সীতাকুণ্ডের সুন্দর ১৫ টি জায়গা 🇧🇩 Top 15 place in Sitakundu Bangladesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • সীতাকুণ্ডের সুন্দর ১৫ টি জায়গা 🇧🇩 Top 15 place in Sitakundu Bangladesh
    --------------------------------------------------------------------
    For Sponsorship & Invitation please contact 👇
    nomanadd999@gmail.com
    --------------------------------------------------------------------
    আসলেই সীতাকুণ্ড এমন এক জায়গা যার গুণগান বলে শেষ করা যাবে না।এক কথায় অসম্ভব সুন্দর সুন্দর জায়গার দেখা পাবেন এখানে বিশেষ করে এটা যদি আপনার প্রথমবার পাহাড় দর্শন হয় তাহলে তো কথাই নেই। আর যারা মনে করেন ঘুরতে গেলে অনেক টাকার প্রয়োজন তাদের স্বস্থির কারণ হতে পারে এই সীতাকুণ্ড। চলুন তাহলে খরচের হিসাবটা আপনাদের দেই মানে সীতাকুণ্ড খুরতে আসলে কত টাকা লাগে।
    ঢাকা থেকে এসি, ননএসি বাস ছাড়ে সায়দাবাদ বাস ষ্টেশন থেকে। আরামদায়ক এবং নির্ভর যোগ্য সার্ভিস গুলো হল এস.আলম, সৌদিয়া, গ্রীনলাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক প্রভূতি। সবগুলো বাসই সীতাকুণ্ডে থামে। চট্টগ্রাম থেকে বাসগুলো মাদারবাড়ী, কদমতলী বাসষ্টেশন থেকে ছাড়ে। তা ছাড়াও অলঙ্কার থেকে কিছু ছোট গাড়ী ছাড়ে ( স্থানীয়ভাবে মেক্সী নামে পরিচিত) সেগুলোতে করেও আসা যাবে।
    এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গা #besttouristplace নমী মেইল ট্রেনে সীতাকুণ্ডে আসা যায়, এটি ঢাকা থেকে ছাড়ে রাত ১১টায় এবং সীতাকুণ্ডে পৌঁছে পরদিন সকাল ৬.৩০ থেকে ৭টায়। অন্যান্য আন্তঃ নগর ট্রেন গুলো সরাসরি চট্টগ্রামে চলে যায়। শুধুমাত্র শিবর্তুদশী মেলার সময় সীতাকুণ্ডে থামে।
    #bangladesh #besttouristplace #sitakunda #mohamayalake #khoiyachora #chandronath #চন্দ্রনাথ_পাহাড় #গুলিয়াখালী #ভাটিয়ারী

Комментарии • 146