Weekend Tour to Belpahari | Belpahari Forest Banglow | Kakrajhor | বেলপাহাড়ি | Offbeat Jhargram
HTML-код
- Опубликовано: 10 янв 2025
- #belpahari #jhargram #jangalmahal
Belpahari is a beautiful village in the Binpur II Block in the Jhargram subdivision of the Jhargram district in West Bengal.
শীত, বর্ষা কিংবা বসন্ত - খুব গরম বাদ দিয়ে বছরের যেকোনো সময় আসুন বেলপাহাড়ি। শীতে বেলপাহাড়ির এক রূপ। আর ঘনঘোর বর্ষায় আকাশ মেঘে ঢাকলে সেই বেলপাহাড়ি অন্য রকম। গাছপালা ঘন সবুজ, শুকনো ঝর্না তখন জলে ভর্তি। বর্ষা তো এসেই গিয়েছে। সপ্তাহান্তে সপরিবার ঘুরে আসতে পারেন সেখান থেকে। খোলা প্রান্তর, সবুজ মাঠঘাট, শালের জঙ্গল ভুলিয়ে দেবে শহুরে ক্লান্তি।
বেলপাহাড়ির আসে পাশে কোথায় ঘুরবেন?
গাড়রাসিনী পাহাড়- জঙ্গলের মধ্যে পাহাড়। উঠে গিয়েছে পাথুরে রাস্তা। গাছপালা ঘেরা সেই পথে উঠলে প্রথমেই পড়বে ছোট্ট একটি মন্দির। মন্দিরের পাশ দিয়ে রাস্তা উঠে গিয়েছে চূড়ায়। তবে পাহাড়ের চূড়ায় ওঠার ক্লান্তি ভুলিয়ে দেবে চারপাশের রূপ।
ঘাঘরা জলপ্রপাত- বেলপাহাড়ি থেকে ৭ কিলোমিটার দূরে এই জলপ্রপাত। ঘাঘরার সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করতে যেতে হবে ভরা বর্ষায়।
তারাফেনি জলাধার- ঘাঘরার কাছেই রয়েছে তারাফেনি জলাধার। সবুজের মাঝে টলটলে জলের এই জলাধার দেখতে বেশ লাগে।
খ্যাঁদারানি হ্রদ- শালে ঘেরা জঙ্গলের মধ্যে রয়েছে খ্যাঁদারানি হ্রদ। তার এমন নাম কেন, জানা নেই। তবে পড়ন্ত বিকেলে খ্যাঁদারানির সৌন্দর্য মন ভরিয়ে দেব
Nice Video. Well presented
Thank you 🙂
Beautiful Video, keep it up
Thanks a lot
Khub valo laglo
ধন্যবাদ👌👌