দাঁত ব্রাশ ছাড়াও যে কাজে লাগে টুথপেস্ট! Bijoy TV
HTML-код
- Опубликовано: 28 ноя 2024
- #Toothpaste #টুথপেস্ট
প্রাত্যহিক জীবনে টুথপেস্ট খুব সাধারণ একটি সামগ্রী। শুধু দাঁত পরিষ্কার করতেই যে টুথপেস্ট ব্যবহার করা হয়, তা নয়। ঘরের একাধিক কাজে ব্যবহার হতে পারে টুথপেস্ট। গয়না থেকে কাঁচের জিনিস পরিস্কার করতে এর জুরি মেলা ভার।
টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা হয় এটাতো সবারই জানা। তবে দাঁত পরিষ্কার ছাড়াও ঘরের নানা কাজে টুথপেস্ট ব্যবহার যায়। স্নিকার্স বা চামড়ার জুতো পরিষ্কার করতে টুথপেস্ট বেশ উপকারী। জুতোয় টুথপেস্ট লাগিয়ে তারপর শুকনো নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিলেই নতুনের মতো চকচক করবে কাদা লাগা জুতোও।
বাড়িতে বাচ্চা থাকলে দেয়ালে আঁকিবুঁকি থাকবেই। এসব দাগ তুলতে টুথপেস্টের কোন তুলনা হয় না। নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেয়ালে মাখিয়ে তার পর শুকনো কাপড় দিয়ে ঘষলে উঠে যাবে দেয়ালের সব আঁকিবুঁকি। অন্যদিকে বাথরুমের আয়নায় বাষ্প জমার সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন টুথপেস্ট ব্যবহার করে। নন-জেল টুথপেস্ট আয়নায় লাগিয়ে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করলে আয়না আর ঝাপসা হবে না।
রান্নার পর কিছুতেই হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করা যায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েক ফোঁটা টুথপেস্ট লাগিয়ে হাত ভালো করে ঘষে নিন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুহূর্তে দুর্গন্ধ দূর হয়ে যাবে। এছাড়া কাপড়ে কলমের দাগ দূর করতে দাগের উপরে সাদা টুথপেস্ট লাগিয়ে জোরে জোরে ঘষুন। বার কয়েক করলে উঠে যাবে কালির দাগ।
আপনার শখের কার্পেটে চা অথবা কফির দাগ পড়লে খানিকটা টুথপেস্ট ঘষে পরিষ্কার করে নিন। গয়না কিংবা কাঁচের জিনিস পরিস্কারে টুথপেস্ট বেশ কাজের। এজন্য শুরুতে পুরনো নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগান। তার পর তা দিয়ে ধীরে ধীরে ঘষুন গয়না। এর পর পাতলা কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করে নিন। কালচে দাগ উঠে একেবারে চকচকে হয়ে যাবে।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: bijoy.tv/
Facebook: / bijoytvlimited
RUclips: / bijoytvofficial
দারুন টিপস বলা কথাগুলো সঠিক হলে বেশ কাজে লাগবে, ধন্যবাদ।
এছাড়া আরো অনেক কঠিন কাজকে সহজ করে দেয় টুথপেস্ট!!!
এতো গুরুত্বপূর্ণ খবর গুলো কোথায় পাই বিজয় টিভি??
😂😂😂😂
ঠিক আছে আমি যাচ্ছি দোকানের সবগুলা টুথপেষ্ট কিনে আনতে, সব কাজে লাগাবো🤣🤣🤣
*পেস্ট দিয়ে আয়নায় ঘষা মারলেই তো আরো ঘোলা হয়ে যায়! আঠা আঠা হয়ে যায়*
*আর এখানে তো পরিষ্কার করতে বলতেছে* 😅
তাহলে দাঁত ব্রাশ করব কি দিয়ে আমরা 😂😂😂😂
আর কোন খবর পান না 😂😂😂
বিজয় টিভির আর কি কোন নিউজ নেই নাকি এরা কোন খবর খুঁজে পায় না
😮😮😮
Apnar problem kothay Jodi Kono important news day channel a.Kichu soytan manush ase Valo news dekhte pare na kharap video Dile thokhon bolto wow😡