যারা মনে করে স্বঘোষিত কনসালটেন্ট কিংবা কনসালটেন্টের অভিনয়কারী ছদ্মবেশী প্রতারকদের তথাকথিত ৫-১০ মিনিটের ফ্রি পরামর্শ পেলেই ক্যানাডা চলে আসবে, কিংবা চুপি চুপি কোন রকম ডকুমেন্ট ছাড়া তাদেরকে কয়েক লাখ টাকা দিলেই তিন মাসের মধ্যে ক্যানাডায় থাকবে তারা বোকার স্বর্গে বাস করে এবং তাদের মধ্যে লোভ বিরাজমান। বাংলাভাষী ছদ্মবেশী প্রতারক ইউটিউবার বিদ্যমান যে বা যারা নিজেরা কোনদিনই ক্যানাডা আসার যোগ্যতা রাখে না কিন্তু লোভী মানুষগুলোকে ঠিকই ফাঁদে ফেলতে সমর্থ হয়। এদের চ্যানেলে আবার হাজার হাজার মানুষ সাবস্ক্রাইবও করে। কি লজ্জা, আর কি অজ্ঞতা! একজন ছদ্দবেশী প্রতারকের চ্যানেল সাবস্ক্রাইব করা মানে পরোক্ষভাবে তার অপকর্মের শরিক হওয়া এবং গুনাহর ভাগীদার হওয়া। ভিজিট ভিসা কিংবা যে কোন প্রোগ্রামে ক্যানাডা আসতে চাইলে, ঠান্ডা মাথায় ক্যানাডার সরকারের ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে পর্যাপ্ত পড়াশুনা করুন। প্রয়োজনে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশান কনসালটেন্ট অর্থাৎ RCIC এর সাথে ইনিশিয়াল কনসাল্টেশন সেশনে বসে কিভাবে আপনার যোগ্যতা অনুযায়ী কোন প্রোগ্রামে সফল হতে পারেন সেই কর্মপরিকল্পনা ভালো করে বুঝে নিন, খাতায় টুকে নিন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে আবেদন করুন। ক্যানাডা সরকার এই RCICদের প্রশিক্ষণ দিয়ে, কঠিন পরীক্ষার মাধ্যমে পাশ করিয়ে লাইসেন্স দেয় দুনিয়াময় ইমিগ্র্যান্টদের এই সেবাটি দেবার জন্যই। RCIC মৌলি তাসনুভার এমন অনেক ইনিশিয়াল কনসালটেশান ক্লায়েন্ট আছেন যারা একটি জুম মিটিং করেই ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে তারপর নিজেরা আবেদন করে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। এভাবেই মাত্র ৫/৭ হাজার টাকা নিজের জন্য বিনিয়োগ করে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশান কনসালটেন্ট এর সাথে একটি ইনিশিয়াল কনসালটেশন সেশন অ্যাটেন্ড করে পুরো ব্যাপারটা নিজে বুঝে তারপর নিজেকে সময় দিয়ে প্রস্তুত করলে আপনি দুই ভাবে লাভবান হতে পারেন: এক, প্রতারকের খপ্পরে পড়ে ৮/১০ লাখ টাকা প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন, দুই, পুরো প্রক্রিয়া বুঝে নিজে সবকিছু প্রস্তুত করলে করতে পারলে পরবর্তীতে সেই প্রোগ্রামের জন্য কোন RCIC এর Retained Client হবারও (অর্থাৎ আপনার প্রতিনিধি হিসেবে ক্যানাডা সরকারের কাছে আবেদনপত্র জমা দেয়া) প্রয়োজন পড়বে না বেশিরভাগের বেলায়। সবশেষে বলতে চাই, ক্যানাডার কোন ভিসা আপনি কোনদিন পয়সা দিয়ে পাবেন না। আবার আপনার প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা থাকলে এবং নিজে প্রোগ্রাম বুঝলে কাউকে টাকা পয়সা না দিয়েই (সরকারের আবেদন ফি ব্যতীত) ক্যানাডায় চলে আসতে পারেন। আল্লাহ্ আমাদের লোভী হওয়া থেকে রক্ষা করুন।
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার পরামর্শ গুলো খুব ভালো লাগছে, ভাইয়া যারা ভিজিট ভিসা হওয়ার পর ইমিগ্রেশন পুলিশ চাইলে কি আবার ফেরত পাঠাতে পারে কিনা, যদি হয় তা কি কি কারণ হতে পারে, যদি একটু জনাতেন খুব উপকার হতো।
Germany 1 time, Japan 1 time, china 2 times, Thailand 3 times Visa ache. Current job profile good 300k plus monthly Salary. Family visit visar jonno ki apply korle kototuku possibility ache?
Salam bhaiya Quebec Arrima apply korar por status ki every week e change hoi? Aita ki as usual process naki status chage howata kichuta positive dekhbo.Like investigate ashlo last week ai week e ashlo Registered
Dear via at first take my Sal am. Hope you are very very well. # And give Sal am to my dear sister# via take care and be happy thank you so much.May Allah bless you and your whole family too.Allah Hafez.
আসসালামু আলাইকুম ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। একজন ক্যানাডিয়ান আমার কাছে আমার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট এর ফটোকপি সিভি চেয়েছে। এইগুলো কি দেওয়া উচিত হবে। সে বলেছে আপনার জন্য আমরা একটা অফার লেটার বের করব। এটা কতটুকু সম্ভাবার কিভাবে করবে আমি জানিনা একবারে যদি এই। বিষয়ে কিছু জানাতেন তাহলে আমি উপকৃত হতাম। এখনো সে টাকা-পয়সার ব্যাপারে আমার কাছে কিছু বলেনি।
আসসালামু আলাইকুম দাদাভাই আমি বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছি, একটা কথা জানার ছিল মালয়েশিয়া থেকে কানাডা যাওয়ার জন্য কি কি প্রস্তুতি কিংবা কি কি পদক্ষেপ নিতে হবে মালয়েশিয়াতে বর্তমানে আমি এখন ওয়েল্ডিং এর কাজ করতেছি বিষয় জানতে পারলে খুবই উপকৃত হতাম
Vai ami Uk te aci student visa ses kore 2 years psw aci job kortaci Spain thake aschi Kisu din ami ki Canada visit apply korte parbo korle kotho percent sombobona acce ?
Assalamalaikum Vai Jan asha kori valo achen Allah r rohomote Vai ek ta kotha boltam ki ami 8 bosor italy te achi kintu amar italiano Residents hoiche ami ek ta italiano company te kaj kortachi kintu ami ki Canada te aste parbo kono vabe kajer jonno please janaben
আসসালামু আলাইকুম আমি হারুন বলছি সৌদি আরব থেকে আমি সৌদি আরব থেকে কানাডা ওয়ার্ক ফরমেট নেয়ে যেতে আগ্রহী কিন্তু কিভাবে যাব কোন লাইন পাচ্ছি না আপনারা কি আমাকে হেল্প করতে পারবেন?
Vaiya BD theke shorkarivabe Canada jawar kono way ache kina aktu janaben please. Shomproti ami BD te amon akta aggencyr shondhan peyechi, tader boktobbo onujayi tara shorkarivabe Canada te lok pathay, ar er jonno 6 lakh taka ney, ar tara taka ta Canada pouchanor por nibe bole janiyeche. Tara first e medical korte bole which costs nearly BDT. 9k ar then naki tader visa processing shuru hoy, er moddhe tara ar kono taka daabi kore na. Zia bhai, bepar ta kotota voroshajoggo aktu janaben doya kore. Ete amader oneker upokar hobe bole asha rakhchi.
ভাইয়া আমার দুবাইয়ের পার্টনার ( বিজনেস) ভিসা। কোম্পানি ব্যাংক স্টেইটমেন্ট মোটামুটি স্ট্রং। পাশাপাশি সোদি আরিব, ওমান, মিশর ও তুরস্ক ভিজিট ভিসা আছে। এ ক্ষেত্রে আমি কি আবেদন করার প্রস্তুতি নিতে পারি? আর যদি মনে করেন আমাকে আরোও সময় নিতে হবে তাহলেও জানাবেন। ধন্যবাদ।।
আসসালামুয়ালাইকুম আমার একটা বিষয় জানার ছিল আমি গত দুই মাস ১৫ দিন আগে কানাডায় ভিজিট ভিসার জন্য প্লিকেশন করি, এবং সিলেট কানাডা vsf এ ২ মাস আগে বায়োমেট্রিক দেই। আমার প্রশ্ন হচ্ছে বায়োমেট্রিক দেওয়ার কতদিন পরে ওনারা ( সিলেক্ট অথবা রিজেক্ট) করে
ট্রাবল তো দূরের কথা আমার আপন ফুফার শশুর একটা দেশ ভিজিট করেনি সে 10 বছরের কানাডার মাল্টিপল ভিসা ফেরেশ সাদা পাসপোর্ট দিয়ে কিভাবে পেল। আমাকে জানান। প্লিজ
Zia bhai/mouli apa amar meye 12th December toronto land koreche.amra summer e or satthe time spend korte chai.alhumdullillah apnar 5point amader ready achhe. Akhon amader next step janan.
আসসালামু আলাইকুম স্যার/ম্যাডাম। আমি একজন ইন্টার ফাস্ট ইয়ারের স্টুডেন্ট, আমি গত জুন মাসে ইউকে থেকে ঘুড়ে এসেছি! আমার পাসপোর্টে ৬ মাসের মাল্টিপল এন্ট্রির ভিসা রয়েছে! এখন যদি আমি ভিসিট ভিসার জন্য আবেদন করি তবে ভিসা পাওয়ার চান্স কতটুকু? ধন্যবাদ! ❤️🩹
Assalamu Alaikum! Thank you so much for your interest in having our service! There are two ways of booking our initial consultation session. 1. Please click the link below to book your 40-minute online (zoom) Initial Consultation session for a consultation fee of 60 CAD. www.mziccanada.ca/booking 2. You can text our associate at the whatsapp number (01779630564) and request to book an appointment. He will let you know the further process. Payment method will be BKash and the payment amount will be 4100 BDT. Please note that no calls will be received. This is just for booking purposes. Once you complete the process in either method and book an appointment, you will receive your schedule confirmation. You will also receive another mail from mziccanada@gmail.com with a zoom link at least 12 hours prior to appointment time. Thank you once again! We look forward to welcoming you on board! Kind regards,
আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন.? ভাই , ইউরোপের বৈধ পারমিট থাকলে কি কানাডার টুরিস্ট ভিসা পাওয়ায় সম্ভবনা কতোখানিক? সেনজেন এ ৫-৭ টা দেশের ভিজিটিং হিস্ট্রি যোগ করলে,যেমন অস্ট্রিয়া,ইতালি, সুইজারল্যান্ড, etc,,, Plz answer,,, অনেক হেল্প হবে
Hello sir,I'll be glad if you answer me,my question is suppose i've got a Canadian tourist visa and get into Canada after that can i easily get a job or i have to face problems? I mean is the process is easy or difficult?
in terms of applying tourist visa of canada, there are only 2% people capable in Bangladesh to complete this 5 important terms and conditions. But those 2% people really Don't want to move other countries for professional purpose because they earn more than 5lac canadian dollars per year.
ভাই আমি ৫-৬ টা দেশ ভ্রমন করবো এবং আমার একাউন্টে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো কোটি টাকা, সেভিং দেখাতে পারবো আমার বয়স মাত্র ২২ বছর আমি কি ভিজিট বিসা পাবো
আল্লাহ তায়ালার উপর ভরসা ও আপনাদের কথা শুনে দিন দিন নতুন কিছু শিক্ষা গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, চেষ্টা চালিয়ে যাবো।পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে তো পারবো। আপাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ তায়ালা আপনাদের মনের আশা পূরণ করুক ( আমিন)
আসসালামু আলাইকুম ভাই সাহেব। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। কানাডা টুরিস্ট ভিসায় ফাইল সাজানোর ব্যাপারে একটা ভিডিও বানিয়ে। মানে কোন ফোল্ডারে কি কি ফাইল সিরিয়াল মেইনটেইন করে সাজিয়ে রাখতে হয়। বিশেষ করে কাভার লেটার কোন ফোল্ডারে রাখতে হয় । সিরিয়ালে সবার আগে না পরে। ফাইল সাজানো সিরিয়াল মেইনটেইন প্রক্রিয়ার উপরে একটা ভিডিও দিলে কৃতঙ্গতা প্রকাশ করব। Assalamu Alaikum brother. Please help me a little. Make a video on how to file for Canada Tourist Visa. It means what files should be maintained serially in a folder. In particular, the cover letter should be kept in a folder. Don't be the first in the series. I will be grateful if you give a video on the serial maintenance process of file arrangement.
আসসালামু আলাইকুম। স্যার আমি অনেক দিন আগে থেকে আপনার ভিডিও দেখছি। সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেন। আমার জানার বিষয় হলো আমি এস.এস.সি পাস করার পর অনেক বছর গ্যাপ হয়। তারপর আমি হোমিওপ্যাথিতে 4 বছরের ডিপ্লোমা শেষ করি। আমার বয়স 45 বছর। এখন আমি কি কানাডার সি ক্যাডাগরির চাকরির জন্য আবেদন করতে পারব কিনা? বা 12 ক্লাস চাকরির জন্য আবেদন করতে পারব কিনা। জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Asslamu alikum Sir. I hope you're well. A Canadian citizen who lives in British Colombia. He is very keen to take me to go to Canada. But I don't know how to get to Canada. I have no formal educational qualifications. Is there any chance for me to go to Canada in this case? If so, please let me know. Thank you so much. God bless you.
আসসালামু আলাইকুম সার আমি কাতার থেকে বলসি / আমি কাতারে ট্রাক এবং ছোট গাড়ি চালাই / আমার লাইসেন্সের এক্সপেরিয়ান্স ৯ বছর রানিং / এবং আমার শিক্ষা গত যোগ্য তা টেন পর্যন্ত তবে আমি টেনের ফাইনাল পরিক্ষা দিতে পারি নাই / এখন আমার কফিলের সাতে ভিজিট ভিসায় কানাডায় আসতে পারবনি সার / এবং আমার ভিজিট ভিসা কে ওয়ার্ক ভিসা বানাতে পারবনি সার / প্লিজ সার আনসার করবেন /
Visitor Visa diye ashar por ki korbo? Amar Bhai PR holder, Can i visit his family with an invitation letter? Self -Sponsor (20 lac) + Job (50K), not much travel history only India Twice... Is it possible to give it a try?
আপু, আমি এখন jobless. But have a strong tax file of 8 digit + figure, Investment in stocks is more than enough according to your speech. Spouse is in BD civil service. How much opportunity do I have to receive visit visa if I would like to come alone??
যারা মনে করে স্বঘোষিত কনসালটেন্ট কিংবা কনসালটেন্টের অভিনয়কারী ছদ্মবেশী প্রতারকদের তথাকথিত ৫-১০ মিনিটের ফ্রি পরামর্শ পেলেই ক্যানাডা চলে আসবে, কিংবা চুপি চুপি কোন রকম ডকুমেন্ট ছাড়া তাদেরকে কয়েক লাখ টাকা দিলেই তিন মাসের মধ্যে ক্যানাডায় থাকবে তারা বোকার স্বর্গে বাস করে এবং তাদের মধ্যে লোভ বিরাজমান। বাংলাভাষী ছদ্মবেশী প্রতারক ইউটিউবার বিদ্যমান যে বা যারা নিজেরা কোনদিনই ক্যানাডা আসার যোগ্যতা রাখে না কিন্তু লোভী মানুষগুলোকে ঠিকই ফাঁদে ফেলতে সমর্থ হয়। এদের চ্যানেলে আবার হাজার হাজার মানুষ সাবস্ক্রাইবও করে। কি লজ্জা, আর কি অজ্ঞতা! একজন ছদ্দবেশী প্রতারকের চ্যানেল সাবস্ক্রাইব করা মানে পরোক্ষভাবে তার অপকর্মের শরিক হওয়া এবং গুনাহর ভাগীদার হওয়া। ভিজিট ভিসা কিংবা যে কোন প্রোগ্রামে ক্যানাডা আসতে চাইলে, ঠান্ডা মাথায় ক্যানাডার সরকারের ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে পর্যাপ্ত পড়াশুনা করুন। প্রয়োজনে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশান কনসালটেন্ট অর্থাৎ RCIC এর সাথে ইনিশিয়াল কনসাল্টেশন সেশনে বসে কিভাবে আপনার যোগ্যতা অনুযায়ী কোন প্রোগ্রামে সফল হতে পারেন সেই কর্মপরিকল্পনা ভালো করে বুঝে নিন, খাতায় টুকে নিন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে আবেদন করুন। ক্যানাডা সরকার এই RCICদের প্রশিক্ষণ দিয়ে, কঠিন পরীক্ষার মাধ্যমে পাশ করিয়ে লাইসেন্স দেয় দুনিয়াময় ইমিগ্র্যান্টদের এই সেবাটি দেবার জন্যই। RCIC মৌলি তাসনুভার এমন অনেক ইনিশিয়াল কনসালটেশান ক্লায়েন্ট আছেন যারা একটি জুম মিটিং করেই ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে তারপর নিজেরা আবেদন করে সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। এভাবেই মাত্র ৫/৭ হাজার টাকা নিজের জন্য বিনিয়োগ করে একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশান কনসালটেন্ট এর সাথে একটি ইনিশিয়াল কনসালটেশন সেশন অ্যাটেন্ড করে পুরো ব্যাপারটা নিজে বুঝে তারপর নিজেকে সময় দিয়ে প্রস্তুত করলে আপনি দুই ভাবে লাভবান হতে পারেন: এক, প্রতারকের খপ্পরে পড়ে ৮/১০ লাখ টাকা প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন, দুই, পুরো প্রক্রিয়া বুঝে নিজে সবকিছু প্রস্তুত করলে করতে পারলে পরবর্তীতে সেই প্রোগ্রামের জন্য কোন RCIC এর Retained Client হবারও (অর্থাৎ আপনার প্রতিনিধি হিসেবে ক্যানাডা সরকারের কাছে আবেদনপত্র জমা দেয়া) প্রয়োজন পড়বে না বেশিরভাগের বেলায়। সবশেষে বলতে চাই, ক্যানাডার কোন ভিসা আপনি কোনদিন পয়সা দিয়ে পাবেন না। আবার আপনার প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা থাকলে এবং নিজে প্রোগ্রাম বুঝলে কাউকে টাকা পয়সা না দিয়েই (সরকারের আবেদন ফি ব্যতীত) ক্যানাডায় চলে আসতে পারেন। আল্লাহ্ আমাদের লোভী হওয়া থেকে রক্ষা করুন।
Via amar bon Canada er passport holder , but Amr babar name e different ase title e so Amr Ki visit visa pete problem hobe???
ধন্যবাদ, সহজ স্বীকারোক্তির জন্যে। আপনি একজন নিরেট ভালো মনের মানুষ, প্রার্থনা রইলো আপনার জন্যে ❤️❤️❤️
ভিজিট ভিসায় যদি ওয়ার্ক পারমিট ভিসায় রুপান্তর করা যায় তাহলে কি দেশে না এসে ওখানে স্টে করতে পারবে? আর এতে পি আর পেতে কি কোনো সমস্যা হবে
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। দোয়া ও শুভকামনা রইল।
@@strahul9533দেশে না এসে ওখানে Stay করেই করতে পারবে। PR পেতে কোন সমস্যা হবেনা।
যুক্তিসংগত সুন্দর কথা বলার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
একদমই সময়োপযোগী পরামর্শ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ❤️❤️
Thank you! Please share the video. Stay blessed.
1:06
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
গুরুত্ব পূর্ণ তথ্য দিয়ে আমাদের কে সহযোগিতা করার জন্য।
Thank you! Please share the video. Stay blessed.
Tyttu
❤খুবি খুবি অসাধারণ সুন্দর ভিডি ও অনেক ভালো লাগল ভিডি ও মৌলি আপি ও ভাইয়া আপনাদের দুই জনের জন্য দোয়া ও শুভকামনা রইল ❤
Sir,You are the most truthful person ever i seen.
Thank you! Please share the video. Stay blessed.
Everything is clear like water but invitation. thank you sir.
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার পরামর্শ গুলো খুব ভালো লাগছে, ভাইয়া যারা ভিজিট ভিসা হওয়ার পর ইমিগ্রেশন পুলিশ চাইলে কি আবার ফেরত পাঠাতে পারে কিনা, যদি হয় তা কি কি কারণ হতে পারে, যদি একটু জনাতেন খুব উপকার হতো।
আাপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।সঠিক তথ্য গুলো দেয়ার জন্য।
Thank you! Please share the video. Stay blessed.
Travelle history jodi na thake but invention letter ta thake sei khetre koto tuk facilities thakbe plz kindly janaben ❤️
জিয়া ভাই ও আপু, শুভেচ্ছা ও শ্রদ্ধা।
Thank you! Please share the video. Stay blessed.
জাজাকাল্লাহ খাইরান কালিহাতী টাংগাইলে থেকে আমি আল আমিন।
Germany 1 time, Japan 1 time, china 2 times, Thailand 3 times Visa ache. Current job profile good 300k plus monthly Salary.
Family visit visar jonno ki apply korle kototuku possibility ache?
Salam bhaiya
Quebec Arrima apply korar por status ki every week e change hoi? Aita ki as usual process naki status chage howata kichuta positive dekhbo.Like investigate ashlo last week ai week e ashlo Registered
bhai,and boin amr already canada visit visa prosesing kaj solse, apni ki amare no 1 j document apnater shate deka korar moto kunu kagoj dite parten r seta apply korar smy joma ditam tahole hoyto visa howyar jonno kaje asto.
IELTS Accadamic diye PNP te apply kora jabe naki GT dite hobe.
Dear via at first take my Sal am. Hope you are very very well. # And give Sal am to my dear sister# via take care and be happy thank you so much.May Allah bless you and your whole family too.Allah Hafez.
সততা থাকলে অনেকভাবে মানুষের উপকার করা যায় thanks sir
Thank you! Please share the video. Stay blessed.
Vaiya canada te house rent niye informative ekta vedio din plz..
আসসালামু আলাইকুম ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। একজন ক্যানাডিয়ান আমার কাছে আমার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট এর ফটোকপি সিভি চেয়েছে। এইগুলো কি দেওয়া উচিত হবে। সে বলেছে আপনার জন্য আমরা একটা অফার লেটার বের করব। এটা কতটুকু সম্ভাবার কিভাবে করবে আমি জানিনা একবারে যদি এই। বিষয়ে কিছু জানাতেন তাহলে আমি উপকৃত হতাম। এখনো সে টাকা-পয়সার ব্যাপারে আমার কাছে কিছু বলেনি।
Thanks for given the info
Vaiya sx1 visa niye Jodi total akta video diten jawar aghe & pore ki vabe ki hobe. With visa extension+ settle howar Kono way ase kina
মৌলি আপু ইস্কুল ভিসা ( মিডল স্কুল) ভিসা নিয়ে যদি একটা পরামর্শ দিবেন প্লিজ
ধন্যবাদ স্যার
Vhi SX1 visa niay kicu bolen plz.....
Visit visa Ase! Akon gela ki Pr piewyar sombobona! ase ki
আসসালামু আলাইকুম দাদাভাই আমি বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছি, একটা কথা জানার ছিল মালয়েশিয়া থেকে কানাডা যাওয়ার জন্য কি কি প্রস্তুতি কিংবা কি কি পদক্ষেপ নিতে হবে মালয়েশিয়াতে বর্তমানে আমি এখন ওয়েল্ডিং এর কাজ করতেছি বিষয় জানতে পারলে খুবই উপকৃত হতাম
Vai ami Uk te aci student visa ses kore 2 years psw aci job kortaci Spain thake aschi Kisu din ami ki Canada visit apply korte parbo korle kotho percent sombobona acce ?
আমি ল’য়ার এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্য(জন প্রতিনিধি)।এক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কেমন?
অসংখ্য ধন্যবাদ
5 Tarmes and conditions so very hard you said, , If you known easy process give idea for people,
Assalamalaikum Vai Jan asha kori valo achen Allah r rohomote Vai ek ta kotha boltam ki ami 8 bosor italy te achi kintu amar italiano Residents hoiche ami ek ta italiano company te kaj kortachi kintu ami ki Canada te aste parbo kono vabe kajer jonno please janaben
আসসালামু আলাইকুম
আমি হারুন বলছি সৌদি আরব থেকে
আমি সৌদি আরব থেকে কানাডা ওয়ার্ক ফরমেট নেয়ে যেতে আগ্রহী
কিন্তু কিভাবে যাব কোন লাইন পাচ্ছি না
আপনারা কি আমাকে হেল্প করতে পারবেন?
Vaiya BD theke shorkarivabe Canada jawar kono way ache kina aktu janaben please. Shomproti ami BD te amon akta aggencyr shondhan peyechi, tader boktobbo onujayi tara shorkarivabe Canada te lok pathay, ar er jonno 6 lakh taka ney, ar tara taka ta Canada pouchanor por nibe bole janiyeche. Tara first e medical korte bole which costs nearly BDT. 9k ar then naki tader visa processing shuru hoy, er moddhe tara ar kono taka daabi kore na. Zia bhai, bepar ta kotota voroshajoggo aktu janaben doya kore. Ete amader oneker upokar hobe bole asha rakhchi.
1.Main Purpose
2.Invitation Letter
3.Strong Job/Business
4. Healthy Financial Status
5.Ckean Travel History
Assalamulykum Zia vai ,,, ami present spain asi. Spanish passport hole ki ami canada settle hote parbo. Ramadan Mubarak. Allah hafeez.
ভাইয়াএবং ভাবি আমি একজন হাই সকুল টিচার & ইংরেজি তে অনার্স মাস্টারস করা আমি কানাডা তে কোন ধরনের কাজ পেতে পারি? Iltes course করছি
Very nice 👍👍 bro
I am a high school english for 10 years. I want to go to canada as an english teacher . Would you mind telling something.
Sx1 visa সম্পর্কে বলবেন।এই ভিসা টা আসলে কি ।
কানাডার টুরিসট ভিসার আবেদন করার সময় কি পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল টেস্ট করতে হয়।
ভাইয়া
আমার দুবাইয়ের পার্টনার ( বিজনেস) ভিসা। কোম্পানি ব্যাংক স্টেইটমেন্ট মোটামুটি স্ট্রং। পাশাপাশি সোদি আরিব, ওমান, মিশর ও তুরস্ক ভিজিট ভিসা আছে। এ ক্ষেত্রে আমি কি আবেদন করার প্রস্তুতি নিতে পারি?
আর যদি মনে করেন আমাকে আরোও সময় নিতে হবে তাহলেও জানাবেন।
ধন্যবাদ।।
ভাইয়া,
কানাডার টিআর পেলে সেটা দিয়ে
কি দেশে আসা যাওয়া করা যাবে??
আসসালামুয়ালাইকুম আমার একটা বিষয় জানার ছিল আমি গত দুই মাস ১৫ দিন আগে কানাডায় ভিজিট ভিসার জন্য প্লিকেশন করি, এবং সিলেট কানাডা vsf এ ২ মাস আগে বায়োমেট্রিক দেই। আমার প্রশ্ন হচ্ছে বায়োমেট্রিক দেওয়ার কতদিন পরে ওনারা ( সিলেক্ট অথবা রিজেক্ট) করে
ভাই আপনার কাজ থেকে কি, payment receipt যাচ্চে
Ei muhurte travel visa gel ki working visa te convart kora Jabe
Amar Japanes passport
Janale kubi kusi hobo
Ami apnar akjon subscriber
Please
ট্রাবল তো দূরের কথা আমার আপন ফুফার শশুর একটা দেশ ভিজিট করেনি সে 10 বছরের কানাডার মাল্টিপল ভিসা ফেরেশ সাদা পাসপোর্ট দিয়ে কিভাবে পেল। আমাকে জানান। প্লিজ
Zia bhai/mouli apa amar meye 12th December toronto land koreche.amra summer e or satthe time spend korte chai.alhumdullillah apnar 5point amader ready achhe. Akhon amader next step janan.
Amra moli apa r maddome apply korte chai.amader RICIC moli apake korte chai
আমি একটা ভিজিট ভিসার জন্য আবেদন করছি ২৬শে সেপ্টেম্বর ২০২২ তারিখে। আমার একটা সমস্যা হয়েছে, আমার কাজ থেকে payment Receipt যাচ্চে। আমি এখন কিরবো
Bhaiya ❤️
Akta question
Job Application korle reply aste kotodin time lagte pare ?
Minimum or maximum ki koto time ase ?
Sir, ডি ক্যাটাগরি জব অফার, ওয়ার্ক পার্মিট এবং আনুষাঙ্গিক বিষয় সম্পর্কে জানতে চাই
Visit our homepage and watch the relevant videos.
আসসালামু আলাইকুম স্যার/ম্যাডাম।
আমি একজন ইন্টার ফাস্ট ইয়ারের স্টুডেন্ট, আমি গত জুন মাসে ইউকে থেকে ঘুড়ে এসেছি! আমার পাসপোর্টে ৬ মাসের মাল্টিপল এন্ট্রির ভিসা রয়েছে!
এখন যদি আমি ভিসিট ভিসার জন্য আবেদন করি তবে ভিসা পাওয়ার চান্স কতটুকু?
ধন্যবাদ! ❤️🩹
Facebook থেকে আসলাম পোস্টকৃত ডিটিলস দেখার জন্য ,ধন্যবাদ
Thank you brother! Welcome onboard! Please share the video. Regards.
ভাইয়া, আমি সার্ভেয়ার মোঃ আইয়ুব আলী ভূঞাপুর উপজেলার চর গাবসারা থেকে বলছি ৷ আমি কানাডায় যেতে চাই হেল্প মি
ছার আমি দিগতো 18 বছর ধরে গার্মেন্টসের টোকনিশিয়ান হিসেবে কাজ করে আসছি ছার আমি কি কানাডা যেতে পারবে
Dear Sir
Kindly help booking for session as i am trying frequently from web site but unable to do it....
Assalamu Alaikum!
Thank you so much for your interest in having our service!
There are two ways of booking our initial consultation session.
1. Please click the link below to book your 40-minute online (zoom) Initial Consultation session for a consultation fee of 60 CAD.
www.mziccanada.ca/booking
2. You can text our associate at the whatsapp number (01779630564) and request to book an appointment. He will let you know the further process. Payment method will be BKash and the payment amount will be 4100 BDT. Please note that no calls will be received. This is just for booking purposes.
Once you complete the process in either method and book an appointment, you will receive your schedule confirmation. You will also receive another mail from mziccanada@gmail.com with a zoom link at least 12 hours prior to appointment time.
Thank you once again!
We look forward to welcoming you on board!
Kind regards,
Thanks🥰🥰
Thanks vaiya
Invitation letter ki Canadian notari kora ta joruri?
আমি ইউএসএ ভিসিট ভিসায় গিয়ে কি কানাডার জন্য ভিসিট ভিসা এপ্লাই করা যাবে?
Visit viser jonno baba ma r account dekha no jabe naki
মেয়ে বি এস সি কেমিস্ট্রি অনার্স ফার্স্ট ক্লাস, কানাডায় শিক্ষকতা করতে ইচ্ছুক, আপনার পরামর্শ চাই, মুর্শিদাবাদ ভারত থেকে, অনেক শুভেচ্ছা রইল ভাইয়া
Sir TR thake ki work permit possible. Kindly bolben.
অসাধারণ পরামর্শ
Thank you! Please share the video. Stay blessed.
Thank You for sharing the valuable information.
Thank you! Please share the video. Stay blessed.
আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন.?
ভাই , ইউরোপের বৈধ পারমিট থাকলে কি কানাডার টুরিস্ট ভিসা পাওয়ায় সম্ভবনা কতোখানিক?
সেনজেন এ ৫-৭ টা দেশের ভিজিটিং হিস্ট্রি যোগ করলে,যেমন অস্ট্রিয়া,ইতালি, সুইজারল্যান্ড, etc,,,
Plz answer,,, অনেক হেল্প হবে
Hello sir,I'll be glad if you answer me,my question is suppose i've got a Canadian tourist visa and get into Canada after that can i easily get a job or i have to face problems? I mean is the process is easy or difficult?
আসসালামু আলাইকুম স্যার। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান আমার এত টাকা ব্যাংকে নেই। এখন আমি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবো? দয়া করে জানাবেন স্যার।
in terms of applying tourist visa of canada, there are only 2% people capable in Bangladesh to complete this 5 important terms and conditions. But those 2% people really Don't want to move other countries for professional purpose because they earn more than 5lac canadian dollars per year.
ভাই আমি ৫-৬ টা দেশ ভ্রমন করবো এবং আমার একাউন্টে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবো কোটি টাকা, সেভিং দেখাতে পারবো আমার বয়স মাত্র ২২ বছর আমি কি ভিজিট বিসা পাবো
হ্যাঁ ভাই আমি কালকে জানি কানাডায় আসতে পারবো নাকি এসএসসি পাস
sir pte deye ki Canada spouse visa asa jabe ki
বাংলাদেশে কিভাবে যোগাযোগ করবো
আমি আপনাদের সাথে কি করে জোগা জোগ করতে পারি
Teacher der tourist visa howar possibility kemon?
Ami vizit visay canada apply korte chassi..
Italy,Malaysia,Saudi,India Visit kora Thakle??ki Canada Visit visar jonno Apply korte parbo?Plz Uttor janaben….
আল্লাহ তায়ালার উপর ভরসা ও আপনাদের কথা শুনে দিন দিন নতুন কিছু শিক্ষা গ্রহণ করছি।
আলহামদুলিল্লাহ,
চেষ্টা চালিয়ে যাবো।পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ।
নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে তো পারবো।
আপাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
আল্লাহ তায়ালা আপনাদের মনের আশা পূরণ করুক ( আমিন)
Thank you! Please share the video. Stay blessed.
@@ZiaHasanCanadaআপনাদের সাথে যোগাযোগ করব কিভাবে ??
আমি ভিজিট ভিসা প্রেসেস করতে চাই। আপনাদের থেকে। কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে।
আসসালামু আলাইকুম ভাই সাহেব। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। কানাডা টুরিস্ট ভিসায় ফাইল সাজানোর ব্যাপারে একটা ভিডিও বানিয়ে। মানে কোন ফোল্ডারে কি কি ফাইল সিরিয়াল মেইনটেইন করে সাজিয়ে রাখতে হয়। বিশেষ করে কাভার লেটার কোন ফোল্ডারে রাখতে হয় । সিরিয়ালে সবার আগে না পরে। ফাইল সাজানো সিরিয়াল মেইনটেইন প্রক্রিয়ার উপরে একটা ভিডিও দিলে কৃতঙ্গতা প্রকাশ করব। Assalamu Alaikum brother. Please help me a little. Make a video on how to file for Canada Tourist Visa. It means what files should be maintained serially in a folder. In particular, the cover letter should be kept in a folder. Don't be the first in the series. I will be grateful if you give a video on the serial maintenance process of file arrangement.
ভাই দুবাই থেকে ভিজিট করার জন্য কি কি জরুরি একটু জানাবেন???
kono canadian caile ki amk without ielts a canada niye jaite parbe??
Is there any educational qualification requirement to get travel visa in "Canada"?
হ্যালো স্বভাব জানে এসএসসি পাস কানাডায় আসতে পারবো
ভিজিট ভিসায় গিয়ে যদি থেকে যাই পেরে কি ভিসা লাগানো যায়
আসসালামু আলাইকুম। স্যার আমি অনেক দিন আগে থেকে আপনার ভিডিও দেখছি। সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেন। আমার জানার বিষয় হলো আমি এস.এস.সি পাস করার পর অনেক বছর গ্যাপ হয়। তারপর আমি হোমিওপ্যাথিতে 4 বছরের ডিপ্লোমা শেষ করি। আমার বয়স 45 বছর। এখন আমি কি কানাডার সি ক্যাডাগরির চাকরির জন্য আবেদন করতে পারব কিনা? বা 12 ক্লাস চাকরির জন্য আবেদন করতে পারব কিনা। জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Where is NOC related work experience?
ভাইয়া ও ভাবী আমি আপনাদের সরনাথি হচ্ছি একটু কথা বলতে চাইছিলাম
Asslamu alikum Sir. I hope you're well. A Canadian citizen who lives in British Colombia. He is very keen to take me to go to Canada. But I don't know how to get to Canada. I have no formal educational qualifications. Is there any chance for me to go to Canada in this case? If so, please let me know. Thank you so much. God bless you.
No brother.
Assalamu alaikom, invitation na thakle Kemon Hobe? Thanks in advance.
Still you can try.
Thailand Malaysia Indonesia Singapore travel thakle hobe
বিদেশ থেকে যদি টুরিস্ট ভিসার যেতে পারি আপনারা হেল্প করতে পারবেন
Assalamualaikum Sir, can I apply Canada visa
Assalamualaikum dear boro vai joruri kotha bolbo mouly apur songee
Details are given on the video. Please watch it again and share the video. Regards.
ETA visa ki Bangladeshi ra pay. pz
How can I phone one of you two???
I am interested in coming to Canada to get a visit visa
I am a private university lecturer in Dhaka Bangladesh
Assalamualikum kmn asen?
জিয়া ভাই ভিসিট ভিসায় এসে কি জব ভিসায় চেন্জ করা যাবে....
করা যাবে
আসসালামু আলাইকুম সার আমি কাতার থেকে বলসি / আমি কাতারে ট্রাক এবং ছোট গাড়ি চালাই / আমার লাইসেন্সের এক্সপেরিয়ান্স ৯ বছর রানিং / এবং আমার শিক্ষা গত যোগ্য তা টেন পর্যন্ত তবে আমি টেনের ফাইনাল পরিক্ষা দিতে পারি নাই / এখন আমার কফিলের সাতে ভিজিট ভিসায় কানাডায় আসতে পারবনি সার / এবং আমার ভিজিট ভিসা কে ওয়ার্ক ভিসা বানাতে পারবনি সার / প্লিজ সার আনসার করবেন /
Visitor Visa diye ashar por ki korbo? Amar Bhai PR holder, Can i visit his family with an invitation letter? Self -Sponsor (20 lac) + Job (50K), not much travel history only India Twice... Is it possible to give it a try?
আমি Visit ভিসায় আসতে চাই আপনার সাহায্য চাই
আপু, আমি এখন jobless. But have a strong tax file of 8 digit + figure, Investment in stocks is more than enough according to your speech. Spouse is in BD civil service. How much opportunity do I have to receive visit visa if I would like to come alone??