বাগান বিলাস গাছের কাটিং থেকে চারা তৈরীর কয়েকটি সঠিক পদ্ধতি | Bougainvillea from cutting ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ডাল থেকে বাগানবিলাস চারা তৈরি//বাগান বিলাস কাটিং থেকে চারা করার উপায়
    বাগানবিলাস ( ইংরেজি নাম : Bougainvillea ; বৈজ্ঞানিক নাম: Bougainvillea spectabilis ) পুষ্প, গুল্মজাতীয় বৃক্ষের গণবিশেষ। বিভিন্ন রঙের অধিকারী এ ফুল গাছটি দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে উৎপত্তি হয়েছে। বাগান বিলাস ফুল চাষ অন্য ফুল চাষের থেকে অনেকটাই আলাদা। বাগান বিলাস ফুল গাছ চাষ করতে তুলনামূলক বেশি সার প্রয়োজন হয়।এই গাছটির বৃদ্ধির জন্য পর্যাপ্ত সূর্যের আলোর প্রয়োজনীয়তা বেশি থাকে। এখানে বাগানবিলাস ফুল গাছের চাষ পদ্ধতির সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
    মাটি তৈরি
    অধিকাংশ মানুষ বাগান বিলাস ফুল গাছ টবে বা ড্রামে লাগিয়ে থাকেন। টবের মাটি তৈরির ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে করতে হবে। প্রথম কথা হচ্ছে বাগানবিলাস ফুল গাছ দোআঁশ মাটিতে ভালো হয় এ জন্য মাটি তৈরির সময় বেলে-দোআঁশ অথবা দোআঁশ মাটি নিতে হবে। এখন ৪০% দোঁয়াশ মাটি, ২৫% বালি, ২৫% জৈবসার, ৫% হাড় গুড়ো, ৩% নিম খৈল, ১ % সুপার ফসফেট ও ১% পটাশ একসাথে ভাল করে মিশিয়ে নিতে হবে ।
    অম্লীয় মাটিতে এই ফুল খুব বেশি ফোটে। এজন্য বাগানবিলাস ফুল চাষ করার সময় মাটিতে অল্প পরিমাণ সালফার, বা কফি , বা সাদা ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন। এগুলো মাটিকে এসিডিক বা অম্লিয় করে তোলার জন্য ভালো কাজ করে।
    টব প্রস্তুতি
    বাগান বিলাস গাছের গোড়ায় কোনভাবে পানি জমতে দেয়া যাবে না। তাই টব প্রস্তত করা সময় পানি নিষ্কাসন ব্যবস্থা নেয়া জরুরি। সুতারাং টবের নিচে ছিদ্রগুলো প্রথমে ইটের টুকরা দিয়ে ডেকে দিন তার পর প্রায় ২ ইঞ্চি বালি দিয়ে তার পর মিশ্রিত মাটি টবে নিয়ে পছন্দের বাগানবিলাস চারাটি লাগিয়ে দিন।
    My Facebook Page link / neelbonsaigarden
    My Facebook id link www.facebook.c...
    Phone / 01713871459
    Thank You
    Stay With Neel Bonsai Garden

Комментарии • 35