সুশান্ত কুমার মাহাতো লিখলেন, '' *কালঅ জলে কুইচল্যা তলে--* ( মূল লেখা শিক্ষক দূর্গাদাস মাহান্তি মহাশয়ের, আমি কিছুটা সংযোজন করেছি।) (প্রথমেই বলে রাখি, এই গানটা এক প্রাচীন ঝুমৈর গান, ছোনাচে কৃষ্ণনাচের সময় গাওয়া হত বা এখনো কোনো কোনো দল গেয়ে থাকেন। মূল গানটা এত বড় ছিল না, পরবর্তী সময়ে বিভিন্ন লাইন(দু লাইনের 'ছুট ঝুমৈর') যুক্ত হয়ে বর্তমান রূপ নিয়েছে।) যাঁরা ছৌনৃত্যের সঙ্গে পরিচিত, তাঁরা জানেন,মঞ্চে শ্রীকৃষ্ণের প্রবেশ ঘটলে কৃষ্ণসম্বন্ধীয় গান শুরু হয় - এটা সেই কৃষ্ণনাচে র গান ;শ্রীকৃষ্ণের পদচারণা, অঙ্গভঙ্গির কোমলতা ফুটে ওঠে শিল্পীর দক্ষতায়, বীররসের ছৌয়ে কোমল প্রেমের সুর বেজে ওঠে প্রেমিকপ্রবর কৃষ্ণের প্রবেশের সঙ্গে সঙ্গে .. পুরুলিয়াতেই রচিত ,বহুল প্রচলিত গানটি , উচ্চারণের ত্রুটি বা সংগ্রাহকের অনবধানতায় উদ্ভট অর্থহীন কিছু শব্দ ঢুকেছে ; খুব ছোটবেলায় শুনেছি এটা একবার,তখন উত্তরা সিনেমা বানাতে বহু দেরি.. * কালঅ জলে কুইচল্যা তলে ডুবল্য সনাতন। আজ সারাদিন কাল সারাদিন পাই না দরশন।।* --সূর্যাস্তের পর তরল অন্ধকারে কালোজলে ভরা দীঘির পাড়ে , কুইচল্যা গাছের(কুইচল্যা জঙ্গলমহলের গাছ, বিষাক্ত ফল হয় , প্রতিটি গ্রামেই প্রায় আছে) নীচে ঘন অন্ধকারে অন্তর্হিত হলেন প্রেমিক সনাতন ; (গ্রাম্যপ্রেমের অন্যতম বহুল ব্যবহৃত স্থান হলো পুকুর পাড়ের গাছতলা ) ---প্রেমিকা তারপর দুদিন (আজ সারাদিন কাল সারাদিন, সমস্ত জঙ্গলমহলে সারানা বলে কিছু নেই, আর মানভূমে চারানাও বলে না, চাইর আনা বলে, তাই চারানার অপভ্রংশ সারানা নয়) )চপল প্রেমিক সনাতনকে দেখতে পাননি। *নদীর ধারে চাষে বঁধু মিছাই কর আশ। ঝিরিঝিরি বাঁকা নদী বইছে বারঅ মাস।।* ---নদীর পাড়ে চাষে ভালো ফসলের আশা করা ভুল। সনাতনের মতিগতির মতই --কখন বন্যা এসে ডুবিয়ে যাবে, কখনো হাঁটুজল থাকবে... ঠিক নেই ! *ইঁচলি মাছের ভিতর ফরা তাই ঢাল্যেছি ঘি। আমরা যদি নাই জানি ত তদের গেল কি।।* ---চিংড়ি মাছে ঘি ( মানভুঁইঞাতে ইঁচলি মাছ, যার ভেতর ফরা বা শূন্য )ঢালার মত বোকামি করে ফেলেছেন প্রেমিকা, নিজের অমূল্য মন নিজেই হারিয়েছেন, এখন পস্তানোর কিছু নেই।( অন্য কারো ভাবারও কিছু নেই।) * চাঁচর চুইল্যা চাকমাদৈলা কুলহি কুলহি যায়। দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সামহায়।।* ---চাঁচর চুইলা বা কুঞ্চিত কেশদামের কৃষ্ণবর্ণ, দোহারা চেহারার মানুষটি "কুলহি কুলহি" (গ্রামের রাস্তা) দিয়ে একা একা হেঁটে চলেন।উনি কার অন্তঃপুরে প্রবেশ করবেন তা ওনার নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে..আর প্রেমিকা অভিমানী হয়ে সেটাই দেখবেন, সনাতন কার ঘরে যান। *মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ফিতা। যতন কইরে বাঁধলি খঁপা তাও ত বাঁকা সিঁথা।।* মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ফিতা দিয়ে কেশচর্চা করেছেন প্রেমিকা, তারপরও আনমনা প্রেমিকার মাথার সিঁথি বাঁকা হয়ে যায় কৃষ্ণের চিন্তায়। * পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছ্যে তুমার চুলের বাহার।।* ---পিছনপেড়ে শাড়ীতে( মূলতঃ গ্রামীন হাটে মেলে )রাজকুমারীর মতই লাগে কিশোরীকে, গলায় চন্দ্রহার( দামী স্বর্ণালঙ্কার নয়, হাটে পাওয়া অর্ধচন্দ্রাকৃতি শাঁখের লকেট, লাল তাগাতে বাঁধা থাকে) পরে আছেন, আর ঘন কেশদামের বাহার বর্ধিত হচ্ছে দিনদিন। * যমুনাতে ফুল ফুট্যেছে নীল-কালঅ আর সাদা। কন ফুলেতে কৃষ্ণ আছে, কন ফুলেতে রাধা।।* --সনাতন এবং রাধা একসঙ্গে বসে থাকলে মনে হয় পুস্পিত বৃক্ষের দুই কলি, একটা কুঁড়ি নীলাভকৃষ্ণবর্নের সনাতন, আর একটা কুঁড়ি গৌরাঙ্গী রাধা পাশাপাশি..( নীলকালো আর সাদা)এত কাছাকাছি, কোনটা কৃষ্ণ, কোনটাই বা রাধা বোঝা দুস্কর। কিছু পুরনো ছৌয়ের দল এখনো এই গানটা করে কৃষ্ণনাচের সময়। পুরুলিয়ার কবি সুনীল মাহাতোর লেখা "পিঁদাড়ে পলাশের বন" আজ উচ্চারণ বিকৃতির শিকার , যে যেভাবে খুশি গান, ব্যাখ্যা করেন ; আঁতকে উঠেছিলাম ওটার ধর্মীয় ব্যাখ্যা একজনের টাইমলাইনে পড়ে, রচয়িতাও নিজে ভাবেননি কোনদিন এত অদ্ভুত দার্শনিক ব্যাখ্যা 🙏 এই গানটিও তার শিকার। যে অঞ্চলের , জনমানুষের গান , প্লীজ সেখানের ভাষাসংস্কৃতি নিয়ে একটু হোমওয়ার্ক করুন 🙏"
মহাশয়া,আপনাকে ধন্যবাদ এই ভাবে অবিভক্ত বঙ্গপ্রদেশ এর বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত গুলোকে এই আধুনিক সময় আবার প্রচলন করার জন্য।এই সঙ্গীত গুলো এর মাধ্যমে বঙ্গপ্রদেশ সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিখতে পারি।
My school told to practice this song for our annual function and they were telling it's hard but it's very beautiful song and they also told that it's a pure folk song. so I came in yt to find this masterpiece. I am not into Bengali or Hindi song that much but this song is literally masterpiece✨
যে শিল্পী ও তার শিল্প মনের ভার দূর করে দেয়, সেই শিল্পী ও শিল্প কালজয়ী। এমনই আরো অসাধারণ গান শুনতে subscribe করুন আমাদের চ্যানেলে, bit.ly/AMB_Subscribe, এবং এই গানটি share করে ফেলুন আজই!
I am Sharuk From Tamil Nadu , I don’t know Bengali and I don’t know how ? . Now I am big fan of your voice and your songs … fantastic and beautiful voice ❤
আমি বাংলাদেশের একজন মেকআপ আর্টিস্ট গানটি গাওয়ার জন্য ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ দেই লেখক কে আর সুরকার কে এত সুন্দর অন্তরা এত সুন্দর লাগছে সুর যা অসাধারণ মুগ্ধ করছে আমার মনকে লাভ ইউ দিদি দাদা ফুল টিমকে ❤❤❤❤
someone who understood and pronounced the lyrics as it should be because lyrics emphasizes immensely to the song....thank you for the lovely singing ....❤
@@sandipmallick570 of course because songs with iman di's voice just adds out flavors....... 😍😍❤❤❤❤❤❤❤❤✨✨🙈🙈🙈 its the best edition of "kalo jole" i have ever heard of
We are glad that you love the song! Please share the video with folk song lovers. And don't forget to subscribe to our channel at bit.ly/AMB_Subscribe!
The meaning of the song is heartbreaking. It's about the farmer who died drowing in the river nd her wife still waits for him by the side of the river. Nd also it shows how the rich never cared about the poor
Didi saranar uccharon ta puruliya bhasay bolte bojhano hoyeche ,, char aana maane 25 poisa ... Maane sonaton er barite eto kosto je ,, 25 poisa o daily jotee naa... .. amar bari puruliya tei ,, tai ganer meaning ta jaani
@@musicwithjj6299 কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন ... , কুচলা একটা গাছের নাম ,, কুচলা গাছের কাছে নদী বয়ে গিয়েছে,, সেখানেই সনাতন ডুবে মারা গেছে ,, কারণ এত অভাব,, ২৫ পয়সাও ওর জোটে না ... নদী ধারে চষে বধূ মিছাই কর আশ ...হিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস এর অর্থ,, সনাতন এর স্ত্রী প্রতিদিন ওই নদীর কাছে ছুটে যায় এই আশায় যদি সনাতন ফিরে আসে ...
Thank you for loving the song. We hope that you will share it among folk song lovers. And don't forget to subscribe to our channel at bit.ly/AMB_Subscribe!
Thank you, Sarbajit, for liking our song! Please share it with other folk song lovers. And dont forget to subscribe to our channel at bit.ly/AMB_Subscribe.
Not everyone will have the same choice in music. But we are glad that you like it! Please share the song and spread some love! And don't forget to subscribe to our channel at bit.ly/AMB_Subscribe!
Listen to the song on -
JioSaavn - bit.ly/3sFbHgZ
Gaana - gaana.com/song/kalo-jole-kuchla-tole-5
Wynk - bit.ly/32IYTvf
Spotify - spoti.fi/32BLh55
Amazon - amzn.to/3n9iL4h
Apple/iTunes - apple.co/3dFznNR
Resso - bit.ly/3sGJ5E6
RUclips Music - bit.ly/3dGNmmQ
Love
🙏
Pllplllp
jlff
Ai ganer ai track ta share koren na RUclips a onk help hoto 🙂 ...taile ai track ar sathe ami o gaitam gan ta amar colleg program a
এর জন্যই বলে বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা😍
কিন্তু আপনি যদি আমেরিকা যান তাহলে সেখানে অন্য কথা শুনবেন
Golot hindi sabse shreth bhasha hai lekin ha is song me deep meaning hai
কে বলেছে?
যার যার কাছে যার যার ভাষা সেরা
সুশান্ত কুমার মাহাতো লিখলেন,
'' *কালঅ জলে কুইচল্যা তলে--*
( মূল লেখা শিক্ষক দূর্গাদাস মাহান্তি মহাশয়ের, আমি কিছুটা সংযোজন করেছি।)
(প্রথমেই বলে রাখি, এই গানটা এক প্রাচীন ঝুমৈর গান, ছোনাচে কৃষ্ণনাচের সময় গাওয়া হত বা এখনো কোনো কোনো দল গেয়ে থাকেন। মূল গানটা এত বড় ছিল না, পরবর্তী সময়ে বিভিন্ন লাইন(দু লাইনের 'ছুট ঝুমৈর') যুক্ত হয়ে বর্তমান রূপ নিয়েছে।)
যাঁরা ছৌনৃত্যের সঙ্গে পরিচিত, তাঁরা জানেন,মঞ্চে শ্রীকৃষ্ণের প্রবেশ ঘটলে কৃষ্ণসম্বন্ধীয় গান শুরু হয় - এটা সেই কৃষ্ণনাচে র গান ;শ্রীকৃষ্ণের পদচারণা, অঙ্গভঙ্গির কোমলতা ফুটে ওঠে শিল্পীর দক্ষতায়, বীররসের ছৌয়ে কোমল প্রেমের সুর বেজে ওঠে প্রেমিকপ্রবর কৃষ্ণের প্রবেশের সঙ্গে সঙ্গে ..
পুরুলিয়াতেই রচিত ,বহুল প্রচলিত গানটি , উচ্চারণের ত্রুটি বা সংগ্রাহকের অনবধানতায় উদ্ভট অর্থহীন কিছু শব্দ ঢুকেছে ; খুব ছোটবেলায় শুনেছি এটা একবার,তখন উত্তরা সিনেমা বানাতে বহু দেরি..
* কালঅ জলে কুইচল্যা তলে ডুবল্য সনাতন।
আজ সারাদিন কাল সারাদিন পাই না দরশন।।*
--সূর্যাস্তের পর তরল অন্ধকারে কালোজলে ভরা দীঘির পাড়ে , কুইচল্যা গাছের(কুইচল্যা জঙ্গলমহলের গাছ, বিষাক্ত ফল হয় , প্রতিটি গ্রামেই প্রায় আছে) নীচে ঘন অন্ধকারে অন্তর্হিত হলেন প্রেমিক সনাতন ; (গ্রাম্যপ্রেমের অন্যতম বহুল ব্যবহৃত স্থান হলো পুকুর পাড়ের গাছতলা )
---প্রেমিকা তারপর দুদিন (আজ সারাদিন কাল সারাদিন, সমস্ত জঙ্গলমহলে সারানা বলে কিছু নেই, আর মানভূমে চারানাও বলে না, চাইর আনা বলে, তাই চারানার অপভ্রংশ সারানা নয়) )চপল প্রেমিক সনাতনকে দেখতে পাননি।
*নদীর ধারে চাষে বঁধু মিছাই কর আশ।
ঝিরিঝিরি বাঁকা নদী বইছে বারঅ মাস।।*
---নদীর পাড়ে চাষে ভালো ফসলের আশা করা ভুল। সনাতনের মতিগতির মতই --কখন বন্যা এসে ডুবিয়ে যাবে, কখনো হাঁটুজল থাকবে... ঠিক নেই !
*ইঁচলি মাছের ভিতর ফরা তাই ঢাল্যেছি ঘি।
আমরা যদি নাই জানি ত তদের গেল কি।।*
---চিংড়ি মাছে ঘি ( মানভুঁইঞাতে ইঁচলি মাছ, যার ভেতর ফরা বা শূন্য )ঢালার মত বোকামি করে ফেলেছেন প্রেমিকা, নিজের অমূল্য মন নিজেই হারিয়েছেন, এখন পস্তানোর কিছু নেই।( অন্য কারো ভাবারও কিছু নেই।)
* চাঁচর চুইল্যা চাকমাদৈলা কুলহি কুলহি যায়।
দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সামহায়।।*
---চাঁচর চুইলা বা কুঞ্চিত কেশদামের কৃষ্ণবর্ণ, দোহারা চেহারার মানুষটি "কুলহি কুলহি" (গ্রামের রাস্তা) দিয়ে একা একা হেঁটে চলেন।উনি কার অন্তঃপুরে প্রবেশ করবেন তা ওনার নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে..আর প্রেমিকা অভিমানী হয়ে সেটাই দেখবেন, সনাতন কার ঘরে যান।
*মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ফিতা।
যতন কইরে বাঁধলি খঁপা তাও ত বাঁকা সিঁথা।।*
মেদিনীপুরের আয়না চিরুন, বাঁকুড়ার ফিতা দিয়ে কেশচর্চা করেছেন প্রেমিকা, তারপরও আনমনা প্রেমিকার মাথার সিঁথি বাঁকা হয়ে যায় কৃষ্ণের চিন্তায়।
* পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার।
দিনে দিনে বাড়ছ্যে তুমার চুলের বাহার।।*
---পিছনপেড়ে শাড়ীতে( মূলতঃ গ্রামীন হাটে মেলে )রাজকুমারীর মতই লাগে কিশোরীকে, গলায় চন্দ্রহার( দামী স্বর্ণালঙ্কার নয়, হাটে পাওয়া অর্ধচন্দ্রাকৃতি শাঁখের লকেট, লাল তাগাতে বাঁধা থাকে) পরে আছেন, আর ঘন কেশদামের বাহার বর্ধিত হচ্ছে দিনদিন।
* যমুনাতে ফুল ফুট্যেছে নীল-কালঅ আর সাদা।
কন ফুলেতে কৃষ্ণ আছে, কন ফুলেতে রাধা।।*
--সনাতন এবং রাধা একসঙ্গে বসে থাকলে মনে হয় পুস্পিত বৃক্ষের দুই কলি, একটা কুঁড়ি নীলাভকৃষ্ণবর্নের সনাতন, আর একটা কুঁড়ি গৌরাঙ্গী রাধা পাশাপাশি..( নীলকালো আর সাদা)এত কাছাকাছি, কোনটা কৃষ্ণ, কোনটাই বা রাধা বোঝা দুস্কর।
কিছু পুরনো ছৌয়ের দল এখনো এই গানটা করে কৃষ্ণনাচের সময়।
পুরুলিয়ার কবি সুনীল মাহাতোর লেখা "পিঁদাড়ে পলাশের বন" আজ উচ্চারণ বিকৃতির শিকার , যে যেভাবে খুশি গান, ব্যাখ্যা করেন ; আঁতকে উঠেছিলাম ওটার ধর্মীয় ব্যাখ্যা একজনের টাইমলাইনে পড়ে, রচয়িতাও নিজে ভাবেননি কোনদিন এত অদ্ভুত দার্শনিক ব্যাখ্যা 🙏 এই গানটিও তার শিকার।
যে অঞ্চলের , জনমানুষের গান , প্লীজ সেখানের ভাষাসংস্কৃতি নিয়ে একটু হোমওয়ার্ক করুন 🙏"
Onek dhonyobad ei bhabe proti chotrer mane bujhiyeb dewar jonye...
অসংখ্য ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ
Joy Manbhum!✊✊
Kuv sundor explain korlen asadharon🙏🙏🙏
Hai ...I am a Tamilian...but now this song is my ringtone and caller tune in my phone...love your heavenly voice
Waah..., I think, compliment like this, is the best possible outcome or achievement, for any successful music creator.
Thanks from Kolkata.🎉🎉🎉
Hello I am Bengali..my ringtone is " Unakku thaan"
Me is a Punjabi.....but I love this.......
😊😊😊❤❤❤
@@malaybanerjee8700Can you tell me the meaning of MALAY ?😊😊😊
Bangla Folk Song + Imon's Voice = HEAVEN 😊😌
Agree👍👍
Agreed
2024 a o ei gaan ta sunchi master piece 🙂 kara amar moto eta suncho?? Attendance dao😊
❤
ruclips.net/user/shorts-HC4bEuts4U?si=R7Z8S_8YR-4n_d7a@@Mousumi_paul677
🇧🇩 বাংলাদেশ থেকে অফুরন্ত ভালোবাসা রইলো। গানটি আমাদের দেশেও অনেক জনপ্রিয়। ইমন দিদি অসাধারন গান গেয়েছেন। পুরো টিমের জন্য শুভকামনা।
Thank you for liking our song.. For more such melodies subscribe to Amara Muzik Bit.ly/AMB_Subscribe
@@AmaraMuzikBengali Most Welcome 🤩
মহাশয়া,আপনাকে ধন্যবাদ এই ভাবে অবিভক্ত বঙ্গপ্রদেশ এর বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীত গুলোকে এই আধুনিক সময় আবার প্রচলন করার জন্য।এই সঙ্গীত গুলো এর মাধ্যমে বঙ্গপ্রদেশ সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিখতে পারি।
ইমন দি 😍
এই গান এর সম্পর্কে কিছু বলার ভাষা নাই
এক কথায় দারুণ ❤️🖤
Love From Bangladesh 🇧🇩
Thanks a lot
বাংলার মত এত মধুর সুরেলা গান পৃথিবীর কোথাও নেই।
Respect bengalisss...😍😊😊😃a true malayali...മലയാളി
গান টা শুনে সত্যি মন টা ভালো হয়ে গেলো 😍😍😍 অতি সুন্দর 😍😍😍
আমার মতো কে কে 2024 সালে এই গানটি শুনতে এসেছেন❤
🎉🎉
Ami
Ami
I am dead😢
Amii
My school told to practice this song for our annual function and they were telling it's hard but it's very beautiful song and they also told that it's a pure folk song. so I came in yt to find this masterpiece. I am not into Bengali or Hindi song that much but this song is literally masterpiece✨
did you learn it
Which school are you in ??
সকাল থেকে মনটা অসম্ভব বিষণ্নতায় ভরে ছিল, এই গানটা কতক্ষণ ধরে বারবার শুনছি, শুনেই মনটা ভালো হয়ে গেল 🙂
যে শিল্পী ও তার শিল্প মনের ভার দূর করে দেয়, সেই শিল্পী ও শিল্প কালজয়ী। এমনই আরো অসাধারণ গান শুনতে subscribe করুন আমাদের চ্যানেলে, bit.ly/AMB_Subscribe, এবং এই গানটি share করে ফেলুন আজই!
@@AmaraMuzikBengali its a masterpiece 🌈
I am Sharuk From Tamil Nadu , I don’t know Bengali and I don’t know how ? . Now I am big fan of your voice and your songs … fantastic and beautiful voice ❤
I m prode of bengali
আপ্পি বাংলাদেশ থেকে অনেক অনেক ভালবাসা রইলো....
আমি বাংলাদেশের একজন মেকআপ আর্টিস্ট গানটি গাওয়ার জন্য ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ দেই লেখক কে আর সুরকার কে এত সুন্দর অন্তরা এত সুন্দর লাগছে সুর যা অসাধারণ মুগ্ধ করছে আমার মনকে লাভ ইউ দিদি দাদা ফুল টিমকে ❤❤❤❤
Yesterday saw a little girl performing in this song On Durga Puja Function...Since then got addicted to this song... Beautiful Song... Melodious voice
Such a sensational lyrics. Proud to be a part of this golden Era. A message to the future generation don't let this masterpiece song die ❤
আহা 😀 সকাল বেলা গঙ্গার ধার আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ❤️ আর কানে হেডফোন 😚 আর এই গান 😚❤️ লাভ From India 🇮🇳
আমি বাংলাদেশ থাকি। আপনার কমেন্টটা পড়ে অনেক ভালো লাগলো।আর ইন্ডিয়া যাওয়ার প্রতি এক অদ্ভুত ইচ্ছা জাগলো❤️❤️
Bengali songs + Iman,s voice = heaven 😃😃
3:37
" কলি কলি ফুল ফুট্যেছে নীল কালো আর সাদা,
কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা "
উফ্ কি সুন্দর একটা পংক্তি 😍😍😍
একদম সোজা মনে ধাক্কা দেয়❤️❣️
`কন ফুল´ না `কোঁড় ফুল´ | নীল . সাদা দুরঙের ফুল ফোটে|
❤❤❤❤
I am from Bihar, I don't understand the song, still I listen because I like this song very much.
আপনার কন্ঠের এবং স্টাইলের ভক্ত হয়ে গেলাম 😊 Love from Bangladesh ❤
ইমন দি কে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক চুমু আমাদের এতো ভালো ভালো গান শোনানোর জন্য 😘😘😘😘😘😘
ইমনের আরো কিছু অসাধারণ গান শুনতে অবশ্যই ক্লিক করুন bit.ly/3xoxfR9 এ। আর subscribe করুন আমাদের চ্যানেলে, bit.ly/AMB_Subscribe এ!
2:58 nailed it 😫💗🫀
মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ফিতা........ হাই লাইনটা♥️😩
Ai line tar tane e dowre asi
Truely
awesome❤
right
🥴🥴😝🤣🤣😆😆
osadharon .. Dhonyo hoye gelam sune .. love to the moment of @ 3:42
Anyone 2024 ❤😂
A message to future generations: don't let this song die in the black hole of time. Hear and spread.
মনটা কি যেন একটা অপূর্ব শান্তিতে ভরে গেলো🤗♥️♥️♥️
খুব সুন্দর হয়েছে। মন ভরে গেলো। আর ইমন ম্যামের গলায় গানটি আরো ফুটে উঠেছে। 💕💕
someone who understood and pronounced the lyrics as it should be because lyrics emphasizes immensely to the song....thank you for the lovely singing ....❤
Thank you so much. Pls share this song on your social media channels.
বাংলার জয় হোক বাঙালির জয় হোক... 🌺❣️
Imon apnar sur, taal, loy sob kichur opor adbhut niyontron gaanke jibonto kore tole! apurbo!
পৃথিবীর মাঝে বাংলা ভাষার উপরে কোন ভাষা হতে পারে না।।আমি গর্ব করে বলতে পারি আমি বাঙালি আমি বাংলাদেশি🇧🇩🥰
Osadharon Hoyeche Ma'am 😍❤️
Beautiful. This song adds to nostalgia. This song never gets old.
Sheee is just a lucky charm😍😍😍😍😍 ....love u di ..... Egarly waiting for this song❤❤😌😌😌😌😌😌😌
Asha Kori Bhalo Legeche? Janaben Amader. 💐🙏
@@sandipmallick570 of course because songs with iman di's voice just adds out flavors....... 😍😍❤❤❤❤❤❤❤❤✨✨🙈🙈🙈 its the best edition of "kalo jole" i have ever heard of
@@__.__e.s.h.u.u__.__ 💙💐🙏
Thanks. Pls share this song on your social media channels.
Eshna, ধন্যবাদ! গানটি share করতে ভুলবেন না যেন! এবং অবশ্যই subscribe করুন আমাদের চ্যানেলে, bit.ly/AMB_Subscribe এ।
খুবই অসাধারন একটি লোকগীতি। মনে নেশার প্রয়োজন হলে সত্যি কোনো নেশা না করে এই গান শুনুন নেশায় মন ডুবে যাবে মাতবে মন বাংগালিয়ানা তে
Edit color carection khub valo hoyeche r gaaner kotha gulo valo r emon to achei❤️❤️❤️❤️❤️❤️
ইমন u are a fresh source of oxygen for music lovers.Keep it up
আরে ভাই গান টা সোনার পরতো মনটা পুরো ভালো হয়ে গেল ☺️🙏🇮🇳
Realy Heart touching and melting song....❤️❤️❤️❤️❤️
মুখে হাসি এনে দিলো গান টা 😊😊❤️❤️
2024 এ কে কে শুনছেন রিয়েক্ট দিবেন❤❤❤
Can someone share the meaning of this song?? So beautiful it is....!!
The bengali music will always be on top as always.
এই মন খারাপের দিনে দিদি আপনার গানটা শুনে মনটা হঠাৎই খুব ভালো হয়ে গেলো ❤️❤️❤️
গানটি আমারও অনেক ভালো লেগেছে।
Thank you for liking our song.. For more such melodies subscribe to Amara Muzik Bit.ly/AMB_Subscribe
Agree❤
Which is your preferred music streaming service ?
Spotify
Jio Saavn
Gaana
Wynk
Amazon music
Apple Music
Same bro. Ami gan khuje berachei.. mon kharap.
Being an assamese,,, fabulous 🔥🔥
অপূর্ব গান 💝🌹😍😇😘💐🙏🏼
First I'm bengoli then I'm Muslim and I love my mother languages song... love from Assam ❤
Awesome arrangement and awesome singing iman di❤️❤️❤️❤️
Thanks For Liking The Song Dear!! 💐🙏
We are glad that you love the song! Please share the video with folk song lovers. And don't forget to subscribe to our channel at bit.ly/AMB_Subscribe!
Which is your preferred music streaming service ?
Spotify
Jio Saavn
Gaana
Wynk
Amazon music
Apple Music
Didi darun darun
Amazing......Iman di...
Thanks Taniya On Behalf Of Team Amara Muzik Bengali & Iman
আজকে হঠাৎ মনে পড়লো তাই আবার শুনতে আসলাম ০৮/২০২৪
অসম্ভব সুন্দর একটা গান
আমার খুব ভালো লাগে 😍😍
2024 a k k sunchen?
Ami tao status deke 😅
Khub sundor gaan ta Very nice👍😊
এই বান্দার গান শুনলে ভারাক্রান্ত মনটাও সুস্থ হয়ে যায়❤️+ তার expression অসাধারণ ❤️+ তার মিষ্টি হাসিঁ যেন প্রতিটি মানুষকে পাগল করে...!!!! 💙❤️
Akdom😁❤️❤️❤️❤️
The meaning of the song is heartbreaking. It's about the farmer who died drowing in the river nd her wife still waits for him by the side of the river. Nd also it shows how the rich never cared about the poor
@@anannadas9288 i know.
নপফঠঃধফফফফচখগ
খুবই ভালো হয়েছে
Aj sarama...kal sarana....just awesome❣❣❣❣
Didi saranar uccharon ta puruliya bhasay bolte bojhano hoyeche ,, char aana maane 25 poisa ... Maane sonaton er barite eto kosto je ,, 25 poisa o daily jotee naa... .. amar bari puruliya tei ,, tai ganer meaning ta jaani
@@biswajitmukherjee7868 Gaan err first line ta arr maane? Kalo jol e kuchla jol e🤷♂️ err maane?🤔
@@musicwithjj6299 কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন ...
, কুচলা একটা গাছের নাম ,, কুচলা গাছের কাছে নদী বয়ে গিয়েছে,, সেখানেই সনাতন ডুবে মারা গেছে ,, কারণ এত অভাব,, ২৫ পয়সাও ওর জোটে না ...
নদী ধারে চষে বধূ মিছাই কর আশ ...হিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস
এর অর্থ,, সনাতন এর স্ত্রী প্রতিদিন ওই নদীর কাছে ছুটে যায় এই আশায় যদি সনাতন ফিরে আসে ...
Oshonkho dhonnobad Mane ta bolar jonney. Onek khujchilam Mane ta janar ganer
Darun Darun. Folk song she is a sensation.
Which is your preferred music streaming service ?
Spotify
Jio Saavn
Gaana
Wynk
Amazon music
Apple Music
Bengali sing is counted as extra level awesome
অপূর্ব একটি গান ❤🌼😌
Love from Bangladesh ❤❤❤❤❤❤❤
One of my favorite track! Lovely rendition ❤❤
Thank you for loving the song. We hope that you will share it among folk song lovers. And don't forget to subscribe to our channel at bit.ly/AMB_Subscribe!
Which is your preferred music streaming service ?
Spotify
Jio Saavn
Gaana
Wynk
Amazon music
Apple Music
yjuuhh
All
@@AmaraMuzikBengali ok
Her expressions was just fantastic.
Iman chokroborty ji so superb bengoli look 👌👌🙏🙏😘😘😘😘👏👏😍👍👍👍
Proud my Bengal ❤ আমি বাঙালি হয়ে গর্বিত❤
Just excited ❤️ Congratulations❤️
Thanks Dear 💐🙏
Thank you, Sarbajit, for liking our song! Please share it with other folk song lovers. And dont forget to subscribe to our channel at bit.ly/AMB_Subscribe.
Which is your preferred music streaming service ?
Spotify
Jio Saavn
Gaana
Wynk
Amazon music
Apple Music
@@naveenbhandari9707 wink is most favourite ☺️
আউটস্টান্ডিং ইমন দিদি ❤
Darun..😊
❤ Beautiful rendition
২০২৪ সালে এসে আবার শুনেছি 😢😢😢
অসংখ্য ধন্যবাদ দিদি এপার বাংলা থেকে ওপার বাংলায় ভালোবাসা চড়িয়ে দিলাম একটু অনুভব করিও এত সুন্দর গান প্রাকৃতির মাঝে চড়িয়ে দেওয়ার জন্য 🇧🇩❤️🥰
Proud to be Bengali 🥰🙏
মঞ্চটা যেন এক টুকরো মানভূমে পরিনত হল যেন। আহা♥️♥️
i don't get why people dislike this song?
dude this is soooo good! 😩❤️
Not everyone will have the same choice in music. But we are glad that you like it! Please share the song and spread some love! And don't forget to subscribe to our channel at bit.ly/AMB_Subscribe!
Which is your preferred music streaming service ?
Spotify
Jio Saavn
Gaana
Wynk
Amazon music
Apple Music
Lovely expression.. gaan toh byapok hoyechhey as always
গিটার বাজানো মেয়েটার মুখে কি মায়া আহা মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি, আর তার চাহনি কি বলবো
Darun concept and composition 👌👌👌👌👌
দারুন লাগলো। Congrats to entire team.
This song made me to feel relaxe❤️🥺 from Assam ❤️
2024 এ কারা কারা দেখছেন😊
দিদি তোমার গলায় এই গান গুলো ভালো লাগার অন্যতম কারণ হলো প্রতিটা উচ্চারণ তুমি একদম সেই ভাষার মতো করো। আমরা আমাদের বলার ধরন টার সাথে মেলাতে পারি ❤❤
r aar d er uchcharon thik na ...sob kichu sobar jonyo noy ! original er dhare kache nei.
Her voice is really beautiful 🥰🥰
ইমনের গলাটি অসাধারণ। অনেকটা আহ্লাদে আটখানার মতন 💙💙💙।
So so proud of your achievement Shamik.... Who new that little bit eyes full of dream playing music for friends will be here . May you reach heights
খুব ভালো লাগছে গানটা শুনতে!এক কথায় অসাধারণ....
আহা! কি সুন্দর ,গানটা শুনে মনটা ভরে গেল
ধন্যবাদ। 💐🙏
@@sandipmallick570 most welcome ❤️
সনাতন এখানে❤
Nice song. It touches my heart 💜.
বাহ্!❤️❤️❤️ দারুন 👌👌👌👏👏👏👏👏💝💝💝💝।
আমার মতো 2024 এ কে কে শুনছেন 😌🤗
lal mati o gram banglar tan , ar ei rokom jhumur gaan aha monta mugdho hoye gelo . Love from Medinipur
Thank you so much for adopting 3 baby from a small town ❤
Which is your preferred music streaming service ?
Spotify
Jio Saavn
Gaana
Wynk
Amazon music
Apple Music
Mind refreshing song in this daily busy days thnx 4 the song love you di ❤️
Khube sundor ganata aami bengoli 🙏😍😍😍😘😘
Darun Didi darun ....khub bhalo laglo👏👏👏👏👏👏👏👏👏👏
This love from Gods own country 🌴🌴🌴🌴kerala🌹🌹🌹🌹💐💐💐💐
Thanks Sabari. Pls share this song on your social media. Also subscribe to amara Bengali channel to listen to all new songs every week.
Thank you for liking our song.. For more such melodies subscribe to Amara Muzik Bit.ly/AMB_Subscribe