হায়রে আমার মন মাতানো দেশ ||শিল্পীঃ রুমানা ইসলাম || haire amr mon matano desh

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • হায়রে আমার মন মাতানো দেশ
    হায়রে আমার সোনা ফলা মাটি
    রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
    তোরে এত ভালোবাসি তবু পরান ভরে না।।
    যখন তোর ঐ গাঁয়ের ধারে
    ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে
    হংস মিথুন ভেসে বেড়ায়
    শাপলা ফোঁটা টলটলে কোন পুকুরে
    নয়ন পাখি দিশা হারায়
    প্রজাপ্রতির পাখায় পাখায়।
    অবাক চোখে পলক পড়ে না।।
    যখন তোর ঐ আকাশ নীলে
    পাল তুলে যায় সাত সাগরের পসরা
    নদীর বুকে হাতছানি দেয়
    লক্ষ ঢেউয়ে মানিক জ্বালা ইশারা
    হায়রে আমার বুকের মাঝে
    হাজার তারের বীণা বাঁজে।
    কাজের কথা মনে ধরে না।।শিল্পীঃ রুমানা ইসলাম
    সুরকারঃ খান আতাউর রহমান
    গীতিকারঃ খান আতাউর রহমান
    #villagelife #nature #vlog

Комментарии • 6