মানুষ অবিশ্বাসে পায় না রে সে মানুষনিধি | লালন ফকিরের গান |অনন্ত দাস । সুমন দাস বাউল।
HTML-код
- Опубликовано: 10 дек 2024
- গান :মানুষ অবিশ্বাসে পায় না রে সে মানুষনিধি।
পদকর্তা :ফকির লালন শাহ্
কন্ঠে :অনন্ত দাদু
খমক :সুমন দাস বাউল
ইউকুলেলে :সজিব
লিরিক্স --
মানুষ অবিশ্বাসে পাই না রে সে মানুষনিধি।
এই মানুষে মিলতো মানুষ চিনতাম যদি।।
অধরচাঁদের যতই খেলা
সর্ব-উত্তম নরলীলা
না বুঝে মন হলি ভুলা
মানুষ বিবাদী।।
যে অঙ্গের অভয় মানুষ
চিনলি না রে মন বেহুঁশ
মানুষ ছাড়া নাই রে মানুষ
মন আদির আদি।।
দেখে মানুষ চিনলাম না রে
চিরদিন মায়ার ঘোরে
লালন বলে এ দিন পরে
কী হবে গতি
📍হ্যাচারি ,কুষ্টিয়া।
#banglafolksong #lalonfokir #kushtia #baul_gaan #hachari #lalonfokir