লোকাল বাসে অর্ধ শতাধিক বিদেশি নিয়ে ইত্যাদির বিদেশি পর্ব | ইত্যাদি ঈদ পর্ব ২০১০
HTML-код
- Опубликовано: 16 ноя 2024
- স্টুডিওর চার দেয়াল থেকে টিভি অনুষ্ঠানকে বের করে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে গিয়ে দেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ইত্যাদি প্রায় তিন দশক ধরে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরছে। তারই ধারাবাহিকতায় ২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে ঢাকা শহরের লোকাল বাসে যা ঘটে তাই অত্যন্ত দক্ষতার সাথে বিদেশি নাগরিকদের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে বাসের ড্রাইভার, হেলপার, যাত্রী, হকার, ক্যানভাসার, ট্রাফিক পুলিশসহ বিভিন্ন চরিত্রে প্রায় ৫০ জন বিদেশি নাগরিক অংশগ্রহণ করেছেন।
পুরো অনুষ্ঠান: • Ityadi - ইত্যাদি | Eid...
Facebook: / hanifsanketfav
Instagram: / hanifsanketofficial
Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.
Warning:
This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
#লোকালবাসেবিদেশি #ইত্যাদি #বাসযাত্রা #লোকালবাস #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ityadieidulfitrepisode2010 #ইত্যাদিঈদুলফিতরপর্ব২০১০ - Развлечения
আমাদের দৈনন্দিন জীবন গুলো... বিদেশীরা যেভাবে উপস্থাপন করছে.... তাতে সত্যিই অবাক হয়ে গেছি.... অসাধারন হয়েছে প্রত্যেকটা অভিনয়.... ভালোবাসা অবিরাম প্রিয় ইত্যাদি টিম... এবং হানিফ সংকেত স্যারকে..❤❤
দারুণ হয়েছে ,আমরা যখন পশ্চীম থেকে এই খানে আসি তখন বাংলা জানিনা এখন বাংলা জানি ।এই অভিনয় আর এক বার করলে খাঁটি বাঙালি হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে ধন্যবাদ শুভেচ্ছা জানাই
বাসের মধ্যে কাহিনি খুব সুন্দর ভাবে হয়েছে। যেন সত্যি সত্যিই। বিদেশিরা এত সুন্দর ভাবে করল কেমনে। অসাধারণ। ধন্যবাদ জানাই ইত্যাদি কে।
হানিফ সংকেত ভাইয়ের অনুষ্ঠান নির্মিত খুবই মনোমুগ্ধকর আর সেটা যদি পরিচালনা করে সম্পূর্ণ বিদেশিদের নিয়ে।
ইত্যাদি এমন একটা অনুষ্ঠান যেটা পরিবারের সবাইকে নিয়ে নির্দিধায় দেখা যায়। ধন্যবাদ হানিফ স্যারকে🤩🤩
সুস্থ, সুন্দর ও পরিবারিক বিনোদনের অপর নাম হানিফ সংকেত।
এটা বাসের প্রতিদিনের ঘটনা,বিদেশিদের দিয়ে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ইত্যাদিকে ধন্যবাদ।
দেশ-বিদেশের দুঃসহ পরিস্থিতিতে মনের আনন্দ ও মুখের হাসি বন্ধ হয়ে গেছিল। এই বিদেশী বাসযাত্রীদের কারণে আবার সেই আনন্দ, হাসি-গান ক্ষণিকের জন্য হলেও একটু ফিরে পেলাম। ধন্যবাদ বিদেশী ভাই-বোনগণ। ভাল থেকো। শুভরাত্রি।
পর্বটা অসাধারণ হয়েছে,বিদেশীগণ সব্বাই খুব ভাল অভিনয় করেছে।অনেক দিন পর একটু হাসলাম 🤣🤣🤣
বাংলাদেশীদের দৈনন্দিন কাহিনী বিদেশি ভালো তুলে ধরেছে খুব সুন্দর হয়েছে
বাংলাদেশের সময়োপযোগী অভিনয় বিদেশিদের। তারমানে কি আমার বংশ খারাপ, বুইজা লন শুনে খুব ভালো লাগলো
আগের মতো ইত্যাদি তে বিদেশি পর্বগুলো রাখার অনুরোধ রইলো
হানিফ, এবার থামো। এখন থেকে বিদেশীদেরকে দিয়ে শুদ্ধবাংলায় কথা বলাও। এরা কোনোদিন বাংলাসাহিত্য পড়া অন্য কোনো বিদেশীকে বলবে যে তারা বাংলাদেশ হতে বাংলা শিখে গেচে। তার সাথে সেই বাংলা ভাষা জানা লোকটা আপত্তি করবেই। সুতরাং বিদেশীদেরকে হদ্দ বাঙাল ভাষা শিখিয়ে তাদেরকে এবং সাথে সাথে বাংলা ভাষাকেও ক্ষতি করচ। তোমার মাতৃ ভাষার ক্ষতি করা বন্ধ কর।শুদ্ধ বাংলায় সংলাপ বলাতে তোমার অনীহা/ব্যর্থতার কোনো অজুহাতই হতে পারেনা।
হেলপারের অভিনয়টা খুব সুন্দর।
এক কথায় অনবদ্য, অ সাধারণ। বিউটিফুলি ডান। । গো এহেড !
এটা ঠিক বিদেশিদের রাখলে আনন্দ আরও বেশি বেশি পাই ।
বাংলাদেশে দেখার মতো শুধু একটাই অনুষ্ঠান তা হলো ইত্যাদি। হানিফ সারকে অনেক অনেক অনেক ধন্যবাদ
হানিফ স্যার আমি কলকাতা থেকে আপনার প্রতিটি ভিডিও দেখি বাংলাদেশের গর্ব পদ্মা সেতু তে ইত্যাদির অনুষ্ঠান করলে খুব ভালো লাগবে
পরিস্থিতি এখনো সেম এমনই আছে 😂 ভালো লাগলো রোজকার চিত্রগুলো দেখতে পেরে এভাবে
প্রিয় ইত্যাদি 😌
সেই ছোট থেকে দেখা শুরু 😍
এখনও দেখি 🥰
অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম জিনিস ।
সূরা আনফাল আয়াত ৭০...
হানিফ স্যার আসলেই একটা মাথাওয়ালা জিনিস, ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য
বিদেশী পর্ব গুলা দেখতে খুব ভাল লাগে।স্যার বিদেশী পর্ব গুলা যেন প্রত্যেক বার থাকে
এই হলো বাংলাদেশের চিত্র বিদেশিদের ধন্যবাদ এভাবে অভিনয় করার জন্য আর ধিক্কার জানাই বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে।
অসম্ভব সুন্দর হয়েছে
সবগুলোই বাস্তবতার সাথে মিল আছে, ধন্যবাদ ইত্যাদিকে।
বাংলাদেশের গর্ব ইত্যাদি ❤️ছোট থেকে দেখতেছি আর এখনও❤️❤️❤️
বাংলাদেশের বাস্তব চিত্র গুলো তুলে ধরার জন্য হানিফ সংকেত সাহেব ও অভিনয়ে অংশগ্রহণ করা সকলকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই
এটা দেখে হাসতে হাসতে মুই বেহুশ 🤣🤣🤣
খুব সুন্দর লাগছে 😊❤️❤️
যতই দেখি ততই ভালো লাগে🥰
অনেক সুন্দর হইছে। ধন্যবাদ ইত্যাদি টিম কে এবং এত সুন্দর অভিনয় করার জন্য বিদেশীদেরকেও...।
কথাবার্তা হুস কইরা কইস।মজা লাগছে😄😄😄
অনেক সুন্দর এবং যথাযথ হয়েছে 😍👌
Jj
আমাদের সংস্কৃতি বিদেশিরা সুন্দর করে তুলে ধরলেন।
ইত্যাদিতে আমার প্রিয় পর্ব বিদেশীদের নাটক আর দর্শকদের নাটক
ধন্যবাদ ইত্যাদিকে এতো সুন্দর একটা বাস্তব ঘটনা তুলে ধরার জন্য।
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল
তাদের অভিনয়গুলো অসাধারণ হয়েছে,,💙💙
অসাধারণ হইছে এই কথা গুলো প্রতি দিন শুন্তে হয় কিন্তু এদের কাছে শুনে হাসি থামাতে পারলাম না😅😅😅😅
অনেক সুন্দর অভিনয় হয়েছে, ইত্যাদি মানেই আনন্দ।
অসম্ভব সুন্দর হয়েছে আপনাদের অভিনয়
বিদেশিদের অভিনয় অসাধারণ
অসাধারণ মজা পাইছি
ইত্যাদির বিদেশীদের নিয়ে পর্বটা অনেক সুন্দর লাগে
আমার কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ ইত্যাদির ।
এক কথায় দারুন হয়েছে
বিদেশীদের মুখে বাংলা কথা শুনতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে আমার মত
ইত্যাদির বিদেশি পর্ব গুলো আমার অনেক ভালো লাগে ❤️❤️
Heartfelt love from the people of Bangladesh to all the foreign actors and actresses
অসাধারণ লাগছে 😄😄😄😘
চমৎকার সুন্দর লাকছে দেখতে 💞💞💞👍👍👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽❣️❣️❣️👍💞🌹🌹
সত্যিই অসাধারণ 🥰🥰🥰
ইত্যাদি তে বিদেশি পর্বগুলো সম্পূর্ণ ব্যতিক্রম।
হাসতে হাসতে আমি শেষ,পিওর আনন্দ
মাশাআল্লাহ অসাধারণ সত্য কথা
বিনোদন জগতের, প্রজ্ঞাময় জ্ঞানের,
অধরা, সংকেত ভাই।
সত্যি আমি ইত্যাদি থেকে অনেক ভালো কিছু শিখেছি
বাংলাদেশ আসলেই খুব ভালো
বিদেশি দের অভিনয় আমার অনেক ভালো লাগে।
Sheuly Islam. Nice programme.
অভিনয় গুলো অনেক সুন্দর হয়েছে এক কথায় অসাধারণ।
চমৎকার উপস্থাপন।
বিদেশী পর্বগুলো এখন আর দেখছি না। আবার বিদেশী পর্বগুলো চাই।
It's super hilarious when he said " বামে প্লাস্টিক "
বামে প্লাস্টিকনকথাটা ভালো লাগছে
হেল্পার এর অভিনয় টা সুন্দর হয়েছে 🤠😎
বিদেশীদের এই কর্ম-কান্ড সত্যি সেই😆😅
ইত্যাদির মত অনুষ্ঠান আগামী ১০০০ বছরেও দিতীয়টি হবেনা।
Fine tuning as it is original Bangladeshi! Very good actually.
খুব মজা পেলাম থ্যাংকস
সত্যিই অসাধারণ
এক কথায় অসাধারণ।
Onk haslam khub vlo lglo
আমার নিত্যদিনের ঘটনা ভালো লাগলো👌👍💞
খুব ভালো হইছে
Bideshi porbo amr sob somoy onk posondor ❤️
Ma sha Allah khob sundor hoyeche....
মজা পাইলাম ❤️❤️❤️❤️❤️😄😄😄
বিদেশীরা কি সুন্দর ন্যাচারাল অভিনয় করলো
ওরে ভাই মজা পাইলাম 😂😂 আরো চাই
অসাদারন ভালো লাগলো জেদ্দা থেকে
সুন্দর একটা উদ্যোগ
সত্যি অসাধারণ হয়েছে
😂😂its really amazing 😂😂
Falgun one of the most historic bus company for Dhaka college students.
অসাধারণ হইছে💝
বাস্তবতার সাথে মিল আছে।
বিদেশি পর্ব গুলোই বেশি মজার।
অসাধারণ 🥰
ইশরে মাথাটা গেছে 😊🤣
খুব ভালো লাগলো
Sei hoice
মাশাল্লাহ খুব ভালো লাগলো
জোশ ❤️👍❤️👍
Best comedy ever in Bangladesh.
অসাধারণ হইছে অভিনয় 🥰🥰
Khub moja pailam
অনেক মজা পেলাম
অনেক ভালহইছে
Nijer bujhto valoi bojhen,
Apni bujhen na....🤣🤣 really amazing
Asolai onk sundor