদ প্রিয় বিকাশ।
ডাঃ জাহিদ, ঢাকা
ধন্যবাদ ভাই🤗♥️
দারুণ হইছে ছোট ভাই । চালিয়ে যাও সাথে আছি থাকবো ❤
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ❤❤
Nice video content
Ame Qatar thake dakchi
ধন্যবাদ ভাই
বাবা,কেমন আছ তুমি? আমি তোমার পরিবারের একজন সিনিয়র সদস্য.। আমি তোমার ভিডিও দেখি আর ভাবি-----, আমার জন্ম ৬৩ তে না হয়ে যদি তোমার কাছাকাছি হতো তাহলে বলতাম ভাই আমায় তোমার সফর সঙ্গী করো।কিন্তু এ'বয়সে এসে তোমার চোখে পৃথিবীর বিভিন্ন অংশ দেখি।তারপর ও মাঝে মাঝে আমার মনে হয় তোমার সাথে দেখা হলে মন্দ হতো না, যদি একসাথে আমার৭২ বছর বয়সী জীবন সাথী সহ তোমার সংস্কৃতির খাবার ও জীবন যাপন দেখতে পেতাম। ঢাকায় আসলে আমাকে একটু নক করো।যদি সুস্থ থাকি,দেখা হবে।তুমি ও তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। দেখা হওয়ার ইচ্ছে রেখে বিদায় নিচ্ছি।
আমার সালাম নিবেন স্যার🙏 কেন জানি আপনার এই কমেন্টটা পড়ে মনটা খুব ভালো হয়ে গেলো🤗 আপনি এই বয়সেও আমার কন্টেন্ট দেখছেন সত্যিই নিজেকে নিয়ে একটু হলেও গর্ব হচ্ছে। আমার জন্য আশীর্বাদ করবেন। আপনিও সবসময় ভালো থাকবেন🙏
@@SBIKASHVLOGS তোমার উত্তর এ-র জন্য ধন্যবাদ জানাই। আমি তোমার মায়ের মতো।তোমার জন্য আমার দোয়া ও শুভকামনা অফুরান। ঢাকা আসলে যোগাযোগ করো, কেম?
@@SBIKASHVLOGS আমাকে উত্তর এ-র জন্য অনেক অনেক ধন্যবাদ। ঢাকা আসলে যোগাযোগ করো, আমার ভালো লাগবে।
@@yeasminarjusikander7775❤
Pure Natural vibe pelam....joss ❤
নতুন নতুন জায়গা দেখতে ভালো ই লাগে 🎉🎉
মনে হচ্ছে ৫০ বছর আগে যেন আমাদের গ্রাম। এর ধূলা, মাটি, বালি সব মিলে যেন আমাদের গ্রাম। ঘর বাড়ীগুলো সবকিছু। শুধু পাহাড় আর সমতলভূমি এই আর কি,
ধন্যবাদ
ধন্যবাদ স্যার🙏
আপ্যায়ন আন্তরিকতা ভালোবাসা দেখে ভালো লাগলো। ❤
Wow দাদা আজ প্রথম আপনার ব্লগ দেখলাম অনেকটা ভালো লাগছে
হঠাৎ ইউটিউব এ আমি মিজোরাম কেমন দেখার জন্য সার্চ করলাম
উপরে আপনার ভিডিও আসলো
এখন আপনার ভিডিও দেখে বলতে গেলে অনেকটা ভালো লেগে গেছে
আমি আপনার পরিবার এ নতুন সদস্য হয়ে গেলাম😍
ভালো লাগছে ভাই এই রকম নতুন নতুন জায়গার ভিডিও দিবেন আশা করি ❤
ধন্যবাদ। চেষ্টা করবো।
অনেক কষ্টকর তবে শান্তি ছুয়ে আছে এই এলাকার সর্বত্র...
বিকাশ দার প্রত্যেকটা ভিডিও ভালো লাগে।ভালোবাসা রইল দাদা❤
ভালোবাসা অবিরাম ভাই
বাংলাদেশ সিমান্ত সাজেক মিজোরাম দেখে খুব ভালো লাগলো
Big fan daa love from mizoram 🇮🇳 onek2 gom lagilo da mizoram ott bera h da 😊😊
Tnk u dado🙏 Mizoram hub ebar mone hor ene. Sidu mwr attiyo agon dw CADC edu🤗
খুবই সুন্দর একটি ব্লক ভিডিও
ভাল থেকো। নিরাপদে থেকো। আশীর্বাদ রইল।
🙏🙏🙏
আমি গেছি ২০২১ সালে, মিজোরামের শীলছড়ি গ্রামটি খুবই সুন্দর। তার চেয়ে সুন্দর উদয়পুর মৌনগুলো যেখান থেকে দাড়িয়ে বাংলাদেশ আর ভারতের দুই বড় পাহাড় উপভোগ করা যায়
🥰♥️🥰♥️
Nice vlog Bikash bai keep it up this type of vlog 👍👍
Thanks ✌️
👍🏻👍🏻👍🏻👍🏻LDR Naga vlog.
❤❤❤ অনেক সুন্দর হয়েছে ভাই
ধন্যবাদ দাদা
ভালো লাগলো, দাদা.......
ধন্যবাদ ভাই
দেশকে ভালবাসুন দেশের পন্য ব্যবহার করুন ❤❤
Excellent video
I born in 1963 .I am 61 years old. I been in khagrachori/ chimbuk / that was year 1983. Now hilltract is so developed unbelievable. I leave in Texas. One day I will be back in chittagong Hill tract.
Thank you sir🙏 Come to visit CHT again.
Bangladesh ar India jodhi ek hoyto ta hole khub sundor hoyto ❤
আমি কিছুদিন আগে ঘুরে এলাম
দাদা ভালোবাসা নিবেন আপনার ভিডিও দেখেই আমি আমার ইউটুব জার্নি শুরু করেছিলাম আমি দক্ষিণ কোরিয়া তে থাকি ❤❤❤
দাদা দীঘিনালা থেকে কোথায় যেতে হবে।অথবা খাগড়াছড়ি থেকে কিভাবে যেতে হবে বিস্তারিত জানাবেন। আপনার ভিডিও টা ফেসবুকে আরেক বার দেখেছি। এখন ইউটিউবে দেখা হচ্ছে।
বাংলাদেশ থেকে দেখছি
this border should be finished very soon and need to be opened. It will help the economic activities of the region
Dada mizoram gele bhalo hoito
Aizawl town shate dektam apnr vlog madone
আপনারা বাংলাদেশি পাহাড়ি তরুণ আপনারা তরুণ সমাজ দলবদ্ধ হয়ে পাহাড় নিরাপদ রাখতে পারেন তাহলে বৈদেশিক পর্যটক হিসেবে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে
খুব ধীরে ধীরে সুকৌশলে এই অঞ্চলটি পুরো পার্বত্য অঞ্চল মায়ানমার এবং ভারতের কিছু অংশ জুড়ে খ্রিস্টান সাম্রাজ্যের একটি রাজ্য গঠন করা হবে সেটি 100 বছর পরে হলেও❤ সুদূর প্রসারী মাষ্টার প্লানের অংশীদার হতে শুরু হয়েছে
Haste haste baslam na
Amar Bangladesh. My Bangladeshi tribal brother.
ভাই ভাই যে খানে গেছেন ও খানে থেকে কি মিজোরাম এর আইজাল শহরে যাওয়া যায়
প্রত্যেক বিবেকবান চেতনা সমর্পণ মানুষের একটাই দাবি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারতের সঙ্গে ফ্রি ভিসা ছাড়াই চলাচল পথ ও তৈরি করা উচিত এতে পর্যটন চিকিৎসা সেবা শিক্ষা দর্শন সংস্কৃতি ব্যাবসা সব জায়গায় বাংলাদেশিরা পরোক্ষভাবে উপকার পাবেন❤ এসব বিষয়ে ভিডিও তে আলোচনা তাগিদ মোটিভেশন দেওয়া উচিত
সাজেকের ভিডিও চিত্র অনেক দেখেছি। তো, মিজোরাম সীমান্ত সড়ক ও উদয়পুর এই প্রথম দেখা।
কষ্টকর যাত্রা, তবে বেশ বৈচিত্র্যময়।
ধন্যবাদ ভাই🙏🤗
ভাই ভিডিও টি মনে হয় দেখছি ❤❤
Ji vai.. Technical problem er karone re upload kora lagche
এই ভিডিও টা কয়েক মাস আগে দেখেছিলাম
ট্যাকনিকেল সমস্যার কারণে পুনরায় আপলোড দিতে হয়েছে
❤❤❤❤
ভাই পাহাড় খুবই সুন্দর জায়গা যদি পাহাড়ি যুবকেরা শিক্ষিত তারা যদি চিন্তা করে পাহাড়কে একটা সুন্দর জায়গা ঘোড়ার স্পট বানাবে আমার মনে হয় পাহাড়ের যুবক শিক্ষিত ছেলেদের যেমন ইনকাম হবে তেমন পাহাড় সৌন্দর্য হবে অর্থনীতিক তাদের বাড়বে সৎ ইচ্ছা থাকতে হবে বাংলাদেশকে মনে ধারণ করতে হবে যে বাংলাদেশ আমাদেরও এদেরকে বাংলাদেশকে বাঁচাও কিছু সন্ত্রাসী কুকিচিল এগুলোর জন্য দায়ী তাদের কিছু সামান্য লোকের স্বার্থের জন্য তাদেরকে ব্যবহার করে পাহাড়ি যুবক শিক্ষিত ছেলেদের বোঝা উচিত তাদের অর্থনীতি কিভাবে বাড়াতে হবে সেই রাস্তায় হাঁটা উচিত
১০ বছর আগে ও যখন এখানে গিয়েছিলাম তখন কি ছিলো, আর আজ কি হয়েছে, উন্নয়ন এর ছোঁয়া পাহাড়ে লাগবে এতো বড় রাস্তা হবে, অসম্ভব একটা ব্যাপার ছিলো, আমি বিএনপি হলেও শেখ হাসিনা কে ধন্যবাদ নাহ জানালে বেইমানি হবে, একটা জাতী উন্নয়নের শিখরে পৌঁছে অবকাঠামো উন্নয়ন দিয়ে, আগামী ২০ বছর বাংলাদেশ কোথায় যে যাবে বিশ্ব দেখবে, ধন্যবাদ শেখ হাসিনা
নদী পার হয়ে কি ভারতে গেলেন?
মিজোরামের এই বাজারে ইন্ডিয়ান মদের দোকান নাই?
ভালো লাগল ব্লগটি
পাহাড় পছন্দ কিন্তু আমি কখনো পছন্দের কিছু পাইনা🥺
কেন ভাই?
@@SBIKASHVLOGS amar name ta valo koray aktu poran to dada
Dada kemn achen❤
বেশ ভালো ভাই। আপনি কেমন আছেন?
Bhai mizoram to sajek ei pare oni dorder cross gri pare oni
At present the life I'm leading doesn't match with my nature because recently for 6 or 8 months I've been running a grocery business that has almost confined my life into a monotonous life but it's necessary to bring my financial solvency for fulfilling my wish to travel different countries of the world.
কিয়েরে জুম চাস বলে আমরা বুজিনা ভাই বলেন তো
Chakma girls asia 20% cute 😅
এটাতো পুরনো ব্লগ মনে হচ্ছে
ট্যাকনিকেল সমস্যার কারণে পুনরায় আপলোড দিতে হয়েছে ভাই
Ahdw manuj jotesto agon cidu
দাদা কি ভাবে আমি আপনার সাথে কথা বলতে পারি? আপনার জন্মভিটার দিক থেকে আমি আপনার আত্মীয়।
সবাই কি ঐদিকে যাওয়ার অনুমতি আছে?
না ভাই
@@SBIKASHVLOGSkivabe jete pari ektu help korben..frm chittagong
Ami tu mar SA the achi