মহামারী ধ্বসা রোগ আটকাতে আলুতে কি কি ছত্রাকনাশক স্প্রে কখন কীভাবে স্প্রে করবেন ?
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- আলুতে ছত্রাকনাশকের স্প্রে নিয়ে এর আগে আমি অনেক ভিডিও আলোচনা করেছি।
বিগত কয়েক বছর ধরে আলোতে সবচেয়ে মহামারী রূপ ধারণ করছে যে দুটো রোগ এক হচ্ছে নাবিদধ্বসা দ্বিতীয় হচ্ছে কাণ্ড পচা। যেটা একবার লেগে গেলে গাছকে ঠিক করা কঠিন হয়ে।
নাবিধ্বসা:- এই রোগ প্রায় বছরই আমাদের আলু জমিতে দেখতে পাচ্ছি ওয়েদার খুব খারাপ বা নরমাল হয়ে যাবে তো আলুতে নাভি ধসা ব্যাপক পরিমাণে আক্রমণ করছে। বিশেষ করে প্রচন্ড কুয়াশা তার সাথে ঠান্ডা ওয়েদার থাকলে তখন এই নাবি ধরসা আক্রমণ চরম সীমায়। গাছে বয়স যখন ৪৫ দিন পার হতে চলে তারপর থেকে গা জমি ভর্তি হয়ে যায় এরপরই শুরু হয় এই রোগের আক্রমণ তাই আগাম সুরক্ষা নেয়ার টাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলেই মনে হয় আমার।
আলুর কান্ড পচা রোগ:- যা স্টেম রট (Stem Rot) নামেও পরিচিত, একটি ছত্রাকজনিত রোগ যা Sclerotium rolfsii নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। আবার Erwinia carotovora নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়ে থাকে। আলু গাছে বয়স যখন ৫৫ দিন পার হয় তারপর থেকে এই রোগের আক্রমণ দেখা যায়। বিশেষ করে দিনের বেলা প্রচন্ড গরম এবং রাতের বেলা প্রচন্ড ঠান্ডা এবং জমি ভর্তি গাছ গাছের গোড়ায় সূর্যের আলো পৌঁছায় না, এই পরিস্থিতিতে এই কাণ্ডোপাচার রোগ এই দুই ছত্রাক এবং ব্যাকটেরিয়ার ফলে ব্যাপক পরিমাণে জমিতে প্রভাব বিস্তার করে থাকে।
এই দুই রোগের হাত থেকে আমরা আমাদের ফসলটাকে কিভাবে বাঁচাবো বা আগাম পরিচর্যের মাধ্যমে এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারব। এর জন্য আমাদের যেটা করতে হবে একটা সিডিউল স্প্রে করতে হবে। তো এই সিডিউল স্প্রের মধ্যে আমরা কি কি স্প্রে করতে পারি।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না!
স্বীকারোক্তি"
এই চ্যানেলে প্রচারিত ভিডিও পেস্টিসাইড রাসায়নিক গুনাগুন এবং তার কর্মক্ষমতার আলোচনা "শিক্ষার উদ্দেশ্য" সম্প্রসারিত । পেস্টিসাইডের ব্যবহার পদ্ধতি, আবহাওয়া, মৃত্তিকার ধরণ ও অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তাই পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার । কারণ পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে এবং ফসলেরও ক্ষতি করতে পারে, তাই এই সকল বস্তুর কম বেশি কার্যগুন, ফলন, লাভ লোকসানের জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।
আপনার ফসল এবং জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ছবির সহ আপনার সমস্যা আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করুন। আমরা সকলে মিলে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব।
www.facebook.c...
👉আমাদের ফেসবুক www.facebook.c...
👉WhatsApp
wa.me/c/917076...
ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠
কীটনাশক পরিচিতি: • কীটনাশক পরিচিতি
কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷...
আধুনিক পদ্ধতিতে আলু চাষ
• আধুনিক পদ্ধতিতে আলু চাষ
টমেটোর 🍅 চাষ
• টমেটোর 🍅 চাষ
গাছের খাবার 🌱🌳
• গাছের খাবার 🌱🌳
Join this channel to get access to perks:
/ @agritechshanto