ছেলে মেয়েরা দেখে না, বৃদ্ধ বাবা-মার দুঃখগাথা | Oldman | Life Struggle | Sirajganj | Somoy TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1,8 тыс.

  • @touhidulislam8177
    @touhidulislam8177 Год назад +679

    বৃদ্ধ লোকটার কষ্ট দেখে মনের অজান্তেই চোখের পানি চলে এসেছে,আল্লাহ আপনি উনাদের সহায় হন, উত্তম রিজিকের ফয়সালা করুন।

    • @tweetyonn6064
      @tweetyonn6064 Год назад +2

      যেমন কর্ম তেমন ফল ভোগ

    • @md.junaidhislam9960
      @md.junaidhislam9960 Год назад

      Amin

    • @reviewgames7301
      @reviewgames7301 Год назад

      @@tweetyonn6064 একটা খারাপ মনের পরিচয় দিলেন।

    • @salimranastudent2336
      @salimranastudent2336 Год назад

      ​@@tweetyonn6064আপনার কর্ম ফল যেন ভালো রাখে আল্লাহ সুনেন অন্যের কষ্টকে এমন ভাবে বলতে নেই

    • @AliAhmed-zg9im
      @AliAhmed-zg9im Год назад

      ​@@tweetyonn6064যেমন কর্ম তেমন ফল বলতে কি বুজাইলি খানখির পোলা 😶 মহান আল্লাহ ওনাদের এই দুনিয়াতে গরীব বানিয়েছেন 😶 তাতে তাদের কি দোষ।

  • @SamimAhmed-kw4bi
    @SamimAhmed-kw4bi Год назад +72

    বৃদ্ধ মা বাবা কষ্ট গুলো দেখে চোখের পানি চলে আসে আল্লাহ আপনি তাদের প্রতি সহায় হোন 😢😢

  • @mdosmangoni6762
    @mdosmangoni6762 Год назад +386

    হে আল্লাহ তুমি ছাড়া এসব মানুষের দুঃখ দূর্দশা দেখার কেউ নেই।

  • @Arman_Hossan
    @Arman_Hossan Год назад +14

    ওনার কষ্ট দেখে অজান্তেই চোখে পানি চলে আসলো 😢৷

  • @smanwarhossain5377
    @smanwarhossain5377 Год назад +233

    অপ্রয়োজন হলেও এই সব অসহায় মানুষের কাছে থেকে অনেক কিছু কেনাকাটা করতে হয়,কারণ ওদেরই সামান্য রোজগারে দুঃখ মনে সুখের হাসি ফুটবে মনে, ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা।

    • @iqbal6848
      @iqbal6848 Год назад +3

      Ader kuno mubail number acha ki?
      ader shata kotha bola jabe?

  • @ibrahimkhalil3271
    @ibrahimkhalil3271 Год назад +15

    প্রকৃত সাদা মনের মানুষ প্রকৃত জীবন যোদ্ধা ❤❤❤❤❤❤

  • @gassjggf1350
    @gassjggf1350 Год назад +177

    আল্লাহ্ পাক এমন আরও অনেক দম্পতি আছে,, সকল বৃদ্ধ দম্পতি গুলোকে রিজিক সুস্ততা ও নেক হায়াত দান করুন,, আমীন।🤲

    • @rafiqulabdul
      @rafiqulabdul Год назад

      Amin

    • @tahersorkar9363
      @tahersorkar9363 Год назад

      আমিন

    • @omanadam9245
      @omanadam9245 Год назад +1

      ঔই এলাকার মানুষ গুলা মানুষ নামের কলংক এতো বিওোবান লোক আছে একজন মানুষও কি তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারলনা??আমি বাঙালী এটা মনে করলে নিজকে নিজের পতি গৃনা হয়

    • @gassjggf1350
      @gassjggf1350 Год назад

      @@omanadam9245 আমরা এখন নামের মানুষ হয়ে গেছি,, একটা গান আছে,, এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই,, মানুষ নামের মানুষ আছে,, সেই মানুষ নাই।

    • @Cloudysky00434
      @Cloudysky00434 Год назад +1

      আমিন

  • @মোঃসমরাট-থ৮ঙ

    নিজের অজান্তে চোখের জল চলে আসলো হাজারো সালাম এই মা-বাবার জন্য

  • @ranamohammad2386
    @ranamohammad2386 Год назад +439

    ওই বাবা মায়ের জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান রইল❤

    • @ehsankarimkarim177
      @ehsankarimkarim177 Год назад +6

      ভাই আমরা সমাজের সবাই তাদের কে সাহায্য করি।

    • @jahidabrar2570
      @jahidabrar2570 Год назад +3

      ঐ বৃদ্ধ বললেন বিত্তবানরা যদি তাদেরকে সাহায্য করত বা ঘরে বসে উপার্জন করার ব্যবস্থা করত তাহলে খুব ভালো হতো ।আর আপনি বলতেছেন আপনারা সাহায্য করেন ,কোনটা সঠিক?

  • @moinkhan-iu4nc
    @moinkhan-iu4nc Год назад +11

    এই রকম সমস্ত হার না মেনে লড়াই করেই জীবন চালিয়ে যেতে চাওয়া মানুষদের ঠিকই মহান আল্লাহ্ খুবই সহজে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে । ❤🕋🕌

  • @Ahbab-w7c
    @Ahbab-w7c Год назад +82

    যার ঘাম ঝড়ানোর টাকায়
    আমরা সুগন্ধী মেখে বেরাই!
    তিনিই হলেন বাবা।
    দোয়া করি ভাল থাকুক সারা পৃথিবীর বাবা-মা

  • @mareya423
    @mareya423 Год назад +12

    বৃদ্ধ লোকটার জীবন যুদ্ধ দেখে চোখে পানি চলে আসলো। হে আল্লাহ তুমি উনাদের সহায় হও। আমীন 😢😢😢😢

  • @AfrujaAktar-w1e
    @AfrujaAktar-w1e Год назад +55

    মনের অজান্তেই চোখে জল এসে পরলো।। আল্লাহ সবাইকে ভাল রাখেন ।

  • @polokchanda6826
    @polokchanda6826 Год назад +1

    এত কষ্ট আমি কোনো দিন দেখিনি,
    সবার ওনাকে সাহায্য করা উচিত
    আমি দোয়া করি।

  • @islamicmedia.313
    @islamicmedia.313 Год назад +204

    নেতা ছিলেন হযরত ওমর (রাঃ) রাতের বেলায় মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য ঘুরে বেড়াতেন ❤

    • @mohammodmehedi8584
      @mohammodmehedi8584 Год назад +1

      ​@@Alamin-lk3tiউনি তো নেতা নয় নেতা তো শেখ হাসিনা ওইটা সঠিকটা বলেছে আপনার এত গাজল্য কেন

    • @abidhasan6208
      @abidhasan6208 Год назад

      নেতা নয়,নেতা বলে মউদুদীবাদিরা নবী-সাহাবীদের তুচ্ছতাচ্ছিল্য করে

    • @نسمه-ط9س
      @نسمه-ط9س Год назад

      😭😭😭😭

  • @chaderburo007
    @chaderburo007 Год назад +8

    চোখে পানি চলে আসলো বাবা তোমায় হাজার সালাম....
    এমন অবস্থা যেন আর পৃথিবীর কোন বাবা মার না হয়,শেষ জীবনটা হোক সুখের।আমিন।

  • @badolahmed3915
    @badolahmed3915 Год назад +103

    মানুুষ এত কষ্টে আছে, আর আমাদের কত অভিযোগ, যেভাবে আছি আলহামদুলিল্লাহ যদি এইজীবনে কোন সফলতা পাই ইনশাআল্লাহ একদিন গরিব দুখি মানুষের পাশে দাঁড়াব যদি আল্লাহ তায়ালা কবুল করেন ❤❤❤❤

    • @SaddamMiah-pd8si
      @SaddamMiah-pd8si Год назад +1

      আল্লাহ আপনার মনের আসা জেনে পরুন করে

    • @SaddamMiah-pd8si
      @SaddamMiah-pd8si Год назад +2

      সবাই বলি আমিন

    • @badolahmed3915
      @badolahmed3915 Год назад

      @@SaddamMiah-pd8si আমিন 🤲🤲🤲

    • @mstjesmin2507
      @mstjesmin2507 Год назад +1

      Amin

  • @mdramjanali01
    @mdramjanali01 Год назад +5

    এমন জীবনমান দেখলে খুব কষ্ট লাগে চোখ থেকে অঝোড়ে পানি পড়তে থাকে 😭 হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন এমন মানুষের পাশে দাড়াতে পারি ❤🤲😭

  • @shafiqulislam9688
    @shafiqulislam9688 Год назад +303

    সরকার যদি এসব মানুষের পাশে দাঁড়াতো,,,কতই না ভালো হতো,

    • @bishwajitgup4760
      @bishwajitgup4760 Год назад

      Nijer chele o meyera jokon pashe takena tokon sorkar no korbe

    • @shaporanmintu6307
      @shaporanmintu6307 Год назад

      সবজায়গায়তে সরকার লাগবে কেন সামাজ কি দেখে না, না সানজে মানুষ নাই

    • @Kajal-SD-Niladro
      @Kajal-SD-Niladro Год назад +7

      ভাই সরকার তাদের পাশে দাঁড়ালে কি হবে সরকার কিছু দিলে অর্ধেক যাবে চেয়ারম্যান এর পকেটে আর তার বাকি অর্ধেকের অর্ধেক যাবে মেম্বারের পকেটে।

    • @ekbalkhan4149
      @ekbalkhan4149 Год назад +3

      ভাই সরকার কী দেখবে নিজের সন্তান যদি না দেখে কত মানুষ আছে দেশে এমন অবস্থায় তো সরকার কত মানুষকে দেখবে ভাই

    • @shafiqulislam9688
      @shafiqulislam9688 Год назад

      @@ekbalkhan4149 তাও ঠিক বলেছেন,ভাইয়া,কিন্তু সন্তানেরা বাবা মা কে না দেখার জন্যই তো সরকারের সাহায্য কামনা করে,এদেশের বৃদ্ধ জনগণ, সরকারের বাজেট গুলা যদি বড়লোকদের জন্য না হয়ে,,সরকারের বিশস্ত বা ব্যাক্তিগত লোকদের মাধ্যমে এসব লোকদের সাহায্য করতো,, তাহলে তারা অনেক উপকার হতো,,,

  • @hasansagor2572
    @hasansagor2572 Год назад +4

    বৃদ্ধ বাবাটাকে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছি....

  • @mdshahajada7956
    @mdshahajada7956 Год назад +21

    সৎ মানুষ গুলির জন্য এই দুনিয়াটা বড়ই কঠিন। পরকাল ওনাদের জন্য খুব সহজ হইবে। আল্লাহ্ কারো উচিলায় ওনাদের রিজিকের ব্যবস্থা করে দিন

  • @MR_RAHMAN948
    @MR_RAHMAN948 Год назад +29

    সরকার এইগুলা চোখে দেখেনা আর বলে উন্নয়ন, উন্নয়ন দিয়ে কি করবো দেশের মানুষ এতো কষ্ট আসে, আমারই চ্খের পানি চলে এসেছে 😢

    • @thepathofrahman4842
      @thepathofrahman4842 Год назад +3

      এরকম মানুষের পকেটে বয়স্ক ভাতার টাকা না ঢুকে, প্যান্ট শার্ট টাই পড়া লোকের পকেটে ঢুকে 😥😥😥

    • @MaimunaBinteMukhter
      @MaimunaBinteMukhter Год назад

      Apnara ki shudhu songbad e toiri koren na jader songbad toiri koesen tader sahajjo o koren

  • @Newtonew7831
    @Newtonew7831 Год назад +38

    বয়ষ্ক মানুষগুলো মৃত্যু বাবার মতো মনে হয় দুচোখের পানি ধরে রাখতে পারিনা,
    না জানি বাবা কতোই কষ্ট করছেন আমার জন্য 😭😭😭
    হে আল্লাহ সকল জীবিত এবং মৃত্যু বাবা-মাকে শান্তি দান করুন 🤲🕋🤲

  • @yeasminalam4
    @yeasminalam4 Год назад

    এই সব মানুষের কষ্ট দেখলে কলিজায় লাগে খুব 😭 আল্লাহ আসলে ভালো জানেন তাঁর সৃষ্টির হিসাব। দোয়া রইলো, আল্লাহ যদি একটু সহায় হয় এই অসহায় মানুষটার🤲🏻😥❤️

  • @torikulislam8315
    @torikulislam8315 Год назад +12

    আল্লাহ হেফাজত করুন এই বৃদ্ধ মুরব্বী দের। চোখে পানি এসে গেল

  • @AbuHasan-pq4hi
    @AbuHasan-pq4hi Год назад +38

    হে আল্লাহ তুমি তাদের শারীরিক ও মানসিক শক্ত বাড়িয়ে দাও

  • @Mdjakariyaahmed699
    @Mdjakariyaahmed699 Год назад +4

    ধিক্কার জানাই ঐ সব সান্তানদের,,, যারা বাবা মার দায়িত্ব নেই না😢😢😢😢

  • @Redwood967
    @Redwood967 Год назад +32

    হে আল্লাহ উনাদের ছেলে মেয়েদের হেদায়েত দান করুন.. আমীন

  • @faruqahmed1311
    @faruqahmed1311 Год назад +1

    বিবেকবান ও দয়াবান বিত্তবানদের কাছে আহ্বান, এই অসহায় বৃদ্ধ ২ মানুষের জন্য কিছু করুন।

  • @MDSUMON-oe6dx
    @MDSUMON-oe6dx Год назад +95

    সরকারের উচিত বৃদ্ধি মানুষের দায়িত্ব নেওয়া।

  • @sabinaakter7473
    @sabinaakter7473 Год назад +1

    কত কষ্ট, ইয়া আল্লাহ ওনাদের সাহায্য করোন।দোয়া করি এই মা বাবার জন্য😢

  • @mdmunjil2122
    @mdmunjil2122 Год назад +21

    ভালো থাকুক সকল বাবা মা এই দোয়া করি

  • @mdhafizur9148
    @mdhafizur9148 Год назад

    আল্লাহ এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুন.. আমিন 🤲🤲

  • @fatemakhatun9042
    @fatemakhatun9042 Год назад +8

    হায়রে বাবা মা শেষ বয়সে এসেও সন্তানের ভালোমন্দের কথা ভুলেন না😢😢সারাজীবন সন্তানের কথায় ভাবেন,নিজের কিছু না হক তবু্ও।।।

  • @AbdullahalKabir
    @AbdullahalKabir Год назад

    আহ! এগুলো দেখলে উপলব্ধি হয় কত মানবতাহীন আমাদের হৃদয়

  • @salmanmorshed7237
    @salmanmorshed7237 Год назад +28

    এই বয়সে এসে এত কষ্ট এই বাজারে এত খরচের মাঝে কিভাবে এনারা বেঁচে থাকবে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো

  • @sifu200k
    @sifu200k Год назад

    আল্লাহ তুমি আমাকে এতটুকু বড় করে দিও যতটুকু বড় হলে এদের পাশে দাড়াতে পারি 😭

  • @BodiulAlam-gb8rv
    @BodiulAlam-gb8rv Год назад +19

    এমন কষ্টকর পরিবার দেখলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ আপনি গরীবদের সাহায্যকারী তাদের রিজিকের ব্যবস্থা করে দেন।

  • @saifulislamshakh3545
    @saifulislamshakh3545 Год назад +1

    বৃদ্ধ এই লোকটির বিষয়টা সত্যি সত্যিই কস্টে কান্না চলে আসে এইসব ঘটনা গুলো দেখলে, সরকার এবং দেশের বৃত্তবান মানুষ গুলো এগিয়ে আসা উচিত।

  • @mahamudsazzad2900
    @mahamudsazzad2900 Год назад +6

    সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবার সহায় হোক।

  • @Iamagirl-x9n
    @Iamagirl-x9n Год назад

    আপনাদের অনেক ধন্যবাদ এমন ভিডিও দেখলে মনে অনেক কষ্ট হয় বৃদ্ধ বয়সে কত কষ্ট

  • @mdazaharuddin4954
    @mdazaharuddin4954 Год назад +44

    উনি যদি এই বয়সে ঝাড়ু বিক্রি করে চলতে হয় তাহলে বৃদ্ধ ভাতা পায় কারা আমার এই প্রশ্ন টা এই দেশ যাঁরা পরিচালনা করে তাদের কাছে

    • @sumondevsarma9217
      @sumondevsarma9217 Год назад +1

      বয়স্ক ভাতা কত টাকা দেয় সেটা কি জানেন?

  • @mdsultan5152
    @mdsultan5152 Год назад

    😢😢😢😢😢😢 মনে অনেক কষ্ট লাগলো চোখের পানি ধরে রাখতে পারলাম না আল্লাহ তুমি এই গরিবের পাশে একটু রহমত করো

  • @Naiferjogot
    @Naiferjogot Год назад +6

    আজ কয়েকটা খবর দেখেই শুধু কান্না পাচ্ছে।।সামর্থ্য থাকলে সবাই কে সাহায্য করতাম।।আল্লাহ সাহায্য করুন ,, এদের কষ্ট কমিয়ে দিন😢😢😢

  • @RiponMia-io9vd
    @RiponMia-io9vd Год назад

    সমাজের বিত্তমান মানুষগুলোর প্রতি আমার আকুল আবেদন যেন তাঁদের প্রতি একটু নজর দেন

  • @riyaislam3213
    @riyaislam3213 Год назад +11

    আল্লাহ তাদের জিবনে আরো বরকত দান করবেন আমিন। দোয়া করি।

  • @sheikharshadullaofficial
    @sheikharshadullaofficial Год назад +1

    সালাম এই বৃদ্ধ বাবা মাকে।

  • @MdAli-je5he
    @MdAli-je5he Год назад +17

    খুব কষ্ট লাগছে বৃদ্ধ মানুষটাকে দেখে।

  • @MizanurRahmanRu-xi7qx
    @MizanurRahmanRu-xi7qx Год назад

    আজ সত্যিই খুব আনন্দ লাগে! দেশের কত উন্নয়ন। প্রতিটি মমন্ত্রণালয়ের কত উন্নয়ন যে ৮০ বছর বয়সেও এভাবে জীবন যাপন করতে হয়

  • @MahshinReza-ks3ld
    @MahshinReza-ks3ld Год назад +29

    আমাদের সিরাজগঞ্জের জনদরদী মানিক মিয়ার দৃষ্টি আকর্ষণ করছি অন্তত সাপ্তাহিক বাজার এর ব্যবস্থা করে দিতেন...খুব ভালো আল্লাহ আপনাকে কবুল করুক আমিন...সময় টিভিকে অনুরোধ জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জের চিএপুরী মানিক ভাইকে খবরটা দেওয়ার জন্য অব্যশই তার উসিলায় আল্লাহ তাদের রিজিক এর ব্যবস্থা করে দিবেন...

  • @Rokon-sr5mz
    @Rokon-sr5mz Год назад

    হে আল্লাহ আপনি মানুষগুলোর প্রতি সহায় হোন এবং তাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দান করুন। আমিন

  • @sasaddamsa8728
    @sasaddamsa8728 Год назад +21

    ওনাদের দেখে শিক্ষা নেওয়া দরকার ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা রাখা দরকার❤ আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখুন❤

    • @mohammodmehedi8584
      @mohammodmehedi8584 Год назад +1

      এটা ভুল ধারণা আপনার ধরেন আমি যদি প্রতি মাসে ১০০০ টাকা করে জমাইতে পারি বর্তমান সময়ে ১০০০ টাকা জমাইতে পারব না তাও ধরি ২০ বছর ইনকাম করলাম ২০ বছরে ২০ হাজার একটা ডাক্তারের কাছে গেলে এক দিনে লাগে ১ লাখ টাকা এটাতো কম বললাম বেশিও লাগে বাংলাদেশের সমস্ত মানুষের টাকা চলে যাচ্ছে ডাক্তারের পকেট এ আরএমবি মন্ত্রীদের পকেটে তাহলে গরিব আসবে কি করে এ লোক সারাদিন একশো টাকা ইনকাম করে আমার এলাকায় যে দিনে থাকতো হয়তো প্রতি মাসে ৫ টা বন্ধু মিলে বা ১০সটা বন্ধু মিলে ৫০০ করে বা ১০০০ টাকা করে প্রতি মাসে দিতাম একবার চিন্তা করেন ১ কেজি সয়াবিন তেলের দাম ২০০ টাকা ১৫০ টাকা ১ কেজি চালের দাম ৭০-৮০ টাকা ১ কেজি কচুর লতি কচুর মুখে একশো টাকা ১ কেজি পেইজের দাম ৮০ টাকা এক কেজি আলুর দাম ৬০ টাকা দেশি পোল্যান্ড ৪৫ একটা ডিমের দাম ১৫ টাকা মরিচের কেজি ৬শ টাকা শুকনা মরিচ কাঁচামরিচ অন্য জিনিস নাই বললাম ১ কেজি মাছের দাম ৩০০ টাকা চাপা বারোশো টাকা কেজি শুটকি মাছ সাতাশটা টাকা কেজি আর ওষুধের কথা নাই বললাম এ মানুষ ১০০ টাকা আগে দিয়ে কিভাবে চলে আর কেমন সন্তান তারা দুইটা মেয়ে দুইটা ছেলে ১০০ টাকা দিতে পারে না সারা দিনে ২৫ টাকাও যদি সারাদিনে চারজনে দেই ১০০ টাকা হয় আরে একটা বাচ্চাই তো দৈনিক 100 থেকে দেড়শ টাকা খাই বর্তমান যুগে

  • @mohammednaser9005
    @mohammednaser9005 Год назад

    আশা করি এই প্রতিবেদন প্রচারিত হওয়ার পর অনেক সহৃদয় ব্যাক্তি এগিয়ে আসবেন। অফুরান দোয়া রইলো ওনাদের জন্য।

  • @ahmedfarid7717
    @ahmedfarid7717 Год назад +41

    সংশ্লিষ্ট গ্রামের চেয়ারম্যানকে অবশ্যই তার বয়স্ক ভাতার ব্যাবস্থা করা উচিত! এবং স্থানীয় নেতাদের উদ্যগি হয়ে মানুষের কাছ থেকে অর্থ সাহায্য সংগ্রহ করে তার জন্য ব্যাবস্থা করা উচিত! চেয়ারম্যান একটা বিকাস ফোন নং দিয়ে সেখানে অর্থ সাহায্য চাইলে ও মানুষ সাহায্য করবে কিন্তু টাকাটা বৃদ্ধ পাচ্ছেন কিনা সেটা নিশ্চিত করতে হবে!

    • @taslimaarefin018
      @taslimaarefin018 Год назад +1

      বৃদ্ধ ভাতা আর কত টাকা?? মাসে ৫০০ টাকা দিয়ে বর্তমানে কি হয়??

  • @dr.kaiumkhan905
    @dr.kaiumkhan905 Год назад

    এই রকম জীবন যুদ্ধে কোনমতে বেঁচে থাকার প্রতিবেদন দেখলে হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়😢। মহান রবের কাছে বলতে ইচ্ছে করে, হে আল্লাহ! আমাকে অগাধ টাকা পয়সা দান করুন,সেই সাথে এইরকম হতদরিদ্র মানুষকে সহযোগিতা করার সুন্দর একটা মন মানসিকতাও দান করুন।আচ্ছা এই বয়োবৃদ্ধ দম্পতির সাথে যোগাযোগের কোন মাধ্যম কেউ দিতে পারবেন?

  • @mahbuburrahman4102
    @mahbuburrahman4102 Год назад +23

    নগদের অত্যাচার থেকে আমারে তোমরা মুক্তি দাও 😢

    • @animallover503
      @animallover503 Год назад

      নগদ কোম্পানি পারেনা এদের সাহায্য করতে

  • @shahadathossain.1520
    @shahadathossain.1520 Год назад

    মহান আল্লাহ তায়ালা হয়ত এইধরনের লোকদের জান্নাত দিবেন।

  • @MdIbrahim-r6m
    @MdIbrahim-r6m Год назад +9

    আল্লাহ ওনাদের কে সুখ শান্তি তে থাকার তৌফিক দিন আমীন

  • @NazmulHasan-sr5ig
    @NazmulHasan-sr5ig Год назад +1

    সবাই দাদা ভাই কে সাহায্য করতে এগিয়ে আসুন 🤲

  • @mezanurrahman2003
    @mezanurrahman2003 Год назад +10

    আল্লাহ যেনো এমন কষ্ট আর কাউকে না দেয় 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MDBadolmia-y2h
    @MDBadolmia-y2h Год назад

    লোকটার কষ্টো দেখে খুব কষ্ট পেলাম
    দোয়া করি আল্লাহ যেনো ভালো রাখেন
    আমিন

  • @kostokurai480
    @kostokurai480 Год назад +3

    বাবারা এমনি হয় হাজার ব্যাথা বেদনা বুকে নিয়ে এই বৃদ্ধ বয়সেও সন্তানের কথা চিন্তা করে। সন্তানেরাই চলতে পারেনা আমাদেরকে দিবে কোথা থেকে। বাবা তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। সালাম এমন লক্ষ লক্ষ বাবাকে। অনেক ভালোবাসি বাবা তোমায়❤❤❤

  • @nurulafser4751
    @nurulafser4751 Год назад

    ধন্যবাদ সময় টিভি।সবায় এ বৃূদধ মা, বাবা,র সাহায্য করার জন্য এগিয়ে অাসুন।

  • @titudas57
    @titudas57 Год назад +4

    এই জীবন যোদ্ধার বৃদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা আয়রে মানবতা।

  • @shamim-xs6ph
    @shamim-xs6ph Год назад

    সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রতিবেদক দেওয়ার জন্য

  • @awesomehistory012
    @awesomehistory012 Год назад +10

    সিরাজগঞ্জ সহ আরো কয়েকটা জেলায় মানুষের অবস্থা খুব খারাপ কষ্ট লাগে তাদের দুখ দুর্দশা দেখলে😢😢

    • @sajuahmed3004
      @sajuahmed3004 Год назад

      সেই সাথে সিরাজগন্জের মানুষ প্রচন্ড ছোটলোক আর কৃপণ। যারা উপর তলায় থাকে তারা অভাবী ও দরিদ্রদের দিকে চেয়ে ও দেখেনা। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে অনেক গুলো ফুডভিলেজ নামে হোটেল বানিয়ে রাখছে। যেখানে দূরপাল্লার বাস গুলো স্টপে যায় খাওয়ার জন‍্য। প্রত‍্যেকটা খাবারের দাম মূল‍্যের থেকে বেশি নেয়। আবার ফেলে দেওয়া পানির বোতল গুলোতে টিউবওয়েলের পানি ভরিয়ে নতুন বোতলের মূল‍্যে বিক্রি করে।

  • @mohanmadabulkalamazad92
    @mohanmadabulkalamazad92 Год назад +1

    আমার বাড়ি যশোর জেলা চৌগাছা থানা আল্লাহ রহমত করো আমি ও গরীব কি করবো তাই আল্লাহকে বলি সবাইকে রহমত করো।

  • @PolashShordar-d6w
    @PolashShordar-d6w Год назад +4

    আল্লা তুমি তাদেরকে সুহস্ত রাখ আমিন আমিন আমিন 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mdshahinali5626
    @mdshahinali5626 Год назад

    সাংবাদিক ভাই কে অনেক ধন্যবাদ 👍🇧🇩এমন একটা পতিবেদন করার জন্য 💯👍🇧🇩এই হলো বাংলাদেশের উন্নয়ন 💯🇧🇩

  • @labibsanaullah9550
    @labibsanaullah9550 Год назад +6

    মায়ের দোয়ায় সুস্থ আছি আলহামদুলিল্লাহ

  • @MdAbdullah-kz4xx
    @MdAbdullah-kz4xx Год назад

    আল্লাহ এ মানুষগুলোকে তুমি ছাড়া টাকার কেউ নেই আল্লাহ আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও

  • @hazratmia4203
    @hazratmia4203 Год назад +5

    জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের আত্মিক সহযোগিতা করার জন্য

  • @tahminabegom9468
    @tahminabegom9468 Год назад +1

    আল্লাহ সহায়তা করেন আমিন।

  • @nantumia4998
    @nantumia4998 Год назад +4

    এটাই আমাদের সিঙ্গাপুরের অবস্থা

  • @nillakashertara472
    @nillakashertara472 Год назад

    আল্লাহ যার জন্য কেউ নেই তার জন্য তুমি আছো।হে আল্লাহ তোমার রহমতের চাদরে য়েয় দুইজন অসহায়কে মুড়িয়ে রাখ।নিশ্চয় তোমার পরিকল্পনা ভাবনার উর্দে

  • @SumonHasan-b8q
    @SumonHasan-b8q Год назад +4

    আল্লাহ তোমি তাদের সুখে রাখিও

  • @সূফিএমরানহোসাইন

    ৪মিনিট ৪৩ সেকেন্ড একটা ভিডিও।
    চোখ দুটো আমার কান্নায় ভারি হয়ে উঠেছিল। আর কিচ্ছু বলার নেই🥺🥺
    ধন্যবাদ সময় টিভি।

  • @MOHAMMADALALHOSSAIN
    @MOHAMMADALALHOSSAIN Год назад +8

    আমরা আধুনিক যুগে বাস করলেও, আমাদের মনুষ্যত্ব দেউলিয়া হয়ে গেছে আশ পাশের মানুষ গুলোরও অমানুষের কাতারে পড়ে গেছে।

  • @fahimkhan3543
    @fahimkhan3543 Год назад

    সালাম জানাই তাকে সৎ পথ টা অনেক কষ্ট এবং বেদনার।আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। আমিন

  • @mdyeasinarfate2121
    @mdyeasinarfate2121 Год назад +5

    বলার কোনো ভাষা নাই সরকার যেন তাদের দায়িত্ব নেন আর তারা যেন বাকিটা জীবন সুখে কাটাতে পারে। 😅😅😅😅😅

  • @MdMonjur-jj8hb
    @MdMonjur-jj8hb Год назад

    সময় টিভিকে অসংখ ধন্যবাদ গরিব দুখিদের পাসে থকার জন্যে

  • @msfatema9422
    @msfatema9422 Год назад +4

    সন্তান যখন ছোট থাকে তখন বাবা মা যত অভাবেই থাকুক সন্তান কে পেলেপুষে বড় কর। আর সন্তান বড় হলে তার অভাব বলে বাবা মার দায়িত্ব নিতে পারবে না এটা কেমন কথা 🤔

  • @Gorardim-b4r
    @Gorardim-b4r Год назад

    সাংবাদিক ভাই কে অসংখ্য ধন্যবাদ প্রতিবেদনটা করার জন্য

  • @plb1715
    @plb1715 Год назад +12

    সরকার তাদের একটু সাহায্য করুক এবং তাদের বৃদ্ধ ভাতা দিতে ব্যবস্হা করুক

  • @gaishuddin9245
    @gaishuddin9245 Год назад +2

    আল্লাহ আপনি সকল বাবা মা কে ভালো রাখিয়েন আমিন

  • @anwarhossain6261
    @anwarhossain6261 Год назад +4

    আশা করি পরবর্তী সংবাদে জানতে পারবো সরকার তাদের পাশে থাকবেন পরবর্তী সংবাদের অপেক্ষায় থাকবো😭😭😭

    • @sra.shakilkhansourov6923
      @sra.shakilkhansourov6923 Год назад

      ইনশাআল্লাহ।। সরকার বা স্থানীয় বিওবান রা দেখবেন।।

  • @MokterHossain-r3r
    @MokterHossain-r3r Год назад

    হে আল্লাহ আপনি এই বৃদ্ধ বাবা মার সহাইয়া করুন উত্তম রিজিকের ফয়সালা দান করেন

  • @আব্দুলজাব্বারআলী-ঞ৮ঢ

    এসব দৃশ্য আর সহ্য করতে পারছি না।

  • @ExpartmistriRubel
    @ExpartmistriRubel Год назад

    সত্যি এমন বাস্তবতা নির্মম পরিস্থিতি দেখলে চোখে পানি আসে

  • @mdnahidbuhiya8734
    @mdnahidbuhiya8734 Год назад +6

    সরকারি ভাবে সহযোগিতা করা উচিত। আর তার সন্তানদের আইনের আওতায় আনা উচিত।😪😪😪

  • @shahahamislam8132
    @shahahamislam8132 Год назад +1

    কখন যে চোখের পানি চলে আসলো বুঝতে পারলাম না,, শুধু আল্লাহর কাছে উনাদের জন্য সাহায্য চাবো আল্লাহ তুমি রহমত কর আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করো আমিন সুম্মা আমীন

  • @fatemahaque9846
    @fatemahaque9846 Год назад +5

    এরা যদি সরকারি সাহায্য না পাই তাহলে পাই কারা।

  • @AlaminHossa-m3j
    @AlaminHossa-m3j Год назад

    আল্লাহ আপনি তাদের সহায় হোন. . . .. . . . আপনি আমাদের, তাদের সহ সবার একমাত্র অভিভাব।

  • @jhume366
    @jhume366 Год назад +2

    আল্লাহ তুমি তাদেরকে হেফাজত কর এলাকার লোকদেরকে তাদের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি

  • @asifiqbalseam07
    @asifiqbalseam07 Год назад

    এখন আমি সবে ফার্মেসি নিয়ে অনার্সে লেখাপড়া করতেছি। ইনশাল্লাহ কোনদিন সফল হতে পারলে এরকম মানুষের পাশে দাঁড়াতে আমার হাত সবসময় প্রস্তুত থাকবে, আল্লাহর কাছে একটাই ফরিয়াদ এমন সুযোগ আমাকে করে দেন যেন এরকম লোকদের পাশে দাঁড়ানোর তাদের সহযোগিতা করার মধ্যে যে আনন্দ যে তৃপ্তি তার কোথাও পাওয়া যাবে না । 🌸💚

  • @MohammedBablu-bc2zb
    @MohammedBablu-bc2zb Год назад

    আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে অনেক শিক্ষা,,,,, যাতে কেউ আছে দুনিয়া নামের আলিশান স্বর্গে,,, আবার কেউ আছে দারিদ্র্যতার দুর্ভিক্ষের অনাহারে । আল্লাহ আপনি একমাত্র সাহায্যকারি

  • @MstSarmin-u1m
    @MstSarmin-u1m Год назад

    আল্লাহ এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুন আমিন

  • @RajuAhmed-dw8ib
    @RajuAhmed-dw8ib Год назад

    সৎ মানুষ এত বয়স্ক মানুষ তারপরও কারো কাছে হাত পাতে না স্যালুট আল্লাহর উত্তম প্রতিদান পাবেন ইনশাআল্লাহ

  • @Paharpurseed
    @Paharpurseed Год назад

    বাবা মা এমনই হয় তাদের সব কিছু দিয়ে সন্তানদের কে ভাল রাখার চেষ্টা করেন! আর সেই বাবা মা কে আমারা শেষ বয়স কষ্ট দেই ।

  • @MahafuzHossen-my6vv
    @MahafuzHossen-my6vv Год назад

    এটা দেখে আমার চোখে পানি এসে গেলো। আর যেন কারো পিতা এ রকম কাজ করতে না হয়।