অবিশ্বাস্য !! 😯কেদারনাথ এখন পশ্চিমবঙ্গে । একদিনের বেড়ানো । ONE DAY TOUR , বাংলার কেদার, DURGAPUR🙏😯

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #kedarnath #harharmahadev #onedaytour #Durgapur #banglarkedar #onedaytourfromkolkata
    Kedarnath in West Bengal ? it's a one day tour ? আপনাদের মনে হতে
    পারে আমি ভুল কোনো তথ্য দিচ্ছি । কিন্তু না , এটা সত্যি । পশ্চিম বর্ধমানের #Durgapur থেকে মাত্র তিন কিমি দূরে এই মন্দির । ONE DAY TOUR হিসেবে একটা দুর্দান্ত গন্তব্য ।
    তাই আর দেরি না করে সময় করে গিয়ে একবার দেখে আসুন , কোনো #registration ছাড়াই । ট্রেন/বাসে বা নিজের দুই/চার চাকায় খুব সহজেই যেতে পারেন , খরচও অনেক কম । তাহলে দেরি কেন ? একটা দিন ঠিক করে বেড়িয়ে পরুন । দেখে এসে আমাকে অবশ্যই জানবেন যে আপনার কেমন লাগলো ।
    ওখানে গিয়ে দুপুরের খাওয়া (নিরামিষ) করতে চাইলে । নিচে দেওয়া নম্বরে আগের দিন ফোন করে নিন ।
    মানব বাবু ( মন্দিরের পুরোহিত ) : 94750 12298
    Toto ( আনন্দ ) : 86530 88767
    ভিডিওটি ভালো লাগলে একটা LIKE দেবেন , SHARE করে দেবেন বন্ধুদের জন্য , এই রকম আরও ভিডিও পেতে #natureswomb চ্যানেল SUBSCRIBE করে BELL ICON টি করে রাখুন ।

Комментарии • 1 тыс.

  • @samirganguly666
    @samirganguly666 2 года назад +54

    আমাদের পশ্চিমবঙ্গে যত দর্শনীয় স্থান আছে তাদের চিহ্নিত করে জনসাধারণের জন্য উপহার দিন। নমস্কার।

  • @malaydey2234
    @malaydey2234 Год назад +2

    পলাশদা আজ আমি বাংলার কেদারনাথ. ঘুরে এলাম আপনার ভিডিও দেখে . সত্যিই আপনার জবাব নেই,

  • @prakashhalder324
    @prakashhalder324 2 года назад +6

    এই ভিডিও শুট টি আমি নিজের চোখে দেখেছি। খুব সুন্দর হল সকল ভক্তদের আসার আহ্বান জানাই। ইতি হর হর মহাদেবের ভক্ত।

    • @sudipranjansarkar8209
      @sudipranjansarkar8209 2 года назад

      Eta durgapur er kon jaega tế ache.
      Amra choto thke boro holam kintu konodin jantei parlam na... Rajnoitik netader kache abedon korun sobai ei jaegata jate atulonio hoy othe eta jeno durgapur er tourist place hoy othe..

  • @chandanasengupta6934
    @chandanasengupta6934 2 года назад +11

    এমন আড়ম্বরহীন নিরিবিলি মন্দির তো আর এখন দেখাই যায় না। ভালো লাগল । শান্ত পরিবেশ যেন বজায় থাকে , এই কামনা করি।

  • @JhumasDelicacy
    @JhumasDelicacy 2 года назад +9

    আমি দুর্গাপুরের বাসিন্দা হয়েও এই মন্দির টি সম্পর্কে জানতাম না, আপনাকে ধন্যবাদ এই ভিডিও টির জন্য। হর হর মহাদেব 🙏

  • @prasantaganguly2516
    @prasantaganguly2516 2 года назад +1

    দুর্গাপুরে অবস্থিত অজানা কেদারনাথরূপী মন্দির সম্বন্ধে আপনার এই প্রতিবেদনটি খুবই ভালো লাগলো। এর আগে আপনাদের RUclips সম্প্রচারিত দুর্গাপুরের গড়জঙ্গল সম্পর্কে বিবরণটিও খুবই মনোগ্রাহী হয়েছে। দুর্গাপুরের গোড়াপত্তন সম্পর্কে কিছু জানতে আগ্রহী বলেই একটি অনুরোধ রাখছি। যতদূর শুনেছি শ্রী গোপীনাথ চট্টোপাধ্যায় বর্ধমান মহারাজার কাছ থেকে বহুপূর্বে এই জঙ্গলমহল অঞ্চলটির পত্তনি নিয়ে ধীরে ধীরে এক বিশাল নগরের রূপদান করেছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে দুর্গাচরন জমিদার হন এবং তার নাম অনুসারেই দুর্গাপুর হয়। দুর্গাচরন সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা নানান সূত্রে জানতে পারি। কিন্তু তাঁর বাবা গোপীনাথ চট্টোপাধ্যায় যিনি এই কর্মযজ্ঞের মূল হোতা তাঁর সম্পর্কে কোন বিবরণ আমাদের অনেকের কাছে আজো অধরাই রয়ে গেছে। শুনেছি সগড়ভাঙ্গার গোপীনাথপুরে এই জমিদার বংশের বর্তমান বংশধরদের কাছে কালের অন্তরালে হারিয়ে যাওয়া সেই মহান ব্যক্তির কিছু সাক্ষর আজো সযত্নে রক্ষিত আছে। আপনাদের কোন প্রতিবেদনে যদি গোপীনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের সেইসব কাহিনী সম্বলিত তথ্যচিত্রের বিবরণ - বিশেষ করে তাঁর ছবি (তৈলচিত্র বা স্কেচ), বসবাসগৃহ, ঠাকুরদালান, শিকারের ছবি, পুরোনো দস্তাবেজ, তৈজসপত্র, পুঁথি, সিন্ধুক, পালকি ইত্যাদির ছবি তুলে ধরেন তাহ’লে আমাদের মতো কিছু উৎসাহী পাঠকবর্গ হয়তো উপকৃত হবে।

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik 2 года назад +257

    কেদারনাথ এ এখন যে লেভেল এ ভিড়.. এটার বিকল্প আর হয়তো কিছুই নেই. জয় কেদারনাথ 🙏এর এই অনুসন্ধান এর জন্য পলাশ দা র কোন বিকল্প নেই

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад +17

      ধন্যবাদ কৌশিক । ❤️❤️❤️

    • @monerstatus
      @monerstatus 2 года назад +3

      HAR HAR MAHADEV

    • @debabratasahu6463
      @debabratasahu6463 2 года назад

      @kaushik da Durgapur e ele janio

    • @aadyavideo938
      @aadyavideo938 2 года назад +1

      Har har Mahadev..🙏🏻

    • @techboyBijoy
      @techboyBijoy 2 года назад +2

      Dada tumi sera bangali RUclipsr

  • @RatnaChakraborty-yd8xy
    @RatnaChakraborty-yd8xy 3 месяца назад +1

    বেশ ভালো লাগলো। যাবার ইচ্ছে থাকলো। ইনফরমেশনের জন্য ধন্যবাদ।

  • @sukantabhattacharyya7618
    @sukantabhattacharyya7618 2 года назад +3

    খুব ভালো লাগলো আমাদের নতুন কিছু দেখানোর জন্য ধন্যবাদ'''''' হর হর মহাদেব 🙏🙏🙏🙏

    • @apurbasutradhar2984
      @apurbasutradhar2984 Год назад

      Ai kedernath video niye amader channel oo aste choleche to please ak bar @B.R.Y.T channel a giye video ti dekte paren .

  • @dilipchatterjee9372
    @dilipchatterjee9372 2 года назад +1

    অনেক ধন্যবাদ।এই দেবস্থান এর খবর জানতে পেরে আমরা খুবই আনন্দিত হলাম ।সময় ও সুযোগ করে যাবার চেষ্টা করবো।

  • @bablubaidya3499
    @bablubaidya3499 2 года назад +7

    🕉️ নমঃ শিবায় 🙏 দারুন লাগলো। "নন্দী মহারাজকে" সঙ্গে নিয়েছেন দেখে, আরোও ভালো লাগলো। অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই 🙏🌷💕

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад +2

      🤣😂🤣 নন্দী মহারাজ ।🙏🙏❤️

  • @thebeautygirl2959
    @thebeautygirl2959 2 года назад +1

    অসাধারন পরিবেশের মধ্যে হর হর মহাদেবের মনদির টি খুব ভাল লাগলো। মনদিরের কাজটি সমপূন' করার জন্য রাজ্যসরকারকে দ্রুত মনদির কমিটির সঙগে ব্যাবসথা নেওয়ার আবেদন জানাচচছি। আগামী দিনে এই মনদিরটি ভারতবাসী তথা বিদেশি পয'টকদের কাছে ভীষন জনপ্রীয় হবে। এইসথান ও মনদিরটি জনপ্রীয় বাংলার কেদারনাথ ধাম হিসাবে পরিচিত হবে এই আশা ররাখলাম জয় বাবা কেদার নাথ।🙏🙏🙏

  • @ami_ar_amra
    @ami_ar_amra 2 года назад +5

    খুব সুন্দর লাগল ।
    ছোট বয়স থেকেই তো
    দুর্গাপুর আমার খুব প্রিয় জায়গা , তবে এই মন্দিরের কথা জানা ছিল না ।

  • @rintusaha7760
    @rintusaha7760 2 года назад +1

    কেদারনাথ ঘুরে খুব ভালো লাগলো। ধন্যবাদ। ইচ্ছা রইল যাওয়ার

  • @jababhababmakolkata
    @jababhababmakolkata 2 года назад +12

    হর হর মহাদেব 🔱🙏📿
    জয় শ্রীগুরু, জয় বাবা কেদারনাথ 🔱🙏📿
    খুব ভালো খোঁজ দিলেন পলাশদা। অনেক ধন্যবাদ। 🙏
    ~ কৌশানী মুখোপাধ্যায়

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад +2

      ধন্যবাদ ❤️

  • @indranichowdhury3953
    @indranichowdhury3953 2 года назад

    Joy Kedarnath, khub valo laglo jaygata. Jabar iccha roilo. Apnake onek dhonnobad janai.

  • @PauseTheMomentWithRaja
    @PauseTheMomentWithRaja 2 года назад +10

    আমি ছোট থেকে বড় হয়েছি দুর্গাপুরে। সত্যিই মন্দিরটার কথা জানতাম না আপনার ভিডিও মাধ্যমে জানতে পারলাম। এত কাছে এলেন দাদা দেখা হলো না একবার দেখা করার ইচ্ছে আছে। খুব ভালো লাগে আপনার ব্লগ।

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 2 года назад +1

    দারুন প্রচেষ্টা। উদ্যোক্তা দের জানাই অভিনন্দন।
    সত্যিই কেদারনাথ।
    জয় কেদার।
    🙏

  • @mitaghosh5962
    @mitaghosh5962 2 года назад +3

    সত্যিই অসাধারন সুন্দর মন্দির টি। একবার যাওয়ার ইচ্ছে র ইল। জয় কেদারনাথ 🙏🙏🙏

  • @ujjwaldas5993
    @ujjwaldas5993 2 года назад +2

    একটুর জন্য মিস হয়ে গেল আপনার সাথে দেখা হয়ে যেত আমার

  • @linamajumder3458
    @linamajumder3458 2 года назад +16

    অনেক দিন পর মানিক জোর একসাথে আর নতুন জায়গার বেড়ানো খুব ভাল লাগল ।

    • @minatidas295
      @minatidas295 2 года назад

      Khub sunder place🙏🙏 akber jabo

  • @dipankarchatterjee1781
    @dipankarchatterjee1781 2 года назад +1

    Khub bhalo laglo namo shivay.

  • @tulsidassarkar3349
    @tulsidassarkar3349 2 года назад +7

    আপনার উপস্থাপনা খুবই সুন্দর লাগে। শুধু একটাই আপশোষ আপনার মতো একজন সঙ্গী থাকতো তো যখন তখন বেড়িয়ে পরতাম ।

  • @DrAC-et7ns
    @DrAC-et7ns 2 года назад

    Thank you for sharing
    Daruun laglo, anek. Kichhu janlam, abosyoi asbo Har har Mahadev wr darshan korte

  • @keyaganguly46
    @keyaganguly46 2 года назад +4

    অসাধারণ লাগলো এই ভিডিওটি। কলকাতার কাছেই আছেন বাবা কেদারনাথ! মনটা জুড়িয়ে গেল। প্রকৃতির কি সবুজ রূপ ! গ্রাম বাংলার মধ্যে অপরূপ পরিবেশে এই মন্দির। বাবা র পায়ে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের মঙ্গল করেন। আপনারা দুজন থাকা মানেই দারুন মজায় সময় কাটানো। ভালো থাকবেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад +1

      ধন্যবাদ ❤️। আপনিও খুব ভালো থাকুন ।

    • @probodhmaiti8005
      @probodhmaiti8005 2 года назад

      ভগবানের নীরাকার মূর্তি কেন নানা ধরনের হয়। এটি নির্ভর করে উপাসকের আরাধনার উপর সমপূর্ণ নব প্রকাশ ।?

  • @s4somnath
    @s4somnath Год назад

    সুন্দর ভালো লাগলো এটা নতুন জায়গা দেখানোর জন্য।🙏🙏👍👍

  • @papridas887
    @papridas887 2 года назад +11

    অসাধারণ ভাবে শুরু হলো ভিডিওটা। ঘরের কাছে আরশিনগর, তার খোঁজ পেলাম আপনার সাহায্যে

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад +1

      ❤️❤️❤️🙏🙏🙏

    • @rumamazumder6773
      @rumamazumder6773 2 года назад

      @@NaturesWomb aqà

    • @tathagataghosal9607
      @tathagataghosal9607 2 года назад +1

      @@NaturesWomb যাওয়ার ট্রেন কখন কি ছাড়ে কখন ই বা পৌছাবো বললে একটু ভালো হয় দাদা

    • @mbkahini8475
      @mbkahini8475 2 года назад

      Darun jayga kaku.khub valo laglo.Durga pur barrage diye koto ta mondirta atu bolle vlo hoy plz.

  • @debasisdas922
    @debasisdas922 2 года назад +2

    সত্যি অসাধারণ এবং অকল্পনীয়।উত্তরাখনডের কেদারনাথ এর মন্দিরের সাথে ভীষণ রকম মিল পেলাম।আকারে ছোটো এই যা।কিন্তু এই প্রাচীন মন্দিরের ইতিহাস কি? কে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং কতো বছরের পুরোনো এই মন্দির এই গুলো জানতে পারলে আরো ভালো লাগতো যাকে বলে মন্দিরের ইতিহাস।যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই রকম একটা যায়গার সন্ধান দিলেন আমাদের...

    • @pijushbanerjee365
      @pijushbanerjee365 2 года назад

      শুনে মনে হোল 1965 সালের কাছাকাছি কোন সময়ে পুরোহিত মানব বাবু র পিতা দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে এসে এই মন্দির তৈরি করেন। আমি উত্তরাখন্ডের কেদারনাথ গিয়েছিলুম সম্ভবতঃ 1974 সালের এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ দিনে। মন্দিরের ভিতর একটা বড় প্রস্তরখন্ড দেখেছিলুম কেদারনাথে র পলায়নরত মহিষ মূর্তি। সম্ভবতঃ তীর্থ পর্যটন রত পান্ডবদের হাত থেকে মহিষ রূপে পালাবার জন্য। আলাদাভাবে শিবলিঙ্গ দেখেছিলুম বলে মনে পড়ছে না। ঝড় বিষ্টিতে খুব ই কাবু হয়ে ছিলুম আমরা। দূর্গাপুরের কেদারনাথে সেই মহিষ প্রস্তর খন্ড বা কংক্রিট নির্মিত প্রায় কৃষ্ণ বর্ণ মহিষাকৃতি স্ট্রাকচার নেই। যাই হোক, যাওয়া যেতে পারে কারন দূর্গাপুর কে কেন্দ্র করে আরো কিছু জায়গা ঘুরে আসা যেতে পারে। কিছু দূরে বোধহয় কোন অনেক পুরনো কালের ঐতিহাসিক জায়গা ও আছে।

  • @biplabchakraborty1205
    @biplabchakraborty1205 2 года назад +4

    খুব ভালো লাগলো মন্দির ও আপনার ভিডিওটা । 👍👍👍

  • @ashokeganguly6745
    @ashokeganguly6745 2 года назад

    খুব সুন্দর জায়গায়র খোজ দিলেন খুবই উপকৃত হলাম।

  • @abhishekkundu1508
    @abhishekkundu1508 2 года назад +4

    অসম্ভব সুন্দর ভিডিও দাদাভাই, খুব সুন্দর, শান্ত, সবুজ ও মনোরম পরিবেশে বাংলার কেদারনাথ বাবাকে দর্শন করলাম, জয় বাবা কেদারনাথ!🙏🙏🙏🙏🙏

    • @souravmodak7978
      @souravmodak7978 2 года назад

      Durgapur a torka khaban na akhanker torka anick din er basi

  • @aalolikaadhikary7610
    @aalolikaadhikary7610 2 года назад

    ভালো লাগলো জেনে ।
    হর হর মহাদেব 🙏🌼🙏

  • @LETSSTARTARUP
    @LETSSTARTARUP 2 года назад +4

    Woww , একটা দারুন জায়গা দেখলাম , অবশ্যই যাবো , ❤️

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад +3

      Thank you Bhai ❤️. পারলে একদিন ঘুরে এসো, ভালো লাগবে ।

  • @sankhachilerpakha969
    @sankhachilerpakha969 Год назад

    খুব সুন্দর এই মন্দিরটা সত্যি মনে হচ্ছে কেদার ধাম

  • @jayantadey1956
    @jayantadey1956 2 года назад +15

    দয়া করে মন্দিরেরে ইতিহাস টা জানলে আরো ভালো লাগত। আশা করি এটা এর পরে দেবেন,আপনার প্রচেষ্টা ভালো লাগলো,ধন্যবাদ

    • @namitadhar6821
      @namitadhar6821 2 года назад

      Very nice dada

    • @kausikmukherjee1634
      @kausikmukherjee1634 2 года назад

      একদম ঠিক ,ইতিহাস টা ই জানালেন না তো

  • @dbchakraborty4870
    @dbchakraborty4870 2 года назад

    Darun laglo banglar kedernath dekhe hara hara mahadeb

  • @balarammajumdar8864
    @balarammajumdar8864 2 года назад +11

    You are great for Bengali Travel vlog. Thanks. Keep growing.

  • @rakhimodak7498
    @rakhimodak7498 2 года назад

    darun post amader durgapurer gorbo banglar kedarnath

  • @prasenjitalokanandapathway2305
    @prasenjitalokanandapathway2305 2 года назад +8

    সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ও তার সাথে ঐতিহ্য মন্ডিত এই মন্দির সত্যিই চোখ ও মন দুই কেড়ে নিল🙂। সঙ্গে আপনার ধীর শান্ত উপস্থাপনা। ভাল থাকবেন দাদা।🙏🙏🙏

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад +1

      ধন্যবাদ ❤️ । আপনিও খুব ভালো থাকুন ।

    • @Surojitstatuskviewminuteago
      @Surojitstatuskviewminuteago 2 года назад

      Ata amader barir samne ekdom Amara prai jai

    • @Surojitstatuskviewminuteago
      @Surojitstatuskviewminuteago 2 года назад

      সবাই আসুন ঘুরে যান খুব সুন্দর জায়গা

    • @unknownfacts5986
      @unknownfacts5986 2 года назад

      খুব ভালো লাগলো দেখে। দেখতে যাবার ইচ্ছা রইল। বাংলার বুকে এত সুন্দর একটি মন্দির দেখে খুব ভালো লাগলো।

  • @mahuabiswas8584
    @mahuabiswas8584 2 года назад

    Besh bhalo laglo. Dudher swad ghole akbar metanoi jay. Kono byapar na.

  • @sabyasachibanerjee5517
    @sabyasachibanerjee5517 2 года назад +5

    একদম নুতুন জায়গা। খুব সুন্দর

    • @susmitamajumdar8683
      @susmitamajumdar8683 2 года назад

      খুব সুন্দর দেখলাম।যাওয়ার ইচ্ছা রইল।

  • @shiladey9359
    @shiladey9359 2 года назад

    ভীষণ মনোগ্রাহী, হর হর মহাদেব, চেষ্টা করব একবার যাওয়ার

  • @kajalacharyya6075
    @kajalacharyya6075 2 года назад +6

    Really Enjoyed your "Banglar Kedarnath". Thank you Palash Babu for your beautiful presentation. I am originally from Asansol but live in Kolkata since last 27 years. I will definitely visit this place soon. 🙏🙏

  • @aditibanerjee8167
    @aditibanerjee8167 2 года назад

    খুব ভালো লাগলো ভিডিও টা। আমি কেদারনাথ দর্শন করে এসেছি। এখানে ও যাবো।

  • @MindFreshTravelling
    @MindFreshTravelling 2 года назад +4

    সত্যিই খুব সুন্দর ‌মন্দিরটি ❤️❤️

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад +2

      ঠিক বলেছো ।❤️

  • @anitadutta1686
    @anitadutta1686 2 года назад

    Khub bhalo ekta info dilen, Ati abassoi jabo

  • @biswajittewary8645
    @biswajittewary8645 2 года назад +7

    আপনার ছোট trip গুলো inretesting হয়।👍

  • @nilmonimukherjee2426
    @nilmonimukherjee2426 2 года назад

    খুবই ভালো লাগলো, আরও পোস্টের অপেক্ষায় থাকলাম ।

  • @sanglapdey
    @sanglapdey 2 года назад +14

    আমি একজন দুর্গাপুরের বাসিন্দা। এই প্রতিবেদনটি সবার সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ🙏💕🙏💕🙏💕। Har Har Mahadev 🙏❤🙏❤🙏❤🚩🚩🚩.

  • @leenapramanik7081
    @leenapramanik7081 2 года назад +1

    Khub sundor, baba to sob jayga tey ache , tobe kedarnath kedarnath e , joy baba kedarnath

  • @mytravelsupport
    @mytravelsupport 2 года назад +4

    বেশ ভালো লাগলো

  • @anasristimithu8263
    @anasristimithu8263 2 года назад

    আমার শহর দুর্গাপুর অথচ আমার জানা ছিল। খুব ভালো লাগল ভিডিও টি।

  • @apuranavlog
    @apuranavlog 2 года назад +4

    দারুন লাগলো 😊
    জয় কেদারনাথ ❤
    হর হর মহাদেব 🚩

    • @apurbasutradhar2984
      @apurbasutradhar2984 Год назад

      Ai kedernath video niye amader channel oo aste choleche to please ak bar @B.R.Y.T channel a giye video ti dekte paren .

  • @matilalsaha2933
    @matilalsaha2933 2 года назад

    ওঁ নমঃ শিবায়, খুব ভালো লাগলো

  • @anami7079
    @anami7079 2 года назад

    Kub valo laglo...dekhe .. abong jene..

  • @anjandutta1255
    @anjandutta1255 2 года назад +7

    বাংলার কেদার ।। ❤️❤️❤️❤️🙏🏻👍🤘

    • @sulekhaduttagupta5730
      @sulekhaduttagupta5730 2 года назад

      জয় কেদারনাথ। আমাদের প্রনাম নিও।

  • @dipanjankajuri3600
    @dipanjankajuri3600 Год назад

    1080p te dekhlam . darun laglo!!

  • @livinglife3067
    @livinglife3067 2 года назад +5

    এইরকম সুন্দর স্থান দেখানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ

  • @sumitlahiri9316
    @sumitlahiri9316 2 года назад

    Khub bhalo laglo, Asadharon..

  • @ujjwaldas5993
    @ujjwaldas5993 2 года назад +4

    নমস্কার দাদা আমি দুর্গাপুরের ছেলে এটা আমার বাড়ির কাছেই মন্দিরটির নাম হল হর হর মহাদেব

    • @pradeepchatterjee5239
      @pradeepchatterjee5239 2 года назад +1

      মন্দিরটির একটি ঐতিহ্যপূর্ণ ইতিহাস অবশ্যই আছে। সম্ভব হলে জানাবেন।

    • @ujjwaldas5993
      @ujjwaldas5993 2 года назад +1

      @@pradeepchatterjee5239 দাদা আপনি কোথা থেকে বলছেন

  • @Avijitroy00
    @Avijitroy00 2 года назад

    খুব সুন্দর প্রতিবেদন. ধন্যবাদ আপনাকে.

  • @pathcholaonthewheels
    @pathcholaonthewheels 2 года назад +5

    খুব সুন্দর। ইচ্ছা রইল যাওয়ার। কলকাতা থেকে সরাসরি গাড়ী নিয়ে কোনো অসুবিধা নেই তো?

  • @dyutimoychatterjee1689
    @dyutimoychatterjee1689 2 года назад +1

    Excellent video r information gulo excellent r ei vabei chaliye jan dada.🙏

  • @abhinabosarkar7563
    @abhinabosarkar7563 2 года назад

    Khub sundor.apnar Blog anak Din por
    Dekhlam.

  • @surajitkanjilal4850
    @surajitkanjilal4850 2 года назад

    ধন্যবাদ । খুব ভালো লাগল । চেষ্টা করব একবার যাওয়ার জন্য।

  • @mukuldutta2068
    @mukuldutta2068 2 года назад

    Khub Khub Khub Khub bhalo laglo excellent ♥ ❤ 👌

  • @sanjoyghosh6885
    @sanjoyghosh6885 Год назад +1

    🙏হড় হড় মহাদেব 🙏

  • @rumadas3377
    @rumadas3377 2 года назад

    Eirokom sundor akta video amader kache ponchhe deowar jonyo apnake osonkhyo dhonyobaad,amra Durgapurbasi hoyeo to arokom akta sundor jaygar katha jantam na 🙏

  • @rahulchakraborty6799
    @rahulchakraborty6799 2 года назад

    Nischoi jabo.kedrnath dekhte. Har har mohadev

  • @bidyutdutta7896
    @bidyutdutta7896 2 года назад +3

    এক দিনের ভ্রমণ হিসাবে খুব ভালো জায়গা ।পাথর বসানো হয়ে গেলে সত্যিই মন্দিরটা দর্শনীয় হয়ে উঠবে । পুজো দেবার ব্যবস্থা মনে হয় এখনো হয়ে ওঠে নি ।

  • @ayanchatterjee9314
    @ayanchatterjee9314 2 года назад

    Khub valo laglo. Apni na dekhale hoyto janteo partam na. Poribesh darun. Apnar uposthapona ek ananya matra diyeche. 🙏🙏. Har har Mahadev

  • @koustabbanerjee1468
    @koustabbanerjee1468 2 года назад

    Khub valo laglo ,, অবশ্যই যাবো😍

  • @dipankarchoudhury5718
    @dipankarchoudhury5718 2 года назад +1

    Sotti kotha bolte ami Durgapurer chele, adi basinda othocho ai Mondirer khobor janii na. Onoboddo video 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👍👍👍👍

  • @bhabanichakraborty9358
    @bhabanichakraborty9358 2 года назад

    Dada apnar jonno amon sundor akta mondir er hodis pelam, asongkho dhonnobad, joy kedarnath 🙏🙏🙏

  • @kausikpal2509
    @kausikpal2509 2 года назад +2

    একটা নতুন জায়গা দেখলাম । অনেক ধন্যবাদ

  • @anandabanerjee9085
    @anandabanerjee9085 2 года назад

    যাবার পুরো ইচ্ছা জেগে উঠেছে।অনেক ধন্যবাদ আপনাকে ।
    বাকিটা বাবার আশীর্বাদ
    হর হর মহাদেব ☘️☘️☘️🙏🙏🙏

  • @suvramajumder8020
    @suvramajumder8020 2 года назад

    Thank u dada khub valo laglo dekhe.har har mahadeb

  • @chandranimukherjee5846
    @chandranimukherjee5846 2 года назад

    Khub valo laglo jaoar chesta korbo obossyoi

  • @malaydutta5216
    @malaydutta5216 2 года назад

    Thank You Nature's womb. Bhari shundor ekti notun mandir er sondhan dilen. Chhotor modhye sundor video.

  • @kasturichakravarti7209
    @kasturichakravarti7209 5 месяцев назад

    Khub bhalo katlo. Jabar eakanta iiechha roilo

  • @prabirhait4501
    @prabirhait4501 2 года назад

    অসাধারণ। খুব শীঘ্রই যাব।

  • @galaxya7297
    @galaxya7297 2 года назад

    As usual পলাশ দা. ইউনিক. Darun

  • @soulfulsoma9074
    @soulfulsoma9074 2 года назад

    খুব ভালো লাগল। অনেক ধন্যবাদ।

  • @ardhendubiswas5157
    @ardhendubiswas5157 2 года назад

    খুব ভালো লেগেছে আপনার এই ভিডিওটা। কেদারনাথে আমি দু বার গেছি। সেখানে বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ছিলাম। বাবার মাথায় গঙ্গার জল ও দিয়েছিলাম। প্রথমবারে বাবাকে জড়িয়ে ধরেখুব কেদেছি। জানিনা কেন কেঁদেছি। আর আপনার এই বাংলার কেদারনাথ মন্দিরে আমি যাব। আমার খুব ভালো লেগেছে মন্দিরটা এবং আপনার ভিডিওটা। দাদা আপনি খুব ভালো।

  • @krishnaghosh800
    @krishnaghosh800 2 года назад

    Aaj amra giechhilam, realy khub e valo legechhe

  • @legendgamer9682
    @legendgamer9682 2 года назад

    Sotti ei video tai ek notun thothyo pelem.khub vlo laglo r sei songe baba volenath ke dekhar ichchha roilo.

  • @sutapasgoodlife3780
    @sutapasgoodlife3780 2 года назад

    Onek Dhonyobad,pa barie roilam...Haro haro Mohadev.

  • @-banglapoetry2035
    @-banglapoetry2035 2 года назад +1

    আপনার এই ভিডিও টা দেখার পর আমরাও সেখানে যাবো.

  • @sutapachakraborty2478
    @sutapachakraborty2478 2 года назад

    ছোটো ট্যুর হিসেবে খুব ভাল লাগলো।

  • @thewrrior_8977
    @thewrrior_8977 2 года назад

    আপনার ভিডিও মানেই একটা বাঙালি বাঙালি স্বাদ

  • @sunibeshmandal3066
    @sunibeshmandal3066 2 года назад

    Khub sundar... Sobuj prokritir majhe obikol sei Kedarnath er mondir amader ei Banglay... Apnar video er madhyome erokom ektu jaigar khoj pelam... Onek onek dhonyobad...

    • @NaturesWomb
      @NaturesWomb  2 года назад

      ধন্যবাদ ❤️

  • @minatidas6365
    @minatidas6365 2 года назад

    Khoob bhalo joy kedernath haro horo mahadeb pranam

  • @mousumipal176
    @mousumipal176 2 года назад +1

    দুর্গাপুর আমাদের নিজের জায়গা।ছোট থেকেই দুর্গাপুরে যাওয়া আসা।আমি মায়াবাজারে ছিলাম প্রায় 9 বছর । এত কাছে এত সুন্দর মন্দির আছে ,কোন দিন শুনি ও নি ।খুব ভাল লাগল ।বর্তমানে আমি ঝাড়খণ্ডে থাকি এবার দুর্গাপুর গেলে অবশ্য ই দেখতে যাব এই মন্দির । হর হর মহাদেব ,জয় বাবা ভোলানাথ।

  • @jagricinterior974
    @jagricinterior974 2 года назад

    Khub valo laglo ekdin jete hobe

  • @Funnymoments_2864
    @Funnymoments_2864 2 года назад +2

    হার হার মহাদেব, দাদা অসাধারণ,

  • @basarimukherjee3137
    @basarimukherjee3137 2 года назад

    Darun jayga... Dekhar agroho roilo... Jay kedarnath... Jay bhole baba... Palash da k dhonyobad... Apner video dekhe samriddho hoi... R o sundor sundor video korun ei bangla sabar ghore ghore pouchhe jak... Bhalo thakben

  • @gourichatterjee8024
    @gourichatterjee8024 2 года назад

    খুব সুন্দর ভিডিও। মনোরম পরিবেশে বাংলার কেদারনাথ দশ'ন করলাম 🙏🙏 জয় বাবা কেদারনাথ। 🙏🙏

  • @sanjoydey2789
    @sanjoydey2789 2 года назад

    Har Har Mahadeb Pronam Nin Probhu 🙏🙏🙏🌼🌼🌼🙏🙏🙏

  • @ananyaghatak4932
    @ananyaghatak4932 2 года назад

    Darun lagolo jabo ak bar

  • @maasantoshitraders4990
    @maasantoshitraders4990 2 года назад

    অপুর্ব দৃশ্য