চুন কিভাবে বানায় জানতামই না এই প্রথম জানলাম। অনেক পরিশ্রম করে চুন বানাতে হয় কিন্তু এই পরিশ্রমের সঠিক মূল্যটা উনি কি পান? ভদ্রলোকের জন্য খুব মায়া লাগলো।
আমাদের বাদিয়াখালী,, শ্রী হরিদাশ বর্মন এর দ্বিতীয় ছেলে শ্রী বর্ণ বর্মন কাকা.. অন্তত ভালো মানুষ ওরা.. আগে এদের বাড়ি ছিলো বাদিয়াখালী সাধুর আশ্রম.. ধন্যবাদ আপু এদের পেশা তুলে ধরার জন্য💐
আমাদের গ্রামে এগুলো তৈরি হয়। আমার পূর্ব পুরুষের মানুষজন এগুলো তৈরি করতো। এখনো অনেকেই করে। খুবই ভালো লাগলো যে এমন একটি বিষয় নিয়ে ভিডিও দেখছি, যা আমার নিজের অস্তিত্বের সাথে মিশে আছে। আন্তরিক ধন্যবাদ জানাই এই ভিডিও যিনি বানিয়েছন🎉🎉🎉
আসসালামু আলাইকুম। ধন্যবাদ, শায়েরি আপুকে। এই চুন বানানো পদ্ধতি দেখানোর জন্য। খুব কষ্ট প্রত্যেকটি কাজ সাধন করতে। আমাদের এই সশ্য শ্যামল মাটির সুন্দর বাংলাদেশ কে আমরা বিভিন্ন রুপে আপনার মাধ্যমে দেখতে পাই। এই বাংলা এই মাটি সোনার চেয়েও খাটি যদি না আমরা খাঁটি মনের মানুষ হই। এই বাংলার আনাচে কানাচে অনেক মুল্যবান রত্ন রয়েছে যা আমরা খোঁজার চেষ্টা করি না, এবং জানিও না। শায়েরী আপু অনেক দোয়া ও ভালোবাসা আপনার জন্য। সামনে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করবেন। আললাহ পাক যেন সুস্থ ও সুন্দর জীবন দান করুন এই কামনা করি। 💖💖
ওখানে রাস্তার পাশে একজন চুন তৈরি করে। আসা যাওয়ার পথে ওনার ভাটিতে ধোয়া দেখে অনেকবার ইচ্ছে করেছে, থেমে দেখার। সবটা দেখা সম্ভব ছিল না। ইচ্ছেটা এভাবে পূরণ হয়ে যাবে ভাবিনি। প্রতিটা প্রতিবেদনই খুব ভালো লাগে কিন্তু নিজেদের অঞ্চলের প্রতিবেদন দেখার সময় আলাদাই সুখানুভূতি কাজ করে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।
জীবনের প্রথম এই ঝিনুক থেকে খাবার ও অন্যান্য কাজে ব্যবহৃত চুন বানানোর ভিডিও দেখলাম যদিও'বা বিষয়টি অনেক আগে জানতাম কিন্তু কখনো ভিডিও দেখা হয়নি যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয় সুন্দরভাবে দেখানোর জন্য❤❤❤।
আমাদের পুকুর থেকে চুনিরা কত ঝিনুক নিয়ে গেছে কিন্তু বানানো দেখ ছিলাম না এই ভিডিওটা চুন বানানোর দেখে খুব খুশি হলাম সবাইকে অনেক ধন্যবাদ ❤❤❤❤❤জেলা পাবনা বাংলাদেশ
আসসালামু আলাইকুম,শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলাধীন কুচাইপট্টি ইউনিয়ন থেকে বলছি। আমি আপনাদের ভিডিও নিয়মিত দেখি খুব ভালো লাগে। যা আমাকে অতীতে নিয়ে যায়। আমার স্বপ্ন একদিন আপনাদের ভিডিওর মাধ্যমে আমদের কুচাইপট্টি' ও তার আশেপাশের গ্রাম ও নদ-নদীর এবং চর অঞ্চলের খুব সুন্দর মনোরম পরিবেশের ভিডিও দেখবো। ইনশাল্লাহ। 0:12
তালের রসের গ্রাম কাকিলাদহ
ruclips.net/video/WvMWKcbdJbc/видео.html
ফরিদপুর খেজুরের গুড়ের বিখ্যাত
ূ
😊@@skhossain4023
আমি এবার প্রথম দেখলাম চুন তৈরি
Visit
োোেপজীশশতগ@@skhossain4023
এত কষ্ট করে চুন বানানো হয়। অথচ যারা পান খায় তারা দেখলাম পানের বোঁটা দিয়ে যে চুন নেয়। তার চারভাগের একভাগ খায় বাকিটা ফেলে দেয়।
ডকুমেন্টারিতে আপনাকে দেখার ইচ্ছা ছিল। সেই ছোটবেলা থেকে বিটিভিতে আপনাকে দেখেছি। গলা তো একই রকম আছে। ভোকাল আর্টিষ্ট, অসাধারণ।
আমার ওও
Yas❤ u r right
Amaro dekhar onek shokh😊
কষ্ট অনুযায়ী তাদের টাকা বারানু দরকার কে কে একমত আমার সাথে ।
চুন কিভাবে বানায় জানতামই না এই প্রথম জানলাম। অনেক পরিশ্রম করে চুন বানাতে হয় কিন্তু এই পরিশ্রমের সঠিক মূল্যটা উনি কি পান? ভদ্রলোকের জন্য খুব মায়া লাগলো।
আমাদের বাদিয়াখালী,,
শ্রী হরিদাশ বর্মন এর দ্বিতীয় ছেলে
শ্রী বর্ণ বর্মন কাকা..
অন্তত ভালো মানুষ ওরা..
আগে এদের বাড়ি ছিলো বাদিয়াখালী সাধুর আশ্রম..
ধন্যবাদ আপু এদের পেশা তুলে ধরার জন্য💐
এদের সাথে যোগাযোগ করবো কিভাবে?
খুবই প্রাচীন এবং প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
এতসুন্দর উপস্থাপনা এখন প্রায় বিলুপ্তপ্রায়। আপনার অসাধারণ বাঁচনভঙ্গি এই তথ্যচিত্র কে আরও আলোকিত করেছে। অনেক ভাল লেগেছে, অনেক অনেক শুভকামনা
আমাদের গ্রামে এগুলো তৈরি হয়। আমার পূর্ব পুরুষের মানুষজন এগুলো তৈরি করতো। এখনো অনেকেই করে। খুবই ভালো লাগলো যে এমন একটি বিষয় নিয়ে ভিডিও দেখছি, যা আমার নিজের অস্তিত্বের সাথে মিশে আছে। আন্তরিক ধন্যবাদ জানাই এই ভিডিও যিনি বানিয়েছন🎉🎉🎉
ভাই।তাদের কাছে সরাসরি চুন কেনা সম্ভব? আমি ব্যবসা করি
আমার এই একটা পছন্দের চ্যানেল যার ভিডিও ওপেন করলে ছেড়ে যেতে পারিনা,যার কারন শায়রি আপা ওনার ভয়েস আটকে রাখে আমাকে,আর ভিডিও গুলাও অসা,❤❤
এই প্রথমবার দেখেছি ঝিনুক চুন। খুব ভালোই লাগলো। সরকারের উচিৎ তাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য বিভিন্ন ভাবে সহযোগীতা করা।
পরিশ্রম হিসেবে চুনের মূল্য অনেক কম
আমার দাদী কে দেখেছি নিজে খাওয়ার জন্য চুন বানাত শামুক পুড়ে,,,, তখন এত সময় ধরে বানাতে বলে বিরক্ত হলেও এখন সেই চুন আর চুন ওয়ালী😢 দুজনকেই খুব মিস করি
অনেক কষ্টের কাজ। যারা বানান তাদের জন্য অনেক অনেক সম্মান
এই প্রথম বার দেখলাম ভিডিওতে চুন বানানো আমি কখনো চুন বানাতে দেখি নাই
Ami oooo
Amio.
Amio ei prothom dekhlam
ভাই আপনার বাসা কোথাই আমার সাতে আমার বাড়ি যাবেন
সিলেটে পাথর থেকে চুন তৈরি করা হয়
এই চ্যানেল এ আসলেই ফিরে যায় সেই শৈশবের স্মৃতিকালে
আহ কি সেই প্রকৃতি, কত সুন্দর জনপদ, বাঙালিয়ানার ঐতিহ্য, গ্রামীণ জীবন ও কর্ম।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ, শায়েরি আপুকে। এই চুন বানানো পদ্ধতি দেখানোর জন্য। খুব কষ্ট প্রত্যেকটি কাজ সাধন করতে। আমাদের এই সশ্য শ্যামল মাটির সুন্দর বাংলাদেশ কে আমরা বিভিন্ন রুপে আপনার মাধ্যমে দেখতে পাই। এই বাংলা এই মাটি সোনার চেয়েও খাটি যদি না আমরা খাঁটি মনের মানুষ হই। এই বাংলার আনাচে কানাচে অনেক মুল্যবান রত্ন রয়েছে যা আমরা খোঁজার চেষ্টা করি না, এবং জানিও না। শায়েরী আপু অনেক দোয়া ও ভালোবাসা আপনার জন্য। সামনে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করবেন। আললাহ পাক যেন সুস্থ ও সুন্দর জীবন দান করুন এই কামনা করি। 💖💖
হাজারো কষ্টের মাজে বেচে থাকার নামই জিবন, বাপ দাদার অইতিয্য ধরে রাখতে গিয়ে নিজের জিবন শেষ, পরিশ্রম অনুযায়ী চুনের দাম অনেক কম।
খয়ের তৈরি হয় অনেক অস্বাস্থ্যকরপরিবেশে আর চুন দেখছি অনেক পরিষ্কারভাবে তৈরি হয়েছে খুব ভালো লাগলো
অনক সুন্দর একটা ভিডিও দেখে মনটা জুড়িয়ে গেল
সেই ছোটবেলা বিটিভি চালেনে প্রোগ্রাম দেখতাম এখন ও দেখি যত দেখি ততই ভালো লাগে।
এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য খুব ধন্যবাদ আমি আপনার চ্যানেলেভিডিওটি সবগুলা দেখিভারতের ত্রিপুর রাজ্য থেকে বলছি
অনেক অনেক ধন্যবাদ পেনোৰমা ক্ৰিয়েটৰচ..এটা আচাৰ্যকৰ ভিডিও..স্কুলত পঢ়িছিলো শামুকৰ দেহত চূণ পোৱা যায়! আজি নিজ চকুৰে দেখা পোৱা যেন লাগিল ..বহুত কষ্টকৰ প্ৰকৃয়া ..সম্ভবত বিলুপ্তিৰ পথত এই প্ৰথা 😢 !
ওখানে রাস্তার পাশে একজন চুন তৈরি করে। আসা যাওয়ার পথে ওনার ভাটিতে ধোয়া দেখে অনেকবার ইচ্ছে করেছে, থেমে দেখার।
সবটা দেখা সম্ভব ছিল না।
ইচ্ছেটা এভাবে পূরণ হয়ে যাবে ভাবিনি।
প্রতিটা প্রতিবেদনই খুব ভালো লাগে কিন্তু নিজেদের অঞ্চলের প্রতিবেদন দেখার সময় আলাদাই সুখানুভূতি কাজ করে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।
চুন শামুক থেকে তৈরি হয় নানির থেকে শুনেছি আজকে প্রথম দেখলাম ভিডিওতে খুব ভালো লাগলো। এখন পাথরের চুন তৈরি টা দেখতে চাই। অসাধারণ ভিডিও ❤
আমিও
আল্লাহ আপনাকে খুব সুন্দর মিষ্টি কন্ঠস্বর দান করছেন ছোট বেলা থেকে আপনার কন্ঠের মায়াতে জরিয়ে আছি খুব ভালো লাগে আপনাকে
ছোটবেলায় শুনেছিলাম ঝিনুকের চুন। কিন্তু চুন বানাতে যে এতো পরিশ্রম কল্পনা ও করিনি। ওনাকে উপযুক্ত পারিস্রমিক দেওয়া হোক
অসাধারণ প্রতিভার অধিকারী এনারা।
এই সকল শিল্পীদের জন্যই বাংলা আজও বিখ্যাত।
এই প্রথম চুন বানানো দেখলাম।বেশ কষ্টসাধ্য কাজ।উপস্থাপনাটা খুব উপভোগ করলাম।
জীবনের প্রথম এই ঝিনুক থেকে খাবার ও অন্যান্য কাজে ব্যবহৃত চুন বানানোর ভিডিও দেখলাম যদিও'বা বিষয়টি অনেক আগে জানতাম কিন্তু কখনো ভিডিও দেখা হয়নি যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয় সুন্দরভাবে দেখানোর জন্য❤❤❤।
আপু তোমার ভিডিওর উপস্থাপনা দেখে খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিলাম❤❤
প্রতিবেদনটা আমাদের গ্রামের। প্রতিবেদনে আমাদের গ্রামের ঐতিহ্য তুলে ধরার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ।
এই প্রথম চুন বানানোর কৌশল দেখালাম খুব ভালো লেগেছে
কষ্টের তুলনায় দাম কম😢
চমৎকার উপস্থাপনা ❤❤❤ প্রথম দেখলাম। দারুন লাগলো। বেশ পরিশ্রমসাধ্য কাজ।
ম্যাডাম আপনার প্রামাণ্যচিত্র দেখেছি টিভিতে, অনেক সুন্দর অনুষ্ঠানগুলো। বিশেষ করে আপনার গোছানো কথাগুলো আমার বেশ ভালো লাগে।
অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় যুগীদের। এই প্রথমবার দেখলাম এইরকম ভিডিও
কত কষ্ট হয় এই চুন বানানোর জন্য। বাজারের সবকিছুর দাম বাড়তি তাহলে চুনের দামদা যদি বাড়ত তাহলে ওনাদের চলতে সুবিধা হত।
Panoramar documentary gulo amar kace osadaron lage❤️🔥
উপস্থাপিকার কথাগুলো অসাধারণ, সোনা ঝরে পড়ছে কথা মালায়...❤
সরকারের উচিৎ এই উদ্যোক্তাদের প্রনোদনা দেয়ার ও জাতীয়ভাবে সংবর্ধনা দেয়ার।❤
কে আছ আজ প্রথম দেখছো
ভালো লেগেছে রাজশাহী থেকে।আপনাকে এমন সুন্দর চুন তৈরি করা দেখানোর জন্য।
Khub bhalo laglo. Konodin dekhine. Aj pratom dekhlam. Thanks. ❤👌
সিরাজগঞ্জ থেকে সবুজ আহমেদ আপনার প্রতিটি অনুষ্ঠান দেখি আপনার কন্ঠ ভিশন সুন্দর ❤
প্যানোরোমা মানেই চমৎকার উপস্থাপন এবং নতুন কিছু দেখা এবং শিখা
মাশাআল্লাহ আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে ❤❤
অনেক সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু ❤
এই প্রথম দেখলাম অনেক ভালো লাগলো ❤❤❤❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👍👍👍👍
খুব সুন্দর ভিডিও ।আরো ভালো লাগে আপনার কন্ঠস্বর সত্যি অসাধারণ ।west bengal ইন্ডিয়া থেকে 💚🇮🇳💚
চুন তৈরির ভিডিওটা যেমন সুন্দর,সাংবাদিকের কন্ঠটাও তেমনি সুন্দর। একদম ম্যাচিং।
কিছু কিছু ভিডিও আছে যা দেখলে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়,,❤
❤❤❤
😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉😊😊😊😊😊😊😊
❤
first watch video wonderful
আমাদের পুকুর থেকে চুনিরা কত ঝিনুক নিয়ে গেছে কিন্তু বানানো দেখ ছিলাম না এই ভিডিওটা চুন বানানোর দেখে খুব খুশি হলাম সবাইকে অনেক ধন্যবাদ ❤❤❤❤❤জেলা পাবনা বাংলাদেশ
আমি এর আগে কখনো চুন বানানো দেখিনি এখন দেখলাম,ভালো লাগলো ধন্যবাদ 🎉
অনেক কষ্ট বানাতে | এই প্রথমবার দেখলাম চুন বানানো
আগে কখনো দেখি নাই ❤️ খুবই ভালো লাগলো
আসসালামু আলাইকুম,শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলাধীন কুচাইপট্টি ইউনিয়ন থেকে বলছি। আমি আপনাদের ভিডিও নিয়মিত দেখি খুব ভালো লাগে। যা আমাকে অতীতে নিয়ে যায়। আমার স্বপ্ন একদিন আপনাদের ভিডিওর মাধ্যমে আমদের কুচাইপট্টি' ও তার আশেপাশের গ্রাম ও নদ-নদীর এবং চর অঞ্চলের খুব সুন্দর মনোরম পরিবেশের ভিডিও দেখবো। ইনশাল্লাহ। 0:12
আপু আপনার হায়াত বাড়ায় দিক আল্লাহ। আপনি এত সুন্দর কথা বলেন আর এতকিছু উপস্থাপন করেন তা দেখে আমরা মুগ্ধ আপনার কন্ঠটা অনেক সুন্দর।❤❤❤
আমিই প্রথম দেখলাম
খুব সুন্দর ভিডিও লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে গেলাম
মোটেই সহজ নয়😮যিনি আবিষ্কার করেছিলেন, তিনি রীতিমতো গবেষণা করে চুন বানিয়েছিলেন। একসময় চুন সুর্কির গাঁথুনি দিয়ে বিল্ডিং বানানো হতো।
এই চুনের কেজি কমপক্ষে ১০০০ টাকা হলে ভালো হতো,কারন এতে প্রচুর কষ্ট 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
tyle chaal hoito proti kg 2000
Kinben??
Esb aool faul kota bola bondo koren
আপনি কি পাগল,,?
আপনে কিনেন ১০০০ করে
20 টাকায় 100 গ্রাম পাওয়া যায় তাই তাও কিনে না আগামীতে আর চুনের ব্যবহার হবে না 😂😂
ঠিক
beautiful shearing 🌺💕
অনেক কঠিন কাজ
কিন্তু আমরা এই কাজটাকে বেশি মূল্যায়ন করি না
আমার মনে হয় এদের দিকে সরকারের নজর দেওয়া উচিত
সত্যিই অসাধারণ এক তৈরী, একমুঠো ভাতের জন্য আমাদের কত খাটতে হয় স্যালুট দাদাক,,পরবাসী
প্রথম দেখলাম এই চ্যানেলের ভিডিও। ভালোই লাগলো। তাই সাবস্ক্রাইব করলাম ও বেল আইকনও প্রেস করলাম❤❤❤
আমার বয়স এখন ৩৫ জীবন প্রথম বার দেখলাম চুন তৈরি,,, আসলে কষ্ট অনুসারে দাম টা অনেক কম।
খুব পরিশ্রম মানুষ দাদা ❤❤❤❤
চমৎকার কাজ। সত্যিই অসাধারণ একটি ভিডিও তুলে ধরেছেন আমাদের সামনে। এরকম অনেক কাজ আছে যা আমাদের চোখের আড়ালেই হয়ে থাকে। কিন্তু আমারা নিয়মিত ব্যবহার করি।
আপনার উপস্থাপনা দারুন হয়েছে 🫶🫶🇧🇩🇸🇦
এমন দেশটি কোথাও খোঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্ম ভূমি ❤❤❤
সবদেশেরই বাহাদুরি করার মতো কিছু আছে।
সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে এভাবে বলার জন্যে ধন্যবাদ আপনাকে
আমি আজকে দেখলাম এইভাবে চুন বানানো হয় অনেক সুন্দর একটি প্রক্রিয়া মাশাআল্লাহ
Nice to see.
Nice presentation and voice.
Salute them.
খুব ভালো লাগলো আপু ভিডিওটি আমার প্রিয় জন্মভূমি গাইবান্ধার ভিডিও
খুব সুন্দর একটি ভিডিও
আজ প্রথম জানলাম ঝিনুক থেকে চুন হয়,ধন্যবাদ এইরকম ভিডিও দেখানোর জন্য ❤
এই কষ্ট সাধ্য শিল্পকলাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের আর্থিক সহায়তা করা উচিত।।
ইউটিউব আসার পর থেকে অনেক কিছু জানতে পারছি❤you youtube.❤you didi nice video
খুব ভালো লাগলো ভিডিওটি আমার মাতৃভূমি প্রিয় গাইবান্ধা
ভিডিও দেখানোর জন্য ধন্যবাদ।
অসাধারন একটি ভিডিও দেখলাম আমি জানতাম না ঝিনুক দিয়ে চুন ভানায়
অনেক ভালো লাগলো
অনবদ্য উপস্থাপনা ❤
শায়েরী আপার ভিডিও গুলো সত্যি অসাধারণ লাগে❤❤❤❤ আমি উনার অনেক ভিডিও দেখছি আমার দেখার ইচ্ছেও হয়
সত্যি অসাধারণ
ধন্যবাদ। চুনের সোর্স খুজতেছিলাম। কাজে লাগবে এটা।
উপস্থাপন অনেক সুন্দর
পুরো ভিডিও টা দেখলাম ,,খুবই ভালো লাগলো🙋♂️ এই প্রথম বার দেখলাম চুন বানানো 👍🤝❤️ ধন্যবাদ
এরকম ভিডিও আরো চাই,কারন আগের ঐতিহ্য সম্পর্কে অনেক কিছুই আমরা এখনো জানি না।
এই প্রথম দেখলাম চুন কিভাবে বানাতে হয় মাশাআল্লাহ
কন্ঠ উপস্থাপনা খুবই ভালো লাগলো ❤❤❤
এরকম ভিডিও দেখতে আমার অনেক ভালোলাগে।
এই ভিডিওটা না দেখলে আমি মনে হয় না আর কোন সময় আমার মাথায় আসতো যে চুন বানানোর ভিডিও দেখি কিন্তু আজ এই চুন বানানোর ভিডিওটা দেখে খুব ভালো লাগলো
প্রথম বার দেখলাম
দারুণ তথ্য চিত্র এই প্রথম দেখলাম ধন্যবাদ চ্যানেলের সকল কলাকুশলীদের ধন্যবাদ প্রিয় উপস্থাপিকা শায়েরী আপু সৌদি আরব জেদ্দা থেকে দেখছি ❤❤
নাইস ভাই ❤❤❤❤
চমৎকার ভিডিও ❤
পরিশ্রমের তুলনায় ন্যায্য টাকা পাচ্ছে না
Hm bhaiya ekdom thik kotha bole6en
Ami India Kolkata theke bol6i
অসাধারণ অপুর্ব সুন্দর 🎉