মা ও বাবা অসাধারন তর্জা পালা/2024 এর শ্রেষ্ঠ/বাবা বড় না মা/শিল্পী-শ্যামল দাস ও অন্ধ ভানু/ Torja Pala

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • মা ও বাবা অসাধারন তর্জা পালা/2024 এর শ্রেষ্ঠ/বাবা বড় না মা/শিল্পী-শ্যামল দাস ও অন্ধ ভানু/ Torja Pala
    #Folkবিনোদন,
    #folkbinodon,
    নমস্কার দর্শক 🙏
    Folk বিনোদন, আপনাদের মনরঞ্জনের জন্য বিভিন্ন শিল্পীদের পরিবেশন করা
    বাউল গান
    তর্জা বাউল গান,
    তর্জা পালা,
    পালা গান,
    পালা বাউল,
    তত্ব তর্জা বাউল,
    তত্ব গানের লড়াই,
    কবি গান,
    এই ধরনের ভিডিও প্রতিনিয়ত Upload করে থাকি
    ---------------------------------------------------------------------
    ma o baba tarja, torja pala, বাউল গান, তরজা বাউল গান,torja pala,totto baul,তরজা গানের লড়াই,পালা গান,প্রশ্ন উত্তর বাউল গান,শিব দূর্গা,তত্ব তর্জা বাউল,নতুন তর্জা পালা,পালা কীর্তন,হর পার্বতী,নারী পুরুষ তর্জা পালা,তত্ব বাউল গান,তর্জা গানের লড়াই,নারী পুরুষ,তত্ব বাউল,তত্ত্ব বাউল গান,তত্ব গান,বাউল গান,#মিনতি পাল,#নাড়ি ও পুরুষ,#সনেকা দাসী,তরজা গান,নারী পুরুষ পালা গান,তরজা বাউল গান,তরজা গান কবির লড়াই,new torja pala,totto gaan baul ,bhanu biswas baul, syamol das baul ,siliguri,
    -------------------------
    ******
    Category : Folk Song Music Video
    Label : Folk binodon Team
    Recording Date :2021
    ********
    Video : Akash Das
    Editing : Bikash Das
    Siliguri , Darjeeling, West Bengal,734003
    Chanel Contract : bikashdasdhol@gmail.com
    Whatsapp : +919339478798
    ----------------------------------
    ******DISCLAIMER:*******
    We record LIVE Stage Performance of Singers with our ‘Camera. All footages are in ORIGINAL.
    ***All Copy Rights of the MUSIC / Songs are used in our videos are Owned by Respective Owners & we really appreciate them.
    If any of the owners have a problem with our Content / VIDEO, then KINDLY send a Message / e-Mail. Pl#baulease Do not send us Copy Right Claims / Channel Strikes.***

Комментарии • 4

  • @rijuroy9836
    @rijuroy9836 3 месяца назад +6

    জয় গুরু জয় গুরু।
    জয় লালন, জয় ভবা, রাধে রাধে, হরে কৃষ্ণ, নমস্কার ইউটিউবার কাকু। তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও। মাননীয় শিল্পী শ্রী শ্যামল দাস বাউল মহাশয় এবং মাননীয় শিল্পী শ্রী ভানু দাস বাউল মহাশয় খুব সুন্দর ভাবে খুব সুন্দর একটি তরজা পালা বাউল গান পরিবেশন করেছেন। এই তত্ত্ব তরজা পালা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। ওনাদের তরজা পালা বাউল গান আমি সম্পূর্ণ শুনলাম। সত্যি, খুব ভালো লাগলো, অসাধারণ অপূর্ব সুন্দর। তার সঙ্গে বাদ্যযন্ত্র বাদকরাও খুব সুন্দর ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। ওনাদের তরজা পালা শুনে আমি অনেক আধ্যাত্মিক কিছু তত্ত্বকথা জানতে পারলাম ও শিখতে পারলাম। কিন্তু, তবুও আমার মনে হয় যেন আরও কিছু জানার ও শেখার আমার অনেক অবশিষ্ট রয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে জ্ঞানের কখনও শেষ হয় না, আর শিক্ষারও কখনও শেষ নেই। এই তত্ত্ব তরজা পালায় অনেক তাৎপর্যপূর্ণ কথা আলোচনা করা হয়েছে। ওনাদের তরজা পালা সত্যি খুব দুর্দান্ত হয়েছে, দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন, অতুলনীয়, চমৎকার, সেরা, আর কত বিশেষণ প্রয়োগ করব, বলে শেষ হবে না। আমাদের সমাজে এটি একটি খুব শিক্ষণীয় তরজা পালা। প্রতিটা মানুষেরই এই পালাপ্রসঙ্গটি শোনা উচিত আছে। সত্যি, কোটি কোটি টাকা পয়সা খরচা করেও এতো সুন্দর মূল্যবান কথাগুলো পাওয়া যায় না। একমাত্র বাউলদের কাছ থেকেই আমি এতসব জেনে ক্রমশ অন্ধকার থেকে আলোর পথে যেন এগোতে পারছি। সবই প্রভুর অশেষ কৃপা, আর আমি তো একজন অধম। এই পালাপ্রসঙ্গের মধ্যে অনেক আধ্যাত্মিক কিছু বোঝার আছে। এই পালাপ্রসঙ্গের মধ্যে থাকা প্রত্যেকটি গান আমার মন কেড়ে নিয়েছে। গানগুলো শুনে সত্যি আমার প্রাণ জুড়িয়ে গেল। বাউলরা পালাপ্রসঙ্গের মধ্য দিয়ে আমাদেরকে অনেক আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন, যা আমাদের ঈশ্বরের ভজন সাধন ক্ষেত্রে অতি প্রয়োজনীয়। বিশেষ করে আমার মতো অধম প্রতিটি যুবক যুবতী ছেলেমেয়েদেরই আধ্যাত্মিক আলোচনা শোনা উচিত আছে। খুব সুন্দর একটি তরজা পালা বাউল গান উপস্থাপনা করার জন্য বাউল শিল্পীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সঙ্গে অশেষ কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। ওনাদের চরণে রইল আমার মতো অধমের শত সহস্র কোটি দন্ডবৎ প্রণাম আর শ্রদ্ধা ও ভক্তি। ওনারা যেন সহপরিবারে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে যেতে পারেন, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যেতে পারেন, সাধু গুরু বৈষ্ণব -এর কৃপা সর্বদাই লাভ করতে পারেন আর সাধু গুরু বৈষ্ণব -এর কৃপায় তাদের প্রত্যেকটা অনুষ্ঠান যেন খুব সুন্দর ভাবে সাফল্যমন্ডিত হয়, আমি আমার শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ -এর যুগলচরণে এই শুধু প্রার্থনা করি। কাকু, এই ধরনের পালাপ্রসঙ্গ আলোচনা আরও শুনতে চাই। আশা রাখছি, এরকম সুন্দর সুন্দর তরজা পালা তুমি আরও উপহার দেবে, এই অধমের দৃঢ় বিশ্বাস রইল। তোমার চ্যানেলের সব ভিডিওগুলোই আমার খুব ভালো লাগে। এইভাবেই তুমি চেষ্টা চালাতে থাকো, সঙ্গে আছি আমি। খুব সুন্দর একটি তরজা পালা বাউল গান ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, সঙ্গে অশেষ কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। তোমার চরণে রইল আবারও আমার মতো অধমের শত সহস্র কোটি দন্ডবৎ প্রণাম আর শ্রদ্ধা ও ভক্তি। তুমিও যেন সহপরিবারে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে চলো, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যাও আর সাধু গুরু বৈষ্ণব -এর কৃপা সর্বদাই লাভ করতে পারো, আমি আমার শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ -এর যুগলচরণে এই শুধু প্রার্থনা করি। তোমাকে জানাই আমার পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা আর সাদর অভিনন্দন ও মঙ্গলকামনা। ঠিক আছে কাকু, নমস্কার।
    জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ,
    শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।
    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
    হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
    শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ কি জয়, শ্রী শ্রী গুরুদেব কি জয়, শ্রী শ্রী ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি জয়, শ্রীমতি গঙ্গা যমুনা সরস্বতী মা কি জয়, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বাউল সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী শ্রী জয়দেব কেঁদুলী ধাম কি জয়, সর্ব সাধু গুরু বৈষ্ণব কি জয়, সমবেত গৌরভক্ত কৃষ্ণভক্ত বৃন্দ কি জয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরিবোল হরিবোল হরিবোল হরিবোল।।
    💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tapandas5485
    @tapandas5485 3 месяца назад +4

    হরিবল হরিবল হরেকৃষ্ণ হরে হরে🙏 ধন্যবাদ আপনাকে

  • @prasenjitdebnath3882
    @prasenjitdebnath3882 3 месяца назад +3

    খুব সুন্দর ❤❤❤❤

  • @user-jo2tb6ur9j
    @user-jo2tb6ur9j 3 месяца назад +5

    সকল সাধু গুরু বৈষ্ণব এর শ্রী চরণে রইলো শ্যামল দাস বাউলের ভক্তিপূর্ণ প্রণাম সঙ্গে ফক বিনোদন ইউটিউব চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ,, থ্যাংক ইউ আকাশ এন্ড থ্যাংক ইউ বাতাস