২ হাজার PhD কেন বিদেশে ড্রাইভার, ক্লিনার হতে চায়? Zahed's Take । জাহেদ উর রহমান । Zahed Ur Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • ড্রাইভার, ক্লিনার হয়েও বিদেশে চলে যেতে চায় হাজার হাজার উচ্চশিক্ষিত তরুণ। এর মধ্যে আছে ২ হাজার PhD ও। কেন?
    #ব্যাচেলর #মাস্টার্স #শিক্ষা #চাকুরী #বেকার #পিএইচডি #উন্নয়ন #zahedstake #drzahedurrahman #ডাজাহেদউররহমান #zahedurrahman #জাহেদউররহমান #জাহেদ #zahed

Комментарии • 362

  • @shaifurrahman1197
    @shaifurrahman1197 2 месяца назад +81

    একটা দেশ ধ্বংস করতে হলে বেশীকিছু লাগেনা শুধুমাত্র শিক্ষাব্যাবস্থা ধ্বংস করলেই যথেস্ট।

  • @mdjowelrana4923
    @mdjowelrana4923 2 месяца назад +102

    শুধু আওয়ামী লীগের সাথে যুক্ত হতে পারলেই বিসিএস পিএইচডি ডিগ্রি লাগে না এমনিতেই উচ্চ পর্যায়ের সরকারি চাকরি পাওয়া যায়। এটাই আওয়ামী উন্নয়ন।

  • @subasuna5079
    @subasuna5079 2 месяца назад +141

    আলু ৯০ টাকা, পেঁয়াজ ১৫০ টাকা, প্রতিটি শব্জীর বাজার দর ৯০ টাকার উপরে, এটাই উন্নয়নের নমুনা। মতিউর, আজিজ, বেনজিরদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, দেশের নয়।

    • @mansurhallaj8568
      @mansurhallaj8568 2 месяца назад +1

      হ্যা, অনেক দাম, কিন্তু বাজারে কি কোন কিছু পরে থাকছে?

    • @adcaccep101
      @adcaccep101 2 месяца назад

      ​@@mansurhallaj8568 না খেলে মানুষ বাঁচতে পারবে? পরে থাকার তো কথা না তাহলে! মানুষের সঞ্চয় কমে যাচ্ছে যার কারনে লোকাল বিজনেস আর গ্রো করছে না। আরো অনেক সমস্যার উদ্ভব হচ্ছে। লিস্ট ধরে বললে সারাদিন লিখতে হবে আমাকে।

    • @khanimran6313
      @khanimran6313 2 месяца назад

      Tomader moto chur thakte pore thakbe kamne proyojoner cheye koyek gun besi kine , r ja ase ei deshe seta emneu proyojener cheye kom thakbe kibabe​@@mansurhallaj8568

    • @mdkaisarrahman1387
      @mdkaisarrahman1387 2 месяца назад +4

      প্রতিদিন একটি করে দূর্নীতিবাজ ধরলেও পৃথিবী যতদিন আছে আছে, তবু শেষ হবে না দূর্নীতিবাজ।

    • @ErshadMiah-l5m
      @ErshadMiah-l5m 2 месяца назад

      True for Bangladesh

  • @50129
    @50129 2 месяца назад +85

    হয় মৃত্যু না হয় দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া মুক্তির কোনো পথ নেই।

    • @MusfiqurFahim
      @MusfiqurFahim 2 месяца назад +3

      আপনি কেন আল্লাহর ওপর ভরসা করলেন না?

    • @MrMahfuz1972
      @MrMahfuz1972 2 месяца назад

      ​@@MusfiqurFahim ভাইজান, কিছু মনে নিয়েন না। আপনার আল্লাহ্ নীচে এসে সব সমাধান করে দেবে এই চিন্তা অবান্তর! কেননা, মহান আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা সৎ ও সঠিক পথে চল, অপচয় করিও না, অসৎ কাজে লিপ্ত হইও না, ঘুষ খেও না, কারো জিনিসের উপর দখল নিও না ইত্যাদি আরোকিছু, ইসলামে নিয়ম এবং বিধিবিধান আছে যা আমরা কোনটাই পালন করি না। কারণ, দেশেই যখন কিছু হারামি মানুষ আছে এবং তারা যে সকলকিছু করে যাচ্ছে তার মত করে, অর্থাৎ, সে যেটা বলছে বা করছে সেটাই এখন সঠিক বলে বিবেচনা হচ্ছে! অর্থাৎ অনিয়মই হল এখন নিয়ম। মহান আল্লাহ্ আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা সেটা ফলো করছি না বরং তার উল্টো ছাড়া। আমাদের চাওয়া পাওয়া এতটাই বেশি যে সবকিছু থেকেও মনে হয় কিছুই নাই! নাই নাই আর খাই খাই ভাব লেগেই আছে? 🤔 🤨

    • @MrMahfuz1972
      @MrMahfuz1972 2 месяца назад

      ​@@MusfiqurFahim ভাইজান, কিছু মনে নিয়েন না। আপনার আল্লাহ্ নীচে এসে সব সমাধান করে দেবে এই চিন্তা অবান্তর! কেননা, মহান আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা সৎ ও সঠিক পথে চল, অপচয় করিও না, অসৎ কাজে লিপ্ত হইও না, ঘুষ খেও না, কারো জিনিসের উপর দখল নিও না ইত্যাদি আরোকিছু, ইসলামে নিয়ম এবং বিধিবিধান আছে যা আমরা কোনটাই পালন করি না। কারণ, দেশেই যখন কিছু হারামি মানুষ আছে এবং তারা যে সকলকিছু করে যাচ্ছে তার মত করে, অর্থাৎ, সে যেটা বলছে বা করছে সেটাই এখন সঠিক বলে বিবেচনা হচ্ছে! অর্থাৎ অনিয়মই হল এখন নিয়ম। মহান আল্লাহ্ আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা সেটা ফলো করছি না বরং তার উল্টো ছাড়া। আমাদের চাওয়া পাওয়া এতটাই বেশি যে সবকিছু থেকেও মনে হয় কিছুই নাই! নাই নাই আর খাই খাই ভাব লেগেই আছে? 🤔 🤨

    • @justzayan8682
      @justzayan8682 2 месяца назад

      @@MusfiqurFahim Allah o to bolechen, Allah'r dike takiye boshe na theke nijer dayitto nijer hate nite. Tarpor Allah shahajjer hat baraben. Dayitto neyar khetre amra shobai onner mukhapekkhi hoye boshe achi. Amader ei jatir bhobisshot khubi shochoniyo hobe.

  • @MohammodSakilHossainKhan
    @MohammodSakilHossainKhan 2 месяца назад +22

    মুজিব্ল্যান্ড ছেড়ে আসতে পেরেছি ভাল আছি আলহামদুলিল্লাহ। এত উন্নয়ন মেনে নিয়ে মুজিব্ল্যান্ডে থেকেযেতে পারিনি

  • @alhussainzeem
    @alhussainzeem 2 месяца назад +34

    আমার ও ইচ্ছে দেশ ছাড়ার। যদি ইউরোপ আমেরিকা না পারি তাহলে আফগানিস্তান হলেও চলে যাবো তবুও এই দেশে আর না!

    • @ArifaChowdhury-j3j
      @ArifaChowdhury-j3j 2 месяца назад

      আমাদেরকে ও সাথে নিবেন 😊

    • @ashfaquehasib8123
      @ashfaquehasib8123 2 месяца назад

      আফগানিস্তানকে খাটো করে দেখলেন মনে হয়?

    • @alhussainzeem
      @alhussainzeem 2 месяца назад

      @@ashfaquehasib8123 খাটো করার কিছু নেই, আফগানিস্তানের এখনো কর্মসংস্থান ঘাটতি আছে ইউরোপ আমেরিকার তুলনায়, যদিও আমাদের দেশথেকে ভালোই আছে। যেহেতু কর্মের জন্য দেশ ছাড়বো তাই প্রথম প্রায়োরিটিই হবে ইনকাম যেখানে বেশী।

  • @kamalhasan7599
    @kamalhasan7599 2 месяца назад +41

    আমি এইচ এস সি পাশ ড্রাইভার।নিজেকে শিক্ষিত ড্রাইভার ভাবতাম।এখন মনে হয় আমি তো কিছুই না।

    • @smhasan9540
      @smhasan9540 2 месяца назад +2

      শিক্ষিত নূন্যতম গ্রাজুয়েট হলে, মানে স্নাতক,, আপনি সাক্ষর জ্ঞান সম্পন্ন, মানে নিরক্ষর নন, আবার শিক্ষিত ও নন,,

    • @AB-ru9pd
      @AB-ru9pd 2 месяца назад

      ক্রমাগত দুঃশাসনে বাংলাদেশ বসবাসের অনুপযোগী দেশে পরিণত হয়েছে। ক্ষমতাসীনদের অপরিসীম দুর্নীতি সাধারণ জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে।

    • @himuibrahim7524
      @himuibrahim7524 2 месяца назад

      ​@@smhasan9540কে বলছে উনি শিক্ষিত নন। স্মাতক সম্পূর্ণ করলে বলা হয় উচ্চ শিক্ষিত।

  • @himaloychittagong5028
    @himaloychittagong5028 2 месяца назад +35

    জনাব জাহেদ সাহেব দুঃখের কথা কি বলবো ১৭ বছর বিদেশে ছিলাম বর্তমান দেশে আছি কিন্তু নিজের বলতে কিছু নাই পারছি না আজ দেশ তৈয়াগ করতে অন্তত মশার খামড় থেকে বাঁচতে পারব

  • @asifurrahman6149
    @asifurrahman6149 2 месяца назад +31

    প্রাইমারী এবং মাধ্যমিক স্কুলের কতজন টিচার নিজের সম্বন্ধে ইংরেজীতে এমনকি বাংলায় কিছু লিখতে বা বলতে পারবে জরিপ করুক সরকার। এই টিচারদের পাঠদানের উপরই আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে।
    এই দেশের শিক্ষাব্যাবস্হা অনেক আগে থেকেই সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে।

    • @najmulhossen8545
      @najmulhossen8545 2 месяца назад

      প্রাইমারী শিক্ষক নিয়োগে সবচাইতে বেশি টাকা দিে হয়তো জব দেওয়া হয় আর যেগুলো সত্যিই কিছু পড়াতে পারেনা ইংরেজি সঠিক ভাবে বানান করে রিডিং পড়তে পারেনা তাদের সংখ্যাটাই বেশি তো ছাত্ররা আর মানুষ হবে কিভাবে ভবিষ্যতে তাদের দক্ষ হিসেবে কিভাবে পাবো ...।

  • @TbNihal-m3j
    @TbNihal-m3j 2 месяца назад +27

    উন্নয়নের রোল মডেলই বলা যায়। একটি পরিবার ১৫ থেকে ১৬ বছরে আত্মীয় স্বজনরা সবাই মিলে ২০০ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ কিংবা তার চেয়ে ও বেশি সম্পদের মালিক হওয়া মোটেও সহজ কথা নয়। পৃথিবীতে আর কোন দেশে কোন পরিবার লুটপাট করে এত সম্পদে মালিক হয়েছে তার রেকর্ড নাই। তাই এটাকে মহা উন্নয়ন ও বলা যেতে পারে ।

    • @user-kl9ed4sx2y
      @user-kl9ed4sx2y 2 месяца назад

      ভাই বিলিয়ন হবে না সম্ভবত মিলিয়ন হবে,

    • @মোহাম্মদআলতাফহোসাইন
      @মোহাম্মদআলতাফহোসাইন 2 месяца назад

      বাংলাদেশ বহু বিশ্ব রেকর্ড গড়েছে যা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব হয়নি। সুতরাং মিথ্যাচার দুর্নীতি লুটপাট চুরি ডাকাতি বাটপারি বদমাইশী বেইমানি মোনাফেকি ও বিশ্বাস ঘাতকতা সহ সব ধরনের অপকর্ম অপরাধ দুর্বৃত্তায়ন অসততা বেইমানি মোনাফেকি বিশ্বাস ঘাতকতা অবিশ্বাসী নাস্তিক বিধর্মী অমানুষ বর্বর পশুতুল্য জানোয়ারদের তুল্য রেকর্ড গড়তে হবে। বাংলাদেশের মতো বিশ্বের অন্য কোনো দেশে এতো দ্রুত গতিতে ধন সম্পদ টাকা গাড়ী বাড়ী নারী ও তাড়ির মালিকানা অর্জন করা সম্ভব নয় বরং বাংলাদেশের রাজনীতিতে সম্ভব বলেই তো এতো গুলো রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যাচ্ছে। এদেশে রাজনীতি করা ও দলীয় পদ পদবী নিয়ে পতিতা বৃত্তিতে জড়িত হয়ে অতি শীঘ্রই ধন সম্পদ অর্জনের সুযোগ আছে বলেই তো দুর্নীতি লুটপাট চুরি ডাকাতি বাটপারি বদমাইশী বেইমানি মোনাফেকি বিশ্বাস ঘাতকতা অবিশ্বাসী নাস্তিক বিধর্মী ঘুষখোর ও ঘুষ খোর অসৎ উপার্জনের সুযোগ রয়েছে যা বিশ্বের অন্য কোনো দেশে সম্ভব নয়।

  • @crypto_dot7
    @crypto_dot7 2 месяца назад +12

    🔥🔥জাহেদ উর রহমান স্যার সালাম নিবেন, আপনি যেভাবে দেশ ও দেশের প্রতিটি পরিস্থিতি নিয়ে কথা বলছেন এটা শুধুই প্রতিবাদ নয়!একটি জাতিকে আরও সচেতন আর সজাগ হতেও পথ দেখাচ্ছে!
    তবে কথা হচ্ছে আমরা আর কবে বুঝতে পারবো দুটি পরিবারের পরিবারতন্ত্রে থেকে দেশের গণতন্ত্র এবং উন্নয়ন সম্ভব নয়! 🔥🔥

  • @miahsharifalamgir5862
    @miahsharifalamgir5862 2 месяца назад +17

    আমি ইউরোপে আছি প্রায় ১৫ বছর ধরে।অনেক প্রবাসীদের চিনি যারা হোটেলে,রেস্টুরেন্ট ও সাধারণ পরিস্কার শ্রমিক হিসেবে কাজ করেন তার মধ্যে আমার বড় ভাই আছেন। তিনি কেমিস্ট্রি থেকে অনার্স ও মাস্টার পাস করেছেন আর আমার ছোট্ট ভাই অনার্স ও মাস্টার পাস,বিদেশে আসার জন্য মরিয়া হয়ে রয়েছেন।

    • @ijmj3990
      @ijmj3990 2 месяца назад +1

      Banan bhul

    • @miahsharifalamgir5862
      @miahsharifalamgir5862 2 месяца назад

      @@ijmj3990 অসংখ্য ধন্যবাদ

    • @ronalddilipdas1288
      @ronalddilipdas1288 2 месяца назад

      আপনার কথা জ্ঞানযুক্ত ও যুক্তিযুক্ত। কিন্তু দেশ ধ্বংসের জন্য কি শুধু রাজনৈতিক দল ই দায়ী? আমার তো মনে হয় অন্য কিছু এজন্য দায়ী এবং সেটা যদি উচ্চারণ করি, তা হলে আমি নেই।

  • @khaleqzaman5827
    @khaleqzaman5827 2 месяца назад +29

    দেশে মানুষের উপযুক্ত কর্মসংস্থান নেই। কিন্তু পিএসসির ড্রাইভার বিসিএস চাকরি দিতে পারে ! উন্নয়ন যা দেখি চাপাবাজি!! চাঁদাবাজি !!!

  • @TheShadow-td8fz
    @TheShadow-td8fz 2 месяца назад +7

    আমিও একজন প্রচন্ড দেশপ্রেমিক মানুষ, কিন্তু দেশের এই করুন পরিস্থিতিরর জন্য জীবন রক্ষার্থে একপ্রকার বিদেশে পালাতে বাধ্য হচ্ছি, অন্তত একটা সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। আশা রাখি যে পুড়ে ছাই হওয়া সোনার বাংলা একদিন আবার সোনার বাংলা হবে, সেদিন আবার ফিরে আসবো আমার প্রিয় জন্মভূমিতে।

    • @ashrafulislam2822
      @ashrafulislam2822 2 месяца назад +1

      Bhai, when you will leave from Bangladesh as a sovereign nation, but when you back, probably Bangladesh might be a state of India like Sikim!

    • @tawkirahmed5246
      @tawkirahmed5246 2 месяца назад

      ভাই,
      দেশপ্রেমিকেরা দেশ ছাড়ে না! দেশ পুনর্গঠন করার চেষ্টা করেন....

  • @masudurrahman999
    @masudurrahman999 2 месяца назад +41

    বিএনপি জামাত সহ সবাই তারাতাড়ি কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দেওয়া উচিত

    • @shamimmia2006
      @shamimmia2006 2 месяца назад +4

      বিএনপি অলরেডি সমর্থন দিয়েছে।জামাত ও দিয়েছে।

    • @amantelimited
      @amantelimited 2 месяца назад

      দেশে বিদেশী রেল নয় এটা ও যুক্ত হোক।

  • @mofijulislam5984
    @mofijulislam5984 2 месяца назад +11

    আমি সিঙ্গাপুর থেকে বলছি সত‍্যিকারে আমরা যে কত অযোগ্য তা সিঙ্গাপুরে না আসলে আমি বুঝতাম না।

  • @s.m.abubakar2705
    @s.m.abubakar2705 2 месяца назад +8

    শিক্ষার বিষয় আমি আপনার সাথে সম্পূর্ণ একমত । কতগুলু অযোগ্য লোক কে সার্টিফিকেট দিয়ে সরকার শিক্ষিত ( সার্টিফিকেট ধারি ) বেকারের সংখা দিন দিন বাড়াচ্ছে । এর পরিনতি ভয়াবহ হতে বাধ্য ।

  • @mdmoza4331
    @mdmoza4331 2 месяца назад +2

    ডাঃ জাহেদ উর রহমান স্যার এটাই পরিস্কার বাস্তব সুস্পষ্ট কথা টার অপেক্ষা বাংলা র জনগণ শুনুক জানুক বাংলাদেশের সকল কিছুই দংশ হয়ে গেছে ঃ ধন্যবাদ জানাই স্যার ভালো থাকুন

  • @rasedulislamhitlar842
    @rasedulislamhitlar842 2 месяца назад +2

    এর চেয়ে আর চরম সত্য আর কোন কথা থাকতে পারে না।❤️ আমি নিজে ও যে কোন মুল্যে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্চি।💯

  • @golamhossain4255
    @golamhossain4255 2 месяца назад +7

    শিক্ষা ধ্বংস না হলে দেশের মেরুদন্ড ধ্বংস হবে না।

  • @DANERSHISH_NEWS
    @DANERSHISH_NEWS 2 месяца назад +1

    শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেই জাতি অথর্ব

  • @foyezmuhammad1809
    @foyezmuhammad1809 2 месяца назад +6

    এই নিউজ প্রমাণ করে আমাদের শিক্ষা ব্যবস্থা একটি অরাজক ও মানহীন পরিস্থিতির শিকার।

  • @alrahad9425
    @alrahad9425 2 месяца назад +4

    দেশ থেকে যেতে পারলেই এখন বাঁচি।অনেক সরকারি চাকরি তে অংশগ্রহণ করেছি, ভাইভা তে অংশগ্রহণ করেছি।এখন বয়স শেষ, সরকারি ভাবে আমরা বাতিল।তাই এখন ইউরোপে যাওয়ার অপেক্ষা করছি 😭😭😭😭😭

    • @ArifaChowdhury-j3j
      @ArifaChowdhury-j3j 2 месяца назад

      কোন দেশে যাচ্ছেন ভাই?

  • @hridoydewan6467
    @hridoydewan6467 2 месяца назад +9

    প্রিয় স্যার সবসময় শুনি ❤❤❤❤🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
    আজ প্রথম কমেন্ট করলাম আলহামদুলিল্লাহ

  • @MithuIslam
    @MithuIslam 2 месяца назад +8

    We need a statesman, a true Leader with a Vision!

  • @Liton76RU
    @Liton76RU 2 месяца назад +2

    আপনার বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এই বিষয়ে সচেতন না হলে সাধারণ জনগনের করার কিছুই নেই।

  • @shamimara5059
    @shamimara5059 2 месяца назад +9

    ষোল বছরের ষোল ব্যাচ জিপিএ -৫ অটো পাশ ব্যাচ এবং আগামী ষোল বছর তৈরি হবে এই অটো পাশ জিপিএ -৫।কারণ সব সুশীল মুক্তি যুদ্ধের চেতনা ধারণ করে।

  • @mdtaskin2359
    @mdtaskin2359 2 месяца назад +2

    অসাধারণ । সহমত । দেশকে ভালোবাসলে কস্ট হয়

  • @BDDHK1
    @BDDHK1 2 месяца назад

    ধন্যবাদ ভাই, অনেক জটিল একটা জিনিসকে সব দিকে ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর একটা বিশ্লেষণ দিয়েছেন।

  • @SaifulIslam-gh2lc
    @SaifulIslam-gh2lc 2 месяца назад +5

    Super discussion

  • @nasiruddinsardar8251
    @nasiruddinsardar8251 2 месяца назад

    অনেক বেশি ভালো কথা বলেছেন। এজন্যই আপনার কথাগুলো ভালো লাগে।

  • @beautifulmoment111
    @beautifulmoment111 2 месяца назад +1

    পদ্মা সেতু আর মেট্রোরেল ফেরত নিয়ে আমাদেরকে আগের অবস্থায় নিয়ে আসুন।

  • @sorowarhossain2602
    @sorowarhossain2602 2 месяца назад +1

    হে আল্লাহ জালেমদের হাত হতে আমাদের রক্ষা করুন আমিন।

  • @merzamelon9428
    @merzamelon9428 2 месяца назад

    শতভাগ সত্য আপনার কথা বলুন

  • @SOHAGAKHON-ev7ti
    @SOHAGAKHON-ev7ti 2 месяца назад +1

    সঠিক কথা বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে ❤

  • @infinitesolutions2602
    @infinitesolutions2602 2 месяца назад

    Ma sha Allah. Alhamdulillah.
    May Allah bless our nation with goodness, may Allah guide us -Ameen ya Rabb al a'lameen
    Boycott campaign will continue

  • @syedmujiburrahman7785
    @syedmujiburrahman7785 2 месяца назад +1

    World ranking of Dhaka city is the actual features of all other fields.

  • @Alone1Alone1
    @Alone1Alone1 2 месяца назад +2

    🎈. 🎩
    Assalamu 🫡 Alikum.
    Dear brother,,, Thank yOu for your good topic post.
    Because same to my think,,,. this post.
    Almighty ☝️ Allah safe and bless us Ameen.

  • @justzayan8682
    @justzayan8682 2 месяца назад

    A real perspective of Bangladesh. Thank you very much for discussing on this hopeless future of our motherland. A grim reality is waiting ahead of the nation.

  • @mohammednasimalhuda7314
    @mohammednasimalhuda7314 2 месяца назад +3

    'বিচার নাই এইদেশেতে আমরা সবে গাই
    আমেরিকা যাব মোরা ইমিগ্রেশন চাই'
    *সংগ্রিহিত

  • @behuda12345
    @behuda12345 2 месяца назад

    খুব সুন্দর টাইটেল দিয়েছেন

  • @mdazizulhaque8704
    @mdazizulhaque8704 2 месяца назад +2

    বাংলাদেশের নিত্যপন্যের দাম এতোটাই বেশি যে মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছেন, আমদের বাঁচার কি অধিকার নেই?

  • @mdsahabuddin7845
    @mdsahabuddin7845 2 месяца назад

    চরম সত্য কথা ধন্যবাদ জানাই।

  • @mahafuz1992
    @mahafuz1992 2 месяца назад +1

    Right 100%

  • @hridoydewan6467
    @hridoydewan6467 2 месяца назад

    প্রিয় স্যার সবসময় শুনি ❤❤❤❤❤❤🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @MDsaidulIslam-b5v
    @MDsaidulIslam-b5v 2 месяца назад

    কারো জন্য কেউ থেমে থাকে না। আপনারা জনগণের জন্য কথা ও কাজ করেন। জনগণ আপনাদের আগে জিবন দিবে।

  • @Md.MonirulIslamMonir-p1d
    @Md.MonirulIslamMonir-p1d 2 месяца назад

    সঠিক বলেছেন

  • @afifanoman8532
    @afifanoman8532 2 месяца назад

    You telling the right❤

  • @mdsolaymanhosen1052
    @mdsolaymanhosen1052 2 месяца назад

    দোয়া করবেন আমি যেতে চাই। আল্লাহ্ যেন কবুল করেন

  • @razibhossain3004
    @razibhossain3004 2 месяца назад +3

    Bangladesh ta joy bangla kore dilo Hasinar Haynar doll😢

  • @iftekharahmed7093
    @iftekharahmed7093 2 месяца назад +1

    There are 2 traits of present students pursuing higher education. One is in rat run for BCS and other Govt jobs and the other is leaving Bangladesh at any means and settle down other countries.

  • @AlamSarder-uc6nq
    @AlamSarder-uc6nq 2 месяца назад

    ধন্যবাদ।

  • @MorshedulHoque-nt5pq
    @MorshedulHoque-nt5pq 2 месяца назад

    স্যার, আপনার কথা সব সময় যুক্কু সংগত হয়।

  • @AkterHossain-g6b
    @AkterHossain-g6b 2 месяца назад +1

    Excellent presentation.

  • @NoobWhiteGaming-tj1xu
    @NoobWhiteGaming-tj1xu 2 месяца назад

    ডঃ জাহিদ উর রহমান কে অনেক ধন্যবাদ । ওনার কথা গুলো এক দম সত্য কথা। ❤️💚❤️🇧🇩

  • @monjubhuiyan9815
    @monjubhuiyan9815 2 месяца назад

    প্রায় প্রতিটি সেক্টরে এবং সিস্টেমে পরিবর্তন আর আমূল পরিবর্তন আনা অতীব জরুরি হয়ে পড়েছে ! আরও জরুরি হয়ে পড়েছে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার গণতন্ত্র ও মানবাধিকার এবং সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিতকরন নিশ্চিত করা !

  • @nurulfattah5603
    @nurulfattah5603 2 месяца назад

    Thank you so much Sir. You have just exactly said what I think.

  • @kjuh6320
    @kjuh6320 2 месяца назад +3

    এটা কেউ কেউ অনেক আগেই বুজতে পারছে!কেউ এখন বুজছে 😂 বাকিরা যখন বুজবে তখন আর কিছু করার থাকবে না!ধনিরা, লুটেরারা সব চলে যাবে আমরা কিছু লোক অন্যর অধিনে কুকুরের মত বাজব

  • @abmsiddique9655
    @abmsiddique9655 2 месяца назад

    We are running short of Madrasa, we need more of those.

  • @hakim1460
    @hakim1460 2 месяца назад

    বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সামনে আরো দক্ষ জমবল সংকট হবে। 😢

  • @hossainberaitis.bangla.7037
    @hossainberaitis.bangla.7037 2 месяца назад

    রাইট ধন্যবাদ আপনাকে।

  • @AfrozaMustary
    @AfrozaMustary 2 месяца назад

    আহ্ দেশটা শেষ, কি করব মরে যেতে ইচ্ছা করছে 😢😢😢

  • @sumonahamed8652
    @sumonahamed8652 2 месяца назад

    এটাই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা এবং উন্নয়নের নমুনা।

  • @mohammadazim-m9b
    @mohammadazim-m9b 2 месяца назад

    Salute to you legend🙏🙏🙏🙏

  • @romanha9071
    @romanha9071 2 месяца назад

    ভারত এবং আওমিলিক আছে বলেই দিনকে দিন বাংলাদেশের এতো উন্নতিতে আমরা জনগন হাবুডুবু খাচ্ছি ..... আল্লাহ তাদের উপর গজব নাজিল করেন, কোনো একটা মুজেজা দেখান.... ধর্মের প্রতি দিন দিন মানুষের বিশ্বাস....

  • @kodulau3548
    @kodulau3548 2 месяца назад

    জনাব, সালাম জানবেন। আমি বারবার অনুরোধ করছি যে খবরটি আপনি আলোচনা করেন সেটি ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দেওয়ার জন্য। আশা রাখি আমার এই কথাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন যাতে আমরাও খবরটি পড়তে পারি।
    অনেক শুভকামনা আপনার জন্য

  • @IslamEDeen940
    @IslamEDeen940 2 месяца назад

    উন্নয়ন হয়েছে লুঠপাঠ উন্নয়ন

  • @AshabulHaque-lx7pb
    @AshabulHaque-lx7pb 2 месяца назад +1

    বিদেশে না গিয়ে করবে দেশে চাকুরী কই।আর দ্রব্য মুল্য তার চেয়ে বিদেশে লেবার,কুলি কাজ করলে জীবন তো বাচবে।

  • @AminulIslam-p7x1l
    @AminulIslam-p7x1l 2 месяца назад

    আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

  • @AbdurRahman-ry1yw
    @AbdurRahman-ry1yw 2 месяца назад +2

    বিসিএস প্রশ্নসাফা নিয়ে কিছু বলেন

  • @md.humayunkhan8045
    @md.humayunkhan8045 2 месяца назад

    আমি কয়েক বৎসর আগে সরকারি এক কর্মকর্তার অফিসে যাই।উনার নেম প্লেটে লেখা ডঃ------পি এইচ ডি।উনি কানাডা থেকে পি এইচ ডি করেছেন। ভুল টা উনাকে না ধরিয়ে দিয়ে পারলাম না।বলার সংগে সংগে উনি সংশোধনের ব্যবস্থা নেন।

  • @mdnurullah4190
    @mdnurullah4190 2 месяца назад

    True analysis.

  • @rehman_mr
    @rehman_mr 2 месяца назад

    Here in North America there is no value of Bangladesh education. Most of highly educated including PHD they drive UBER, work as minimum level of job in any office if they get one.. many goes to school for another 1 to 2 year study to get a skilled category job here..

  • @md.mizanurrahman7393
    @md.mizanurrahman7393 2 месяца назад +1

    Can u make any episode on Rationality of doing PhD by bureaucrats utilizing govt facilities?

  • @Daloir420
    @Daloir420 2 месяца назад

    দুঃখ দেশ ছেড়েছি পড়ালেখা বেশি করিনাই বিজিবিতে চাকরি নিতে গেছিলাম সব ঠিক ছিলো ছবি ফিংগার সব হয়ে গেছে এপার্মেন্ট কার্ড দিবে তখন হঠাৎ দেখলাম একজন আসলো এসে আমাদের কয়েকজনকে বাদ দিয়ে বাতিল থেকে কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন তাদের চাকরি হল আমরা যারা বাদ হলাম অবাক হয়ে গেলাম,,পরে জানতে পারলাম তারা ছিলো বড় বড় কর্তার লোক,,, সে কষ্ট নিয়ে দেশ ছেড়েছি আজ ৭ বছর।

  • @FouadHassan-l4g
    @FouadHassan-l4g 2 месяца назад

    একটি সময় উপযোগী ভিডিও, একজন সিনিয়র এভিপি ইস্টার্ন ব্যাঙ্ক এ চাকরি করতেন তিনি উনার স্ত্রীকে অস্ট্রেলিয়ার একটা ইউনিভার সিটি তে ভর্তি করে ডিপেন্ডেবল ভিসায় চলে গেছেন

  • @HumayunKabir-cd5yk
    @HumayunKabir-cd5yk 2 месяца назад

    দুর্নিতীর উন্নয়ন হোয়েছ আকাশ চুম্ভি ভাবে।

  • @cattv1480
    @cattv1480 2 месяца назад

    Development, Development and Development. These developments should be pushed into the lower boar.

  • @shamsulkhan7354
    @shamsulkhan7354 2 месяца назад

    I heard the same thing from the Vice Chancellor of a private university how the university's HR was struggling to find even a few qualified Bangladeshi graduates for even executive assistant positions.

  • @moinuddin4321
    @moinuddin4321 2 месяца назад

    মাস্টার্স ডিগ্রিধারী SSC পদের চাকরি করে --এটাই উন্নয়ন।

  • @mebashir7311
    @mebashir7311 2 месяца назад

    Agreed.

  • @bayzidmunshibayzidmohammed3754
    @bayzidmunshibayzidmohammed3754 2 месяца назад +1

    They don't have any choice 😢

  • @MM19M05
    @MM19M05 2 месяца назад

    আসসালামু আলাইকুম,
    আমাদের সরকার তো শুধু স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা এসব নিয়ে পড়ে থাকে। যে চীন শেখ সাহেব মরার পর বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, সেই চীনে তার কন্যা আমাদের চেতনার মা গেছে হাত পাততে। তা বলি এখানে মুক্তিযুদ্ধের চেতনা কি ঘুমিয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন স্যার।

  • @MdMotaleb-z9r
    @MdMotaleb-z9r 2 месяца назад

    আমাদের ভবিষ্যত অন্ধকার

  • @rahmanbhy8152
    @rahmanbhy8152 2 месяца назад

    You are 100 % correct , our education ministry run & control by nastik & Indian dalal group

  • @m.Jahangir85
    @m.Jahangir85 2 месяца назад

    জাহিদ ভাই আপনাকে সালাম ও শুভেচ্ছা।ভাই,গার্মেন্টসে কোয়ালিটি হেল্পার নিয়োগে HSCপাশ সিলেক্ট।সা:হেল্পার নিন্মেSSC.যেহেতু স্নাতক অনার্স পাশ সার্টিফিকেট নিয়ে দাড়িয়ে থাকে হেলপার পদের জন্য।এতো সার্টিফিকেট উন্নয়ন।মাধ্যমিক এ এখন পরীক্ষার উত্তর টিচাররা বোর্ডে লিখে দিচ্ছে,তাই ছাত্ররা মোবা গেমসে ব্যস্ত।

  • @shamsulislam4141
    @shamsulislam4141 2 месяца назад

    Thanks for saying DOZOGH

  • @osmangoni8176
    @osmangoni8176 2 месяца назад

    আপনাকে ধন্যবাদ, আপনার আলোচনা গুলি সরকারের কর্ণ কুহুরে পৌছবে কিনা জানিনা।

  • @anischowdhury8138
    @anischowdhury8138 2 месяца назад

    When we were young, we used to hear that the Russian and French are good at math and engineering. That's perhaps true and valid even today. However, my understanding, China has over taken all of them combined. It's a sheer determination and combination of policy, commitment and efforts from their national leadership makes it possible to turn the table in their favor. Today, guess what, Chinese low tech toys are replaced by high tech EVs and many more. The hopeless Bangladesh education system cannot be changed overnight, however, a sheer determination and commitment is a must to begin with if we really want to make a mark in the globe.

  • @moinuddin582
    @moinuddin582 2 месяца назад

    যতদিন তোমার হাতে দেশ, দিশেহারা বাংলাদেশ।

  • @nurulmomen6176
    @nurulmomen6176 2 месяца назад

    বর্তমান বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

  • @kazimahmudurrahman557
    @kazimahmudurrahman557 2 месяца назад

    প্রয়াত সাংবাদিক সিরাজুর রহমানের বরাতে আমরা কি শুনিনি বিবিসিতে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন পিতৃহত‍্যার প্রতিশোধ নিতেই তিনি রাজনীতিতে আসতে চান? এই দেশের প্রতি ওনার বিন্দুমাত্র ভালোবাসা কেন থাকবে?

  • @realexpress4426
    @realexpress4426 2 месяца назад

    Right Sir ❤

  • @sopna_7
    @sopna_7 2 месяца назад

    নতুন কারিকুলামে পড়াশোনা তো শেষ, সামর্থ্য নাই যে,বিদেশে গিয়ে বাচ্চাকে পড়াবো এখন তাহলে কি করবো ভেবে পাচ্ছি না।

  • @masum-talukder-showrob
    @masum-talukder-showrob 2 месяца назад

    ভিসা প্রসেস কমপ্লিট। ১০ দিনের মধ্যে বিদেশে। এ দেশে ফিরার আর কোনো ইচ্ছে নাই।

  • @mdyusuf2027
    @mdyusuf2027 2 месяца назад

    যারা খোজার কিংবা নিয়োগের দ্বায়িত্বে থাকেন তাদের বেশির ভাগই তো....... বাকিটা বুঝেনেন!

  • @kaziscroche
    @kaziscroche 2 месяца назад

    ধন্যবাদ

  • @md.shahfirozkhan3879
    @md.shahfirozkhan3879 2 месяца назад

    আমার পরিচিত সে বিএসসি ইন্জিনিয়ারিং পাস করে এখন রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট এ টেকনিশিয়ান হিসেবে যোগদান করেছে। কিন্তু নিয়োগ যোগ্যতা চেয়েছিলো ভকেশনাল থেকে ইন্টার পাস। তিনি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করেছিলেন। তিনি পাবলিক ইউনিভার্সিটি থেকে এমবিএ করিতেছেন। তাহাকে আমি বলেছিলাম আপনি এমবিএ কমপ্লিট করিলে ভালো জব পতেন। তিনি আমাকে জানালে এটা সরকারি চাকরি।

  • @masumahmed3606
    @masumahmed3606 2 месяца назад

    সর্বত্র লুটপাটের এই দেশ আমর না।

  • @khanmonoara2599
    @khanmonoara2599 2 месяца назад

    মানুষের মৌলিক চাহিদা কী পূরণ হয়েছে -?? উন্নয়ন তো পরে। প্রতিটি জিনিস ক্রয় ক্ষমতার বাইরে। কেন এর কোন জবাব নেই।