একজন রাজাকারের বাচ্চা একটা মন্তব্য করলেই জাতিয় সংগীত পাল্টে যায়না !!আমার সোনার বাংলা বাংলাদেশের DNA 🧬 তে প্রথিত আছে l গত কাল লন্ডন শহরের আলতাফ আলী পার্কে হাজার কণ্ঠে গীত হল,”আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি.........l”
@@user-en1gx9nt5fhabib অবশ্যই জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত। শুধু জাতীয় সংগীত নয় জাতীয় কবিও পরিবর্তন করা উচিত। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন। জাতীয় পতাকা পরিবর্তন করা উচিত, এটি নকশা করেছেন শিব নারায়ন দাশ। সাত বারের নাম, বার মাসের নাম বর্জন করা উচিত, ওগুলো ভারতীয় জ্যোতির্বিদরা নামকরণ করেছেন বিভিন্ন গ্রহ তথা হিন্দুদের বিভিন্ন দেবতার নামে। সর্বোপরি বাংলা ভাষাটাই বর্জন করা উচিত, কারণ বাংলা ভাষা এসেছে ভারতীয়' গৌড়ীয় প্রাকৃত থেকে। শুধু এগুলোও না আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এগুলো পরিবর্তন করা হোক
পরের ছেলে পর আনন্দ যত গুলাই যায় ততই আনন্দ 🇧🇩🇧🇩 ।বাংলাদেশ যত ধবংস হবে ততই আনন্দ ।ওরা যা করে করুক তাতে আমাদের কি ।🇧🇩🇧🇩ওরা ব্রা লুট মাছ চুরি করে করুক ।🇧🇩🇧🇩🇧🇩
আপনারা ভুল তথ্য প্রকাশ করেল। রবি ঠাকুর আমাদেরও কবি তবে পৃথিবীর অনেকদেশেই তো জাতীয় সংগীত পরিবর্তন হয়েছে।যদি বাংলাদেশের সব মানুষ চায় তাহলে পরিবর্তন হবে। এতে আপনাদের কোনো সমস্যা হবেনা।
আমাদের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক উঠেছে সে বিষয়ে কিছু কথা l প্রথমেই আসি ভারতের জাতীয় সংগীত নিয়ে l অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ঐক্যবদ্ধ স্বাধীনতা সংগ্রামের সময় দেশপ্রেমে উদ্দীপনা জাগাতো যে গানটি এবং তৎসময়ে জাতীয় সংগীতের মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছিল _ সেটা ছিল আল্লামা ইকবালের লিখা ''সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'' l ওই গানে তৎকালীন স্বাধীনতাকামী মানুষের হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন গুলো ছিল " মাজহাব না শিখতা আপস মে বাইরে রাখা, হিন্দি হ্যায় হাম, ওয়াতন হ্যায় হিন্দুস্তান হামারা "। কিন্তু যখন ব্রিটিশ থেকে হিন্দুস্তান স্বাধীনতা পেলো এবং দেশ হিন্দুস্তান ও পাকিস্তান দুইভাগে ভাগ হলো তখন তারা এই গানটিকে আর জাতীয় সংগীত করে নাই l এর কারণ হিসাবে নেহেরু যে ব্যাখ্যা দিয়েছিলেন তা হলো __ যেহেতু স্যার আল্লামা ইকবালকে পাকিস্তানের জাতীয় কবি করা হয়েছে সেহেতু আমরা এই গানটিকে দেশাত্ববোধক গান হিসাবে রাখতে চাই কিন্তু জাতীয় সংগীত নয় l অথচ ভারতের জাতীয় কবি রবি ঠাকুরের গান আমাদের জাতীয় সংগীত __ যাক এ ব্যাপারে পরে আসছি l অতঃপর ভারত আল্লামা ইকবালের ''সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'' গানটি জাতীয় সংগীত না করে রবি ঠাকুরের লিখা গান ''জন গণ মন'' গানটিকে করা হলো ভারতের জাতীয় সংগীত l দেশ ভাগ হওয়ার প্রেক্ষিতে তারা ভারতের পরিবর্তিত ভূগোলকে কেন্দ্র করে ''জন গন মন'' গানটি জাতীয় সংগীত হিসাবে সিলেক্ট করে l ওই গানটিতে ভারতের নাম , ভারতের প্রদেশ সমূহ ও নদীগুলোর নাম প্রকাশ পেয়েছে __ অর্থাৎ পরিবর্তিত মানচিত্র নির্ভর গান ___ গানটি খেয়াল করুন '''জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ , তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয়গাথা।'''__ অর্থাৎ অখণ্ড ভারতের চিন্তা এই গানের মাধ্যমেই সেদিন বিসর্জন দিয়েছিল l এখানে বিশেষ ভাবে উল্লেখ্য , শুধু মানচিত্র নির্ভর গান সিলেক্ট করেছে তাই-ই নয় __ এখানে হিন্দুস্তানের পরিবর্তে ভারত নামটি নিয়ে এসেছে l কারণ হিন্দুস্তান নামটি মুসলিমদের দেওয়া নাম l এবার আসি বাংলাদেশের জাতীয় সংগীত বিষয়ে l এই গানে বাংলাদেশের নাম কই ? বাংলাদেশের মানচিত্রের কথা কই , বাংলাদেশের সমুদ্র ও নদীগুলোর নাম কই ? বাংলা আর বাংলাদেশ কি এক জিনিস , এক রাষ্ট্র ? 'বাংলা' ভারতের একটি রাজ্য মাত্র। আর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র।
দেশের জাতীয় সংগীত হিসেবে মনোনীত করতে হলে সাধারণত নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকা আবশ্যক: 1. **দেশপ্রেমের প্রকাশ**: গানটির ভাষা ও ভাবনা দেশপ্রেম, জাতীয় ঐক্য, এবং জনগণের সম্মান ও মর্যাদাকে তুলে ধরতে হবে। ×আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি বঙ্গভঙ্গ রদের পক্ষে অবস্থান নিয়ে লিখেছেন। এইগানে উভয় বাংলার প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পেয়েছে। 2. **সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট**: জাতীয় সংগীতে দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, এবং জাতীয় সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলতে হবে। ×(যা আমার সোনার বাংলা গানটিতে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস ও জাতীয় সংগ্রামের চিত্রে প্রকাশ পায়নি।) 3. **জাতীয় পরিচয়**: গানটিতে দেশের জাতীয় সত্তা, ভূগোল, প্রাকৃতিক সৌন্দর্য এবং জনগণের সম্মিলিত পরিচয়ের প্রতিফলন থাকতে হবে। ×কিন্তু আমার সোনার বাংলা গানটিতে দেশের জাতীয় সত্ত্বা, ভূগোল ও জনগণের সম্মিলিত পরিচয়ের প্রতিফলন নেই। তাহলে কোন যুক্তিতে এটি জাতীয় সংগীত হবে। যেখানে এই গানটি জাতীয় সংগীত হিসেবে মনোনীত হওয়ায় কোন যোগ্যতাই নেই।
মনে মনে কলা একটু কম করে খাও দাদা। তোমরা দাদারা একটু কল্পনার জগতে বেশি বসবাস করো স্বপ্নের মধ্যে ঘোর কাটে থাকো তো। স্বপ্ন ভাঙলে দেখ যে আমি তো মাটি পায়খানা করতেছি আমার বাড়ি টয়লেট নেই।
@@zahidblog12 kato bar bolechhi kangaldesh er moto eto baro toilet thakte amra kichutei toilet banabo na banabo na banabo na na na 🤣🤣🤣 tao eder mota mathae dhoke na .
kato bar bolechhi kangaldesh er moto eto baro toilet thakte amra kichutei toilet banabo na banabo na banabo na na na 🤣🤣🤣 tao eder mota mathae dhoke na .
স্যার আমাদের দেশেও একশ্রেণীর মানুষ আছে, আমাদের জাতীয় সংগীত জনগণমন অধি নায়কও জয় হে, গাইতে তাদের প্রচন্ড আপত্তি, আর নিশ্চয় বুঝতে পারছেন এই একশ্রেণীর মানুষ কারা ।
দাদু বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। 1600 মানুষের প্রানের বিনিময়ে। আগের সব বাদ। পাশের দাদার যত সমালোচনা করবে বাংলাদেশ সঠিক পথে আছে। এই জাতিয় সঙ্গীত ওটা বাংলাদেশের জন্য লিখা হয়নি।
দাদাবাবুদের অঙ্গদহ দেখতে ভালোই লাগে... আমরা আমাদের দেশের জাতীয় সংগীত কোনটা রাখব আর কোনটা রাখব না সেটা আমাদের দেশের অভ্যন্তরীন বিষয় সেটা নিয়ে তোমাদের না ভাবলেও চলবে..! লাখো তো দূরের কথা সারাদেশে ১০ হাজার মানুষও সোনার বাংলা গাইতে রাস্তায় নামেনি.. এসব সস্তা গবেষণা... 😂
রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের গর্ব হতে পারে কিন্তু বাংলাদেশের কেউ না। তার লেখা সংগীত বাংলাদেশের জাতীয় সংগীত এটা তাদের জন্য গর্বের না বরং লজ্জার....ভীন দেশীর কারোর লেখা সংগীত জাতীয় সংগীত না হওয়াটায় ভালো....
আমি খুবই চিন্তিত আমি কোন দেশে বাস করছি ভারত কী ভাবতে পারছে না বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। না ভারত ভাবে বাংলাদেশ তাদের একটি রাজ্য।বাংলাদেশের সব বিষয়ে ভারত ঢুকে যাচ্ছে। জাতীয় সংগীত কী হবে না হবে সেখানে ও ভারত ঢুকে যাচ্ছে। ভারত চয়েস করে দিবে বাংলাদেশের জাতীয় সংগীত কী হবে।বাংলাদেশের সংবিধানেও কিছু সমস্যা আছে সেটা আমরা পরিবর্তন করবো সেখানে ও ভারতের বাঁধা ভারত ঢুকে যাচ্ছে। বাংলাদেশের সব ব্যাপারে নাক গলাচ্ছে ভারত কী মানতে পারছে না বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। শেখ হাসিনার পুরোনো গদি ঘর ফিরিয়ে দেওয়ার জন্য ভারত এখন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় পাকিস্তান, চীনের সাথে না পেরে। যারা অন্য দেশের সংখ্যালঘূদের নিরাপত্তা দিতে চায় কিন্তু নিজের দেশে সংখ্যালঘূদের অবস্থা খারাপ আজ মনিপুরে কী হচ্ছে সেখানে শান্তি ফেরাতে পারছে না অথচ বাংলাদেশ নিয়ে এদের মাথা ব্যাথার শেষ নাই। বাংলাদেশে কে সরকার গঠন করবে সেটা নির্ধারণ করবো আমরা ভোটের মাধ্যমে সেটা নির্ধারণ করে ফেলছে ভারত আওয়ামী লীগকে গদিতে বসিয়ে ফেলে। আমাদের জাতীয় সংগীত ও ভারত চয়েস করে দিবে যে জাতীয় সংগীতে বাংলাদেশের নাম উল্লেখ নেই বাংলাদেশের ইতিহাস বহন করে না ৫২,৬৬,৬৯,৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস কোন কিছুই জাতীয় সংগীতে নেই। বিশিষ্টজনের নামও নেই জাতীয় সংগীতে, লাল, সবুজও বহন করে না।
@@Bangla_tiger420 tai bangladesh thele lol bharat e ase chikitsa r jonno😂😂.... Ami bangladesh giyechi... Ja obostha.... 2nd time ar jete chai na ... Kichu manush achr jara sotti e valo ... Ar eder moto kichu beiman ache... Jara ei chotto kotha ta mante chay na je bangladesh ke pakistan er hat theke bharat raksha korechilo ... Ar aj tara beiman er moto Bharat kei dosh dey ... Jai hok ... Ja poristhiti, khub taratari bangladesh ta mini afganistan hote choleche... Kintu ebar bharat aar bachate asbe na ... Ora joto e kannakati koruk, ar hat e pa e dhoruk ... Opor ola sobai ke sikkha dey ... Eder moto janoar der o debe... Best of luck brother... Tomader samne norok er thekeo kharap din aste choleche.... Amar na, tomader moto lok jon dekhle maya hoy .... Sotti e ... Eto ta boka keo hote pare.... Isss chiii
বাংলাদেশকে না ভেবে চিনকে ভাবো। চিন ভারতের ৬০ কিমি দখল করেছে। মণিপুরে দাঙ্গার মদদ দিচ্ছে। ভারত বাঙ্গালিদের চোখের মনি হইতো। যদি, সিমান্ত হত্যা আর তিস্তা পানি সমস্যা সমাধান করত।
@@sayakpal9932 ৭১ এ উপকার করছে এটা স্বীকার করতে আমি কৃপণতা করবো না। উপকারা বন্ধু যখন প্রভু মত আচরণ করে এটা মেনে নেওয়া যায় না। আমরা বাংলাদেশীদের উপর দিয়ে পশ্চিম বঙ্গের অর্থনীতি চলে। করোনা সময় একটা উচিৎ হয়েছে। বাংলাদেশিরা কি। এখন রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতে যাওয়া বন্ধ করছে এখন পশ্চিম বঙ্গের ব্যবসায়ীদের হাহা করা শুরু হয়ছে। আমাদের প্রচুর টাকা আছে। তাই ভারতের ডাক্তারদের দিয়ে চিকিৎসা করি। ফ্রি চিকিৎসা করাতে তো যাই না। ভিসা, পাসপোর্ট, ভ্রমণ কর দিয়েই যাই। আপনার মত মাথা মোটাদের জন্যই ৪৭ এ বাংলাকে ভাগ করছে। তাই এখন ভারতে লেজ হয়ে আছেন। সাহস থাকলে বাংলাদেশের মত স্বাধীন দেশ হয়ে দেখান। তারপর অন্য কথা ।
জাতীয় সংগীতের লক্ষ্য ও উদ্দেশ্য এখনো পূর্ণতা পায় নাই বাস্তবায়ন করতেহলে কলকাতাকে বাংলাদেশের সাথে যুক্ত করতে হবে ( আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ) দুই বাংলাকে এক করার উদ্দেশ্যে জাতীয় সংগীত রচনা করা হয়েছিল জাতীয় সংগীতের লক্ষ্য ও উদ্দেশ্য যদি পূর্ণতা পেত কলকাতা আমাদে বাংলাদেশের সাথে থাকতো না হয় আমরা ভারতের সাথে থাকতাম
দম আছে কি না সেটা দেখবেন দাদাবাবু 😂।আর আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করব সেখানে আপনাদের এতো গা জ্বলছে কেনো?আপনারা আপনাদের দেশ নিয়ে থাকুন না অন্যদেশের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? আগের মত আর নাক গলাতে পারবেন না কারণ আপনাদের দাসী খুনী হাসিনা এখন আর ক্ষমতায় নাই।বাংলাদেশ আর আপনাদের সাথে নতজানু হয়ে চলবে না। 😏 বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩❤️
আরে গাধা বাংলাদেশ একটা আলাদা দেশ এটা তোদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, বাংলাদেশ কি করবে না করবে এটা বাংলাদেশে ব্যক্তিগত ব্যাপার, তোরা কুত্তার মত বাংলাদেশের পিছনে লেগে আছোস
একটা বিষয় খোলাসা করতে চাই ভারতীয় মিডিয়া কে । আমাদের বর্তমানে ধর্ম উপদেষ্টা বলেছেন জাতীয় সংগীত বিষয়ে বিতর্ক সৃষ্টি হয় এমন কোন সিদ্ধান্ত নিবে না অন্তবর্তীকালীন সরকার।
আমাদের দেশের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব আমরা কি রাখবো কি পরিবর্তন করব সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং সকলের সম্মতি ক্রমেই নেওয়া হবে কারো একক চিন্তার ফসল হবে না এটা। আর আপনারা আপনাদের চিন্তা করুন আপনার বরং বেশি করে টয়লেট নির্মাণ করুন এটা কাজে লাগবে। জাতি বিদ্বেষ তৈরি করার চেষ্টা করবেন না। আমরা আমাদের সম্পর্কে ভালোভাবে অবহিত এবং আপনাদের বিষয়েও তো আপনারা নাক গলাবেন না।
আমার সোনার বাংলা জাতীয় সংগীত এটাই বাংলাদেশের জাতীয় সংগীত৷ এটাতেই আমাদের আবেগ মায়া মহব্বত জড়িয়ে গিয়েছে৷ জাতীয় সংগীত এটাই থাকবে৷ রাখতে হবে৷ বাঙালি জাতি হিসেবে৷
জাতীয় সংগীতের লক্ষ্য ও উদ্দেশ্য এখনো পূর্ণতা পায় নাই বাস্তবায়ন করতেহলে কলকাতাকে বাংলাদেশের সাথে যুক্ত করতে হবে ( আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ) দুই বাংলাকে এক করার উদ্দেশ্যে জাতীয় সংগীত রচনা করা হয়েছিল জাতীয় সংগীতের লক্ষ্য ও উদ্দেশ্য যদি পূর্ণতা পেত কলকাতা আমাদে বাংলাদেশের সাথে থাকতো না হয় আমরা ভারতের সাথে থাকতাম
@@mdbabu-dx8dv অবশ্যই জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত। শুধু জাতীয় সংগীত নয় জাতীয় কবিও পরিবর্তন করা উচিত। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন। জাতীয় পতাকা পরিবর্তন করা উচিত, এটি নকশা করেছেন শিব নারায়ন দাশ। সাত বারের নাম, বার মাসের নাম বর্জন করা উচিত, ওগুলো ভারতীয় জ্যোতির্বিদরা নামকরণ করেছেন বিভিন্ন গ্রহ তথা হিন্দুদের বিভিন্ন দেবতার নামে। সর্বোপরি বাংলা ভাষাটাই বর্জন করা উচিত, কারণ বাংলা ভাষা এসেছে ভারতীয়' গৌড়ীয় প্রাকৃত থেকে। শুধু এগুলোও না আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এগুলো পরিবর্তন করা হোক.
জীবন দেয়ার জন্য লক্ষ কোটি বাংলাদেশী প্রস্তুত নিজের জাতীয় সংগীত, সংবিধান ও পতাকা রক্ষার জন্য। ওই দাবিটা একটা মৌলবাদী শ্রেণীর। সকল বাংলাদেশীর নয়! প্রতিবাদ শুরু হয়ে গেছে! রবীন্দ্রনাথ-নজরুল আমার আত্মার আত্মীয়। জয় বাংলা জয় বঙ্গবন্ধু!❤️✌️
ভাই জাতীয় সংগীত হচ্ছে একটি দেশের গুন গান, আপনাদের জাতীয় সংগীতটার ভিতরে কি আছে আপনারাই ভালো জানেন, আমাদের জাতীয় সংগীত আমাদের কথা থাকবে মুক্তিযুদ্ধের কথা থাকবে আমাদের ইতিহাস থাকবে এর ভিতরে, যা আমার সোনার বাংলাতে নেই।
আমি ভারতে মিডিয়াকে বলবো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না প্রতিবেশী প্রতিবেশীর মতোই থাকুন আশা করি বুঝতে পারবেন সুশীল সমাজের নাগরিকরা
এতো উন্নয়ন এর পাশাপাশি কিছু টয়লেট যদি করে দিতেন, তাহলে, প্রকৃতির ড়াকে সাড়া দিতে খোলা যায়গায় বসতে হতো না
Right 😂
জায়গামতো দিয়ে দিলেন 😂।
এরা বেশীরভাগ নার্সিসিস্ট ও স্যাডিস্ট
বকাচোদা, ভারতে টয়লেট আছে কি নেই, আয় দেখেয়া, মিথ্যা কথা বলতে বলতে সত্যি হয়ে যায় না
Right
Ha ha ha ha ha 🤣🤣🤣🤣
বাংলাদেশের জাতীয় সংগীত কি হবে সেটা তাদের নির্ধারণ করতে দাও, তোমরা বরং মনিপুর নিয়ে ভাবে |
আমরা জাতীয় সঙ্গীত বদলাব কি বদলাবনা তাতে তোমাদের এত চুলকাচ্ছে কেন দাদা,তোমাদের দেওয়া জাতীয় সঙ্গীত আমাদের প্রয়োজন নেই।
আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ নাগরিকের গান জাতীয় সংগীত হিসাবে পালন করব গন ভোটের আয়োজন করব ?
Vote toe rig kora jai sheta ke thekabe?
ঐ দেশটা সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো।
যত বলবে তত ভালো সবাই জানতে পারবে এদের কে চিনতে পারবে,,, এদের উপরে এক আর ভিতরে এক,,,
জি ভাই কিন্তু এই সব সাংবাদিক বোকা-- চোরা সেটা বোজে না। বাংলাদেশ স্বাধীন দেশ। এখানে কারো পাঠা গিরি চলবে না।
আমরা সেটাই চাই। আমাদের নিয়ে নাক না গলালেই চলবে😡😡😡
@@nayeem2286 apnara bar bar India te dhuke poren ,tai jana dorkar.
😅😅@@nayeem2286
একজন রাজাকারের বাচ্চা একটা মন্তব্য করলেই জাতিয় সংগীত পাল্টে যায়না !!আমার সোনার বাংলা বাংলাদেশের DNA 🧬 তে প্রথিত আছে l
গত কাল লন্ডন শহরের আলতাফ আলী পার্কে হাজার কণ্ঠে গীত হল,”আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি.........l”
আরে ভাই, এটা ওদের দেশের(জাতীয় সংগীত) ব্যাপার, ওরা আগায় কাটুক আর ল্যাজায় কাটুক, ওরা যে ভাবে খুশি করুক যা পারে করুক.....
একদম আপনি ঠিক কথা বলেছেন
আমরা জাতীয় সংগীত চেন করব সটা আমারদের বেপার
Right
Aami kintu hindu+Indian ta o tomar sotti kotha k support karlam thanks
@@user-en1gx9nt5fhabib অবশ্যই জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত। শুধু জাতীয় সংগীত নয় জাতীয় কবিও পরিবর্তন করা উচিত। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন। জাতীয় পতাকা পরিবর্তন করা উচিত, এটি নকশা করেছেন শিব নারায়ন দাশ। সাত বারের নাম, বার মাসের নাম বর্জন করা উচিত, ওগুলো ভারতীয় জ্যোতির্বিদরা নামকরণ করেছেন বিভিন্ন গ্রহ তথা হিন্দুদের বিভিন্ন দেবতার নামে। সর্বোপরি বাংলা ভাষাটাই বর্জন করা উচিত, কারণ বাংলা ভাষা এসেছে ভারতীয়' গৌড়ীয় প্রাকৃত থেকে।
শুধু এগুলোও না
আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এগুলো পরিবর্তন করা হোক
আগে ঠিকভাবে উচ্চারণ করতে শিখুন😂
মনিপুর রাজ্যে মানুষ মরছে গত এক বছর থেকে সে চিন্তা নাই শুধুমাত্র বাংলাদেশের বিষয়ে সমালোচনা।
ওরা মালাউন মাদারবোর্ড জাতি হিন্দু জাতি বিশেষ করে পশ্চিম অঞ্চলে মানুষগুলো।
চীন তোমাদের মানচিত্র টাই বদলিয়ে দিল। দাদা তুমি পড়ে আছ বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে😂😅
Right
😅😂
😂😂😂
ভাইপো তুমি ফুটপাতে মলম বিক্রি করো
হিন্দুস্তানের 60 কোটি মানুষ বাহিরে হাগু দেয় আগে টয়লেট বানাও তারপরের রকেট বানাও।😅😅😅
Toder to se joggota o nei 😂
আমার দেশ আমাদের জাতীয় সংগীত কি হবে সেইটা আমাদের ব্যাপার কারোর নাক গলানোর প্রয়োজন নেই
পরের ছেলে পর আনন্দ যত গুলাই যায় ততই আনন্দ 🇧🇩🇧🇩 ।বাংলাদেশ যত ধবংস হবে ততই আনন্দ ।ওরা যা করে করুক তাতে আমাদের কি ।🇧🇩🇧🇩ওরা ব্রা লুট মাছ চুরি করে করুক ।🇧🇩🇧🇩🇧🇩
খুব শীঘ্রই ভারতে খন্ড খন্ড করে দেওয়া হবে
ফালতু কমেন্ট। চীন আর পাকিদের কাছে ধরাশায়ী হয়ে আমার দেশে আসার কারণ কি???
তোমাদের চিন্তা চেতনায় আমাদের বালটাও যায় আসে না। তোমরা গরুর মুত গোবর খেয়ে তোমাদের দেশের কথা চিন্তা কর 🖕🖕
ভারতীয় চেতনাযুক্ত সোনার বাংলা বদলে হবে সোনার বাংলাদেশ
পৃথিবীর একটাই দেশ, যে স্বাধীনতার আগেই জাতীয় সঙ্গীত লেখা হয় এটা হাস্যকর 😂😂
তোর জন্মের আগেই তোর বাপ জন্মে ছিলেন সেটাও কি হাস্যকর,,,,
আপনারা ভুল তথ্য প্রকাশ করেল। রবি ঠাকুর আমাদেরও কবি তবে পৃথিবীর অনেকদেশেই তো জাতীয় সংগীত পরিবর্তন হয়েছে।যদি বাংলাদেশের সব মানুষ চায় তাহলে পরিবর্তন হবে। এতে আপনাদের কোনো সমস্যা হবেনা।
আমাদের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক উঠেছে সে বিষয়ে কিছু কথা l
প্রথমেই আসি ভারতের জাতীয় সংগীত নিয়ে l অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ঐক্যবদ্ধ স্বাধীনতা সংগ্রামের সময় দেশপ্রেমে উদ্দীপনা জাগাতো যে গানটি এবং তৎসময়ে জাতীয় সংগীতের মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছিল _ সেটা ছিল আল্লামা ইকবালের লিখা ''সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'' l ওই গানে তৎকালীন স্বাধীনতাকামী মানুষের হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন গুলো ছিল " মাজহাব না শিখতা আপস মে বাইরে রাখা, হিন্দি হ্যায় হাম, ওয়াতন হ্যায় হিন্দুস্তান হামারা "।
কিন্তু যখন ব্রিটিশ থেকে হিন্দুস্তান স্বাধীনতা পেলো এবং দেশ হিন্দুস্তান ও পাকিস্তান দুইভাগে ভাগ হলো তখন তারা এই গানটিকে আর জাতীয় সংগীত করে নাই l এর কারণ হিসাবে নেহেরু যে ব্যাখ্যা দিয়েছিলেন তা হলো __ যেহেতু স্যার আল্লামা ইকবালকে পাকিস্তানের জাতীয় কবি করা হয়েছে সেহেতু আমরা এই গানটিকে দেশাত্ববোধক গান হিসাবে রাখতে চাই কিন্তু জাতীয় সংগীত নয় l অথচ ভারতের জাতীয় কবি রবি ঠাকুরের গান আমাদের জাতীয় সংগীত __ যাক এ ব্যাপারে পরে আসছি l
অতঃপর ভারত আল্লামা ইকবালের ''সারে জাহান সে আচ্ছা হিন্দুস্থান হামারা'' গানটি জাতীয় সংগীত না করে রবি ঠাকুরের লিখা গান ''জন গণ মন'' গানটিকে করা হলো ভারতের জাতীয় সংগীত l দেশ ভাগ হওয়ার প্রেক্ষিতে তারা ভারতের পরিবর্তিত ভূগোলকে কেন্দ্র করে ''জন গন মন'' গানটি জাতীয় সংগীত হিসাবে সিলেক্ট করে l ওই গানটিতে ভারতের নাম , ভারতের প্রদেশ সমূহ ও নদীগুলোর নাম প্রকাশ পেয়েছে __ অর্থাৎ পরিবর্তিত মানচিত্র নির্ভর গান ___ গানটি খেয়াল করুন '''জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ , তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয়গাথা।'''__ অর্থাৎ অখণ্ড ভারতের চিন্তা এই গানের মাধ্যমেই সেদিন বিসর্জন দিয়েছিল l
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য , শুধু মানচিত্র নির্ভর গান সিলেক্ট করেছে তাই-ই নয় __ এখানে হিন্দুস্তানের পরিবর্তে ভারত নামটি নিয়ে এসেছে l কারণ হিন্দুস্তান নামটি মুসলিমদের দেওয়া নাম l
এবার আসি বাংলাদেশের জাতীয় সংগীত বিষয়ে l এই গানে বাংলাদেশের নাম কই ? বাংলাদেশের মানচিত্রের কথা কই , বাংলাদেশের সমুদ্র ও নদীগুলোর নাম কই ? বাংলা আর বাংলাদেশ কি এক জিনিস , এক রাষ্ট্র ? 'বাংলা' ভারতের একটি রাজ্য মাত্র। আর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র।
পশ্চিম পাঞ্জাব,সিন্ধু কি বর্তমান ভারতের অংস? 😅
দেশের জাতীয় সংগীত হিসেবে মনোনীত করতে হলে সাধারণত নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকা আবশ্যক:
1. **দেশপ্রেমের প্রকাশ**: গানটির ভাষা ও ভাবনা দেশপ্রেম, জাতীয় ঐক্য, এবং জনগণের সম্মান ও মর্যাদাকে তুলে ধরতে হবে।
×আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি বঙ্গভঙ্গ রদের পক্ষে অবস্থান নিয়ে লিখেছেন। এইগানে উভয় বাংলার প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পেয়েছে।
2. **সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট**: জাতীয় সংগীতে দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, এবং জাতীয় সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলতে হবে।
×(যা আমার সোনার বাংলা গানটিতে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস ও জাতীয় সংগ্রামের চিত্রে প্রকাশ পায়নি।)
3. **জাতীয় পরিচয়**: গানটিতে দেশের জাতীয় সত্তা, ভূগোল, প্রাকৃতিক সৌন্দর্য এবং জনগণের সম্মিলিত পরিচয়ের প্রতিফলন থাকতে হবে।
×কিন্তু আমার সোনার বাংলা গানটিতে দেশের জাতীয় সত্ত্বা, ভূগোল ও জনগণের সম্মিলিত পরিচয়ের প্রতিফলন নেই।
তাহলে কোন যুক্তিতে এটি জাতীয় সংগীত হবে। যেখানে এই গানটি জাতীয় সংগীত হিসেবে মনোনীত হওয়ায় কোন যোগ্যতাই নেই।
পশ্চিম পাঞ্জাব,সিন্ধুকি বর্তমান ভারতের অংশ?😅
সোনার বাংলার দিন শেষ, তালেবানের বাংলাদেশ, বাংলাদেশ থেকে।
Refugee of India
@RAJNITI-kx3izআনসারুল্লা বাংলা টিম দিয়ে ভারতকে শিক্ষা দিবো।
@RAJNITI-kx3iz শেখ হাসিনার মামুর বাড়ি ইন্ডিয়া
জাতীয় সংগীত পরিবর্তন চাই।
বাংলাদেশের জাতীয় সংগীত কালীর নামে বন্দনা লেখা হয়েছিল। ১৯৪১ সালে। এই জাতীয় সংগীত অনেক শিরক আছে।
মনে মনে কলা একটু কম করে খাও দাদা। তোমরা দাদারা একটু কল্পনার জগতে বেশি বসবাস করো স্বপ্নের মধ্যে ঘোর কাটে থাকো তো। স্বপ্ন ভাঙলে দেখ যে আমি তো মাটি পায়খানা করতেছি আমার বাড়ি টয়লেট নেই।
মনে কতো কষ্ট.. কলকাতা বাসির 🐸
ঈশ্বর আমাদের সঙ্গে আছেন । ভারত বৈদেশিক মুদ্রা অর্জনে পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে উঠবে ।
...😅😅😅😅😅
ঘরে ঘরে এখনো ঠিকমতো টয়লেট করতে পারল না, আর মুদ্রায় এক নাম্বার হবে 😄😄😄😄😄
@@zahidblog12 আগে জন্মনিয়ন্ত্রণ বিল আনতে হবে । এত মানুষের কোন দরকার নেই ।
@@zahidblog12তোরা কি করেছিস | 4:29 সব জায়গায় তো তোরা পিছিয়ে আছিস আবার বড় বড় কথা
@@zahidblog12 kato bar bolechhi kangaldesh er moto eto baro toilet thakte amra kichutei toilet banabo na banabo na banabo na na na 🤣🤣🤣 tao eder mota mathae dhoke na .
এগুলো উন্নয়নের চেয়ে টয়লেটে উপর উন্নয়ন বাড়ানো উচিত
😅😅😅😅😅
ঠিক 😂😂😂
যাদের 18 লক্ষ কোটি টাকা ঋণ তাদের মুখে বড়ো বড়ো কথা। আগে আমাদের পাউনা টাকা মিটিয়ে দেওয়া হোক।
বাংলাদেশ কোনো দেশ না, ইন্দিরা গান্ধী কিছু জমি দান করেছে গরিব মানুষের থাকার জন্য সেটাই তারা নাম দিয়েছে বাংলাদেশ।
kato bar bolechhi kangaldesh er moto eto baro toilet thakte amra kichutei toilet banabo na banabo na banabo na na na 🤣🤣🤣 tao eder mota mathae dhoke na .
বাংলাদেশ যা খুশি তা করবো তোদের সমস্যা কোথায়?
স্বাধীনতার ৩০ বছর আগে লেখা (মা দুর্গাকে উদ্দেশ্য করে কালীপূজার গান), কি করে মুসলিম প্রধান বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে?
বুঝলাম না বাংলাদেশের জাতীয় সংগীত কোনটা দেবে না দেবে পরিবর্তন করবে কি করবে না সেটা বাংলাদেশের ব্যাপার এখানে ইন্ডিয়ার এত মাথা ব্যথা কেন ।
তাদের চুলকাবেই তাদেত দেশের কবির একটা ক্রেডিট কমে যাবে তাই
আপনাকে ধন্যবাদ। সব খবরই আকর্ষণীয়। A good presentation.
🚩🚩টিভিনায়িন বাংলা কে এবং🚩🚩 অনির্বাণ দাদা খুব ভালো খবর করে 🚩🚩অনেক অনেক ধন্যবাদ🙏💕
স্যার আমাদের দেশেও একশ্রেণীর মানুষ আছে, আমাদের জাতীয় সংগীত জনগণমন অধি নায়কও জয় হে, গাইতে তাদের প্রচন্ড আপত্তি, আর নিশ্চয় বুঝতে পারছেন এই একশ্রেণীর মানুষ কারা ।
ভামপন্থিরা
আর এস এস এর লোকজন
Rajiv Dixit was not a Muslim
দাদু বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। 1600 মানুষের প্রানের বিনিময়ে। আগের সব বাদ। পাশের দাদার যত সমালোচনা করবে বাংলাদেশ সঠিক পথে আছে। এই জাতিয় সঙ্গীত ওটা বাংলাদেশের জন্য লিখা হয়নি।
তরা ত দিল্লির চামচা।এইজন্যই হিন্দি গান গাস।তরা বাংলা ভাষায় কথা বলে থাকলে আর বাঙালি হলে আর কখনো হিন্দি ভাসা বলবি না।
Vai tumader Bangladesh chara ki ar kono news nai.
বাংলাদেশের জাতীয় সংগীত বাদ দিয়া পক্ষের সবাই মদ দিচ্ছে
বাংলাদেশ কে নিয়ে পাশের দেশের দাদাদের না ভাবলেও ছলবে,,আমরা অনেক ভালো আছি
এটা আমাদের নিজস্ব ব্যপার।তোমাদের সমস্যা কি?
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক
Yes... our Poet song should not be sung by illerates
দাদাবাবুদের অঙ্গদহ দেখতে ভালোই লাগে...
আমরা আমাদের দেশের জাতীয় সংগীত কোনটা রাখব আর কোনটা রাখব না সেটা আমাদের দেশের অভ্যন্তরীন বিষয় সেটা নিয়ে তোমাদের না ভাবলেও চলবে..!
লাখো তো দূরের কথা সারাদেশে ১০ হাজার মানুষও সোনার বাংলা গাইতে রাস্তায় নামেনি.. এসব সস্তা গবেষণা... 😂
Darun
Anirban sir
Upner theke onek kichu sikte
Pari
Pls Daily notification
Deben
রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের গর্ব হতে পারে কিন্তু বাংলাদেশের কেউ না। তার লেখা সংগীত বাংলাদেশের জাতীয় সংগীত এটা তাদের জন্য গর্বের না বরং লজ্জার....ভীন দেশীর কারোর লেখা সংগীত জাতীয় সংগীত না হওয়াটায় ভালো....
আমি খুবই চিন্তিত আমি কোন দেশে বাস করছি ভারত কী ভাবতে পারছে না বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। না ভারত ভাবে বাংলাদেশ তাদের একটি রাজ্য।বাংলাদেশের সব বিষয়ে ভারত ঢুকে যাচ্ছে। জাতীয় সংগীত কী হবে না হবে সেখানে ও ভারত ঢুকে যাচ্ছে। ভারত চয়েস করে দিবে বাংলাদেশের জাতীয় সংগীত কী হবে।বাংলাদেশের সংবিধানেও কিছু সমস্যা আছে সেটা আমরা পরিবর্তন করবো সেখানে ও ভারতের বাঁধা ভারত ঢুকে যাচ্ছে। বাংলাদেশের সব ব্যাপারে নাক গলাচ্ছে ভারত কী মানতে পারছে না বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র। শেখ হাসিনার পুরোনো গদি ঘর ফিরিয়ে দেওয়ার জন্য ভারত এখন বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় পাকিস্তান, চীনের সাথে না পেরে। যারা অন্য দেশের সংখ্যালঘূদের নিরাপত্তা দিতে চায় কিন্তু নিজের দেশে সংখ্যালঘূদের অবস্থা খারাপ আজ মনিপুরে কী হচ্ছে সেখানে শান্তি ফেরাতে পারছে না অথচ বাংলাদেশ নিয়ে এদের মাথা ব্যাথার শেষ নাই। বাংলাদেশে কে সরকার গঠন করবে সেটা নির্ধারণ করবো আমরা ভোটের মাধ্যমে সেটা নির্ধারণ করে ফেলছে ভারত আওয়ামী লীগকে গদিতে বসিয়ে ফেলে। আমাদের জাতীয় সংগীত ও ভারত চয়েস করে দিবে যে জাতীয় সংগীতে বাংলাদেশের নাম উল্লেখ নেই বাংলাদেশের ইতিহাস বহন করে না ৫২,৬৬,৬৯,৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস কোন কিছুই জাতীয় সংগীতে নেই। বিশিষ্টজনের নামও নেই জাতীয় সংগীতে, লাল, সবুজও বহন করে না।
Live telecast available ?
Apnar reporting darun laglo.
ওরে পাগল আমরা বাংলা নয় আমরা বাংলাদেশ।। এখন আমরা বাংলাদেশে হয়ে থাকতে চাই বাংলার দিন শেষ।। 👍👍
ইউনুস কখোনো আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করতে পারবে না।
He can change the sangeet but he will not because it is not a serious issues to be solved right now.
বাংলাদেশের জাতীয় সংগীত খুব শীঘ্রই পরিবর্তন হবে
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করলে পুন্ডিয়ার সমস্যা কোথায়
Today news available ?
I strongly oppose the proposal of changing the national anthem of Bangladesh.
এমন দেশ বাংলদেশ
বার বার স্বাধীন হয়...
Aro koto bar j hobe tar thik nai
তুমরা তাও স্বাধীন হতে পারলে না, দিল্লির রাজ্য হয়ে আছো 😂
গোলামরা স্বাধীনতার কি বুঝে? 🙄
আর যদি হয় ইন্ডিয়ার গোলাম, তাহলে তো কথাই নেই...... 🤣
তোদের লজ্জা হওয়া দরকার....বাংলাটাকে তোরাই ভেঙে দিলি...
@@NayefReis_ ar tora to arab , america ar china r haat er putul hoe achhis 🤣 jemon chaichhe nachachhe 😂
amadar murgi amra laja katbo na gola kabo shatato amadar bapar tumadar ato culkani kano.bujlamna.
শুধু বাংলাদেশর না ভারতের জাতীয় সংগীত পরিবতন করা হবে
Good
নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ শুরু হয়ে গেছে,সব কিছু সংস্কার পরিবর্তন করা হবে। জনগণ বাংলাদেশ কে নতুন রূপে এগিয়ে নিতে চাই।
Gd
জয় হিন্দ বন্দেমাতারাম
বাংলাদেশ নামক আফগানিস্তান থেকে
তোর আম্মু পাঠা চিকিৎসা করবো😂@@Bangla_tiger420
@@Bangla_tiger420 tai bangladesh thele lol bharat e ase chikitsa r jonno😂😂.... Ami bangladesh giyechi... Ja obostha.... 2nd time ar jete chai na ... Kichu manush achr jara sotti e valo ... Ar eder moto kichu beiman ache... Jara ei chotto kotha ta mante chay na je bangladesh ke pakistan er hat theke bharat raksha korechilo ... Ar aj tara beiman er moto Bharat kei dosh dey ... Jai hok ... Ja poristhiti, khub taratari bangladesh ta mini afganistan hote choleche... Kintu ebar bharat aar bachate asbe na ... Ora joto e kannakati koruk, ar hat e pa e dhoruk ... Opor ola sobai ke sikkha dey ... Eder moto janoar der o debe... Best of luck brother... Tomader samne norok er thekeo kharap din aste choleche.... Amar na, tomader moto lok jon dekhle maya hoy .... Sotti e ... Eto ta boka keo hote pare.... Isss chiii
বাংলাদেশকে না ভেবে চিনকে ভাবো। চিন ভারতের ৬০ কিমি দখল করেছে। মণিপুরে দাঙ্গার মদদ দিচ্ছে। ভারত বাঙ্গালিদের চোখের মনি হইতো। যদি, সিমান্ত হত্যা আর তিস্তা পানি সমস্যা সমাধান করত।
@@sayakpal9932 ৭১ এ উপকার করছে এটা স্বীকার করতে আমি কৃপণতা করবো না। উপকারা বন্ধু যখন প্রভু মত আচরণ করে এটা মেনে নেওয়া যায় না। আমরা বাংলাদেশীদের উপর দিয়ে পশ্চিম বঙ্গের অর্থনীতি চলে। করোনা সময় একটা উচিৎ হয়েছে। বাংলাদেশিরা কি। এখন রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতে যাওয়া বন্ধ করছে এখন পশ্চিম বঙ্গের ব্যবসায়ীদের হাহা করা শুরু হয়ছে। আমাদের প্রচুর টাকা আছে। তাই ভারতের ডাক্তারদের দিয়ে চিকিৎসা করি। ফ্রি চিকিৎসা করাতে তো যাই না। ভিসা, পাসপোর্ট, ভ্রমণ কর দিয়েই যাই। আপনার মত মাথা মোটাদের জন্যই ৪৭ এ বাংলাকে ভাগ করছে। তাই এখন ভারতে লেজ হয়ে আছেন। সাহস থাকলে বাংলাদেশের মত স্বাধীন দেশ হয়ে দেখান। তারপর অন্য কথা ।
@@Bangla_tiger420 ভাই, শুনি নাকি রংপুর ডিভিশনের কোনো বাড়ীতেই টয়লেট নাই 😜🤪।
জাতীয় সংগীত তাতে বাংলাদেশের নাম একবারও নেওয়া হয় নাই এরকম জাতীয় সংগীত আমরা চাই না
বাংলাদেশেশের জাতীয় সঙ্গীত বদল হলে হিন্দুদের নিয়ে আলাদা দেশ হতে পারে আর সেখানেই এই জাতীয় সঙ্গীত হতে পারে
সাহস থাকলে কর
৮ শতাংশ হিন্দু বাংলাদেশ ভাগ করে
হিন্দু রাষ্ট্র বানাবে হা হা হা,ছাগলের
৩ নম্বর বাচ্চা
আহো ভাতিজা আহো গোয়ায় ঢুকিয়ে দিবো বাঁশ
@@RahmatUllah-m3gভাই চলেন এই মাগির পোলা গুলো কে মেরে ফেলি
ভারতকে ভাগ করা হবে আলাদা মুসলিম রাষ্ট্র হবে
এটি আমাদের অভ্যন্তরের ব্যাপার
জাতীয় সংগীতের লক্ষ্য ও উদ্দেশ্য এখনো পূর্ণতা পায় নাই বাস্তবায়ন করতেহলে কলকাতাকে বাংলাদেশের সাথে যুক্ত করতে হবে ( আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি )
দুই বাংলাকে এক করার উদ্দেশ্যে জাতীয় সংগীত রচনা করা হয়েছিল জাতীয় সংগীতের লক্ষ্য ও উদ্দেশ্য যদি পূর্ণতা পেত কলকাতা আমাদে বাংলাদেশের সাথে থাকতো না হয় আমরা ভারতের সাথে থাকতাম
বাংলাদেশ আগে ভারতের অংশ ছিলো ধর্মের নামে ভাগ করলেন কেন?
@@ShrabonRayRaton shema prosad mukerjee k chinis hagustani?????
বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্যো,যে কথা গুলো লেখা আছে। অন্য কোন দেশের জাতীয় সংগীতে আমার মনে হয় না আছ।
দাদা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও চাই??
Darun Darun...
বাংলাদেশের দম নেই যে জাতীয় সংগীত পরিবতর্ন করবে
দম আছে কি না সেটা দেখবেন দাদাবাবু 😂।আর আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করব সেখানে আপনাদের এতো গা জ্বলছে কেনো?আপনারা আপনাদের দেশ নিয়ে থাকুন না অন্যদেশের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? আগের মত আর নাক গলাতে পারবেন না কারণ আপনাদের দাসী খুনী হাসিনা এখন আর ক্ষমতায় নাই।বাংলাদেশ আর আপনাদের সাথে নতজানু হয়ে চলবে না। 😏
বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩❤️
তুমি আবাল
তোদের দেশের কবির সগীত আমরা গাইবো কেন?
আরে গাধা বাংলাদেশ একটা আলাদা দেশ এটা তোদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, বাংলাদেশ কি করবে না করবে এটা বাংলাদেশে ব্যক্তিগত ব্যাপার, তোরা কুত্তার মত বাংলাদেশের পিছনে লেগে আছোস
তোর মতো আবাল জারা তারাই এসব বলে তাদের দেশের জাতীয় সংগীত তারা কি করবে না করবে এটা তাদের বেপার, তুই আবাল এর মতো কথা বলস কেন
আল্লাহ যদি চান অবশ্যই জাতীয় সংগীত বদলান হবে ইনশাল্লাহ
স্যারকে অসাধারণ লাগছে।
আমি একজন বাংলাদেশের হিন্দু, সব মিলিয়ে ভালো আছি। বলছি আপনারা এত উস্কানিমূলক স্ট্যাটাস দিন কেন রে ভাই
একটা বিষয় খোলাসা করতে চাই ভারতীয় মিডিয়া কে । আমাদের বর্তমানে ধর্ম উপদেষ্টা বলেছেন জাতীয় সংগীত বিষয়ে বিতর্ক সৃষ্টি হয় এমন কোন সিদ্ধান্ত নিবে না অন্তবর্তীকালীন সরকার।
একটা দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করল অতএব এটা তো একটা সাধারণ ব্যাপার যে সেই দেশের সবকিছু নতুন করে করতে হবে তাই না ভাই
Amar. 1st. Cammenti
Porun.
*( Age. Desher. Name
Paltan. )
দাদা ও দাদা
শুনছেন কি বলছি শিলিগুড়ি জংশন স্টেশনে যদি একটু টয়লেটের ব্যবস্থা করে দিতেন। তাহলে আমাদের আর লিংকটি খুলতে হবে না
আমাদের জাতীয় সংগীত বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে অখন্ড বাংলার জন্য। আমরা এই জাতীয় সংগীত কে ধারন করে অখন্ড বাংলা প্রতিষ্ঠা করবোই।ইনশাআল্লাহ।
জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে
বাংলাদেশ নিয়ে এত চিন্তা করার দরকার নাই তুই তোর নিজের দেশ নিয়ে চিন্তা কর বাংলাদেশ নিয়ে বাংলাদেশের জনগণের চিন্তা কবে
Gold of Bengal will be changed into dust of Bengal.
জয় হিন্দ জয় ভারত
তোমাদের লেখা গানটি তোমাদের দেশের জন্য জাতীয় সংগীত করোনি কেনো? তোমাদের এতো পিরিতের ম্যালা দামী সংগীতটা তোমরাই গাও, আমাগো লাগবেনা।
আমাদের দেশের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব আমরা কি রাখবো কি পরিবর্তন করব সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং সকলের সম্মতি ক্রমেই নেওয়া হবে কারো একক চিন্তার ফসল হবে না এটা। আর আপনারা আপনাদের চিন্তা করুন আপনার বরং বেশি করে টয়লেট নির্মাণ করুন এটা কাজে লাগবে। জাতি বিদ্বেষ তৈরি করার চেষ্টা করবেন না। আমরা আমাদের সম্পর্কে ভালোভাবে অবহিত এবং আপনাদের বিষয়েও তো আপনারা নাক গলাবেন না।
ঐ দেশে সবাই একই রকম। ওপর মহল আরও বেশি কট্টর ও জেহাদি। ভেতরে ভেতরে ওরাই বেশি.....
আমার সোনার বাংলা জাতীয় সংগীত এটাই বাংলাদেশের জাতীয় সংগীত৷ এটাতেই আমাদের আবেগ মায়া মহব্বত জড়িয়ে গিয়েছে৷ জাতীয় সংগীত এটাই থাকবে৷ রাখতে হবে৷ বাঙালি জাতি হিসেবে৷
তুমি কেগো হে বলি বাবু
তাহলে তুই ভারতের কলকাতা চলে যা? যা ওখানে এই সংগীত গা
জাতীয় সংগীতের লক্ষ্য ও উদ্দেশ্য এখনো পূর্ণতা পায় নাই বাস্তবায়ন করতেহলে কলকাতাকে বাংলাদেশের সাথে যুক্ত করতে হবে ( আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি )
দুই বাংলাকে এক করার উদ্দেশ্যে জাতীয় সংগীত রচনা করা হয়েছিল জাতীয় সংগীতের লক্ষ্য ও উদ্দেশ্য যদি পূর্ণতা পেত কলকাতা আমাদে বাংলাদেশের সাথে থাকতো না হয় আমরা ভারতের সাথে থাকতাম
@@mdbabu-dx8dv অবশ্যই জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত। শুধু জাতীয় সংগীত নয় জাতীয় কবিও পরিবর্তন করা উচিত। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন। জাতীয় পতাকা পরিবর্তন করা উচিত, এটি নকশা করেছেন শিব নারায়ন দাশ। সাত বারের নাম, বার মাসের নাম বর্জন করা উচিত, ওগুলো ভারতীয় জ্যোতির্বিদরা নামকরণ করেছেন বিভিন্ন গ্রহ তথা হিন্দুদের বিভিন্ন দেবতার নামে। সর্বোপরি বাংলা ভাষাটাই বর্জন করা উচিত, কারণ বাংলা ভাষা এসেছে ভারতীয়' গৌড়ীয় প্রাকৃত থেকে।
শুধু এগুলোও না
আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এগুলো পরিবর্তন করা হোক.
😂😂😂😂 ভারতের রাজাকার
😂😢😢😊😊
জীবন দেয়ার জন্য লক্ষ কোটি বাংলাদেশী প্রস্তুত নিজের জাতীয় সংগীত, সংবিধান ও পতাকা রক্ষার জন্য। ওই দাবিটা একটা মৌলবাদী শ্রেণীর। সকল বাংলাদেশীর নয়! প্রতিবাদ শুরু হয়ে গেছে! রবীন্দ্রনাথ-নজরুল আমার আত্মার আত্মীয়। জয় বাংলা জয় বঙ্গবন্ধু!❤️✌️
Good afternoon
মণিপুরের আপডেট দিলে খুশি হতাম!
ভাই জাতীয় সংগীত হচ্ছে একটি দেশের গুন গান, আপনাদের জাতীয় সংগীতটার ভিতরে কি আছে আপনারাই ভালো জানেন, আমাদের জাতীয় সংগীত আমাদের কথা থাকবে মুক্তিযুদ্ধের কথা থাকবে আমাদের ইতিহাস থাকবে এর ভিতরে, যা আমার সোনার বাংলাতে নেই।
vgoban ajjj Mongol ber
Upner video kothay ?
Anirban sir
আজ না হয় কাল জাতীয় সংগীত পরিবর্তন হবেই
পরিবর্তন হবে না।সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে। আর সংবিধান পরিবর্তন ছাড়া জাতীয় সংগীত কেমনে পরিবর্তন হবে।
জয় শ্রী রাম, জয় হিন্দ বন্দেমাতরম
Joy india🇮🇳🙏🙏
এখন বাঁদরের নাচ দেখতে আসলাম৷
সোনার বাংলাদেশ শুরু
ভারতের কবির সংগীত আমরা গাইবো কেনো
ভাগ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ, হচ্ছে দুই রাজ্য
এখন থেকে প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজের হিসাব বুঝিয়ে দেয়া হবে । সময় পরিবর্তন হয়েছে । অতএব বি কেয়ারফুল
আমরা পরিবর্তন করব তোদের কি
Joy Hind.
Bharat Mata ki Joy.
জাতীয় সংগীত নিয়ে যে খবর পাঠ করলেন তার ৫০% মিথ্যা। একটু ভালো করে জেনে নওুজ করেন।অনুরোধ রইল।আমরা বন্ধু চাই। আর মিথ্যা বললে বন্ধু হওয়া যায় না।
আহ! সোনা গো আমার!
খুব কষ্ট হচ্ছে বড়ো!
আমি ভারতে মিডিয়াকে বলবো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না প্রতিবেশী প্রতিবেশীর মতোই থাকুন আশা করি বুঝতে পারবেন সুশীল সমাজের নাগরিকরা
দাবী নয় বলুন জাতীয় সংগীত পরিবর্তনের চক্রান্ত চলছে!!
সোনার বাংলার দিন শেষ, এখন থেকে সোনার বাংলাদেশ।