একটি খুব সুন্দর, সংক্ষিপ্ত, ছিমছাম , মনে রেখাপাত করার মতো বিবরণ পাওয়া গিয়েছে। দু পাশে সবুজ গাছ গাছালি ছবির মতো সুন্দর। অজানাকে জানা, অদেখা কে দেখার আগ্রহে নিশ্বাস ফেলার অবকাশ না পেয়েই ভিডিও টি দেখলাম এবং খুবই মনোরঞ্জন হয়েছে। অভয়ারন্যে জঙ্গলের আদিম সৌন্দর্য, আর তার ই সাথে স্বচক্ষে , বাইসন, হাতি, হরিণ, এক শ্রিঙ্গ গন্ডার, ময়ূর এবং নাম না জানা অপূর্ব সব পাখিদের কল কাকলি দেখতে পাওয়া যেন এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয়ের পথে বিচরন করতে পারলাম। "" কি পাইনি তার হিসাব মিলাতে মন মোর নহে রাজি""। যা দেখলাম, যা পেলাম. তাই কি কিছু কম। এমন সুন্দর জঙ্গল সাফারি আর সিসামারা নদীর অপরূপ শান্ত স্নিগ্ধ , এই ভিডিওচিত্র র প্রাপ্তির জন্য সমৃদ্ধ হলাম। ঘুরন চণ্ডী টিম এই ভাবেই সাফল্যমন্দিত হোক।
আমরা সিসামারায় রাইনো কটেজে ছিলাম, তখন আশেপাশে আর কোনো কন্স্ট্রাকশন তৈরি হয়নি (২০১৭ সালে ) । অদ্ভুত ভালো লেগেছিল জায়গাটা। আপনারা পুরোনো স্মৃতি ফিরিয়ে দিলেন , ধন্যবাদ।
খুব ভালো লাগলো। কুচবিহার আমার পিসির বাড়ি তাই ওই দিকটা ঘোরা আছে (মানে কুচবিহার আর চিলাপাতা ফরেষ্ট)। কুচবিহার রাজবাড়ির ঘরগুলোতে কি এখন ঢুকতে দেয়? আমি যখন গিয়েছিলাম (সেই ১৯৭০) তখন মনে আছে ঘরগুলোয় ঢুকতে দিত। যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগলো।
Amar khub bhalo laglo
খুব সুন্দর ভ্রমণ
অসংখ্য ধন্যবাদ দাদা 🙏🏼
খুব ভাল লাগল।
ধন্যবাদ দাদা
সারাটা দিন পাগলের মতো গেছে আজকে,তারপর একটু অবকাশ পেয়ে আজকের ভিডিওটা দেখলাম আরাম পেলাম প্রাণে. ঘুরনচণ্ডী এগিয়ে চলুক, ঘুরনচণ্ডী জিন্দাবাদ ❤️❤️❤️
💖💖💖
Khub Sundor laglo
Thank you so much 🥰
দারুন লাগছে। চিলেপাতা তে সাফারি করেছিলাম। খুব ভালো লেগেছিল।
ধন্যবাদ দাদা
একটি খুব সুন্দর, সংক্ষিপ্ত, ছিমছাম , মনে রেখাপাত করার মতো বিবরণ পাওয়া গিয়েছে। দু পাশে সবুজ গাছ গাছালি ছবির মতো সুন্দর। অজানাকে জানা, অদেখা কে দেখার আগ্রহে নিশ্বাস ফেলার অবকাশ না পেয়েই ভিডিও টি দেখলাম এবং খুবই মনোরঞ্জন হয়েছে। অভয়ারন্যে জঙ্গলের আদিম সৌন্দর্য, আর তার ই সাথে স্বচক্ষে , বাইসন, হাতি, হরিণ, এক শ্রিঙ্গ গন্ডার, ময়ূর এবং নাম না জানা অপূর্ব সব পাখিদের কল কাকলি দেখতে পাওয়া যেন এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয়ের পথে বিচরন করতে পারলাম।
"" কি পাইনি তার হিসাব মিলাতে
মন মোর নহে রাজি""।
যা দেখলাম, যা পেলাম. তাই কি কিছু কম।
এমন সুন্দর জঙ্গল সাফারি আর সিসামারা নদীর অপরূপ শান্ত স্নিগ্ধ , এই ভিডিওচিত্র র প্রাপ্তির জন্য সমৃদ্ধ হলাম।
ঘুরন চণ্ডী টিম এই ভাবেই সাফল্যমন্দিত হোক।
অনেক অনেক ভালোবাসা আর প্রণাম নিও মাম্যাম
❤❤
🥰🥰🥰
Khub bhalo laglo....Hollong abar notun kore dekhlam 2015 sale ghure eshechi...onek smriti romanthan holo.....Coochbehar o dekha holo....aro video chai
ধন্যবাান্তে দিদি 🙏🏼
Ghuranchandi r notun video r opekhàÿì roilam
ধন্যবাদ দিদি
আমরা সিসামারায় রাইনো কটেজে ছিলাম, তখন আশেপাশে আর কোনো কন্স্ট্রাকশন তৈরি হয়নি (২০১৭ সালে ) । অদ্ভুত ভালো লেগেছিল জায়গাটা। আপনারা পুরোনো স্মৃতি ফিরিয়ে দিলেন , ধন্যবাদ।
ধন্যবাদ
khali mone hoy...keno sesh holo? aro jodi ghurte partam!
Yes yes yes 🥰🥰🥰
খুব ভালো লাগলো। কুচবিহার আমার পিসির বাড়ি তাই ওই দিকটা ঘোরা আছে (মানে কুচবিহার আর চিলাপাতা ফরেষ্ট)। কুচবিহার রাজবাড়ির ঘরগুলোতে কি এখন ঢুকতে দেয়? আমি যখন গিয়েছিলাম (সেই ১৯৭০) তখন মনে আছে ঘরগুলোয় ঢুকতে দিত। যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগলো।
ধন্যবাদ দাদা। এখন আর ওই ঘর গুলোতে ঢুকতে দেয় না
Darun ...dada apnara koto number room a chilen ?
সব রুমি ই আমাদের ছিলো। আমরা ১৮ জন ছিলাম
simply fantastic, brother have no facebook, can we still get the opportunity to travel with you. humble regards tapas